15/09/2018
★ বিদেশগামী ভাইদের প্রতি একটি সতর্ক বাণীঃ
১) বাংলাদেশী পাসপোর্টধারীদের জন্য এখন দিল্লি থেকে সকল ধরনের সেনজেন ভিজিট/বিজনেস ভিসা ইস্যু বন্ধ রয়েছে।
২) সেন্জেন দেশ সমূহের মধ্যে যেসব দেশের এম্বাসী ঢাকায় নাই, সেসব দেশের দিল্লিস্থ এম্বাসী শুধু মাত্র দীর্ঘ মেয়াদী ভিসার আবেদন (৯০ দিনের বেশি, যেমনঃ চাকুরী বা স্টুডেন্ট ভিসা) গ্রহণ করেন ও ভিসা ইস্যু করেন।
৩) ৯০ দিনের কম মেয়াদের ভিসার আবেদন (যেমনঃ ভিজিট বা বিজনেস ভিসা) ঢাকাস্থ তাদের প্রতিনিধি বা অথরাইজড এম্বাসী গ্রহণ করে ও ভিসা ইস্যু করে থাকে। যেমনঃ পোল্যান্ড এর চাকুরী বা স্টুডেন্ট ভিসার আবেদন পত্র পোল্যান্ড এম্বাসী, দিল্লিতে সাবমিট করতে হয়। কিন্ত, পোল্যান্ডের ভিজিট ভিসার আবেদন ঢাকায় সুইডেন এম্বাসীতে সাবমিট করতে হয়। এই বিষয় গুলি সংশ্লিস্ট দেশ সমূহের ওয়েব সাইটে দেওয়া আছে।
৪) আবার অনেকে বিভিন্ন প্রতারকদের প্রোরচনায় পড়ে ঢাকায় এম্বাসী থাকার পরেও দিল্লিতে যান ফাইল সাবমিট করতে, যেটা মস্ত বড় বোকামি। উল্লেখ্য, দিল্লিতে একটি শক্তিশালী প্রতারক চক্র vfs এর কতিপয় অসাধু চাকুরীজীবিদের সহযোগিতায় পাসপোর্টে নকল ভিসা লাগিয়ে দেয়। তাদের সাথে মিলে এদেশের কিছু টাউট বাটপার সহজ সরল মানুষকে রঙিন সপ্নে আবিস্ট করে তাদের সব পুঁজি লুটে নেয়। এতে ধবংস হয় একটি জীবন, একটি পরিবার, নেমে আসে করুণ পরিণতি।
৫) সাধারন আবেদনকারীগণ ভাবেন, তিনি নিজে সরাসরি ফাইল জমা দিয়েছেন (vfs এ), ফিংগার প্রিণ্ট দিয়েছেন, নিজেই সিলগালা দিয়ে আটকানো ফাইল রিসিভ করেছেন, সুতরাং..... ভিসা জেনুইন, এটাই ধরে নেয়। এবং প্রতারকদের চাপের মুখে টাকা প্রদান করেন। এভাবেই প্রতারণার শিকার হন শত শত মানুষ। এদেরকে সাহায্য করে কিছু অসাধু হুন্ডি ব্যাবসায়ী।
৬) বতমানে দিল্লিতে গ্রীস, অস্ট্রিয়া, ফ্রান্স, নেদারল্যান্ডস, স্পেন, জার্মান এম্বাসীতে সেনজেন ভিজিট ভিসার সাবমিশনের নামে ব্যাপক প্রতারনা চলছে।
★ যাহোক, বিদেশ গমনে ইচছুক ভাইদের কাছে সবিনয় অনুরোধঃ
১) সেনজেন ভিজিট ভিসার জন্য দিল্লিতে যাবেন না।
২) সঠিক নাম, ঠিকানা, অফিস, নিশ্চিত না হয়ে, ডিড ডকুমেন্টস ছাড়া, জামিনদার ছাড়া, রাস্তা-ঘাটে, রেস্টুরেন্টে মিটিং করে.... কাউকে আপনার ফাইল প্রসেসিং করতে দিবেন না, বিশেষ করে আপনার মূল পাসপোর্ট, কাগজপত্র, টাকা দিবেন না। দিলে আপনি ব্ল্যাকমেইলের শিকার হবেন।
৩) ইউরোপের কোন দেশেই চাকুরী ভিসার জন্য মেডিকেল টেস্ট লাগে না। শুধু মাত্র ইনসুরেনস লাগে.... তা ও আবার প্রসেসিং এর শেষ দিকে, এম্বাসী সাবমিশনের সময়। অথচ কিছু ব্যক্তি গ্রাহকের কাছে ফাইল নিয়েই বলে মেডিকেল টেস্ট করেন!!!! সুতরাং, সাবধান। সফল ভাবে আপনার ফাইল প্রসেসিং এর কোন সামথ্যই এদের নেই। আসল উদ্দেশ্য, মেডিকেল বানিজ্য!!!!
৪) বেশি তাড়াহুড়ো করে ভিজিট ভিসায় না গিয়ে দীর্ঘ মেয়াদী চাকুরী ভিসায় যান..... যা আপনার ক্যারিয়ারের জন্য সহায়ক হবে।
সবার নিরাপদ প্রবাস ভ্রমণ ও শুভ কামনায়,
Dream Sky Touch Tourism.
স্বপ্ন আকাস ছোঁয়ার।।।
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::
DST Tourism.
Tel: +88 02 55098441
Fax: +88 02 55098442
Office:-
Ground floor, house-17,
road-19, nikunja-2, Dhaka - 1229,
Bangladesh.
E-mail: [email protected]
Web: www.dreamskytouch.com