Dream Sky Touch Tourism.

Dream Sky Touch Tourism. "Dream Sky Touch Tourism." is a name in the field of tourism industry in Bangladesh and serving for So, please co'opareat with us to make our dream for the best.
(1)

Being in a country like Bangladesh,
a country where nature has give her a lot of beautyfull thing with an open heart,
here,
we are very much glad to launch our Tourism Company the name ''Dream Sky Touch Tourism''.

''Dream Sky Touch Tourism'' is working with maximum efficiency to make travel – tickets available with any country any time approach both inbound and outbound. We are open almost 24 x 7 to provide you best rates & routes with our ticketing concern named "Dream Sky Touch Tourism''.

যা খুশি তাই খান, কেউ বাধা বা বল প্রয়োগ করলেও এগুলো উপেক্ষা করে খান।  #কারণঃ ▪︎হাঁটার মেশিন ট্রেডমিলের আবিষ্কারক ৫৪ বছর ব...
02/04/2024

যা খুশি তাই খান, কেউ বাধা বা বল প্রয়োগ করলেও এগুলো উপেক্ষা করে খান।

#কারণঃ

▪︎হাঁটার মেশিন ট্রেডমিলের আবিষ্কারক ৫৪ বছর বয়সে মারা গেছেন।
▪︎জিমন্যাস্টিকসের আবিষ্কারক ৫৭ বছর বয়সে।
▪︎যে ব্যাক্তি ওয়ার্ল্ড বডি বিল্ডিং চ্যাম্পিয়ন ছিলো তিনি ৪১ বছর বয়সে মারা গেছেন।
▪︎বিশ্বের সেরা ফুটবলার ম্যারাডোনা সেও কিন্তু ৬০ বছর বয়সে মারা গেলেন।
▪︎বিশ্বসেরা ক্রিকেটার(স্পিনার) শেন ওয়ার্ন ৫২ বছর বয়সে মারা গেছেন।

এখন একটু গভীরে আসুন ------

▪︎কেএফসি আবিষ্কারক মারা গেলেন ৯৪ এ।
▪︎নিউটেলার বিনিয়োগকারী ৮৮ বছর বয়সে মারা যান।
▪︎তুর্কি শুরমেহ এবং স্টেকের আবিষ্কারক ১০৪ বছর বয়সে মারা যান।
▪︎সিগারেট উদ্ভাবক এবং প্রস্তুতকারী উইনস্টন ১০২ বছর বয়সে মারা গেছেন।
▪︎আফিমের আবিষ্কারক এক ভূমিকম্পে ১১৬ বছর বয়সে মারা যান।
▪︎হেনেসি হুইস্কি আবিষ্কারক ৯৮ বছর বয়সে মারা যান।
▪︎আফগানি খাবারের উদ্ভাবকরা (কাবেলি, মান্টো এবং চাপলি কাবাব) এখনও বেঁচে আছেন।

এখন চিকিৎসকরা কীভাবে এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে ব্যায়াম জীবনকে দীর্ঘায়িত করে ?

খরগোশ সর্বদা প্রাণবন্ত এবং ২ বছর বাঁচে, আর কচ্ছপ যে জায়গা থেকে নড়ে না সে বাঁচে ৪০০ বছর।

সুতরাং, বিশ্বের বা নিজের নিশ্বাসের শেষ অবধি বিশ্রাম, খাওয়া এবং পানীয় উপভোগ করুন !!! মৃত্যু কখন হবে তার কোন নিশ্চয়তা নাই। খেলেও মরবেন আবার না খেলেও মরবেন। তাই মিছেমিছি আত্মাকে কষ্ট দিয়ে কি লাভ বলুন?

আমি সব সময় মানুষকে নিজের আপন মনে করি,আর মানুষ আমাকে বোকা মনে করে।হায়রে দুনিয়া। 😇😇😇
18/07/2023

আমি সব সময় মানুষকে নিজের আপন মনে করি,
আর মানুষ আমাকে বোকা মনে করে।
হায়রে দুনিয়া।
😇😇😇

02/01/2022
18/07/2021
17/05/2021

একটা বাস্তব সত্য প্রকাশ করলামঃ
যারাযারা এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, মিলিয়ে নিবেন।

ট্রাভেল এজেন্সির সাথে নিজের বুকিং নিজে করবেন।
মামা-চাচা-খালু,বন্ধু Avoid করুন।

একজন লোক আমাদের অফিসে আসলো এই ৪/৫ দিন আগে, তার ভাগিনা কাতার থেকে আসবে। ভাগিনা কাতার থেকে মামা'কে পাঠাইছে আমাদের অফিসে এসে দেখেশুনে বুকিং করতে।

মামা এসে বললো, প্যাকেজ কতো করে...! আমরা বললাম ১০৫০০/- হলো ৩ স্টার আর ৬০০০/- হলো ১ স্টার এবং থাকবেনা এয়ারপোর্ট থেকে হোটেল গাড়ি এবং খাবার মান ১ স্টার।

মামা বললো, থাকবে ৩ দিনের জন্য, সরকার নিয়ম করছে, এতো খরচের কি দরকার..!
মামা, ভাগিনার জন্য ১ স্টার বুকিং দিয়ে চলে গেলো।👴

ফ্লাইটের দিন, ঢাকায় আসার পর ভাগিনা ফোন করছে মামা'কে, এজেন্সি কতো বড় বাটপার...! এয়ারপোর্টে গাড়ি পাঠায় নাই...!! মামা ভাগিনারে শান্তনা দিচ্ছে, থাক ভাগিনা কি করবা, এজেন্সি এমন খারাপই..! তুমি একটা CNG নিয়ে হোটেলে চলে যাও...!

এবার ১ স্টার হোটেলে ১ দিন থাকার পর ভাগিনা আবারও মামাকে ফোন...! মামা এইগুলা কোনো খাবার?
মামা আবারো শান্তনা...! থাক ভাগিনা কি করবা এজেন্সি এমন খারাপ।এইটা বাংলাদেশ। কি আর করা ২ দিন কষ্ট করে চলে আসো...!

এবার ভাগিনা রাতে মশার কামরে ঘুম ভেংগে অতিস্ট হয়ে , ভাউচারের নিচে থাকা এজেন্সির নাম্বারে কল করে বললো, আপনারা এতো ফাজিল লোক, আমি ১৫০০০/- টাকা দিলাম, অথচ আমাকে এমন খারাপভাবে রাখছেন...! এই জন্যই আপনাদের কেউ ভালো বলে না...! এই সেই গালাগালি..!

এজেন্সির লোক ভউচার নাম্বার ঘেটে দেখলো, সবচে বাজে প্যাকেজটা ভাগিনার জন্য বুকিং করেছিলো মামু...! তখন আমরা না পারি কাস্টমারকে সত্য, না পারি সহ্য করতে। কারন সত্য বললে পারিবারিক ঝামেলা লাগবে, তাই বলিনা।নিরবে সহ্য করে যাই।

যদি বলতাম, আপনার মামা আমাদের যে টাকা দিয়েছে সেই টাকা দিয়ে এই প্যাকেজই ছিলো, ভাগিনা হয়তো সারাজীবন মামার প্রতি বিরুপ ধারনা নিয়ে থাকতো।

এই ধরনের অভিজ্ঞতা আমাদের প্রায়ই হয়...!
আপন চাচা, ভাতিজার ভিসা প্রসেসে কমিশন চায়...! বন্ধুর ভিসা বন্ধু প্রসেস করে দিবে, এজেন্সিকে দেয় ২ লাখ, আর বন্ধু থেকে নেয় ৫ লাখ...! হজ্জ -ওমরাহ প্যাকেজে ভাই ভাইয়ের জন্য প্যাকেজ বুকিং করতে এসে আমাদের বলে যে সর্বনিম্ন কি প্যাকেজ আছে...! আর ভাইয়ের থেকে নেয় সর্বোচ্চের টাকা..!

অনেক বিচিত্র অভিজ্ঞতা আছে আমাদের।

যাইহউক, এই জন্যই বলি, নিজের বুকিং নিজে ট্রাভেল এজেন্সির সাথে করুন। কোনো, মিডিয়া বা দালাল ধরবেন না। মনে রাখবেন, ট্রাভেল এজেন্সি একটি প্রফেশনাল প্রতিষ্ঠান, সার্ভিস এর বিনিময়ে সার্ভিসচার্জ নেয়াই কাজ।
কিন্তু আপনার মামা -চাচা-বন্ধুরা বিনা পয়সায় এগিয়ে আসা মানেই ভাববেন, তাহারা কমিশনখোর...!

এমন অভিজ্ঞতার স্বীকার হলে কমেন্টস এ জানাতে পারেন।

ধন্যবাদ
Dream Sky Touch Tourism.
-Govt. Approved Travel Agent.

বিভিন্ন সময় বিভিন্ন লোকেরা প্রবাসীদেরকে কামলা বলে গালাগালি করে আসছে "অতীত থেকে নেয়া"।এখন সেই কামলাদের কাছ থেকে এয়ারপোর...
26/07/2020

বিভিন্ন সময় বিভিন্ন লোকেরা প্রবাসীদেরকে কামলা বলে গালাগালি করে আসছে "অতীত থেকে নেয়া"।
এখন সেই কামলাদের কাছ থেকে এয়ারপোর্ট উন্নয়নের জন্য টাকা আদায় করতেছেন কেন?
আপনারা কোথায় এখন যারা কথায় কথায় প্রবাসীদের গালাগালি করেন। আপনারাও নিজেদের পকেট ঝেড়ে কিছু ফেলতে তো পারেন?
কামলাদের কাছ থেকেও কি ভিক্ষা নেয়াটা জরুরী? আমার মতে যারা প্রবাসীদের থেকে টাকা আদায় করে তারা তো ভিক্ষুক এর চেয়েও........................!!!
বাকী কথা গুলো পাঠকের মন মত।

আজকের বিষয়      "দালাল"সুযোগ পেলে আমরা আমরা সবাই দালালি করার চেষ্টা করি।সুযোগ পাইনা তাই করি না।আমরা যারা বিদেশে লোক পাঠা...
18/06/2020

আজকের বিষয়
"দালাল"

সুযোগ পেলে আমরা আমরা সবাই দালালি করার চেষ্টা করি।
সুযোগ পাইনা তাই করি না।

আমরা যারা বিদেশে লোক পাঠাই তারাই শুধু দালাল নাকি বাংলাদেশে আরো দালাল আছে। আজকে সিকিউরিটি গার্ডের চাকরি থেকে শুরু করে সংসদ পর্যন্ত যে দালালী চলছে তার কি কোন খবর আছে। আমরা একটা ভিসা বিক্রয় করে লাভ করি ৫/১০/২০ হাজার টাকা এর বেশি না। এর ফলে আমরা দেশ উন্নয়নে ভুমিকা পালন করছি। কিন্তু যে সকল দেশ প্রেমিকরা ঘুষ দিয়ে দেশে সরকারি/বেসরকারি চাকুরি নিচ্ছেন তারা কি করছেন, তারা তো জনগনের সেবার নামে ব্লেড ছাড়াই পকেট কেটে ফকির বানাচ্ছে। আপনারা বলেন যে দালারা কথা রাখেনা ৩ মাসের কথা বলে ৬ মাস ১ বছর লাগিয়ে দেয়। কিন্তু বিদেশ তো দুরের কথা দেশেই আপনি আমি সময় মতো কোন কাজটা করতে পারি। পাসপোর্ট অফিস, বি আর টি এ অফিস, ভুমি অফিস, হাসপাতাল, থানা, আদালত কোন যায়গায় আপনি আমি নিরাপদে নির্দিধ্বায় কাজ করতে পারি। সব যায়গায় হয়রানি। আমরা দেশেই ঠিক মতো সেবা পাই না। আর বিদেশের বিষয়টা কিভাবে সঠিক সময় হবে। সময় একটু লাগবেই অতএব বিদেশ যেতে হলে ধৈর্য ধরতে হবে।
কপাল/ভাগ্য ভালো হলে অল্প সময়ে বিদেশে যেতে পারবেন। বেশি টাকা বেতন পেতে নিজেকে নিজের মতো করে কর্ম দক্ষতা অর্জন করুন।
সঠিক এবং বৈধভাবে বিদেশ গমন করুন।
রেগে গেলেনতো হেরে গেলেন।
সকলের প্রতি রইলো শুভকামনা।
ধন্যবাদ।

লিবিয়ার মাটি আজ বাংলার সোনার ছেলেদের রক্তে রঞ্জিত....!! 😭😭😭😭😭***********************************************লিবিয়ার মাটি...
01/06/2020

লিবিয়ার মাটি আজ বাংলার সোনার ছেলেদের রক্তে রঞ্জিত....!! 😭😭😭😭😭

***********************************************

লিবিয়ার মাটিতে এভাবেই পড়ে আছে আমাদের ২৬ জন বাংলাদেশীর রক্তাক্ত মৃতদেহ। মারাত্মকভাবে আহত হয়ে চিকিৎসাধীন আছেন আরও ১১ জন।

জীবনের চেয়ে টাকার মূল্যবান হতে পারে না তাই দয়া করে এই পথে কেও প্রবাসে যাবেন না।

কোনভাবেই মেনে নিতে পারছি না এমন নিষ্ঠুর বর্বরতা। কার কাছে বিচার চাইবো - কিভাবে চাইবো?
তবে যতটুকো জানতে পেরেছি - এই হত্যাকান্ডের মূল হোতা বাংলাদেশেরই একটি গ্রুপ যারা অপহরন চক্রের সাথে জড়িত।

প্রিয় বাংলাদেশী ভাইয়েরা, ইউরোপে যাওয়ার ক্ষেত্রে আপনারা এই পথটি পরিহার করুন। জীবনের এমন ঝুঁকি নিয়ে আর কোন বাংলাদেশী ভাই এই পথে যাবেন না।

হে আল্লাহ,-
এই ভাইদেরকে জান্নাতবাসী করুন।

এদের পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা জানাচ্ছি।

(বিঃদ্রঃ - মানব পাচারকারী দলের সদস্যরা গুলি করে বাংলাদেশের এই ২৬ জন ভাইকে হত্যা করেছে।)

26/05/2020

#আলহামদুলিল্লাহ

★সৌদি আরবে ২৮ মে থেকে ৩০ মে কারফিউ থাকবে সকাল ৬ টা থেকে সন্ধা ৩ টা।
★৩১ মে থেকে ২০ জুন কারফিউ টাইম সকাল ৬ টা থেকে রাত ৮ টা।
★মাসজিদ খুলে দেওয়া হবে।
★অভ্যন্তরীণ সকল ফ্লাইট চালু হবে।
★এক শহর থেকে অন্য শহরে ভ্রমন করতে পারবে নন কারফিউ টাইমের মধ্যে।
★২১ জুন থেকে ইনশাআল্লাহ সৌদি আরব নরমাল হবে।

1. From 5th of Shawwal (28th May) to 7th Shawwal (30th May) the curfew has been removed from 6 Am to 3 Pm.

2. From 8th Shawwal (31st May) to 28th Shawwal (20th June) the curfew will be removed from 6 Am to 8 Pm

a. Domestic flights will be operational

b. Masjids will be opened for praying

b. City to city travelling will be allowed within the non curfew timings of 6 Am to 8 Pm

3. From 21st June, the Saudi Arabia will become back to Normal in Sha Allah!

আগামী ১৫ ই মে ২০২০ পর্যন্ত সকল ফ্লাইট বন্ধ ঘোষণা।ধারনা করা হচ্ছে বিশ্বের ৭৫% বিমান সংস্থা, ট্রাভেল এবং রিক্রুটিং এজেন্সি...
02/05/2020

আগামী ১৫ ই মে ২০২০ পর্যন্ত সকল ফ্লাইট বন্ধ ঘোষণা।

ধারনা করা হচ্ছে বিশ্বের ৭৫% বিমান সংস্থা, ট্রাভেল এবং রিক্রুটিং এজেন্সি দেউলিয়া হয়ে যাবে।

সুত্রঃ এভিয়েশন নিউজ (৩০/০৪/২০২০)।

31/12/2019
02/10/2019

গামকার অন্তর্ভুক্ত যে সকল মেডিকেল গুলো।
নিম্ন তালিকাঃ-
১/ লাইফ ডায়াগনস্টিক সেন্টার
২/ আল-নাহদা মেডিকেল
৩/ আল-হায়াত মেডিকেল
৪/ ক্রিষ্টাল মেডিকেল
৫/প্যারাডাইন মেডিকেল
৬/ গুলশান মেডিকেয়ার
৭/ হেলথ কেয়ার মেডিকেল
৮/ আলিয়েদ মেডিকেল
৯/ ন্যাশনাল মেডিকেল সেন্টার
১০/ পালস্ মেডিকেল সেন্টার
১১/ ইন্টারন্যাশনাল হেলত কেয়ার
১২/ মাসকাট মেডিকেল সেন্টার
১৩/ সায়মন্ড মেডিকেল সেন্টার
১৪ আল-হুমায়রা হেলথ কেয়ার
১৫/ গালফ্ মেডিকেল
১৬/ নোভা মেডিকেল সেন্টার
১৮/ মক্কা মেডিকেল সেন্টার
১৮/ ফেয়ার ওয়েজ মেডিকেল
১৯/ সৌদি-বাংলাদেশ সার্ভিস কোঃ
২০/ আল-রিয়াদ মেডিকেল
২১/ মেডিনোভা মেডিকেল সার্ভিস
২২/ গ্রীন ক্রিসেন্ট হেলথ সার্ভিস
২৩/ ইবনে-সিনা মেডিকেল
২৪/ ইসতিয়াক মেডিকেল
২৫/ এরাবিয়ান মেডিকেল সেন্টার
২৬/ টিউলিপ মেডিকেল
২৭/ আর এস মেডিকেল
২৮/ আল-ফালাহ মেডিকেল
২৯/ বসুন্ধরা মেডিকেল
৩০/ অরবিটালস্ মেডিকেল
৩১/ মোহাইমিদ মেডিকেল
৩২/ আল মুবাশ্বের মেডিকেল
৩৩/ ঢাকা ক্রাউন মেডিকেল
৩৪/ ট্রান্স ওয়ার্ল্ড মেডিকেল
৩৫/ এস কে এন হেলথ কেয়ার
৩৬/ লিডিং হেলথ কেয়ার
৩৭/ ইস্টানডার্ড মেডিকেল
৩৮/ ইউনিক মেডিকেল
৩৯/ ইবনে রাশদ্ মেডিকেল
৪০/ দি ক্লাসিক মেডিকেল
৪১/ আলিয়েদ মেডিকেল
৪২/ চাঁদশি মেডিকেল

প্রবাসীদের যদি বিমানবন্দরে কোন রকম অহেতুক হয়রানি করা হয় কিংবা অন্য কোথাও নানা ভাবে হয়রানি হতে হয়, নিজের ব্যক্তিগত মোবাইল...
26/09/2019

প্রবাসীদের যদি বিমানবন্দরে কোন রকম অহেতুক হয়রানি করা হয় কিংবা অন্য কোথাও নানা ভাবে হয়রানি হতে হয়, নিজের ব্যক্তিগত মোবাইল নাম্বারে ফোন করে অথবা মেসেজ করে জানাতে বললেন নির্বাহী ম্যজিস্ট্র্যাট জনাব সারওয়ার আলম ।
নাম্বারটি লিখে রাখুন, দুর্নীতি আর অনিয়ম দেখলেই ডায়াল করুন। 01712207227. ঘটনা ভিডিও করে রাকবেন।

15/09/2018

★ বিদেশগামী ভাইদের প্রতি একটি সতর্ক বাণীঃ

১) বাংলাদেশী পাসপোর্টধারীদের জন্য এখন দিল্লি থেকে সকল ধরনের সেনজেন ভিজিট/বিজনেস ভিসা ইস্যু বন্ধ রয়েছে।

২) সেন্জেন দেশ সমূহের মধ্যে যেসব দেশের এম্বাসী ঢাকায় নাই, সেসব দেশের দিল্লিস্থ এম্বাসী শুধু মাত্র দীর্ঘ মেয়াদী ভিসার আবেদন (৯০ দিনের বেশি, যেমনঃ চাকুরী বা স্টুডেন্ট ভিসা) গ্রহণ করেন ও ভিসা ইস্যু করেন।

৩) ৯০ দিনের কম মেয়াদের ভিসার আবেদন (যেমনঃ ভিজিট বা বিজনেস ভিসা) ঢাকাস্থ তাদের প্রতিনিধি বা অথরাইজড এম্বাসী গ্রহণ করে ও ভিসা ইস্যু করে থাকে। যেমনঃ পোল্যান্ড এর চাকুরী বা স্টুডেন্ট ভিসার আবেদন পত্র পোল্যান্ড এম্বাসী, দিল্লিতে সাবমিট করতে হয়। কিন্ত, পোল্যান্ডের ভিজিট ভিসার আবেদন ঢাকায় সুইডেন এম্বাসীতে সাবমিট করতে হয়। এই বিষয় গুলি সংশ্লিস্ট দেশ সমূহের ওয়েব সাইটে দেওয়া আছে।

৪) আবার অনেকে বিভিন্ন প্রতারকদের প্রোরচনায় পড়ে ঢাকায় এম্বাসী থাকার পরেও দিল্লিতে যান ফাইল সাবমিট করতে, যেটা মস্ত বড় বোকামি। উল্লেখ্য, দিল্লিতে একটি শক্তিশালী প্রতারক চক্র vfs এর কতিপয় অসাধু চাকুরীজীবিদের সহযোগিতায় পাসপোর্টে নকল ভিসা লাগিয়ে দেয়। তাদের সাথে মিলে এদেশের কিছু টাউট বাটপার সহজ সরল মানুষকে রঙিন সপ্নে আবিস্ট করে তাদের সব পুঁজি লুটে নেয়। এতে ধবংস হয় একটি জীবন, একটি পরিবার, নেমে আসে করুণ পরিণতি।

৫) সাধারন আবেদনকারীগণ ভাবেন, তিনি নিজে সরাসরি ফাইল জমা দিয়েছেন (vfs এ), ফিংগার প্রিণ্ট দিয়েছেন, নিজেই সিলগালা দিয়ে আটকানো ফাইল রিসিভ করেছেন, সুতরাং..... ভিসা জেনুইন, এটাই ধরে নেয়। এবং প্রতারকদের চাপের মুখে টাকা প্রদান করেন। এভাবেই প্রতারণার শিকার হন শত শত মানুষ। এদেরকে সাহায্য করে কিছু অসাধু হুন্ডি ব্যাবসায়ী।

৬) বতমানে দিল্লিতে গ্রীস, অস্ট্রিয়া, ফ্রান্স, নেদারল্যান্ডস, স্পেন, জার্মান এম্বাসীতে সেনজেন ভিজিট ভিসার সাবমিশনের নামে ব্যাপক প্রতারনা চলছে।

★ যাহোক, বিদেশ গমনে ইচছুক ভাইদের কাছে সবিনয় অনুরোধঃ

১) সেনজেন ভিজিট ভিসার জন্য দিল্লিতে যাবেন না।

২) সঠিক নাম, ঠিকানা, অফিস, নিশ্চিত না হয়ে, ডিড ডকুমেন্টস ছাড়া, জামিনদার ছাড়া, রাস্তা-ঘাটে, রেস্টুরেন্টে মিটিং করে.... কাউকে আপনার ফাইল প্রসেসিং করতে দিবেন না, বিশেষ করে আপনার মূল পাসপোর্ট, কাগজপত্র, টাকা দিবেন না। দিলে আপনি ব্ল্যাকমেইলের শিকার হবেন।

৩) ইউরোপের কোন দেশেই চাকুরী ভিসার জন্য মেডিকেল টেস্ট লাগে না। শুধু মাত্র ইনসুরেনস লাগে.... তা ও আবার প্রসেসিং এর শেষ দিকে, এম্বাসী সাবমিশনের সময়। অথচ কিছু ব্যক্তি গ্রাহকের কাছে ফাইল নিয়েই বলে মেডিকেল টেস্ট করেন!!!! সুতরাং, সাবধান। সফল ভাবে আপনার ফাইল প্রসেসিং এর কোন সামথ্যই এদের নেই। আসল উদ্দেশ্য, মেডিকেল বানিজ্য!!!!

৪) বেশি তাড়াহুড়ো করে ভিজিট ভিসায় না গিয়ে দীর্ঘ মেয়াদী চাকুরী ভিসায় যান..... যা আপনার ক্যারিয়ারের জন্য সহায়ক হবে।

সবার নিরাপদ প্রবাস ভ্রমণ ও শুভ কামনায়,

Dream Sky Touch Tourism.
স্বপ্ন আকাস ছোঁয়ার।।।
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::

DST Tourism.
Tel: +88 02 55098441
Fax: +88 02 55098442
Office:-
Ground floor, house-17,
road-19, nikunja-2, Dhaka - 1229,
Bangladesh.
E-mail: [email protected]
Web: www.dreamskytouch.com

মাত্র ১২.৫ লক্ষ টাকায় শ্রমিক ও মাত্র ৬ লক্ষ টাকায় শিক্ষার্থীদের জন্য ক্যনাডা যাওয়ার সুবর্ণ সুযোগ।কর্ম সংস্থান ও বিদেশে উ...
13/08/2018

মাত্র ১২.৫ লক্ষ টাকায় শ্রমিক ও মাত্র ৬ লক্ষ টাকায় শিক্ষার্থীদের জন্য ক্যনাডা যাওয়ার সুবর্ণ সুযোগ।

কর্ম সংস্থান ও বিদেশে উচ্চশিক্ষায় কানাডা,
প্রবাসী শ্রমিক/নাগরিক ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিকট জনপ্রিয় গন্তব্য। শান্তিপ্রিয়, সমৃদ্ধ দেশ এবং মানসম্মত - কর্ম সংস্থান ও পড়াশোনার জন্য কানাডা ক্রমেই আরো জনপ্রিয় হয়ে উঠছে। বিগত বছর গুলোতে বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক শ্রমিক ও শিক্ষার্থী কানাডায় পরিপূর্ন জিবন যাপন ও উচ্চশিক্ষার জন্য গিয়েছেন।

IELTS ছাড়া ESL কিংবা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের মাধ্যমেও ব্যাপক সংখ্যক প্রবাসী ও শিক্ষার্থী ভিসা পেয়েছেন।

সিংঙ্গাপুরে অবস্থানরত কানাডা এমবাসি এর মাধ্যমে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী শ্রমিক নিয়োগ এর
এবং
জানুয়ারী ২০১৯ সেশনে ২০১৭-১৮ সনে HSC পাসকৃত অবস্যই রেজাল্ট 4.0 এর নিচে নয় পাশাপাশি IELTS স্কোর নেই অথবা প্রস্তুতি নিচ্ছে এমন শিক্ষার্থীদের -
- জন্য আবেদন গ্রহণ করছি।

বিস্তারিত জানতে দয়া করে আমাদের নিদিষ্ট অফিসে আসুন এবং শুধু মাত্র শিক্ষার্থীদের জন্য -

শিক্ষার্থীকে যা পরিশোধ করতে হবেঃ-
1. টিউশন ফি
2. টিকেট
3. এম্বাসি ফি

আমরা যা প্রদান করবোঃ
1. অফার লেটার।
2. ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস।
3. স্পন্সর সাপোর্ট।

শিক্ষার্থীরা,
আপনার সম্ভাব্যতা যাচাই করে নিতে ফ্রি এ্যাসেসমেন্ট একটি দারুণ মাধ্যম। আপনার সকল একাডেমিক ও অন্যান্য কাগজপত্র সহ আমাদের অফিস ভিজিট করুন অথবা মেইল করে জেনে নিন আপনার সম্ভাব্যতা।

ই-মেইলঃ- [email protected]

ঠিকানাঃ
ড্রিম স্কাই টাচ টুরিজম এন্ড স্টুডেন্ট কনসালটেন্সি (ডিএসটি)
বাড়ি নং - ১৭ (নিচ তলা), রোড নং - ১৯, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা - ১২২৯।

ফোনঃ 01711-070117, 01932-287740

"Dream Sky Touch Tourism." is a name in the field of tourism industry in Bangladesh and serving for

18/07/2018

মাত্র ৩৮০০০০ টাকায় সৌদি আরবে (দাম্মাম) ১২০০ রিয়াল বেতনের চাকুরি ।
পেশাঃ-কিচেন বয়, ওয়াটার ।
খাওয়া - কোম্পানির ।
থাকা-কোম্পানির।
আকামা- কোম্পানির ।
ইন্সুরেন্স - কোম্পানির ।
ডিউটি- ১১ ঘন্টা ।
Mishwar Restaurant Dammam

Address

Tropical Alauddin Tower, House # 32/C, Road # 02, Sector # 03, Rajlaxmi, Uttara, Dhaka/
Dhaka
1230

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Friday 03:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8801711070117

Alerts

Be the first to know and let us send you an email when Dream Sky Touch Tourism. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Travel Companies in Dhaka

Show All