ARAF Travels

ARAF Travels Service to achieve trust

26/10/2023
ভ্রমণ প্রেমীদের জন্য সুখবর!...ঢাকায় এবার ইউরোপের দেশ গ্রিসের ভিসাকেন্দ্র চালু হয়েছে। ভ্রমণ, কর্মসংস্থান, ফ্যামিলি, শিক্...
11/07/2023

ভ্রমণ প্রেমীদের জন্য সুখবর!...

ঢাকায় এবার ইউরোপের দেশ গ্রিসের ভিসাকেন্দ্র চালু হয়েছে। ভ্রমণ, কর্মসংস্থান, ফ্যামিলি, শিক্ষার্থী ও ডিজিটাল যাযাবরের (নোম্যাড) মতো সব ধরনের ক্যাটাগরিতে বাংলাদেশের নাগরিকরা ঢাকায় এ ভিসা কেন্দ্রে আবেদন করতে পারবেন।

ঢাকার বোরাক মেহনুর (৮ম তলা), ৫১/বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ভিএফএস গ্লোবাল জয়েন্ট ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (জেভিএসি) গ্রিসের ভিসা আবেদন জমা দিতে এবং সেখানে বায়োমেট্রিক নিবন্ধন করতে হবে। তার আগে অনলাইনে (লিংক: https://bd-gr.gvcworld.eu/en/online-visa-application) অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

সবার সতর্ক হওয়া উচিত👇👇
25/06/2023

সবার সতর্ক হওয়া উচিত👇👇

সম্মানিত যাত্রীদের জানা দরকার:
02/06/2023

সম্মানিত যাত্রীদের জানা দরকার:

24/05/2023

হজের আগে ওমরাহে অনুমতি দেবে না সৌদি সরকার

হজ কার্যক্রম নির্বিঘ্ন করতে ৪ জুন থেকে হজের আগ পর্যন্ত কাউকে ওমরাহ পালনের অনুমতি না দেয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গাল্ফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হতে পারে ২৭ জুন। তার আগে পালিত হবে পবিত্র হজ। আর হজের কার্যক্রম নির্বিঘ্নে শেষ করতে চায় সৌদি আরব। এজন্য ওমরাহ পালনের অনুমতি না দেয়ার সিদ্ধান্ত দেশটির।

সৌদি আরবের সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানায়, যাদের কাছে ওমরাহ পালনের অনুমতিপত্র আছে, ১৮ জুনের মধ্যে তাদের বাধ্যতামূলকভাবে মক্কা নগরী ছাড়তে হবে।

এর আগে, সম্প্রতি দেশটির জননিরাপত্তা বিভাগের সাধারণ অধিদপ্তর জানায়, যাদের কাছে হজ মৌসুমের কাগজপত্র থাকবে না তাদের মক্কায় প্রবেশ করতে দেয়া হবে না।

হজ কার্যক্রম নির্বিঘ্ন করতে ৪ জুন থেকে হজের আগ পর্যন্ত কাউকে ওমরাহ পালনের অনুমতি না দেয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গাল্ফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হতে পারে ২৭ জুন। তার আগে পালিত হবে পবিত্র হজ। আর হজের কার্যক্রম নির্বিঘ্নে শেষ করতে চায় সৌদি আরব। এজন্য ওমরাহ পালনের অনুমতি না দেয়ার সিদ্ধান্ত দেশটির।

সৌদি আরবের সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানায়, যাদের কাছে ওমরাহ পালনের অনুমতিপত্র আছে, ১৮ জুনের মধ্যে তাদের বাধ্যতামূলকভাবে মক্কা নগরী ছাড়তে হবে।

এর আগে, সম্প্রতি দেশটির জননিরাপত্তা বিভাগের সাধারণ অধিদপ্তর জানায়, যাদের কাছে হজ মৌসুমের কাগজপত্র থাকবে না তাদের মক্কায় প্রবেশ করতে দেয়া হবে না।


হজ কার্যক্রম নির্বিঘ্ন করতে ৪ জুন থেকে হজের আগ পর্যন্ত কাউকে ওমরাহ পালনের অনুমতি না দেয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গাল্ফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হতে পারে ২৭ জুন। তার আগে পালিত হবে পবিত্র হজ। আর হজের কার্যক্রম নির্বিঘ্নে শেষ করতে চায় সৌদি আরব। এজন্য ওমরাহ পালনের অনুমতি না দেয়ার সিদ্ধান্ত দেশটির।

সৌদি আরবের সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানায়, যাদের কাছে ওমরাহ পালনের অনুমতিপত্র আছে, ১৮ জুনের মধ্যে তাদের বাধ্যতামূলকভাবে মক্কা নগরী ছাড়তে হবে।

এর আগে, সম্প্রতি দেশটির জননিরাপত্তা বিভাগের সাধারণ অধিদপ্তর জানায়, যাদের কাছে হজ মৌসুমের কাগজপত্র থাকবে না তাদের মক্কায় প্রবেশ করতে দেয়া হবে না।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক হজ্জ-২০২৩ নির্দেশিকা:
20/05/2023

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক হজ্জ-২০২৩ নির্দেশিকা:

অবিশ্বাস্য😱😱 অফার চলছে এয়ার টিকিটের(সীমিত সময়ের জন্য)চট্টগ্রাম টু মাস্কাট🚀🚀🚀ফেয়ার জানতে যোগাযোগ করুন:আরাফ ট্রাভেলস খাগড়া...
30/04/2023

অবিশ্বাস্য😱😱 অফার চলছে এয়ার টিকিটের(সীমিত সময়ের জন্য)
চট্টগ্রাম টু মাস্কাট🚀🚀🚀
ফেয়ার জানতে যোগাযোগ করুন:
আরাফ ট্রাভেলস
খাগড়াছড়ি
01813206456
01736297508

আপনি কি নিরাপদে এবং কম খরচে, ✈️টুরিস্ট ভিসায় অথবা অন্য যে কোন ভিসায়,হজ্ব ও ওমরাহ করার জন্য কিংবা চিকিৎসার কাজে, পড়াশুনার...
15/10/2022

আপনি কি নিরাপদে এবং কম খরচে, ✈️টুরিস্ট ভিসায় অথবা অন্য যে কোন ভিসায়,হজ্ব ও ওমরাহ করার জন্য কিংবা চিকিৎসার কাজে, পড়াশুনার জন্য কিংবা হানিমুন করতে দেশের বাইরে যাওয়ার কথাভাবছেন....???
তাহলে আর দেরি না করে ✌️
এখনি ঝটপট যোগাযোগ করুন Araf Travels এর সাথে।

কোলকাতা, চেন্নাই, মালায়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, নেপাল, সৌদি, দুবাই, ওমান, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন গন্তব্যের ✈️ বিমান টিকেট সব থেকে কম খরচে পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।

এছাড়াও পাসপোর্ট প্রসেসিং সহ বিদেশ গমন সম্পার্কিত যে কোন সেবা পেতে এক্ষনি যোগাযোগ করুন নিম্নোক্ত নাম্বারে:-
01813-206456
01736-297508


🏤 অফিসের ঠিকানা 🏤
হোটেল মাউন্ট ইন (নিচতলা), বনবিতান কমপ্লেক্স নারিকেল বাগান খাগড়াছড়ি।

Address

Narikel Bagan
Khagrachhari
4400

Website

Alerts

Be the first to know and let us send you an email when ARAF Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

Nearby travel agencies