Khagrachari Safe Tour & Travels

Khagrachari Safe Tour & Travels License প্রাপ্ত টুরিস্ট গাইড।

18/10/2024

মগদা ক্রেজি টাইম 🇧🇩

"ধর্মযুদ্ধে" ১ জন নিহত...খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পূজগাঙ এলাকায় প্রসিত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস্ ডেমো...
13/10/2024

"ধর্মযুদ্ধে" ১ জন নিহত...

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পূজগাঙ এলাকায় প্রসিত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এর বন্দুকযুদ্ধ চলছে। রবিবার সকাল থেকে থেমে থেমে চলা এই সংঘাতে এখন পর্যন্ত পুজগাঙের ব্যাতাপাড়া গ্রামে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে নিহত ব্যক্তি কোনপক্ষের তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এলাকাটি দুর্গম এবং অরক্ষিত হওয়ায় আইনশৃঙ্খলাবাহিনীও বিষয়টি নিশ্চিত করতে পারছেনা।

গত কয়েকদিন ধরেই পানছড়ির সীমান্ত এলাকাগুলোতে উত্তেজনা চলছে। আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে দফায় দফায় বন্দুকযুদ্ধ সংঘটিত হওয়ার খবর আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে এটিকে 'ধর্মযুদ্ধ' বলেও অ্যাখ্যা দিচ্ছেন। এ নিয়ে সাধারণ পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে আতঙ্ক ছড়িয়েছে। উদ্বেগ, উৎকন্ঠায় কাটছে তাদের দিন-রাত।

টি-টোয়েন্টি ক্রিকেটে পঞ্চপান্ডব অধ্যায়ের সমাপ্তির সাথে সাথে বাংলাদেশ ক্রিকেটের সেই আগের টান টান উত্তেজনা হারিয়ে গেছে।আপ...
10/10/2024

টি-টোয়েন্টি ক্রিকেটে পঞ্চপান্ডব অধ্যায়ের সমাপ্তির সাথে সাথে বাংলাদেশ ক্রিকেটের সেই আগের টান টান উত্তেজনা হারিয়ে গেছে।

আপনাদের মনে রাখবে বাংলাদেশ ক্রিকেট,,,! 💙🙏

10/10/2024

সবাই যদি শান্তি চায় তাহলে কেনো এতো অশান্তি!!

গত ১-লা অক্টোবর খাগড়াছড়ি শহরের মহাজনপাড়া ও পানখাইয়াপাড়া সড়কে ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, দোকা...
07/10/2024

গত ১-লা অক্টোবর খাগড়াছড়ি শহরের মহাজনপাড়া ও পানখাইয়াপাড়া সড়কে ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, দোকানের মালামাল ও নগদ টাকা চুরির ঘটনায় গতকাল বরিবার রাতে অভিযান চালিয়ে এই পাঁচ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

আসামীরা হলেন এপিবিএন মুসলিমপাড়া এলাকার বাসিন্দা লুৎফর রহমান, নূর মোহাম্মদ, শালবন এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন, শাহাজাদায়ে ইমরান চৌধুরী ও কামরুল।

গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ছাড়াও এজাহার নামীয় এবং অজ্ঞাত পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

এবার আর মাফ নাই চাঁদা চাইতে আসলে কল দিন দেখি কে ছাড়াতে আসে
07/10/2024

এবার আর মাফ নাই চাঁদা চাইতে আসলে কল দিন দেখি কে ছাড়াতে আসে

05/10/2024

নানা ধরনের আগ্নেয়াস্ত্র পাহাড়ের দল গুলোর হাতে। চাকমা মারমা ত্রিপুরার মধ্যে শুধুমাত্র চাকমারাই এই সন্ত্রাসী কর্মকান্ড চালায়। Jomuna Tv DVCNews.com

04/10/2024

পার্বত্য অঞ্চলে জাতিগত সংঘাত নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন।
অদ্য ৪ঠা অক্টোবর ২০২৪ইং

পার্বত্য অঞ্চলে সব ধরনের জাতিগত সংঘাত নিরসন এবং সকল জাতিগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতের দাবিতে সাংবাদিক সম্মেলন হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় খাগড়াছড়ি প্রেসক্লাবে পার্বত্য চট্টগ্রাম শান্তিকামী জনতার ব্যানারে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার,সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ৫ দফা দাবি জানানো হয়।

দ্রুত পার্বত্য অঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থান ফিরিয়ে আনাসহ সকণ জাতিগত ও সাম্প্রদায়িক বৈষম্য দূরীকরণে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

দাবিসমূহ:

১. পার্বত্য অঞ্চলে বসবাসরত সকল জাতি ও সম্প্রদায়ের শান্তিপূর্ণ ও নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে হবে।

২. সব ধরনের বিচার বহির্ভূত হত্যা বন্ধে প্রশাসনের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৩. সাম্প্রতিক সময়ে খাগড়াছড়িতে সংগঠিত সকল বিচার বহির্ভূত হত্যা,দোকানপাট,বাড়িঘর ও ধর্মীয় উপাসনালয় ভাঙচুর,অগ্নিসংযোগে জড়িত সকল দোষীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের ভিত্তিতে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪.পার্বত্য অঞ্চলে আবহমানকাল ধরে প্রচলিত শত শত বছরের জাতিগত ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী সকল দেশি-বিদেশি কুচক্রী মহলকে সামাজিকভাবে প্রতিহত করা এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৫. পার্বত্য অঞ্চলকে ঝুঁকিমুক্ত ও সন্ত্রাসমুক্ত রাখতে এর সকল সীমান্ত এলাকায় সুরক্ষা বৃদ্ধি ও কঠোর নিরাপত্তা বলয় তৈরি করতে হবে।

এ সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম শান্তিকামী জনতার পক্ষে বক্তব্য রাখেন মো: আমিনুল ইসলাম ,মো: রাকিব মনি ইফতি, এস এম শাহ নেওয়াজ, মো:হারিসুর রহমান রনিসহ আরও অনেকে।

#পার্বত্য_চট্টগ্রাম_শান্তিকামী_জনতা
#খাগড়াছড়ি

04/10/2024

ফুটন্ত গরম পানি, রাবার বুলেট, কাদানি গ্যাস সহ হালকা বুলেট এর ব্যবস্থা করা হয়েছে

#খাগড়াছড়ি মারামারি ফ্যাক্ট

03/10/2024

পাহাড় কারো বাবার তৈরি নয়, এখানে আমরা সবাই থাকবো । লে. কর্নেল (অব.) আব্দুল আওয়াল স্যার #খাগড়াছড়ি

02/10/2024

পাহাড়ে শান্তি ফিরবে কবে ?
মনে রাখবে খাগড়াছড়ি 📌(1/10/2024)

#খাগড়াছড়ি

বলছিলাম না এইসব তাদের পূর্ব পরিকল্পনা ছিলো। খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলজের ফার্ম মেশিনারি  ট্রেডের শিক্ষক উদ...
02/10/2024

বলছিলাম না এইসব তাদের পূর্ব পরিকল্পনা ছিলো।
খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলজের ফার্ম মেশিনারি ট্রেডের শিক্ষক উদায়ন চাকমার নেতৃতে পাহাড়ি স'ন্ত্রা'সী দ্বারা শিক্ষক সোহেল রানাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
1-10-2024
ছাত্র সেজে খাগড়াছড়ি স্কুল এন্ড কলেজে ভাংচুর করেছিলো পাহাড়ি স'ন্ত্রা'সী'রা এবং তারা দেশি ও বিদেশী অ'স্ত্র ও ব্যবহার করেছিলো। আর কলেজের ভিতরের সব তথ্য আগে থেকেই পাহাড়ি স'ন্ত্রা'সী'দের কাছে প্রচার করেছিলো উদায়ন চাকমা। উদায়ন চাকমা সহ উক্ত ঘটনার সাথে জড়িত সব পাহাড়ি স'ন্ত্রা'সী'দের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

সাধু সাবধান:গতকাল রাতে পাহাড় থেকে এক শুভাকাঙ্ক্ষী ফোনে জানালেন, ঢাকা, চট্টগ্রাম সহ সারাদেশ থেকে পাহাড়ীরা ছুটি নিয়ে বাড়িত...
02/10/2024

সাধু সাবধান:
গতকাল রাতে পাহাড় থেকে এক শুভাকাঙ্ক্ষী ফোনে জানালেন, ঢাকা, চট্টগ্রাম সহ সারাদেশ থেকে পাহাড়ীরা ছুটি নিয়ে বাড়িতে আসছে ব্যাপকভাবে। আপনি জানেন কিনা?
আজ সারাদিনে খোঁজ নিলাম, দীর্ঘদিনের বিভিন্ন অনিষ্পন্ন দাবী নিয়ে জুলাই বিপ্লবের মতো বিপ্লব ঘটাতে পাহাড়ীরা অত্যন্ত সন্তর্পনে এই প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যেই অনেকেই চলে গিয়েছেন। ডাক দিলে যাতে সবাই স্বল্প সময়ে সাড়া দিতে পারে এমনভাবে অবস্থান নিচ্ছে তারা। সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা নাও আসতে পারে। খাগড়াছড়ির একটি আঞ্চলিক সন্ত্রাসী সংগঠন এই আয়োজন ইন্তেজাম করলেও পাহাড়ের সকল সংগঠনের তরুণ ও যুবকরা এবং সাধারণ পাহাড়ীরা এতে অংশ নেবে বলে শোনা যাচ্ছে। পেছন থেকে পতিত সরকারের কুশীলবগণ কলকাঠি নাড়ছেন বলেও শোনা যাচ্ছে। আরা যারা বোঝাতে চান, 'তাদের ছাড়া বাংলাদেশ ভাল থাকতে পারবে না' তারা তো রয়েছেই। একটা অনিশ্চিত গন্তব্যে যাত্রা চলছে পাহাড়ি পথের...

©️ সাংবাদিক মেহেদী হাসান পলাশ

পাহাড়ের আমজনতা:  ওমর ফারুক ত্রিপুরা মুসলিম হওয়ার কারনে উপজাতি সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে হ***ত্যা করেছে! বাঙালি নেতা : ...
02/10/2024

পাহাড়ের আমজনতা: ওমর ফারুক ত্রিপুরা মুসলিম হওয়ার কারনে উপজাতি সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে হ***ত্যা করেছে!

বাঙালি নেতা : ধৈর্য ধরো, কথা বললে ঘটনা বড় হয়ে যাবে ধৈর্য ধরে থাকো।

পাহাড়ের আমজনতা: হৃদয়কে নির্মমভাবে মেরে উপজাতিরা তার গোস্তো পর্যন্ত খে***য়ে ফেলেছে!

বাঙালি নেতা: ধৈর্য ধরো, প্রতিবাদ করার দরকার নাই। ঘটনা বড় আকারে রুপ নিবে।


পাহাড়ের আমজনতা: মামুন কে চুরির মিথ্যা অপবাদ দিয়ে উপজাতিরা নির্মমভাবে হ**ত্যা করেছে!

বাঙালি নেতা : ধৈর্য্য ধরো, শান্ত থাকো বাঙালিরা। তৃতীয় পক্ষ ঝামেলা সৃষ্টি করতে চাইছে, তাই বিচারের দাবিতে আন্দোলন করে বিষয় টা বড় করা যাবেনা।

পাহাড়ের আমজনতা: খাগড়াছড়ি স্কুল এন্ড কলেজের বাঙালি শিক্ষক (সোহেল) স্যার কে উপজাতিরা মিথ্যা ধর্ষন এর তোকমা লাগিয়ে ওপেন পি**টি*য়ে হত্যা করেছে।

বাঙালি নেতা : সবাই শান্ত থাকুন, ধৈর্য্য ধরুন। এগুলা তৃতীয় পক্ষ কর্তীক ষড়যন্ত্র চলছে। বিচারের দাবিতে মাঠে নামলে ঘটনা অনেক বড় হবে।

উপজাতি নেতা : উপজাতিরা বেগ্গুনে উজো উজো! পাহাড় কে স্বাধীন করো, বাঙালিদের পাহাড় থেকে চলে যেতে বাধ্য করো, আদিবাসী স্বীকৃতির জন্য কঠোর আন্দোলন করো। সেনাবাহিনীর বিরুদ্ধেও বিভিন্ন তোকমা লাগিয়ে সেনা হটানো জন্য আন্দোলন করো।

ধর্ষক যেই হোক আমরা তার শাস্তি চাই। যাচাই না করে তাকে পিটিয়ে হত্যা করতে আপনাকে অধিকার দিয়েছে...? খাগড়াছড়িতে ধর্ষণ মামলা...
02/10/2024

ধর্ষক যেই হোক আমরা তার শাস্তি চাই। যাচাই না করে তাকে পিটিয়ে হত্যা করতে আপনাকে অধিকার দিয়েছে...?
খাগড়াছড়িতে ধর্ষণ মামলায় গ্রেফতার হবার পর প্রমাণিত না হওয়ায় যে শিক্ষক খালাস পেয়েছেন, তাকে সুপরিকল্পিত ভাবে নাটক সাজিয়ে হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি।
আজ তাকে মরতে হলো সে বাঙ্গালী বলে। যখন রাঙ্গামাটি তে উপজাতী শিক্ষক অংবাচিং মারমা ধর্ষণে ব্যর্থ হয়ে ছাত্রীকে হত্যা করে, তখন তো আপনারা তাকে হত্যা করেন নাই।

আজ বাঙ্গালী বলে খাগড়াছড়ির সেই শিক্ষক কে হত্যা করলেন। সাম্প্রদায়িক সংঘাত কে লাগাচ্ছে এইবার বুঝেন।

01/10/2024

শিক্ষক সোহেল রানা হত্যা-

খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক আবুল হাসান মুহাম্মদ সোহেল রানা। ২০২১ সালে তার বিরুদ্ধে এক পাহাড়ি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযোগের প্রেক্ষিতে খাগড়াছড়ির উপজাতীয় আঞ্চলিক সংগঠনগুলো সোহেল রানার বিচার দাবি করে।

ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে ধর্ষিতা ছাত্রীর পিতা বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলা করে। মামলার প্রেক্ষিতে ২০২১ সালের ৩ মার্চ তারিখে সোহেল রানা ঢাকায় গ্রেফতার হন। এরপর তিনি কারাগারে ছিলেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধার তথ্য অনুযায়ী, বেশ কিছুদিন ধরেই শিক্ষক সোহেল রানাকে প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল পাহাড়ি ছাত্রছাত্রীরা। বেশ কয়েক বছর আগে সোহেল রানার বিরুদ্ধে এক পাহাড়ি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছিল। ওই ছাত্রী আদালতে এসে সাক্ষ্য দেয় তিনি কোন ধর্ষণের শিকার হননি। পাহাড়ি একটি সংগঠনের চাপে মামলা করেছে মর্মে সাক্ষ্য দিলে সোহেল রানা খালাস পান এবং চাকরিতে যোগদান করেন। সোহেল রানা চাকরিতে যোগদানের পর থেকে পাহাড়ি ছাত্ররা তার বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির নানা অভিযোগ এনে প্রত্যাহার দাবি করে আসছিল। আজ ওই শিক্ষক বিদ্যালয় এলে ত্রিপুরার এক ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ এনে শিক্ষককে হত্যা করা হয়।

শিক্ষক সোহেল রানার পারিবারিক সূত্রে জানা যায়, পাহাড়িদের প্রতিবাদের মুখে আজ তিনি বিদ্যালয় রিলিজ অর্ডার নিতে এসেছিলেন। কিন্তু তাকে সেই সুযোগ দেয়া হলো না।

এবার বলুন রহস্যটা কোথায়?
ছাত্রী ধর্ষণের অভিযোগ এনে উপজাতি সন্ত্রাসী গোষ্ঠীর চাপে এক অসহায় বাবা সোহেল রানার বিরুদ্ধে মামলা করেন। অথচ যাকে ধর্ষিতা বলা হচ্ছে তিনি নিজেই আদালতে সাক্ষ্য প্রদান করেন তিনি ধর্ষিতা নন। অভিযুক্ত ব্যক্তি নির্দোষ।

কারাগার থেকে মুক্ত হয়ে যথাযথ প্রক্রিয়ায় সোহেল রানা চাকরিতে বহাল হন। কিন্তু, তাতে বাধা দিচ্ছিল সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাকে অন্যত্র বদলি করা হয়। আজ তিনি রিলিজ অর্ডার নিতে বিদ্যালয়ে যান। সেখানে আজই ছাত্রী ধর্ষণ কতটুকু যৌক্তিক? পূর্বেও তার বিরুদ্ধে অভিযোগ ছিল কিন্তু তিনি আদালত কর্তৃক নির্দোষ প্রমাণিত হয়েছেন।

বুঝতে পারছেন ঘটনাটা সুপরিকল্পিত।
চুরির অপবাদে মামুনকে হত্যা, ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও স্বার্থ হাসলে ব্যর্থ সন্ত্রাসী গোষ্ঠী। আজ ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক হত্যা। মোটকথা তারা সুপরিকল্পিতভাবে পাহাড়কে অশান্ত রাখতে চাইছে। নচেৎ, এভাবে বিভিন্ন অপবাদ এনে বাঙ্গালী হত্যার কোন অর্থ নাই।

চোর, ধর্ষক, খুনি- অপরাধী যাই হোক প্রত্যেক অপরাধের বিচারের জন্য দেশের সুনির্দিষ্ট আইন রয়েছে। কিন্তু হঠাৎ করে এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ায় দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ রয়েছে। এই ষড়যন্ত্রকে যদি রাষ্ট্র অবহেলা করে তবে পাহাড়ের সাধারণ মানুষের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
©

Address

খাগড়াছড়ি
Khagrachari
4400

Telephone

01871585533

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khagrachari Safe Tour & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khagrachari Safe Tour & Travels:

Videos

Share

Category