Sky Fly air travels

Sky Fly air travels We sell all kind of air tickets
(2)

14/02/2023
13/02/2023
Call:01401050340
13/02/2023

Call:01401050340

Get upto 10% discount on US bangla airlines.
03/02/2023

Get upto 10% discount on US bangla airlines.

30/01/2023

Get Upto 05% Discount Of Every Booking

29/01/2023

শীতের মৌসুমে ছুটিতে আসা প্রবাসীদের কল বেশি আসে।

মধ্য রাতে কিংবা ভোরে ফোন করে প্রবাসী ভাইটি বলেন, ভাই আমি ৩ মাস আগে ছুটিতে আসছি। আমার রির্টান টিকিট আছে **** এয়ারলাইনের। এয়ারপোর্টে এসে দেখি আমার ফ্লাইট গতকাল সন্ধ্যায় চলে গেছে। আমাকে কেউ কিছু জানায় নাই। আমি এখন কি করবো ?

যেসব দেশে শীতকালে কুয়াশা বা বরফ পড়ার কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন হয় সেখানে শীতে ফ্লাইট শিডিউল পরিবর্তনর হয়। বাংলাদেশে রাত ২টা থেকে সকাল ৯টা পর্যন্ত কুয়াশা বেশি পড়ে বলে এ সময়ের রানওয়ের ‘ভিজিবিলিটি’ কম থাকে। এ সময়ের ফ্লাইটের সময় বেশি পরিবর্তন ঘটে।

কোন এয়ারলাইন ফ্লাইটের সময় পরিবর্তন করলে টিকিট কাটার সময় দেয়া ফোন নাম্বার ও ইমেইলে যাত্রীদের পরিবর্তী সময়সূচি জানিয়ে দেয়। কিন্তু আমাদের বেশির ভাগ প্রবাসী ভাই এ বিষয়ে সচেতন না। তারা ট্রাভেল এজেন্সির কাছ থেকে টিকিট কাটে আর এজেন্সিগুলো তাদের নিজেদের ফোন ও ইমেইল দিয়ে টিকিট ইস্যু করে। ফলে আপডেট তথ্য প্রবাসী ভাইটি আর পান না।

সকলের প্রতি বাংলা এভিয়েশনের পরামর্শ, টিকিট কাটার সময় আপনার বিদেশের ফোন নাম্বার পাশাপাশি দেশের ফোন নাম্বারও দেবেন। ইমেইল অ্যাড্রেস থাকলে সেটিও দিন। তাহলে ফ্লাইটের সময় পরিবর্তন হলে আপনি আপডেট তথ্য পাবেন। লম্বা সময়ের ছুটিতে রির্টান টিকিট নিয়ে দেশে আসলে ফ্লাইটের এক সপ্তাহ আগে এয়ারলাইন্স/ এজেন্সির সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের আপডেট তথ্য নিশ্চিত হয়ে নিন।

আর সারা বছর জুড়ে একটা কমন প্রশ্ন বাংলা এভিয়েশেনের কাছে আসে- সালাম এয়ার, এয়ার অ্যারাবিয়া, এয়ার এশিয়া, জাজিরা এয়ারওয়েজের ভাড়ার কম, আমাদের দেশের ইউ বাংলা, বিমান বাংলাদেশ এয়ারলাইনের ভাড়া বেশি কেন ?

এয়ারলাইন দুই ধরণের হয় সাধারণত
১. লেগেসি ক্যারিয়ার বা এয়ারলাইন (legacy)
২. বাজেট ক্যারিয়ার বা এয়ারলাইন (low cost or budget carriers)

সালাম এয়ার, এয়ার অ্যারাবিয়া, এয়ার এশিয়া, জাজিরা এয়ারওয়েজের সহ আরও কিছু এয়ারলাইন আছে যেগুলো বাজেট এয়ারলাইন। আর বিমান বাংলাদেশ এয়ারলাইন, ইউএস বাংলা, এমিরেটস, কাতার এয়ার ধাচের এয়ারলাইনগুলো লেগেসি ক্যারিয়ার বা এয়ারলাইন।

লেগেসি এয়ারলাইন থেকে বাজেট এয়ারলাইনের ভাড়া কম। বাজেটে এয়ারলাইনে অতিরিক্ত সুবিধা থাকে না।
যেমন:
১. বাজেট এয়ারলাইনে লাগেজ নিতে হলে বাড়তি চার্জ দিতে হয়
২. ফ্লাইটে খাবার খেতে হলে বাড়তি চার্জ দিতে হয়
৩. ফ্লাইটের সময় পরিবর্তন করতে চাইলে বাড়তি চার্জ দিতে হয়
৪. বাজেট এয়ারলাইনে লাগেজ লেফট বিহহাইন্ড বেশি হয়, মানে আপনি গন্তেব্য পৌছালেও আপনার লাগজে আসবে পরে।
৫. বেশির ভাগ বাজেট এয়ারলাইন টিকিট ক্যান্সেল করলে রিফান্ড করে না
৬. কোন কারণে আপনি ফ্লাইট মিস করলে বেশির ভাগ বাজেট এয়ারলাইনে পুরো টাকাই জলে। কিন্তু লেগেসি এয়ারলাইনের ক্ষেত্রে যে কারণেই আপনি ফ্লাইট মিস করেন না কেনো নো শো চার্জ দিয়ে একই টিকিটে পরের ফ্লাইটে ভ্রমণ করতে পারবেন।

সুযোগ সুবিধার বড় ধরণের পার্থক্য থাকার কারণে বাজেট এয়ারলাইন ও লেগেসি এয়ারলাইনের ভাড়ার পার্থক্য ।

ভাড়া নিয়ে এই গল্প কেন ? শীতকালে যারা ফ্লাইটের টাইম পরিবর্তনের হওয়ার কারণে বাজেট এয়ারলাইনের ফ্লাইট মিস করলেন, তাদের ক্ষতি সব চেয়ে বেশি। নতুন করে আবার টিকিট কাটবেন। কিন্তু লেগেসি এয়ারলাইনের যাত্রীরা নো শো চার্জ দিয়ে একই টিকিটে পরের ফ্লাইটে ভ্রমণ করতে পারবেন।

আগামীকাল থেকে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে সৌদি আরবের দরজা।আগামীকাল ১লা আগস্ট থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সৌদি আরবে...
31/07/2021

আগামীকাল থেকে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে সৌদি আরবের দরজা।

আগামীকাল ১লা আগস্ট থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সৌদি আরবের দরজা এমনটিই জানিয়েছেন সৌদি আরবের বার্তা সংস্থা। গত বৃহস্পতিবার সৌদি আরবের পর্যটক মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।

এখানে বলা হয়েছে, শুধুমাত্র যাদের সৌদি অনুমোদিত ভ্যাকসিন ডোজ সম্পন্ন হয়েছে যেমন ফাইজার, এস্ট্রাজেনেকা অথবা মর্ডানা দুই ডোজ অথবা যাদের সিনোফার্ম অথবা সিনোভ্যাক দুই ডোজ + সৌদি অনুমোদিত যে কোন একটি বুস্টার ডোজ নেয়া আছে তারাই সৌদিতে পর্যটক হিসেবে প্রবেশ করতে পারবেন কোন রকম কোয়ারান্টাইন ছাড়াই।

সৌদি আরব প্রবেশের পর অবশ্যই ভিজিটর হিসেবে তাউক্কালনা এপ্লিকেশন ব্যবহার করতে হবে অন্যথায় সৌদি আরবের পূর্ব ঘোষিত নিয়ম অনুযায়ী কোন প্রকার কোন সরকারী বেসরকারি প্রতিষ্ঠানে প্রবেশাধিকার পাবে না বলে জানানো হয়েছে।

সৌদি পর্যটন মন্ত্রণালয়ের ভাষ্যমতে পর্যটক ভিসার জন্য অনলাইনে আবেদন করা যাবে তাদের অফিশিয়াল ওয়েব সাইট www.visitsaudi.com ভিজিট করে।

Plan your holiday in Saudi Arabia and explore its ancient heritage and culture, breathtaking outdoor activities and delicious local food.

Address

D. K Plaza, Kaliganj Bazar, Bot-tola
Gazipur
1720

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801401050340

Alerts

Be the first to know and let us send you an email when Sky Fly air travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sky Fly air travels:

Share

Category