Takeoff Travels Khulna

Takeoff Travels Khulna Flush your troubles away...
(1)

07/02/2023
26/12/2022

অভ্যন্তরীণ যেকোনো রুটে
টিকিট কাটুন সবচেয়ে কম রেটে... যোগাযোগ: 01945 366354

সুবিশাল ম্যানগ্রোভ বন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ এবং জীববৈচিত্র্যের অভয়ারণ্য আমাদের সুন্দরবন।সুন্দরবনের সৌন্দর্য্য নানা ভা...
23/10/2022

সুবিশাল ম্যানগ্রোভ বন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ এবং জীববৈচিত্র্যের অভয়ারণ্য আমাদের সুন্দরবন।
সুন্দরবনের সৌন্দর্য্য নানা ভাঙ্গা গড়ায় পরিবর্তনশীল।তার এই রূপবৈচিত্র্যের সাথে পরিচয় করিয়ে দিতে আমরা আয়োজন করেছি "৩ দিন ২ রাতের"সুন্দরবন প্যাকেজ।

# #প্যাকেজের অন্তর্ভুক্ত বিষয়সমূহ:
১. সুসজ্জিত বেড/ বাঙ্ক কেবিন
২.এটাস্ট বাথ কেবিন, কমন বাথ কেবিন
৩. ৩ দিনের ৯ বেলা খাবার সহ হালকা নাস্তা

# #প্যাকেজের অন্তর্ভুক্ত স্পট সমূহ:
১. কটকা
২. হিরোণপয়েন্ট
৩. কচিখালি
৪.হাড়বাড়িয়া
৫.ত্রিকোণ আইল্যান্ড
৬.দুবলার চর

প্যাকেজ ট্যুর সংক্রান্ত যেকোন জিজ্ঞাসায় যোগাযোগ করুন নিম্নোক্ত নাম্বারে:
01945 366354
01921 148924
আমাদের অফিসের ঠিকানা:
১৮৪/১, শের এ বাংলা রোড, হাজী শামসুদ্দীন প্লাজা, ব্যাংক টাউন সংলগ্ন, গল্লামারী, খুলনা।

It's time to have a break!!!
10/10/2022

It's time to have a break!!!

TAKEOFF TRAVELS KHULNA থেকেদেশি, বিদেশি যেকোনো টিকিট কিনলে সাথে পাচ্ছেন আকর্ষণীয় কলম ফ্রি।যোগাযোগ: +880 1945-366354
07/10/2022

TAKEOFF TRAVELS KHULNA থেকে
দেশি, বিদেশি যেকোনো টিকিট কিনলে সাথে পাচ্ছেন আকর্ষণীয় কলম ফ্রি।
যোগাযোগ: +880 1945-366354

04/10/2022

TAKEOFF TRAVELS KHULNA থেকে
দেশি, বিদেশি যেকোনো টিকিট কিনলে সাথে পাচ্ছেন আকর্ষণীয় কলম ফ্রি।
যোগাযোগ: 01945366354

19/06/2022

মূল্যছাড়!!! মূল্যছাড়!!! মূল্যছাড়!!!

০১ জুলাই ২০২২ থেকে ১০ জুলাই ২০২২ পর্যন্ত নিম্নরূপ অভ্যন্তরীণ রুটের বিমান ভাড়ায় অবিশ্বাস্য মূল্যছাড় :

# যশোর থেকে ঢাকা
# বরিশাল থেকে ঢাকা
# সৈয়দপুর থেকে ঢাকা
# রাজশাহী থেকে ঢাকা

# # বিস্তারিত জানতে কমেন্ট করুন, লাইক দিয়ে সাথে থাকুন।

 # ঈদ উপলক্ষে অবিশ্বাস্য মূল্য ছাড়২৫ এপ্রিল থেকে ০২ মে পর্যন্ত শুধুমাত্র যশোর থেকে ঢাকা টিকিট এর মূল্য ৩৫০০ টাকা মাত্র(...
20/04/2022

# ঈদ উপলক্ষে অবিশ্বাস্য মূল্য ছাড়

২৫ এপ্রিল থেকে ০২ মে পর্যন্ত শুধুমাত্র যশোর থেকে ঢাকা টিকিট এর মূল্য ৩৫০০ টাকা মাত্র( কর্তৃপক্ষের সিদ্ধান্তে যেকোন সময় পরিবর্তনযোগ্য)

ঈদে সপরিবারে বাড়িতে এসে নিশ্চিন্তে ফিরে যাবেন রাজধানীতে।

অপেক্ষা কিসের???

যশোর- ঢাকা টিকিট করে রাখুন এখনি !!!

(বিস্তারিত জানতে কমেন্ট করুন, লাইক দিয়ে সাথে থাকুন)

10/12/2021

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ফ্লাইটের ভাড়া গত মাস থেকে দ্বিগুণ হয়েছে। যে কারণে কঠিন হয়ে পড়েছে অভিবাসী শ্রমিকদে.....

✈️ Takeoff Travels Khulna ✈️💢 সময় বাঁচাতে, কষ্ট এড়াতে       বেছে নিন বিমানযাত্রা কে ➡️ জরুরী ভিত্তিতে ঢাকা যাওয়া দরকা...
11/11/2021

✈️ Takeoff Travels Khulna ✈️

💢 সময় বাঁচাতে, কষ্ট এড়াতে
বেছে নিন বিমানযাত্রা কে

➡️ জরুরী ভিত্তিতে ঢাকা যাওয়া দরকার .. ???
➡️ ব্যবসায়িক প্রয়োজনে দ্রুত নিজ বিভাগের বাহিরে যেতে হবে .???
➡️ অফিসের দুই দিনের ছুটি পেয়ে পরিবারের সাথে সময় কাটাতে চান? কিন্তু ঢাকা থেকে বরিশাল যেতেই তো সড়ক পথে সময় নষ্ট হয়ে যায় ।
➡️ যশোর সিএমএইচ থেকে ইমারজেন্সি রোগী নিয়ে চিকিৎসার জন্য ঢাকা যেতে হবে?? কি উপায়??
➡️ শীতের আমেজ আসতে না আসতেই ভ্রমণ পিপাসুদের মন আনচান করে, মন যেন মেঘের সঙ্গী হয়ে দিক দিগন্তের পানে উড়াল দিতে চায়।

👉 দৈনিক জীবনের এসকল পরিস্থিতি বিবেচনায় Takeoff Travels Khulna এর পথ চলা। দেশের ভিতর ( Domestic) ও বাইরে (International) যে কোন রুটে ভ্রমণের জন্য বিমান টিকেটের একটি নির্ভরযোগ্য স্থান।

🔺 Takeoff Travels ই কেন❓❓

১. যেকোনো দিন যেকোনো সময় সার্ভিস পাওয়া যায়।
২. অনলাইন ভিত্তিক হওয়ায় অফিস পর্যন্ত আসার কোন অতিরিক্ত ঝামেলা নেই।
৩. Payment mode - Bkash, online banking system এবং শহরের ভিতরে ( pick up point ) থেকে cash on delivery সুবিধা আছে।

💢 বিশ্বাস ও আস্থায়,
নিরন্তর পথচলা.......

🔵 অনলাইনে চাকচিক্যময় নানা ব্যবসায় গোটা পৃথিবী যখন ব্যস্ত, আমি তখন এই ভিন্নধর্মী কাজটি বেছে নিয়েছি। আপনাদের সার্বিক সহযোগিতায় সবসময় সচেষ্ট -

আমি - মৃত্তিকা জামান
এবং আমার টিম মেম্বার - আতাহারুল ,মামুন, আশিক, রিপন প্রমুখ ।

25/10/2021

ঘটনা ১:
আবুল হোসেন ও সুফিয়া বেগম দম্পতি চেন্নাই যাবেন চিকিৎসার জন্য। পেশায় ব্যাংকার হলেও প্রযুক্তি ব্যবহারে একেবারেই অদক্ষ জনাব আবুল হোসেন। এক সন্ধ্যায় বাসার কাছাকাছি এসে ফোন করে জানালেন যে আমার অফিসে আসতে চান। বিমানের টিকিটের বিষয়ে বিস্তারিত কথা বলবেন। উত্তরে জানালাম যে আমি এখনো অফিস নেইনি, অনলাইনে কাজ করছি। তবুও উনি যেহেতু বাসার কাছাকাছি চলে এসেছেন , তাই বাসায় আসতে বললাম। কথা হলো, টিকিটের নির্ধারিত মূল্যের চেয়ে কম রাখতে হবে। এছাড়াও কিছু আনুসঙ্গিক কাগজ পত্র জোগাড় করে দিতে হবে । (যেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না।) এজেন্সি যদি দায়িত্ব নিয়ে ঐ কাগজপত্র প্রস্তুত করেও দেয় তার জন্য চড়া মূল্য নিশ্চিত করে থাকে। অথচ আবুল হোসেন সাহেব ঐ কাগজপত্রের জন্য কোনো বাড়তি টাকা দিতে নারাজ। আমার সাহেবের জোরাজুরিতে লাভের পরিমাণ কম হবে জেনেও রাজি হতে বাধ্য হলাম। অতঃপর করোনার নমুনা কখন দিলে ৭২ ঘন্টা অতিক্রম করবে না, নমুনা দেওয়া, রিপোর্ট সংগ্রহ, রিপোর্টের ভিত্তিতে ফর্ম পূরণ , যাত্রার দিনে চেক্ ইন এর কনফর্মেশন ম্যাসেজ টা না পাওয়া অবধি উনার দুশ্চিন্তা এবং আমাকে বারবার ফোন করা। অবশেষে ম্যাসেজ টা ঢাকার মেইন অফিস থেকে পাঠানোর সাথে সাথে উনাকে ই - মেইলে দিলাম। কিন্তু সংশয় থেকে গেল, কারণ ৩/৪ দিনের অভিজ্ঞতায় যেটা বুঝেছি , উনি একা ই- মেইল ব্যবহার করতে পারবেন না। যাইহোক, অন্য একজনের সহযোগিতায় সেটা করা হলো। পরিশেষে, ফোনের অপর প্রান্তে জনাব আবুল হোসেন এর তৃপ্তির হাসি শুনে নিশ্চিন্ত হলাম। ক্লায়েন্ট এর তৃপ্তির হাসি টা যে কতটা আনন্দ দেয় তা আর আজ বলবো না।
বিঃদ্রঃ বিশাল বড় পোস্ট এর জন্য দুঃখিত। আগামীতে স্বল্প দৈর্ঘ্য করার চেষ্টা করব। (ঘটনায় ব্যবহ্রত চরিত্রের নামগুলি কাল্পনিক।)
উপসংহারঃ শুধুমাত্র টিকিট করে দিলেই আমার দায়িত্ব শেষ হয় না। আমি মনে করি , ক্লায়েন্ট গন্তব্যে পৌঁছানো পর্যন্ত তিনি/ তারা আমার দায়িত্ব।

10/08/2021
10/08/2021
All domestic flights will resume from tomorrow 6.8.2021 Friday
05/08/2021

All domestic flights will resume from tomorrow 6.8.2021 Friday

Address

184/1, Sher/E/Bangla Road, Adjacent To Bank Town , Gollamari
Khulna
9100

Telephone

+8801945366354

Website

Alerts

Be the first to know and let us send you an email when Takeoff Travels Khulna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Takeoff Travels Khulna:

Share

Category

Nearby travel agencies