খাগড়াছড়ি হিল ডিস্ট্রিক টুরিস্ট গাইড

  • Home
  • Bangladesh
  • Khagrachari
  • খাগড়াছড়ি হিল ডিস্ট্রিক টুরিস্ট গাইড

খাগড়াছড়ি হিল ডিস্ট্রিক টুরিস্ট গাইড Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from খাগড়াছড়ি হিল ডিস্ট্রিক টুরিস্ট গাইড, Tour Agency, ইসলামপুর, ৫নং ওয়াড, সদর, খাগড়াছড়ি। (Islampur, 5 no Word, Sadar, Khagrachari), Khagrachari.

01/10/2024

বিকাল ৩টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত খাগড়াছড়ি সদর উপজেলায় ১৪৪ধারা জারি করেছে জেলা প্রশাসন

01/10/2024

খাগড়াছড়ি অবস্থা খুব খারাপ

24/09/2024
23/09/2024

শেখহাসিনা যেমন কথায় কথায় মিথ্যা বলত, ঠিক তার থেকে শিক্ষানবিশ কিছু জাতি ঢাকায় বসে তার চর্চা করতেছে। তারা কি তার থেকে শিক্ষা গ্রহণ করে না। মিথ্যা কখনো চিরস্থায়ী হয় না। হায়রে চিটিং জাতি ও থুকু উপজাতি।

Attention travellers🚨পাহাড়ি-বাঙ্গালি ঝামেলা হওয়ার কারণে বিশেষ করে খাগড়াছড়ি-দিঘীনালা-সাজেক রোড অনেক উত্তপ্ত, খারাপ অবস্থা...
21/09/2024

Attention travellers🚨
পাহাড়ি-বাঙ্গালি ঝামেলা হওয়ার কারণে বিশেষ করে খাগড়াছড়ি-দিঘীনালা-সাজেক রোড অনেক উত্তপ্ত, খারাপ অবস্থায় আছে,এমতাবস্থায় সাজেক না আসাটাই ব্যাটার হবে ও আসার প্লান থাকলে বাতিল করুন। পরিস্থিতি স্বাভাবিক হলে আপডেট জানানো হবে।পাহাড় যেমন সুন্দর, তেমন ভয়ংকর।

কপি পোষ্ট

19/09/2024

বর্তমান খাগড়াছড়ি এই অবস্থার জন্য দায়ী পাহাড়ের ইউপিডিএফ সন্ত্রাসী দল।

19/09/2024

তোমরা যে পাহাড় কে অশান্ত করার চেষ্টা করতেছো তা তোমাদের জন্য মঙ্গল জনক হবে না।

19/09/2024

পাহাড়ে বসবাসরত আমরা সকল সম্প্রদায় একে অপরের ভাই ভাই। আমরা সকলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবো। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাংলাদেশী।
🤝🤝🤝

13/09/2024

সমন্বয়ক ও বিএনপি- জামাতের মধ্যে মতবিরোধ তৈরি করে জাতীয় ঐক্য নষ্ট করা এবং অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করে জুলাইয়ের গণহত্যার বিচার প্রক্রিয়া বন্ধ ও আওয়ামী লীগকে পূর্ণবাসন করার জন্য,, ভারতীয় "র" সুপরিকল্পিতভাবে মাঠে নেমেছে।

সুতরাং র"য়ের ফাঁদে পা না দিয়ে, সবাই ঐক্যবদ্ধ হও।

দেখাযায় সোশাল মিডিয়ায় সমন্বয়ক ও বিএনপি- জামাতের বিরুদ্ধে লিখা ভুয়া পোস্ট গুলো গায়েবী বুস্ট হয়ে যাচ্ছে জানিয়েছেন সোশাল মিডিয়া নিয়ে কাজ করা অনেক এক্সপাটরা।

08/09/2024

ওরা এখন রবিন্দ্র প্রেমি হয়ে ফিরে এসেছে।

সীমান্তে ভারতীয় খুনি বাহিনী বিএসএফ কর্তৃক বাংলাদেশী কিশোরীকে গুলি করে হত্যা ও বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ঢাবি ...
03/09/2024

সীমান্তে ভারতীয় খুনি বাহিনী বিএসএফ কর্তৃক বাংলাদেশী কিশোরীকে গুলি করে হত্যা ও বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ঢাবি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে।

ভারতীয় দালালেরা
হুশিয়ার সাবধান

ও আচ্ছা, তাইলে ভেতরে ভেতরে এই কাহিনী?
27/08/2024

ও আচ্ছা, তাইলে ভেতরে ভেতরে এই কাহিনী?

বাংলাদেশী ছাত্রকে ইন্ডিয়া থেকে তাড়িয়ে দিচ্ছে—কারণ সে সোশ্যাল মিডিয়াতে ভারত বিরোধী একটি পোষ্টে লাইক দিয়েছিল।
27/08/2024

বাংলাদেশী ছাত্রকে ইন্ডিয়া থেকে তাড়িয়ে দিচ্ছে—কারণ সে সোশ্যাল মিডিয়াতে ভারত বিরোধী একটি পোষ্টে লাইক দিয়েছিল।

25/08/2024

আনসারের জব চুক্তিভিত্তিক। তারা জেনেশুনে কাজে যোগদান করেছিল। সরকারি চাকরির জন্য এত পোলাপাইন জীবন দিয়েছে, আর তারা আসছে এখন সরকারি চাকুরি করতে, এই চুক্তি বাতিল করে মেধার ভিত্তি তে নিয়োগ দেওয়া হোক।
বিশেষ করে যারা দেশের ক্রাইসিস বুঝে না, তাদের চাকুরী করার দরকার নেই।

24/08/2024

ফেনী আপডেট:

১। শহরের পানি খুব দ্রুত নামতেছে। এই রকম ইমপ্রুভমেন্ট চলমান থাকলে আগামীকাল সকাল নাগাদ ফেনী শহরে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসবে ইনশাআল্লাহ।

২। সোনাগাজি এবং দাগনভূইয়া দিয়ে এই পানি নেমে যাচ্ছে, ফলে এই দুই অঞ্চলে পানির চাপ বাড়বে আজকে সম্ভবত।

৩। শহরের মোবাইল নেটওয়ার্ক অনেকটা রিস্টোর হয়ে গেছে। আশা করছি, বিকাল নাগাদ পুরোপুরি নেটওয়ার্কের আওতায় চলে আসবে ফেনী।

৪। পরশুরাম, ফুলগাজি ও ছাগলনাইয়ার আপডেট আজকে বিকাল থেকেই সবাই পেতে থাকবেন আশা করি।

৫। বিদ্যুৎ না থাকায় শহরের এবং আশেপাশের কারোরই ফ্রিজগুলো এক্টিভ ছিলো না লম্বা সময়৷ তাই আপনাদের ফ্রিজে সংরক্ষিত মাছ, মাংস নষ্ট হয়ে যাওয়ার আশংকা আছে৷ সেগুলো যযথাসম্ভব দ্রুত আশ্রয়কেন্দ্রগুলোতে পাঠাতে পারেন৷ নচেৎ সেগুলো ফেলেই দিতে হবে হয়তো।

৬। শিশুখাদ্য, প্যাড, প্রাইমারি মেডিসিন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট অবশ্যই ত্রাণসামগ্রীতে রাখুন৷

৭। ত্রাণ বিতরণের জন্য আর্মির সহায়তা নিন৷ সমন্বিত ত্রাণ জরুরি, ব্যাক্তি উদ্যোগে বিক্ষিপ্তভাবে এখানে সেখানে না৷

24/08/2024

*ফেনীতে অবস্থানরত উদ্ধারকারী দলের সমন্বয়কদের জন্য জরুরী বার্তা*

আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ডিসি অফিস কন্ট্রোল রুমের “ফেনী ডিজাস্টার হেল্পলাইনটি” এখন লাইভ আছে।

যেহেতু এই মুহুর্তে ফেনী, কুমিল্লায় মোবাইল নেটওয়ার্ক স্থিতিশীল অবস্থায় নেই, তাই যোগাযোগের বিকল্প মাধ্যম তৈরী করা ছিল আমাদের প্রধান কাজ।

আমাদেরই নেটওয়ার্কের কয়েকজন চমৎকার মানুষের অসামান্য চেষ্টায়, আমরা ফেনী ডিসি অফিসে একটি অস্থায়ী রেডিও কন্ট্রোল রুম সেটআপ করতে পেরেছি। এখন থেকে যেকোনো জরুরি প্রয়োজনে ফেনীতে আমাদের উদ্ধারকারী দলগুলো কন্ট্রোল রুমের সাথে নিচে উল্লেখিত ফ্রিকোয়েন্সিগুলোর মাধ্যমে যোগাযোগ করতে পারবে।

EWU এর দুইজন প্রাক্তন ছাত্র (আসিফ, সানি) আমাদের “রেডিও কন্ট্রোল রুম” টি স্থাপন করার দায়িত্বে ফেনীতে অবস্থান করছিলেন এবং তারা এখন থেকে আমাদের উদ্ধারকারী দলকে সহায়তা করার জন্য হেল্পলাইনে থাকবেন। তাই যেকোন জরুরি পরিস্থিতিতে, প্রয়োজনে নিচের কল সাইনগুলো ব্যবহার করে তাদের সাহায্য নেওয়ার জন্য অনুরোধ করছি।

এছাড়াও নিচে কিছু "অ্যামেচার রেডিও ফ্রিকোয়েন্সি" দেওয়া আছে, যেসবের সাহায্যে যেকোন জরুরী পরিস্থিতিতে আপনারা ডিসি অফিস কন্ট্রোল রুমের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন।

***উল্লেখ্যঃ শুধুমাত্র জরুরী পরিস্থিতিতেই যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।

ফ্রিকোয়েন্সিসমূহঃ
UHF: 434.500mhz Base to Base
UHF: 434.600mhz Base to Handy
VHF: 144.300mhz Base to Base
VHF: 144.200mhz Base to Handy
HF: 14.185mhz & 7.105mhz
General Communication: 144.500mhz & 434.700mhz (distress call)

কল সাইন সমূহঃ
Sunny - S21TU (Feni DC office)
Asif - S21NN (Feni DC office)
Shakib - S21ET (Dhaka, Frequency - 434.500mHz)

জীবনের ঝুঁকি কিংবা কোন জরুরি অবস্থায় কোন কল সাইন ব্যবহার করার দরকার নেই, সরাসরি “Mayday Mayday Mayday” বলে কল করুন।

***স্বেচ্ছাসেবক এবং উদ্ধারকারী দলের সদস্য, যাদের রেডিও ডিভাইস আছে তারা সরাসরি যোগাযোগ করতে পারবেন।
***যাদের রেডিও ডিভাইস নেই তারা পুলিশ, ফায়ার সার্ভিস এজেন্ট কিংবা রেডিও/ওয়াকি টকি বহনকারী যেকোন ব্যক্তির সাহায্য নিয়ে উপরোক্ত ফ্রিকোয়েন্সিগুলো ব্যবহার করে "ফেনী ডিজাস্টার হেল্পলাইন” এর মাধ্যমে “ডিসি অফিস কন্ট্রোল রুমের" সাথে যোগাযোগ করতে পারবেন।

সবশেষে, যেখনেই আছেন সবসময় সতর্ক, প্রস্তুত, এবং সংযুক্ত থাকার জন্য অনুরোধ করা হলো।

যেকোন তথ্য, প্রশ্ন কিংবা রেডিও সেট-আপ কিংবা ইনস্টলেশনে সাহায্য লাগলে আমার সাথে সরাসরি যোগাযোগ করুন।

Ahmad Ibn Arif
01730372999
On behalf of
Alumni of All Private University, Bangladesh

22/08/2024

ধারনা করা হচ্ছে আগামী ৭২ ঘণ্টার মধ্যে আমরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী বন্যার সাক্ষী হতে যাচ্ছি! কাপ্তাই হ্রদের (চট্টগ্রাম) পানি বিপদসীমার ওপরে বাড়ছে, কাপ্তাই বাঁধ খুলে দেয়া হতে পারে!
কাপ্তাই, রাঙ্গুনিয়া, রাউজান ও চট্টগ্রাম শহরের আশেপাশের নিচু এলাকার সকল বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
এই মুহুর্তে কাপ্তাই বাধের পানি 104 ফিট এ আছে, 109 হলে কাপ্তাই বাধও খুলে দিবে। প্রতি ১০০ পয়েন্টে ১ ইঞ্চি ধরা হয়, ঘন্টায় ৩০ পয়েন্ট করে পানি বৃদ্ধি পাচ্ছে।
ফারাক্কা বাঁধও খুব অল্প সময়ের মাঝে খুলে দিতে পারে।
ফেনী সম্পূর্ণ পানির নিচে,নোয়াখালীর অবস্থাও ধীরে ধীরে ভয়াবহ অবস্থার দিকে ধাবিত হচ্ছে।। হবিগঞ্জ, সিলেটের অবস্থা ক্রমশ অবনতির দিকে।

আল্লাহ আপনিই একমাত্র হেফাজতের মালিক।।
ফি-আমানিল্লাহ।

© এন্ড এডিটেড।।

লাইকটাইক বাদ দিয়ে কপি পেস্ট করেন। কেউ না কেউ দেখবেই। সবাইকে সতর্ক করুন।।।

21/08/2024

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়!

21/08/2024

"পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি"

ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ।

16/08/2024

পাহাড়কে অশান্ত করিয়েন না, আমারা সবাই বাংলাদেশি। নিজেরকে অন্যকিছু ভেবে অশান্ত করেন তাহলে আপনার অনেক কষ্ট হবে।

Address

ইসলামপুর, ৫নং ওয়াড, সদর, খাগড়াছড়ি। (Islampur, 5 No Word, Sadar, Khagrachari)
Khagrachari
4400

Telephone

+8801860661001

Website

Alerts

Be the first to know and let us send you an email when খাগড়াছড়ি হিল ডিস্ট্রিক টুরিস্ট গাইড posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category