নিকলী হাওর কিশোরগঞ্জ

নিকলী হাওর কিশোরগঞ্জ প্রাকৃতিক সুন্দর্যকে ফুটিয়ে তুলা
(5)

04/01/2024

শীতের নিকলী হাওর

আজ ২০২৩ সালের সবচে ছোট দিন এবং দীর্ঘতম রাত!বাংলাদেশসহ উত্তর গোলার্ধের সব দেশের মানুষদের জন্য ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) ব...
21/12/2023

আজ ২০২৩ সালের সবচে ছোট দিন এবং দীর্ঘতম রাত!
বাংলাদেশসহ উত্তর গোলার্ধের সব দেশের মানুষদের জন্য ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) বছরের দীর্ঘতম রাত। উত্তর গোলার্ধে আজ দ্রুত সন্ধ্যা নামলেও বছরের সবচেয়ে বেশি সময় লাগবে রাত শেষ হতে।

মূলত ২১ ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার ওপর অবস্থান করে এবং উত্তর মেরু সূর্য থেকে কিছুটা দূরে হেলে থাকার কারণেই রাত বড় হয়, আর এর পরের দিনটি ছোট হয়।

আর ২১ জুনকে বছরের দীর্ঘতম দিন বলা হয়।

সৌরজগতের নিয়ম অনুযায়ী পৃথিবী সূর্যের চারদিকে ঘোরার সময় একদিকে একটু হেলে থাকে। ফলে কখনও উত্তর গোলার্ধ সূর্যের কাছাকাছি আছে, আবার কখনও দক্ষিণ গোলার্ধ। ২১ জুন দিনটাতে উত্তর গোলার্ধ সূর্যের কাছাকাছি থাকে। তাই সূর্যের রশ্মি দীর্ঘসময় পৃথিবীর উত্তর গোলার্ধে পড়ে। সূর্য এদিন কর্কটক্রান্তি রেখায় লম্বভাবে বা খাড়াভাবে কিরণ দেয়। তাই মনে হয় দিন শেষই হচ্ছে না। মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত পৃথিবীর উত্তর গোলার্ধে দেশগুলোতে বেশি পরিমাণ সূর্যালোক পৌঁছায়। এর ফলে এই সময়কালে সেইসব দেশে গ্রীষ্মকাল থাকে। বিজ্ঞানের ভাষায় একেই বলে ‘সামার সলসটিস’ বা উত্তরায়ণ। এর পর থেকে দিন ছোট হয়ে শুরু করে।

ডিসেম্বর মাস থেকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলতে থাকে, উত্তর গোলার্ধ চলে যায় অনেকটা দূরে। এই সময় উত্তরে সূর্যের আলো ক্ষীণভাবে পড়ে ফলে সেখানে তখন শীতকাল, আর দক্ষিণে গরমকাল। ২১ ডিসেম্বর দিনটিতে উত্তর গোলার্ধ সূর্যের থেকে অনেকটাই দূরে থাকে। ফলে সেখানে সূর্যের আলো অতটাই কম পড়ে যে দিন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় বলে মনে হয়। রাত হয় দীর্ঘ। একে বলে উইন্টার সলসটিস বা সূর্যের দক্ষিণায়ন। এই সময় দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় হয় আর উত্তর গোলার্ধে রাত দীর্ঘতম হয়।❤️❤️

নিকলী হাওর পেজের পক্ষ থেকে সকল কে মহান বিজয় দিবসের শুভেচ্ছো।
16/12/2023

নিকলী হাওর পেজের পক্ষ থেকে সকল কে মহান বিজয় দিবসের শুভেচ্ছো।

নিকলী হাওর।
19/11/2023

নিকলী হাওর।

বৃষ্টি হলেই নিকলী নতুন বাজারের আশে পাশের এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়।
09/10/2023

বৃষ্টি হলেই নিকলী নতুন বাজারের আশে পাশের এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়।

নিকলী বেরীবাধ
06/10/2023

নিকলী বেরীবাধ

ছাতির চর।
23/09/2023

ছাতির চর।

নিকলী বেরীবাধ।
31/08/2023

নিকলী বেরীবাধ।

মৃত্যু কী সহজ, কি নিঃশব্দে আসে অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায় ।— সমরেশ মজুমদার।নিকলীর পরিচিতমুখ হাকিম এর ২ য় ম...
05/08/2023

মৃত্যু কী সহজ, কি নিঃশব্দে আসে অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায় ।

— সমরেশ মজুমদার।

নিকলীর পরিচিতমুখ হাকিম এর ২ য় মৃত্যুবার্ষিকী আজ!অসুস্থ অবস্থায় ও হাসি মাখা মুখখানি ছিল ।

04/08/2023
নগরের ব্রীজ হতে সোয়াইজনী নদী..
22/07/2023

নগরের ব্রীজ হতে সোয়াইজনী নদী..

বৈশাখে নিকলী হাওর
18/05/2023

বৈশাখে নিকলী হাওর

সত্যজিৎ রায়ের জমিদার বাড়ী।কটিয়াদি,, কিশোরগঞ্জ।
17/05/2023

সত্যজিৎ রায়ের জমিদার বাড়ী।
কটিয়াদি,, কিশোরগঞ্জ।

16/05/2023

চন্তি ঘাট নিকলী

সোয়াইজনী নদীনিকলী কিশোরগঞ্জ 🤎
11/05/2023

সোয়াইজনী নদী
নিকলী কিশোরগঞ্জ 🤎

সোয়াইজনী নদী।নিকলী,,কিশোরগঞ্জ।
11/05/2023

সোয়াইজনী নদী।
নিকলী,,কিশোরগঞ্জ।

10/05/2023

গাছের পাতা নড়লে অথবা বৃষ্টির ফোটা পড়লেই আমাদের নিকলী তে দীর্ঘসময় ধরে আর কারেন্ট থাকেনা।

Address

Kishoreganj
318802

Telephone

+8801972081151

Website

Alerts

Be the first to know and let us send you an email when নিকলী হাওর কিশোরগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নিকলী হাওর কিশোরগঞ্জ:

Videos

Share