Lucky Tours & Travels

Lucky Tours & Travels Visit Sundarban with Us. Our Travel Locations:
Koromjol,Harbaria,Kotka,Officpara,
Tiger Point,Jamta
(3)

� Hot Lines (24 Hrs): +88 01711-871072
What Services will you get?
# Two well trained forest guards from Govt.of forest department are engaged for safety.
# Experienced Sundarban tourist guide for all time directions.
# Luxurious water boat with well- decorated cabin during traveling. Twenty-four hours Tea, Coffee, Mineral water and Fruits services are available.
# Delicious Breakfast, Lunch & Din

ner with two times tasty Snacks.
# Arrangement of necessary medicine for fast aid.
# For making the attractive tour video display of Sundarban documentary film.
# For recreation, various kinds of games like chess, ludoo, play cards etc. Cultural functions if wanted.
# Also, arrangement for attractive gift.
**The majority of the final day will be spent cruising back to Khulna. You can either catch a flight back to Dhaka via Jessore or take an overnight bus to complete the journey.

09/04/2024
🐅🐅আজ ১৪ই ফেব্রুয়ারী  সুন্দরবন দিবস🌿। ভালো থাকুক আমাদের সুন্দরবন। 🐅🐅🐅🐅সবাইকে জানাই সুন্দরবন দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন..🍀...
14/02/2024

🐅🐅আজ ১৪ই ফেব্রুয়ারী সুন্দরবন দিবস🌿।
ভালো থাকুক আমাদের সুন্দরবন। 🐅🐅🐅🐅
সবাইকে জানাই সুন্দরবন দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন..🍀🌲

29/01/2024

আলহামদুলিল্লাহ,
২৬.২৭.২৮ জানুয়ারি সুন্দরবন ট্যুরে ৫২ জন ভ্রমন পিপাসুদের নিয়ে এম.ভি বিলাশ ভ্রমন জাহাজে কটকা থেকে হিরন পয়েন্ট এ যাওয়ার সময় পাটাকাটা থেকে বের হওয়ার পর হাতের ডান পাশে বাঘের দেখা পাউয়া যাই। ২০২৪ সালে প্রথম বাঘের দেখা পাই। সব গেস্টের দেখার সুযোগ না পেলে ও কিছু গেস্ট দেখা পেয়েছে। তাদের ফোনে ধারন করা মুহুর্ত।
Lucky Tours & Travels
যেকোন প্যাকেজ ট্যুর অথবা গ্রুপ ট্যুর বুকিং করতে যোগাযোগ করুন
Contact:01711-871072


-----লাকি ট্যুরস এন্ড ট্রাভেলস এর আয়োজনে-----🦋স্বল্প খরচে সুন্দরবন ভ্রমণ🦋☎️ 01711-871072 (WhatsApp)********এম ভি বিলাশ ভ...
14/01/2024

-----লাকি ট্যুরস এন্ড ট্রাভেলস এর আয়োজনে-----
🦋স্বল্প খরচে সুন্দরবন ভ্রমণ🦋
☎️ 01711-871072 (WhatsApp)
********এম ভি বিলাশ ভ্রমন********
প্যাকেজ বুকিং চলছে
--- ২৬-২৭-২৮ জানুয়ারি ---
🌍খুলনা-সুন্দরবন-খুলনা
(৩ দিন ২ রাতের নিরাপদ এবং আনন্দদায়ক ভ্রমণ

----------------------------------------------------
এছাড়া ও যেকোনো সময় গ্রুপ ট্যুর এবং স্টুডেন্ট ট্যুরে থাকছে বিশেষ ছাড়
----------------------------------------------------
...🐅
◾খুলনা-সুন্দরবন-খুলনা
(৩ দিন ২ রাতের নিরাপদ এবং আনন্দদায়ক ভ্রমণ)
#ভ্রমণ_স্পট :
🛑▪হাড়বাড়িয়া 🐅
🛑▪জামতলা সী-বীচ🐅
🛑▪কটকা অফিস পাড়🐅
🛑▪টাইগার পয়েন্ট🐅
🛑▪কচিখালি/হিরন পয়েন্ট🐅
🛑▪করমজল 🐅
🛑▪ডিমের চর/ দুবলার চর 🐅
#খাবার: প্রতিদিন ৫ বেলা স্নাক্স সহ ডবল মেনুর খাবার থাকবে। চা এবং কফির ব্যাবস্থা থাকবে পর্যাপ্ত।
িন:
সকাল ৭:৩০ খুলনা জেলখানা ঘাট থকে আমাদের গাইড আপনাকে রিসিভ করে শীপে নিয়ে যাবে। রুপসা এবং পশুর নদী ধরে খুলনা শিপইয়ার্ড,রুপসা ব্রিজ,রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং মংলা বন্দর পাশে রেখে আমাদের শীপ চলবে হাড়বাড়িয়ার উদ্দেশ্যে।
দুপুরের খাবাএ খেয়ে নামবো "হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম কেন্দ্রে । আগে পিছে গান ম্যান রেখে সারিবদ্ধ ভাবে যাবো নির্ধারিত ফুট ট্রেইল ধরে। মিষ্টি পানির পুকুর পার হয়ে ঢুকবো গভীর বনে৷ দু,পাশে থাকবে ঘন শ্বাসমূল যুক্ত ম্যানগ্রোভ উদ্ভিদ। সুন্দরী, গোলপাতা,গেওয়া গাছ এই বনে বেশী। প্রচুর হরিণের পায়েরছাপ এবং নিশ্চুপ থাকলে হরিণের পাল দেখা যাবে। কাকড়ার পাল ছুটে লুকাবে আপনার চলার শব্দে।প্রায় ১ মাইল ট্রেইল ঘুরে পুকুরের উপর নির্মিত কাঠের রেষ্ট হাউজে বিশ্রাম নিয়ে শীপে ফিরে আসবো। শীপে ফিরে বিকালের নাস্তা খাবো।
শীপ চলবে সাগরের মোহনায় অবস্থিত "কটকা অভয়ারণ্যে।
িন:
খুব সকালে ঘুম থেকে উঠে দেশী নৌকায় ক্যানেল ক্রুজিং এবং চুপ থেকে বনের নিস্তব্ধতা উপভোগ করবো৷ সেখান থেকে টাইগার ট্রি'র ঝোপ,হরিণের বিচরণের মাঠ এবং গভীর বন পেরিয়ে তিন কিলো দূরের বাদামতলা সী বীচে যাবো। উপভোগ করবো বাংলাদেশর দুই গর্ব "সুন্দরবন" এবং 'বঙ্গপোসাগর " এর মিলন স্থান।
সী বীচ থেকে ফিরে নৌকা করে আমরা যাব কটকা অফিস পাড়, যাওয়ার পথে খুব কাছ থেকে হরিণের পাল দেখা যাবে। এরপর শীপে ফিরে সকালের নাস্তা করে যাবো হিরণ পয়েন্ট বা "কচিখালির" উদ্দেশ্যে।
হিরণ পয়েন্ট বা "কচিখালিতে" গা,ছমছমে ছন বনের ভিতর দিয়ে হাটবো। হরিণের পাল মাথা উচু করে আপনাকে দেখেই ছুটে পালাবে এবং আপনি বুঝবেন কেনো এখানে বাঘের ডাইনিং বলা হয়। ছমছমে ভাব নিয়েই ফিরবো শীপে। শীপে করে যাবো দুবলার চর বা ডিমের চর
মনরম সুন্দর সী বীচে থাকবো সন্ধার পর পর্যন্ত। তারপর ফিরবো শীপে। শীপ চলবে করমজলের উদ্দেশ্যে।
িনঃ
করমজলে নোনা পানির বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। ছোট বড় কুমির,বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপ,বানরের পালের বাদরামি এবং হরিণকে হাত থেকে ঘাস খাইয়ে শীপে ফিরে খুলনা/মংলার উদ্দেশ্যে যাত্রা করবো।
#নিরাপত্তা: 🐅
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VSF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।
#সুন্দরবন_ভ্রমণের_করনীয় :🐅
🌿জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে।
🌿যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের খুলনা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
🌿জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।
🌿গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
🌿পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
🌿স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
🌿গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।
আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।
#সাথে_কি_কি_রাখতে_হবে:
✅প্রয়োজনীয় ঔষধ।
✅টুথ ব্রাশ ও পেস্ট।
✅ক্যাপ,সান গ্লাস সানস্ক্রিন লোশন
✅ক্যামেরা,মেমরি কার্ড ও পাওয়ার ব্যাংক, টেলিটক সিম কার্ড।
✅সাবান,শ্যাম্পু
✅ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী।
#বি_দ্রঃ ভেসেলে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই। এবং বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।
#বুকিং_পলিসিঃ
সিট খালি থাকা স্বাপেক্ষে আমাদের অফিসে এসে বুকিং কনফার্ম করতে পারেন । বুকিং কনফার্ম করতে জনপ্রতি নু্ন্যতম ৫০% টাকা জমা দিতে হবে। যারা অফিসে আসতে পারছেন না, তারা ব্যাংক একাউন্ট অথবা বিকাশে বুকিং করতে পারবেন।
আমাদের সাথে যোগাযোগের নাম্বার
☎️+88 ০১৭১১৮৭১০৭২ (Asfaqur Rahman Opu)
🚏 অফিস: B.I.W.T.A টার্মিনাল মার্কেট, লঞ্চ ঘাট, খুলনা-৯১০০
🛑আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ:
🔵https://www.facebook.com/Luckytoursandtravelsbd




02/11/2023

Hotline: ⁨+8801711-871072
Hello dear tourist & travelers
Are you looking for the most relaxing trip in Bangladesh, Where the quite beauty of the forest and the roar of the sea can be heard at the same time. Then this package is for you. Lets visit the sundarban................
We also taking corporate tour booking
Our booking is going to be finished soon so grab your precious booking hurry to make your Sundarban trip as a Life time memory.
Call for booking 01711-871072






Teacher from Narayanganj Tularam College with his family  success visited Sundarbans Reserve Forest with us and gathered...
23/10/2023

Teacher from Narayanganj Tularam College with his family success visited Sundarbans Reserve Forest with us and gathered knowledge.
student tour
family trip
travel bundle

To book any group tour or package tour contact,
Contact US---
Office - BIWTA Terminal Market, Launchghat, Khulna-9100
Hotline: +8801711-871072
E-mail: [email protected]




package








আমাদের পরবর্তী প্যাকেজ সমূহ # এসি শীপ - এম ভি দা ওয়েব  (ক্যাপাসিটি -৭৫ জন)**  ১৩,১৪,১৫ অক্টোবর ২০২৩ ** ২৪,২৫,২৬  নভেম্ব...
09/10/2023

আমাদের পরবর্তী প্যাকেজ সমূহ

# এসি শীপ - এম ভি দা ওয়েব (ক্যাপাসিটি -৭৫ জন)
** ১৩,১৪,১৫ অক্টোবর ২০২৩
** ২৪,২৫,২৬ নভেম্বর ২০২৩
** ২২,২৩,২৪ ডিসেম্বর ২০২৩
প্যকেজ প্রাইজ -১৮০০০ টাকা প্রতি জন

# নন এসি শীপ - অরণ্য বিলাস (ক্যাপাসিটি -৭৫ জন)
** ১৩,১৪,১৫ অক্টোবর ২০২৩
** ২০,২১,২২ অক্টোবর ২০২৩
নন অ্যাটাস্টেড ওয়াশ রুম প্রতি জন ৮০০০ টাকা
অ্যাটাস্টেড ওয়াশ রুম প্রতি জন ১০০০০ টাকা

# শীপ - সিলভার ক্রুজ (ক্যাপাসিটি -৪৬ জন)এসি শিপ
**২০,২১,২২ অক্টোবর ২০২৩
**২৭,২৮,২৯ অক্টোবর ২০২৩
**১০,১১,১২ নভেম্বর ২০২৩
প্যকেজ প্রাইজ -
নন অ্যাটাস্টেড ওয়াশ রুম প্রতি জন ১২৫০০ টাকা
অ্যাটাস্টেড ওয়াশ রুম প্রতি জন ১৪৫০০ টাকা

# শীপ - এম বি জলফড়িং (ক্যাপাসিটি )নন এসি
@ ২০,২১,২২ অক্টোবর ২০২৩
প্যকেজ প্রাইজ -
নন অ্যাটাস্টেড ওয়াশ রুম প্রতি জন ৮০০০ টাকা
অ্যাটাস্টেড ওয়াশ রুম প্রতি জন ১১০০০ টাকা

# নন এসি শীপ - এম ভি রেইনবো (ক্যাপাসিটি -৪৮ জন)
@ ২০,২১,২২ অক্টোবর ২০২৩
নন অ্যাটাস্টেড ওয়াশ রুম প্রতি জন ৮৫০০ টাকা
অ্যাটাস্টেড ওয়াশ রুম প্রতি জন ১০৫০০ টাকা

----------------------------------------------------
এছাড়া ও যেকোনো সময় গ্রুপ ট্যুর এবং স্টুডেন্ট ট্যুরে থাকছে বিশেষ ছাড়
----------------------------------------------------

...🐅
◾খুলনা-সুন্দরবন-খুলনা
(৩ দিন ২ রাতের নিরাপদ এবং আনন্দদায়ক ভ্রমণ)
#ভ্রমণ_স্পট :
🛑▪হাড়বাড়িয়া 🐅
🛑▪জামতলা সী-বীচ🐅
🛑▪কটকা অফিস পাড়🐅
🛑▪টাইগার পয়েন্ট🐅
🛑▪কচিখালি/হিরন পয়েন্ট🐅
🛑▪করমজল 🐅
🛑▪ডিমের চর/ দুবলার চর 🐅

#খাবার: প্রতিদিন ৫ বেলা স্নাক্স সহ ডবল মেনুর খাবার থাকবে। চা এবং কফির ব্যাবস্থা থাকবে পর্যাপ্ত।

িন:
সকাল ৭:৩০ খুলনা জেলখানা ঘাট থকে আমাদের গাইড আপনাকে রিসিভ করে শীপে নিয়ে যাবে। রুপসা এবং পশুর নদী ধরে খুলনা শিপইয়ার্ড,রুপসা ব্রিজ,রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং মংলা বন্দর পাশে রেখে আমাদের শীপ চলবে হাড়বাড়িয়ার উদ্দেশ্যে।
দুপুরের খাবাএ খেয়ে নামবো "হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম কেন্দ্রে । আগে পিছে গান ম্যান রেখে সারিবদ্ধ ভাবে যাবো নির্ধারিত ফুট ট্রেইল ধরে। মিষ্টি পানির পুকুর পার হয়ে ঢুকবো গভীর বনে৷ দু,পাশে থাকবে ঘন শ্বাসমূল যুক্ত ম্যানগ্রোভ উদ্ভিদ। সুন্দরী, গোলপাতা,গেওয়া গাছ এই বনে বেশী। প্রচুর হরিণের পায়েরছাপ এবং নিশ্চুপ থাকলে হরিণের পাল দেখা যাবে। কাকড়ার পাল ছুটে লুকাবে আপনার চলার শব্দে।প্রায় ১ মাইল ট্রেইল ঘুরে পুকুরের উপর নির্মিত কাঠের রেষ্ট হাউজে বিশ্রাম নিয়ে শীপে ফিরে আসবো। শীপে ফিরে বিকালের নাস্তা খাবো।

শীপ চলবে সাগরের মোহনায় অবস্থিত "কটকা অভয়ারণ্যে।

িন:
খুব সকালে ঘুম থেকে উঠে দেশী নৌকায় ক্যানেল ক্রুজিং এবং চুপ থেকে বনের নিস্তব্ধতা উপভোগ করবো৷ সেখান থেকে টাইগার ট্রি'র ঝোপ,হরিণের বিচরণের মাঠ এবং গভীর বন পেরিয়ে তিন কিলো দূরের বাদামতলা সী বীচে যাবো। উপভোগ করবো বাংলাদেশর দুই গর্ব "সুন্দরবন" এবং 'বঙ্গপোসাগর " এর মিলন স্থান।

সী বীচ থেকে ফিরে নৌকা করে আমরা যাব কটকা অফিস পাড়, যাওয়ার পথে খুব কাছ থেকে হরিণের পাল দেখা যাবে। এরপর শীপে ফিরে সকালের নাস্তা করে যাবো হিরণ পয়েন্ট বা "কচিখালির" উদ্দেশ্যে।

হিরণ পয়েন্ট বা "কচিখালিতে" গা,ছমছমে ছন বনের ভিতর দিয়ে হাটবো। হরিণের পাল মাথা উচু করে আপনাকে দেখেই ছুটে পালাবে এবং আপনি বুঝবেন কেনো এখানে বাঘের ডাইনিং বলা হয়। ছমছমে ভাব নিয়েই ফিরবো শীপে। শীপে করে যাবো দুবলার চর বা ডিমের চর
মনরম সুন্দর সী বীচে থাকবো সন্ধার পর পর্যন্ত। তারপর ফিরবো শীপে। শীপ চলবে করমজলের উদ্দেশ্যে।

িনঃ
করমজলে নোনা পানির বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। ছোট বড় কুমির,বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপ,বানরের পালের বাদরামি এবং হরিণকে হাত থেকে ঘাস খাইয়ে শীপে ফিরে খুলনা/মংলার উদ্দেশ্যে যাত্রা করবো।

#নিরাপত্তা: 🐅
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VSF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।

#সুন্দরবন_ভ্রমণের_করনীয় :🐅
🌿জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে।
🌿যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের খুলনা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
🌿জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।
🌿গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
🌿পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
🌿স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
🌿গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।

আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।

#সাথে_কি_কি_রাখতে_হবে:
✅প্রয়োজনীয় ঔষধ।
✅টুথ ব্রাশ ও পেস্ট।
✅ক্যাপ,সান গ্লাস সানস্ক্রিন লোশন
✅ক্যামেরা,মেমরি কার্ড ও পাওয়ার ব্যাংক, টেলিটক সিম কার্ড।
✅সাবান,শ্যাম্পু
✅ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী।

#বি_দ্রঃ ভেসেলে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই। এবং বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।

#বুকিং_পলিসিঃ
সিট খালি থাকা স্বাপেক্ষে আমাদের অফিসে এসে বুকিং কনফার্ম করতে পারেন । বুকিং কনফার্ম করতে জনপ্রতি নু্ন্যতম ৫০% টাকা জমা দিতে হবে। যারা অফিসে আসতে পারছেন না, তারা ব্যাংক একাউন্ট অথবা বিকাশে বুকিং করতে পারবেন।

আমাদের সাথে যোগাযোগের নাম্বার
☎️+88 ০১৭১১৮৭১০৭২ (Asfaqur Rahman Opu)
🚏 অফিস: B.I.W.T.A টার্মিনাল মার্কেট, লঞ্চ ঘাট, খুলনা-৯১০০
🛑আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ:
🔵https://www.facebook.com/Luckytoursandtravelsbd


#খুলনা_সুন্দরবন_খুলনা
#সুন্দারবান
#ট্যুর_স্পট





URP Discipline of Khulna University successfully visited Sundarbans Reserve Forest with us and gathered knowledge.Studen...
02/10/2023

URP Discipline of Khulna University successfully visited Sundarbans Reserve Forest with us and gathered knowledge.
Student tour
Family tour
Package tour

To book any group tour or package tour, contact,
Contact With US----
Office - BIWTA Terminal Market,Launch Ghat, Khulna-9100
Hotline: ⁨+8801711-871072
E-mail :[email protected]

#সুন্দারবান
#খুলনা_সুন্দরবন_খুলনা
#ট্যুর_স্পট









কর্মব্যস্ত জীবনে  একটু স্বস্তির নিশ্বাস ফেলতে কে না চায়?! প্রত্যেকটা মানুষ নিজের অজান্তেই ভ্রমণ নেশায় আক্রান্ত, কেউ প্রশ...
21/09/2023

কর্মব্যস্ত জীবনে একটু স্বস্তির নিশ্বাস ফেলতে কে না চায়?!

প্রত্যেকটা মানুষ নিজের অজান্তেই ভ্রমণ নেশায় আক্রান্ত, কেউ প্রশ্রয় দেয়, কেউ অযুহাত দেয়।প্রকৃতির কাছাকাছি যেতে কে না চায়🌳, বন্য প্রানীর কাছাকাছি যেতে কে না চায়🐯🐒।
মনোরম পরিবেশ ,শিতল হাওয়া,পাখির ডাক,নেই কোনো কোলাহল,ভাবুনতো যদি এমনটা হয় তাহলে ক্যামন হয় ।🌳🌳
চলো যাই সুন্দরবন🌳🌳🌳🐯
চলো যাই সুন্দরী, কেওড়া ও গোলপাতার দেশ সুন্দরবনে🌳🐯🐯🐅
তাইতো Lucky Tours And Travels..🐯 আপনাদের কথা ভেবেই পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের পরিচ্ছন্ন ভ্রমণের জন্য প্রকৃতির কাছাকাছি যেতে আমরা যাচ্ছি প্রতিনিয়ত সুন্দরবনে। বর্ষার ৩ মাস প্রজনন মৌসুমের বন্ধের পর প্রকৃতি সেঁজেছে তার নিজের রূপে..সুন্দরবন বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলির অন্যতম।সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন । 🌳🌳🌳
আপনার হয়তো দেশ বিদেশের অনেক স্থানেই ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে কিন্তু সুন্দরবন ভ্রমণ আপনাকে দেবে ভ্রমণের ভিন্নতর রোমাঞ্চকর এক অভিজ্ঞতা। একটি ভ্রমনেই আপনি পাচ্ছেন সবুজ বন, বন্যপ্রাণী, নদী ও সমুদ্র দেখার সুযোগ। যা আপনার শহুরে একঘেয়ে জীবনের ক্লান্তি ভুলে নতুন করে কাজের উদ্দিপনা বাড়াবে।
সুন্দরবন ভ্রমণ অনেক কারণেই আকর্ষণীয়; তবে একটি কারণ হল, ট্যুর বুকিং দেওয়ার পর আপনি থাকতে পারেন হাত-পা ঝাড়া হয়ে। পুরো ভ্রমণে আর কোনো খরচ নেই। তিন-চার দিন সুন্দরবনের সৌন্দর্যে মোহিত হবেন, অথচ থাকা, খাওয়া ও ভ্রমণ নিয়ে ভাবনা থাকবে না।
তাই আপনাদের কথা চিন্তা করে আমরা আবার ও সাজিয়েছি নতুন এক ট্যুর প্লান।সাথে থাকছি .. Lucky Tours And Travels..

সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের বাজেট ফ্রেন্ডলি এবং বিশেষ অফারে খুলনা সুন্দরবন খুলনা রুটে ৩দিন ২রাতের যে সকল ট্যুর প্যাকেজ চলমান।
#প্রতি সপ্তাহের শুক্র শনি রবি প্যাকেজ চলমান।
#সোম মঙ্গল বুধ অথবা মঙ্গল বুধ বৃহস্পতি আমাদের গ্রুপ ট্যুর বুকিং চলমান
#খুলনা_সুন্দরবন_খুলনা #মংলা_সুন্দরবন_মংলা ৩দিন ২রাত

প্যাকেজ শুরু নরমাল ৭,৫০০/- থেকে ভিভিআইপি ১৮,০০০/- পর্যন্ত জনপ্রতি
#ট্যুর_স্পট সমূহঃ
🏝️ করমজল কুমির প্রজনন কেন্দ্র
🏝️ হাড়বাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্র
🏝️ আন্ধার মানিক
🏝️ কটকা অভয়ারণ্য
🏝️ কটকা জামতলা সি বিচ
🏝️ ডিমের চর/ দুবলার চর
🏝️ কচিখালী অভয়ারণ্য/হিরন পয়েন্ট

ট্যুর প্লান (১ম দিন) :
খুলনা থেকে আমাদের ট্যুর গাইড রিসিভ করে ট্রলারে করে শীপে নিয়ে আসবে। তারপর ফ্রেশ হয়ে সকালের নাস্তা পরিবেশন। দুপুর ১ টা থেকে ২ টার মধ্যে আমরা চাঁদপাই ফরেস্ট অফিস পৌছাবো। বন বিভাগের পারমিশন ও গার্ড নিয়ে বিকাল ৩- ৪ টার মধ্যে হাড়বাড়িয়ায় পৌছানো যেখানে বন বিভাগের ইকো ট্যুরিজম স্পট দেখতে পাওয়া যাবে। এরপর বনের ভিতর দিয়ে ছোট বড় ক্যানেল পার হয়ে কটকার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ১ টা থেকে ২ টার মধ্যে পৌছানো এবং রাতে শিপের ক্যাবিনে রাত্রি যাপন ।
★★২য় দিন :
খুব ভোরে ট্রলারে করে কটকার জঙ্গলের ভিতরে ট্রেকিং করে জামতলা সি বীচ জাওয়ার পথে আমরা টাইগার টিলার দাখা পাবো। সেখানে হরিন,বানর, মাছরাঙ্গা,বনমোরগ,বন্য শূকর এবং বিভিন্ন প্রজাতির পাখির কলকাকলী উপভোগ করা হবে।এর পর যাবো ওয়াচ টাওয়ারে,সেখান থেকে সুন্দরবন এর বিশাল এরিয়া দেখা যাবে। এরপর কটকার অফিস পার নামবো ভাগ্য সুপ্রসন্ন হলে সেখানে প্রচুর হরিন দেখা পেতে পারি, সেখান থেকে ঘুরে আমরা ফিরবো।
এরপর সকালের নাস্তা চলতে চলতে আমরা কচিখালীর এর দিকে রওনা করবো পূর্বে ডিমের চর যাব ( যদি আবওহা অনুকূল থাকে ডিমের চরে যাবো) ও বিকাল ৪ টায় ভয়ংকর কিন্তু সুন্দর কচিখালীতে ঘুরাঘুরি করে সন্ধ্যা নাগাদ শীপে চলে আসব। রাতে বার-বি-কিউ ডিনার করে জাহাজে রাত্রি যাপন।
★★৩য় দিন :
সকালের নাস্তা খেয়ে করমজল ইকো ট্যুরিজম স্পট পরিদর্শন। সকালে ১০ টায় করমজলে নেমে প্রচুর বানর, হরিন, কুমিরের প্রজননকেন্দ্র দেখতে পাওয়া যাবে। দুপুরের দিকে খুলনায় ফিরে আসা, সন্ধ্যার আগে আমরা ঘাটে থাকব,এবং রাতের বাসে/ ট্রেনে করে যার যার গন্তব্যে রওনা দেয়া হবে।
বিঃ দ্রঃ জোয়ার ভাটার কারনে ২/৩ ঘন্টা সময় ব্যবধান হতে পারে বা রুট পরিবর্তন হতে পারে।

প্যাকেজে অন্তর্ভুক্তঃ
১. খুলনা থেকে ৩ দিন ২ রাত শিপ এ সুন্দরবন ভ্রমণ।
২. প্রতিদিন ৩ বেলা ডাবল মেনুর মূল খাবার এবং ২ বেলা স্ন্যাকস।
৩. চা কফি এর পর্যাপ্ত ব্যবস্থা।
৪. অভিজ্ঞ ট্যুর গাইড।
৫. বন বিভাগ থেকে সশস্ত্র নিরাপত্তা কর্মী।
৬. ট্রাভেল ট্যাক্স ( শুধু মাত্র বাংলাদেশীদের জন্য)।
৭. বন বিভাগ থেকে পারমিশন।
প্যাকেজের অন্তর্ভুক্ত নয়ঃ
★ ব্যক্তিগত কোন ঔষধ।
★ ক্যামেরা বা ভিডিও ক্যামেরার এন্ট্রি ফি।
★ খুলনা আসা যাওয়ার খরচ।

নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোষ নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগ থেকে সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে রেডিওর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন।
___________________________________
বুকিং পলিসিঃ
বুকিং মানি ৫০% এডভ্যান্স জনপ্রতি ।
বুকিং মানি জমা দেওয়ার পদ্ধতিঃ
➡️সরাসরি অফিসে এসে জমা দেওয়া যাবে।
➡️বিকাশ,নগদ,করা যাবে।
➡️ব্যাংক ডিপোজিট করা যাবে।
➡️পেমেন্ট করে মানি রিসিট বুঝে নিবেন।
⬛ শিশু পলিসি :
০-৩ বছরের বাচ্চাদের জন্য চার্জ প্রযোজ্য নয়,
৩-৭ বছরের বাচ্চার জন্য ৫০%- প্রযোজ্য ( অবশ্যই বাবা মার সাথে বেড শেয়ার করতে হবে)

যোগাযোগের ঠিকানাঃ
অফিস - BIWTA টার্মিনাল মার্কেট লঞ্চ ঘাট খুলনা,৯১০০
Hotline: ⁨+8801711-871072
E-mail :[email protected]


#মংলা_সুন্দরবন_মংলা
#খুলনা_সুন্দরবন_খুলনা


#ট্যুর_স্পট




প্রকৃতির কাছাকাছি  যেতে কে না  চায়🌳,বন্য প্রানীর কাছাকাছি যেতে কে না চায়🐯🐒। মনোরম পরিবেশ ,শিতল হাওয়া,পাখির ডাক,নেই কোনো ...
19/09/2023

প্রকৃতির কাছাকাছি যেতে কে না চায়🌳,বন্য প্রানীর কাছাকাছি যেতে কে না চায়🐯🐒।
মনোরম পরিবেশ ,শিতল হাওয়া,পাখির ডাক,নেই কোনো কোলাহল,ভাবুনতো যদি এমনটা হয় তাহলে ক্যামন হয় ।🌳🌳
তাইতো 👉Lucky Tours And Travels আপনাদের কথা ভেবেই পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের🌳 পরিচ্ছন্ন ভ্রমণের জন্য প্রকৃতির কাছাকাছি যেতে আমরা যাচ্ছি প্রতিনিয়ত সুন্দরবনে🌳🌳🌳,,,,,,,,,
বর্ষার ৩ মাস প্রজনন মৌসুমের বন্ধের পর প্রকৃতি সেঁজেছে তার নিজের রূপে..🌳🍀☘️🌿
তাই আপনাদের কথা চিন্তা করে আমরা আবার ও সাজিয়েছি নতুন এক ট্যুর প্লান।সাথে থাকছি ..👉Lucky Tours And Travels...

--------------------------------------------------------
শুধুমাত্র সেপ্টেম্বর এবং অক্টোবর মাস চলছে ২০% ছাড়
--------------------------------------------------------

সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের বাজেট ফ্রেন্ডলি এবং বিশেষ অফারে খুলনা সুন্দরবন খুলনা রুটে ৩দিন ২রাতের যে সকল ট্যুর প্যাকেজ চলমান।
#প্রতি সপ্তাহের শুক্র শনি রবি প্যাকেজ চলমান।
#সোম মঙ্গল বুধ অথবা মঙ্গল বুধ বৃহস্পতি আমাদের গ্রুপ ট্যুর বুকিং চলমান
#খুলনা_সুন্দরবন_খুলনা #মংলা_সুন্দরবন_মংলা ৩দিন ২রাত

প্যাকেজ শুরু নরমাল ৭,৫০০/- থেকে ভিভিআইপি ১৮,০০০/- পর্যন্ত জনপ্রতি
#ট্যুর_স্পট সমূহঃ
🏝️ করমজল কুমির প্রজনন কেন্দ্র
🏝️ হাড়বাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্র
🏝️ কটকা অভয়ারণ্য
🏝️ কটকা জামতলা সি বিচ
🏝️ ডিমের চর
🏝️ কচিখালী অভয়ারণ্য

নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোষ নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগ থেকে সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে রেডিওর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন।
___________________________________
বুকিং পলিসিঃ
বুকিং মানি ৫০% এডভ্যান্স জনপ্রতি ।
বুকিং মানি জমা দেওয়ার পদ্ধতিঃ
➡️সরাসরি অফিসে এসে জমা দেওয়া যাবে।
➡️বিকাশ,নগদ,করা যাবে।
➡️ব্যাংক ডিপোজিট করা যাবে।
➡️পেমেন্ট করে মানি রিসিট বুঝে নিবেন।
⬛ শিশু পলিসি :
০-৩ বছরের বাচ্চাদের জন্য চার্জ প্রযোজ্য নয়,
৩-৭ বছরের বাচ্চার জন্য ৫০%- প্রযোজ্য ( অবশ্যই বাবা মার সাথে বেড শেয়ার করতে হবে)

যোগাযোগের ঠিকানাঃ
অফিস - BIWTA টার্মিনাল মার্কেট লঞ্চ ঘাট খুলনা,৯১০০
Hotline: ⁨+8801711-871072
E-mail :[email protected]







Austrian foreigners came with us to visit the UNESCO World Heritage Site Sundarbans, spend some time with them.**AC Crui...
17/09/2023

Austrian foreigners came with us to visit the UNESCO World Heritage Site Sundarbans, spend some time with them.
**AC Cruise Ship
**Non AC cruise ships
**Group tour
**Package tour
Family and group tour bookings are going on in the package...
Book today...


Booking is in progress...
-------------------------------------------------- ----------------
Complete and relaxing Sundarban travel companion
👉🏻👉🏻👉🏻Lucky Tours and Travels 🌳🌳🌳
Contact/Booking 👇🏻
Lucky Tours and Travels
Hotline: +8801711-871072
Page: Lucky Tours and Travels
E-mail:[email protected]








#সুন্দরবন

আপনি কি (ছাত্র/ছাত্রী) ! হ্যা তাহলে আপনাকেই বলছি,সুন্দরবন ভ্রমনের জন্য ছাত্র/ছাত্রীদের জন্য একমাত্র আমরাই নিয়ে এসেছি বিশ...
11/09/2023

আপনি কি (ছাত্র/ছাত্রী) ! হ্যা তাহলে আপনাকেই বলছি,
সুন্দরবন ভ্রমনের জন্য ছাত্র/ছাত্রীদের জন্য একমাত্র আমরাই নিয়ে এসেছি বিশেষ অফার !
আপনি ছাত্র/ছাত্রী হলে আপনার স্টূডেন্ট কার্ড দেখিয়ে নিতে পারেন ১৫% ছাড়ের সুবিধা
শহরের ধুলাময়লা, কোলাহল, যানজট ছেড়ে প্রকৃতির সাথে মিশে যাওয়ার এখন ই উপযুক্ত সময়।

চলো যাই সুন্দরবন🌳🌳🌳🐯
চলো যাই সুন্দরী, কেওড়া ও গোলপাতার দেশ সুন্দরবনে🌳🐯🐯🐅
তাইতো Lucky Tours & Travels🐯 আপনাদের কথা ভেবেই পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের পরিচ্ছন্ন ভ্রমণের জন্য প্রকৃতির কাছাকাছি যেতে আমরা যাচ্ছি প্রতিনিয়ত সুন্দরবনে। বর্ষার ৩ মাস প্রজনন মৌসুমের বন্ধের পর প্রকৃতি সেঁজেছে তার নিজের রূপে..সুন্দরবন বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলির অন্যতম।সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন । 🌳🌳🌳
আপনার হয়তো দেশ বিদেশের অনেক স্থানেই ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে কিন্তু সুন্দরবন ভ্রমণ আপনাকে দেবে ভ্রমণের ভিন্নতর রোমাঞ্চকর এক অভিজ্ঞতা। একটি ভ্রমনেই আপনি পাচ্ছেন সবুজ বন, বন্যপ্রাণী, নদী ও সমুদ্র দেখার সুযোগ। যা আপনার শহুরে একঘেয়ে জীবনের ক্লান্তি ভুলে নতুন করে কাজের উদ্দিপনা বাড়াবে।
সুন্দরবন ভ্রমণ অনেক কারণেই আকর্ষণীয়; তবে একটি কারণ হল, ট্যুর বুকিং দেওয়ার পর আপনি থাকতে পারেন হাত-পা ঝাড়া হয়ে। পুরো ভ্রমণে আর কোনো খরচ নেই। তিন-চার দিন সুন্দরবনের সৌন্দর্যে মোহিত হবেন, অথচ থাকা, খাওয়া ও ভ্রমণ নিয়ে ভাবনা থাকবে না।
তাই আপনাদের কথা চিন্তা করে আমরা আবার ও সাজিয়েছি নতুন এক ট্যুর প্লান।সাথে থাকছি .. Lucky Tours & Travels..
ট্যুর তারিখ: ২৮.২৯.৩০ সেপ্টেম্বর ২০২৩
বৃহস্পতি,শুক্র ও শনিবার ... ৩.দিন ২.রাত,
খুলনা-সুন্দরবন-খুলনা... প্যাকেজ ট্যুর
👉VIP ট্যরিষ্ট লঞ্চ👉🏻 M.V Oronno Bilash

---------------------------------------
প্যাকেজে ফ্যামিলি ও গ্রুপ ট্যুর বুকিং চলছে...
আজই বুকিং করুন...
---------------------------------------
ভ্রমনের স্থান:
🌳কচিখালী
🌳ডিমেরচর
🌳কটকা অফিস পার্ক
🌳জামতলা সীবিস, ওয়াচ টাওয়ার
🌳হাড়বাড়িয়া
🌳করমজল।
--------------------------------------
* প্যাকেজের মধ্যে যা যা পাচ্ছেন...
* দিনে ৩ বেলা খাবার ও ২ বেলা নাস্তা (প্রতিবেলা খাবারে থাকবে ভিন্নতা)
* Special Dinner BBQ Night
* ২ রাত লঞ্চের কেবিনে থাকা।
* গোসলের জন্য মিস্টি পানি।
* বনের ভেতরে প্রবেশের ও ভ্রমণের জন্য ছোট ট্রলার।
* জঙ্গল ট্রেকিং।
* সুন্দরবনে প্রবেশের পাস।
* গাইড সার্ভিস।
* বন বিভাগ থেকে সিকিউরিটি গার্ড।
* সাউন্ড সিষ্টেম। (শর্ত প্রযোজ্য)
* জেনারেটর ব্যবস্থা।
* চা,কফি,মিনারেল ওয়াটার ও ফল এর সু-ব্যবস্থা।
* বিনোদনের উত্তম ব্যবস্থা। (চাহিদা অনুযায়ী)
--------------------------------------
🌴🌳🌴🌳🌴🌳🌴🌳🌴🌳🌴
→ফরেস্ট গার্ড ও ট্যুর গাইডের কথা মেনে চলুন. আপনার সুন্দরবন ভ্রমনকে আনন্দিত করুন।
Booking is running....
----------------------------------------
পরিপূর্ণ ও আরাম দায়ক সুন্দরবন ভ্রমনের সঙ্গী
👉🏻👉🏻👉🏻Lucky Tours & Travels 🌳🌳🌳
যোগাযোগ/বুকিং 👇🏻
Lucky Tours & Travels
Hotline: ⁨+8801711-871072
Page: Lucky Tours & Travels
E-mail :
[email protected]







Hotline:  ⁨+8801711-871072Hello dear tourist & travelersVisit Sundarban with the Most Luxurious & Popular vessel  M.V AR...
10/09/2023

Hotline: ⁨+8801711-871072
Hello dear tourist & travelers
Visit Sundarban with the Most Luxurious & Popular vessel M.V ARAL SEA Cruise & facility of MV ARAL SEA Cruise is All cabins are Riverview with All attached washroom cabins.
Two nights three days Sundarban Tour
We also taking corporate tour booking
Our booking is going to be finished soon so grab your precious booking hurry to make your Sundarban trip as a Life time memory.

Call for booking 01711-871072
E-mail : [email protected]
Locatoin : B.I.W.T.A. Terminal Market, Launch Ghat, Khulna-9100.








চলুন ঘুরে আসি  পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে।সুন্দরবনে যেকোনো সময় প্যাকেজ ও গ্রুপ ট্যুরের জন্য বুকিং করতে ...
08/09/2023

চলুন ঘুরে আসি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে।
সুন্দরবনে যেকোনো সময় প্যাকেজ ও গ্রুপ ট্যুরের জন্য বুকিং করতে পারবেন হটলাইন 01711-871072
২রাত ৩দিন সুন্দরবন বিশেষ ভ্রমণ

সেপ্টেম্বর মাসে ২৮,২৯,৩০ ইং তারিখের
৩ দিনের ছুটি উপভোগ করতে এখনি আপনার সিট বুকিং করতে কল করুন Hotline : 01711-871072

প্যাকেজ এসি এবং ননএসি সব ধরনের জাহজে প্যাকেজ ট্যুর থাকছে,সুন্দরবনের দর্শনীয় স্থান সমূহ:
করমজল কুমির প্রজনন কেন্দ্র
আন্ধারমানিক ইকো ট্যুরিজম কেন্দ্র
কটকা অভয়ারণ্য
কটকা জামতলা সি বিচ
কচিখালি অভয়ারণ্য
ডিমেরচর

প্যাকেজ বুকিং অথবা গ্রুপ বুকিং এর জন্য এখনি কল করুন ............
Hotline : 01711-871072
E-mail : [email protected]
Locatoin : B.I.W.T.A. Terminal Market, Launch Ghat, Khulna-9100.







Hello dear tourist & travelersLimited Time offer Hotline:  ⁨+8801711-871072Our booking is going to be finished soon so g...
05/09/2023

Hello dear tourist & travelers
Limited Time offer
Hotline: ⁨+8801711-871072
Our booking is going to be finished soon so grab your precious booking hurry to make your Sundarban trip as a Life time memory.
Call for booking 01711-871072
E-mail : [email protected]
Locatoin : B.I.W.T.A. Terminal Market, Launch Ghat, Khulna-9100.

Hotline:  ⁨+8801711-871072Hello dear tourist & travelersAre you looking for the most relaxing trip in Bangladesh, Where ...
04/09/2023

Hotline: ⁨+8801711-871072
Hello dear tourist & travelers
Are you looking for the most relaxing trip in Bangladesh, Where the quite beauty of the forest and the roar of the sea can be heard at the same time. Then this package is for you. Lets visit the sundarban................
We also taking corporate tour booking
Our booking is going to be finished soon so grab your precious booking hurry to make your Sundarban trip as a Life time memory.
Call for booking 01711-871072

04/09/2023

সুন্দরবনে আবারও বাঘের দেখা পেয়েছে ভ্রমন পিপাসু পর্যটকরা.
৩ মাস বন্ধের পর সুন্দরবন ভ্রমণের প্রথম দিনেই দেখা মিললো বাঘের🐅🐅

Hotline:  ⁨+8801711-871072Hello dear tourist & travelersAre you looking for the most relaxing trip in Bangladesh, Where ...
01/09/2023

Hotline: ⁨+8801711-871072
Hello dear tourist & travelers
Are you looking for the most relaxing trip in Bangladesh, Where the quite beauty of the forest and the roar of the sea can be heard at the same time. Then this package is for you. Lets visit the sundarban................
We also taking corporate tour booking
Our booking is going to be finished soon so grab your precious booking hurry to make your Sundarban trip as a Life time memory.
Call for booking 01711-871072

Hotline:  ⁨+8801711-871072Hello dear tourist & travelersAre you looking for the most relaxing trip in Bangladesh, Where ...
31/08/2023

Hotline: ⁨+8801711-871072
Hello dear tourist & travelers
Are you looking for the most relaxing trip in Bangladesh, Where the quite beauty of the forest and the roar of the sea can be heard at the same time. Then this package is for you. Lets visit the sundarban................

We also taking corporate tour booking
Our booking is going to be finished soon so grab your precious booking hurry to make your Sundarban trip as a Life time memory.
Call for booking 01711-871072

Hotline:  ⁨+8801711-871072Hello dear tourist & travelersVisit Sundarban with the Most Luxurious & Popular vessel  M.V Th...
30/08/2023

Hotline: ⁨+8801711-871072
Hello dear tourist & travelers
Visit Sundarban with the Most Luxurious & Popular vessel M.V The River Cruise & facility of MV The River Cruise is All cabins are Riverview with 24 attached washroom cabins.
Two nights three days Sundarban Tour

We also taking corporate tour booking
Our booking is going to be finished soon so grab your precious booking hurry to make your Sundarban trip as a Life time memory.
Call for booking 01711-871072

হাওর ভ্রমণের উত্তম সময় এখনই। পরিবারিক হোক কিংবা বন্ধুদের মিলন মেলা কিংবা কোনো অফিস ট্রিপ সবার পছন্দের শীর্ষে আমাদের Luc...
26/08/2023

হাওর ভ্রমণের উত্তম সময় এখনই। পরিবারিক হোক কিংবা বন্ধুদের মিলন মেলা কিংবা কোনো অফিস ট্রিপ সবার পছন্দের শীর্ষে আমাদের Lucky Tours & Travels। তাই দেরি না করে আজই বুকিং করুন।

বুকিং করতে যোগাযোগ করুন: 01711-871072,

বৃষ্টি ভেজা দিনে হাওড়ের মধ্যে থেকে পাহাড়ের মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখার মতো সুখ কোথায় কিনতে পারবেন? সুখ কিনতে না পারলে ও ট্যুর দেওয়ার জন্য টিকিট আমাদের থেকে বুকিং করতে পারবেন।

তাইতো Lucky Tours & Travels আপনাদের কথা ভেবেই পরিচ্ছন্ন ভ্রমণের জন্য প্রকৃতির কাছাকাছি যেতে আমরা যাচ্ছি প্রতিনিয়ত হাওড়ে🌳🌳🌳,,,,,,,,,
Booking is running....
----------------------------------------
পরিপূর্ণ ও আরাম দায়ক সুন্দরবন ভ্রমনের সঙ্গী
👉🏻👉🏻👉🏻Lucky Tours & Travels 🌳🌳🌳
যোগাযোগ/বুকিং 👇🏻
Phone:01711-871072
Lucky Tours & Travels
Page: Lucky Tours & Travels

কর্মব্যস্ত জীবনে  একটু স্বস্তির নিশ্বাস ফেলতে কে না চায়?! প্রত্যেকটা মানুষ নিজের অজান্তেই ভ্রমণ নেশায় আক্রান্ত, কেউ প্রশ...
25/08/2023

কর্মব্যস্ত জীবনে একটু স্বস্তির নিশ্বাস ফেলতে কে না চায়?!
প্রত্যেকটা মানুষ নিজের অজান্তেই ভ্রমণ নেশায় আক্রান্ত, কেউ প্রশ্রয় দেয়, কেউ অযুহাত দেয়।

চলো যাই সুন্দরবন🌳🌳🌳🐯
চলো যাই সুন্দরী, কেওড়া ও গোলপাতার দেশ সুন্দরবনে🌳🐯🐯🐅
তাইতো Lucky Tours & Travels🐯 আপনাদের কথা ভেবেই পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের পরিচ্ছন্ন ভ্রমণের জন্য প্রকৃতির কাছাকাছি যেতে আমরা যাচ্ছি প্রতিনিয়ত সুন্দরবনে। বর্ষার ৩ মাস প্রজনন মৌসুমের বন্ধের পর প্রকৃতি সেঁজেছে তার নিজের রূপে..সুন্দরবন বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলির অন্যতম।সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন । 🌳🌳🌳
আপনার হয়তো দেশ বিদেশের অনেক স্থানেই ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে কিন্তু সুন্দরবন ভ্রমণ আপনাকে দেবে ভ্রমণের ভিন্নতর রোমাঞ্চকর এক অভিজ্ঞতা। একটি ভ্রমনেই আপনি পাচ্ছেন সবুজ বন, বন্যপ্রাণী, নদী ও সমুদ্র দেখার সুযোগ। যা আপনার শহুরে একঘেয়ে জীবনের ক্লান্তি ভুলে নতুন করে কাজের উদ্দিপনা বাড়াবে।
সুন্দরবন ভ্রমণ অনেক কারণেই আকর্ষণীয়; তবে একটি কারণ হল, ট্যুর বুকিং দেওয়ার পর আপনি থাকতে পারেন হাত-পা ঝাড়া হয়ে। পুরো ভ্রমণে আর কোনো খরচ নেই। তিন-চার দিন সুন্দরবনের সৌন্দর্যে মোহিত হবেন, অথচ থাকা, খাওয়া ও ভ্রমণ নিয়ে ভাবনা থাকবে না।
তাই আপনাদের কথা চিন্তা করে আমরা আবার ও সাজিয়েছি নতুন এক ট্যুর প্লান।সাথে থাকছি .. Lucky Tours & Travels..

ট্যুর তারিখ: ০১.০২.০৩ সেপ্টেম্বর ২০২৩
শুক্র, শনি ও রবিবার... ৩.দিন ২.রাত,
খুলনা-সুন্দরবন-খুলনা... প্যাকেজ ট্যুর
👉VIP ট্যরিষ্ট লঞ্চ👉🏻 M.V The Wave
বাস্তব সুইমিং পুল এবং 29টি সংযুক্ত ওয়াশরুম কেবিন M.V The Wave সবচেয়ে বিলাসবহুল এবং জনপ্রিয় জাহাজ
---------------------------------------
প্যাকেজে ফ্যামিলি ও গ্রুপ ট্যুর বুকিং চলছে...
আজই বুকিং করুন...
---------------------------------------
ভ্রমনের স্থান:
🌳কচিখালী
🌳ডিমেরচর
🌳কটকা অফিস পার্ক
🌳জামতলা সীবিস, ওয়াচ টাওয়ার
🌳হাড়বাড়িয়া
🌳করমজল।
--------------------------------------
* প্যাকেজের মধ্যে যা যা পাচ্ছেন...
* দিনে ৩ বেলা খাবার ও ২ বেলা নাস্তা (প্রতিবেলা খাবারে থাকবে ভিন্নতা)
* Special Dinner BBQ Night
* ২ রাত লঞ্চের কেবিনে থাকা।
* গোসলের জন্য মিস্টি পানি।
* বনের ভেতরে প্রবেশের ও ভ্রমণের জন্য ছোট ট্রলার।
* জঙ্গল ট্রেকিং।
* সুন্দরবনে প্রবেশের পাস।
* গাইড সার্ভিস।
* বন বিভাগ থেকে সিকিউরিটি গার্ড।
* সাউন্ড সিষ্টেম। (শর্ত প্রযোজ্য)
* জেনারেটর ব্যবস্থা।
* চা,কফি,মিনারেল ওয়াটার ও ফল এর সু-ব্যবস্থা।
* বিনোদনের উত্তম ব্যবস্থা। (চাহিদা অনুযায়ী)
--------------------------------------
🌴🌳🌴🌳🌴🌳🌴🌳🌴🌳🌴
→ফরেস্ট গার্ড ও ট্যুর গাইডের কথা মেনে চলুন. আপনার সুন্দরবন ভ্রমনকে আনন্দিত করুন।
Booking is running....
----------------------------------------
পরিপূর্ণ ও আরাম দায়ক সুন্দরবন ভ্রমনের সঙ্গী
👉🏻👉🏻👉🏻Lucky Tours & Travels 🌳🌳🌳
যোগাযোগ/বুকিং 👇🏻
Lucky Tours & Travels
Hotline: ⁨+8801711-871072
Page: Lucky Tours & Travels

Address

6 B. I. W. T. A Terminal Market
Khulna
9001

Telephone

+8801711871072

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lucky Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lucky Tours & Travels:

Videos

Share