Friends Tourism: ইচ্ছে ডানা

Friends Tourism: ইচ্ছে ডানা Give the viewers information about different tourist spots and many other necessary information

আজ সেন্ট মার্টিনগামী শীপে উঠার জন্য যাত্রীদের ভীড়......
15/12/2023

আজ সেন্ট মার্টিনগামী শীপে উঠার জন্য যাত্রীদের ভীড়......

05/12/2023

ব্রেকিং নিউজঃ
দীর্ঘ ১৫ মাস পর খুলে দেওয়া হলো বান্দরবানের কেওক্রাডং-বগালেক।

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে নির্মিত এ এলিফ্যান্ট ওভারপাস দক্ষিণ এশিয়ায় প্রথম। এরই মধ্যে সেই ওভারপাস দিয়ে চলাচল শুরু করেছে...
05/12/2023

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে নির্মিত এ এলিফ্যান্ট ওভারপাস দক্ষিণ এশিয়ায় প্রথম। এরই মধ্যে সেই ওভারপাস দিয়ে চলাচল শুরু করেছে হাতির দল। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে বন্যপ্রাণী অভয়ারণ্যে চালু হয়েছে দেশের প্রথম বিস্ময়কর এলিফ্যান্ট ওভারপাস। যেটির নিচ দিয়ে চলাচল করবে ট্রেন। ওপরে হবে হাতি পারাপার।

সংগৃহীত

03/12/2023

কক্সবাজারে সমুদ্র সৈকতে দম্পতির মৃত্যু

30/11/2023

📢মারায়ংতং অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পিং বন্ধ

সুখবর, লাচুং ১ ডিসেম্বর থেকে ভ্রমণের জন্য উন্মুক্ত😍
29/11/2023

সুখবর, লাচুং ১ ডিসেম্বর থেকে ভ্রমণের জন্য উন্মুক্ত😍

18/11/2023

টেকনাফ সেন্টমার্টিন রুটে শীপ চলাচল শুরু হয়ে গেছে!!

18/11/2023
16/11/2023

টেকনাফ - সেন্টমার্টিন জাহাজ চলাচল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ

ইউরোপ-আমেরিকার মতো এবার পর্যটন নগরী কক্সবাজারেও ছাদখোলা বাসে ঘুরতে পারবেন পর্যটকরা। দুটি টুরিস্ট বাস এনেছে কক্সবাজার জেল...
13/11/2023

ইউরোপ-আমেরিকার মতো এবার পর্যটন নগরী কক্সবাজারেও ছাদখোলা বাসে ঘুরতে পারবেন পর্যটকরা। দুটি টুরিস্ট বাস এনেছে কক্সবাজার জেলা প্রশাসন। এই দুটি বাস চলবে কক্সবাজারের পর্যটন জোন থেকে দীর্ঘ ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভ দিয়ে।

মূলত এসব বাস দেশি-বিদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় করে তুলতে নতুন সংযোজন করা হয়েছে কক্সবাজারে। কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেন, কক্সবাজারকে বলা হয় পর্যটন রাজধানী। তাই দেশি-বিদেশি পর্যটকদের কাছে কক্সবাজারকে আকর্ষণীয় করতে প্রশাসন নানা উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় নতুন করে সংযোজন করা হয়েছে টুরিস্ট বাসের।

দুটি বাসের মধ্যে একটি বাস কক্সবাজার সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্ট থেকে পর্যটকদের নিয়ে রেজুখাল ব্রিজ পর্যন্ত যাবে। এরপর তাদের তুলে দেয়া হবে ব্রিজের অপরপ্রান্তে অবস্থান করা টুরিস্ট বাসে। এই বাস মেরিন ড্রাইভের পাতুয়ারটেক পর্যন্ত চলাচল করবে। এই যাত্রায় দীর্ঘ মেরিন ড্রাইভে যেসব পর্যটন স্পট রয়েছে বাস ওই স্পটে থামবে এবং পর্যটকদের তা ঘুরে দেখানো হবে।

প্রতিটি বাসে ৫৫ জন যাত্রী ধারণ ক্ষমতা রয়েছে। বাসগুলোতে থাকছে নানা ধরনের সুযোগ-সুবিধা। আশা করা যায়, পর্যটকদের বিনোদনে নতুন মাত্রা যোগ করবে এই টুরিস্ট বাস বা ছাদখোলা বাস। সূত্র: সময় নিউজ।
ধন্যবাদান্তে,
Bangladesh Travel Information

অপরূপ সাজে সজ্জিত আমার বাংলা......
12/11/2023

অপরূপ সাজে সজ্জিত আমার বাংলা......

সেন্ট মার্টিন ডাকছে.....
01/11/2023

সেন্ট মার্টিন ডাকছে.....

আমরা যদি প্রস্তুত হওয়ার অপেক্ষায় থাকি, তাহলে সারাজীবন অপেক্ষার প্রহরেই কাটাতে হবে।— লেমনি স্নিকেট
23/10/2023

আমরা যদি প্রস্তুত হওয়ার অপেক্ষায় থাকি, তাহলে সারাজীবন অপেক্ষার প্রহরেই কাটাতে হবে।
— লেমনি স্নিকেট

তাহমিদ ট্যূরে যেতে প্রস্তুত!!!আপনি ট্যূরে যাচ্ছেন না কেন???
16/10/2023

তাহমিদ ট্যূরে যেতে প্রস্তুত!!!

আপনি ট্যূরে যাচ্ছেন না কেন???

16/10/2023

যে কোন ধরনের কর্পোরেট ট্যূরের জন্য আজই যোগাযোগ করুন Friends Tourism: ইচ্ছে ডানা এর সাথে।

30/09/2023

৩ নম্বর সতর্কসংকেত, সেন্ট মার্টিনে আটকা পড়েছেন তিন শতাধিক পর্যটক

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর পূর্ণাঙ্গ সময়সূচী
28/09/2023

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর পূর্ণাঙ্গ সময়সূচী

প্রথম বাংলাদেশী বাইকার হিসেবে বাংলাদেশের নাম্বার প্লেট সম্বলিত বাইক নিয়ে আ*ফগানি*স্তানের মাটিতে পা রাখলেন মাসদাক চৌধুরী...
25/09/2023

প্রথম বাংলাদেশী বাইকার হিসেবে বাংলাদেশের নাম্বার প্লেট সম্বলিত বাইক নিয়ে আ*ফগানি*স্তানের মাটিতে পা রাখলেন মাসদাক চৌধুরী ভাই, আ*ফগানি*ন্তানের পুলিশের সাথে ফ্রেমবন্দী হয়েছেন। এই হাস্যজ্জল ছবি দেখেই বোঝা যাচ্ছে আ*ফগান পুলিশ ভাইয়েরা ওনাকে অভিনন্দন জানিয়েছেন।

এই শ্রাবণ ধারায় বৃষ্টিভেজা দুপুরে.......
14/08/2023

এই শ্রাবণ ধারায় বৃষ্টিভেজা দুপুরে.......

09/08/2023

সাজেকে আটকা পড়েছেন আড়াই শতাধিক পর্যটক

টাকা জমিয়ে মরে যাওয়ার থেকে ভ্রমণ করে ফকির হয়ে যাওয়া অনেক ভালো!
09/08/2023

টাকা জমিয়ে মরে যাওয়ার থেকে ভ্রমণ করে ফকির হয়ে যাওয়া অনেক ভালো!

03/08/2023

ভারতীয় ভিসা সংক্রান্ত যে কোন বিষয়ে যোগাযোগ করুন Friends Tourism: ইচ্ছে ডানা এর সাথে।
অথবা,
০১৮৬৫০৮৭৮০৩

বিকালের গ্রামীণ প্রকৃতি.....
02/08/2023

বিকালের গ্রামীণ প্রকৃতি.....

নায়াগ্রা ফলস এ লিটন দাস
28/07/2023

নায়াগ্রা ফলস এ লিটন দাস

ট্রেনে কক্সবাজার ভ্রমণকারীদের জন্য সুখবর***************************************আগামী সেপ্টেম্বরে চালু হচ্ছে ঢাকা - চট্টগ...
27/07/2023

ট্রেনে কক্সবাজার ভ্রমণকারীদের জন্য সুখবর
***************************************
আগামী সেপ্টেম্বরে চালু হচ্ছে ঢাকা - চট্টগ্রাম কক্সবাজার ট্রেন সেবা। প্রথমে ট্রায়াল চালু হবে চট্টগ্রাম থেকে ২ টি ট্রেন, একটি ১ সেমি ননস্টপ ১ টি লোকাল। তার কিছু দিন পর চালু হবে ঢাকা থেকে ২ টা, ১ টি ননস্টপ ১ টি সেমি ননস্টপ। ডিসেম্বরের মধ্যে সিলেট থেকে কক্স-বাজার ট্রেন চালুর সম্ভাবনা রয়েছে।

💰 ভাড়াঃ ঢাকা হতে নন এসি ৭০০ - ৮৫০ টাকা, এসি ১৪০০ থেকে ১৫০০ টাকা। চট্টগ্রাম থেকে সেমি ননস্টপের নন এসি ভাড়া ২০০ টাকা এসি ভাড়া ২৫০ - ৩০০ টাকা। লোকালের ভাড়া ৯০ - ১২০ টাকা। কেবিন ভাড়া ঠিক হয় নি।

নিকলি - অষ্টগ্রাম - মিঠামইন ট্যূর
27/07/2023

নিকলি - অষ্টগ্রাম - মিঠামইন ট্যূর

19/07/2023
natural rural beauty of  #বাংলাদেশ
17/07/2023

natural rural beauty of #বাংলাদেশ

16/07/2023

আগামী বৃহস্পতিবার নিকলি হাওর, অষ্টগ্রাম-মিঠামইন ভ্রমণে যোগ দিতে যোগাযোগ করুন।
০১৮৬৫০৮৭৮০৩

ডাঙ্গা জমিদার বাড়ি (বাড়িটি উকিল বাড়ি নামেও পরিচিত)
13/07/2023

ডাঙ্গা জমিদার বাড়ি (বাড়িটি উকিল বাড়ি নামেও পরিচিত)

পাসপোর্ট ছাড়াই ভারতীয় ভিসার জন্য আবেদন শুরু......ভারতের ভিসা প্রক্রিয়ায় শেষ করতে বেশি সময় লাগার কারণে এখন থেকে ভিসার আবে...
11/07/2023

পাসপোর্ট ছাড়াই ভারতীয় ভিসার জন্য আবেদন শুরু......

ভারতের ভিসা প্রক্রিয়ায় শেষ করতে বেশি সময় লাগার কারণে এখন থেকে ভিসার আবেদন পত্র জমা দেবার সময় চাইলে পাসপোর্ট ফেরত নিয়ে নেয়া যাবে। তবে ভিসা টোকেনে উল্লেখিত তারিখের সাত দিন পূর্বে আবার পাসপোর্ট জমা দিয়ে আসতে হবে। সাম্প্রতিক সময়গুলো ভারতের ভিসা প্রসেসিংয়ে দীর্ঘ সময় লাগার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির হাইকমিশন।

সাধারণত ঈদের মৌসুম বা বড় ধরণের ছুটি ছাড়া অন্যান্য সময় ভারতের ভিসা প্রসেস করতে ৫-৭ দিন সময় লাগতো। গত রমজান ঈদ থেকে ভারতের ভিসার জন্য অস্বাভাবিক বেশি আবেদন পত্র জমা পড়ার কারণে ভিসা পেতে এক মাসেরও বেশি সময় লেগে যাচ্ছিলো। এতে করে দীর্ঘ সময় পাসপোর্ট ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে পড়ে থাকার কারণে বিভিন্ন ধরণের ভোগান্তিতে পড়ছিলো যাত্রীরা।

পাসপোর্ট প্রত্যাহারের নিয়ম থাকলেও সেটার মাধ্যমে পাসপোর্ট ফিরিয়ে নিতেও বেশ সময় লাগছিলো। করোনার পর থেকে বিমান ভাড়া অব্যাহতভাবে বাড়ার কারণে অনেক বাজেট ট্রাভেলার সড়কপথে ভারত ভ্রমণে যেতে চান। এর ফলে সাম্প্রতিক সময়ে ভারতের ভিসার জন্য আবেদনের হার অস্বাভাবিকভাবে বেড়ে যায়। ভ্রমণ ছাড়া চিকিৎসা ও অন্যান্য কজে বাংলাদেশ থেকে অনেক পর্যটক ভারতে যান।

নতুন নিয়মে ভারতীয় ভিসার আবেদনপত্র জমা দেয়া যাবে আজ থেকেই। ১১ জুলাই ২০২৩ থেকে ভারতীয় ভিসার জন্য আবেদন করার সময় চাইলে পাসপোর্ট ফেরত নিয়ে নেয়া যাবে। ভিসা টোকেনে উল্লেখিত ডেলিভারীর সম্ভ্যাব্য সময়ের সাত দিন আগে আবার পাসপোর্ট আইভ্যাকে জমা দিয়ে আসতে হবে। এছাড়া ভিসা ভিসা প্রসেসিং ফি জমা দেবার সময় টাইম স্লট নির্বাচন করা যাবে। নির্বাচিত টাইম স্লটে ভারতীয় ভিসা কেন্দ্রে উপস্থিত হলে কম সময়ের মধ্যে ভিসার আবেদন জমা দেয়া যাবে।

শতবর্ষী বটগাছ, পাঁচদোনা, নরসিংদীPhoto credit: GM Sohan
10/07/2023

শতবর্ষী বটগাছ, পাঁচদোনা, নরসিংদী

Photo credit: GM Sohan

টাইটানিক কোথায় ডুবে আছে  জানেনতো? কানাডার নিউ ফাউন্ড ল্যান্ড এর কোস্টাল লাইন থেকে প্রায় চারশো মাইল দূরের সমুদ্রের নীচে! ...
21/06/2023

টাইটানিক কোথায় ডুবে আছে জানেনতো?
কানাডার নিউ ফাউন্ড ল্যান্ড এর কোস্টাল লাইন থেকে প্রায় চারশো মাইল দূরের সমুদ্রের নীচে!

অতলান্তিক ( atlantic এর বাংলা) মহাসমুদ্রের প্রায় সাড়ে তিন কিলোমিটার গভীর জলের নীচে!

ওশনগেইট ( oceangate) নামের একটা কোম্পানি আছে, ওরা টাইটানিক ট্যুরিজম করে!

আট দিনের একটা ট্যুর প্যাকেজ।
আপনাকে প্রথমে কানাডা থেকে জাহাজে করে আটলান্টিকের উপর টাইটানিক ডুবার জায়গাটায় নিয়ে যাবে, তারপর আপনাকে নিয়ে একটা ছোট্ট সাবমেরিনে করে, সার্ফেস থেকে সাড়ে তিন কিলোমিটার গভীরে, টাইটানিকের ধ্বংসাবশেষের মুখোমুখি করা হবে!

রীতিমতো ব্রেথ টেকিং এক্সপেরিয়েন্স!

তবে পুরো প্যাকেজটা মারাত্নক এক্সপেন্সিভ।
বাংলাদেশী টাকায় প্রায় আড়াই কোটি টাকার উপরে লাগে !

এই সাবমার্সিবল, মিনি সাবমেরিনটার নাম হচ্ছে টাইটান! খুবই মাইক্রো সাইজের একটা সাবমেরিন। তাতে টেনেটুনে পাইলট সহ মোটে পাঁচ জনের জায়গা হয়!


সমস্যা হচ্ছে,
রবিবার সকাল বেলা, টাইটানে করে চারজনের একটা ট্যুরিস্ট দল, টাইটানিক দেখতে নেমেছিলো!

নামার কিছুক্ষণ পর থেকে, টাইটানের আর কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা!

কোন সিগ্নাল নাই। ভিশন নাই। কিচ্ছু নাই!
ভ্যানিশ!

টাইটানে বড় জোর ছিয়ানব্বই ঘন্টার অক্সিজেন সরবরাহ আছে। পানি খাবারও খুব একটা নেই!

এদের রেসক্যু মিশনে এখন আমেরিকা, কানাডার কোস্ট গার্ড নেভি নেমেছে তবু কোন হদিস পাওয়া যাচ্ছেনা!

সাবমেরিনে, ইংল্যান্ডের তিন জন আছে দেখলাম। একজন বিলিয়নিয়ার হামিশ হার্ডিং, আরেকজন পাকিস্তান বর্ন বিজনেস টাইকুন দাউদ আর তার ছেলে!


টাইটানিক ডুবে যাওয়ার সে অঞ্চলে আরেকটা বিয়োগ গাথা রচিত হচ্ছে?

টাইটানিক ব্যাপারটাই কি মৃত্যু ডেকে আনে?
টাইটান নামটাই কি ভ্যাজালের?

নাকি আসলে একট অতি ক্ষুদ্র কো ইনসিডেন্স?

নাকি শেষ পর্যন্ত কোন একট অলৌকিক উপায়ে টাইটানকে খুজে পাওয়া যাবে!
সময় ফুরিয়ে আসছে দ্রুত!
মোটে কয়েক ঘন্টার অক্সিজেন সাপ্লাই আছে আর!

( টাইটানের জন্য প্রার্থনা।)

20/06/2023

Address

13 No. Old School Super Market
Madhabdi
1604

Telephone

+8801865087803

Website

Alerts

Be the first to know and let us send you an email when Friends Tourism: ইচ্ছে ডানা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Friends Tourism: ইচ্ছে ডানা:

Share


Other Tourist Information Centers in Madhabdi

Show All