14/12/2020
🛫 প্রত্যাবস্যান প্রোগ্রামে আবেদন প্রক্রিয়া ( Recalibration Program)
যারা এই মুহূর্তে মালয়েশিয়া অবৈধ অবস্থায় আছেন, আপনারা খুব সহজেই এখন দেশে ফিরে যেতে পারবেন কোনো প্রকার জেল বা জরিমানার সম্মুখীন না হয়েও।
প্রয়োজনীয় ধাপসমূহঃ
১। আপনার কাছে উপযুক্ত ট্রাভেল ডকুমেন্টস থাকতে হবে (পাসপোর্ট বা ট্রাভেল পাস) ।
২। পাসপোর্ট না থাকলে এম্বাসি থেকে ট্রাভেল পাস সংগ্রহ করুন, যার মেয়াদ থাকে ৩মাস।
৩। অনলাইনে আপনাকে ইমিগ্রেশনের এপয়েন্টমেন্ট নিতে হবে এই ওয়েবসাইট থেকেঃ sto.imi.gov.my
৪। আপনার এপয়েন্টমেন্ট বা সাক্ষাৎ এর সময় এবং তারিখ অনুযায়ী উপস্থিন হোন।
* সাথে রাখবেন পাসপোর্ট বা ট্রাভেল পাস।
* বিমান টিকেট, সাক্ষাৎ এর দিন থেকে ১৪ দিনের মাঝে।
* জরিমানা ৫০০ রিঙ্গিত
৫। জরিমানা পরিশোধ পূর্বক আপনার জন্য এক্সিট বা চেক আউট মেমো ইস্যু করবে।
৬। আপনার ফ্লাইটের তারিখে অনুসারে মালয়েশিয়া ত্যাগ করুন
৭। বর্তমান সময়ে অবশ্যই ৭২/৪৮ ঘন্টা আগে করোনা টেস্ট করে সাথে তার নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যাবেন ফ্লাইটের দিন।
ইনবক্সে যোগাযোগ করুন।।।