Zilanee travels & tours

Zilanee travels & tours Zilanee travels & tours হজ্জ লাইসেন্স নং - 1514
(2)

30/05/2024
26/05/2024

হজ ধনী ব্যক্তিদের জন্য আল্লাহ তায়ালা ফরজ করে দিয়েছেন। এবং এটা জীবনে একবার আদায় করা ফরজ। আদায় না করলে গুনাহগার হতে হবে।
হজযাত্রীদের যাত্রা শুভ হোক।

11/05/2024

হজে মাবরুর কি?

আমরা প্রায়ই হজে গমনকারী আল্লাহর মেহমানদের জন্য দোয়া করি, আল্লাহ আপনার হজকে ‘হজে মাবরুর’ হিসাবে কবুল করুন। কিন্তু আমরা অনেকেই হয়তোবা জানি না ‘মাবরুর’ কী?

যার অর্থ হলো : মানুষের প্রতি ভালো আচরণ করা, অন্যের প্রতি কর্তব্য পালন করা এবং অন্যের অধিকার পূরণ করা। এবং বিররুন-এর বিপরীতধর্মী তিনটি কাজ না করা। এক. কারো সাথে ঝগড়া না করা। দুই. অশালীন কাজ না করা। তিন. গুনাহ না করা।
হজের পদে পদে অর্থাৎ বাড়ি থেকে মক্কায় পৌঁছা, হজের কার্য সম্পাদন করে বাড়ি ফেরা পর্যন্ত ‘বিররুন’-এর প্রয়োজনীয়তা অতীব জরুরি। লাখ লাখ মানুষের বিশাল সম্মেলন ‘বিররুন’ ছাড়া এর শৃঙ্খলা বজায় রাখা ও সুষ্ঠুভাবে সম্পাদন কোনোটিই সম্ভব নয়।

হাজরে আসওয়াদ কাবা শরিফের দক্ষিণ-পূর্ব কোণে মাতাফ (তাওয়াফের জায়গা) থেকে দেড় মিটার ওপরে লাগানো। এখন আমরা যে হাজরে আসওয়াদকে...
04/05/2024

হাজরে আসওয়াদ কাবা শরিফের দক্ষিণ-পূর্ব কোণে মাতাফ (তাওয়াফের জায়গা) থেকে দেড় মিটার ওপরে লাগানো। এখন আমরা যে হাজরে আসওয়াদকে চুমু দেই বা স্পর্শ করি, তা আগের পাথর থেকে সম্পূর্ণ ভিন্ন। আগে এটি ছিল আস্ত একটা পাথর। হজরত আবদুল্লাহ বিন জোবায়েরের শাসনামলে কাবা শরিফে আগুন লাগলে কয়েক টুকরো হয়ে যায় হাজরে আসওয়াদ। আবদুল্লাহ বিন জোবায়ের পরে ভাঙা টুকরোগুলো রুপার ফ্রেমে বাঁধিয়ে দেন। ফ্রেম সংস্করণের সময় চুনার ভেতরে কয়েকটি টুকরা ঢুকে যায়।

বর্তমানে হাজরে আসওয়াদের আটটি টুকরো দেখা যায়, বাকিগুলো দেখা যায় না। প্রতিটি টুকরোর আকৃতি বিভিন্ন। বড় টুকরোটি খেজুরের সমান। সর্বদা এর ওপর আতর ও সুগন্ধি মাখার কারণে কালো রং আরও বেড়ে গেছে। ফ্রেমের মধ্যে মুখ ঢুকিয়ে পাথরে চুমু দিতে হয়। মুখ না ঢোকালে চুমু দেওয়া সম্ভব নয়। আর মুখ ঢোকাতে গিয়ে সৃষ্টি হয় প্রচণ্ড ভিড়। ধর্মপ্রাণ মুসলমান ব্যাকুল হয়ে ওঠেন।

24/03/2024

মেঘাচ্ছন্ন মক্কা।

Feni is adorned with extraordinary beauty.
17/03/2024

Feni is adorned with extraordinary beauty.

11/03/2024

মসজিদে কিবলাতাইন. দুই কিবলার মসজিদ।

মহান সাহাবী হযরত আবদুল্লাহ ইবন আব্বাস রা.আল্লাহর ভয়ে তিনি এত বেশী কাঁদতেন যে, অশ্রুধারা তাঁর গণ্ডদ্বয়ে দু’টি রেখার সৃষ্ট...
09/03/2024

মহান সাহাবী হযরত আবদুল্লাহ ইবন আব্বাস রা.
আল্লাহর ভয়ে তিনি এত বেশী কাঁদতেন যে, অশ্রুধারা তাঁর গণ্ডদ্বয়ে দু’টি রেখার সৃষ্টি করেছিল।
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা:) কবরে সমাহিত করার পর কুরআনের এ আয়াতটি পঠিত হয়েছিল: “হে পরিতুষ্ট আত্মা! তুমি প্রসন্ন ও সন্তুষ্ট অবস্থায় তোমার প্রতিপালকের দিকে প্রত্যাবর্তন করো। অতঃপর আমার বান্দাগণের মধ্যে প্রবিষ্ট হও এবং আমার জান্নাতে প্রবেশ কর।’ (আল-ফজরঃ ২৭-৩০)

তিনি ছিলেন উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি এবং একজন বিখ্যাত পণ্ডিত, জ্ঞান বিজ্ঞান ও ফিকাহ শাস্ত্রে তিনি অগাধ পাণ্ডিত্বের স্বাক্ষর রেখে গেছেন। তাঁর নিকট থেকে খলিফা উমর ও উসমান (রাঃ) পরামর্শ নিতেন। তাঁর সম্পর্কে উমর (রাঃ) বলতেন هو فتى الكهول (তিনি বয়সে নবীন আর জ্ঞানে প্রবীণ)। তিনি ছিলেন রঈসুল মুফাসসিরীন। তাঁর লিখিত তফসীরগ্রন্থ ‘তাফসীরে ইবনে আব্বাস’ জগদ্বিখ্যাত।

Address

295X+P6W, Shahid Shahidullah Kaisar Road
Feni
3900

Telephone

+8801711322610

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zilanee travels & tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zilanee travels & tours:

Videos

Share

Category