হজ্জ ও উমরাহ ভিসা সার্ভিস

হজ্জ ও উমরাহ ভিসা সার্ভিস উমরাহ দারিদ্রতা বাড়ায় না বরং অভাব মোচন করে।

সুখবর !!! সুখবর !!! সুখবর !!!
::: ২০১৭ উমরাহ হজ্জ বুকিং চলছে ::::

সোউদি আরব ও বাংলাদেশ সরকারের হজ্জ নীতিমালা অনুযায়ী সারা বছরই উমরাহ করা যাবে । তাই ২০১৭-২০১৮ সালে উমরাহ হজ্জ আদায়ের নিয়ত করে থাকলে আজই যোগাযোগ করুন।

হাজিদের থাকার ব্যবস্থা:
মক্কায় ৮ দিন - কাবা শরিফ হতে ৬০০ মিটার দূরে।
মদিনায় ৬ দিন - রওজা শরিফ হতে ৮০০ মিটার দূরে।
উমরাহ হজ এর ভিসা ১৫ দিন ।

যে সকল ডকুমেন্টস লাগবেঃ
অরিজিনাল পাসপোর্ট
ভোটার আইডি কার্ড,
ছবি ৪ কপি ( সাদা ব্যকগ্রাউন্ড )


অফিস যোগাযোগ:
মিঃ রাজ,
ঢাকা উমরাহ্‌ ও হজ সার্ভিস

01/11/2023

পর্যটক ও ভ্রমণ ভিসার যাঁরা ইতিমধ্যে ওমানে এসেছেন, তাঁদের জন্য ‘ভিসা পরিবর্তন’ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিসৌদি আরব দূতাবাস,ঢাকায় অবস্থিত সৌদি আরবের রাজকীয় দূতাবাসের সকল অনুমোদিত অফিসের জন্য বিজ্ঞপ্তিসৌদি আরবে কর্মসং...
02/10/2023

বিজ্ঞপ্তি
সৌদি আরব দূতাবাস,

ঢাকায় অবস্থিত সৌদি আরবের রাজকীয় দূতাবাসের সকল অনুমোদিত অফিসের জন্য বিজ্ঞপ্তি

সৌদি আরবে কর্মসংস্থানের জন্য সকল ভিসার জন্য বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হবে, শুরু হবে আগামী ৮ই অক্টোবর, ২০২৩ থেকে। যেকোনো পাসপোর্ট যা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ছাড়া হবে তা গ্রহণ করা হবে না।

কর্মসংস্থান ভিসা পেতে আগ্রহী ব্যক্তিদের অবশ্যই যমুনা ফিউচার পার্কে অবস্থিত সৌদি ভিসা সলিউশনস অ্যান্ড ট্রাভেল (তাশির) সেন্টারে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের জন্য যেতে হবে। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করা হলে পাসপোর্টটি গ্রহণ করা হবে। এরপর, অনুমোদিত অফিসের মাধ্যমে পাসপোর্টটি দূতাবাসের কনস্যুলার বিভাগে জমা দিতে হবে। অনুমোদিত অফিসের জন্য নির্ধারিত দিনে ভিসার জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

বিষয়টি মেনে চলার জন্য অনুরোধ করা হলো।

আন্তরিক শুভেচ্ছান্তে,
কনস্যুলার বিভাগ

30/08/2023
কীভাবে শুরু হল আশুরার সিয়াম?মুহাররাম মাসের ১০ম দিনকে আশুরা বলা হয়। এদিন আল্লাহ মুসা আলাইহিস সালাম এবং তাঁর জাতিকে ফেরাউ...
25/07/2023

কীভাবে শুরু হল আশুরার সিয়াম?
মুহাররাম মাসের ১০ম দিনকে আশুরা বলা হয়। এদিন আল্লাহ মুসা আলাইহিস সালাম এবং তাঁর জাতিকে ফেরাউনের জুলুম থেকে মুক্তি দিয়েছেন। এ উপলক্ষে ইয়াহুদীরাও এ দিন সিয়াম পালন করতেন।

নবী ﷺ মদিনায় হিজরতের পর দেখেন ইয়াহুদীরা এ দিনে সিয়াম পালন করছে। নবী ﷺ বললেন, আমরা মূসার অনুসরণ করার ব্যাপারে তােমাদের চাইতে অধিক হকদার। তিনি নিজে সে দিনের সিয়াম পালন করলেন এবং সাহাবীদেরকেও নির্দেশ দিলেন [বুখারি : ১৮৬৫]।

এ সিয়ামের ফজীলত কী?
এদিনের সিয়ামের ফজিলত সম্পর্কে রাসূল ﷺ বলেন, আল্লাহর কাছে আশা করি তিনি বিগত এক বছরের গুনাহ ক্ষমা করে দিবেন [সহিহ মুসলিম : ১১৬২]।

কেন ১০ তারিখের পাশাপাশি ৯ তারিখেও সিয়াম রাখা উচিত?
রাসূল ﷺ ইয়াহুদিদের ব্যতিক্রম করতে বলেছেন। যেহেতু এদিন ইয়াহুদিরাও সিয়াম রাখে তাই তাদের ব্যতিক্রম করার জন্য ৯ মুহাররামেও সিয়াম পালন করা উচিত। কেননা রাসূল ﷺ বলেছেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে ৯ এবং ১০ দুদিনই সিয়াম রাখবাে [সহিহ মুসলিম : ১৯১৬]।

এবারের আশুরার সিয়াম কবে?
এবারের আশুরার সিয়াম ২৯ জুলাই। তবে ওপরের হাদিস অনুযায়ী ২৮ ও ২৯ কিংবা ২৯ ও ৩০ জুলাই সিয়াম রাখতে পারেন।

Address

Dhaka
1213

Telephone

+8801975103911

Website

Alerts

Be the first to know and let us send you an email when হজ্জ ও উমরাহ ভিসা সার্ভিস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হজ্জ ও উমরাহ ভিসা সার্ভিস:

Share

Category


Other Travel Agencies in Dhaka

Show All