রুবেল রেন্ট-এ-কার চৌরাস্তা

রুবেল রেন্ট-এ-কার চৌরাস্তা যে কোন অনুষ্ঠানে প্রাইভেট ও মাইক্রোবাস ভাড়া দেওয়া হয়। i love allah
(14)

নবীজি ﷺ এর হায়াতের দিনগুলো স্মরণ করিয়ে দিল এই ছবিটি। ক্ষুধার্ত অবস্থায় সাহাবারা এলেন, নিজেদের অবস্থা জানালেন। আমার নবীজি...
07/03/2024

নবীজি ﷺ এর হায়াতের দিনগুলো স্মরণ করিয়ে দিল এই ছবিটি। ক্ষুধার্ত অবস্থায় সাহাবারা এলেন, নিজেদের অবস্থা জানালেন। আমার নবীজি ﷺ তখন নিজের জামা উঁচিয়ে দেখালেন—তাতে দুটো পাথর বাঁধা!
আমরা উদরপূর্তি করে আহার করছি। ভাত ভালো না লাগলে রুটি খাচ্ছি। তাতেও না হলে বিরিয়ানি, পোলাও কিংবা রেস্তোরাঁয় চলে যাচ্ছি। আমাদেরই এক অংশ দুনিয়ার এক প্রান্তে না খেয়ে পেটে পাথর বেঁধে সময় কাটাচ্ছে। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কী জবাব দিব জানি না...

আমাদের মাফ করুন ইয়া রব!

14/12/2023

কিছু কাজ যেটা আপনি একান্তই আপনার বলে অবহেলায় ফেলে রেখেছেন, তা সেই কাজটা আপনার করা হবে এবং হয়ে যাবে ও। কিন্তু মৃত্যু আপনার পরিবারের পাশাপাশি আপনাকেই আপনার কাছে গুরুত্বপূর্ণ করে তুলতে হবে। কারণ" মৃত্যু অনিবার্য! দুনিয়ার জন্য তো অনেক কিছুই করেছেন, আখেরাতের জন্যও কিছু করুন।

জীবন নিয়ে প্ল্যান করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, জীবনটা আপনার না। এইখানে আপনার ভাগ কম। আপনার জীবন আপনার চোখের সামনেই ভাগ করে নেবে আপনার পরিবার, আপনার বন্ধু বান্ধব আপনার আত্মীয় স্বজনরা।

কিন্তু মৃত্যুটা আপনার একান্তই নিজের। আপনার মৃত্যুর ভাগটা কেউ নেবে না, ঐটা আপনাকেই নিতে হবে। তাই, যে কোন প্ল্যানে জীবনের আগে মৃত্যুর কথাটা থাকা চাই। কষ্ট করতে করতে নিজেকে যন্ত্র করে ফেলার আগে মনে রাখতে হবে।

"মৃত্যু ছাড়া মানুষের একান্ত নিজের কিছু নেই,
জীবন অন্যরা ভাগ করে নেয় খুব প্রকাশ্যেই।"

কাজে গিয়েছিলাম মিরপুর ১ এ।  প্রায় ৩০ মিনিট ধরে এক।মধ্যবয়স্ক নারীকে দেখলাম ছোট একটা বাচ্চা মেয়েকে নিয়ে খাবারের দোকানের সা...
15/11/2023

কাজে গিয়েছিলাম মিরপুর ১ এ। প্রায় ৩০ মিনিট ধরে এক।মধ্যবয়স্ক নারীকে দেখলাম ছোট একটা বাচ্চা মেয়েকে নিয়ে খাবারের দোকানের সামনে দাঁড়িয়ে আছে। ক্ষুদাভরা চোখে খাবার দেখছে। কিন্ত চাইতে ভয় পাচ্ছে।

আমার পকেটেও আজ টাকা নেই অত। তাও মন মানল না কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম কি হয়েছে?

বলল স্বামী নেই। মেয়েকে নিয়ে বোনের বাসায় এসেছিল যদি ঢাকা কোন কাজ পায় কিন্তু সে বোন ঘরে জায়গা দেয়নি।

টাকাও নেই যে কয়টা খাবে। আমি এক সেকেন্ড ও না ভেবে তাদের কে হোটেল এ বসিয়ে ভাত মাংস অর্ডার করলাম।

খাওয়ার অবস্থা দেখেই মনে হচ্ছিল কত জনম এর ক্ষুদা৷ যাই হোক তারা তৃপ্তি ভরে খেল। আর আমিও খাওয়ার পর তাদের কে গ্রামের বাসে উঠিয়ে দিয়ে চলে আসলাম।

এদেশে আজ ক্ষুদার বাস।

বোকা প্রবাসী

04/11/2023
07/05/2023

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Md Rubel Ahmed

30/04/2023

খা, নইলে খবর আছে।

28/04/2023

#ফেইসবুক_নিয়ে_গানের_ছন্দে_আনন্দে

শুনেন, শুনেন দেশবাসী; শুনেন দিয়া মন।
জুকারবার্ক এর ফেইসবুক প্রথা করিবো বর্ণন।
ফেইসবুক ভাই এমন নেশা, ধরলে ছাড়ে না;
পোলামাইয়া ফেইসবুক ছাড়া কিছুই বুঝে না।
এমন কি জিনিস আছে ফেইসবুকেতে ভাই
সব কিছুই খুব সহজে পাওয়া যায় ও তাই!!
হাত বাড়ালেই বন্ধু মিলে, হাজার হাজার ভাই।
কোনটা আসল, কোনটা নকল; চেনার উপায় নাই।
পোলা সাজে মাইয়া মানুষ, আর মাইয়া সাজে পোলা;
পোলা মাইয়ার রং তামাশায় আমি আত্মভোলা।
কেউবা আবার রাজনীতিবিদ, কেউবা শিল্পী কবি;
হরেক রকম ঢং ভঙ্গিমায় আপলোড মারে ছবি।
একের লেখা অন্যের হয়, ধরা যে বড় দায়,
নামে বন্ধু সবাই বটে, কাজের বেলায় নাই।
সত্য মিথ্যার এই দুনিয়ায় আর লাগে না ভালো,
আগেই তো অনেক ভালো ছিলাম;
ছিলাম সাদা কালো ।

24/04/2023

Kingdom of Saudi Arabia.

সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে,আগামীকাল সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপিত হবে, ইনশাআল্লাহ।তাই সৌদি আরবে যত ভাই ব্রা...
20/04/2023

সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে,
আগামীকাল সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপিত হবে, ইনশাআল্লাহ।
তাই সৌদি আরবে যত ভাই ব্রাদার ও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছেন সবাইকে জানাচ্ছি রুবেল রেন্ট-এ-কার চৌরাস্তার পক্ষ থেকে, ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং বাংলাদেশের সবার জন্য রইলো অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা।

16/04/2023

নিজে না খেয়ে পরিবারকে সুখে রাখার নামই হলো প্রবাস।

সোনার বাংলা Express চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেন হাসানপুর,লাঙ্গলকোট,,কুমিল্লার রেলওয়ে স্টেশনে ভয়াবহ ভাবে এক্সিডেন্ট করে...
16/04/2023

সোনার বাংলা Express চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেন হাসানপুর,লাঙ্গলকোট,,কুমিল্লার রেলওয়ে স্টেশনে ভয়াবহ ভাবে এক্সিডেন্ট করেছে।
আপনাদের কারো আত্মীয় স্বজন এই ট্রেনে থাকলে দ্রুত যোগাযোগ করুন....

14/04/2023

বর্তমান সময়ের সাথে এর কোন ভেদাভেদ নেই বললেই চলে। আর এটাই হয়।

ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জা...
12/04/2023

ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ইন্তেকাল করেছেন।

অফিসিয়াল ঘোষনা।

রাত ১১: ৩০
গণস্বাস্থ্য কেন্দ্র নগর হাসপাতাল,ধানমন্ডি ঢাকা।
১১ এপ্রিল ২০২৩ ইং।

আমি,তাঁহার আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

দোয়া করি,মহান আল্লাহ্ পাক যেন,মাহে রমজান মাসের উসিলায়,তাঁহার সকল ভুল ত্রুটি ক্ষমা করে,জান্নাতুল ফেরদাউস নসীব করেন।

10/04/2023

যেদেশে পুরুষের থেকেও নারির সংখ্যা অনেক বেশি, সেখানে বিয়ে করতে পুরুষ খুঁজছেন নারিরা বিস্তারিত কমেন্টে।

10/04/2023

কথা গুলো ভালো করে শুনবেন, পুরো ভিডিও টা দেখুন।

09/04/2023

shadi ka mousam

08/04/2023

ইফতার এর পর যেভাবে মেয়েরা একে অন্যের সাথে পল্টি লয়। হাসতে হাসতে পেট শেষ।

08/04/2023

মেয়ে কামডা করলো কি.

05/08/2021
05/08/2021
করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ৩ দিনের লকডাউন নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।রোববার বিকালে এ প্রজ্ঞাপন জারি কর...
27/06/2021

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ৩ দিনের লকডাউন নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রোববার বিকালে এ প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, আংশিক লকডাউনের সময়টায় সারা দেশে সব শপিংমল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮ টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রি করতে পারবে।

সরকারি-বেসরকারি অফিস বা প্রতিষ্ঠানকে নিজেদের ব্যবস্থাপনায় শুধু প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা-কর্মচারিদের আনা-নেয়ার বিষয়টি নিশ্চিত করবে।

এছাড়া দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রয় (শুধুমাত্র Online Take way) করতে পারবে; সরকারি-বেসরকারি অফিস/প্রতিষ্ঠানসমূহে শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা/কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় তাদের আনা-নেয়া করতে হবে।

প্রজ্ঞাপনে নির্দেশনা দেয়া হয়, জনসাধারণকে মাস্ক পরার জন্য আরও প্রচার-প্রারণা চালাতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সূত্র: জন প্রশাসন মন্ত্রনালয়।

any time any where.We will always be by your side, InshaAllah.
18/06/2021

any time any where.
We will always be by your side, InshaAllah.

জনতা বাজার টু টুমচর, লক্ষীপুর।
06/06/2021

জনতা বাজার টু টুমচর, লক্ষীপুর।

Address

Bhowanigonj Chowrasta
Lakshmipur
3702

Opening Hours

Monday 08:00 - 22:00
Tuesday 08:00 - 22:00
Wednesday 08:00 - 22:00
Thursday 08:00 - 22:00
Friday 08:00 - 20:00
Saturday 08:00 - 22:00
Sunday 08:00 - 22:00

Telephone

+8801717920903

Alerts

Be the first to know and let us send you an email when রুবেল রেন্ট-এ-কার চৌরাস্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রুবেল রেন্ট-এ-কার চৌরাস্তা:

Videos

Share

Category