22/06/2024
বাংলাদেশীদের জন্য ভারতের ই ভিসা চালু হচ্ছে!!
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুর ১২টার নয়াদিল্লির হায়দরাবাদ হাউজে দুই নেতা আনুষ্ঠানিক বৈঠকে বসেন।
বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১০টি সমঝোতা স্মারক ও নথি সই করেছে বাংলাদেশ ও ভারত। এর মধ্যে পাঁচটি নতুন সমঝোতা স্মারক সই, তিন সমঝোতা স্মারক নবায়ন এবং ভবিষ্যৎ কাজের ক্ষেত্র হিসেবে যৌথ কার্যক্রমের দুটি নথিতে সই করে উভয় দেশ।
বাংলাদেশিদের জন্য ই-মেডিকেল ভিসা এবং রংপুরে উপ হাই-কমিশন চালু করবে ভারত।
মেডিকেলের পাশাপাশি টুরিস্ট যারা প্রথমবার অন্তত স্টিকার ভিসা পেয়েছে তাদেরকেও ই ভিসার আওতায় আনুন।যাওয়া আসা পাসপোর্ট রাখা এসব নানান ভোগান্তি এতে সবারই লাভ হবে।