বাংলাদেশ রেলের প্রথম ডিজেল ইঞ্জিন
=================
বাংলাদেশের মাটিতে প্রথম পা রাখে জেনারেল মোটরের এই মডলের ডিজেল ইঞ্জিনগুলো। প্রথম চালানে ১০ টি ইঞ্জিন এসেছিল ১৯৫৩ সালে আমেরিকা থেকে। তারপর ধাপে ধাপে আসে মোট ৪০ টি ইঞ্জিন। ৬৭ বছর পর এখনও ৭ টি ইঞ্জিন টিকে আছে। রেলওয়ে প্রযুক্তির ইতিহাসে এ এক বিস্ময়। বিভিন্ন দেশ থেকে রেলফ্যানরা এসে এসব ইঞ্জিনের ছবি তুলে নিয়ে যায়। শুধু বেঁচেই নেই ইঞ্জিনগুলো, রেলের সবচেয়ে কষ্টকর কাজ অর্থাৎ মাল টানার কাজ করছে।
এসব ইঞ্জিনের পর অনেক ইঞ্জিন এসেছে, যেসব নাম-গন্ধ এখন আর খুজেঁ পাওয়া যায় না। অথচ প্রযুক্তি ও শক্তির দিকে ইঞ্জিনগুলো নিতান্তই সেকেলে ছিল। এখন যেখানে ২২০০ হর্সপাওয়ারের ইঞ্জিন এসে গেছে, সেখানে এই ইঞ্জিনগুলোর শক্তি ছিল ১১২৫ হর্সপাওয়ার। ফোর স্ট্রোক ইঞ্জিনও ছিল না। কিন্তু এতো কিছুর পরও বি১২ মডেলের এই ইএমডি ইঞ্জিনগুলো বুড়ো হাড়ের ভেলকি দেখিয়ে যাচ্ছে। এই ইঞ্জিনগুলো বাংলাদেশ রেলওয়ে পিতামহ ইঞ্জিন।
** সংগৃহীত**
Come with me....
©vincelimphoto
Come with me....
🎥arnar.tomasson
Mountain, clouds and falls mixture Friday special.
Meet Mighty #Dainthlen_Falls
মুসলমানের জন্য অনেক বড় একটি নিয়ামত ও সুন্নত হচ্ছে গাছ লাগানো।
মোবাইলের প্রতি আসক্ত হয়ে নিজের মনুষ্যত্ব হারিয়ে ফেলছি নাতো আমরা?
আসুন এ ব্যাপারে সচেতন হই।
বয়স্ক পিতা-মাতা কিংবা দাদা-দাদীর সাথে খারাপ ব্যবহার না করি।
তাই আমি বৃষ্টি এলেই
পাহাড়ের চূড়ায় বসে বরষায় ভিজি
#trip_tanguar_haor
Lyric/Tune- Hason Raja
Ukulele- Ranak
Voice- Raha
Guitar- Abir
হেরি যবে তব মুখ
এ জনমের যায় দুখ,
উপচিয়ে মনের সুখ
জনমের যায় ব্যথারে
আহারে সোনালী বন্ধুরে
আহারে সোনালে বন্ধু
শুনিয়া যা মোর কথা রে
হাসন রাজার হৃদকমলে
তোমার চান মুখ গাঁথা
আহারে সোনালী বন্ধুরে
Video place: Tanguar Haor
Where heaven is visible...
Sohra || Cherrapunjee || Meghalaya
who guess the place ?
Need hints ?
Norway
Who wants to go ?
Credit-Best part of the world