11/09/2024
ধন্যবাদ জনাব, প্রফেসর ডা. মোঃ সাজেদুল হক (ফিশারিজ টেকনোলজি বিভাগ) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কুয়াকাটা সমুদ্র সৈকতের পরিচ্ছন্ন পরিবেশ সুরক্ষায় নান্দনিক বিন স্থাপন করায়। অর্থায়নে: গ্লোবাল ঘোষ্ট পিয়ার ইনিশিয়েটিভ এবং ওশান কনজারভ্যান্সি,যুক্তরাষ্ট্র। সমুদ্রে অব্যবহৃত ও পরিত্যক্ত জাল এবং প্লাস্টিক সংগ্রহ কেন্দ্র স্থানীয় কিনবা বাইরের পর্যটক যারাই ভ্রমণে আসবেন আপনার অব্যবহারিত প্লাস্টিক বোতল, ক্যান নির্ধারিত জায়গায় ফেলুন এবং পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করুন।
আপনি আমি চাইলেই,সব সম্ভব