চিশতীয়া ট্রাভেলস হিউম্যান রিসোর্স সার্ভিস

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • চিশতীয়া ট্রাভেলস হিউম্যান রিসোর্স সার্ভিস

চিশতীয়া ট্রাভেলস হিউম্যান রিসোর্স সার্ভিস আসসালামু আলাইকুম, আমাদের কোম্পানি বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করা হয়।

🥰🥰🥰 আসসালামু আলাইকুম 🥰🥰🥰  🥰 👉 ইউরোপের ভিসা প্রসেসিং সব সময়-ই অনিশ্চিত। এই অনিশ্চিত গন্তব্যে নিশ্চিতভাবে পৌঁছাতে চান সবা...
18/05/2024

🥰🥰🥰 আসসালামু আলাইকুম 🥰🥰🥰

🥰 👉 ইউরোপের ভিসা প্রসেসিং সব সময়-ই অনিশ্চিত। এই অনিশ্চিত গন্তব্যে নিশ্চিতভাবে পৌঁছাতে চান সবাই।কিছু মানুষ এই অনিশ্চিত গন্তব্যে, নিশ্চিতভাবে কাজ করে দিতে পারবেন বলে গ্যারান্টি দিয়ে মানুষের কাছ থেকে পাসপোর্ট এবং নগদ অর্থ গ্রহণ করেন। যার কারনে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের সহজ সরল মানুষ গুলো সুদের উপর লোন করে, ভিটে জমি বিক্রি করে,বউ এবং মা,বা বোনের গয়না বন্ধক রেখে, হাঁস,মুরগি,গরু,ছাগল বিক্রি করে টাকা জমিয়ে,সেই টাকা ইউরোপের জন্য তুলে দেন তার পরিচিত,অথবা আত্মীয়,অথবা স্বল্প পরিচিত কোন মাধ্যমে।

👉 দীর্ঘ সময় ধরে কাজ করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে। তার আলোকে আজকে আপনাদেরকে কিছু নির্দেশনা ও পরামর্শ দিচ্ছি যেগুলো পালন করলে অন্তত আপনি ক্ষতিগ্রস্ত বা প্রতারিত হবেন না।

👉 শর্টকাটে অথবা তাড়াতাড়ি যাওয়ার রাস্তা বাদ দিয়ে দেরি হলেও, বা বেশি সময় লাগলেও বিশ্বস্ত কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে আপনার দায়িত্ব দিতে পারেন।

👉 ইউরোপে যাওয়ার জন্য প্রথমেই সুদের উপর লোন করে বা ঋণ করে বা স্থাবর বা অস্থাবর সম্পত্তি বন্ধক রেখে নগদ টাকা সংগ্রহ করে জমা দেয়া থেকে বিরত থাকুন।

👉 প্রথমেই কষ্ট করে কিছু টাকা সঞ্চয় করে সেটা জমা দিন। ভিসা হওয়ার পর নগদ অর্থ না থাকলেও আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব, বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে আপনার ব্যয় বহন করতে পারবেন।

👉 আবেদন জমা দেয়ার পর ভিসা কখন হবে বা পারমিট কখন আসবে বা কখন এম্বাসিতে জমা দিব এ বিষয়গুলোর আপডেট না নিয়ে বরং যেকোনো একটি কাজে নিজেকে নিয়োজিত রাখুন, বেকার না থেকে ছোটখাটো যেকোনো ধরনের কাজে নিজেকে ব্যস্ত রাখুন। মাঝেমধ্যে কাজের আপডেট নিন। আপনার কাজ হলে বা কাজ সফলতার কাছাকাছি আসলে আপনার প্রতিষ্ঠান বা ব্যক্তি আপনাকে আপডেট জানিয়ে দিবেন।

👉 ইউরোপের জন্য যারা গ্যারান্টি দিয়ে দায়িত্ব নেয় তাদেরকে বর্জন করে যতটুকু সম্ভব দূরত্ব বজায় রাখুন।

👉 বিভিন্ন প্রতিষ্ঠানের দ্বারে দ্বারে না ঘুরে বরং নিজেকে যোগ্য হিসেবে প্রস্তুত করে গড়ে তুলুন,সেজন্য স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদি কারিগরি শিক্ষা বা হাতে কলমে শিক্ষা গ্রহণ করুন।

👉 সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপনে আকৃষ্ট না হয়ে ব্যক্তির সম্পর্কে বা প্রতিষ্ঠান সম্পর্কে ভালো করে খোঁজখবর নিয়ে যাচাই বাছাই করে, ব্যাংকের মাধ্যমে লেনদেন সম্পন্ন করে আপনার আবেদন জমা দিন।

👉 আপনার আবেদন বা প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার সাথে সাথে চাকরি থেকে অবসর বা বিজনেস বন্ধ করে দেয়া থেকে বিরত থাকুন। কেবলমাত্র ভিসা হাতে পাওয়ার পর পর চাকরি বা ব্যবসা বন্ধ করে দিন। ভিসা হাতে পাওয়ার আগে আপনাকে যত ধরনের গ্যারান্টি দেয়া হোক না কেন ভুলেও সে সমস্ত কথায় আকৃষ্ট না হয়ে বর্তমান পেশায় নিজেকে নিয়োজিত রাখুন।

17/03/2024
07/03/2024

পর্তুগাল ওয়ার্ক পারমিট ভিসায় নিয়োগ, নিটিং অপারেটর, বেতন-১২০০ ইউরো, অল্প সময়ের মধ্যেই যারা যেতে ইচ্ছুক অতি জরুরি ভাবে যোগাযোগ করুণ - +8801720988360

🥰 👉 আসসালামু আলাইকুম, 👉 আমাদের কোম্পানি থেকে বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং করা হয়েছে - ইতালি ভিসা, হাঙ্গেরি ভিসা, সার্বিয়া...
13/02/2024

🥰 👉 আসসালামু আলাইকুম,

👉 আমাদের কোম্পানি থেকে বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং করা হয়েছে - ইতালি ভিসা, হাঙ্গেরি ভিসা, সার্বিয়া ভিসা ও বেলারুশ এর ভিসা, টি আর সি কাট।

👉 অল্প সময়ের মধ্যেই যে ভাইয়েরা দক্ষিণ কোরিয়া শিপইয়ার্ডে ওয়েল্ডার , ইলেকট্রিশিয়ান, পাইপ ফিটার, পেইন্টার, যেতে চাচ্ছে এবং কসোভো, মলদোভা, সার্বিয়া, সৌদি আরব ও দুবাই যেতে চাচ্ছে ওয়ার্ক পারমিট ভিসায় যোগাযোগ করুণ।

👉 জার্মান, ইতালি,দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, হাঙ্গেরী, সৌদি আরব, দুবাই,মলদোভা, কসোভো, সার্বিয়া ও পোল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করা হয়।

👉 অল্প খরচে জাপানি ভাষা শিখে ওয়ার্ক পারমিট ভিসায় জাপানে থাকার সুজুক, তাই দেরি না করে যোগাযোগ করুণ।

👉 দক্ষিণ কোরিয়া, জাপান, জার্মান,ও পর্তুগাল স্টুডেন্টদের জন্য ভিসা প্রসেসিং করা হয়।

🥰 👉 আপনার কি জার্মান,অস্ট্রেলিয়া, জাপান, রোমানিয়া, ইতালি, মলদোভা, কসোভো, সার্বিয়া, দক্ষিণ কোরিয়া, পোল্যান্ডে, হাঙ্গেরীতে ও সৌদি আরবে ওয়ার্ক পারমিট প্রয়োজন?
👉 কম সময়ে, স্বল্প খরচে ওয়ার্ক পারমিট ভিসার জন্য Korean travel HUE হতে পারে আপনার পছন্দের সেরা Consultancy Agency. আমরা সকল প্রকার ভিসা নিয়ে নিশ্চয়তা প্রদান করছি।

👉 বর্তমান সময়ে ইউরোপের দেশ ইতালি, রোমানিয়া, কসোভো, সার্বিয়া,মলদোভা, পোল্যান্ডে ও হাঙ্গেরীতে এখন ওয়ার্ক পারমিট ভিসা চালু করেছে। অনেক ওয়ার্কার নিচ্ছে বিভিন্ন জব সেক্টরে। যারা অনেক দিন চেস্টা করেও যেতে পারেননি, তারা আমাদের মাধ্যমে জব ভিসা প্রসেসিং করে নিশ্চিতে যেতে পারেন। ভিসা হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।

👉 🥰 তাই আর দেরি না করে চলে আসুন আমাদের অফিসে। আপনার ইউরোপ যাওয়ার স্বপ্ন পূরণ করতে এখনি যোগাযোগ করুন আমাদের সাথে।

বিস্তারিত জানতে আমাদের সাথে সরাসরি অফিসে যোগাযোগ করুন - Call- +8801720988360,

02/02/2024

ইউরোপের দেশ বেলারুশ ওয়ার্ক পারমিট ভিসায় সাধারন কর্মী নিয়োগ দেওয়া হবে জরুরি। যারা যেতে ইচ্ছুক অতি তারাতাড়ি যোগাযোগ করুণ - +8801720988360

🥰🥰🥰 আসসালামু আলাইকুম 🥰🥰🥰  🥰 👉 ইউরোপের ভিসা প্রসেসিং সব সময়-ই অনিশ্চিত। এই অনিশ্চিত গন্তব্যে নিশ্চিতভাবে পৌঁছাতে চান সবা...
23/12/2023

🥰🥰🥰 আসসালামু আলাইকুম 🥰🥰🥰

🥰 👉 ইউরোপের ভিসা প্রসেসিং সব সময়-ই অনিশ্চিত। এই অনিশ্চিত গন্তব্যে নিশ্চিতভাবে পৌঁছাতে চান সবাই।কিছু মানুষ এই অনিশ্চিত গন্তব্যে, নিশ্চিতভাবে কাজ করে দিতে পারবেন বলে গ্যারান্টি দিয়ে মানুষের কাছ থেকে পাসপোর্ট এবং নগদ অর্থ গ্রহণ করেন। যার কারনে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের সহজ সরল মানুষ গুলো সুদের উপর লোন করে, ভিটে জমি বিক্রি করে,বউ এবং মা,বা বোনের গয়না বন্ধক রেখে, হাঁস,মুরগি,গরু,ছাগল বিক্রি করে টাকা জমিয়ে,সেই টাকা ইউরোপের জন্য তুলে দেন তার পরিচিত,অথবা আত্মীয়,অথবা স্বল্প পরিচিত কোন মাধ্যমে।

👉 দীর্ঘ সময় ধরে কাজ করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে। তার আলোকে আজকে আপনাদেরকে কিছু নির্দেশনা ও পরামর্শ দিচ্ছি যেগুলো পালন করলে অন্তত আপনি ক্ষতিগ্রস্ত বা প্রতারিত হবেন না।

👉 শর্টকাটে অথবা তাড়াতাড়ি যাওয়ার রাস্তা বাদ দিয়ে দেরি হলেও, বা বেশি সময় লাগলেও বিশ্বস্ত কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে আপনার দায়িত্ব দিতে পারেন।

👉 ইউরোপে যাওয়ার জন্য প্রথমেই সুদের উপর লোন করে বা ঋণ করে বা স্থাবর বা অস্থাবর সম্পত্তি বন্ধক রেখে নগদ টাকা সংগ্রহ করে জমা দেয়া থেকে বিরত থাকুন।

👉 প্রথমেই কষ্ট করে কিছু টাকা সঞ্চয় করে সেটা জমা দিন। ভিসা হওয়ার পর নগদ অর্থ না থাকলেও আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব, বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে আপনার ব্যয় বহন করতে পারবেন।

👉 আবেদন জমা দেয়ার পর ভিসা কখন হবে বা পারমিট কখন আসবে বা কখন এম্বাসিতে জমা দিব এ বিষয়গুলোর আপডেট না নিয়ে বরং যেকোনো একটি কাজে নিজেকে নিয়োজিত রাখুন, বেকার না থেকে ছোটখাটো যেকোনো ধরনের কাজে নিজেকে ব্যস্ত রাখুন। মাঝেমধ্যে কাজের আপডেট নিন। আপনার কাজ হলে বা কাজ সফলতার কাছাকাছি আসলে আপনার প্রতিষ্ঠান বা ব্যক্তি আপনাকে আপডেট জানিয়ে দিবেন।

👉 ইউরোপের জন্য যারা গ্যারান্টি দিয়ে দায়িত্ব নেয় তাদেরকে বর্জন করে যতটুকু সম্ভব দূরত্ব বজায় রাখুন।

👉 বিভিন্ন প্রতিষ্ঠানের দ্বারে দ্বারে না ঘুরে বরং নিজেকে যোগ্য হিসেবে প্রস্তুত করে গড়ে তুলুন,সেজন্য স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদি কারিগরি শিক্ষা বা হাতে কলমে শিক্ষা গ্রহণ করুন।

👉 সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপনে আকৃষ্ট না হয়ে ব্যক্তির সম্পর্কে বা প্রতিষ্ঠান সম্পর্কে ভালো করে খোঁজখবর নিয়ে যাচাই বাছাই করে, ব্যাংকের মাধ্যমে লেনদেন সম্পন্ন করে আপনার আবেদন জমা দিন।

👉 আপনার আবেদন বা প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার সাথে সাথে চাকরি থেকে অবসর বা বিজনেস বন্ধ করে দেয়া থেকে বিরত থাকুন। কেবলমাত্র ভিসা হাতে পাওয়ার পর পর চাকরি বা ব্যবসা বন্ধ করে দিন। ভিসা হাতে পাওয়ার আগে আপনাকে যত ধরনের গ্যারান্টি দেয়া হোক না কেন ভুলেও সে সমস্ত কথায় আকৃষ্ট না হয়ে বর্তমান পেশায় নিজেকে নিয়োজিত রাখুন।

14/12/2023

08/09/2023

🥰 🥰 🥰 আসসালামু আলাইকুম,

👉 জার্মান ফ্রি জব ভিসা: বাংলাদেশ এবং জার্মানি থেকে কে কোথায়, কিভাবে জব খোঁজবেন:

👉 জার্মানিতে ইমিগ্র্যান্ট হবার সব চেয়ে সহজ উপায় হলো এখানে একটি জব জোগাড় করা। যদি কেউ এখানে একটি জব জোগাড় করতে পারে, তাহলে ভিসাসহ সব কিছু শুধুই ফর্মালিটি। জার্মানিতে ২০২৩ সালে পাস হওয়া নতুন ইমিগ্রেশন আইনটির সর্বোচ্চ সুবিধা আপনি একটি জব জোগাড় করার মাধ্যমেই পেতে পারেন সহজে।

👉 বর্তমান অনলাইনের যুগে সারা দুনিয়াতে জবের এপলাই করা অনেক সহজ। জার্মানিতে আপনি এপলাই করে যদি জব এর কন্ট্রাক্ট পান, তা হলে ৪-৮ সপ্তাহের মধ্যে আপনি জার্মান এম্বেসী থেকে ভিসা পাবেন। জার্মানিতে জব ভিসার জন্যে কাউকেই কোনো টাকা পয়সা দিতে হয় না।

🥰 👉নিচের ক্ষেত্রগুলিতে জব এর জন্যে বেশি খোঁজা হয়:

১. কম্পিউটার
২. ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং
৩. হেলথ/নার্সিং
৪. আইটি কন্সালটেন্সি
৫. বিজনেস
৬. মার্কেটিং
৭. সেলস, প্রোডাক্ট ম্যানেজার
৮. ডাক্তার
৯. ইঞ্জিনিয়ারিং

👉 ইংলিশে জার্মানিতে জব সার্চ:

👉 নিচের লিংক এ গেলে আপনি জার্মানিতে অনেক জব পাবেন যেগুলি ইংলিশ এ থাকে:

https://www.stepstone.de/jobs/english-speaking?gclid=Cj0KCQjwl8anBhCFARIsAKbbpyQ4Uigo5lATP-I5He8Lftbi6Kwgr3guWXbX5dmGZBtbyHVy9WojWfEaAnhTEALw_wcB&ef_id=Cj0KCQjwl8anBhCFARIsAKbbpyQ4Uigo5lATP-I5He8Lftbi6Kwgr3guWXbX5dmGZBtbyHVy9WojWfEaAnhTEALw_wcB:G:s&cid=SEA_GO_DE-DE-GEN-PMAX_c_PMAX_PMAX_FP_PMAX001&loc_interest=&loc_physical=9044543&s_kwcid=AL!523!3!!!!x!!!18807568958!

👉 ইঞ্জিনিয়ারিং এ জব:

https://www.stepstone.de/jobs/engineering?action=facet_selected%3bdetectedLanguages%3ben&fdl=en

👉 বিজনেস এরিয়াতে জব:
https://www.stepstone.de/jobs/businessmanagement?action=facet_selected%3bdetectedLanguages%3ben&fdl=en

👉 কম্পিউটার এ জব:
https://www.stepstone.de/jobs/computer?action=facet_selected%3bdetectedLanguages%3ben&fdl=en

👉 একাউন্টিং এর জব:
https://www.stepstone.de/jobs/accountant?action=facet_selected%3bdetectedLanguages%3ben&fdl=en

👉 ফার্মেসী, কেমিস্ট্রি:
https://www.stepstone.de/jobs/pharmacy?action=facet_selected%3bdetectedLanguages%3ben&fdl=en

👉 হোটেল, ট্যুরিজম:
https://www.stepstone.de/jobs/hotel?action=facet_selected%3bdetectedLanguages%3ben&fdl=en

🥰 👉 জার্মান ওয়েবসাইট এ কিভাবে খোঁজবেন:
প্রতিটি ওয়েবসাইট এ সার্চ বা Suche বা Finden অপসন এ গিয়ে আপনার স্কিল সম্পর্কিত কি ওয়ার্ড দিয়ে সার্চ করুন। অনেক জব পাবেন যেগুলি ইংলিশেও বর্ণনা থাকে। অনেক সময় ইংলিশ এ থাকা জবগুলি ফিল্টার করা যায়।

👉 নিচের সাইট গুলিতে বেশি জব পোস্টিং থাকে:

১. Stepstone:
https://www.stepstone.de

২. Linkedin/Xing:
https://de.linkedin.com/?original_referer=
https://www.xing.com

৩. Stellenanzeige:
https://www.stellenanzeigen.de

৪. Jobware:
https://www.jobware.de

৫. Jobstairs:
https://www.jobstairs.de/de

👉 পেশা অনুযায়ী নিচের ওয়েবসাইটগুলিতে জব খোঁজলে ভালো রেজাল্ট পাওয়া যায়: :

👉 ডাক্তারদের জব:
https://www.praktischarzt.de/

👉 হোটেল/রেস্টুরেন্ট এর জব:
www.hogapage.de

👉 ডাক্তার, ইঞ্জিনিয়ারিং, সাইন্স, আইটি :
jobvector.de

👉 বিজনেস, ইঞ্জিনিয়ারিং:
https://de.indeed.com
https://www.yourfirm.de
https://www.stepstone.de

👉 স্টুডেন্টদের জন্যে জব:
https://karriere.unicum.de/
https://www.e-fellows.net
https://www.staufenbiel.de/jobs.html

👉 যারা Ausbildung খোঁজবেন তাদের জন্যে:
https://www.azubiyo.de
aubi-plus.de
https://www.ausbildungsheld.de

🥰 🥰 🥰 👉 উপসংহার:
উপরের উপায়গুলিতে আপনি বাংলাদেশ বা জার্মানি থেকে বসে জব খোঁজলে আশা করছি সফলতা বেশি আসবে। তবে এই ক্ষেত্রে আপনার সিভিটি যেন খুব খুব ভালো এবং আকর্ষণীয় হয়।
আপনার স্বপ্নের জবটি আপনার হাতে ধরা দিক, এটাই কামনা করছি!

🥰 🥰 🥰 ধন্যবাদ আপনাদেরকে!

27/08/2023

অল্প সময়ের মধ্যেই যারা সার্বিয়া হয়ে ইতালি যাবেন অতি তারাতাড়ি যোগাযোগ করুণ - 01720988360

20/03/2023

🥰 👉 আসসালামু আলাইকুম,

👉 সৌদি আরবে ও দুবাই আরব আমিরাতে ওয়ার্ক পারমিট ভিসা অল্প সময়ের মধ্যেই প্রসেসিং করা হয়।
👉 জার্মানে ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করা হয়।

👉 আমাদের সেন্টারে রোমানিয়া ইন্টারভিউ -২৩,২৪,২৫,/০৩/২০২৩ ইং তারিখে পযন্ত চলবে- বি বিভন্ন কেটাগড়িতে।

👉ইতালি,দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, হাঙ্গেরী, সৌদি আরব, পোল্যান্ডওয়ার্ পারমিট ভিসা প্রসেসিং করা হয়।

👉 অল্প খরচে জাপানি ভাষা শিখে ওয়ার্ক পারমিট ভিসায় জাপানে থাকার সুজুক, তাই দেরি না করে যোগাযোগ করুণ।

👉 দক্ষিণ কোরিয়া স্টুডেন্টদের জন্য ভিসা প্রসেসিং করা হয়।

🥰 👉 আপনার কি অস্ট্রেলিয়া, জাপান, রোমানিয়া, ইতালি, দক্ষিণ কোরিয়া, পোল্যান্ডে, হাঙ্গেরীতে ও সৌদি আরবে ওয়ার্ক পারমিট প্রয়োজন?
👉 কম সময়ে, স্বল্প খরচে ওয়ার্ক পারমিট ভিসার জন্য Korean travel HUE হতে পারে আপনার পছন্দের সেরা Consultancy Agency. আমরা সকল প্রকার ভিসা নিয়ে নিশ্চয়তা প্রদান করছি।

👉 বর্তমান সময়ে ইতালি, রোমানিয়া, পোল্যান্ডে ও হাঙ্গেরীতে এখন ওয়ার্ক পারমিট ভিসা চালু করেছে। অনেক ওয়ার্কার নিচ্ছে বিভিন্ন জব সেক্টরে। যারা অনেক দিন চেস্টা করেও যেতে পারেননি, তারা আমাদের মাধ্যমে জব ভিসা প্রসেসিং করে নিশ্চিতে যেতে পারেন। ভিসা হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।

👉 🥰 তাই আর দেরি না করে চলে আসুন আমাদের অফিসে। আপনার ইউরোপ যাওয়ার স্বপ্ন পূরণ করতে এখনি যোগাযোগ করুন আমাদের সাথে।

বিস্তারিত জানতে আমাদের সাথে সরাসরি অফিসে যোগাযোগ করুন - ১৮/ডি, ২৯২ ইনার সার্কুলার রোড, শতাব্দী সেন্টার, ফকিরাপুল, ঢাকা - ১০০০। বা কল করুন অথবা ম্যাসেজ করুন Call- +8801720988360,

20/03/2023

🥰 👉 আসসালামু আলাইকুম,

👉 সৌদি আরবে ও দুবাই আরব আমিরাতে ওয়ার্ক পারমিট ভিসা অল্প সময়ের মধ্যেই প্রসেসিং করা হয়।
👉 জার্মানে ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করা হয়।
👉 আমাদের সেন্টারে রোমানিয়া ইন্টারভিউ -২৩,২৪,২৫,/০৩/২০২৩ ইং তারিখে পযন্ত চলবে- বি বিভন্ন কেটাগড়িতে।
👉ইতালি,দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, হাঙ্গেরী, সৌদি আরব, পোল্যান্ডওয়ার্ পারমিট ভিসা প্রসেসিং করা হয়।
👉 অল্প খরচে জাপানি ভাষা শিখে ওয়ার্ক পারমিট ভিসায় জাপানে থাকার সুজুক, তাই দেরি না করে যোগাযোগ করুণ।
👉 দক্ষিণ কোরিয়া স্টুডেন্টদের জন্য ভিসা প্রসেসিং করা হয়।
🥰 👉 আপনার কি অস্ট্রেলিয়া, জাপান, রোমানিয়া, ইতালি, দক্ষিণ কোরিয়া, পোল্যান্ডে, হাঙ্গেরীতে ও সৌদি আরবে ওয়ার্ক পারমিট প্রয়োজন?
👉 কম সময়ে, স্বল্প খরচে ওয়ার্ক পারমিট ভিসার জন্য Korean travel HUE হতে পারে আপনার পছন্দের সেরা Consultancy Agency. আমরা সকল প্রকার ভিসা নিয়ে নিশ্চয়তা প্রদান করছি।
👉 বর্তমান সময়ে ইতালি, রোমানিয়া, পোল্যান্ডে ও হাঙ্গেরীতে এখন ওয়ার্ক পারমিট ভিসা চালু করেছে। অনেক ওয়ার্কার নিচ্ছে বিভিন্ন জব সেক্টরে। যারা অনেক দিন চেস্টা করেও যেতে পারেননি, তারা আমাদের মাধ্যমে জব ভিসা প্রসেসিং করে নিশ্চিতে যেতে পারেন। ভিসা হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।
👉 🥰 তাই আর দেরি না করে চলে আসুন আমাদের অফিসে। আপনার ইউরোপ যাওয়ার স্বপ্ন পূরণ করতে এখনি যোগাযোগ করুন আমাদের সাথে।
🥰 👉 বিস্তারিত জানতে আমাদের সাথে সরাসরি অফিসে যোগাযোগ করুন - ১৮/ডি, ২৯২ ইনার সার্কুলার রোড, শতাব্দী সেন্টার, ফকিরাপুল, ঢাকা - ১০০০। বা কল করুন অথবা ম্যাসেজ করুন Call- +8801720988360,

20/03/2023

🥰 💖👉 আসসালামু আলাইকুম,

🥰 👉 সৌদি আরবে অল্প সময়ের মধ্যেই ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করা হয়।

👉 জার্মানে ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করা হয়।
যারা যেতে ইচ্ছুক অতি তারাতাড়ি যোগাযোগ করুণ।

👉 রোমানিয়া ভিসা ইন্টারভিউ আপডেট
👉 যারা রোমানিয়ার পারমিট পেয়ে ভিসার অপেক্ষায় আছেন এম্বাসিতে ফাইল জমা দিবেন " ইন্টারভিউ নিয়ে ভয়ে আছেন ? গাবড়ানোর কিছু নেই ভয় পাবার কিছু নেই।
👉 যতটুকু জানতে পারলাম, গতবারের মতো এবারও নর্মালি একটি সাক্ষাতের ব্যবস্থা করেছে ! খুবই সাধারণ একটি ইন্টারভিউ নিয়ে থাকে! আপনার সম্পর্কে এবং আপনার কোম্পানির সম্পর্কে। জাস্ট ফরমালিটি।
👉 সুতরাং সবাই বেসিক প্রশ্নগুলো ভালোভাবে জেনে যাবেন এম্বাসিতে ! না পারলে কোন উল্টাপাল্টা উত্তর দেবেন না ! চুপচাপ বসে থাকবেন ওভার স্মার্ট সাজতে যাবেন না ! সবাই ফরমাল ড্রেসে ইন্টারভিউ দিতে যাবেন।
👉 যারা ইতিমধ্যে, এম্বাসি ফেস করা ইন্টারভিউ দিয়ে ফেলেছেন অথবা রিসেন্টলি এম্বাসি ফেস করবেন,, আপনারা চাইলে আমাদের পেজের মাধ্যমে আপনার ইন্টারভিউ এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারেন ভিডিও আকারে ! এতে করে সকলেই উপকৃত হবে।

🥰 👉 ইন্টারভিউ এর ধরন যেমন হতে পারে :
🥰 এম্বাসি ইন্টারবিউ নিয়ে চিন্তা করার মতো কোন কিছুই নেই,
প্রথমত সবাই একদম নরমাল থাকার চেষ্টা করবেন ।
👉গত কাল যে ধরণের প্রশ্ন করা হয়েছিল তা নিন্মে তুলে দরলাম ।

👉 Sir: hello , how are you ?
Me : hi , I’m good , how about you sir ?
👉Sir : I’m fine thank you , tell me what’s your name ?
Me : my name is Md abu sufian
👉 Sir : ok mr sufian tell me your birthday ?
Me : 15/12/19…(নিজেদের জন্ম তারিখ)
👉 Sir : tell me your company name ?
মি: A&M interbrands srl ( পারমিট এ যার যার কোম্পানি নাম দেওয়া আছে ওই টাই বলবেন )
👉 Sir : which city you are going ?
Me : ilfov ( যার যার পারমিট এ সিটি নাম দেয়া আছে )
👉 Sir: you have friends in Europe any other country
Me : No sir
👉 Sir : you have any plan to go illegally FRANCE, ITALY, PORTUGAL, SPAIN ,
Me : No sir I don’t have any plans to go illegally anywhere ?
👉 Sir : you have any work experience
Me : yes sir i have
👉 Sir : thank you mr abu sufian good luck
Me : thank you so much sir BY.

👉 এর বাহিরে হয় তো আপনাদের কে জিজ্ঞেস করতে পারে কিন্তু কোন ধরণের চিন্তিত হবেন না একদম নরমাল প্রশ্নই করে আর এতোগুলো প্রশ্ন সবাই কে করবেনা সো সবাই নরমাল থাকেন ।

🥰 👉 সবার জন্যে দোয়া এবং শুভকামনা রইলো।

20/03/2023

🥰 👉 Romania Embassy interview

👉 রোমানিয়ার কনসুলেট টিম জানিয়েছে -
👉 বর্তমানের রোমানিয়ার ভিসা পেতে হলে বেসিক ইংলিশ জানা অনেক গুরুত্বপূর্ণ।
👉 সাধারণ প্রশ্নের উত্তরগুলো না দিতে পারলে ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
👉 সাথে তারা এ কথাও জানিয়েছে তারা ভিসা দিতে এসেছে রিজেক্ট করতে না।
👉 তারা যাচাই-বাছাই করে যোগ্য ব্যক্তিকেই ভিসা দিবে বলেছে।
🥰 👉 সুতরাং সবাই বেসিক ইংরেজিতে ফোকাস দেন।
🥰 👉 জার্মানে যারা ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চাচ্ছে জরুরী ভিত্তিতে যোগাযোগ করুণ -
🥰 👉 আপনার কি জার্মান,অস্ট্রেলিয়া, জাপান, রোমানিয়া, ইতালি, দক্ষিণ কোরিয়া, পোল্যান্ডে, হাঙ্গেরীতে ও সৌদি আরবে ওয়ার্ক পারমিট প্রয়োজন?
👉 কম সময়ে, স্বল্প খরচে ওয়ার্ক পারমিট ভিসার জন্য (মাওলা আলী ট্রাভেলস) হতে পারে আপনার পছন্দের সেরা Consultancy Agency. আমরা সকল প্রকার ভিসা নিয়ে নিশ্চয়তা প্রদান করছি।

👉 বর্তমান সময়ে ইতালি, রোমানিয়া, পোল্যান্ডে ও হাঙ্গেরীতে এখন ওয়ার্ক পারমিট ভিসা চালু করেছে। অনেক ওয়ার্কার নিচ্ছে বিভিন্ন জব সেক্টরে। যারা অনেক দিন চেস্টা করেও যেতে পারেননি, তারা আমাদের মাধ্যমে জব ভিসা প্রসেসিং করে নিশ্চিতে যেতে পারেন। ভিসা হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।

👉 🥰 তাই আর দেরি না করে চলে আসুন আমাদের অফিসে। আপনার ইউরোপ যাওয়ার স্বপ্ন পূরণ করতে এখনি যোগাযোগ করুন আমাদের সাথে।

বিস্তারিত জানতে আমাদের সাথে সরাসরি অফিসে যোগাযোগ করুন - ১৮/ডি, ২৯২ ইনার সার্কুলার রোড, শতাব্দী সেন্টার, ফকিরাপুল, ঢাকা - ১০০০। বা কল করুন অথবা ম্যাসেজ করুন Call- +8801720988360,

Address

১৬২, শহীদ শাহেদ নজরুল ইসলাম সরনি, সোলাইমান প্লাজা, পুরানা পল্টন, ঢাকা/১০০০
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when চিশতীয়া ট্রাভেলস হিউম্যান রিসোর্স সার্ভিস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চিশতীয়া ট্রাভেলস হিউম্যান রিসোর্স সার্ভিস:

Videos

Share

Category