Bonbibi Ecotourism Center Bangladesh

Bonbibi Ecotourism Center Bangladesh Bonbibi ecotourism center of Bangladesh, started at 2020.Our destinations is to allow traveler exper

সুন্দরবনে, ঢাংমারী ফরেস্টে স্বল্প খরচে, যে কোন সময় এখন সরাসরি গাড়ি যোগে আসা যায়। শীতের শুরুটা ঘুরবার জন্যে দারুন সময়। নি...
07/12/2023

সুন্দরবনে, ঢাংমারী ফরেস্টে স্বল্প খরচে, যে কোন সময় এখন সরাসরি গাড়ি যোগে আসা যায়। শীতের শুরুটা ঘুরবার জন্যে দারুন সময়। নিজেদের মত রিসোর্টে থাকা, বোটট্রিপ করা, বনজীবিদের জীবনের সহচার্যে থাকবার এই সুযোগ নিতে আগ্রহিররা বনবিবির সাথে যোগাযোগ করতে পারেন।

ইকো কটেজ বিস্তারিত -
মোট কটেজ ৩ টা, কমন ওয়াশরুম ৪ টা ( ২ টি হাই ও ২ টি লো কমড)

প্রতি রুমে ৪+৪+২ জন করে মোট ১০ জন, বাচ্চা সহ ১৫ জন অব্দি থাকা যেতে পারে।
প্রতি ব্যক্তির মাথা পিছু ১ দিন থাকা, ৩ বেলা খাওয়া ও একটা নৌকা ভ্রমন খরচ ২০০০৳ ।

এর বাইরে অতিরিক্ত সেবা সংযুক্ত হতে পারে -
১। লোক গানের সন্ধ্যা
২। বাইক বা অটোযোগে গ্রাম ভ্রমণ
৩। করমজল / করমজল+ হারবাড়িয়া ভ্রমণ

( অতিরিক্ত সেব নিতে অতিরিক্ত মূল্য সংযুক্ত হবে, কমপক্ষে ১ সপ্তাহ আগে বুকিং ও সুবিধা, অসুবিধা আলোচনা করে রাখতে হবে )

যোগাযোগ - 01743546999

সুন্দরবনের ফরেস্ট অফিসগুলো দেখতে মূলত এমনই হয় কাঠ- টিনের  ঘর, কাঠের পাটাতন করা বারান্দা! জংগলের ভেতরে গা ছমছম করা অফিসগু...
01/12/2023

সুন্দরবনের ফরেস্ট অফিসগুলো দেখতে মূলত এমনই হয় কাঠ- টিনের ঘর, কাঠের পাটাতন করা বারান্দা! জংগলের ভেতরে গা ছমছম করা অফিসগুলো রাতে কেমন, একবার ভাবুন তো!

30/11/2023

জংগলকে তার সহচার্যের মধ্যে দিয়ে উপলব্দি করতে চাইলে ইকো ট্যুরিজমের বিকল্প নেই।

05/07/2022
29/12/2021

হুদো! ম্যানগ্রোভ প্রজাতি !

https://m.facebook.com/story.php?story_fbid=10160515788499523&id=807979522
19/12/2021

https://m.facebook.com/story.php?story_fbid=10160515788499523&id=807979522

সুন্দরববের ঢাংমারি ফরেস্টে Bonbibi Ecotourism Center Bangladesh/ বনবিবি ইকো ট্যুরিজম সেন্টার বাংলাদেশের পক্ষ থেকে আয়োজন করা প্রথম ট্যুরে সায়েম ভাই সহ মোট ৮ জন অংশ নেন। সকলেই রিভিউ পাঠিয়েছেন, কেউ কেউ ফেসবুকে লিখেছেন কেউ ইনবক্স করেছেন। ফরেস্টে থাকার অন্যন্য অভিজ্ঞতা, হিলিং এর প্রকৃয়া বরাবরই চিন্তাশীলদের মধ্যে নতুন উপলব্ধির জন্ম দেয়। ফরেস্টের সাথে সম্পর্কের মধ্য দিয়ে অনেককে বদলাতে দেখেছি, রুপান্তরিত হতে দেখছি। Sadat Sayem সায়েম ভাই গল্প লিখেছে, "As the forest breathes" গল্পটা ছাপা হয়েছে, এই গল্পের মধ্যেও একটা নতুন উপলব্ধি আছে, নতুন ভাবে দেখার বিষয় রয়েছে। গল্পটা খুব ভালো লেগলো, বিশেষ করে নামটা! তাই সবার জন্যে সেয়ার করলাম।

https://www.observerbd.com/news.php?id=344622

https://m.facebook.com/story.php?story_fbid=10160499321354523&id=807979522
11/12/2021

https://m.facebook.com/story.php?story_fbid=10160499321354523&id=807979522

যাহাতে আমরা চড়েছি উহার নাম নসিমন। ভীষন শব্দে কাপিয়ে তুলে চারপাশ। এ ধরনের যান্ত্রিক শব্দ আমার পছন্দ নয় তবে ভ্রমণ আনন্দময় হয়ে উঠতে পারে যখন ভ্রমণকারিদের মধ্যে একটা ঠিকঠাক সমন্বয় ও বন্ধন গড়ে উঠে! তখন নসিমনের শব্দ ও হালকা বনে যায়।
Bonbibi Ecotourism Center Bangladesh

সুন্দরবন !
09/12/2021

সুন্দরবন !

সুন্দরবনের স্থানিয় শিশুদের ভালোবাসা ও অভিনন্দনে শিক্ত আমাদের অতিথিরা ! ৩-৪ ডিসেম্বর, ঢাংমারি ফরেস্ট ট্রিপ, সুন্দরবন
09/12/2021

সুন্দরবনের স্থানিয় শিশুদের ভালোবাসা ও অভিনন্দনে শিক্ত আমাদের অতিথিরা !
৩-৪ ডিসেম্বর, ঢাংমারি ফরেস্ট ট্রিপ, সুন্দরবন

28/11/2021

সুন্দরবন ভ্রমণ

৩-৪ ডিসেম্বর, ২ দিন দুই রাত।

# ৮ জনের ছোট দল।
# সুন্দরবনের ছোটবড় খাল, বন্য প্রজাতির পাখি, গাছ ও জীবের সাথে পরিচিতি।
#বনজীবিদের জীবন ও সংস্কৃতি পাঠ ।
# স্থানিয়দের প্রস্তুতকরা অর্গানিক, বিষমুক্ত খাদ্য গ্রহণ ও ইকো কটেজে রাত্রি যাপন ।

ইতোমধ্যে ৫ জন যুক্ত হয়েছেন, আর মাত্র ৩ জন যুক্ত হতে পারবেন ( কাপল রুম খালি আছে )।

যোগাযোগ - 01743546999
অথবা ইনবক্সে লিখুন ।

সুন্দরবনের আলোছায়া যখন ভর করে, গরান,গেওয়া, বাইন, সুন্দরীর পাতায় পাতায় আলোর ঝলক  !
26/11/2021

সুন্দরবনের আলোছায়া যখন ভর করে, গরান,গেওয়া, বাইন, সুন্দরীর পাতায় পাতায় আলোর ঝলক !

৩-৪ ডিসেম্বর, ২ দিন দুই রাতের সুন্দরবন ভ্রমণ Farzana Boby'র সাথে  ।  # ৮ জনের দল।  ইতোমধ্যে ৩ জন যুক্ত হয়েছেন, অন্য যারা...
25/11/2021

৩-৪ ডিসেম্বর, ২ দিন দুই রাতের সুন্দরবন ভ্রমণ Farzana Boby'র সাথে ।
# ৮ জনের দল।
ইতোমধ্যে ৩ জন যুক্ত হয়েছেন, অন্য যারা যেতে চান দ্রুত যোগাযোগ করুন ।

মোহনিয় সুন্দর এই সুন্দরবন, বৈচিত্রময় তার আলো-আধার, ছায়া, রাত-দিন, মৌসুম!
25/11/2021

মোহনিয় সুন্দর এই সুন্দরবন, বৈচিত্রময় তার আলো-আধার, ছায়া, রাত-দিন, মৌসুম!

জঙ্গলের গভীরে একা ভ্রমণ এক অভুতপূর্ব অনুভূতি ! বনবিবি আপনাকে নিরাপদে একা ভ্রমণের সুযোগ করে দিতে পারে !   22-23 November
25/11/2021

জঙ্গলের গভীরে একা ভ্রমণ এক অভুতপূর্ব অনুভূতি ! বনবিবি আপনাকে নিরাপদে একা ভ্রমণের সুযোগ করে দিতে পারে !
22-23 November

21/11/2021

৩-৪ ডিসেম্বর ২ দিন দুই রাতের জন্যে ৮ জনের ছোট দল নিয়ে যাচ্ছি সুন্দরবন দেখতে। ইতোমধ্যে ৩ জন যুক্ত হয়েছেন। কেউ যেতে চাইলে জানাবেন ।

# ৩-৪ ডিসেম্বর - ২ দিন ২ রাত
যোগাযোগ - ০১৭৪৩৫৪৬৯৯৯

# সুন্দরবনের বাড়িঘরগুলো নদীর কিনারজুড়ে, সাধারনত এমনটাই হয়ে থাকে তবে কোথাও কোথাও উচু মাচার উপরও সারিবদ্ধ ঘরের পাড়া রয়েছে , জোয়ারের পানি যাতে ঘরে না ঢুকে সে জন্যেই এই ব্যবস্থাপনা।

20/11/2021

সন্ধ্যা ঘনিয়ে আসছে,পাখিদের মত আমাকেও ফিরতে হবে জঙ্গলের নীড়ে !

বনবিবির ইকো ভ্রমণে যুক্ত হতে নির্ধারিত ভ্রমণ তারিখগুলো জেনে নিন -  #২২,২৩ নভেম্বর ২১- (৬ জন যুক্ত হতে পারবেন ) #৩,৪  ডিস...
20/11/2021

বনবিবির ইকো ভ্রমণে যুক্ত হতে নির্ধারিত ভ্রমণ তারিখগুলো জেনে নিন -

#২২,২৩ নভেম্বর ২১- (৬ জন যুক্ত হতে পারবেন )
#৩,৪ ডিসেম্বর ২১ - (৪ জন যুক্ত হতে পারবেন )
#১৭,১৮ ডিসেম্বর ২১ (৮ জন যুক্ত হতে পারেন )

এছাড়া শুক্র-শনি বাদে অন্যন্য নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে ২ বা ৩ দিনের জন্যে দলগত বা এককভাবে বনবিবির সাথে সুন্দরবন ভ্রমণে যেতে পারেন! আমরা সব চেয়ে কম খরচে, পরিবেশের সর্বোচ্চ নিরাপত্তা বজিয়ে রেখে, স্থানিয় আদিবাসিদের সাথে সমন্বিত ভাবে Farzana Boby র নেতৃত্বে ট্যুর পরিচালনা করছি।

জয় বনবিবি

আমাদের ফোন নাম্বার - ০১৭৪৩৫৪৬৯৯৯
অথবা ইনবক্স/ পেইজ এ যোগাযোগ করুন ।

20/11/2021

শুভ সকাল,
সুন্দরবনের সবচেয়ে সুন্দর সময়গুলোর একটি হলো ভোর, যদিও সেদিন মেঘলা ছিলো আকাশ তবু অনন্য !

19/11/2021
19/11/2021
We mostly serve  organic and local foods which are prepared in a very indigenous way !
19/11/2021

We mostly serve organic and local foods which are prepared in a very indigenous way !

২২- ২৩ রাশ পূর্নিমা_ তিথিতে রহস্যময় ম্যানগ্রোভ বন, সুন্দরবন ভ্রমণ।রাশপুর্নিমা শুরু হবে ১৯ নভেম্বর, ৬ দিনের এই পুর্নিমা ...
19/11/2021

২২- ২৩ রাশ পূর্নিমা_ তিথিতে রহস্যময় ম্যানগ্রোভ বন, সুন্দরবন ভ্রমণ।
রাশপুর্নিমা শুরু হবে ১৯ নভেম্বর, ৬ দিনের এই পুর্নিমা তিথির ২২-২৩ তারিখেও আমরা প্রায় পূর্ণ চাঁদ পাবো আর আশা করা যায় জোয়ারের পানি পৌছাবে সুন্দরবনের প্রতিটি কোনাকানচিতে। এই সময় সুন্দরবন ভ্রমণ এক অনন্য সাধারণ অভিজ্ঞতা। এই অভিজ্ঞতায় Bonbibi / বনবিবি'র সংগি হতে যোগাযোগ করুন।
01743546999

19/11/2021

Remain silent to hear the bird's tweet!
Sundarban forest, the home of birds. Almost 260 species of birds live here!

Bonbibi ecotourism center of Bangladesh, started at 2020.Our destinations is to allow traveler experiencing the most ext...
19/11/2021

Bonbibi ecotourism center of Bangladesh, started at 2020.Our destinations is to allow traveler experiencing the most extreme and beautiful natural wonders, Sundarbons, ensure that travelers do so responsibly and also ensure the empowerment of locals.

Address

18/Mujgunni Main Road, Khalishpur
Khulna
9000

Telephone

+8801743546999

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bonbibi Ecotourism Center Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bonbibi Ecotourism Center Bangladesh:

Share