15/09/2024
পুরান ঢাকার ওয়ারি আড়ংয়ের সামনে আমাদের ফুড কার্ট এর জন্য একজন বিক্রয় কর্মী/সেলসম্যান নিয়োগ দেওয়া হবে।
পদের নাম:
বিক্রয় কর্মী/সেলসম্যান
পদের সংখ্যা:
০১ জন ছেলে
কাজের ধরন:
পার্ট টাইম
কাজের সময়:
প্রতি দিন দুপুর ৩ টা হতে রাত ১০ টা পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা:
SSC passed কমপক্ষে।
কাজের বিবরণ:
১. দোকান খুলে প্রতিদিন দোকানের উপরের অংশ ভালো করে মুছে নিতে হবে।
২. দোকান খোলার পর অবশ্যই সকল জরুরি জিনিস পত্র - (সার্ভিং চামচ, সার্ভিং প্লেট, পার্সেল বক্স , পার্সেল ব্যাগ, পার্সেল সস, সার্ভিং সস) হাতের কাছে সিরিয়াল মোতাবেক প্রস্তুত রাখতে হবে যাতে কাজে দেরি না হয়।
৩. দোকান এর সকল জিনিস পত্র পরিষ্কার - পরিচ্ছন রাখতে হবে।
৪. অর্ডার গ্রহণ করে সেটি রেডি করতে হবে ২০ মিনিট সময়ের মধ্যে।
৫. গ্রাহক কে বসার ব্যবস্থা করে দিতে হবে।
৬. দোকানের আসে পাশের জায়গা পরিষ্কার রাখতে হবে।
৭. অর্ডার নেওয়ার সময় বিল অগ্রিম নিতে হবে এবং বিলের কপি গ্রাহকের কাছে দিয়ে দিতে হবে।
৮. হিসাব ঠিক মত খাতায় লিখে রাখতে হবে পেমেন্ট পাওয়ার সাথে সাথেই।
৯. প্রতি দিন কাজ শেষে দোকান বন্ধের সময় সকল জিনিস পত্র ভালো করে ধুয়ে মুছে রেখে যেতে হবে।
১০. ঠিক মত দোকান বন্ধ করে ২ বার অন্তত পুনরায় ভালো করে যাচাই করে স্থান ত্যাগ করতে হবে।
১১. সব চাইতে বড় এবং বিশেষ যে গুণ থাকতে হবে তা হচ্ছে রান্না করার মত আগ্রহ থাকতে হবে এবং রান্না করার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন:
৭৫০০ টাকা (কাজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে ২য় মাস থেকে বর্ধিত করা হবে)
যোগাযোগ:
Momo house
Mob: 01327276807
- দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টার মধ্যে যোগাযোগ করার অনুরোধ করা হলো। এই নম্বরে কল দিয়ে কাজের ব্যাপারে কথা বলুন।
ধন্যবাদ।