ভিসা ইনফরমেশন

ভিসা ইনফরমেশন An Excellent Travel Agency and Student Consultancy agency
(73)

MALTA WORK PERMIT VISA 💯 🇲🇹
🇪🇺 Schengen countries of the European Union.
🇲🇹 I have a work permit visa for several reputable companies in Malta.
✅ Type of work -
🇲🇹 General Labour
🇲🇹 Factory worker
🇲🇹 Construction worker
It will take 5 months.
🟣Age 18 - 45 years.
🟣Manpower will be.
🟣Ticket is included in our package.
🟣We will provide insurance.
🟣DHL-Cost we will give
📑 Necessary Documents:
▪ Origin

al passport
▪ Photo (white background, 35×45 size)
▪️ Copy of National ID
🔥 If interested, please visit our office with your photo and passport on an urgent basis or email us
☎️ 01637-223648
WhatsApp
01671613960
Email: [email protected]

24/03/2024

মালদ্বীপ ওয়ার্ক পারমিট
রেফারেন্স-৩.৮০

রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদ ইসি বৈঠক আজ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
19/03/2024

রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদ ইসি বৈঠক আজ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

19/03/2024

মেসোডোনিয়া
কাজের ভিসা

আপনার কানাডা ভ্রমণ স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা প্রস্তুত।আমাদের বিশ্বস্ত কানাডা ভিসা প্রসেসিং কোম্পানির সাহায্যে আপনার...
14/10/2023

আপনার কানাডা ভ্রমণ স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা প্রস্তুত।
আমাদের বিশ্বস্ত কানাডা ভিসা প্রসেসিং কোম্পানির সাহায্যে আপনার যাত্রা শুরু করুন।

13/10/2023

কানাডা মাল্টিপল ভিসায় যেতে আগ্রহীরা শুধু মাত্র নক করুন।
-ধন্যবাদ।

12/10/2023

সার্বিয়া ওয়ার্ক পারমিট
সময় ৪ মাস
ইন্ডিয়া যেতে হবে না

04/10/2023

ক্রোয়েশিয়ার এই মাসের কারো এপোয়েন্টমেন্ট লাগবে? কনফার্ম লাগলে জানাবেন।

29/09/2023
25/09/2023
24/09/2023

কানাডা ভিজিট ভিসা-২০২৩
প্রসেসিং টাইম-৪৮ দিন

যা যা লাগবে:-
🔹ভেলিড পাসপোর্ট
🔹ছবি (৩৫×৪৫)
🔹পেশা ব্যবসায়ী হলে( TIN,TRADE) লাগবে।
🔹চাকুরী জীবি হলে NOC এবং সেলারী স্লিপ লাগবে।
🔹২/৩ টা দেশ ভ্রমণ করা হলে ভালো।
🔹লাস্ট ৬ মাসের ব্যাংক সেস্টমেন্ট লাগবে।( ব্যাংক এ কম করে হলে ১৫ থেকে ২০ লাখ থাকা লাগবে ভিসা পাওয়া পর্যন্ত। কোন এফ ডি আর থাকলে সাথে দেখালে ভিসার পাওয়ার সম্ভাবনা থাকবে)
🔹কানাডায় আত্নীয় বা বন্ধুবান্ধব থাকলে টিকানা ও মোবাইল নাম্বার লাগবে। না থাকলে আমরা ব্যবস্থা করব।

ভিসার আগে কোন টাকা দিতে হবে না,সব টাকা ভিসার পর।বিস্তারিত জানতে মেসেঞ্জারে লিখুন।

লিথুনিয়া দেশ কেমন বিস্তারিত জানুন:আমরা সকলেই জানি যে, লিথুনিয়া একটা সময় অনেক বড় একটি দেশ ছিলো। আর বর্তমান সময়ে পৃথিবীর ...
21/09/2023

লিথুনিয়া দেশ কেমন বিস্তারিত জানুন:

আমরা সকলেই জানি যে, লিথুনিয়া একটা সময় অনেক বড় একটি দেশ ছিলো। আর বর্তমান সময়ে পৃথিবীর মানচিত্রে যে বেলারুশ ও ইউক্রেন আছে। তাদের অধিকাংশ এলাকা গুলো লিথুনিয়ার অংশ হিসেবে ছিলো। আর বৃহৎ এই দেশটি ১৯১৮ সালে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়। কিন্তুু ১৯৪০ সালে সোভিয়েত ইউনিয়ন পুনরায় এই দেশকে নিজের দখলে করে নেয়।

লিথুনিয়ার মানুষ কি ধরনের মানুষ?
বৃহৎ এই দেশে যে সকল মানুষ বসবাস করে। সেই সকল মানুষকে বলা হয়, লিথুনিয়ান। এছাড়াও উক্ত দেশে যে সকল মানুষ বসবাস করে। তাদের বাল্টিক জাতিগোষ্ঠি বলা হয়ে থাকে। আর এই মানুষ গুলোর সংখ্যা প্রায় ২৩ লাখ ৭৮ হাজার ১১৮ জন।তবে অবাক করার মতো বিষয় হলো, প্রায় ২ মিলিয়ন এর মতো লিথুনিয়ান আছেন। যারা পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করে আছেন। যেমন, যুক্তরাজ্য, ব্রাজিল, রাশিয়া, কানাডা ইত্যাদি। মূলত এই দেশ গুলোর মধ্যেও প্রচুর পরিমান লিথুনিয়ান প্রবাসী লক্ষ্য করা যায়।

লিথুনিয়া কি কাজের জন্য উপযুক্ত দেশ?
-আপনি যদি কাজ করার উদ্দেশ্যে লিথুনিয়া যেতে চান। তাহলে আমি আপনার এই সিন্ধান্ত কে সম্মতি জানাবো। কেননা, এটি হলো আপনার মতো প্রবাসীদের জন্য উপযুক্ত একটি দেশ। যেখানে আপনি প্রচুর পরিমান কাজ করার মতো সুযোগ সুবিধা পাবেন।

এবং কাজ করার সুবিধার পাশাপাশি এখানে আপনার মতো মানুষদের জীবনযাত্রার খরচ অনেক কম হবে। এছাড়াও লিথুনিয়া নামক এই দেশটি অর্থনৈতিক দিক থেকেও অনেকটা উন্নত একটি দেশ। তাই আপনার মতো এমন অনেক মানুষ আছেন। যারা মূলত কাজ করার উদ্দেশ্যে এই দেশে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে।

লিথুনিয়ার প্রধান ধর্ম কি?
-আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা আসলে জানতে চায় যে, লিথুনিয়ার প্রধান ধর্মের নাম কি। তো যারা এই বিষয়টি সম্পর্কে জানতে চান, তাদের বলে রাখি যে লিথুনিয়াতে কোনো রাষ্ট্রধর্ম নেই। তবে তারা মূলত রোমান ক্যাথলিক কে বিশ্বাস করে। এবং বর্তমান সময়ে লিথুনিয়াতে যে সকল মানুষ নিজেকে ধার্মিক বলে মনে করে। তাদের মধ্যে অধিকাংশ ক্যাথলিক।

লিথুনিয়ার টাকার মান কেমন?
-বর্তমান পৃথিবীতে প্রতিটা দেশের নির্দিষ্ট টাকার মান আছে। এবং আপনি যদি লিথুনিয়ার টাকার মান জানতে চান। তো ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী, লিথুনিয়ার টাকার রেট হলো ১১৬ টাকা ৩৯ পয়সা। যদিওবা এই টাকার রেট প্রতিনিয়ত পরিবর্তন হয়। তবে আপনি যেন লিথুনিয়ার টাকার রেট সম্পর্কে জানতে পারেন। সে কারনে বর্তমান সময়ের লিথুনিয়ার টাকার মান প্রকাশ করা হলো।

লিথুনিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা?
-যেহুতু আমরা লিথুনিয়া সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে পারলাম। সেহুতু এবার আমাদের আরো একটি বিষয় সম্পর্কে জেনে নিতে হবে। আর সেই বিষয়টি হলো, লিথুনিয়ার ১ টাকা বাংলাদেশের কত টাকা। তো বর্তমান সময়ের রেট অনুযায়ী, আপনার নিকট যদি লিথুনিয়ার ০১ টাকা থাকে। তাহলে সেটি বাংলাদেশের ১১৫.৩৬ টাকার সমান হবে।

লিথুনিয়া ভ্রমণ সস্তা নাকি ব্যয়বহুল?
-আপনি যদি লিথুনিয়াতে ভ্রমণ করার উদ্দেশ্যে যান। তাহলে সেখানে আপনার ভ্রমণ করতে কি পরিমান খরচ হবে, তা সম্পূর্ণ আপনার নিজের উপর নির্ভর করবে। কেননা, সাধারন ভাবে এই দেশে ভ্রমন করা তুলনামূলক ভাবে অনেক সস্তা।

কিন্তু আপনি যদি বিলাসবহুল জীবনযাপন করেন, আপনি যদি উন্নত মানের আবাসিক ভবন ভাড়া করেন। তাহলে কিন্তুু আপনার খরচের পরিমান অনেক বেশি হবে।

আপনার জন্য কিছুকথা

প্রবাসীদের জন্য লিথুনিয়া হলো অন্যতম একটি দেশ। যেখানে আপনি খুব দ্রুততার সাথে চাকরি করার সুযোগ পাবেন। এছাড়াও উক্ত দেশটির বিভিন্ন বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আশা করি, আজকের এই লেখাটি আপনার অনেক ভালো লাগবে।

আর আপনি যদি এই ধরনের অজানা বিষয় গুলো সহজ ভাষায় জানতে চান। তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন

POLAND VFS UPDATE 18-22 সেপ্টেম্বর 2023 তারিখে ভিসার ক্ষেত্রে আপিল গ্রহণ করা হচ্ছে।18 এবং 20-22 সেপ্টেম্বর ভিসা সংক্রান্...
19/09/2023

POLAND VFS UPDATE
18-22 সেপ্টেম্বর 2023 তারিখে ভিসার ক্ষেত্রে আপিল গ্রহণ করা হচ্ছে।
18 এবং 20-22 সেপ্টেম্বর ভিসা সংক্রান্ত সমস্ত আবেদন শুধুমাত্র নয়াদিল্লিতে পোল্যান্ড প্রজাতন্ত্রের দূতাবাসের কনস্যুলার বিভাগে 9:00-12:00-এর মধ্যে গ্রহণ করা হবে। দিল্লি, কলকাতা, জয়পুর এবং চণ্ডীগড়ের ভিএফএস কেন্দ্রগুলি এই দিনে কোনও আবেদন গ্রহণ করবে না৷
19 সেপ্টেম্বর, গণেশ চতুর্থীর কারণে, পোল্যান্ড প্রজাতন্ত্রের দূতাবাস এবং কনস্যুলার বিভাগ বন্ধ থাকবে।

অনেকে লিথুনিয়ার সফলতা ও পেয়েছেন
18/09/2023

অনেকে লিথুনিয়ার সফলতা ও পেয়েছেন

Romania Delhi Embassy update 🇷🇴🇷🇴🇷🇴🇷🇴--রোমানিয়া এম্বাসি আগামী ৮ই সেপ্টেম্বর বন্ধ ছিলো জি ২০ সম্মেলনের জন্য ।এখনো পর্যন্ত...
17/09/2023

Romania Delhi Embassy update 🇷🇴🇷🇴🇷🇴🇷🇴
--রোমানিয়া এম্বাসি আগামী ৮ই সেপ্টেম্বর বন্ধ ছিলো জি ২০ সম্মেলনের জন্য ।এখনো পর্যন্ত ভিসা রেশিও ৯৫+ % ভিসা পাচ্ছে! যাদের ভিসা গুলো রিজেক্ট হচ্ছে একমাত্র প্রদান কারণ হচ্ছে কোম্পানির ব্যাকগ্রাউন্ড ভালো না, দ্বিতীয় কারণ ডকুমেন্টস মিসিং তৃতীয় কারণ ইন্টারভিউ খারাপ! তবে ইন্টারভিউ এখন নাম মাত্রই হয়, খুবই সহজ বেসিক প্রশ্নগুলো করে, আপনার কোম্পানি ভালো হলে ভিসা পাবেন শিওর থাকেন ইনশাল্লাহ।
-এম্বাসিতে জামার পর ভিসা ডেলিভারি পেতে সময় লাগতেছে ৮ থেকে ২০ দিন!
-অ্যাপয়েন্টমেন্ট ২২ এর ওয়ার্ক পারমিট পাশাপাশি ২৩ এর ও কিছু জমা হচ্ছে! তবে ২৩ এর কাজ মোটামুটি আগামী মাস থেকে ভালো পরিমাণে জমা হবে! সাথে ২২ এর কাজের চলমান থাকবে!
-এপয়েন্টমেন্ট তাড়াতাড়ি পেতে হলে অবশ্যই আপনার লিস্ট দিল্লির এজেন্ট এর মাধ্যমে সরাসরি দিল্লী রোমানিয়া এম্বাসিতে পাঠাতে হবে! ইমেইলের অপেক্ষা করলে অনেক লেট হবে! যেমন বর্তমানে সেপ্টেম্বর-অক্টোবরের ইমেইল গুলো আসতেছে "অথচ যারা সরাসরি কাজ করতেছে তাদের ২২ সালের প্রায় কাজ শেষ!
-ঢাকায় বর্তমানে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে লাগতেছে দুই থেকে তিন মাস কমপক্ষে! অন্যান্য জায়গায়ও এক মাসের বেশি সময় লাগতেছে অ্যাপোয়েন্টমেন্ট ডেট পেতে! তাই সবাই যে ভিসা সহজে তাড়াতাড়ি হয় সেটাই করুন! আশা করি কয়েক মাসের ভিতরে এসব সমস্যা সমাধান হয়ে যাবে! তবে আপনারা বসে থাকেন না যাদের পারমিট আছে সবাই ইন্ডিয়ান ভিসা করুন এজেন্টের মাধ্যমে এপয়েন্টমেন্ট ডেট নেন যে যেভাবে পারেন!
যে কোন হেল্প এর জন্য যোগাযোগ করুন-
Whats App +8801714325645

15/09/2023

লিথুনিয়া ওয়ার্ক ভিসা
পোলান্ড ওয়ার্ক ভিসা
বুলগেরিয়া ওয়ার্ক ভিসা

Appointment1.Poland2.Romania3.Croatia  4.portugal5. italycontact in whats app 01326879051
13/09/2023

Appointment
1.Poland
2.Romania
3.Croatia
4.portugal
5. italy
contact in whats app 01326879051

Work In Lithuania
12/09/2023

Work In Lithuania

23/08/2023

লিথুনিয়া ওয়ার্ক পারমিট

Address

37/2 Box Culvert Road. 4th Floor, Zaman Tower, Paltan
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801837523274

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভিসা ইনফরমেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভিসা ইনফরমেশন:

Videos

Share

Category

USA B1/B2 Multipul Visa

ভিসা প্রসেসিং এর জন্য প্রয়োজনীয় তথ্যাদিঃ-

ফেমেলি ভিজিট বা একক ভিজিট ভিসার জন্য আলাদা আলাদা ডকুমেন্ট প্রদান করেত হবে। ভিজিট ভিসা প্রাপ্তির জন্য ব্যাংক স্টেটমেন্ট, ব্যবসায়ী হলে ট্রেডলাইসেন্স ও চাকুরী জীবি হলে জব লেটার ও পে-স্লিপ বাধ্যতামূলক। আর আপনার পাসপোর্ট অবশ্যই ট্রাভেল থাকতে হবে। সেটা ২/৩/৪ টা দেশ হতে হবে। নুন্যতম ২ দেশ ভ্রমন থাকতে হবে। এসেট পেপার ,ট্রেড,টিন, থাকলে ভিসা প্রাপ্তিতে সহজ হবে। রেট জানার জন্য কমেন্টস করুন।

বিস্তারিত জানতে কল করুন-০১৮৩৭৫২৩২৭৪