09/10/2023
আমাদের পরবর্তী প্যাকেজ সমূহ
# এসি শীপ - এম ভি দা ওয়েব (ক্যাপাসিটি -৭৫ জন)
** ১৩,১৪,১৫ অক্টোবর ২০২৩
** ২৪,২৫,২৬ নভেম্বর ২০২৩
** ২২,২৩,২৪ ডিসেম্বর ২০২৩
প্যকেজ প্রাইজ -১৮০০০ টাকা প্রতি জন
# নন এসি শীপ - অরণ্য বিলাস (ক্যাপাসিটি -৭৫ জন)
** ১৩,১৪,১৫ অক্টোবর ২০২৩
** ২০,২১,২২ অক্টোবর ২০২৩
নন অ্যাটাস্টেড ওয়াশ রুম প্রতি জন ৮০০০ টাকা
অ্যাটাস্টেড ওয়াশ রুম প্রতি জন ১০০০০ টাকা
# শীপ - সিলভার ক্রুজ (ক্যাপাসিটি -৪৬ জন)এসি শিপ
**২০,২১,২২ অক্টোবর ২০২৩
**২৭,২৮,২৯ অক্টোবর ২০২৩
**১০,১১,১২ নভেম্বর ২০২৩
প্যকেজ প্রাইজ -
নন অ্যাটাস্টেড ওয়াশ রুম প্রতি জন ১২৫০০ টাকা
অ্যাটাস্টেড ওয়াশ রুম প্রতি জন ১৪৫০০ টাকা
# শীপ - এম বি জলফড়িং (ক্যাপাসিটি )নন এসি
@ ২০,২১,২২ অক্টোবর ২০২৩
প্যকেজ প্রাইজ -
নন অ্যাটাস্টেড ওয়াশ রুম প্রতি জন ৮০০০ টাকা
অ্যাটাস্টেড ওয়াশ রুম প্রতি জন ১১০০০ টাকা
# নন এসি শীপ - এম ভি রেইনবো (ক্যাপাসিটি -৪৮ জন)
@ ২০,২১,২২ অক্টোবর ২০২৩
নন অ্যাটাস্টেড ওয়াশ রুম প্রতি জন ৮৫০০ টাকা
অ্যাটাস্টেড ওয়াশ রুম প্রতি জন ১০৫০০ টাকা
----------------------------------------------------
এছাড়া ও যেকোনো সময় গ্রুপ ট্যুর এবং স্টুডেন্ট ট্যুরে থাকছে বিশেষ ছাড়
----------------------------------------------------
...🐅
◾খুলনা-সুন্দরবন-খুলনা
(৩ দিন ২ রাতের নিরাপদ এবং আনন্দদায়ক ভ্রমণ)
#ভ্রমণ_স্পট :
🛑▪হাড়বাড়িয়া 🐅
🛑▪জামতলা সী-বীচ🐅
🛑▪কটকা অফিস পাড়🐅
🛑▪টাইগার পয়েন্ট🐅
🛑▪কচিখালি/হিরন পয়েন্ট🐅
🛑▪করমজল 🐅
🛑▪ডিমের চর/ দুবলার চর 🐅
#খাবার: প্রতিদিন ৫ বেলা স্নাক্স সহ ডবল মেনুর খাবার থাকবে। চা এবং কফির ব্যাবস্থা থাকবে পর্যাপ্ত।
িন:
সকাল ৭:৩০ খুলনা জেলখানা ঘাট থকে আমাদের গাইড আপনাকে রিসিভ করে শীপে নিয়ে যাবে। রুপসা এবং পশুর নদী ধরে খুলনা শিপইয়ার্ড,রুপসা ব্রিজ,রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং মংলা বন্দর পাশে রেখে আমাদের শীপ চলবে হাড়বাড়িয়ার উদ্দেশ্যে।
দুপুরের খাবাএ খেয়ে নামবো "হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম কেন্দ্রে । আগে পিছে গান ম্যান রেখে সারিবদ্ধ ভাবে যাবো নির্ধারিত ফুট ট্রেইল ধরে। মিষ্টি পানির পুকুর পার হয়ে ঢুকবো গভীর বনে৷ দু,পাশে থাকবে ঘন শ্বাসমূল যুক্ত ম্যানগ্রোভ উদ্ভিদ। সুন্দরী, গোলপাতা,গেওয়া গাছ এই বনে বেশী। প্রচুর হরিণের পায়েরছাপ এবং নিশ্চুপ থাকলে হরিণের পাল দেখা যাবে। কাকড়ার পাল ছুটে লুকাবে আপনার চলার শব্দে।প্রায় ১ মাইল ট্রেইল ঘুরে পুকুরের উপর নির্মিত কাঠের রেষ্ট হাউজে বিশ্রাম নিয়ে শীপে ফিরে আসবো। শীপে ফিরে বিকালের নাস্তা খাবো।
শীপ চলবে সাগরের মোহনায় অবস্থিত "কটকা অভয়ারণ্যে।
িন:
খুব সকালে ঘুম থেকে উঠে দেশী নৌকায় ক্যানেল ক্রুজিং এবং চুপ থেকে বনের নিস্তব্ধতা উপভোগ করবো৷ সেখান থেকে টাইগার ট্রি'র ঝোপ,হরিণের বিচরণের মাঠ এবং গভীর বন পেরিয়ে তিন কিলো দূরের বাদামতলা সী বীচে যাবো। উপভোগ করবো বাংলাদেশর দুই গর্ব "সুন্দরবন" এবং 'বঙ্গপোসাগর " এর মিলন স্থান।
সী বীচ থেকে ফিরে নৌকা করে আমরা যাব কটকা অফিস পাড়, যাওয়ার পথে খুব কাছ থেকে হরিণের পাল দেখা যাবে। এরপর শীপে ফিরে সকালের নাস্তা করে যাবো হিরণ পয়েন্ট বা "কচিখালির" উদ্দেশ্যে।
হিরণ পয়েন্ট বা "কচিখালিতে" গা,ছমছমে ছন বনের ভিতর দিয়ে হাটবো। হরিণের পাল মাথা উচু করে আপনাকে দেখেই ছুটে পালাবে এবং আপনি বুঝবেন কেনো এখানে বাঘের ডাইনিং বলা হয়। ছমছমে ভাব নিয়েই ফিরবো শীপে। শীপে করে যাবো দুবলার চর বা ডিমের চর
মনরম সুন্দর সী বীচে থাকবো সন্ধার পর পর্যন্ত। তারপর ফিরবো শীপে। শীপ চলবে করমজলের উদ্দেশ্যে।
িনঃ
করমজলে নোনা পানির বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। ছোট বড় কুমির,বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপ,বানরের পালের বাদরামি এবং হরিণকে হাত থেকে ঘাস খাইয়ে শীপে ফিরে খুলনা/মংলার উদ্দেশ্যে যাত্রা করবো।
#নিরাপত্তা: 🐅
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VSF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।
#সুন্দরবন_ভ্রমণের_করনীয় :🐅
🌿জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে।
🌿যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের খুলনা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
🌿জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।
🌿গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
🌿পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
🌿স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
🌿গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।
আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।
#সাথে_কি_কি_রাখতে_হবে:
✅প্রয়োজনীয় ঔষধ।
✅টুথ ব্রাশ ও পেস্ট।
✅ক্যাপ,সান গ্লাস সানস্ক্রিন লোশন
✅ক্যামেরা,মেমরি কার্ড ও পাওয়ার ব্যাংক, টেলিটক সিম কার্ড।
✅সাবান,শ্যাম্পু
✅ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী।
#বি_দ্রঃ ভেসেলে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই। এবং বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।
#বুকিং_পলিসিঃ
সিট খালি থাকা স্বাপেক্ষে আমাদের অফিসে এসে বুকিং কনফার্ম করতে পারেন । বুকিং কনফার্ম করতে জনপ্রতি নু্ন্যতম ৫০% টাকা জমা দিতে হবে। যারা অফিসে আসতে পারছেন না, তারা ব্যাংক একাউন্ট অথবা বিকাশে বুকিং করতে পারবেন।
আমাদের সাথে যোগাযোগের নাম্বার
☎️+88 ০১৭১১৮৭১০৭২ (Asfaqur Rahman Opu)
🚏 অফিস: B.I.W.T.A টার্মিনাল মার্কেট, লঞ্চ ঘাট, খুলনা-৯১০০
🛑আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ:
🔵https://www.facebook.com/Luckytoursandtravelsbd
#খুলনা_সুন্দরবন_খুলনা
#সুন্দারবান
#ট্যুর_স্পট