অরণ্য এম,সি,এস,লিঃ

অরণ্য এম,সি,এস,লিঃ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from অরণ্য এম,সি,এস,লিঃ, Travel Company, Gazipur.
(1)

23/11/2023

আসসালামু আলাইকুম
শুভ সকাল

05/06/2016
12/08/2015

●এক ইঞ্জিনিয়ার কিছুতেই
চাকরি পেলনা।
তখন সে একটা ক্লিনিক খুলল আর
বাইরে লিখে দিল,
“৩০০ টাকায় যে কোন রোগের
চিকিৎসা করান। চিকিৎসা না হলে এক হাজার
টাকা ফেরৎ।“
এক ডাক্তার ভাবল এক হাজার
টাকা রোজকার
করার একটা দারুণ সুযোগ.....
সে সেই ক্লিনিকে গেল আর বলল “আমার কোন জিনিষ
খেতে গেলে তাতে কোন
স্বাদ পাইনা।“
ইঞ্জিনিয়ার নিজের নার্সকে বলল,
“২২ নাম্বার
বক্স থেকে ওষুধ বার কর আর ৩ ফোটা খাইয়ে দাও।“
নার্স খাইয়ে দিল।
রুগী (ডাক্তার)– “আরে,
এটা তো পেট্রোল।“
ইঞ্জিনিয়ার– “Congratulation.... দেখলেন তো আমাদের ক্লিনিকের
কামাল।
আপনি টেস্টটা জিভে পেয়েগেছেন।
এবার
আমাকে আমার ৩০০ টাকা ফীটা
দিয়েদিন।“ কিন্তু ডাক্তার ভীষণ চতুর। ভাবল,
একে টাইট
করতে হবে, আর পয়সাটাও উসুল
করতে হবে।
তাই আবার কিছুদিন পর সে সেই
ক্লিনিকে এল। ডাক্তার– “সাহেব, আমার
মেমরী কমে গেছে। কিছুই
মনে থাকেনা।“
ইঞ্জিনিয়ার– “নার্স, এনাকে সেই ২২
নাম্বার
বক্স থেকে ৩ ফোটা দাও।“ রূগী (ডাক্তার)– “কিন্তু
স্যার,
ওটা তো স্বাদ
ফিরে পাওয়ার ওষুধ।“
ইঞ্জিনিয়ার– “দেখলেন তো ওষুধ
খাওয়ার
আগেই আপনার মেমরী ফিরে এসেছে। দিন, আমার
৩০০ টাকা।“
এবার ডাক্তার বেশ রেগেই
বাড়ি গেল আর আবার
কিছুদিন পর ক্লিনিকে এসে বলল,
“স্যার, আমার দৃষ্টিশক্তি একেবারেই কমে গেছে।
সবই খুব ঝাপসা দেখছি।“
ইঞ্জিনিয়ার– “এর কোন ওষুধ আমার
কাছে নেই।
এই নিন, আপনার ১০০০ টাকা।“
রুগী (ডাক্তার)– “কিন্তু এটা তো ৫০০
টাকার
নোট।“
ইঞ্জিনিয়ার– “দেখুন, আপনার দৃষ্টিও
ফেরৎ
এসে গেছে। দিন আমার ৩০০ টাকা।

03/08/2015
আমাদের আতিক ভাই...
15/06/2015

আমাদের আতিক ভাই...

আমাদের রানা ভাই ......।
10/02/2015

আমাদের রানা ভাই ......।

আমাদের কক্সবাজার যাওয়ার টিকিট,  যাত্রা শুরু ২০ তারিখ রাত ৯ টায়।।।
13/12/2014

আমাদের কক্সবাজার যাওয়ার টিকিট, যাত্রা শুরু ২০ তারিখ রাত ৯ টায়।।।

আগামী ২০-১২-১৪ ইং তারিখে আমাদের কক্সবাজার ট্যুর।
09/12/2014

আগামী ২০-১২-১৪ ইং তারিখে আমাদের কক্সবাজার ট্যুর।

সব চাইতে বড় ব্যাংগ
08/02/2014

সব চাইতে বড় ব্যাংগ

সত্যিই অনেক ভয়ংকর .....
05/02/2014

সত্যিই অনেক ভয়ংকর .....

04/02/2014

জেনে রাখুন=

* বাংলাদেশের বাজারে আসা বেশির ভাগ পেনড্রাইভ ইউএসবি ২.০ সমর্থন করে।

* অযথা পেনড্রাইভ ফরম্যাট করা থেকে বিরত থাকুন।

* যতটা সম্ভব বেশি মেমোরির পেনড্রাইভ কিনবেন। এতে বড় ফাইল, বিশেষ করে মুভি নিতে সুবিধা হবে।

* পেনড্রাইভের ডাটা ট্রান্সফার রেট দেখে কিনবেন। পেনড্রাইভ যত ভালো হবে, তার ডাটা ট্রান্সফার রেট তত বেশি হবে। এতে দ্রুত ফাইল ট্রান্সফার হবে।

* পেনড্রাইভ লক করার সুবিধা আছে কি না দেখে নেবেন। লক সুবিধা দুই ধরনের- পাসওয়ার্ড ও সুইচ।

* সর্বনিম্ন দামের পেনড্রাইভ কিনবেন না। ধরুন ৮ জিবি পেনড্রাইভ ৮০০ টাকা আছে আবার ১৫০০ টাকাও আছে। এ দুটির মধ্যে পার্থক্য আছে। কম দামের পেনড্রাইভগুলোর মেমোরি চিপ পুরনো ও ডিফেক্টেড হতে পারে।

* অনেক সময় পেনড্রাইভে যে জায়গা থাকার কথা তার অর্ধেক থাকে, মানে ৮ জিবির জায়গায় ৪ জিবি; যদিও কম্পিউটারের প্রপার্টিজে ৮ জিবি লেখা থাকে। এর কারণ হলো, কিছু পেনড্রাইভে একটি চিপের বদলে দুটি থাকে। মানে ৮ জিবির একটি চিপের বদলে ৪ জিবি+৪ জিবি দুটি চিপ থাকে। তখন একটি নষ্ট থাকলেও এটি কম্পিউটার ধরতে পারে না। ফলে দেখা যায়, অর্ধেক জায়গা ভরার পর পুরো ফাইল ট্রান্সফার না হয়ে শুধু শর্টকাট কপি হয়।

* প্লাস্টিক বডির চেয়ে মেটালিক বডির পেনড্রাইভগুলো ভালো হয়।

14/12/2013

একজন কসাইয়ের জানাযায় লাখো মানষের ঢল ও তাদের নীরব কান্না।
যদি কাদের মোল্লা কসাই হয় তবে সেই কসাই আমি হতে চাই = বঙ্গবীর কাদের সিদ্দিকি

Address

Gazipur
1702

Telephone

04475-063606

Website

Alerts

Be the first to know and let us send you an email when অরণ্য এম,সি,এস,লিঃ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category