Bornomala Tourism Pvt.Ltd

Bornomala Tourism Pvt.Ltd আকিব কর্পোরেশন এর একটি প্রতিষ্ঠান ---

17/09/2024

আলহামদুলিল্লাহ বিয়ের কাজ শেষ করেই ট্যুরে যাবো 😜
আশায় বসে থাকা গ্রুপের এডমিন 🙄🙄🙄

16/09/2024

ট্যুরের গাড়ির জন্য দ্রুত ছুটে আসছে 🙄🙄

16/09/2024

রাসূলের (সাঃ) এর জন্ম দিনে রাসূল (সাঃ) কে ভালোবেসে রোজা রেখে ও সালাত আদায় করে শুকরিয়া আদায় করুন। উল্লাস করে নয়।

16/09/2024

আপনি কি কর্পোরেট ট্রিপ নিয়ে চিন্তিত??
Bornomala Tourism Pvt.Ltd একটি সুনামধন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান।আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে আপনার কর্পোরেট ইভেন্ট এর সকল আয়োজন পরিপূর্ণ করে থাকি?💗আমাদের রয়েছে দীর্য ১যুগের সাফল্য মাথা গল্পকথা। হাজারো প্রতিষ্ঠানের ভ্রমনে আস্থার প্লাটফর্ম Bornomala Tourism ⛈️ পরিবারের পক্ষ থেকে সকল শুভাকাঙ্খী গনকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন 💯✅

🔰 আমাদের সেবা সমূহ:
১। একাডেমিক শিক্ষা সফর " সার্ভিস।
২। কর্পোরেট বার্ষিক কন্পারেন্স ।
৩। প্রমোশনাল বিজনেস (সার্ভিস) ডেভেলপমেন্ট ট্রিপ।
৪। বিমানের টিকেট ক্রয়, তারিখ পরিবর্তন ও রি-কর্নফাম
৫। ট্যুরিস্ট ভিসা প্রসেসিং ও গাইড সার্ভিস।
৬। অভ্যান্তরিন এবং আন্তর্জাতিক ট্যুর প্যাকেজ।

✅ কেনো আমাদের কাছে আসবেন :
১। সর্বদা প্রতিটি ইভেন্টে কোয়ালিটি ১০০℅ নিশ্চয়তা।
২। স্বল্প সময়ে সঠিক পরিকল্পনা ও পরিক্রমার বাস্তবায়ন।
৩। শতভাগ কমিটমেন্ট সাথে হাজরো প্রতিষ্ঠানের ট্যুর বাস্তবায়নের সাফল্যের প্রতিচ্ছবি নিয়ে আমরা আছি আপনার পাশে Bornomala Holiday’s ⛈️

যোগাযোগ করুন :
☎️Phone( WhatsApp/Imo): 01836-135100
💌E-mail : [email protected]

16/09/2024

আপনার ট্রিপের পরিবহনের জন্য চালক দ্বায়িত্বে থাকলে আপনি কোথায় ট্রিপে যাবেন - 🙄

16/09/2024
16/09/2024

জীবনে এমন কিছু বান্ধবী কে নিয়ে ট্যুরে অভিজান দিলে জীবন - লে হালুয়া 😜😜😜

আলহামদুলিল্লাহ পুনোরায় আবারো কক্সবাজার অভিজানের সকল আয়োজন পরিপূর্ণ
16/09/2024

আলহামদুলিল্লাহ পুনোরায় আবারো কক্সবাজার অভিজানের সকল আয়োজন পরিপূর্ণ

ইন্সআল্লাহ সময়ের এই ক্লান্তি কাটিয়ে নতুন একটি ভোরের সূচনা লগ্নে - Bornomala Tourism Pvt.Ltd
16/09/2024

ইন্সআল্লাহ সময়ের এই ক্লান্তি কাটিয়ে নতুন একটি ভোরের সূচনা লগ্নে - Bornomala Tourism Pvt.Ltd

আলহামদুলিল্লাহ আরো একটি কর্পোরেট ট্রিপের সকল আয়োজন পরিপূর্ণ ✌️🔰 নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনা কারী
16/09/2024

আলহামদুলিল্লাহ আরো একটি কর্পোরেট ট্রিপের সকল আয়োজন পরিপূর্ণ ✌️🔰 নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনা কারী

15/09/2024

ট্রিপে যাওয়ার প্রস্তুতি নিয়ে সবাই যখন ব্যাস্থ --- 🙄

এসি_হাউজবোটে_টাঙ্গুয়ার_হাওর_লাক্সারি_ট্যুর, রয়েছে নন এসি হাউজবোটও। জনপ্রতি ৫,০০০ থেকে শুরু। এই বর্ষায় অন্তত দু’জন হলেই ঘ...
15/09/2024

এসি_হাউজবোটে_টাঙ্গুয়ার_হাওর_লাক্সারি_ট্যুর, রয়েছে নন এসি হাউজবোটও। জনপ্রতি ৫,০০০ থেকে শুরু।
এই বর্ষায় অন্তত দু’জন হলেই ঘুরে আসুন টাঙ্গুয়ার হাওর থেকে। লাক্সারিয়াস হাউজবোটে উপভোগ করুন হাওর যাত্রায় আভিজাত্য...

★হাওড় এর কথা মনে হলেই প্রথম যে নাম মনে আসে তা হলো #টাঙ্গুয়ার_হাওর। সুনামগঞ্জ জেলার এই হাওড়ের এক পাশে মেঘালয়ের সবুজ পাহাড় নীল সাদা মেঘের রঙে দাঁড়িয়ে আছে। টাঙ্গুয়ার হাওর জীব বৈচিত্র্যময়। যেমন মুখরিত পাখির কলকাকলীতে তেমনই মুগ্ধতা আছে হাওড়ের নীল জলে আর সাথে আছে হাওড়ের সুস্বাদু মাছ। টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্যে পুলকিত হওয়ার এইতো সময়। এই ভরা বর্ষায় তাই আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি টাঙ্গুয়ার হাওর ভ্রমণে।
সাথে থাকছে নতুন নির্মিত ফুল এসি হাউজবোটও, যেখানে শুধু রাতে নয় ভ্রমণের পুরো সময়ই এসি চলবে। গরমের চিন্তা আর থাকছেনা। আরামদায়ক হওয়ায় যে কেউ এই ট্যুরে অংশগ্রহণ করতে পারেন।

#ভ্রমণের তারিখসমূহ:
📢সেপ্টেম্বর’২০২৪
★ ১৩-১৪ (শুক্র ও শনিবার)
★ ১৫-১৬ (রবি ও সোমবার)
★ ২০-২১ (শুক্র ও শনিবার)
★ ২৭-২৮ (শুক্র ও শনিবার)

📢অক্টোবর মাসেও প্রতি নিয়মিত ট্যুর রয়েছে।
(শুক্র ও শনিবার ছাড়াও কর্পোরেট/ইন্ডিভিজুয়াল ট্যুর প্রতি সপ্তাহে আরো দুটি)
📢শুক্র ও শনিবার ছাড়াও রবি-সোম এবং মঙ্গল-বুধবারে ট্যুর রয়েছে।

#প্যাকেজ_প্রাইস: (সুনামগঞ্জ টু সুনামগঞ্জ): এসি হাউসবোট:
★১০,০০০ টাকা জনপ্রতি, (শুক্র ও শনিবার)
★৮,৫০০ টাকা জনপ্রতি, (শুক্র-শনি ও ছুটির দিন ব্যতিত)
📢📢
#বুকিং_মানি: ৫,০০০ টাকা জনপ্রতি
#শিশু পলিসিঃ ১-৩ ফ্রি, বাবা মায়ের সাথে সবকিছু। ৩ বছর প্লাস আলোচনা সাপেক্ষে।

#সময়কালঃ ২দিন-১ রাত, ১৬টি রুম, ৪৪ জন অতিথি।

📢📢
নন এসি হাউজবোটে ট্যুর প্রাইস। (সুনামগঞ্জ টু সুনামগঞ্জ):
★ জনপ্রতি ৫,০০০/- (একরুমে চার জন, শুক্র-শনি ও ছুটির দিন ব্যতিত)
★ জন প্রতি ৬,০০০/-(একরুমে দুই জন, শুক্র-শনি ও ছুটির দিন ব্যতিত)
📢📢
★ জন প্রতি ৬,৫০০/-(একরুমে চারজন, শুক্র-শনিবার)
★ জন প্রতি ৭,৫০০/-(একরুমে দুইজন, শুক্র-শনিবার)
** আমাদের হাউসবোটে রয়েছে ৮ টি রুম, প্রতিটিতে এটাচ্ট বাথ, গ্লাস উইন্ডো।
**৪ জনের রুম ৪টি, ২ জনের রুম ৪টি। মোট ২৪ জন অতিথি।

** উল্লেখ্য, হাউজবোট ভেদে প্রাইস বাড়তে বা কমতে পারে। আপনার চাহিদামতো ভ্রমণের তারিখ আমাদেরকে জানালে আমরা আপনাকে ওই তারিখের বোটের ছবি দেব। সাথে প্রাইসসহ ভ্রমণ বিস্তারিত লিখিতভাবে দেব। যাতে আপনি স্বাধীনভাবে যাচাই করে সিদ্ধান্ত নিতে পারেন। ভালো লাগলে আমাদেরকে জানালে বুকিং ফাইনাল করে আপনাকে বুকিং ফরম পাঠিয়ে দেব। আবার চাইলে আপনি আমাদের অফিসে এসেও সব তথ্য নিয়ে বুকিং করতে পারেন।

** আমরা ১০০/২০০ জন অতিথির জন্যও কর্পেোরেট/গ্রুপ ট্যুর আয়োজন করে থাকি।

★ এসি হাউজবোটের_বিশেষত্বঃ
- দিনরাত ২৪ ঘন্টাই এসি সার্ভিস
- বিশাল সাইজের ১৬ টি রুম।
- বোটটি দৈর্ঘ্য ১০৫ ফিট ও প্রস্থে ২০ ফিট
- প্রতি রুমেই এসি ও এটাচড টয়লেট
- টয়লেট কিট
- রুফটফ খোলামেলা ডাইনিং
- জামাতে নামাজের ব্যাবস্থা
- সার্ভিসের জন্য ৮ জন প্রশিক্ষিত কর্মী
- বিনোদনের জন্য বোটে পাবেন সাউন্ড সিস্টেম।
- অবসর সময় কাটানোর জন্য বোটে রয়েছে ইনডোর খেলার ব্যাবস্থা ।
- পর্যাপ্ত লাইফ জ্যাকেট
- অভিজ্ঞ বাবুর্চি
- বোটে ফ্রিজ থাকবে। বাচ্চার খাবার বা ওষুধ রাখা যাবে।

★ #ট্যুর_এর_বিশেষত্বঃ
- নারী ও শিশুর নিরাপত্তা
- উন্নত আবাসন ও ট্রান্সপোর্ট
- ভালো মানের খাবার
- ফ্যামিলি ফ্রেন্ডলি পরিবেশ
- দক্ষ গাইড

★ #যা_যা_দেখব:
★ টাঙ্গুয়ার হাওর
★ হাওরের ওয়াচ টাওয়ার
★ শহীদ সিরাজ লেক
★ টেকেরঘাট
★ বারিক্কা টিলা।
🔹জয়নাল আবেদীনের বিখ্যাত শিমুল বাগান,
🔹যাদুকাটা নদী,
🔹লাকমা ছড়া (অটো/বাইক দিয়ে নিয়ে যাওয়া হবে আমাদের ব্যবস্থাপনায়)।

★ #যা_যা_থাকছে_আমাদের_এই_ট্যুরেঃ
** ২ দিন ১ রাত লাক্সারি এসি হাউজবোট থাকা
** টোটাল ৬ বেলা মেইন ফুড এবং ৩ বার স্ন্যাকস।
** এসি বোটে জেনারেটর দিয়ে ২৪ ঘন্টা এসি ও বিদ্যুৎ সরবরাহ।
** পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও বয়া
** অভিজ্ঞ লোকাল ট্যুর গাইড
** সার্বক্ষণিক রুম সার্ভিস।
** সার্বক্ষণিক চা/কফি/পানি

★ #যা_যা_থাকছেনাঃ
** যাত্রার রাতের খাবার।
** ফেরার রাতের খাবার।
** যাত্রা বিরতিতে খাবার।
** কোন প্রকার ব্যক্তিগত ওষুধ।

★ #ট্যুর_প্লান:
★১ম দিনঃ সুনামগঞ্জ পৌঁছে সেখান থেকে নিজস্ব হাইজবোটে করে টাঙ্গুয়ার হাওর যাএা। প্রথমেই চলে যাব ওয়াচ টাওয়ার। চারদিকে জলমগ্ন এই টাওইয়ার থেকে পাখির চোখে দেখা যায় টাঙ্গুয়ার হাওড়। এখানে টলটলে পানিতে চলবে ঝাপাঝাপি।
এরপর গন্তব্য সীমান্ত ঘেরা টেকের ঘাট। হাওড়ের শেষ আর ভারতের শুরু এখানে। টেকের ঘাটে আমরা ঘুরে দেখব চুনা পাথরের নীলাদ্রি লেক আর লাকমা ছড়া।

★২য় দিনঃ সকাল ৭ টার মধ্যে রওনা হয়ে আমরা চলে যাব বারিক্কা টিলা, শিমুল বাগান ও পাহাড়ের কোল ঘেসে বয়ে চলা যাদুকাটা নদীর উদ্দেশ্যে। হাওড়ে গোসল করে সন্ধ্যার মধ্যে আমরা সুনামগঞ্জের উদ্দেশে ফিরে আসব।

#ফুড_মেনুঃ
★১ম দিনঃ
- বোটে উঠার পর ওয়েলকাম ড্রিংকস।
- সকালের নাস্তা: পাউরুটি, বাটার, জেলি, সিদ্ধ ডিম, কলা, মধু, কর্নফ্লেক্স, দুধ, চা, কফি, ফিল্টার ওয়াটার।
- স্ন্যাকসঃ কেক কলা + চা/ কফি।
- দুপুরের খাবারঃ সাদা ভাত, আলু ভর্তা, শাক, লাউ চিংড়ি হাওড়ের বড় মাছ, চিকেন, ডাল, সালাদ, ডেজার্ট।
- বিকালের স্ন্যাকসঃ চাওমিন –চা/কফি,বিস্কিট।
- রাতের খাবারঃ চিকেন বার-বি-কিউ, মাংস ভুনা, ফ্রাইড রাইস, ডাল ভুনা, পরটা, বার-বি-কিউ সালাদ, কোল্ডড্রিংস, পানি।

★২য় দিনঃ
- সকালের নাস্তা: ভুনা খিচুড়ি, ডিম ওমলেট, আচার, ভর্তা, ঘি, বেগুন ভাজি, চা/কফি
- স্ন্যাকসঃ চিকেন সেন্ডউইচ, সিজোনাল ফল, চা,কফি।
- দুপুরের খাবার: সাদা ভাত, হাসের মাংশ, হাওড়ের মাছ, কাচকি ফ্রাই- কলা ভর্তা, পালং শাক, সালাদ, ডেজার্ট ।
- রাতের খাবারঃ সাদা ভাত, সবজি, ডাল, ডিম ভূনা-চা /কফি।

(বাজারের এভেইলিভিলিটির উপর নির্ভর করে খাবার মেনুতে আংশিক পরিবর্তন হতে পারে)। বোট ভেদে ফুডমেন্যুতে সামান্ন পরিবর্তন আছে। আপনার বুকিং এর আগে আমরা লিখিতভাবে সেটি জানিয়ে দেব।

#যা_যা_সাথে_নিতে_পারেনঃ
** মাস্ক এবং হ্যান্ড সেনিটাইজার
** রোদ থেকে বাঁচতে ক্যাপ/সানগ্লাস/সানস্ক্রিন ক্রিম/ছাতা
** ক্যামেরা, পাওয়ার ব্যাংক, লাইট, রেইনকোট/ছাতা, গামছা ইত্যাদি
** ২দিন থাকার মত পর্যাপ্ত কাপড়
** হাওড়ের পানিতে সাতার কাটার মতো কাপড়
** ব্যক্তিগত কোন প্রকার ওষুধ।

❐এই ট্যুরে প্রফিট মার্জিন অতি সামান্য। অনেক হিসাব করে প্রাইস নির্ধারণ করা হয়েছে। সুতরাং, কোনরকম ডিসকাউন্টের কথা বললে তা আমাদের জন্য বিব্রতকর হবে। প্রাইস সবার জন্যই সমান। অনেক ভাবেই টাকা কমানো যায় কিন্তু আমরা সেটি পারবোনা। কারন, খরচ বাঁচাতে গিয়ে ট্যুরের মান খারাপ হলে আপনাদের কষ্ট হবে আর বদনামটা আমাদেরই হবে। আমাদের কাছে সকল অতিথির মর্যাদাই সমান।

★বুকিং যেভাবে দিতে পারবেন★
❐+8801737-043813 ❐+8801836-135100
এই নম্বরসমূহে ফোন করে আপনার প্রাথমিক বুকিং নিশ্চিত করতে পারেন। এরপর আমাদের অফিস পরিদর্শন করে সবকিছু বিস্তারিত জেনে ভালো লাগলে বুকিং কনফার্ম করতে পারেন।

★বুকিং যেভাবে দিতে পারবেন
📞+𝟖𝟖𝟎𝟏𝟕37-043813
📞হোয়াটসঅ্যাপ: 𝟎𝟏836-135100
এই নম্বরসমূহে ফোন করে আপনার প্রাথমিক বুকিং নিশ্চিত করতে পারেন। এরপর আমাদের অফিস পরিদর্শন করে সবকিছু বিস্তারিত জেনে ভালো লাগলে বুকিং কনফার্ম করতে পারেন। তবে অফিসে আসতে না চাইলে ওভারফোনে কথা বলেও বুকিং করতে পারবেন।

★সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, ইষ্টার্ণ ব্যাংক, ট্রাষ্ট ব্যাংক- এ আমাদের একাউন্ট রয়েছে। আপনার জন্য সুবিধাজনক ব্যাংকের একাউন্ট নাম্বার কল করে জেনে নিতে পারেন। এ ছাড়াও বিকাশ/রকেট/নগদ একাউন্ট রয়েছে। তবে আমরা অনুরোধ করবো– সবকিছু বুঝে, ট্যুরের বিস্তারিত এবং উল্লেখিত টাকার মধ্যে কী কী রয়েছে তা লিখিতভাবে নিয়ে তারপর বুকিং চূড়ান্ত করতে। যাতে কারো মধ্যেই কোন গ্যাপ না থাকে। গ্যাপ থাকলে আপনার ভ্রমণের আনন্দ এবং আমাদের সুনাম দুটিই নষ্ট হতে পারে। যা আমরা কেউই চাইনা।

★যুক্ত হোন আমাদের ফেসবুক গ্রুপেঃ https://www.facebook.com/groups/Bornomala Tourism

★যুক্ত হোন আমাদের ফেসবুক পেইজেঃ
https://www.facebook.com/ Bornomala Tourism Pvt.Ltd

★আমাদের ওয়েবসাইট: https://

নিজের দেশ ভ্রমণে আমন্ত্রণ সকলকে।

𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐮𝐬 𝐟𝐨𝐫 𝐦𝐨𝐫𝐞 𝐝𝐞𝐭𝐚𝐢𝐥𝐬 𝐚𝐧𝐝 𝐛𝐨𝐨𝐤𝐢𝐧𝐠...

#সুনামগঞ্জ #টাঙ্গুয়ার_হাওড়

I gained 152 followers, created 283 posts and received 1,483 reactions in the past 90 days! Thank you all for your conti...
15/09/2024

I gained 152 followers, created 283 posts and received 1,483 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

 #বিকল্প_উপায়ে_সেন্টমার্টিন সেন্টমার্টিন যাওয়ার অন্যতম রুট টেকনাফ-সেন্টমার্টিন বন্ধ করে দেওয়া হয় বিগত কয়েকবছর ধরে এতে কর...
15/09/2024

#বিকল্প_উপায়ে_সেন্টমার্টিন
সেন্টমার্টিন যাওয়ার অন্যতম রুট টেকনাফ-সেন্টমার্টিন বন্ধ করে দেওয়া হয় বিগত কয়েকবছর ধরে এতে করে পর্যটক, ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণ সকলেই অসন্তুষ্ট। এমনকি কেউ কেউ যথেষ্ট ক্ষুব্ধ বলা যায়। কারণ হচ্ছে এ নৌপথে যেমন খরচ ও সময় কম, তেমন আকর্ষণীয় ও জনপ্রিয়।

কিন্তু মিয়ানমার সীমান্তের অস্থিরতা ও নাফ নদীর নাব্যতা সংকটের কারণে বর্তমানে এ নৌপথ ব্লক করে দেয় প্রশাসন। এতে পর্যটন শিল্পের অপূরনীয় ক্ষতির সম্ভাবনা দেখা দেয়।

অনেকে কর্ণফুলী এক্সপ্রেসের মতো সকল জাহাজ সরাসরি কক্সবাজার থেকে দেওয়ার কথা বলছে। আমি মনে করি এটা ফাউল চিন্তাভাবনা। কারণ কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথের দূরত্ব ১১০ কিলোমিটারের বেশি।

ছোট ছোট জাহাজগুলো এতো দূরত্বের পথ পাড়ি দিয়ে আবার ফিরে আসা যেমন কঠিন হবে। তার চেয়ে কঠিন হবে যাত্রীদের এতো দীর্ঘ সময় ধৈর্য ধরা। ভাড়াও অনেকের নাগালের বাহিরে চলে যাবে।

আবার কেউ কেউ ইনানী নৌবাহিনীর জেটি ব্যবহারের অনুমতির কথা বলছে। এটাও দূরত্বের দিক দিয়ে অনেক বেশি হয়ে যায়। ৭৫-৮০ কিলোমিটার পর্যন্ত।

টেকনাফ-সেন্টমার্টিন রুটের জাহাজ মালিকদের সংগঠন সাবরাং জিরো পয়েন্ট বা এক্সক্লুসিভ ট্যুরিজম জোন থেকে অস্থায়ী ঘাট করার অনুমতি চাচ্ছে। এটারও একটা সমস্যা হচ্ছে মেরিন ড্রাইভ রোডের সক্ষমতা! এখানে ঢাকার লাইনের বড় বড় গাড়ি দুটা ক্রস করা কঠিন হবে। ফলে জ্যাম লেগে পর্যটকদের যথেষ্ট সময় নষ্ট হবে।

আজ বিকল্প নৌ রুট নিয়ে একটা আইডিয়া দেবো। যেটা নাফ নদী ও বার্মা সীমান্ত এড়িয়ে খুব কম সময়ে পর্যটকবাহী জাহাজ ও নৌযান সেন্টমার্টিন যাওয়া আসা যাবে।
এতে দূরত্ব কম হওয়ায় সময় যেমন বাঁচবে, তেমন খরচও অনেক কম হবে।

শাহপরীর দ্বীপের দক্ষিণ পাড়া হতে সেন্টমার্টিন জেটিঘাটের দূরত্ব মাত্র ১৪ কিলোমিটার। আর শাহপরীর দ্বীপের পশ্চিম পাশে পানির গভীরতা সাবরাং এর মতোই। দুটাতেই ঢেউ একটু বেশি। কিন্তু ৬০০-৭০০ মিটার পর্যন্ত সমুদ্রগর্ভে জেটি নেওয়া গেলে ঢেউ বা স্রোতের ঝামেলা থাকবে না।

শাহপরীর দ্বীপে বর্তমানে যাতায়াত ব্যবস্থা অনেক ভালো হয়েছে। প্রশস্ত রাস্তা ও নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের বাড়তি আনন্দ দেবে।

© Tayub Ullah Bhai

আলহামদুল্লিাহ আমরা প্রস্তুত --19-09-24
15/09/2024

আলহামদুল্লিাহ আমরা প্রস্তুত --19-09-24

নোয়াখালী টু সিলেট অভিমুখে বর্ণমালঅ ট্যুরিজম প্রাঃ লিঃ টিম
15/09/2024

নোয়াখালী টু সিলেট অভিমুখে বর্ণমালঅ ট্যুরিজম প্রাঃ লিঃ টিম

Bornomala  Tourism মানেই ভিন্ন কিছূ সংযোজন ---
15/09/2024

Bornomala Tourism মানেই ভিন্ন কিছূ সংযোজন ---

আপনি কি কর্পোরেট ট্রিপ নিয়ে চিন্তিত??Bornomala Tourism Pvt.Ltd  একটি সুনামধন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান।আমরা অত্যন্ত আন্তরিকত...
13/09/2024

আপনি কি কর্পোরেট ট্রিপ নিয়ে চিন্তিত??
Bornomala Tourism Pvt.Ltd একটি সুনামধন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান।আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে আপনার কর্পোরেট ইভেন্ট এর সকল আয়োজন পরিপূর্ণ করে থাকি?💗আমাদের রয়েছে দীর্য ১যুগের সাফল্য মাথা গল্পকথা। হাজারো প্রতিষ্ঠানের ভ্রমনে আস্থার প্লাটফর্ম Bornomala Tourism ⛈️ পরিবারের পক্ষ থেকে সকল শুভাকাঙ্খী গনকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন 💯✅

🔰 আমাদের সেবা সমূহ:
১। একাডেমিক শিক্ষা সফর " সার্ভিস।
২। কর্পোরেট বার্ষিক কন্পারেন্স ।
৩। প্রমোশনাল বিজনেস (সার্ভিস) ডেভেলপমেন্ট ট্রিপ।
৪। বিমানের টিকেট ক্রয়, তারিখ পরিবর্তন ও রি-কর্নফাম
৫। ট্যুরিস্ট ভিসা প্রসেসিং ও গাইড সার্ভিস।
৬। অভ্যান্তরিন এবং আন্তর্জাতিক ট্যুর প্যাকেজ।

✅ কেনো আমাদের কাছে আসবেন :
১। সর্বদা প্রতিটি ইভেন্টে কোয়ালিটি ১০০℅ নিশ্চয়তা।
২। স্বল্প সময়ে সঠিক পরিকল্পনা ও পরিক্রমার বাস্তবায়ন।
৩। শতভাগ কমিটমেন্ট সাথে হাজরো প্রতিষ্ঠানের ট্যুর বাস্তবায়নের সাফল্যের প্রতিচ্ছবি নিয়ে আমরা আছি আপনার পাশে Bornomala Holiday’s ⛈️

যোগাযোগ করুন :
☎️Phone( WhatsApp/Imo): 01836-135100
💌E-mail : [email protected]

12/09/2024

পোষ্টটি যেহেতু আপনি পড়ছেন, তাঁর মানে আপনি একজন সম্মানিত এক্টিভ সদস্য, জানতে পারি আপনি কোথা থেকে দেখছেন?

আজ রাত্রী বেলা" ১১.৩০ মিঃ পুনরায় আরো একটি কর্পোরেট টিম নিয়ে কুয়াকাটা অভিমুখে রওনা করবো ইন্সআল্লাহ সকলের নিকট দোয়ার দরখাস...
12/09/2024

আজ রাত্রী বেলা" ১১.৩০ মিঃ পুনরায় আরো একটি কর্পোরেট টিম নিয়ে কুয়াকাটা অভিমুখে রওনা করবো ইন্সআল্লাহ সকলের নিকট দোয়ার দরখাস্ত ✌️🇧🇩

শুভ সকাল -সাগর কন্য কুয়াকাটায়  টিমের সকল পর্যটক গনকে জানাই শুভেচ্ছা অভিনন্দনBornomala Tourism Pvt.Ltd Bornomala Travel G...
12/09/2024

শুভ সকাল -
সাগর কন্য কুয়াকাটায়
টিমের সকল পর্যটক গনকে জানাই শুভেচ্ছা অভিনন্দন
Bornomala Tourism Pvt.Ltd Bornomala Travel Group (BTG) আপনাদের সেবায় সর্বদা প্রস্তুত 🇧🇩✌️🔰

১৮ কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান ...
12/09/2024

১৮ কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়।
আলহামদুল্লিাহ আগামী -12/13/14 কুয়াকাটা অভিজানের সকল আয়োজন পরিপূর্ন -টিম 1 ( শুভ সকাল কুয়াকাটা )

শুভ সকাল সাগর কন্যা কুয়াকাটা
12/09/2024

শুভ সকাল সাগর কন্যা কুয়াকাটা

সুখ হলো মানুষের জীবনের সর্বোৎকৃষ্ট অনুভূতি।💔
12/09/2024

সুখ হলো মানুষের জীবনের সর্বোৎকৃষ্ট অনুভূতি।💔

আপন মায়ায় সেজেছে প্রকৃতি --ভালোবাসার ছোয়া  আর আলিঙ্গনে --
12/09/2024

আপন মায়ায় সেজেছে প্রকৃতি --
ভালোবাসার ছোয়া আর আলিঙ্গনে --

11/09/2024

উচ্ছ্বসিত পর্যটকের আনন্দ ই আমাদের সাফল্যের বার্তা বয়ে আনে Bornomala Tourism Pvt.Ltd

Address

Lakshmipur

Alerts

Be the first to know and let us send you an email when Bornomala Tourism Pvt.Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Tourist Information Centers in Lakshmipur

Show All