Summer Wing Tours & Travels

Summer Wing Tours & Travels পাসপোট ও ভারতীয় ভিসা প্রসেসিং,বিমানের টিকিট, ওমরা হজ্জ , ভিজিট ভিসা প্রসেসিং, ম্যানপাওয়ার

বাংলাদেশীদের জন্য ভারতের ই ভিসা চালু হচ্ছে!! ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে সফররত প্রধানম...
22/06/2024

বাংলাদেশীদের জন্য ভারতের ই ভিসা চালু হচ্ছে!!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুর ১২টার নয়াদিল্লির হায়দরাবাদ হাউজে দুই নেতা আনুষ্ঠানিক বৈঠকে বসেন।

বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১০টি সমঝোতা স্মারক ও নথি সই করেছে বাংলাদেশ ও ভারত। এর মধ্যে পাঁচটি নতুন সমঝোতা স্মারক সই, তিন সমঝোতা স্মারক নবায়ন এবং ভবিষ্যৎ কাজের ক্ষেত্র হিসেবে যৌথ কার্যক্রমের দুটি নথিতে সই করে উভয় দেশ।

বাংলাদেশিদের জন্য ই-মেডিকেল ভিসা এবং রংপুরে উপ হাই-কমিশন চালু করবে ভারত।

মেডিকেলের পাশাপাশি টুরিস্ট যারা প্রথমবার অন্তত স্টিকার ভিসা পেয়েছে তাদেরকেও ই ভিসার আওতায় আনুন।যাওয়া আসা পাসপোর্ট রাখা এসব নানান ভোগান্তি এতে সবারই লাভ হবে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের  ট্যুরিজমএন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের (২য় ব্যাচের) সামার উইং ট্যুরস এন্ড ট্রাভেলস এ ইন্টা...
11/06/2024

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজমএন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের (২য় ব্যাচের) সামার উইং ট্যুরস এন্ড ট্রাভেলস এ ইন্টার্নীরত ছাত্র-ছাত্রীদের ৩ মাসের ইন্টনশীপ শেষে সনদ প্রদান।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের (২য় ব্যাচের) সামার উইং ট্যুর এন্ড ট্রাভেলস এ ইন্টার...
30/05/2024

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের (২য় ব্যাচের) সামার উইং ট্যুর এন্ড ট্রাভেলস এ ইন্টার্নীরত ছাত্র-ছাত্রীদের নিয়ে আজকের ম্যাংগো গ্রুপ ট্যুর ও হোটেল পরিদর্শনের কিছু আনন্দময় মুহুর্তের ছবি।
স্থান: Sky View Inn Hotel চাপাইনবাবগঞ্জ, আমের বাগান পরিদর্শন, Hotel Royel Raj & Condominium রাজশাহীসহ শহরের আরো কিছু স্থান।

ইন্ডিয়ান ভিসায় নতুন পোর্ট অ্যাড করতে পারবেন খুব সহজেই :-  নিচে প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে তা হল:-১. অরিজিনাল পাসপ...
26/04/2024

ইন্ডিয়ান ভিসায় নতুন পোর্ট অ্যাড করতে পারবেন খুব সহজেই :-
নিচে প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে তা হল:-
১. অরিজিনাল পাসপোর্ট।
২. ২"*২" সাইজের ছবি।
৩. পাসপোর্ট ফটোকপি।
৪. ইন্ডিয়ান ভিসার ফটোকপি ( ভিসার মেয়াদ তিন মাস থাকতে হবে)।
৫. পোর্ট অ্যাড করার আবেদন ফর্ম।
৬. পোর্ট অ্যাড ফী, 300 টাকা।
৭. যে IVAC থেকে মূল ভিসা পেয়েছেন সেখানেই পোর্ট অ্যাড করতে হবে।
সূত্র : অনলাইন থেকে সংগৃহীত।

✈️কুষ্টিয়া প্রবাসীরা এখন থেকে নিজ শহরে ঘরে বসেই খুবই সহজে এবং সাশ্রয়ী মূল্যে বিশ্বের বিভিন্ন দেশের  বিমানের টিকেট কিনুন ...
28/03/2024

✈️কুষ্টিয়া প্রবাসীরা এখন থেকে নিজ শহরে ঘরে বসেই খুবই সহজে এবং সাশ্রয়ী মূল্যে বিশ্বের বিভিন্ন দেশের বিমানের টিকেট কিনুন শহরের প্রাণকেন্দ্র থানা ট্রাফিক মোড়ে অবস্থিত,,,
কুষ্টিয়ার একমাত্র বিশ্বস্ত ট্রাভেল এজেন্ট - সামার উইং ট্যুরস এন্ড ট্রাভেলসে!!

✈ই- পাসপোর্ট, ভিসা প্রসেসিং ও ম্যানপাওয়ার এর জন্য সামার উইং ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ আছে আপনার পাশে!
আপনাদের আস্থা আমাদের পথচলা✈আমরা নিশ্চিত করি সর্বোত্তম সেবা ও অভিজ্ঞতা।

স্বল্প সময়ে সর্বোচ্চ সেবা পৌঁছে দিতে আমাদের রয়েছে নিরন্তর প্রচেষ্টা।

আমাদের সাপোর্ট টিম সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে আপনার সেবায়।

📍সামার উইং ট্যুরস এন্ড ট্রাভেলস এর সেবাসমূহ :-
✅ ই-পাসপোট ও ভারতীয় ভিসা প্রসেসিং
✅পাসপোর্ট ও ভারতীয় ভিসার ফি প্রদান
✅ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক এয়ারলাইন্সের টিকেট
✅ভারতীয় সকল ডা: এর এ্যপোয়েনটমেনট
✅মেডিকেল ভিসার ইনভাইটেশন লেটার এর ব্যাবস্থা
✅ভারতীয় সকল রুটের ট্রেন/বিমানের টিকেট
✅মেডিকেল ট্রিটমেন্টের সাশ্রয়ী বাজেট প্লান, হোটেল বুকিং ও দোভাষীর ব্যাবস্থা।
✅ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক এয়ারলাইন্সের টিকেট
✅ মুকিম রেজিষ্ট্রেশন,ICA ও SG Arrival Card করা হয়
✅ সকল দেশের ট্রাভেল ও হেলথ ইন্সুরেন্স
✅ ওমরাহ হজ্জ প্যাকেজ ও প্যাকেজ ট্যুর
✅ বিভিন্ন দেশের Student ভিসার প্রসেসিং
✅ বিদেশগামী যাএীদের গামকা মেডিকেল সিলিপ
✅বিশ্বের সকল দেশের ভিসা চেক
✅সৌদিআরব,কুয়েত,কাতার,ওমান,বাহারাইন,দুবাই,সিংগাপুর ও মালেয়শিয়াসহ বিশ্বের প্রায় সকল দেশের কাজের ও ফ্যামিলি ভিসার প্রসেসিং।

√১. দুবাইয়ের ভিজিট ভিসা - ওয়ার্ক পারমিট (Employment) ভিসার ম্যানপাওয়ার করে থাকি।
√২. ফ্যামিলি ভিসার প্রসেসিং করে থাকি ও NOC
করে থাকি।
√৩. সৌদির মহিলা ভিসার স্টামিং ওকালা ও ম্যানপাওয়ার করে থাকি।।
√৪.ওমান-কাতার-বাহরাইন -দুবাই - মালয়েশিয়া - সিংগাপুর -রোমানিয়া- মাল্টা- ফিজি পোল্যান্ড কম্বোডিয়া সহ ইউরোপের সকল দেশের ম্যানপাওয়ার ( BMET) করে থাকি।
√৫. ফিংগার প্রিন্ট- ট্রেনিংয়ের হেল্প করে থাকি।
√৬.আমেল আইডি আমেল মঞ্জিল হাউজ ড্রাইভার সহ সকল ভিসার প্রসেসিং করে থাকি।

[ 𝐇𝐨𝐭𝐥𝐢𝐧𝐞 & Whats Apps + IMO : 01611-953524 ]

🏢 আমাদের অফিস
সামার উইং টুরস্ & ট্রাভেলস্
শতাব্দী ভবন (৩য় তলা), থানা ট্রাফিক মোড়, বক চত্বর, কুষ্টিয়া-৭০০০
মোবাইল- ☎️ : ০১৬১১- ৯৫৩৫২৪, ০১৭২১-৯৫৩৫২৪
E-mail: [email protected]
https://www.facebook.com/summerwingtt
https://www.linkedin.com/company/20386833
ধন্যবাদন্তে,
✅ SUMMER WING TOURS & TRAVELS — in Kushtia, Bangladesh

07/11/2023

✈ ভারতীয় ট্যুরিস্ট ভিসা দীর্ঘ সময় অপেক্ষার দূর দিন শেষ হতে যাচ্ছে৷ জমার ডেট এখন এগিয়ে দেওয়া হচ্ছে৷
ভিসা সংক্রান্ত যে কোন সাহায্য জন্য যোগাযোগ করুন৷

আবেদনের পর দিনই ভারতের মেডিকেল ভিসা! ভারতীয় ভিসা পেতে চলমান ভোগান্তির মধ্যে সুখবর দিলেন রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন...
14/10/2023

আবেদনের পর দিনই ভারতের মেডিকেল ভিসা!

ভারতীয় ভিসা পেতে চলমান ভোগান্তির মধ্যে সুখবর দিলেন রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এখন থেকে দ্রুত সময়ে ভারতীয় ভিসা মিলবে। বিশেষ করে রোগী ও তাদের স্বজনরা সহজে এবং দ্রুত সময়ে ভারতীয় ভিসা পাবেন।

আগামী রোববার থেকে ভারতীয় ভিসার এ সুবিধা পাবেন তারা। রাজশাহীতে ভারতীয় হাইকমিশন থেকে বলা হয়েছে, আগামী রোববার থেকে রোগী ও স্বজনরা আবেদন পৌঁছানোর পরের কার্যদিবসেই ভিসা পেয়ে যাবেন। বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা সহজীকরণে হাইকমিশনের বিশেষ এ পদক্ষেপ বলে জানা গেছে।

মনোজ কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, রাজশাহীতে তার যোগদানের এক বছর সম্প্রতি পূর্ণ হয়েছে।

তিনি বলেন, সুন্দর নগরী রাজশাহীতে সহযোগিতামূলক এবং চমৎকার সময় কেটেছে এক বছর। আমি আমার সীমিত সামর্থ্যের মধ্যে বাংলাদেশের মানুষকে সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। তাই আগামী রোববার থেকে যাদের আবেদনপত্র আমার দপ্তরে পৌঁছাবেন, যাচাই-বাছাই শেষে তারা পরের কার্যদিবসেই ভিসা পেয়ে যাবেন।
এতে রোগীরা উপকৃত হবেন জানিয়ে মনোজ কুমার আরও বলেন, আমরা দ্রুত ভিসা দেওয়ার চেষ্টা করছি। সবার উচিত হবে বৈধ মেডিকেল কাগজপত্র দিয়ে সঠিকভাবে আবেদন করা। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম কিংবা জালিয়াতি করলে তিনি ভিসা পাওয়া থেকে বঞ্চিত হবেন।

জানা গেছে, বর্তমানে ভারতের যে কোনো ধরনের ভিসা পাওয়ার ক্ষেত্রে প্রথমে অনলাইনে আবেদন করতে হয়। তখনই আবেদনকারীকে তার কাগজপত্র জমা দেওয়ার তারিখ দিয়ে দেওয়া হয়। নির্ধারিত দিনে আবেদনকারীরা রাজশাহী নগরীর বর্ণালি মোড়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে কাগজপত্র জমা দেন। সেদিনই এসব কাগজপত্র রাজশাহীতেই সহকারী হাইকমিশনে পাঠিয়ে দেওয়া হয়। আগামী রোববার থেকে এ দপ্তরে কাগজপত্র যাওয়ার পরের কার্যদিবসেই মিলবে মেডিকেল ভিসা বলে ঘোষণা দেন তিনি।

এদিকে দুই কার্যদিবসের মধ্যে ভিসা দেওয়ার ঘোষণায় খুশি চিকিৎসার্থে ভারতে গমনেচ্ছু রোগী ও তাদের স্বজনরা।

জানেক আলী ভাই আমাদের সামার ইউং ট্যুরস্ এন্ড ট্রাভেলস এর হ্যাপি কাষ্টমার মাত্র ১০ দিনে মেডিকেল ভিসা পেয়েছে। মোঃ শাহিন আলী...
07/09/2023

জানেক আলী ভাই আমাদের সামার ইউং ট্যুরস্ এন্ড ট্রাভেলস এর হ্যাপি কাষ্টমার মাত্র ১০ দিনে মেডিকেল ভিসা পেয়েছে।

মোঃ শাহিন আলী ভাই আমাদের কাছ থেকে ঢাকা টু কাতার এর বিমানের টিকেট ইস্যু করলেন।।

অন্য দিকে মিরপুরের মো: আজিজুল ভাই, নাসির উদ্দীন ও পোড়াদহের মুক্তারুলসহ মোট ৬ জন করলেন সিংগাপুরের ম্যানপাওয়ার ও ঢাকা- সিংগাপুরের বিমান টিকেট।।।

এছাড়া মিরপুরে রিদয় এসেছিলেন আমাদের প্রতিনিধি হতে আর কুমারখালি রাশেদ ডেলিভারি নিলেন দুবাই ম্যানপাওয়ার।

সামার উইং ট্যুরস ট্র্যাভেলস প্রতিদিন দিয়ে যাচ্ছে অসংখ্য মানুষকে সেবা।।।।

✈ ️✈কুষ্টিয়াতে গত ৭ বছরের বিশ্বস্ততায় সামার উইং ট্যুরস্ এন্ড ট্রাভেলস সর্বোত্তম সেবার অঙ্গীকারে নিয়ে আপনাদের পাশে।

✈ পাসপোর্ট, ভিসা ও বিমানে টিকেট এর জন্য সামার উইং ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ আছে আপনার পাশে!

আপনাদের আস্থা আমাদের পথচলা,✈আমরা নিশ্চিত করি সর্বোত্তম সেবা ও অভিজ্ঞতা।

স্বল্প সময়ে সর্বোচ্চ সেবা পৌঁছে দিতে আমাদের রয়েছে নিরন্তর প্রচেষ্টা।

📍সামার উইং ট্যুরস এন্ড ট্রাভেলস এর সেবাসমূহ :-
✅ ই-পাসপোট ও ভারতীয় ভিসা প্রসেসিং
✅পাসপোর্ট ও ভারতীয় ভিসার ফি প্রদান
✅ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক এয়ারলাইন্সের টিকেট
✅ভারতীয় সকল ডা: এর এ্যপোয়েনটমেনট
✅মেডিকেল ভিসার ইনভাইটেশন লেটার এর ব্যাবস্থা
✅ভারতীয় সকল রুটের ট্রেন/বিমানের টিকেট
✅মেডিকেল ট্রিটমেন্টের সাশ্রয়ী বাজেট প্লান, হোটেল বুকিং ও দোভাষীর ব্যাবস্থা।
✅ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক এয়ারলাইন্সের টিকেট
✅ মুকিম রেজিষ্ট্রেশন,ICA ও SG Arrival Card করা হয়
✅ সকল দেশের ট্রাভেল ও হেলথ ইন্সুরেন্স
✅ ওমরাহ হজ্জ প্যাকেজ ও প্যাকেজ ট্যুর
✅ বিভিন্ন দেশের Student ভিসার প্রসেসিং
✅ বিদেশগামী যাএীদের গামকা মেডিকেল সিলিপ
✅বিশ্বের সকল দেশের ভিসা চেক করে থাকি
✅সৌদিআরব,কুয়েত,কাতার,ওমান,বাহারাইন,দুবাই,সিংগাপুর ও মালেয়শিয়াসহ বিশ্বের প্রায় সকল দেশের কাজের ও ফ্যামিলি ভিসার প্রসেসিং।

√১. দুবাইয়ের ভিজিট ভিসা - ওয়ার্ক পারমিট (Employment) ভিসার ম্যানপাওয়ার করে থাকি।
√২. ফ্যামিলি ভিসার প্রসেসিং করে থাকি ও NOC
করে থাকি।
√৩. সৌদির মহিলা ভিসার স্টামিং ওকালা ও ম্যানপাওয়ার করে থাকি।।
√৪.ওমান-কাতার-বাহরাইন -দুবাই - মালয়েশিয়া - সিংগাপুর -রোমানিয়া- মাল্টা- ফিজি পোল্যান্ড কম্বোডিয়া সহ ইউরোপের সকল দেশের ম্যানপাওয়ার ( BMET) করে থাকি।
√৫. ফিংগার প্রিন্ট- ট্রেনিংয়ের হেল্প করে থাকি।
√৬.আমেল আইডি আমেল মঞ্জিল হাউজ ড্রাইভার সহ সকল ভিসার প্রসেসিং করে থাকি।

আপনার ম্যানপাওয়ার(BMET) ভিসা প্রসেসিং সংক্রান্ত যে কোন কাজের জন্য 01611-953524 (WhatsApp) কল করুন।

📍 সব সেবা ঘরে বসে পেতে যোগাযোগ করুন ।
✅সামার উইং টুরস্ & ট্রাভেলস্
শতাব্দী ভবন (৩য় তলা), থানা ট্রাফিক মোড়,
বক চত্বর, কুষ্টিয়া-৭০০০
📲01611-953524, 01721-953524 (24/7)
Ⓜ️[email protected]
🌐www.summerwingtourstravels.com
https://www.facebook.com/summerwingtt
✈✈ ভ্রমণে আপনার বিশ্বস্ত সহযোগী

ভিসা পদ্ধতিকে আরও সহজ করতে এবং দীর্ঘ লাইনের কারণে ভিসা আবেদনকারীগণের অসুবিধা কমানোর লক্ষ্যে, ভারতীয় হাই কমিশন কর্তৃক ১১ ...
12/07/2023

ভিসা পদ্ধতিকে আরও সহজ করতে এবং দীর্ঘ লাইনের কারণে ভিসা আবেদনকারীগণের অসুবিধা কমানোর লক্ষ্যে, ভারতীয় হাই কমিশন কর্তৃক ১১ জুলাই ২০২৩ থেকে নিম্নলিখিত ব্যবস্থাসমূহ চালু হয়েছে।

(i) যে সকল আবেদনকারী তাঁদের ভিসা আবেদন হাই কমিশন কর্তৃক প্রক্রিয়াকরণ চলাকালে অন্য কাজে ব্যবহার করার জন্য নিজেদের পাসপোর্ট ফেরত পেতে চান, তাঁদের জন্য এখন আইভ্যাক-এ ভিসা আবেদন জমা দেওয়ার সময় পাসপোর্ট ফেরত নেওয়ার সুবিধা থাকবে। ভিসা টোকেনে প্রদর্শিত সম্ভাব্য ডেলিভারির তারিখের ০৭ দিন আগে আইভ্যাক-এ তাঁদের পাসপোর্ট পুনরায় জমা দিতে হবে।

(ii) ভিসা প্রসেসিং ফি অনলাইনে পরিশোধ করার সময় আবেদনকারীগণ এখন আইভ্যাক-এ তাঁদের ভিসা আবেদন জমা দেওয়ার জন্য সুনির্দিষ্ট টাইম স্লট আগে থেকে বেছে নেওয়ার সুযোগও পাবেন। এটি আবেদনকারীগণকে আবেদন জমা দেওয়ার সময় আইভ্যাক-এ দীর্ঘসময় অপেক্ষা করা থেকে মুক্তি দেবে।

আমরা আশা করি, এই পদক্ষেপগুলো আপনাদের ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও সুবিধাজনক করে তুলবে৷

সামার উইং ট্যুরস্ এন্ড ট্রাভেলস এর পক্ষ থেকে সকল এজেন্ট, গ্রাহক ও শুভানুধ্যায়ীদের প্রতি পবিত্র ঈদ-উল আযহা শুভেচ্ছা।✈️কু...
27/06/2023

সামার উইং ট্যুরস্ এন্ড ট্রাভেলস এর পক্ষ থেকে সকল এজেন্ট, গ্রাহক ও শুভানুধ্যায়ীদের প্রতি পবিত্র ঈদ-উল আযহা শুভেচ্ছা।

✈️কুষ্টিয়া প্রবাসীরা এখন থেকে নিজ শহরে ঘরে বসেই খুবই সহজে এবং সাশ্রয়ী মূল্যে বিশ্বের বিভিন্ন দেশের বিমানের টিকেট কিনুন শহরের প্রাণকেন্দ্র থানা ট্রাফিক মোড়ে অবস্থিত,,,
কুষ্টিয়ার একমাত্র বিশ্বস্ত ট্রাভেল এজেন্ট - সামার উইং ট্যুরস এন্ড ট্রাভেলসে!!

✈ই- পাসপোর্ট, ভিসা প্রসেসিং ও ম্যানপাওয়ার এর জন্য সামার উইং ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ আছে আপনার পাশে!
আপনাদের আস্থা আমাদের পথচলা✈আমরা নিশ্চিত করি সর্বোত্তম সেবা ও অভিজ্ঞতা।

স্বল্প সময়ে সর্বোচ্চ সেবা পৌঁছে দিতে আমাদের রয়েছে নিরন্তর প্রচেষ্টা।

আমাদের সাপোর্ট টিম সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে আপনার সেবায়।

📍সামার উইং ট্যুরস এন্ড ট্রাভেলস এর সেবাসমূহ :-
✅ ই-পাসপোট ও ভারতীয় ভিসা প্রসেসিং
✅পাসপোর্ট ও ভারতীয় ভিসার ফি প্রদান
✅ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক এয়ারলাইন্সের টিকেট
✅ভারতীয় সকল ডা: এর এ্যপোয়েনটমেনট
✅মেডিকেল ভিসার ইনভাইটেশন লেটার এর ব্যাবস্থা
✅ভারতীয় সকল রুটের ট্রেন/বিমানের টিকেট
✅মেডিকেল ট্রিটমেন্টের সাশ্রয়ী বাজেট প্লান, হোটেল বুকিং ও দোভাষীর ব্যাবস্থা।
✅ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক এয়ারলাইন্সের টিকেট
✅ মুকিম রেজিষ্ট্রেশন,ICA ও SG Arrival Card করা হয়
✅ সকল দেশের ট্রাভেল ও হেলথ ইন্সুরেন্স
✅ ওমরাহ হজ্জ প্যাকেজ ও প্যাকেজ ট্যুর
✅ বিভিন্ন দেশের Student ভিসার প্রসেসিং
✅ বিদেশগামী যাএীদের গামকা মেডিকেল সিলিপ
✅বিশ্বের সকল দেশের ভিসা চেক
✅সৌদিআরব,কুয়েত,কাতার,ওমান,বাহারাইন,দুবাই,সিংগাপুর ও মালেয়শিয়াসহ বিশ্বের প্রায় সকল দেশের কাজের ও ফ্যামিলি ভিসার প্রসেসিং।

√১. দুবাইয়ের ভিজিট ভিসা - ওয়ার্ক পারমিট (Employment) ভিসার ম্যানপাওয়ার করে থাকি।
√২. ফ্যামিলি ভিসার প্রসেসিং করে থাকি ও NOC
করে থাকি।
√৩. সৌদির মহিলা ভিসার স্টামিং ওকালা ও ম্যানপাওয়ার করে থাকি।।
√৪.ওমান-কাতার-বাহরাইন -দুবাই - মালয়েশিয়া - সিংগাপুর -রোমানিয়া- মাল্টা- ফিজি পোল্যান্ড কম্বোডিয়া সহ ইউরোপের সকল দেশের ম্যানপাওয়ার ( BMET) করে থাকি।
√৫. ফিংগার প্রিন্ট- ট্রেনিংয়ের হেল্প করে থাকি।
√৬.আমেল আইডি আমেল মঞ্জিল হাউজ ড্রাইভার সহ সকল ভিসার প্রসেসিং করে থাকি।

[ 𝐇𝐨𝐭𝐥𝐢𝐧𝐞 & Whats Apps + IMO : 01611-953524 ]

🏢 আমাদের অফিস
সামার উইং টুরস্ & ট্রাভেলস্
শতাব্দী ভবন (৩য় তলা), থানা ট্রাফিক মোড়, বক চত্বর, কুষ্টিয়া-৭০০০
মোবাইল- ☎️ : ০১৬১১- ৯৫৩৫২৪, ০১৭২১-৯৫৩৫২৪
E-mail: [email protected]
https://www.facebook.com/summerwingtt
https://www.linkedin.com/company/20386833
ধন্যবাদন্তে,
✅ SUMMER WING TOURS & TRAVELS — in Kushtia, Bangladesh

✈ ️✈কুষ্টিয়াতে গত ৭ বছরের বিশ্বস্ততায় সামার উইং ট্যুরস্ এন্ড ট্রাভেলস সর্বোত্তম সেবার অঙ্গীকারে নিয়ে আপনাদের পাশে।✈ পাসপ...
11/05/2023

✈ ️✈কুষ্টিয়াতে গত ৭ বছরের বিশ্বস্ততায় সামার উইং ট্যুরস্ এন্ড ট্রাভেলস সর্বোত্তম সেবার অঙ্গীকারে নিয়ে আপনাদের পাশে।

✈ পাসপোর্ট, ভিসা ও বিমানে টিকেট এর জন্য সামার উইং ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ আছে আপনার পাশে!

আপনাদের আস্থা আমাদের পথচলা,✈আমরা নিশ্চিত করি সর্বোত্তম সেবা ও অভিজ্ঞতা।

স্বল্প সময়ে সর্বোচ্চ সেবা পৌঁছে দিতে আমাদের রয়েছে নিরন্তর প্রচেষ্টা।

📍সামার উইং ট্যুরস এন্ড ট্রাভেলস এর সেবাসমূহ :-
✅ ই-পাসপোট ও ভারতীয় ভিসা প্রসেসিং
✅পাসপোর্ট ও ভারতীয় ভিসার ফি প্রদান
✅ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক এয়ারলাইন্সের টিকেট
✅ভারতীয় সকল ডা: এর এ্যপোয়েনটমেনট
✅মেডিকেল ভিসার ইনভাইটেশন লেটার এর ব্যাবস্থা
✅ভারতীয় সকল রুটের ট্রেন/বিমানের টিকেট
✅মেডিকেল ট্রিটমেন্টের সাশ্রয়ী বাজেট প্লান, হোটেল বুকিং ও দোভাষীর ব্যাবস্থা।
✅ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক এয়ারলাইন্সের টিকেট
✅ মুকিম রেজিষ্ট্রেশন,ICA ও SG Arrival Card করা হয়
✅ সকল দেশের ট্রাভেল ও হেলথ ইন্সুরেন্স
✅ ওমরাহ হজ্জ প্যাকেজ ও প্যাকেজ ট্যুর
✅ বিভিন্ন দেশের Student ভিসার প্রসেসিং
✅ বিদেশগামী যাএীদের গামকা মেডিকেল সিলিপ
✅বিশ্বের সকল দেশের ভিসা চেক করে থাকি
✅সৌদিআরব,কুয়েত,কাতার,ওমান,বাহারাইন,দুবাই,সিংগাপুর ও মালেয়শিয়াসহ বিশ্বের প্রায় সকল দেশের কাজের ও ফ্যামিলি ভিসার প্রসেসিং।

√১. দুবাইয়ের ভিজিট ভিসা - ওয়ার্ক পারমিট (Employment) ভিসার ম্যানপাওয়ার করে থাকি।
√২. ফ্যামিলি ভিসার প্রসেসিং করে থাকি ও NOC
করে থাকি।
√৩. সৌদির মহিলা ভিসার স্টামিং ওকালা ও ম্যানপাওয়ার করে থাকি।।
√৪.ওমান-কাতার-বাহরাইন -দুবাই - মালয়েশিয়া - সিংগাপুর -রোমানিয়া- মাল্টা- ফিজি পোল্যান্ড কম্বোডিয়া সহ ইউরোপের সকল দেশের ম্যানপাওয়ার ( BMET) করে থাকি।
√৫. ফিংগার প্রিন্ট- ট্রেনিংয়ের হেল্প করে থাকি।
√৬.আমেল আইডি আমেল মঞ্জিল হাউজ ড্রাইভার সহ সকল ভিসার প্রসেসিং করে থাকি।

আপনার ম্যানপাওয়ার(BMET) ভিসা প্রসেসিং সংক্রান্ত যে কোন কাজের জন্য 01611-953524 (WhatsApp) কল করুন।

📍 সব সেবা ঘরে বসে পেতে যোগাযোগ করুন ।
✅সামার উইং টুরস্ & ট্রাভেলস্
শতাব্দী ভবন (৩য় তলা), থানা ট্রাফিক মোড়,
বক চত্বর, কুষ্টিয়া-৭০০০
📲01611-953524, 01721-953524 (24/7)
Ⓜ️[email protected]
🌐www.summerwingtourstravels.com
https://www.facebook.com/summerwingtt
✈✈ ভ্রমণে আপনার বিশ্বস্ত সহযোগী

সামার উইং ট্যুরস্ এন্ড ট্রাভেলসের সকল গ্রাহক ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক!
21/04/2023

সামার উইং ট্যুরস্ এন্ড ট্রাভেলসের সকল গ্রাহক ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক!

হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন, রোজা সম্পর্কে আল্লাহ স্বয়ং এরশাদ করেছেন: “রোজা শুধু মাত্র  আমার জন্যে  রাখাএবং আমি নি...
27/03/2023

হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন, রোজা সম্পর্কে আল্লাহ স্বয়ং এরশাদ করেছেন: “রোজা শুধু মাত্র আমার জন্যে রাখাএবং আমি নিজেই তার পুরস্কার দান করবো।” রোজা (জাহান্নামের আজাব থেকে বাঁচার জন্য) ঢাল স্বরুপ। তোমাদের কেউ রোজা রেখে অশ্লীল কথাবার্তায় ও ঝগড়া বিবাদে যেন লিপ্ত না হয়। কেউ তার সঙ্গে গালমন্দ বা ঝগড়া বিবাদ করলে শুধু বলবে, আমি রোজাদার।

✈ ️আর নয় ঢাকা,, কুষ্টিয়াতে এখন যে কোন দেশের ম্যানপাওয়ার (BMET) কার্ডের জন্য সামার উইং ট্যুরস এন্ড ট্রাভেলস আছে আপনার পাশ...
10/11/2022

✈ ️আর নয় ঢাকা,, কুষ্টিয়াতে এখন যে কোন দেশের ম্যানপাওয়ার (BMET) কার্ডের জন্য সামার উইং ট্যুরস এন্ড ট্রাভেলস আছে আপনার পাশে।

√১. দুবাইয়ের ভিজিট ভিসা - ওয়ার্ক পারমিট (Employment) ভিসার ম্যানপাওয়ার করে থাকি।
√২. ফ্যামিলি ভিসার প্রসেসিং করে থাকি ও NOC
করে থাকি।
√৩. সৌদির মহিলা ভিসার স্টামিং ওকালা ও ম্যানপাওয়ার করে থাকি।।
√৪.ওমান-কাতার-বাহরাইন -দুবাই - মালয়েশিয়া - সিংগাপুর -রোমানিয়া- মাল্টা- ফিজি পোল্যান্ড কম্বোডিয়া সহ ইউরোপের সকল দেশের ম্যানপাওয়ার ( BMET) করে থাকি।
√৫. ফিংগার প্রিন্ট- ট্রেনিংয়ের হেল্প করে থাকি।
√৬.আমেল আইডি আমেল মঞ্জিল হাউজ ড্রাইভার সহ সকল ভিসার প্রসেসিং করে থাকি।

আপনার ম্যানপাওয়ার(BMET) ভিসা প্রসেসিং সংক্রান্ত যে কোন কাজের জন্য 01611-953524 (whatsapp) কল করুন।

*** পাসপোর্ট, ভিসা ও বিমানে টিকেট এর জন্য সামার উইং ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ আছে আপনার পাশে!

আপনাদের আস্থা আমাদের পথচলা

আমরা নিশ্চিত করি সর্বোত্তম সেবা ও অভিজ্ঞতা।

স্বল্প সময়ে সর্বোচ্চ সেবা পৌঁছে দিতে আমাদের রয়েছে নিরন্তর প্রচেষ্টা।

📍সামার উইং ট্যুরস এন্ড ট্রাভেলস এর সেবাসমূহ :-

✅ ই-পাসপোট ও ভারতীয় ভিসা প্রসেসিং
✅ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক এয়ারলাইন্সের টিকেট
✅ভারতীয় সকল ডা: এর এ্যপোয়েনটমেনট
✅মেডিকেল ভিসার ইনভাইটেশন লেটার এর ব্যাবস্থা
✅ভারতীয় সকল রুটের ট্রেন/বিমানের টিকেট
✅মেডিকেল ট্রিটমেন্টের সাশ্রয়ী বাজেট প্লান, হোটেল বুকিং ও দোভাষীর ব্যাবস্থা।
✅ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক এয়ারলাইন্সের টিকেট
✅ মুকিম রেজিষ্ট্রেশন/ দুবাই এর ICA ও GDRFA অ্যপ্রুভাল,সিংগাপুরের ICA SG Arrival Card করা হয়
✅ সকল দেশের ট্রাভেল ও হেলথ ইন্সুরেন্স
✅ ওমরাহ হজ্জ প্যাকেজ ও প্যাকেজ ট্যুর
✅ বিভিন্ন দেশের Student ভিসার প্রসেসিং
✅ বিদেশগামী যাএীদের গামকা মেডিকেল সিলিপ
✅বিশ্বের সকল দেশের ভিসা চেক করে থাকি
✅ সৌদিআরব,কুয়েত,কাতার,ওমান,বাহারাইন,দুবাই,সিংগাপুর ও মালেয়শিয়াসহ বিশ্বের প্রায় সকল দেশের কাজের ও ফ্যামিলি ভিসার প্রসেসিং।

📍 সব সেবা ঘরে বসে পেতে যোগাযোগ করুন ।
🤵🤵যোগাযোগ: Hotline: (24/7)
📲📲+01611953524 (হোয়াটসঅ্যাপ+ইমু)

✅সামার উইং টুরস্ & ট্রাভেলস্
🏫Office: শতাব্দী ভবন (৩য় তলা), থানা ট্রাফিক মোড়, বক চত্বর, কুষ্টিয়া-৭০০০
📲01611-953524, 01721-953524
Ⓜ️[email protected]
🌐www.summerwingtourstravels.com
https://www.facebook.com/summerwingtt
🤝✈✈ভ্রমণে আপনার বিশ্বস্ত সহযোগী✈✈✅

কুষ্টিয়াতে সামার উইং ট্যুরস্ এন্ড ট্রাভেলস্  এ ভারতীয় ভিসা প্রসেসিং হবে সহজ ও ঝামেলাবিহীন!  যদি একই ফ্লাটফর্মে যখন সব সে...
20/10/2022

কুষ্টিয়াতে সামার উইং ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ এ ভারতীয় ভিসা প্রসেসিং হবে সহজ ও ঝামেলাবিহীন!

যদি একই ফ্লাটফর্মে যখন সব সেবা তাহলে আর কেন দৌড়ঝাঁপ করবেন?

👉 ইন্ডিয়ান মেডিকেল ভিসা, টুরিস্ট ভিসা, ডাবল এন্ট্রি ভিসাসহ বিমান টিকেট পাবেন সামার উইং ট্যুরস্ এন্ড ট্রাভেলস্

💥 সামার 'উইং ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ - আপনাকে যে সকল সেবা দিচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু সেবা-

✅ মেডিকেল ভিসা প্রসেসিং
✅ ভালো চিকিৎসার জন্য ডাক্তার নির্বাচন
✅ সুষ্ঠু পরিবেশ ও সঠিক হসপিটাল নির্বাচন
✅ মেডিকেল স্পেশালিষ্ট কন্সাল্টেশন
✅ বিমান টিকেট ও অন্যান্য

🇮🇳 🇮🇳 ভারতীয় মেডিকেল / ডাবল এন্ট্রি ভিসার জন্য আজই যোগাযোগ করুন - 01611-953524 অথবা 01721-953524

🔵 ভারতীয় মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সমুহঃ-

➡ জাতীয় পরিচয় পত্র / জন্ম নিবন্ধন
➡ বিদ্যুৎ বিল কপি (সর্বশেষ ৩ মাসের মধ্যে)
➡ ব্যাক্তিগত ব্যাংক স্ট্রেটমেন্ট (সর্বশেষ ৩ মাসের) অথবা $200 ডলার
এন্ড্রোসমেন্ট (যেকোন ব্যাংক)
➡ ডাক্তার এপোয়েন্টমেন্ট
➡ চিকিৎসার কাগজপত্রের মূল কপি ও ফটোকপি।
➡ ছবি (২"x২”) সাদাকালো ব্যাকগ্রাউন্ড
➡ ম্যারিজ সার্টিফিকেট এবং নিকাহ নামা (বিবাহিত দম্পতি হলে)
➡ এটেন্ডেন্ট ১ জন ।
➡ পাসপোর্ট কপি (নুন্যতম ৬ মাসের মেয়াদ থাকতে হবে)
➡ ভিসা কপি (পূর্বের যদি থাকে)
➡ পূরোনো সকল পাসপোর্ট অবশ্যই জমা দিতে হবে।

🏫Office:
✅সামার উইং টুরস্ & ট্রাভেলস্
শতাব্দী ভবন (৩য় তলা), থানা ট্রাফিক মোড়,
বক চত্বর, কুষ্টিয়া-৭০০০
📲01611-953524, 01721-953524
Ⓜ️[email protected]
🌐www.summerwingtourstravels.com
https://www.facebook.com/summerwingtt
🤝✈✈ভ্রমণে আপনার বিশ্বস্ত সহযোগী✈✈✅

✈ ️কুষ্টিয়াতে পাসপোর্ট, ভিসা ও বিমানে টিকেট এর জন্য সামার উইং ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ আছে আপনার পাশে!আমরা নিশ্চিত করি সর্...
14/09/2022

✈ ️কুষ্টিয়াতে পাসপোর্ট, ভিসা ও বিমানে টিকেট এর জন্য সামার উইং ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ আছে আপনার পাশে!

আমরা নিশ্চিত করি সর্বোত্তম সেবা ও অভিজ্ঞতা।

স্বল্প সময়ে সর্বোচ্চ সেবা পৌঁছে দিতে আমাদের রয়েছে নিরন্তর প্রচেষ্টা।

📍সামার উইং ট্যুরস এন্ড ট্রাভেলস এর সেবাসমূহ :-

✅ ই-পাসপোট ও ভারতীয় ভিসা প্রসেসিং
✅ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সকল এয়ারলাইন্সের টিকেট
✅ভারতীয় সকল ডা: এর এ্যপোয়েনটমেনট
✅মেডিকেল ভিসার ইনভাইটেশন লেটার এর ব্যাবস্থা
✅ভারতীয় সকল রুটের ট্রেন/বিমানের টিকেট
✅মেডিকেল ট্রিটমেন্টের সাশ্রয়ী বাজেট প্লান, হোটেল বুকিং ও দোভাষীর ব্যাবস্থা।
✅ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সকল এয়ারলাইন্সের টিকেট
✅দুবাই ভিজিট ভিসা, টিকেট কম মূল্যে প্যাকেজের ব্যবস্থা রয়েছে।
✅ মুকিম রেজিষ্ট্রেশন/ ওমানের -ইমুসরিফ/ দুবাই এর ICA ও GDRFA অ্যপ্রুভাল /ভারতের TNE-Pass ওAIR SUBIDHA রেজিট্রেশন।
✅ সকল দেশের ট্রাভেল ও হেলথ ইন্সুরেন্স
✅ ওমরাহ হজ্জ প্যাকেজ ও প্যাকেজ ট্যুর
✅ বিভিন্ন দেশের Student ভিসার প্রসেসিং
✅ বিদেশগামী যাএীদের টেস্ট মেডিকেল ও গামকা মেডিকেল কাড তোলা হয়।
✅বিশ্বের সকল দেশের ম্যানপাওয়ার ও ভিসা চেক
✅ সৌদিআরব,কুয়েত,কাতার,ওমান,বাহারাইন,দুবাই,সিংগাপুর ও মালেয়শিয়াসহ বিশ্বের প্রায় সকল দেশের ওয়াকিং/ভিজিট/ফ্যামিলি ভিসার প্রসেসিং।

📍 সব সেবা ঘরে বসে পেতে যোগাযোগ করুন ।
🤵🤵যোগাযোগ: Hotline: (24/7)
📲📲+01611953524 (হোয়াটসঅ্যাপ+ইমু)
✅সামার উইং টুরস্ & ট্রাভেলস্
🏫Office:
শতাব্দী ভবন (৩য় তলা), থানা ট্রাফিক মোড়,
বক চত্বর, কুষ্টিয়া-৭০০০
📲01611-953524, 01721-953524
Ⓜ️[email protected]
🌐www.summerwingtourstravels.com
https://www.facebook.com/summerwingtt

🤝✈✈ভ্রমণে আপনার বিশ্বস্ত সহযোগী✈✈✅

✈️কুষ্টিয়া প্রবাসীরা এখন থেকে নিজ শহরে ঘরে বসেই খুবই সহজে এবং সাশ্রয়ী মূল্যে ইন্ডিয়ান অভ্যন্তরীণ এবং বিশ্বের বিভিন্ন রুট...
06/08/2022

✈️কুষ্টিয়া প্রবাসীরা এখন থেকে নিজ শহরে ঘরে বসেই খুবই সহজে এবং সাশ্রয়ী মূল্যে ইন্ডিয়ান অভ্যন্তরীণ এবং বিশ্বের বিভিন্ন রুটের বিমানের টিকেট কিনুন শহরের প্রাণকেন্দ্র থানা ট্রাফিক মোড়ে অবস্থিত কুষ্টিয়ার একমাত্র বিশ্বস্ত ট্রাভেল এজেন্ট - সামার উইং ট্যুরস এন্ড ট্রাভেলস থেকে !

আমরা নিশ্চিত করি সর্বোত্তম সেবা ও অভিজ্ঞতা।

স্বল্প সময়ে সর্বোচ্চ সেবা পৌঁছে দিতে আমাদের রয়েছে নিরন্তর প্রচেষ্টা।

আমাদের সাপোর্ট টিম সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে আপনার সেবায়।
[ 𝐇𝐨𝐭𝐥𝐢𝐧𝐞 & Whats Apps + IMO : 01611-953524 ]

🏢 আমাদের অফিস
সামার উইং টুরস্ & ট্রাভেলস্
শতাব্দী ভবন (৩য় তলা), থানা ট্রাফিক মোড়, বক চত্বর, কুষ্টিয়া-৭০০০
মোবাইল- ☎️ : ০১৬১১- ৯৫৩৫২৪, ০১৭২১-৯৫৩৫২৪
E-mail: [email protected]
https://www.facebook.com/summerwingtt
https://www.linkedin.com/company/20386833

ধন্যবাদন্তে,
✅ SUMMER WING TOURS & TRAVELS — in Kushtia, Bangladesh

✈️ কুষ্টিয়ায় এখন ঘরে বসেই খুবই সহজে এবং সাশ্রয়ী মূল্যে ইন্ডিয়ান অভ্যন্তরীণ এবং বিশ্বের বিভিন্ন রুটের বিমানের টিকেট কিনুন...
28/07/2022

✈️ কুষ্টিয়ায় এখন ঘরে বসেই খুবই সহজে এবং সাশ্রয়ী মূল্যে ইন্ডিয়ান অভ্যন্তরীণ এবং বিশ্বের বিভিন্ন রুটের বিমানের টিকেট কিনুন শহরের প্রাণকেন্দ্র থানা ট্রাফিক মোড়ে অবস্থিত কুষ্টিয়ার একমাত্র বিশ্বস্ত ট্রাভেল এজেন্ট - সামার উইং ট্যুরস এন্ড ট্রাভেলস থেকে !

আমরা নিশ্চিত করি সর্বোত্তম সেবা ও অভিজ্ঞতা।
স্বল্প সময়ে সর্বোচ্চ সেবা পৌঁছে দিতে আমাদের রয়েছে নিরন্তর প্রচেষ্টা।

আমাদের সাপোর্ট টিম সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে আপনার সেবায়।
[ 𝐇𝐨𝐭𝐥𝐢𝐧𝐞 & Whats Apps + IMO : 01611-953524 ]

🏢 আমাদের অফিস
সামার উইং টুরস্ & ট্রাভেলস্
শতাব্দী ভবন (৩য় তলা), থানা ট্রাফিক মোড়, বক চত্বর, কুষ্টিয়া-৭০০০
মোবাইল- ☎️ : ০১৬১১- ৯৫৩৫২৪, ০১৭২১-৯৫৩৫২৪
E-mail: [email protected]
https://www.facebook.com/summerwingtt
https://www.linkedin.com/company/20386833

ধন্যবাদন্তে,
✅ SUMMER WING TOURS & TRAVELS — in Kushtia, Bangladesh

26/06/2022

কুষ্টিয়াতে পাসপোর্ট, ভিসা ও বিমানে টিকেট এর জন্য সামার উইং ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ আছে আপনার পাশে!

আমরা নিশ্চিত করি সর্বোত্তম সেবা ও অভিজ্ঞতা।
স্বল্প সময়ে সর্বোচ্চ সেবা পৌঁছে দিতে আমাদের রয়েছে নিরন্তর প্রচেষ্টা।

📍সামার উইং ট্যুরস এন্ড ট্রাভেলস এর সেবাসমূহ :-

✅ ই-পাসপোট ও ভারতীয় ভিসা প্রসেসিং
✅ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সকল এয়ারলাইন্সের টিকেট
✅ভারতীয় সকল ডা: এর এ্যপোয়েনটমেনট
✅মেডিকেল ভিসার ইনভাইটেশন লেটার এর ব্যাবস্থা
✅ভারতীয় সকল রুটের ট্রেন/বিমানের টিকেট
✅মেডিকেল ট্রিটমেন্টের সাশ্রয়ী বাজেট প্লান, হোটেল বুকিং ও দোভাষীর ব্যাবস্থা।
✅ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সকল এয়ারলাইন্সের টিকেট
✅দুবাই ভিজিট ভিসা, টিকেট কম মূল্যে প্যাকেজের ব্যবস্থা রয়েছে।
✅ মুকিম রেজিষ্ট্রেশন/ ওমানের -ইমুসরিফ/ দুবাই এর ICA ও GDRFA অ্যপ্রুভাল /ভারতের TNE-Pass ওAIR SUBIDHA রেজিট্রেশন।
✅ সকল দেশের ট্রাভেল ও হেলথ ইন্সুরেন্স
✅ ওমরাহ হজ্জ প্যাকেজ ও প্যাকেজ ট্যুর
✅ বিভিন্ন দেশের Student ভিসার প্রসেসিং
✅ বিদেশগামী যাএীদের টেস্ট মেডিকেল ও গামকা মেডিকেল কাড তোলা হয়।
✅বিশ্বের সকল দেশের ম্যানপাওয়ার ও ভিসা চেক
✅ সৌদিআরব,কুয়েত,কাতার,ওমান,বাহারাইন,দুবাই,সিংগাপুর ও মালেয়শিয়াসহ বিশ্বের প্রায় সকল দেশের ওয়াকিং/ভিজিট/ফ্যামিলি ভিসার প্রসেসিং।

📍 সব সেবা ঘরে বসে পেতে যোগাযোগ করুন ।

🤵🤵যোগাযোগ: Hotline: (24/7)
📲📲+01611953524 (হোয়াটসঅ্যাপ+ইমু)

✅সামার উইং টুরস্ & ট্রাভেলস্
🏫Office:শতাব্দী ভবন (৩য় তলা), থানা ট্রাফিক মোড়,
বক চত্বর, কুষ্টিয়া-৭০০০
📲+01611-953524, 01721-953524
Ⓜ️[email protected]
🌐www.summerwingtourstravels.com
https://www.facebook.com/summerwingtt

🤝✈✈ভ্রমণে আপনার বিশ্বস্ত সহযোগী✈✈✅

09/06/2022

Address

শতাব্দী ভবন (৩য় তলা), থানা ট্রাফিক মোড়, বক চত্বর, 92 এন. এস. রোড, কুষ্টিয়া-৭০০০
Kushtia
7000

Opening Hours

Monday 09:30 - 20:30
Tuesday 09:30 - 20:30
Wednesday 09:30 - 20:30
Thursday 09:30 - 20:30
Saturday 09:30 - 20:30
Sunday 09:30 - 20:30

Telephone

+8801611953524

Alerts

Be the first to know and let us send you an email when Summer Wing Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Summer Wing Tours & Travels:

Videos

Share

Category


Other Travel Agencies in Kushtia

Show All