Go Travels

Go Travels Tour Package, Visa, Hotel Booking, Air Ticket, Hajj & Omrah, Medical Tourism, Education Consultancy
(33)

Tour Package, Visa, Hotel Booking, Air Ticket, Hajj & Omrah, Medical Tourism

উপত্যকাটির নাম হল গিলগিট বাল্টিস্তানের হুঞ্জা। মানুষের গড় বয়স এখানে ১১০ থেকে ১২০ বছর ৷ মেয়েদের ৬৫ বছর বয়স পর্য্যন্ত যুবত...
27/02/2024

উপত্যকাটির নাম হল গিলগিট বাল্টিস্তানের হুঞ্জা। মানুষের গড় বয়স এখানে ১১০ থেকে ১২০ বছর ৷ মেয়েদের ৬৫ বছর বয়স পর্য্যন্ত যুবতী মনে হয়। এরা এই বয়সে অনায়াসে সন্তানধারন করতে পারে। এই উপত্যকাটি সেই জায়গায় যেখানে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত সংযুক্ত হয়েছে।

হুঞ্জা উপজাতির জনসংখ্যা প্রায় ৮৭,০০০ ৷ এদের জীবনযাত্রায় আজও আধুনিকতার প্রবেশ বিশেষ ঘটেনি । কয়েকশ বছর একই ভাবে চলছে । অনেকে এখানে ১৬৫ বছরও বাঁচে ।মানুষ এখানে খুব কম অসুস্থ হয়।

এই অঞ্চলে প্রযুক্তির ছোয়া লাগে নি বললেও চলে, তারা অন্ধকার হওয়ার খানিক পরেই ঘুমোতে যায় এবং সূর্য উটার সাথে সাথে ঘুম থেকে উটে কাজে বেরিয়ে পরে।

কারও টিউমার হয়েছে বলে কেউ কখনও শোনেনি। এরা বেশী মধু খায়, বরফ ঠান্ডা জলে স্নান করে ।নিজেদের উৎপন্ন করা শস্য ও সব্জি খায় । অল্প খায় ও হাঁটে বেশী, দিনে প্রায় ১৫ থেকে ২০ কিমি । যখন হাসে যেন মুক্তো ঝরে পরে ।

পাকিস্তানের সবচেয়ে উত্তরের প্রশাসনিক অঞ্চল।পূর্বে এটি উত্তরাঞ্চল নামে পরিচিত ছিলো।এর দক্ষিণে কাশ্মীর, পশ্চিমে খাইবার পাখতুনখোয়া প্রদেশ, উত্তরে আফগানিস্তানের ওয়াখান করিডোর, পূর্ব ও উত্তরপূর্বে চীনের স্বায়ত্তশাসিত জিনজিয়াং অঞ্চল এবং দক্ষিণপূর্বে ভারতশাসিত জম্মু ও কাশ্মীর অবস্থিত।

রংপুর :- ১৫৭৫ সালে মুঘল সাম্রাজ্যের অধিপতি আকবরের সেনাপতি রাজা মানসিংহ রংপুর জয় করেন এবং ১৬৬৮ সালে সমগ্র রংপুরে মোগলদের...
14/02/2024

রংপুর :- ১৫৭৫ সালে মুঘল সাম্রাজ্যের অধিপতি আকবরের সেনাপতি রাজা মানসিংহ রংপুর জয় করেন এবং ১৬৬৮ সালে সমগ্র রংপুরে মোগলদের আধিপত্য প্রতিষ্ঠা পায়। এ অঞ্চলের মোগালবাসা এবং মোগলহাট নামগুলো দীর্ঘ মোঘল শাসনের চিহ্ন বহন করছে। পরে রংপুর ঘোড়াঘাট সরকারের অধীনে চলে আসে এবং পরবর্তীতে ১৮'শ শতকের শেষের দিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে রংপুরে ফকির-সন্ন্যাসী বিদ্রোহ সংঘটিত হয়।বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে রংপুর জেলার অবদান উল্লেখযোগ্য ।

তাজহাট জমিদার বাড়ি:-

তাজহাট জমিদার বাড়ি রংপুর শহরের দক্ষিণে অবস্থিত। ১৯৮৪ সালে হাইকোর্ট হওয়ার পূর্ব পর্যন্ত এটি তাজহাট জমিদার বাড়ি নামেই পরিচিত ছিলো। ব্রিটিশ শাসনামলের শেষে ভবনটি দ্রুত পরিত্যক্ত এবং ক্ষয়প্রাপ্ত হতে থাকে। ১৯৮০ সালের দিকে এই ভবনটিকে "কোর্ট হাউস" হিসেবে ব্যবহার করা হয়েছিলো। ২০০৪ সালে তাজহাট জমিদার বাড়িকে সংস্কার করে যাদুঘরে রুপান্তরিত করা হয় এবং এই যাদুঘরের সংগ্রহে হিন্দুদের কালো পাথরের ভাস্কর্য, চারুলিপি এবং মুঘল আমলের শিল্প উল্লেখযোগ্য। তহবিলের অভাবে যাদুঘরটি মাঝে মাঝে বন্ধ থাকে।

এই জমিদার বাড়িটির প্রান্তদেশ দক্ষিণ-পূর্ব সীমান্তে তিন কিলোমিটার বিস্তৃত।বাংলাদেশের সুপ্রীম কোর্টের রংপুর উচ্চ আদালতের শাখা হিসেবে ১৯৯৫ সালে প্রাসাদটি ব্যবহার করা হয়েছিলো। প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক প্রাসাদটিকে সুরক্ষিত স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করা হয়। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য বাংলাদেশ সরকার ২০০২ সালে এটিকে জাদুঘরে রুপান্তরিত করে। তদনুসারে ২০০৫ সাল থেকে ভবনটি রংপুর জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

টাউন হল:-

সাংস্কৃতিক প্রোগ্রামের জন্য শহরের কেন্দ্রে একটি প্রাচীন অডিটোরিয়াম রয়েছে যেটি রংপুর টাউন হল নামে পরিচিত।

কারমাইকেল কলেজ:-

১৯১৬ সালে প্রতিষ্টিত কারমাইকেল কলেজ বাংলাদেশের পুরাতন কলেজগুলোর মধ্যে অন্যতম। এই কলেজের প্রধান আকর্ষণ তার প্রশাসনিক ভবন (বাংলা বিভাগে অবস্থিত)। ভবনটি ইন্দো-ইসলামিক রেনেসাঁ স্থাপত্যশিল্পের নিদর্শন।

জাদু নিবাস:-

জাদু নিবাস রংপুর সরকারি কলেজের পাশে রাধাবালভে অবস্থিত। এটি মশিউর রহমান যাদু মিয়ার নিবাস ছিলো। এই বাড়িটির বয়স আনুমানিক একশত বছর। বাড়িটি সম্ভবত মহারাজা গোপাল লাল রায় এর সময়ে নির্মিত এবং মালিকানাধীন ছিল, এই সময় রংপুর জেলা পরিষদ, রংপুর টাউন হল এবং তাজহাট জমিদার বাড়ি নির্মিত হয়েছিল।

মিঠাপুকুর তিনকাতারের মসজিদ

এটি রংপুরের মিঠাপুকুরে অবস্থিত।

তথ্য সংগ্রহ ও ছবি উইকিপিডিয়া।

উনিশ শতকের প্রথম ভাগে জনৈক ইংরেজ বুড়িগঙ্গার তীরে সূত্রাপুরে ‘ঢাকা সুগার ওয়ার্কার্স কোম্পানি’ নামে একটি চিনির কল চালু কর...
13/02/2024

উনিশ শতকের প্রথম ভাগে জনৈক ইংরেজ বুড়িগঙ্গার তীরে সূত্রাপুরে ‘ঢাকা সুগার ওয়ার্কার্স কোম্পানি’ নামে একটি চিনির কল চালু করেন। কারখানাটি অল্প দিনের মধ্যেই বন্ধ হয়ে গেলে উইলিয়াম ফলি নামে আরেক ইংরেজ কলটি কিনে ‘ফ্লাসিস ফ্লাওয়ার মিল’ নামের একটি ময়দার কারখানা বানান।

তবে ১৮৫৭-৫৮ সালে ভারতবর্ষে সিপাহি বিদ্রোহ শুরু হলে ঢাকায় বিদ্রোহ দমনে ব্রিটিশ সেনাদের আনা হয়। তখন তাদের থাকার ব্যবস্থা করা হয় এই মিলে। ১৯১২ সালের পর এটি ঢাকা জেলা পুলিশের প্রশিক্ষণকেন্দ্রে পরিণত হয়।

১৯৬৩ সালে রাজারবাগে পুলিশ লাইন চলে গেলে মিল ব্যারাকে ঢাকা জেলা পুলিশ লাইন স্থাপিত হয়। ১৯৮৪ সাল থেকে মিল ব্যারাকের পূর্বাংশে বাংলাদেশের একমাত্র ট্রাফিক ট্রেনিং স্কুল পরিচালিত হয়ে আসছে।

১৮৬০ সালের ধানমন্ডি **এলাকার এই ছবিটিতে ধারণ করা লোকগুলির কেউ নিশ্চয়ই বেঁচে নেই। আমরাও আমাদের সেসময়কার কোন আত্মীয়স্বজনকে...
13/02/2024

১৮৬০ সালের ধানমন্ডি

**এলাকার এই ছবিটিতে ধারণ করা লোকগুলির কেউ নিশ্চয়ই বেঁচে নেই। আমরাও আমাদের সেসময়কার কোন আত্মীয়স্বজনকেও হয়তো চিনিনা। সময় থেমে নেই, গড়িয়ে চলছে দ্রুত - বর্তমানও অতীতের গহ্বরে বিলীন হয়ে যাবে। এই নিয়মের ব্যত্যয় নেই এবং এটি পাশ কাটাবারও কোন অবকাশ নেই।

১৯৯৬ সালে বাহাদুর শাহ পার্কের পাশে অবস্থিত পানির ট্যাঙ্কের সামনে মুড়ির টিন বাস।জানা যায়, ১৮৬৪ সালে ঢাকা পৌরসভা প্রতিষ্ঠ...
12/02/2024

১৯৯৬ সালে বাহাদুর শাহ পার্কের পাশে অবস্থিত পানির ট্যাঙ্কের সামনে মুড়ির টিন বাস।

জানা যায়, ১৮৬৪ সালে ঢাকা পৌরসভা প্রতিষ্ঠিত হবার পর পৌরবাসীকে বিশুদ্ধ পানি সরবরাহ করার জন্য নওয়াব পরিবার আর্থিক সহায়তা করেন ফলে ১৮৭৮ সালের মে মাস থেকে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যাবস্থা করা হয় এ জন্য পানির ট্যাংক নির্মান করা হয়েছিল। তারও আগে থেকে গত শতাব্দির ষাট দশক পর্যন্ত সাক্কা বা ভিস্তিওয়ালারা মশকে করে পানি সরবরাহ করত, সাক্কারা যেখানে বাস করত সেটি এখন সিক্কাটুলী নামে পরিচিত।

"টংগী ব্রীজ" এর ধ্বংসাবশেষের আরো একটি ছবি।ছবিটি তোলা হয় আনুমানিক ১৮৮৫ খ্রীঃফটোগ্রাফারঃ জনস্টন এন্ড হফম্যান।
12/02/2024

"টংগী ব্রীজ" এর ধ্বংসাবশেষের আরো একটি ছবি।
ছবিটি তোলা হয় আনুমানিক ১৮৮৫ খ্রীঃ

ফটোগ্রাফারঃ জনস্টন এন্ড হফম্যান।

05/11/2023

COME TO DUBAI...

03/11/2023

It's a DUBAI....

01/11/2023

Awesome

07/08/2023

আহা... কোলকাতা....

13/06/2023

Natural beauty...

13/06/2023

এথেন্স.....

11/06/2023

প্রাণের শহর ঢাকা...

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য চলতি জুন মাসথেকে ইলেকট্রনিক গেট (ই-গেট) অর্থাৎ স্বয়ংক্রিয় বর্ডার কন...
23/05/2023

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য চলতি জুন মাসথেকে ইলেকট্রনিক গেট (ই-গেট) অর্থাৎ স্বয়ংক্রিয় বর্ডার কন্ট্রোল ব্যবস্থা কার্যক্রম সেবা চালু করা হয়েছে। তবে এ সেবা কতটুকু স্বয়ংক্রিয় সেবা প্রদানে সক্ষম হবে - তা নিয়ে কৌতুহল রয়েছে জনমনে।

চলতি মাসে পরীক্ষামূলকভাবে এই ই- গেট ব্যবহার করা হয়েছিল। এতে দেখা গেছে, মাত্র ১৮ সেকেন্ডেই একজন যাত্রী নিজের ইমিগ্রেশন সম্পন্ন করতে পারছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানান, বিমানবন্দরের ডিপার্চার (বহির্গমন) এলাকায় মোট ১২টি এবং অ্যারাইভাল (আগমনী) এলাকায় ৩টি ই-গেট স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর সূত্রে জানা যায়, ই-পাসপোর্ট নিয়ে যখন ই-পাসপোর্টধারী একজন ব্যক্তি ই-গেটের কাছে যাবেন, তখন একটি নির্দিষ্ট স্থানে ই-পাসপোর্টটি রাখলে সঙ্গে সঙ্গে গেট খুলে যাবে। নির্দিষ্ট নিয়মে গেটের নিচে দাঁড়ানোর পর ক্যামেরা ছবি তুলে নেবে। এরপর সব ঠিকঠাক থাকলে কয়েক সেকেন্ডের মধ্যেই যাত্রী ইমিগ্রেশন পেরিয়ে যেতে পারবেন। তবে, এ এক্ষেএে কেউ যদি ভুল করেন, তাহলে লাল বাতি জ্বলে উঠবে। তখন সেখানে দায়িত্বরত কর্মকর্তারা সংশ্লিষ্ট ব্যক্তিকে সঠিকভাবে ই-পাসপোর্ট ব্যবহারে সহযোগিতা করবেন ।

এর আগে ২০১৯ সালেই শাহজালাল বিমানবন্দরে ই-গেট স্থাপন করা হয়েছিল। নানা অসুবিধার কারণে এতোদিন তা চালু করা সম্ভব হয়নি। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী বেশ কয়েকবার ই-গেট চালুর তাগিদ দিয়েছিলেন। এরপর এটি চালু করতে কাজ শুরু করে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং ইমিগ্রেশন পুলিশ।

মহেশখালী দ্বীপ.....
16/05/2023

মহেশখালী দ্বীপ.....

দুঃসময় বলতে কিছু নেই। যে সময়কে যথাযথ ভাবে    ব্যবহার করতে জানে তার জন্য প্রতিটি সময়ই সুসময়।
09/03/2023

দুঃসময় বলতে কিছু নেই।
যে সময়কে যথাযথ ভাবে
ব্যবহার করতে জানে
তার জন্য প্রতিটি সময়ই সুসময়।

করোনা পরবর্তীতে কোথায় ঘুরতে যাবেনঃঘুরতে কে না ভালোবাসে! ভ্রমনপ্রেমীদের জন্য শীতকালই সবচেয়ে পছন্দের সময়, কারন এ সময় প্রকৃ...
09/10/2022

করোনা পরবর্তীতে কোথায় ঘুরতে যাবেনঃ

ঘুরতে কে না ভালোবাসে! ভ্রমনপ্রেমীদের জন্য শীতকালই সবচেয়ে পছন্দের সময়, কারন এ সময় প্রকৃতির অনাবিল রূপ চোখে পড়ার মতো । তাই এই সৌন্দর্য মিস করতে না চাইলে বন্ধুদের নিয়ে প্ল্যান করে ফেলুন আজই ।

ভাবছেন, কোথায় যাবেন! তাহলে দেখে নিন শীতকালে ঘোরার জন্য পারফেক্ট কয়েকটি জায়গার নাম ও প্রয়োজনীয় তথ্য সম্পর্কে:

কক্সবাজার সমুদ্র সৈকত: এটি দেশের বৃহত্তম ও দীর্ঘতম সমুদ্র সৈকত । প্রতি বছর শীতে পর্যটকদের ভীড়ে এই সমুদ্র সৈকত থাকে মুখরিত । এই সময় ভীড় বেশি থাকে বলেই হোটেল আর মোটেল গুলোতে জায়গার সমস্যা দেখা দেয় । তাই, আগে থেকেই প্ল্যান করে রাখুন যাতে হোটেল পেতে কোন সমস্যা না হয় ।

নীলগিরি, বান্দরবান: মেঘমন্ডিত এই পর্যটন কেন্দ্রটি বান্দরবান জেলায় অবস্থিত এবং পর্যটকদের জন্য অন্যতম আকর্ষনীয় স্থান । এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২২০০ ফুট উঁচুতে অবস্থিত এবং দেখলে মনে হবে যেন মেঘেদের এক রাজ্য । নিরাপত্তা নিয়ে ও কোন চিন্তা নেই, কারন এটি বাংলাদেশ সেনাবাহিনীদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত ।

সাগর কন্যা কুয়াকাটা: কুয়াকাটা ভ্রমনের জন্য একটি অন্যতম দর্শনীয় স্থান । এখানে সাগরের তীর ঘেষে দাঁড়ানো ঝাউবনগুলো যেন হাতছানি দিয়ে ডাকে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করার জন্য । থাকার জন্য এখানে অসংখ্য হোটেল, মোটেল ও রেস্ট হাউজ আছে, চাইলে ট্রাভেল এজেন্সি গুলোর সাথে যোগাযোগ করেও যেতে পারেন ।

জাফলং, ‍সিলেট: পাহাড় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের এক মনোরম পরিবেশ উপভোগ করতে যেতে পারেন জাফলং এ । এটি সিলেট শহর থেকে প্রায় ৬৬ কি.মি দূরে অবস্থিত । এখান থেকে চা বাগান, খাসিয়া পল্লী, রাজবাড়ি ও তামাবিল সীমান্ত দেখতে পারবেন আর দূর থেকে দেখতে পারবেন মেঘালয় পর্বতমালা ।

কাপ্তাই লেক, রাঙামাটি: অসম্ভব সুন্দর এই ‍কৃত্রিম লেকটি দেশের সর্ববৃহৎ জেলা রাঙামাটিতে অবস্থিত । লেক ছাড়াও এখানে দেখার মতো বিভিন্ন দর্শনীয় স্হান, পিকনিক স্পট ও ঐতিহাসিক স্হাপনা রয়েছে । এছাড়াও এখানে আসলে কিনে নিতে পারেন স্থানীয় আদিবাসীদের হাতে তৈরী বিভিন্ন গৃহস্থালী পণ্য ও এতিহ্যবাহী পোশাক ।

প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য শীতকালই আদর্শ সময় । তবে আর দেরী কেন! প্ল্যান করুন আর বেরিয়ে পরুন ভ্রমনে।

DEPENDENT VISA IN MALAYSIA FOR KIDS STUDY..মালয়েশিয়াতে স্ব-পরিবারে বসবাস ও পড়াশুনার সুযোগ...আপনি কি আপনার সন্তানদের সুন্...
22/11/2021

DEPENDENT VISA IN MALAYSIA FOR KIDS STUDY..মালয়েশিয়াতে স্ব-পরিবারে বসবাস ও পড়াশুনার সুযোগ...

আপনি কি আপনার সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য এবং বিদেশে পড়াশুনা করানোর জন্য চিন্তিত? আপনি কি চান আপনার সন্তানেরা বিদেশে কোন ভালো স্কুল বা কলেজে পড়াশুনা করুক এবং সেটা আবার পরিবারের উপস্থিতিতে?

হ্যা Go Travels দিচ্ছে আপনাদের সেই সুবর্ণ সুযোগ.. মালয়েশিয়ার বিভিন্ন নামকরা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাথে আছে আমাদের কলাবরেশান... আপনি চাইলে আপনার সন্তানকে মালয়েশিয়ার যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাতে পারেন আমাদের সহযোগিতায়, কোনরুপ ঝামেলা ছাড়াই.. সাথে স্ব-পরিবারে বসবাসের সুযোগ..

সুবিধা সমূহঃ
✅খুবই দ্রুততম সময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ব্যবস্থা
✅ছেলে-মেয়ের পড়াশুনার সুবাদে বাবা-মা-র বসবাসের সুযোগ
✅বাবা-মা-এর যে কোন ধরনের চাকুরী বা ব্যবসা করা সুযোগ
✅ক্লাস ওয়ান থেকে যে কোন লেভেলের উচ্চ শিক্ষা গ্রহন পর্যন্ত সন্তানদের সাথে বাবা-মা এর বসবাসের সুযোগ
✅বাংলাদেশে ইংলিশ মিডিয়াম স্কুলের খরচের চেয়েও কম খরচে পড়াশুনার সুযোগ
✅বাবা-মা এর জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা
✅২০২২ইং শিক্ষা বর্ষে ভর্তি চলছে
✅আসন সংখ্যা সীমিত

প্রকৃত আগ্রহীগন যোগাযোগ করুন....
Go Travels
20/4 West Panthapath (Ground Floor), North Dhanmondi (Beside of West Panthapath Masjid), Bir Uttam Nuruzzaman Road, Dhaka - 1215.
Hot Line: 01814 297 313 (Imo, Viber, Whatsapp)
www.gotravelsbd.com

DEPENDENT VISA IN MALAYSIA FOR KIDS STUDY..মালয়েশিয়াতে স্ব-পরিবারে বসবাস ও পড়াশুনার সুযোগ...আপনি কি আপনার সন্তানদের সুন্...
25/09/2021

DEPENDENT VISA IN MALAYSIA FOR KIDS STUDY..মালয়েশিয়াতে স্ব-পরিবারে বসবাস ও পড়াশুনার সুযোগ...

আপনি কি আপনার সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য এবং বিদেশে পড়াশুনা করানোর জন্য চিন্তিত? আপনি কি চান আপনার সন্তানেরা বিদেশে কোন ভালো স্কুল বা কলেজে পড়াশুনা করুক এবং সেটা আবার পরিবারের উপস্থিতিতে?

হ্যা Go Travels দিচ্ছে আপনাদের সেই সুবর্ণ সুযোগ.. মালয়েশিয়ার বিভিন্ন নামকরা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাথে আছে আমাদের কলাবরেশান... আপনি চাইলে আপনার সন্তানকে মালয়েশিয়ার যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাতে পারেন আমাদের সহযোগিতায়, কোনরুপ ঝামেলা ছাড়াই.. সাথে স্ব-পরিবারে বসবাসের সুযোগ..

সুবিধা সমূহঃ
✅খুবই দ্রুততম সময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ব্যবস্থা
✅ছেলে-মেয়ের পড়াশুনার সুবাদে বাবা-মা-র বসবাসের সুযোগ
✅বাবা-মা-এর যে কোন ধরনের চাকুরী বা ব্যবসা করা সুযোগ
✅ক্লাস ওয়ান থেকে যে কোন লেভেলের উচ্চ শিক্ষা গ্রহন পর্যন্ত সন্তানদের সাথে বাবা-মা এর বসবাসের সুযোগ
✅বাংলাদেশে ইংলিশ মিডিয়াম স্কুলের খরচের চেয়েও কম খরচে পড়াশুনার সুযোগ
✅বাবা-মা এর জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা
✅২০২২ইং শিক্ষা বর্ষে ভর্তি চলছে
✅আসন সংখ্যা সীমিত

প্রকৃত আগ্রহীগন যোগাযোগ করুন....
Go Travels
20/4 West Panthapath (Ground Floor), North Dhanmondi (Beside of West Panthapath Masjid), Bir Uttam Nuruzzaman Road, Dhaka - 1215.
Hot Line: 01814 297 313 (Imo, Viber, Whatsapp)
www.gotravelsbd.com

২০ সেপ্টেম্বর থেকে ভিসা আবেদন নিচ্ছে থাই দূতাবাসঃবাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা আবেদন নেওয়া শুরু করেছে থাইল্যান্...
20/09/2021

২০ সেপ্টেম্বর থেকে ভিসা আবেদন নিচ্ছে থাই দূতাবাসঃ

বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা আবেদন নেওয়া শুরু করেছে থাইল্যান্ড। ১৯ সেপ্টেম্বর ঢাকায় অবস্থিত রয়েল থাই দূতাবাস এক ঘোষণায় এ তথ্য জানায়।

কোভিড-১৯ মহামারি শুরু হওয়ার পর গতবছর এপ্রিল থেকে দেশটির ভিসা পরিষেবা বাংলাদেশি নাগরিকদের জন্য বন্ধ ছিল।

২০ সেপ্টেম্বর থেকে পুনরায় ভিসা পরিষেবা চালু হলেও দেশটিতে প্রবেশের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। এবং টিকা নেওয়া কিংবা না নেওয়া সবাইকে কোয়ারেন্টাইনে থাকতে হবে।

ঘোষণায় আরও বলা হয়, ফুকেট ভ্রমণের ক্ষেত্রে কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে। এ জন্য www.phuket-sandbox.com ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে।

বাংলাদেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল আমিরাত...বাংলাদেশসহ ১৫ দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সংযুক্ত...
17/09/2021

বাংলাদেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল আমিরাত...

বাংলাদেশসহ ১৫ দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আগামী কাল (১২ সেপ্টেম্বর) থেকে এসব দেশের নাগরিকরা উপসাগরীয় দেশটিতে ভ্রমণ করতে পারবেন।

শুক্রবার এক ঘোষণায় আমিরাত সরকার জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত কোভিড-১৯ প্রতিষেধক দুই ডোজ টিকা নিয়েই আমিরাতে ভ্রমণ করতে পারবেন ১৫ দেশের নাগরিক।

নিষেধাজ্ঞা তুলে নেওয়া দেশগুলো হলো-বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভিয়েতনাম, নামিবিয়া, জাম্বিয়া, কঙ্গো, উগান্ডা, সিয়েরা লিয়ন, লাইবেরিয়া, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া ও আফগানিস্তান।

অবশেষে বিমানবন্দরে শুরু হচ্ছে র‌্যাপিড পিসিআর টেস্ট📌শেষ পর্যন্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশের নাগরিকদের ভোগান্তি রোধে ঢা...
16/09/2021

অবশেষে বিমানবন্দরে শুরু হচ্ছে র‌্যাপিড পিসিআর টেস্ট📌

শেষ পর্যন্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশের নাগরিকদের ভোগান্তি রোধে ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দরে করোনাভাইরাস পরীক্ষার জন্য ‌র‌্যাপিড পিসিআর টেস্ট মেশিন স্থাপন করা হচ্ছে। প্রবাসীদের আন্দোলনের মুখে তড়িঘড়ি করে সাতটি বেসরকারি প্রতিষ্ঠানকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। আজ থেকে ছয় দিনের মধ্যে এসব মেশিন স্থাপন করা হবে। এসব সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।

যে সাতটি বেসরকারি প্রতিষ্ঠানকে এ দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলি হচ্ছে, স্টেমজ হেলথ কেয়ার বিডি, সি এস বি এফ হেলথ সেন্টার, এ এম জেড হাসপাতাল লিমিটেড , আনোয়ার হোসেন মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, জয়নুল হক সিকদার ওমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল লিমিটেড, গুলশান ক্লিনিক লিমিটেড এবং ডি এমএফ আর মলিকুলার ল্যাব এন্ড ডায়াগনস্টিক |

প্রধানমন্ত্রী কার্যালয়ের তাগাদার পরই বিমানবন্দরে ‌ আরটি-পিসিআর চালুর বিষয়ে স্বাস্থ্য অধিদফতরে কারিগরি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্তের অনুলিপি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ল্যাব স্থাপনে আগ্রহী ২৩টি প্রতিষ্ঠানের প্রস্তাব যাচাই-বাছাই করে সাতটি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার সুপারিশ করে স্বাস্থ্য অধিদপ্তর। এই সাতটি প্রতিষ্ঠান র‌্যাপিড পিসিআর স্থাপন করবে বিমানবন্দরে। আরব আমিরাত প্রবাসীরা ছাড়াও অন্য কোনো দেশের যাত্রীরা প্রয়োজন হলে এখানে টেস্ট করাতে পারবেন।

উল্লেখ্য, আরব আমিরাতে বাংলাদেশের বিপুল পরিমাণ শ্রমিক কর্মরত রয়েছেন। করোনার কারণে আমিরাত তাদের জন্য নিয়ম করেছে দেশটিতে প্রবেশের জন্য ফ্লাইটে উঠার ছয় ঘন্টা আগে বিমানবন্দরে আরটি-পিসিআর টেস্ট করাতে হবে।

কিন্তু বাংলাদেশের কোনো বিমানবন্দরে এ ধরনের সুবিধা ছিল না। এ কারণে আমিরাত প্রবাসী কর্মজীবীরা ভোগান্তিতে ছিলেন। অনেকে কর্মস্থলে সঠিক সময়ে যোগ দিতে না পেরে চাকরি হারান। আবার অনেকে নতুন করে ভিসা করতে গিয়ে জরিমানা দেন। এখন টেস্টের ব্যবস্থা হলে তারা আবার স্বাভাবিকভাবে কর্মস্থলে ফিরতে পারবেন।

Now... Go Travels is a Google Certified Local Guide. We are so proud for this achievement. Tnx everybody.
02/07/2021

Now... Go Travels is a Google Certified Local Guide. We are so proud for this achievement. Tnx everybody.

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১ জুলাই থেকে সারাদেশে লকডাউন ঘোষণা করেছে সরকার।এতে গণপরিবহন বন্ধ থাকলে আন্তর্জাতিক ফ্লা...
29/06/2021

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১ জুলাই থেকে সারাদেশে লকডাউন ঘোষণা করেছে সরকার।
এতে গণপরিবহন বন্ধ থাকলে আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে।

রোববার (২৭ জুন) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বলছে, প্রবাসীদের কাজে ফেরানো সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এজন্য আন্তর্জাতিক ফ্লাইট চালু রাখা হয়েছে।

এদিকে ১ জুলাই (বৃহস্পতিবার) থেকে দেশের অভ্যন্তরে ফ্লাইট বন্ধের সুপারিশের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বেবিচক।

গত ৪ এপ্রিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক নির্দেশনায় জানানো হয়, আর্জেন্টিনা, বাহরাইন, বলিভিয়া, ব্রাজিল, ভারত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, প্যারাগুয়ে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও উরুগুয়ে থেকে কোনো ফ্লাইট বাংলাদেশে আসবে না এবং বাংলাদেশ থেকেও এসব দেশে কোনো ফ্লাইট যাবে না।

এছাড়া কুয়েত এবং ওমান থেকে কেউ দেশে আসলে তিনদিন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। বেলজিয়াম, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডেনমার্ক ও গ্রিস থেকে এলে তাকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা প্রদান করা হয়।

EID MUBARAK May this EID brings peace & happiness in our lifeStay Safe & Enjoy Your Eid Day Inside your home with your l...
13/05/2021

EID MUBARAK
May this EID brings peace & happiness in our life

Stay Safe & Enjoy Your Eid Day Inside your home with your loved once

চালু হয়েছে ইউএস বাংলা এয়ারলাইনস এর সকল ডোমেষ্টিক ফ্লাইট।
21/04/2021

চালু হয়েছে ইউএস বাংলা এয়ারলাইনস এর সকল ডোমেষ্টিক ফ্লাইট।

আমাদের সকল গ্রাহক ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা।
14/04/2021

আমাদের সকল গ্রাহক ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা।

31/12/2020
Merry Christmas to All
24/12/2020

Merry Christmas to All

Address

Go Travels, 20/5 West Panthapath (2nd Floor), Colonel Rashid Square
Dhaka
1205

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Saturday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Telephone

8801814297313

Alerts

Be the first to know and let us send you an email when Go Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Go Travels:

Videos

Share

Category

Our Story

Budget is the most important factor of tour, we are always committed to our Client for arranged low cost with luxury tour. You will see the world in the eyes of Go Travels.

Nearby travel agencies