Maria Aviation

Maria Aviation For your enjoyable journey Please call us to visit Saydpur to Dhaka and other cities....
contact: 01752676441
(1)

এটি একটি বিমান টিকিট এজেন্সী। এখানে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটের বিমানের টিকিট করা হয়। এছাড়া মারিয়া এভিয়েশনে ওমরা ও হজ্জের ব্যবস্থা আছে।

16/09/2024
14/09/2024

মুরুব্বী মুরুব্বী ভাইরাল হইলো!
ভাইজান এইদিক এইদিক ভাইরাল হবেনা?😀

মারিয়া এভিয়েশনের হজ্ব পরবর্তী ( গ্রুপ-সি) আজ ভোর ৫ টার সময় মোয়াল্লেমুল হুজ্জাজ হাফেজ মাওলানা মোঃ মিজানুর রহমান এর নে...
03/09/2024

মারিয়া এভিয়েশনের হজ্ব পরবর্তী ( গ্রুপ-সি) আজ ভোর ৫ টার সময় মোয়াল্লেমুল হুজ্জাজ হাফেজ মাওলানা মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে একটি ওমরা কাফেলা পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে রওনা দিল, আলহামদুলিল্লাহ,
সকলের সফর আল্লাহ তায়ালা সহজ করেন এবং ওমরা কবুল করেন,
আমিন।🤲

🕋 হজ্জ ও ওমরাহ্ বুকিং 🕋 যোগাযোগ+8801719254923সম্মানিত হজ্জ ও ওমরাহ্ যাত্রীদের জন্য মারিয়া এভিয়েশনে -২০২৪ /২০২৫ইং সালে ...
17/08/2024

🕋 হজ্জ ও ওমরাহ্ বুকিং 🕋 যোগাযোগ+8801719254923
সম্মানিত হজ্জ ও ওমরাহ্ যাত্রীদের জন্য মারিয়া এভিয়েশনে -২০২৪ /২০২৫ইং সালে হজ্জ ও ওমরাহ্ প্যাকেজে বুকিং চলছে।
❑ প্যাকেজে যা যা থাকছে :
✅প্রত্যেক মাসের ১৭ তারিখের মধ্যে যাওয়া।
✅ বিমান টিকিট
✅ ওমরাহ্ ভিসা
✅ হোটেল রিজার্ভেশন
✅ এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়া–আসা, মক্কা থেকে মাদীনা যাওয়া– আসার ট্রান্সপোর্ট।
✅ মক্কা ও মদীনার বিভিন্ন ঐতিহাসিক স্থানে জিয়ারত।
🍔 তিন বেলা সুস্বাদু দেশীয় খাবারের ব্যবস্থা ও পর্যাপ্ত ফল ফ্রুট থাকবে. ইনশাআল্লাহ।
✅ জেদ্দা ও তায়েফের বিভিন্ন স্থান, বদর, বীরে শিফা, বীরে রাওহায় জিয়ারতে যেতে চাইলে নিজ খরচে যেতে হবে।
✅ যাত্রার শুরু থেকে ফিরে আসা পর্যন্ত সার্বক্ষণিক আমার নিজ দায়িত্বে তত্ত্বাবধানে।

❑ প্যাকেজ সমূহ:
❇️ সুলভ প্যাকেজ - ১৩৫,০০০ টাকা
❇️ স্ট্যান্ডার্ড প্যাকেজ - ১৬০,০০০ টাকা
❇️ প্রিমিয়াম প্যাকেজ - ১৯৫,৫০০ টাকা

🕋 ভি ভি আইপি প্যাকেজ- ২৯৫,০০০ টাকা (শর্ত প্রযোজ্য),
কাবা ভিউ সাফোয়া টাওয়ার মক্কা ও মদিনা মারকাজিয়া।

🏙️ দুবাই ৩ নাইট অবস্থান করলে
উপরে উল্লেখিত প্যাকেজ থেকে ৬০০০০/- টাকা সর্বনিম্ন বৃদ্ধি পাবে।

📩 প্রতি রুমে ৪/৬ নজনের হিসেবে প্যাকেজ করা। এক রুমে ১ / ২ / ৩ জন করে থাকলে খরচ কিছুটা বাড়বে।

🕑 সফর সময় : ১০থেকে ১৫ দিন (টিকিট প্রাপ্তির উপর নির্ভর করবে)।

🏢 হোটেলের দুরুত্ব : মদীনা – ৪৫০ থেকে ৬৫০ মিটার, মক্কা – মাসজিদুল হারাম থেকে ৪৫০ থেকে ৬০০ মিটার।

📝 বুকিং এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস্ –
পাসপোর্টের কপি সহ প্যাকেজ অনুযায়ী টাকা জমা।
📤বিঃ দ্রঃ যাওয়ার ২ মাস পূর্বে টাকা ও পাসপোর্ট প্রদান করতে হবে।
☎️ যোগাযোগ: আলহাজ্ব মাওলানা মোঃ মোফাজ্জল হোসেন-- +88 01719254923

17/08/2024

সম্মানিত সুধী,
আসসালামু আলাইকুম ! সন্তান আপনার, আপনার সন্তানের শিক্ষা, জ্ঞান ও মেধা পূর্ণ বিকাশের অঙ্গীকার নিয়ে আমাদের আয়োজনের আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান "মাদরাসাতুল হিকমাহ্ এন্ড আল- হিকমাহ্ স্কুল, দিনাজপুর" কিন্তু কেন..? একটি শিশুর আদর্শিকভাবে বেড়ে উঠার জন্য সুপরিকল্পিত সিলেবাসের আলোকে পাঠদান, অত্যন্ত মেধাবী ও সৃষ্টিশীল শিক্ষকমণ্ডলী, অভিজ্ঞ পরিচালনা পর্ষদ এবং আধুনিকতার সকল সুবিধাসমৃদ্ধ ক্যাম্পাস যা অত্র প্রতিষ্ঠানে এর সবই সুনিপুণভাবে সাজানো রয়েছে। তাই সন্তানকে ভর্তির চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পূর্বে সরাসরি প্রতিষ্ঠানটি পরিদর্শনের আহ্বান জানাচ্ছি।

প্রিয় অভিভাবক,
আমরা মা-বাবা হিসেবে অনেক আশা ও স্বপ্ন নিয়ে সন্তানকে ট্রাইলিঙ্গুয়াল বা আরবি, বাংলা, ইংরেজি ভাষায় পারদর্শিতা অর্জনের জন্য বিদ্যালয় বা মাদরাসায় ভর্তি করিয়ে থাকি। সকলের চাওয়া সন্তান যেন শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির মাধ্যমে (বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ স্বনামধন্য কোন শিক্ষা প্রতিষ্ঠান) শিক্ষাগ্ৰহণ করে নীতি নৈতিকতা ও মানবীয় গুণাবলী সমৃদ্ধ আদর্শ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে সমাজ তথা পিতামাতার মুখ উজ্জ্বল, সম্মান ও আত্নমর্যাদা বৃদ্ধি করতে পারে।

দুনিয়া এবং আখিরাতের পরিপূর্ণ কামিয়াবী লাভের জন্য ঈমান- আমল - আখলাকের মাপকাঠিতে যোগ্য মানুষ তথা হাফেজ, হাফেজা ও আলেম, আলেমা হিসেবে গড়ে তুলতেই আপনার সন্তানের জন্য আমাদের এই প্রয়াস।

তাইতো, পিতা-মাতা শত কষ্ট, ত্যাগ আর অক্লান্ত পরিশ্রম দিয়ে চেষ্টা করেন সন্তানকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানোর। ঠিক তেমনি, প্রত্যেক সন্তানদেরও ইচ্ছা, আগ্রহ ও প্রচেষ্টা থাকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার। কিন্তু অভিজ্ঞ ও বিচক্ষণ শিক্ষকের সঠিক দিক নির্দেশনা না পাওয়ার কারণে তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না।

বর্তমানে, SSC এবং HSC উভয় পরীক্ষায় Golden A+ পাওয়া সত্ত্বেও হাজার হাজার শিক্ষার্থী স্বনামধন্য বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তির সুযোগ পায় না বা কাঙ্খিত স্বপ্ন পূরণে বাঁধাগ্রস্থ হচ্ছে। কারণ, অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শুধুমাত্র পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের উপর গুরুত্বারোপ করে থাকে। ফলে শিক্ষার্থীর বেসিক ভিত্তি মজবুতভাবে বিকশিত হতে পারছে না, এতে করে শিক্ষার্থীরা না বুঝে মুখস্থ নির্ভরতার দিকে ধাবিত হচ্ছে। ফলে, ভালো ফলাফল থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের ভবিষ্যৎ হয়ে পড়ে অনিশ্চিত।
বর্তমান মেধা প্রতিযোগিতার এই বিশ্বজগতে শুধু বোর্ড পরীক্ষায় ভাল ফল করাই শিক্ষার্থীদের উদ্দেশ্য না হয়ে বরং বোর্ড পরীক্ষায় ভাল ফলাফলের পাশাপাশি প্রবল মৌলিক জ্ঞান (Strong Basic Knowledge) তৈরি করে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে ভর্তি হয়ে জ্ঞান অর্জন করাই হোক সকল শিক্ষার্থীর মূল লক্ষ্য। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, পাবলিক পরীক্ষার পর স্বল্প সময়ের মধ্যে ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করা বেশিরভাগ শিক্ষার্থীর পক্ষে সম্ভবপর হয়ে ওঠে না।
শিক্ষার্থীদের এই স্বপ্ন পূরণে ‘মাদরাসাতুল হিকমাহ্ এন্ড আল-হিকমাহ্ স্কুল’-এ নিয়োজিত রয়েছেন একঝাঁক মেধাবী, দক্ষ, অভিজ্ঞ ও বিচক্ষণ শিক্ষকমন্ডলী। যাদের নিবিড় পরিচর্যা ও দক্ষ পরিচালনায় শিক্ষার্থীরা তাদের লক্ষ্য পূরণে চূড়ান্তভাবে সফল হবে ইনশাআল্লাহ!!
বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় বিগত ২০১৫ সাল হতে আরবি, বাংলা, ইংরেজি ভাষায় বা ট্রাইলিঙ্গুয়াল শিক্ষা শিক্ষার্থীদের পাঠদানের বাস্তব অভিজ্ঞতায় স্বনামধন্য স্কলার্স দ্বারা পরিচালিত মাদরাসাতুল হিকমাহ এন্ড আল-হিকমাহ্ স্কুল, দিনাজপুর। দক্ষতা, মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিশ্বের উপযোগী নাগরিক হিসেবে গড়ে তোলার স্বপ্নকে লালন করে “মাদরাসাতুল হিকমাহ্ এন্ড আল হিকমাহ্ স্কুল ” -এর সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোঃ মোফাজ্জল হোসেন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। সুষ্ঠু, সুন্দর ও মনোরম পরিবেশে পাঠদানের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীকে দেশ, জাতি ও বিশ্বের কল্যাণে নৈতিক শিক্ষার মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা এবং দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে ভর্তি উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে ২০১৫ সালে যাত্রা শুর করে প্রতিষ্ঠানটি। অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলা যায় যে, আল্লাহতায়ালা যদি আপনার সন্তানকে “মাদরাসাতুল হিকমাহ্ এন্ড‌ আল-হিকমাহ্ স্কুলে” শিক্ষার জন্য কবুল করেন, তবে প্রত্যেকেই নৈতিক শিক্ষার মাধ্যমে আদর্শ মানুষ হয়ে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে ভর্তি হয়ে আপনার স্বপ্ন পূরণসহ সম্মান ও মর্যাদা বৃদ্ধি করবে ইনশাআল্লাহ!!

ধন্যবাদান্তে
আলহাজ্ব মাওলানা মোঃ মোফাজ্জল হোসেন
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মাদরাসাতুল হিকমাহ্ এন্ড আল-হিকমাহ্ স্কুল, দিনাজপুর।

আলহামদুলিল্লাহ!পবিত্র হজ্ব ২০২৫ এর সকল কার্যক্রম আগামী ১২ তারিখ হতে যথারীতি শুরু হচ্ছ, ইনশাআল্লাহ।
11/08/2024

আলহামদুলিল্লাহ!
পবিত্র হজ্ব ২০২৫ এর সকল কার্যক্রম আগামী ১২ তারিখ হতে যথারীতি শুরু হচ্ছ, ইনশাআল্লাহ।

🕋 হজ্জ ও ওমরাহ্ বুকিং 🕋 যোগাযোগ+8801719254923সম্মানিত হজ্জ ও ওমরাহ্ যাত্রীদের জন্য মারিয়া এভিয়েশনে -২০২৪ /২০২৫ইং সালে ...
29/07/2024

🕋 হজ্জ ও ওমরাহ্ বুকিং 🕋 যোগাযোগ+8801719254923
সম্মানিত হজ্জ ও ওমরাহ্ যাত্রীদের জন্য মারিয়া এভিয়েশনে -২০২৪ /২০২৫ইং সালে হজ্জ ও ওমরাহ্ প্যাকেজে বুকিং চলছে।
❑ প্যাকেজে যা যা থাকছে :
✅প্রত্যেক মাসের ১৭ তারিখের মধ্যে যাওয়া।
✅ বিমান টিকিট
✅ ওমরাহ্ ভিসা
✅ হোটেল রিজার্ভেশন
✅ মেডিকেল ইনস্যুরেন্স
✅ এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়া–আসা, মক্কা থেকে মাদীনা যাওয়া– আসার ট্রান্সপোর্ট।
✅ মক্কা ও মদীনার বিভিন্ন ঐতিহাসিক স্থানে জিয়ারত।
🍔 তিন বেলা সুস্বাদু দেশীয় খাবারের ব্যবস্থা ও পর্যাপ্ত ফল ফ্রুট থাকবে. ইনশাআল্লাহ।
✅ জেদ্দা ও তায়েফের বিভিন্ন স্থান, বদর, বীরে শিফা, বীরে রাওহায় জিয়ারতে যেতে চাইলে নিজ খরচে যেতে হবে।
✅ যাত্রার শুরু থেকে ফিরে আসা পর্যন্ত সার্বক্ষণিক আমার নিজ দায়িত্বে তত্ত্বাবধানে।

❑ প্যাকেজ সমূহ:
❇️ সুলভ প্যাকেজ - ১৩৫,০০০ টাকা
❇️ স্ট্যান্ডার্ড প্যাকেজ - ১৬০,০০০ টাকা
❇️ প্রিমিয়াম প্যাকেজ - ১৯৫,৫০০ টাকা

🕋 ভি ভি আইপি প্যাকেজ- ২৯৫,০০০ টাকা (শর্ত প্রযোজ্য),
কাবা ভিউ সাফোয়া টাওয়ার মক্কা ও মদিনা মারকাজিয়া।

🏙️ দুবাই ৩ নাইট অবস্থান করলে
উপরে উল্লেখিত প্যাকেজ থেকে ৬০০০০/- টাকা সর্বনিম্ন বৃদ্ধি পাবে।

📩 প্রতি রুমে ৪/৬ নজনের হিসেবে প্যাকেজ করা। এক রুমে ১ / ২ / ৩ জন করে থাকলে খরচ কিছুটা বাড়বে।

🕑 সফর সময় : ১০থেকে ১৫ দিন (টিকিট প্রাপ্তির উপর নির্ভর করবে)।

🏢 হোটেলের দুরুত্ব : মদীনা – ৪৫০ থেকে ৬৫০ মিটার, মক্কা – মাসজিদুল হারাম থেকে ৪৫০ থেকে ৬০০ মিটার।

📝 বুকিং এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস্ –
পাসপোর্টের কপি সহ প্যাকেজ অনুযায়ী টাকা জমা।
📤বিঃ দ্রঃ যাওয়ার ২ মাস পূর্বে টাকা ও পাসপোর্ট প্রদান করতে হবে।
☎️ যোগাযোগ: আলহাজ্ব মাওলানা মোঃ মোফাজ্জল হোসেন-- +88 01719254923

29/07/2024

আসসালামু আলাইকুম!
সন্তান আপনার, আপনার সন্তানের শিক্ষা, জ্ঞান ও মেধা পূর্ণ বিকাশের অঙ্গীকার নিয়ে আমাদের আয়োজনের আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান "মাদরাসাতুল হিকমাহ্ এন্ড আল হিকমাহ্ স্কুল, দিনাজপুর" কিন্তু কেন..?
একটি শিশুর আদর্শিকভাবে বেড়ে উঠার জন্য সুপরিকল্পিত সিলেবাসের আলোকে পাঠদান, অত্যন্ত মেধাবী ও সৃষ্টিশীল শিক্ষকমণ্ডলী, অভিজ্ঞ পরিচালনা পর্ষদ এবং আধুনিকতার সকল সুবিধাসমৃদ্ধ ক্যাম্পাস যা অত্র প্রতিষ্ঠানে এর সবই সুনিপুণভাবে সাজানো রয়েছে। তাই সন্তানকে ভর্তির চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পূর্বে সরাসরি প্রতিষ্ঠানটি পরিদর্শনের আহ্বান জানাচ্ছি।

সম্মানিত অভিভাবক,
আমরা বাবা-মা হিসেবে অনেক আশা ও স্বপ্ন নিয়ে সন্তানকে ট্রাইলিঙ্গুয়াল বা আরবি, বাংলা, ইংরেজি ভাষায় পারদর্শিতা অর্জনের জন্য বিদ্যালয় বা মাদরাসায় ভর্তি করিয়ে থাকি। সকলের চাওয়া সন্তান যেন শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির মাধ্যমে (বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ স্বনামধন্য কোন শিক্ষা প্রতিষ্ঠান) শিক্ষাগ্ৰহণ করে নীতি নৈতিকতা ও মানবীয় গুণাবলী সমৃদ্ধ আদর্শ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে সমাজ তথা পিতামাতার মুখ উজ্জ্বল, সম্মান ও আত্নমর্যাদা বৃদ্ধি করতে পারে।

দুনিয়া এবং আখিরাতের পরিপূর্ণ কামিয়াবী লাভের জন্য ঈমান- আমল - আখলাকের মাপকাঠিতে যোগ্য মানুষ তথা হাফেজ, হাফেজা ও আলেম, আলেমা হিসেবে গড়ে তুলতেই আপনার সন্তানের জন্য আমাদের এই প্রয়াস।

তাইতো, পিতা-মাতা শত কষ্ট, ত্যাগ আর অক্লান্ত পরিশ্রম দিয়ে চেষ্টা করেন সন্তানকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানোর। ঠিক তেমনি, প্রত্যেক সন্তানদেরও ইচ্ছা, আগ্রহ ও প্রচেষ্টা থাকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার। কিন্তু অভিজ্ঞ ও বিচক্ষণ শিক্ষকের সঠিক দিক নির্দেশনা না পাওয়ার কারণে তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না।

বর্তমানে, SSC এবং HSC উভয় পরীক্ষায় Golden A+ পাওয়া সত্ত্বেও হাজার হাজার শিক্ষার্থী স্বনামধন্য বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তির সুযোগ পায় না বা কাঙ্খিত স্বপ্ন পূরণে বাঁধাগ্রস্থ হচ্ছে। কারণ, অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শুধুমাত্র পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের উপর গুরুত্বারোপ করে থাকে। ফলে শিক্ষার্থীর বেসিক ভিত্তি মজবুতভাবে বিকশিত হতে পারছে না, এতে করে শিক্ষার্থীরা না বুঝে মুখস্থ নির্ভরতার দিকে ধাবিত হচ্ছে। ফলে, ভালো ফলাফল থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের ভবিষ্যৎ হয়ে পড়ে অনিশ্চিত।

বর্তমান মেধা প্রতিযোগিতার এই বিশ্বজগতে শুধু বোর্ড পরীক্ষায় ভাল ফল করাই শিক্ষার্থীদের উদ্দেশ্য না হয়ে বরং বোর্ড পরীক্ষায় ভাল ফলাফলের পাশাপাশি প্রবল মৌলিক জ্ঞান (Strong Basic Knowledge) তৈরি করে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে ভর্তি হয়ে জ্ঞান অর্জন করাই হোক সকল শিক্ষার্থীর মূল লক্ষ্য। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, পাবলিক পরীক্ষার পর স্বল্প সময়ের মধ্যে ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করা বেশিরভাগ শিক্ষার্থীর পক্ষে সম্ভবপর হয়ে ওঠে না।

শিক্ষার্থীদের এই স্বপ্ন পূরণে ‘মাদরাসাতুল হিকমাহ্ এন্ড আল হিকমাহ্ স্কুল’-এ নিয়োজিত রয়েছেন একঝাঁক মেধাবী, দক্ষ, অভিজ্ঞ ও বিচক্ষণ শিক্ষকমন্ডলী। যাদের নিবিড় পরিচর্যা ও দক্ষ পরিচালনায় শিক্ষার্থীরা তাদের লক্ষ্য পূরণে চূড়ান্তভাবে সফল হবে ইনশাআল্লাহ!!

বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় বিগত ২০১৫ সাল হতে আরবি, বাংলা, ইংরেজি ভাষায় বা ট্রাইলিঙ্গুয়াল শিক্ষা শিক্ষার্থীদের পাঠদানের বাস্তব অভিজ্ঞতায় স্বনামধন্য স্কলার্স দ্বারা পরিচালিত মাদরাসাতুল হিকমাহ এন্ড আল হিকমাহ্ স্কুল, দিনাজপুর।
দক্ষতা, মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিশ্বের উপযোগী নাগরিক হিসেবে গড়ে তোলার স্বপ্নকে লালন করে “মাদরাসাতুল হিকমাহ্ এন্ড আল হিকমাহ্ স্কুল ” -এর সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোঃ মোফাজ্জল হোসেন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। সুষ্ঠু, সুন্দর ও মনোরম পরিবেশে পাঠদানের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীকে দেশ, জাতি ও বিশ্বের কল্যাণে নৈতিক শিক্ষার মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা এবং দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে ভর্তি উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে ২০১৫ সালে যাত্রা শুর করে প্রতিষ্ঠানটি।
অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলা যায় যে, আল্লাহতায়ালা যদি আপনার সন্তানকে “মাদরাসাতুল হিকমাহ্ এন্ড‌ আল হিকমাহ্ স্কুলে” শিক্ষার জন্য কবুল করেন, তবে প্রত্যেকেই নৈতিক শিক্ষার মাধ্যমে আদর্শ মানুষ হয়ে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে ভর্তি হয়ে আপনার স্বপ্ন পূরণসহ সম্মান ও মর্যাদা বৃদ্ধি করবে ইনশাআল্লাহ!!

ধন্যবাদান্তে
আলহাজ্ব মাওলানা মোঃ মোফাজ্জল হোসেন
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মাদরাসাতুল হিকমাহ্ এন্ড আল হিকমাহ্ স্কুল, দিনাজপুর।

17/07/2024

আলহামদুলিল্লাহ,
পবিত্র ওমরা সফরে আমাদের মারিয়া এভিয়েশনের সাথে যাওয়ার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন দিনাজপুর জেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক,
জনাব, মাওঃ মোঃ মাহফুজুর রহমান দিনাজপুরী পরিচালক আন নজুম ইসলামিক একাডেমী দিনাজপুর ও সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন রংপুর বিভাগ।
জনাব,
হাঃ মাওঃ মোঃ এরশাদুল হক সেক্রেটারি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন দিনাজপুর জেলা।
জনাব, মাওঃ মোঃ মোফাজ্জল হোসেন
উদয়মান তরুণ বক্তা ও সম্মানিত খতিব মুন্সিপাড়া জামে মসজিদ দিনাজপুর।
আলহাজ্ব হযরত মাওলানা মাহমুদুল হাসান সাঈদী,
আন নুজুম ইসলামিক একাডেমীর আরেকজন সম্মানিত পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ রাকিবুল ইসলাম ভাই
এবং আরো ওলামায়ে কেরামের একটি বড় কাফেলা পবিত্র ওমরা সফরে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ্!

উক্ত গ্রুপে যে সকল বন্ধুগণ ওমরা পালনে ইচ্ছুক দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করার জন্য আহবান করছি-01719254923

আলহামদুলিল্লাহ, পবিত্র ওমরা সফরে আমাদের মারিয়া এভিয়েশনের সাথে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন দিনাজপুর জেলার বিশিষ্ট ব্যবসায...
14/07/2024

আলহামদুলিল্লাহ,
পবিত্র ওমরা সফরে আমাদের মারিয়া এভিয়েশনের সাথে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন
দিনাজপুর জেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক
জনাব,আলহাজ্ব সৈয়দ মইনুল ইসলাম স্বত্বাধিকারী, দিনাজপুরের সর্ববৃহৎ কমিউনিটি সেন্টার নাজমা গার্ডেন ও জনাব মোঃহাশান আলী, মহারাজ স্কুল মোড়, কুমার পাড়া, উত্তর বালু বাড়ি সদর দিনাজপুর।
যে সকল বন্ধুগণ ওমরা পালনে ইচ্ছুক দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করার জন্য আহবান করছি-01719254923

🕋 হজ্জ ও ওমরাহ্ বুকিং 🕋 যোগাযোগ+8801719254923সম্মানিত হজ্জ ও ওমরাহ্ যাত্রীদের জন্য মারিয়া এভিয়েশনে -২০২৪ /২০২৫ইং সালে ...
13/07/2024

🕋 হজ্জ ও ওমরাহ্ বুকিং 🕋 যোগাযোগ+8801719254923
সম্মানিত হজ্জ ও ওমরাহ্ যাত্রীদের জন্য মারিয়া এভিয়েশনে -২০২৪ /২০২৫ইং সালে হজ্জ ও ওমরাহ্ প্যাকেজে বুকিং চলছে।
❑ প্যাকেজে যা যা থাকছে :
✅প্রত্যেক মাসের ১৭ তারিখের মধ্যে যাওয়া।
✅ বিমান টিকিট
✅ ওমরাহ্ ভিসা
✅ হোটেল রিজার্ভেশন
✅ মেডিকেল ইনস্যুরেন্স
✅ এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়া–আসা, মক্কা থেকে মাদীনা যাওয়া– আসার ট্রান্সপোর্ট।
✅ মক্কা ও মদীনার বিভিন্ন ঐতিহাসিক স্থানে জিয়ারত।
🍔 তিন বেলা সুস্বাদু দেশীয় খাবারের ব্যবস্থা ও পর্যাপ্ত ফল ফ্রুট থাকবে. ইনশাআল্লাহ।
✅ জেদ্দা ও তায়েফের বিভিন্ন স্থান, বদর, বীরে শিফা, বীরে রাওহায় জিয়ারতে যেতে চাইলে নিজ খরচে যেতে হবে।
✅ যাত্রার শুরু থেকে ফিরে আসা পর্যন্ত সার্বক্ষণিক আমার নিজ দায়িত্বে তত্ত্বাবধানে।

❑ প্যাকেজ সমূহ:
❇️ সুলভ প্যাকেজ - ১৩৫,০০০ টাকা
❇️ স্ট্যান্ডার্ড প্যাকেজ - ১৬০,০০০ টাকা
❇️ প্রিমিয়াম প্যাকেজ - ১৯৫,৫০০ টাকা

🕋 ভি ভি আইপি প্যাকেজ- ২৯৫,০০০ টাকা (শর্ত প্রযোজ্য),
কাবা ভিউ সাফোয়া টাওয়ার মক্কা ও মদিনা মারকাজিয়া।

🏙️ দুবাই ৩ নাইট অবস্থান করলে
উপরে উল্লেখিত প্যাকেজ থেকে ৬০০০০/- টাকা সর্বনিম্ন বৃদ্ধি পাবে।

📩 প্রতি রুমে ৪/৫ জনের হিসেবে প্যাকেজ করা। এক রুমে ১ / ২ / ৩ জন করে থাকলে খরচ কিছুটা বাড়বে।

🕑 সফর সময় : ১০থেকে ১৫ দিন (টিকিট প্রাপ্তির উপর নির্ভর করবে)।

🏢 হোটেলের দুরুত্ব : মদীনা – ৪৫০ থেকে ৬৫০ মিটার, মক্কা – মাসজিদুল হারাম থেকে ৪৫০ থেকে ৬০০ মিটার।

📝 বুকিং এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস্ –
পাসপোর্টের কপি সহ প্যাকেজ অনুযায়ী টাকা জমা।
📤বিঃ দ্রঃ যাওয়ার ২ মাস পূর্বে টাকা ও পাসপোর্ট প্রদান করতে হবে।
☎️ যোগাযোগ: আলহাজ্ব মাওলানা মোঃ মোফাজ্জল হোসেন-- +88 01719254923

🕋 হজ্জ ও ওমরাহ্ বুকিং 🕋 যোগাযোগ+8801719254923সম্মানিত হজ্জ ও ওমরাহ্ যাত্রীদের জন্য মারিয়া এভিয়েশনে -২০২৪ /২০২৫ইং সালে ...
27/06/2024

🕋 হজ্জ ও ওমরাহ্ বুকিং 🕋 যোগাযোগ+8801719254923
সম্মানিত হজ্জ ও ওমরাহ্ যাত্রীদের জন্য মারিয়া এভিয়েশনে -২০২৪ /২০২৫ইং সালে হজ্জ ও ওমরাহ্ প্যাকেজে বুকিং চলছে।
❑ প্যাকেজে যা যা থাকছে :
✅প্রত্যেক মাসের ১৭ তারিখের মধ্যে যাওয়া।
✅ বিমান টিকিট
✅ ওমরাহ্ ভিসা
✅ হোটেল রিজার্ভেশন
✅ মেডিকেল ইনস্যুরেন্স
✅ এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়া–আসা, মক্কা থেকে মাদীনা যাওয়া– আসার ট্রান্সপোর্ট।
✅ মক্কা ও মদীনার বিভিন্ন ঐতিহাসিক স্থানে জিয়ারত।
🍔 তিন বেলা সুস্বাদু দেশীয় খাবারের ব্যবস্থা ও পর্যাপ্ত ফল ফ্রুট থাকবে. ইনশাআল্লাহ।
✅ জেদ্দা ও তায়েফের বিভিন্ন স্থান, বদর, বীরে শিফা, বীরে রাওহায় জিয়ারতে যেতে চাইলে নিজ খরচে যেতে হবে।
✅ যাত্রার শুরু থেকে ফিরে আসা পর্যন্ত সার্বক্ষণিক আমার নিজ দায়িত্বে তত্ত্বাবধানে।

❑ প্যাকেজ সমূহ:
❇️ সুলভ প্যাকেজ - ১৩৫,০০০ টাকা
❇️ স্ট্যান্ডার্ড প্যাকেজ - ১৭৮,৫০০ টাকা
❇️ প্রিমিয়াম প্যাকেজ - ১৯৫,৫০০ টাকা

🕋 ভি ভি আইপি প্যাকেজ- ২৯৫,০০০ টাকা (শর্ত প্রযোজ্য),
কাবা ভিউ সাফোয়া টাওয়ার মক্কা ও মদিনা মারকাজিয়া।

🏙️ দুবাই ৩ নাইট অবস্থান করলে
উপরে উল্লেখিত প্যাকেজ থেকে ৬০০০০/- টাকা সর্বনিম্ন বৃদ্ধি পাবে।

📩 প্রতি রুমে ৪/৫ জনের হিসেবে প্যাকেজ করা। এক রুমে ১ / ২ / ৩ জন করে থাকলে খরচ কিছুটা বাড়বে।

🕑 সফর সময় : ১০থেকে ১৫ দিন (টিকিট প্রাপ্তির উপর নির্ভর করবে)।

🏢 হোটেলের দুরুত্ব : মদীনা – ৪৫০ থেকে ৬৫০ মিটার, মক্কা – মাসজিদুল হারাম থেকে ৪৫০ থেকে ৬০০ মিটার।

📝 বুকিং এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস্ –
পাসপোর্টের কপি সহ প্যাকেজ অনুযায়ী টাকা জমা।
📤বিঃ দ্রঃ যাওয়ার ২ মাস পূর্বে টাকা ও পাসপোর্ট প্রদান করতে হবে।
☎️ যোগাযোগ: আলহাজ্ব মাওলানা মোঃ মোফাজ্জল হোসেন-- +88 01719254923

Address

Lal Building, Moharaza Schoo Moor
Dinajpur
5200

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 12:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801719254923

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maria Aviation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maria Aviation:

Videos

Share

Category