27/12/2022
🗣️🗣️সুখবর সুখবর সুখবর,🤷♀️🤷♂️
সুন্দরবন ভ্রমনে আমাদের সকল বড় ট্যুরিষ্ট শিপ এখন সুন্দরবনের ভ্রমনের জন্য প্রস্তুত।
# বড় ট্যুরিষ্ট এসি এবং নন এসি শিপে (৫০-৭৫ জনের বেড ক্যাপাসিটি) কর্পোরেট ট্যুর, গ্রুপ ট্যুর, ষ্টাডি/ষ্টুডেন্ট ট্যুর করার জন্য আজই বুকিং করুন।
@@ সিপের উপর ক্লিক করলে সিপের প্যাকেজের বিস্তারিত পাবেন।
🙋♀️🙋♂️খুব কম খরচে সুন্দরবন ভ্রমন করুন।
প্রতি ৩দিন পর পর (শুক্রবার, শনিবার, রবিবার এবং সোমবার, মঙ্গলবার, বুধবারে) আামাদের সুন্দরবন ভ্রমন চলোমান রয়েছে।
🧞♂️🧞♀️ ৫% ছাড় সাধারন প্যাকেজের জন্য এবং কর্পোরেট গ্রুপের জন্য ১৫% পর্যন্ত ছাড় রয়েছে। (শর্ত প্রযোজ্য)🧞♀️
🧞♂️🧞♀️ কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে শিক্ষা সফরের জন্য ১০% ছাড় রয়েছে। (শর্ত প্রযোজ্য)
👣👣👣ভ্রমন সময়কালঃ ৩দিন ২রাত,
খুলনা টু সুন্দরবন টু খুলনা
==দয়াকরে পোষ্টটি ভালোকরে পড়ুন তার পর আরও বিস্তারিত জানতে সরাসরি আমাদের অফিসিয়াল নম্বরে কল করুনঃ
মোবাইল নম্বরঃ 01846717069
Sundarban Package/GroupTour /Corporate Group Tour 2022
Khulna - Sundarban-Khulna (2 Night 3 Days Package)
OR
🐯🦁 Special arrangement The Adventure Sundarban tour in Deep Forest by request. (Minimum 10-18 person)
🐯🦁প্রাইভেট ভ্যাসেলে সকল স্বাস্থ্য বিধি মেনে সুন্দরবন ভ্রমন করুন।
৯-২৫ জনের বেড ক্যাপাসিটি বিশিষ্ট প্রাইভেট ভ্যাসেল রয়েছে।
ফ্যামিলি ট্রুর, গ্রুপ ট্রুর, ফ্রেন্ডস্ ট্রুর, এ্যাডভেঞ্চার ট্রুর, ডকুমেন্টারি, সার্ভে, ফটোগ্রাফি, 📽️সিনেমাটোগ্রাফি ইত্যাদি কাজে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন।
সুন্দরবন ভ্রমনে ইচ্ছুকদের দৃষ্টি আকর্ষন করে বলছি, যারা চলতি জানুয়ারী মাসে সুন্দরবন ভ্রমন করতে চান তাদের জন্য আমাদের 9 জন ক্যেপাসিটি বিশিষ্ট ক্রুস ভ্যাসেল থেকে ২৫, ৩০,৩৪, ৪২, ৪৫, ৪৮, ৫২, ৫৪, ৬০, ৬৫ এবং ৭৫ জনের বেড ক্যাপাসিটি বিশিষ্ট এসি, নন এসি বিভিন্ন ধরনের বড় সিপ/ভ্যাসেল রয়েছে। এই শিপ/ভ্যাসেল বুকিং এর জন্য আজই সরাসরি কল করে বা আমাদের অফিসে এসে যোগাযোগ করুন এবং বুকিং করুন।
যেখানে থাকবে সুন্দরবন বেষ্টিত অনেক দ্বীপ ভিজিট, সম্পূর্ন এ্যাডভেন্চার ম্যানগ্রোভ ফরেষ্ট এর ভিতরে, সাথে নদী, বন্য প্রানী, হরিণ, কুমির, বানর, রয়েল বেঙ্গল টাইগার, দুটি সমুদ্র সৈকত যেখানে একদিকে গভির জঙ্গল আর একদিকে গভির সমুদ্র, রাতে বার্বিকিউ নাইট, নানা ধরনের সামুদ্রিক মাছ চিংড়ি, কাঁকড়া দিয়ে অনেক ধরনের মজার খাবার তো আছেই।
সুন্দরবনের খাঁটি মধু,রাতে নিরাবতার মাঝে ঝিঝি পোকার ঝিঝি শব্দ/ রাতে ঘুমাবার সময় নদীর জ্বলে ছল ছল শব্দ আবার রাতের অন্ধকারে জোনাকি পোকার মিট মিটে আলো, আকাশ ভরা ঝলমলে তাঁরা আর চাঁদ, কারন নদীর বুকেই জাহাজের ভিতরে আমাদের রাত যাপন হবে।অনেক প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে আমাদের এই ট্রুর প্রোগ্রামে।
সুন্দরবন ভ্রমনের সবচেয়ে জনপ্রিয় সময় হল অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ এই ৫ মাস। কারণ শীতের এই চার মাস আবহাওয়া শীতল ও শান্ত থাকে। বৃষ্টি-বাদলের সম্ভাবনা ও থাকে অনেক কম। তাই সুন্দরবন যেতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।
সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেষ্ট। এখানে আপনি এক
সাথে যে সকল সুযোগ-সুবিধাগুলো পাবেন ।
# অনেকগুলো সমুদ্র সৈকত/বিস্
# অনেকগুলো ছোট বড় দ্বীপ ভ্রমন
# ফরেষ্ট ট্রেকিং
# বনের খালে মাছ ধরা
# খেলাধুলা
# তিন বেলা ভিন্ন ভিন্ন সুস্বাদু খাবার
# জাহাজের ক্যাবিনে রাত্রীযাপন
# বাংলা সংস্কৃতিকে সাথে নিয়ে গান-বাজনার ব্যবস্থা
# রাতে বারবিকিউ নাইট
# ফরেষ্ট আর্ম গার্ড
# দক্ষ ট্যুর গাইড
# কেটারিং এর ব্যবস্থা
# অভিজ্ঞ বাবুর্চি/ সেফ
# বিশুদ্ধ খাবার জল
# খালে ঘুরে বেরাবার জন্য ছোট ট্রলার
বাংলাদেশের একমাত্র সুন্দরবনেই নৌযানে করে তিনদিন ভ্রমনের সুযোগ পাচ্ছেন।
সুন্দরবনের প্রকৃতির উপভোগের সাথে সাথে খুব কাছে থেকে বন্যপ্রানী দেখার এক অপূর্ব সুযোগ পাওয়া যাবে। এমন কি ভাগ্য ভালো হলে এই সময় পৃথিবী বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগারের দেখা মিলতে পারে। এই সময় সমুদ্রকে পাবেন আপনার মনের মত করে।
আর হ্যাঁ সুন্দরবনে আপনাদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ হিসাবে বার-বি-কিউ নাইট। আরও সাথে থাকছে অভিজ্ঞ ট্যুর গাইড।
# # # আমাদের ভ্রমনের স্থানঃ
- হারবাড়িয়া
- কটকা অফিস
- ওয়াচ টাওয়ার
- জামতলা সী বিচ
- টাইগার টিলা
- ডিমের চর/ দুবলার চর
- কচিখালি
- করমজল
খাবারঃ
ওয়েলকাম ড্রিংকস সহ তিন বেলা খাবারের পাশাপাশি থাকছে দুই বেলা স্ন্যাকস এবং প্রতিবেলা খাবারে থাকবে ভিন্নতার ছোয়া। আরও থাকছে ১৮ ঘন্টা চা/ কফির ব্যাবস্থা।
নিরাপত্তাঃ আপনাদের নিরাপত্তার জন্য বাংলাদেশ বনবিভাগ থেকে থাকবে দুই জন নিরাপত্তা কর্মী ।
ভ্রমনকালে যা যা সাথে বহন করবেন:
টেলিটক সিম, কেডস, প্লাষ্টি/বার্মিজ বেলওয়ালা স্যান্ডেল, ব্রাশ, পেস্ট, সানব্লক লোশন, টর্চ লাইট, প্রয়োজনীয় ওষুধ, এবং অন্য কোন অপরিহার্য ব্যক্তিগত পন্য।
# # # বুকিং করার নিয়োম ও শর্তঃ
১) বুকিং এর সময় ৫০℅ টাকা প্রদান করিতে হইবে এবং সিপে ওঠার পূর্বে ৫০% টাকা প্রদান করে ভ্রমন শুরু করতে হবে।
২) ট্যুরটি ক্যান্সেল করিতে হইলে যাত্রার ২০ দিন পূর্বে ১০% সার্ভিস চার্জ কর্তন সাপেক্ষে ক্যান্সেল করিতে পারিবে৷
৩) যাত্রার ১০-১৫ দিন এর মধ্যে ক্যান্সেল করিলে মোট টাকার ৫০% কর্তন করা হবে৷
৪) যাত্রার ১-৫ দিনের মধ্যে ক্যান্সেল করিলে মোট টাকার ৭৫% কর্তন করা হবে।
৫) কোনো প্রকার জাতীয় দূর্যোগে যদি সকলের জন্য সুন্দরবন ভ্রমণ বন্ধ ঘোষণা হয় তবে ভ্রমণ তারিখের ১ দিন পূর্বে হইলেও ৯০% অগ্রীম টাকা ফেরত দেওয়া হইবে।
৬) বুকিং করতে হলে সকল ভ্রমন সদস্যদের ভোটার আইডি কার্ড অথবা জন্ম-নিবন্ধন এর ফটোকপি বুকিং এর সময় জমা দিতে হবে এবং বিদেশী অতিথিদের পাসপোর্ট এর ফটোকপি জমা দিতে হবে।
৭) বিদেশি অতিথিদের ক্ষেত্রে ফরেষ্ট রেভিনিউ এবং ভ্যাট ও সার্ভিস চার্চ বাবদ প্রতিদিন ৩৬৬৬/- টাকা করে ৩দিনের ট্যুরের জন্য মোট ১১০০০/- টাকা মুল প্যাকেজের সাথে যোগ হবে।
৮) বাচ্চাদের ক্ষেত্রে বুকিং পলিসি হচ্ছেঃ
১। ০-৩ বচরের মধ্যে ফ্রিঃ
২। ৩-১০ বছরের ভিতরে ৫০% টাকা পে করতে হবে এবং বাবা-মায়ের
সাথে বেড সেয়ার করতে হবে।
৩। যদি কোন বাচ্চা একটি বেড নেয় তাহলে তাকে ফুল প্যাকেজ রেট
পে করতে হবে।
# # # বুকিং মানি জমা দেওয়ার পদ্ধতিঃ
১. সরাসরি অফিসে এসে জমা দেওয়া যাবে।
২. বিকাশ করা যাবে (Bkash Personal 01846717069)
৩। আমাদের ব্যাংক এ্যাকাউন্ট এ জমা দিতে পারেন।
# BRAC Bank, Khulna Branch.
Bank A/C: 2802203594340001
A/C Name: MS/MEENA AUTOMOBAIL
# # # গ্রুপ ও কর্পোরেট বুকিং এর ক্ষেত্রে বুকিং এর সাথে পাচ্ছেন প্রতিটি ভ্রমন অতিথিদের জন্য মেরিয়ান সুন্দরবন ট্যুর এ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে একটি করে ভ্রমন টি-শার্ট ফ্রি। (শর্ত প্রযোজ্য)
বিস্তারিত জানতে সরাসরি আমাদের অফিসিয়াল নম্বরে কল করুন।
Dream SHUNDORBON tours
Ms/meena shipping Shipping lines @ SHUNDORBON Tours bd
যোগাযোগঃ 01846717069
What's app: 01676783974
E-mail: [email protected]