DREAM shundrbon tourism

DREAM shundrbon tourism SHUNDORBON TOURISM

ইদ ছুটিতে ঘুরে আসুন সুন্দরবন ভ্রমনের তারিখ:১৩-১৪-১৫ এপ্রিল 🐅চলেন ঘুরে আসি সুন্দরবন 🐅 ...🐅🚧   DREAM shundrbon tourism 🐅আম...
25/03/2024

ইদ ছুটিতে ঘুরে আসুন সুন্দরবন
ভ্রমনের তারিখ:১৩-১৪-১৫ এপ্রিল

🐅চলেন ঘুরে আসি সুন্দরবন 🐅
...🐅
🚧 DREAM shundrbon tourism
🐅আমাদের সাফল্যের গল্প 10বছরের।🐅

#সুন্দরবন_ভ্রমণ🐅
🌿 সুন্দরবনে রকমারী স্বাস্থ্যসম্মত খাবার, আরামদায়ক নৌ ভ্রমণ ও প্রকৃতি উপভোগ ও উন্মুক্ত বন্য প্রাণী দেখা এবং সমূদ্র দর্শনের আমন্ত্রণ জানাচ্ছি ।

◾খুলনা-সুন্দরবন-খুলনা
(৩ দিন ২ রাতের নিরাপদ এবং আনন্দদায়ক ভ্রমণ)
#ভ্রমণ_স্পট :
🛑▪হাড়বাড়িয়া/আন্ধারমানিক 🐅
🛑▪জামতলা সী-বীচ🐅
🛑▪কটকা অফিস পাড়🐅
🛑▪টাইগার পয়েন্ট🐅
🛑▪কচিখালি🐅
🛑▪করমজল 🐅
🛑▪ডিমের চর🐅

#খাবার: প্রতিদিন ৫ বেলা স্নাক্স সহ ডবল মেনুর খাবার থাকবে। চা এবং কফির ব্যাবস্থা থাকবে পর্যাপ্ত।

িন:
সকাল ৭:৩০ খুলনা জেলখানা ঘাট থকে আমাদের গাইড আপনাকে রিসিভ করে শীপে নিয়ে যাবে। রুপসা এবং পশুর নদী ধরে খুলনা শিপইয়ার্ড,রুপসা ব্রিজ,রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং মংলা বন্দর পাশে রেখে আমাদের শীপ চলবে হাড়বাড়িয়ার/আন্ধারমানিকের উদ্দেশ্যে।
দুপুরের খাবাএ খেয়ে নামবো "হাড়বাড়িয়া/আন্ধারমানিক ইকো-ট্যুরিজম কেন্দ্রে । আগে পিছে গান ম্যান রেখে সারিবদ্ধ ভাবে যাবো নির্ধারিত ফুট ট্রেইল ধরে। মিষ্টি পানির পুকুর পার হয়ে ঢুকবো গভীর বনে৷ দু,পাশে থাকবে ঘন শ্বাসমূল যুক্ত ম্যানগ্রোভ উদ্ভিদ। সুন্দরী, গোলপাতা,গেওয়া গাছ এই বনে বেশী। প্রচুর হরিণের পায়েরছাপ এবং নিশ্চুপ থাকলে হরিণের পাল দেখা যাবে। কাকড়ার পাল ছুটে লুকাবে আপনার চলার শব্দে।প্রায় ১ মাইল ট্রেইল ঘুরে পুকুরের উপর নির্মিত কাঠের রেষ্ট হাউজে বিশ্রাম নিয়ে শীপে ফিরে আসবো। শীপে ফিরে বিকালের নাস্তা খাবো।

শীপ চলবে সাগরের মোহনায় অবস্থিত "কটকা অভয়ারণ্যে।

িন:
খুব সকালে ঘুম থেকে উঠে দেশী নৌকায় ক্যানেল ক্রুজিং এবং চুপ থেকে বনের নিস্তব্ধতা উপভোগ করবো৷ সেখান থেকে টাইগার ট্রি'র ঝোপ,হরিণের বিচরণের মাঠ এবং গভীর বন পেরিয়ে আড়াই কিলো দূরের বাদামতলা সী বীচে যাবো। উপভোগ করবো বাংলাদেশর দুই গর্ব "সুন্দরবন" এবং 'বঙ্গপোসাগর " এর মিলন স্থান।

এরপর শীপে ফিরে সকালের নাস্তা করে যাবো টাইগার টিলার উদ্দেশ্যে। কাঁদা,শ্বাস মূল আর ভয়ংকর গড়ান বন পেরিয়ে টাইগার টিলার অবস্থান।যাওয়ার পথে খুব কাছ থেকে হরিণের পাল দেখা যাবে।
এরপর ফিরবো শীপে৷ শীপ যাবে "কচিখালির" উদ্দেশ্যে।
"কচিখালিতে" গা,ছমছমে ছন বনের ভিতর দিয়ে হাটবো। হরিণের পাল মাথা উচু করে আপনাকে দেখেই ছুটে পালাবে এবং আপনি বুঝবেন কেনো এখানকে বাঘের ডাইনিং বলা হয়। ছমছমে ভাব নিয়েই ফিরবো শীপে। শীপে করে যাবো ডিমের চর
মনরম সুন্দর সী বীচে থাকবো সন্ধার পর পর্যন্ত। তারপর ফিরবো শীপে। শীপ চলবে করমজলের উদ্দেশ্যে।

িনঃ
করমজলে নোনা পানির বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। ছোট বড় কুমির,বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপ,বানরের পালের বাদরামি এবং হরিণকে হাত থেকে ঘাস খাইয়ে শীপে ফিরে খুলনা/মংলার উদ্দেশ্যে যাত্রা করবো।

#নিরাপত্তা: 🐅
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের দুই জন সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VSF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।

#সুন্দরবন_ভ্রমণের_করনীয় :🐅
🌿উজ্জল রঙ্গের কাপড় ( যা অনেক দূর থেকে চোখে পড়ে ) পরিহার করা। হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিব পোশাক পরা।
🌿কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা।
🌿পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে। সু/ হাই হিল নিবেন না।
🌿এডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো।
🌿জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে।
🌿যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের খুলনা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
🌿জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।
🌿গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
🌿পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
🌿স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
🌿গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।

আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।

#সাথে_কি_কি_রাখতে_হবে:
✅প্রয়োজনীয় ঔষধ।
✅টুথ ব্রাশ ও পেস্ট।
✅ক্যাপ,সান গ্লাস সানস্ক্রিন লোশন
✅ক্যামেরা,মেমরি কার্ড ও পাওয়ার ব্যাংক, টেলিটক সিম কার্ড।
✅সাবান,শ্যাম্পু
✅রেইন কোর্ট বা ছাতা
✅ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী।

⭕ #বি_দ্রঃ ভেসেলে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই। এবং বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।
(সিজনের কারনে খাবার মেনুর সামান্য পরিবর্তন হতে পারে৷)

#বুকিং_পলিসিঃ
সিট খালি থাকা স্বাপেক্ষে আমাদের অফিসে এসে বুকিং কনফার্ম করতে পারেন । বুকিং কনফার্ম করতে জনপ্রতি নু্ন্যতম ৫০% টাকা জমা দিতে হবে। যারা অফিসে আসতে পারছেন না, তারা নিম্নোক্ত ব্যাংক একাউন্ট অথবা বিকাশ এ বুকিং দিতে পারবেন।

◾ব্যাংক একাউন্টঃ

A/C Name:
DUCH BANGLA BANK
EMRAN HOSSEN
DBBL AC: 7017517091080
Khulna Branch.

:
☎️+88 01846-717069 (WhatsApp)

🚏 অফিস: দোকান ১নং-লঞ্চ ঘাট /রকেট ঘাট,খুলনা

সুন্দরবন ভ্রমণ নতুন সিজনে DREAM SHUNDORBON TOURISM  এর বহরের MV SHUVO AND RODELA  প্রস্তুত রয়েছে।  আমাদের প্রিমিয়াম এই শ...
25/08/2023

সুন্দরবন ভ্রমণ নতুন সিজনে DREAM SHUNDORBON TOURISM এর বহরের MV SHUVO AND RODELA প্রস্তুত রয়েছে।
আমাদের প্রিমিয়াম এই শীপ গুলো নিয়মিত সুন্দরবন ভ্রমণ করবে ১ লা সেপ্টেম্বর ২০২৩ থেকে৷
যোগাযোগ: 01846-717069

🌿সুন্দরবনে আমাদের ভ্রমণ স্পটঃ
🌲হাড়বাড়ীয়া ইকো ট্যুরিজম
🌲আন্ধারমানিক
🌲কটকা অফিসপাড়
🌲টাইগার টিলা
🌲টাইগার পয়েন্ট
🌲জামতলা সী বীচ
🌲কচিখালী অভায়ারন্য
🌲ডিমের চর
🌲করমজল (মিনি জু ও কুমির প্রযনন কেন্দ্র)
ভ্রমণ বিস্তারিত:

১ম দিন:
সকাল ৭:০০ খুলনা থেকে যাত্রা শুরু রুপশা এবং পরে পশুর নদী ধরে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করে দেখবো
🌿হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম কেন্দ্রঃ
▪️ ঝুলন্ত সেতু ▪️লাল শাপলার পুকুর ▪️গভীর জঙ্গলের মধ্য দিয়ে কাঠের ফুট ট্রেইল দিয়ে ভ্রমণ ▪️ওয়াচ-টাওয়ার
🌿আন্ধারমানিক: অনিন্দ্য সুন্দর ইকো-ট্যুরিজম পার্ক
২য় দিন:
🌿কটকা অভয়ারণ্যঃ
* জামতলা সী বিচ, কটকা সৈকত,টাইগার টিলা, ক্যানেল ক্রুজ।
🌿কচিখালি;
কচিখালি খাল, অফিস পাড়, ডিমেরচর
৩য় দিন:
🌿করমজলঃ কুমির, হরিণ এবং বিপন্ন প্রজাতির কচ্ছপ প্রজনন কেন্দ্র, সুন্দরবনের বৃহৎ মানচিত্র, কাছ থেকে হরিণ, কাঠের ফুট ট্রেইল দিয়ে জঙ্গল সাফারি, পর্যবেক্ষণ টাওয়ার।
🌿মোংলা পোর্টে, রামপাল বিদ্যুৎকেন্দ্র এবং খুলনা শিপইয়ার্ড এর পাশ দিয়ে খুলনার পথে যাত্রা।

🌳 প্যকেজ ইনক্লুডঃ
👉 তিন দিনের সকল প্রকার খাবার (ব্রেকফাষ্ট + লাঞ্চ + ডিনার ও প্রতিদিন ২ টি স্যাক্স)
👉 ট্যুর আইটেনারী অনুযায়ী সকল স্পট পরিদর্শন
👉 ছোট বোটে করে ক্যানেল ক্রুজিং
👉 ১ রাতে বার-বি-কিউ ডিনার
👉 ২৪ ঘন্টা খাবার পানি সরবরাহ
👉 ফরেষ্ট পারমিশন ও সকল প্রকার এন্ট্রি ফি
👉 নিরাপওার জন্য ফরেষ্ট ডিপার্টমেন্ট থেকে ২ জন অস্ত্রধারী গার্ড
👉 অভিজ্ঞ সার্ভিস বয়
👉 দক্ষ ক্রু
👉 ১ জন অভিজ্ঞ গাইড
👉 কোন রকম হিডেন চার্জ নাই

কি কি খরচ ট্যুরের মধ্যে অন্তর্ভুক্ত নয়ঃ
❌ সকল প্রকার ব্যাক্তিগত খরচ
❌ পারর্সোনাল মেডিসিন
❌ সফট বা হার্ড ড্রিংস
❌ ক্যামেরা এন্ট্রি ফি
👮নিরাপত্তা:
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের দুই জন সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজ
DEAM shundrbon tourism
BIWTA LUNCH GHAT.KHULNA

চলুন ঘুরে আসি সর্ব বৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট  সুন্দরবন ।▪ ১ সেপ্টেম্বর  ২০২৩ থেকে  শুরু হয়ছে  সুন্দরবন যাএা           ▪ভ্রম...
22/07/2023

চলুন ঘুরে আসি সর্ব বৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন ।
▪ ১ সেপ্টেম্বর ২০২৩ থেকে শুরু হয়ছে
সুন্দরবন যাএা

▪ভ্রমনের সময়: ৩ দিন ২ রাত
▪খুলনা - সুন্দরবন - খুলনা
▪ভ্যাসেল এম,ভি শুভ এন্ড রোদেলা ।
* ৩০/৪০/৫০ জনের গ্রুপের জন্য বিশেষ ছাড় রয়েছে
🌿ভ্রমণের স্থানঃ
হাড়বাড়ীয়া ইকো ট্যুরিজম, কটকা অফিস পার, টাইগার টিলা, কটকা ওয়াচ টাওয়ার, টাইগার পয়েন্ট, জামতলা সী বীচ,কচিখালি ও করমজল ।
🌿প্যকেজ অন্তর্ভুক্তঃ
৩ দিন ২ রাত ট্যুরিষ্ট শিপে থাকা, তিন দিনের সকল প্রকার খাবার, ভ্রমণ বৃত্তান্ত অনুযায়ী (ব্রেকফাষ্ট + লাঞ্চ + ডিনার ও প্রতিদিন ২ টি স্নাক্স), ভ্রমণ বৃত্তান্ত অনুযায়ী সকল স্পট পরিদর্শন, ছোট বোটে করে ক্যানেল ক্রুজিং, শেষ রাতে বার-বি-কিউ ডিনার, ২৪ ঘন্টা খাবার পানি সরবরাহ, ফরেষ্ট পারমিশন ও সকল প্রকার এন্ট্রি ফি, নিরাপওার জন্য ফরেষ্ট ডিপার্টমেন্ট থেকে অস্ত্রধারী গার্ড, অভিজ্ঞ সার্ভিস বয়, দক্ষ ক্রু, অভিজ্ঞ গাইড, কোন রকম হিডেন চার্জ নাই।
🌿আপনার প্যাকেজটি নিশ্চিত করতে আজই যোগাযোগ করুনঃ
DREM SHUNDORBON tourism
MS/MEENASHIPPING LINE AND SHUNDORBON TOURS BD
04,B.I.W.T.A Launch Ghat , Khulna, Bangladesh.
Cell: +880 1846-717069 01676783974
Email: [email protected]

 খুলনার ৪/৬ নং ঘাট  থেকে আমরা আবারো শুরু করতে যাচ্ছি আমাদের ডিনার ক্রুজ মাত্র ৫৫০ টাকায় জন প্রতি।বিলাসবহুল তরিতে স্বল্পদ...
14/05/2023


খুলনার ৪/৬ নং ঘাট থেকে আমরা আবারো শুরু করতে যাচ্ছি আমাদের ডিনার ক্রুজ মাত্র ৫৫০ টাকায় জন প্রতি।
বিলাসবহুল তরিতে স্বল্পদৈর্ঘ্য নৌবীহারের সুযোগ।
যা যা থাকছে
🔶বার বি কিউ ডিনার
🔶লাইভ মিউজিক
🔶আতশবাজি
🔶নৌ ভ্রমণ
আগামী প্রোগ্রাম আশা করছি মে মাসের ২৬- তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
প্রতি শুক্রবার |
এছাড়া কর্পোরেট, গ্রুপ, জন্মদিন, গায়েহলুদ এর প্রোগ্রাম এর জন্য বুকিং চলছে।
আপনারা যারা অংশগ্রহণ করতে চান আগে থেকেই বুকিং করে রাখবেন।
Contact for booking-
DEAM shundrbon tourism
88.BOSUPARA MAIN ROAD. khulna.
Whatsapp 01846717069

চলুন ঘুরে আসি সর্ব বৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট  সুন্দরবন ।▪ভ্রমনের তারিখ: ৬.৭.৮ জানুয়ারি ২০২২ ইং                    *      ৯....
02/01/2023

চলুন ঘুরে আসি সর্ব বৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন ।
▪ভ্রমনের তারিখ: ৬.৭.৮ জানুয়ারি ২০২২ ইং
* ৯.১০.১১ জানুয়ারি ২০২২ ইং
▪ভ্রমনের সময়: ৩ দিন ২ রাত
▪খুলনা - সুন্দরবন - খুলনা
▪ভ্যাসেল এম,ভি শুভ এন্ড রোদেলা ।
* ৩০/৪০/৫০ জনের গ্রুপের জন্য বিশেষ ছাড় রয়েছে
🌿ভ্রমণের স্থানঃ
হাড়বাড়ীয়া ইকো ট্যুরিজম, কটকা অফিস পার, টাইগার টিলা, কটকা ওয়াচ টাওয়ার, টাইগার পয়েন্ট, জামতলা সী বীচ,কচিখালি ও করমজল ।
🌿প্যকেজ অন্তর্ভুক্তঃ
৩ দিন ২ রাত ট্যুরিষ্ট শিপে থাকা, তিন দিনের সকল প্রকার খাবার, ভ্রমণ বৃত্তান্ত অনুযায়ী (ব্রেকফাষ্ট + লাঞ্চ + ডিনার ও প্রতিদিন ২ টি স্নাক্স), ভ্রমণ বৃত্তান্ত অনুযায়ী সকল স্পট পরিদর্শন, ছোট বোটে করে ক্যানেল ক্রুজিং, শেষ রাতে বার-বি-কিউ ডিনার, ২৪ ঘন্টা খাবার পানি সরবরাহ, ফরেষ্ট পারমিশন ও সকল প্রকার এন্ট্রি ফি, নিরাপওার জন্য ফরেষ্ট ডিপার্টমেন্ট থেকে অস্ত্রধারী গার্ড, অভিজ্ঞ সার্ভিস বয়, দক্ষ ক্রু, অভিজ্ঞ গাইড, কোন রকম হিডেন চার্জ নাই।
🌿আপনার প্যাকেজটি নিশ্চিত করতে আজই যোগাযোগ করুনঃ
DREM SHUNDORBON tourism
MS/MEENASHIPPING LINE AND SHUNDORBON TOURS BD
04,B.I.W.T.A Launch Ghat , Khulna, Bangladesh.
Cell: +880 1846-717069 01676783974
Email: [email protected]

Sundarbans Tour Package MV SHUVO @ RODELAচলুন ঘুরে আসি সুন্দরবন২রাত ৩দিন । খুলনা – সুন্দরবন – খুলানা আপনার বুকিং করতে আম...
27/12/2022

Sundarbans Tour Package MV SHUVO @ RODELA
চলুন ঘুরে আসি সুন্দরবন
২রাত ৩দিন ।
খুলনা – সুন্দরবন – খুলানা
আপনার বুকিং করতে আমাদের সাথে যোগাযোগ করুন
হটলাইন +880 1846717069
সুন্দরবনে যেকোনো সময় প্যাকেজ ট্যুর,গ্রুপ ট্যুর,স্ট্যাডি ট্যুর ,সার্ভে ট্যুর এবং যে কোন ধরনের সামাজিক অনুষ্ঠানের জন্য এসি, ননএসি জাহাজ বুকিং করতে পারবেন ।
ডিসেম্বর,জানুয়ারী,ফ্রেবুয়ারী মাসের ট্যুরের জন্য বুকিং করতে পারেন ।
(ঢাকা থেকে বাসে আসার সময় পদ্মা সেতু হয়ে খুলনা আসতে পারেন)
সুন্দরবনের দর্শনীয় স্থান সমূহ:
১. হাড়বাড়িয়া
২.কটকা অফিস
৩.জামতলা ওয়াচ টাওয়ার
৪.বাদাম তলা সী বীচ
৫.হিরোনপয়েন্ট
৬.দূবলার চর
৭. করমজল
ফ্যাসিলিটি সমূহ
বিলাসবহুল ক্রজ শীপ
কেবিন উইথ এটাস্ট ওয়াশরুম
বার-বি-কিউ কর্নার
মিষ্টি পানির রির্জাভার।
আধুনিক জি.পি. এস. রার্ডার, ইকো সাউন্ড সিস্টেম, সহ সংক্রিয় অগ্নিনির্বাপক ব্যবস্থা। ফ্রিজের মাধ্যমে খাবার সংরক্ষন করা।
শীপের অভ্যন্তরে নান্দনিক ডিজাইন।
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোষ নেই।
প্রতিদিন থাকছে ডাবল ফুড মেনুর তিনবেলা খাবার ও দুইবেলা স্নাক্স এবং সার্বক্ষণিক চা-কফির সুব্যবস্থা।
একদিন স্পেশাল বার্বিকিউ নাইট
প্রতিদিন আপনাদের জন্য সুস্বাদু খাবার আয়োজনের জন্য আমাদের রয়েছে অভিজ্ঞ সেফ এবং খাবার সার্ভের জন্য দক্ষ ওয়েটার
নিরাপত্তার জন্য আমাদের প্রতিটি ট্যুরে দুজন করে বন বিভাগ থেকে সরকারি সিকিউরিটি গার্ড উইথ আর্মস ।
অভিজ্ঞ গাইড।
প্রযুক্তি সম্পন্ন নেভিগেশন যন্ত্রপাতি,লাইফ জ্যাকেট, লাইফ বয়া ।
বনের ভেতরে প্রবেশের ও ভ্রমণের জন্য ছোট নৌকা
জেনারেটর ব্যাবস্থা,জঙ্গলট্রেকিং,ফাস্ট এইড ।
Details first Comments.
Contract Us.
DREAM SHUNDORBON TOURISM.
MS/MEENASHIPPING LINES TOURS BD
04,B.I.W.T.A Launch Ghat , Khulna, Bangladesh.
Cell: +88 01846717069+88 01676783974

[email protected]
Sundarbans Tour Package Bangladesh Best Tour Operators And Travel Agency In Khulna

🗣️🗣️সুখবর সুখবর সুখবর,🤷‍♀️🤷‍♂️সুন্দরবন ভ্রমনে আমাদের সকল বড় ট্যুরিষ্ট শিপ এখন সুন্দরবনের ভ্রমনের জন্য প্রস্তুত। # বড় ট্য...
27/12/2022

🗣️🗣️সুখবর সুখবর সুখবর,🤷‍♀️🤷‍♂️
সুন্দরবন ভ্রমনে আমাদের সকল বড় ট্যুরিষ্ট শিপ এখন সুন্দরবনের ভ্রমনের জন্য প্রস্তুত।

# বড় ট্যুরিষ্ট এসি এবং নন এসি শিপে (৫০-৭৫ জনের বেড ক্যাপাসিটি) কর্পোরেট ট্যুর, গ্রুপ ট্যুর, ষ্টাডি/ষ্টুডেন্ট ট্যুর করার জন্য আজই বুকিং করুন।

@@ সিপের উপর ক্লিক করলে সিপের প্যাকেজের বিস্তারিত পাবেন।
🙋‍♀️🙋‍♂️খুব কম খরচে সুন্দরবন ভ্রমন করুন।

প্রতি ৩দিন পর পর (শুক্রবার, শনিবার, রবিবার এবং সোমবার, মঙ্গলবার, বুধবারে) আামাদের সুন্দরবন ভ্রমন চলোমান রয়েছে।

🧞‍♂️🧞‍♀️ ৫% ছাড় সাধারন প্যাকেজের জন্য এবং কর্পোরেট গ্রুপের জন্য ১৫% পর্যন্ত ছাড় রয়েছে। (শর্ত প্রযোজ্য)🧞‍♀️

🧞‍♂️🧞‍♀️ কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে শিক্ষা সফরের জন্য ১০% ছাড় রয়েছে। (শর্ত প্রযোজ্য)

👣👣👣ভ্রমন সময়কালঃ ৩দিন ২রাত,
খুলনা টু সুন্দরবন টু খুলনা

==দয়াকরে পোষ্টটি ভালোকরে পড়ুন তার পর আরও বিস্তারিত জানতে সরাসরি আমাদের অফিসিয়াল নম্বরে কল করুনঃ
মোবাইল নম্বরঃ 01846717069

Sundarban Package/GroupTour /Corporate Group Tour 2022
Khulna - Sundarban-Khulna (2 Night 3 Days Package)
OR
🐯🦁 Special arrangement The Adventure Sundarban tour in Deep Forest by request. (Minimum 10-18 person)

🐯🦁প্রাইভেট ভ্যাসেলে সকল স্বাস্থ্য বিধি মেনে সুন্দরবন ভ্রমন করুন।
৯-২৫ জনের বেড ক্যাপাসিটি বিশিষ্ট প্রাইভেট ভ্যাসেল রয়েছে।

ফ্যামিলি ট্রুর, গ্রুপ ট্রুর, ফ্রেন্ডস্ ট্রুর, এ্যাডভেঞ্চার ট্রুর, ডকুমেন্টারি, সার্ভে, ফটোগ্রাফি, 📽️সিনেমাটোগ্রাফি ইত্যাদি কাজে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন।

সুন্দরবন ভ্রমনে ইচ্ছুকদের দৃষ্টি আকর্ষন করে বলছি, যারা চলতি জানুয়ারী মাসে সুন্দরবন ভ্রমন করতে চান তাদের জন্য আমাদের 9 জন ক্যেপাসিটি বিশিষ্ট ক্রুস ভ্যাসেল থেকে ২৫, ৩০,৩৪, ৪২, ৪৫, ৪৮, ৫২, ৫৪, ৬০, ৬৫ এবং ৭৫ জনের বেড ক্যাপাসিটি বিশিষ্ট এসি, নন এসি বিভিন্ন ধরনের বড় সিপ/ভ্যাসেল রয়েছে। এই শিপ/ভ্যাসেল বুকিং এর জন্য আজই সরাসরি কল করে বা আমাদের অফিসে এসে যোগাযোগ করুন এবং বুকিং করুন।

যেখানে থাকবে সুন্দরবন বেষ্টিত অনেক দ্বীপ ভিজিট, সম্পূর্ন এ্যাডভেন্চার ম্যানগ্রোভ ফরেষ্ট এর ভিতরে, সাথে নদী, বন্য প্রানী, হরিণ, কুমির, বানর, রয়েল বেঙ্গল টাইগার, দুটি সমুদ্র সৈকত যেখানে একদিকে গভির জঙ্গল আর একদিকে গভির সমুদ্র, রাতে বার্বিকিউ নাইট, নানা ধরনের সামুদ্রিক মাছ চিংড়ি, কাঁকড়া দিয়ে অনেক ধরনের মজার খাবার তো আছেই।

সুন্দরবনের খাঁটি মধু,রাতে নিরাবতার মাঝে ঝিঝি পোকার ঝিঝি শব্দ/ রাতে ঘুমাবার সময় নদীর জ্বলে ছল ছল শব্দ আবার রাতের অন্ধকারে জোনাকি পোকার মিট মিটে আলো, আকাশ ভরা ঝলমলে তাঁরা আর চাঁদ, কারন নদীর বুকেই জাহাজের ভিতরে আমাদের রাত যাপন হবে।অনেক প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে আমাদের এই ট্রুর প্রোগ্রামে।

সুন্দরবন ভ্রমনের সবচেয়ে জনপ্রিয় সময় হল অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ এই ৫ মাস। কারণ শীতের এই চার মাস আবহাওয়া শীতল ও শান্ত থাকে। বৃষ্টি-বাদলের সম্ভাবনা ও থাকে অনেক কম। তাই সুন্দরবন যেতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।

সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেষ্ট। এখানে আপনি এক
সাথে যে সকল সুযোগ-সুবিধাগুলো পাবেন ।
# অনেকগুলো সমুদ্র সৈকত/বিস্
# অনেকগুলো ছোট বড় দ্বীপ ভ্রমন
# ফরেষ্ট ট্রেকিং
# বনের খালে মাছ ধরা
# খেলাধুলা
# তিন বেলা ভিন্ন ভিন্ন সুস্বাদু খাবার
# জাহাজের ক্যাবিনে রাত্রীযাপন
# বাংলা সংস্কৃতিকে সাথে নিয়ে গান-বাজনার ব্যবস্থা
# রাতে বারবিকিউ নাইট
# ফরেষ্ট আর্ম গার্ড
# দক্ষ ট্যুর গাইড
# কেটারিং এর ব্যবস্থা
# অভিজ্ঞ বাবুর্চি/ সেফ
# বিশুদ্ধ খাবার জল
# খালে ঘুরে বেরাবার জন্য ছোট ট্রলার
বাংলাদেশের একমাত্র সুন্দরবনেই নৌযানে করে তিনদিন ভ্রমনের সুযোগ পাচ্ছেন।

সুন্দরবনের প্রকৃতির উপভোগের সাথে সাথে খুব কাছে থেকে বন্যপ্রানী দেখার এক অপূর্ব সুযোগ পাওয়া যাবে। এমন কি ভাগ্য ভালো হলে এই সময় পৃথিবী বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগারের দেখা মিলতে পারে। এই সময় সমুদ্রকে পাবেন আপনার মনের মত করে।

আর হ্যাঁ সুন্দরবনে আপনাদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ হিসাবে বার-বি-কিউ নাইট। আরও সাথে থাকছে অভিজ্ঞ ট্যুর গাইড।

# # # আমাদের ভ্রমনের স্থানঃ
- হারবাড়িয়া
- কটকা অফিস
- ওয়াচ টাওয়ার
- জামতলা সী বিচ
- টাইগার টিলা
- ডিমের চর/ দুবলার চর
- কচিখালি
- করমজল

খাবারঃ
ওয়েলকাম ড্রিংকস সহ তিন বেলা খাবারের পাশাপাশি থাকছে দুই বেলা স্ন্যাকস এবং প্রতিবেলা খাবারে থাকবে ভিন্নতার ছোয়া। আরও থাকছে ১৮ ঘন্টা চা/ কফির ব্যাবস্থা।

নিরাপত্তাঃ আপনাদের নিরাপত্তার জন্য বাংলাদেশ বনবিভাগ থেকে থাকবে দুই জন নিরাপত্তা কর্মী ।

ভ্রমনকালে যা যা সাথে বহন করবেন:
টেলিটক সিম, কেডস, প্লাষ্টি/বার্মিজ বেলওয়ালা স্যান্ডেল, ব্রাশ, পেস্ট, সানব্লক লোশন, টর্চ লাইট, প্রয়োজনীয় ওষুধ, এবং অন্য কোন অপরিহার্য ব্যক্তিগত পন্য।

# # # বুকিং করার নিয়োম ও শর্তঃ
১) বুকিং এর সময় ৫০℅ টাকা প্রদান করিতে হইবে এবং সিপে ওঠার পূর্বে ৫০% টাকা প্রদান করে ভ্রমন শুরু করতে হবে।
২) ট্যুরটি ক্যান্সেল করিতে হইলে যাত্রার ২০ দিন পূর্বে ১০% সার্ভিস চার্জ কর্তন সাপেক্ষে ক্যান্সেল করিতে পারিবে৷
৩) যাত্রার ১০-১৫ দিন এর মধ্যে ক্যান্সেল করিলে মোট টাকার ৫০% কর্তন করা হবে৷
৪) যাত্রার ১-৫ দিনের মধ্যে ক্যান্সেল করিলে মোট টাকার ৭৫% কর্তন করা হবে।
৫) কোনো প্রকার জাতীয় দূর্যোগে যদি সকলের জন্য সুন্দরবন ভ্রমণ বন্ধ ঘোষণা হয় তবে ভ্রমণ তারিখের ১ দিন পূর্বে হইলেও ৯০% অগ্রীম টাকা ফেরত দেওয়া হইবে।
৬) বুকিং করতে হলে সকল ভ্রমন সদস্যদের ভোটার আইডি কার্ড অথবা জন্ম-নিবন্ধন এর ফটোকপি বুকিং এর সময় জমা দিতে হবে এবং বিদেশী অতিথিদের পাসপোর্ট এর ফটোকপি জমা দিতে হবে।
৭) বিদেশি অতিথিদের ক্ষেত্রে ফরেষ্ট রেভিনিউ এবং ভ্যাট ও সার্ভিস চার্চ বাবদ প্রতিদিন ৩৬৬৬/- টাকা করে ৩দিনের ট্যুরের জন্য মোট ১১০০০/- টাকা মুল প্যাকেজের সাথে যোগ হবে।

৮) বাচ্চাদের ক্ষেত্রে বুকিং পলিসি হচ্ছেঃ
১। ০-৩ বচরের মধ্যে ফ্রিঃ
২। ৩-১০ বছরের ভিতরে ৫০% টাকা পে করতে হবে এবং বাবা-মায়ের
সাথে বেড সেয়ার করতে হবে।
৩। যদি কোন বাচ্চা একটি বেড নেয় তাহলে তাকে ফুল প্যাকেজ রেট
পে করতে হবে।

# # # বুকিং মানি জমা দেওয়ার পদ্ধতিঃ
১. সরাসরি অফিসে এসে জমা দেওয়া যাবে।
২. বিকাশ করা যাবে (Bkash Personal 01846717069)
৩। আমাদের ব্যাংক এ্যাকাউন্ট এ জমা দিতে পারেন।
# BRAC Bank, Khulna Branch.
Bank A/C: 2802203594340001
A/C Name: MS/MEENA AUTOMOBAIL

# # # গ্রুপ ও কর্পোরেট বুকিং এর ক্ষেত্রে বুকিং এর সাথে পাচ্ছেন প্রতিটি ভ্রমন অতিথিদের জন্য মেরিয়ান সুন্দরবন ট্যুর এ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে একটি করে ভ্রমন টি-শার্ট ফ্রি। (শর্ত প্রযোজ্য)

বিস্তারিত জানতে সরাসরি আমাদের অফিসিয়াল নম্বরে কল করুন।
Dream SHUNDORBON tours
Ms/meena shipping Shipping lines @ SHUNDORBON Tours bd
যোগাযোগঃ 01846717069
What's app: 01676783974
E-mail: [email protected]

Sundarbans Tour Package MV SHUVO @ RODELAচলুন ঘুরে আসি সুন্দরবন২রাত ৩দিন । খুলনা – সুন্দরবন – খুলানা আপনার বুকিং করতে আম...
26/12/2022

Sundarbans Tour Package MV SHUVO @ RODELA
চলুন ঘুরে আসি সুন্দরবন
২রাত ৩দিন ।
খুলনা – সুন্দরবন – খুলানা
আপনার বুকিং করতে আমাদের সাথে যোগাযোগ করুন
হটলাইন +880 1846717069
সুন্দরবনে যেকোনো সময় প্যাকেজ ট্যুর,গ্রুপ ট্যুর,স্ট্যাডি ট্যুর ,সার্ভে ট্যুর এবং যে কোন ধরনের সামাজিক অনুষ্ঠানের জন্য এসি, ননএসি জাহাজ বুকিং করতে পারবেন ।
ডিসেম্বর,জানুয়ারী,ফ্রেবুয়ারী মাসের ট্যুরের জন্য বুকিং করতে পারেন ।
(ঢাকা থেকে বাসে আসার সময় পদ্মা সেতু হয়ে খুলনা আসতে পারেন)
সুন্দরবনের দর্শনীয় স্থান সমূহ:
১. হাড়বাড়িয়া
২.কটকা অফিস
৩.জামতলা ওয়াচ টাওয়ার
৪.বাদাম তলা সী বীচ
৫.হিরোনপয়েন্ট
৬.দূবলার চর
৭. করমজল
ফ্যাসিলিটি সমূহ
বিলাসবহুল ক্রজ শীপ
কেবিন উইথ এটাস্ট ওয়াশরুম
বার-বি-কিউ কর্নার
মিষ্টি পানির রির্জাভার।
আধুনিক জি.পি. এস. রার্ডার, ইকো সাউন্ড সিস্টেম, সহ সংক্রিয় অগ্নিনির্বাপক ব্যবস্থা। ফ্রিজের মাধ্যমে খাবার সংরক্ষন করা।
শীপের অভ্যন্তরে নান্দনিক ডিজাইন।
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোষ নেই।
প্রতিদিন থাকছে ডাবল ফুড মেনুর তিনবেলা খাবার ও দুইবেলা স্নাক্স এবং সার্বক্ষণিক চা-কফির সুব্যবস্থা।
একদিন স্পেশাল বার্বিকিউ নাইট
প্রতিদিন আপনাদের জন্য সুস্বাদু খাবার আয়োজনের জন্য আমাদের রয়েছে অভিজ্ঞ সেফ এবং খাবার সার্ভের জন্য দক্ষ ওয়েটার
নিরাপত্তার জন্য আমাদের প্রতিটি ট্যুরে দুজন করে বন বিভাগ থেকে সরকারি সিকিউরিটি গার্ড উইথ আর্মস ।
অভিজ্ঞ গাইড।
প্রযুক্তি সম্পন্ন নেভিগেশন যন্ত্রপাতি,লাইফ জ্যাকেট, লাইফ বয়া ।
বনের ভেতরে প্রবেশের ও ভ্রমণের জন্য ছোট নৌকা
জেনারেটর ব্যাবস্থা,জঙ্গলট্রেকিং,ফাস্ট এইড ।
Details first Comments.
Contract Us.
DREAM SHUNDORBON TOURISM.
MS/MEENASHIPPING LINES TOURS BD
04,B.I.W.T.A Launch Ghat , Khulna, Bangladesh.
Cell: +88 01846717069+88 01676783974

[email protected]
Sundarbans Tour Package Bangladesh Best Tour Operators And Travel Agency In Khulna

23/12/2022

🦌 সুন্দরবন ভ্রমণ করুন- ⛴🛳 ভ্রমনের তারিখঃ
৩০.৩১.০১ ডিসেম্বর ও জানুয়ারি ২০২২ইং
৬.৭.৮ জানুয়ারি ২০২২ইং
৯.১০.১১ জানুয়ারি ২০২২ইং

(3 দিন / 2 রাত- সুন্দরবন ভ্রমণ)
👉👉 👉 18/19/20 November 2022
25/26/27 November 2022
02/03/04 December 2022
(খুলনা – সুন্দরবন – খুলনা) ⛴🛳

🟦 দর্শনীয় স্থান সমূহ:

▪প্রথমদিনঃ
হাড়বাড়িয়া ইকো পার্ক ।🐅

▪দ্বিতীয় দিনঃ
কটকা টাইগার পয়েন্ট, জামতলা ওয়াচ টাওয়ার,বাদামতলা সী-বীচ,হিরন পয়েন্ট,অলোর কোল (দুবলার চর)।🐅

▪তৃতীয় দিনঃ
করমজল।🐅

🟦 প্যাকেজের অন্তর্ভুক্ত:
• প্রতিদিন তিন বেলা খাবার
• দিনে দুবার নাস্তা
• চা-কফি
• বার-বি-কিউ পার্টি
• ভ্রমণ কর (বন রাজস্ব)
• স্পট ভ্রমণ
• স্পট এন্ট্রি ফি
• দক্ষ গাইড
• ক্যাটারিং সুবিধা

🟦 📣 নভেম্বর-২০২২ থেকে মার্চ-২০২৩ এর মধ্যে ফ্যামিলি নিয়ে সুন্দরবন ভ্রমণ করতে চাইলে অথবা বন্ধু ও সহকর্মীদের নিয়ে গ্রুপ প্যাকেজ তৈরী করতে চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন।

🕶📲 Please Contact:
DREAM SUNDARBAN TOURISM
Biwta Rocket ghat. Khulna
Sobuj market
Khulna-9100.
☎কল : 01846717069
💓WhatsApp+IMO 01846717069
🌎
📧Mail: [email protected]

23/12/2022

সুন্দরবন ভ্রমণ 🐅
মোবাইল: ☎️+88 +880 1846-717069
☎️01676783974

▪ ভ্রমনের সময়: ৩ দিন ২ রাত
▪ খুলনা - সুন্দরবন - খুলনা

♦️ট্যুর ডেটঃ ৩০ ডিসেম্বর থেকে ১লা জানুয়ারি
এবং ৬ই জানুয়ারি থেকে ৮ই জানুয়ারি-২০২৩

🌿ভ্রমণের স্থানঃ
🔭হাড়বাড়ীয়া ইকো ট্যুরিজম
🔭কটকা অফিস পার
🔭জামতলা সী বীচ
🔭নীলকমল (হিরন পয়েন্ট)
🔭 দুবলার চর (আলোর কোল)
🔭করমজল।

🌿প্যকেজ অন্তর্ভুক্তঃ

🏛️৩ দিন ২ রাত ট্যুরিষ্ট শিপে থাকা।
🍱৩ দিনের সকল প্রকার খাবার(ভ্রমণ বৃত্তান্ত অনুযায়ী) (ব্রেকফাষ্ট + লাঞ্চ + ডিনার ও প্রতিদিন ২ টি স্নাক্স)।
🏞️ভ্রমণ বৃত্তান্ত অনুযায়ী সকল স্পট পরিদর্শন।
🛶ছোট বোটে করে ক্যানেল ক্রুজিং।
🍴শেষ রাতে বার-বি-কিউ ডিনার।
🥛২৪ ঘন্টা খাবার পানি সরবরাহ।
✅ফরেষ্ট পারমিশন ও সকল প্রকার এন্ট্রি ফি।
👮‍♂️নিরাপওার জন্য ফরেষ্ট ডিপার্টমেন্ট থেকে অস্ত্রধারী গার্ড।
🧍‍♂️অভিজ্ঞ সার্ভিস বয়।
👨‍🦰দক্ষ ক্রু।
👨‍✈️অভিজ্ঞ গাইড।
💸কোন রকম হিডেন চার্জ নাই।

🌿আপনার প্যাকেজটি নিশ্চিত করতে আজই যোগাযোগ করুনঃ
BIWTA terminal MARKET.SOBUJ MARKET.KHULNA

🦌 সুন্দরবন ভ্রমণ করুন-  ⛴🛳   ভ্রমনের তারিখঃ                              ১৮/১৯/২০নভেম্বর ২০২২ইং                         ...
10/11/2022

🦌 সুন্দরবন ভ্রমণ করুন- ⛴🛳 ভ্রমনের তারিখঃ
১৮/১৯/২০নভেম্বর ২০২২ইং
২৫/২৬/২৭ নভেম্বর ২০২২ইং
০২,০৩,০৪ ডিসেম্বর ২০২২ ইং
(3 দিন / 2 রাত- সুন্দরবন ভ্রমণ)
👉👉 👉 18/19/20 November 2022
25/26/27 November 2022
02/03/04 December 2022
(খুলনা – সুন্দরবন – খুলনা) ⛴🛳

🟦 দর্শনীয় স্থান সমূহ:

▪প্রথমদিনঃ
হাড়বাড়িয়া ইকো পার্ক ।🐅

▪দ্বিতীয় দিনঃ
কটকা টাইগার পয়েন্ট, জামতলা ওয়াচ টাওয়ার,বাদামতলা সী-বীচ,হিরন পয়েন্ট,অলোর কোল (দুবলার চর)।🐅

▪তৃতীয় দিনঃ
করমজল।🐅

🟦 প্যাকেজের অন্তর্ভুক্ত:
• প্রতিদিন তিন বেলা খাবার
• দিনে দুবার নাস্তা
• চা-কফি
• বার-বি-কিউ পার্টি
• ভ্রমণ কর (বন রাজস্ব)
• স্পট ভ্রমণ
• স্পট এন্ট্রি ফি
• দক্ষ গাইড
• ক্যাটারিং সুবিধা

🟦 📣 নভেম্বর-২০২২ থেকে মার্চ-২০২৩ এর মধ্যে ফ্যামিলি নিয়ে সুন্দরবন ভ্রমণ করতে চাইলে অথবা বন্ধু ও সহকর্মীদের নিয়ে গ্রুপ প্যাকেজ তৈরী করতে চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন।

🕶📲 Please Contact:
DREAM SUNDARBAN TOURISM
Biwta Rocket ghat. Khulna
Sobuj market
Khulna-9100.
☎কল : 01846717069
💓WhatsApp+IMO 01846717069
🌎
📧Mail: [email protected]

Address

Khulna
9100

Telephone

+8801846717069

Website

Alerts

Be the first to know and let us send you an email when DREAM shundrbon tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DREAM shundrbon tourism:

Videos

Share

Category


Other Travel Companies in Khulna

Show All