জান্নাহ ট্রাভেলস

জান্নাহ ট্রাভেলস � সরাসরি বিমান টিকেট, ভিসা প্রসেসিং,

বিমান দুর্ঘটনায় নিহত পাইলট মোহাম্মদ অসীম জাওয়াদ এর আত্মার মাগফিরাত কামনা করছি। একবার চিন্তা করুন তো, আজকের বিমান দুর্ঘট...
11/05/2024

বিমান দুর্ঘটনায় নিহত পাইলট মোহাম্মদ অসীম জাওয়াদ এর আত্মার মাগফিরাত কামনা করছি।

একবার চিন্তা করুন তো, আজকের বিমান দুর্ঘটনার দৃশ্য, যতটুকু ফুটেজে দেখেছেন।
একটা YAK-130 এডভান্স জেট প্রশিক্ষণ/যুদ্ধ বিমান আকাশে থাকা অবস্থায় ইঞ্জিনে আগুন ধরে যায়, সেই বিমানকে রানওয়েতে ল্যান্ড করানো মোটেও সম্ভব নয় যার কারণে পাইলট চাইলেই কিন্তু আকাশে থাকা অবস্থায় ইনজেকশন করে নিজেরা বের হয়ে আসতে পারতেন এতে করে তারা সহজেই বেঁচে যেতেন।
কিন্তু তারা সেই কজটি করেননি, কেন করেননি তা জানেন,, কারণ তারা সর্বোচ্চ চেষ্টা করেছে বিমানটিকে বাঁচানোর জন্য, আর আকাশে থাকা অবস্থায় বিমান থেকে যদি তারা বের হয়ে আসত তাহলে বিমানটি যেই কোন জায়গায় গিয়ে বিধ্বস্ত হতে পারতো, হয়তো কারো ঘরের উপর অথবা আশেপাশে ইস্টার্ন রিফাইনারি, পদ্মা,মেঘনা, কাফকোর উপর অথবা কোন লোকালয়ে লোকজনের উপর সে ক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। সেই চিন্তা করে তারা নিজেদের জীবনের চাইতে দেশের সম্পদ এবং দেশের মানুষ তথা আপনার/আমার কথা বেশি ভেবেছেন সেই কারণে তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজের জীবনকে পরোয়া না করে দেশের সম্পদ রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা করেছেন।

খেয়াল করে দেখুন, আগুন ধরা বিমানটিকে পাইলট নদীতে নিয়ে আসতে সক্ষম হয় এবং বিমানটি ক্রাশ করার 1-2 সেকেন্ড আগে তারা ইনজেকশন করে বের হয়ে আসে, কতটুকু চেষ্টা করেছে তারা বিমানটি বাঁচানোর জন্য ভাবা যায়।
এটা কেমন নেশা?
ইঞ্জিনে আগুন লাগার পরেও শেষ মুহূর্ত পর্যন্ত বিমান বাঁচানোর লড়াই। নতুন বৌ, শিশু সন্তানদের মায়া কীভাবে ভুলে যায় মুহুর্তের মধ্যেই।
আজকের দুর্ঘটনায় শহীদ হয়েছেন একজন পাইলট। আর পাইলট কতটুকু দক্ষ হলে on air এ একটা ইঞ্জিনে আগুন ধরা বিমানকে রানওয়ের উপর দিয়ে নিয়ে এসে নদীর উপরে ফেলে নিজেরা বের হয়ে আসে, আল্লাহু আকবার। (সত্যিই প্রশংসার যোগ্য)
কিন্তু দূঃখের বিষয় হলো, দুইজন পাইলট এর মধ্যে একজন পাইলট (স্কোয়াড্রন লিডার মোহাম্মদ অসীম জাওয়াদ) স্যার ইন্তেকাল করেন। আল্লাহ সুবহানাহু তাআলা তার এ শহীদ কে কবুল করুক, এবং তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুক, আমিন।

তাদের এ ঋণ দেশ ও জাতি আজীবন মনে রাখবে। ইনশাআল্লাহ 💖
©সংগৃহীত

এক বিমান পাইলটের ভয়ংকর গল্প।অল্প বিদ্যা ভয়ংকরী!প্লেন ল্যান্ড করেছে। যাত্রীরা সবাই নেমে গেছে। পাইলট হোটেলে পৌঁছেছেন। উড়োজ...
22/04/2024

এক বিমান পাইলটের ভয়ংকর গল্প।
অল্প বিদ্যা ভয়ংকরী!

প্লেন ল্যান্ড করেছে। যাত্রীরা সবাই নেমে গেছে। পাইলট হোটেলে পৌঁছেছেন। উড়োজাহাজে পরিচ্ছন্ন কর্মী এসেছেন পুরো প্লেন পরিষ্কার করতে।

পরিষ্কার করতে করতে তিনি পাইলটের ককপিটে আসেন। দেখেন সেখানে একটা বই। বইয়ের উপরে লিখাঃ "কিভাবে পাইলট হতে হয়।" (ভলিউম-১)

উৎফুল্ল পরিচ্ছন্ন কর্মী। বইয়ের প্রথম পাতা উল্টান। সেখানে লিখা লাল বোতামে টিপুন, প্লেনের ইঞ্জিন চালু হবে।

তিনি তাই করলেন। লাল বোতামে চাপ দেয়ার সাথে সাথে ইঞ্জিন চালু হয়ে গেলো।

পরের পাতায় লিখাঃ উড়োজাহাজকে সামনে অগ্রসর করাতে চাইলে এবার এই নীল বোতাম টিপুন।

তিনি আর অপেক্ষা না করে তাই করলেন। সাথে সাথে উড়োজাহাজ সামনে এগোতে লাগলো।

তারপরের পাতায় লিখাঃ গ্রাউন্ড থেকে শূন্যে উড়াতে চাইলে এবার সবুজ বোতাম টিপুন।

পরিচ্ছন্ন কর্মী অবাক! প্লেন শূন্যে উড়া শুরু করেছে। উপরে উঠছে তো উঠছে।

তাঁর আনন্দের সীমা নেই। এতো সহজেই প্লেন আকাশে উড়ানো যায়। প্রায় বিশ মিনিট তিনি আকাশ উড়লেন। এবার নামার পালা।

বইয়ের পরের পাতা উল্টালেন। সেখানে লিখাঃ প্লেন কিভাবে নীচে ল্যান্ড করাতে হয় সেটা শিখতে চাইলে (ভলিউম-২) বইটি কিনুন এবং আমাদের ফ্লাইট লার্ণিং কোর্সে ভর্তি হয়ে যান!

কেমনডা লাগে! 🥺

- সংগৃহীত

 োবারক
11/04/2024

োবারক

মাহে রমযানের প্রিন্ট ক্যালেন্ডার
13/03/2024

মাহে রমযানের প্রিন্ট ক্যালেন্ডার

২১শে ফেব্রুয়ারি,সহস্র আত্মত্যাগে পেয়েছিবাংলা ভাষা আমারি।রক্তে ভাসিয়ে গুলি করেছে হানাদার!সালাম বরকত রফিক জব্বার... মায়ের...
21/02/2024

২১শে ফেব্রুয়ারি,
সহস্র আত্মত্যাগে পেয়েছি
বাংলা ভাষা আমারি।

রক্তে ভাসিয়ে গুলি করেছে হানাদার!
সালাম বরকত রফিক জব্বার...
মায়ের বুক শুন্য করে ঘুচিয়েছে সব আঁধার।

তাদের রক্তে দাঁড়িয়ে আজ আমরা,
বিদেশি ভাষা করছি অনবরত চর্চা,
শহীদ মিনারে শুধুই লৌকিকতা,
রাশি রাশি ফুলের মালা।

কথায় কথায় বিদেশি ভাষা করছি রপ্ত,
এই মায়ের ভাষার জন্য,
একমাত্র আমরাই করেছি যুদ্ধ।

শহীদ মিনারে চলে হট্টগোল,
নেতৃত্ব কর্তৃত্ব আর গানের সুর,
শহীদের আত্মা কি পায় তাতে বেহেশতী নূর।

যাদের আত্মত্যাগে পেয়েছি স্বাধীন ভাষা,
এক খন্ড জমি, লাল সবুজের পতাকা।
গভীর শ্রদ্ধা নিবেদন করছি, মাগফিরাত কামনা।

এ দ্বায় কার? আহ! দুনিয়ার লোভ-লালসা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। কার ভূলে ঘটে এসব মর্মান্তিক ঘটনা?অবৈধভাবে ইতালি য...
17/02/2024

এ দ্বায় কার? আহ! দুনিয়ার লোভ-লালসা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। কার ভূলে ঘটে এসব মর্মান্তিক ঘটনা?

অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে একটি নৌকাডুবিতে মাদারীপুরের তিন তরুণের মৃত্যু।
এ ঘটনায় নিখোঁজ আছেন আরও বেশ কয়েকজন। মারা যাওয়া তরুণদের পরিবারের সুত্রে জানা যায়, তাদেরকে লিবিয়া হয়ে ইটালি পাঠানোর চুক্তি করেন এক অবৈধ নামদামহীন গ্রামের কথিত অফিসবিহীন ট্রাভেলস ব্যবসায়ী। অতঃপর তারা কম টাকায় আর যেতে পারেননি, কথিত ট্রাভেলস ব্যবসায়ীও আর লাভের মুখ দেখতে পারেননি। মৃত এক তরুনের বাবা বলেন, ‘আমার লগে আমার বাপজানের কথা হইলো। বাপজান কইলো ওদের “গেম” (লিবিয়া থেকে ইতালির পথে যাত্রা) হইবে। কোনো ঝামেলা হইবে নাই। হঠাৎ শুনি আমার বাপজান আর নাই। আমার বাপজানের ইতালি যাওয়া লাগত না। তোমরা ওরে আমার কাছে ফিরাইয়া দাও।
(সুত্র- প্রথম আলো)

এ ঘটনায় কাকে দোষ দিবেন? সব দোষ কি অফিসবিহীন ট্রাভেলস ব্যবসায়ীর? এখন তো ঐ ব্যবসায়ী ফেঁসে গেছেন, পুলিশ হন্য হয়ে খুঁজছে হয়তো, টাকা পেলেই আবার ছেড়ে দিবে। আমি মনে করি উভয়েরই সমান দোষ। উভয়কেই শাস্তির আওতায় আনা হউক। অবৈধ পথে কম টাকায় যাওয়ার জন্য রাজি না হলে কি ট্রাভেলস ব্যবসায়ীর সাহস হতো পাঠানোর?

 #কানাডা_ভিজিট_চলমানমধ্যখানে স্লো, কম ভিসা হয়েছে। ইদানীং আবার বেশ কিছু ভিসা হচ্ছে, তাই পাসপোর্ট জমা নিচ্ছি।ট্রাভেলস ব্যব...
09/02/2024

#কানাডা_ভিজিট_চলমান
মধ্যখানে স্লো, কম ভিসা হয়েছে। ইদানীং আবার বেশ কিছু ভিসা হচ্ছে, তাই পাসপোর্ট জমা নিচ্ছি।

ট্রাভেলস ব্যবসায়ী বলে যে শুধু কাজ হাতে নিবো আর করবো? এমনটা মোটেই নয়। আপনার পাসপোর্ট জমা নেয়া/দেয়ার আগে আন্তরিক কিছু পরামর্শ রইলো....

অনেকেই ভিজিট ভিসায় কানাডা যাওয়ার জন্য আবেদন করছেন, মন্দ না। হাজার হাজার আবেদনকারীর মধ্যে কিছু ভিসা হচ্ছে, এটা ঠিক। সঠিক পন্থায় চেষ্টা করলে, ভাগ্য আর রিজিকের সন্নিবেশনে আপনিও সিলেক্ট হতে পারেন কানাডা ভিজিটর হিসেবে। তবে আবেদন করার আগে, একটু ভাবুন, স্মরণ করুন- আপনার লেখাপড়া, শিক্ষাগত যোগ্যতা আর পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি নিয়ে। আপনি যে দেশেই যান, কিছু শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি পরিশ্রমী হতে হবে। লেখাপড়া ছাড়া পুরোটাই পরনির্ভর আপনি। আর অলস হলে তো ফ্রী অনুদান নেয়ারও ক্ষমতা নেই আপনার। আর সেখানে প্রাথমিক অবস্থায় দেখভাল করার জন্য কোন শুভাকাঙ্ক্ষী আছেন কি না। হুজুগে, আবেগের বশবতী হয়ে এপ্লাই না করে, চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন।

বিশ্ব্বের যেকোনো উন্নত দেশেই যান না কেন, পরিশ্রমবিহীন কেউ আপনাকে এক কানাকড়িও দিবে না। আপনার পাশের বিল-ঝিলে অনেক মাছ মরেছে, সবার দেখাদেখি আপনিও মাছ ধরতে নামলেন, অথচ মাছ ধরার ব্যাপারে আপনার কোন অভিজ্ঞতাই নেই বা আপনি সাতারই জানেন না, কেমন অবস্থা হবে? মনে রাখতে হবে, অভিজ্ঞতার পাশাপাশি ধৈর্যশীল হতে হবে, ইদানীং অনেকেই ভিজিট ভিসায় গিয়ে #এসাইলমেন_কেইস মেরে ভালো অবস্থান তৈরি করছে আবার কেউ পারছে না। পরিবার পরিজন ছেড়ে লক্ষ্যহীন সবার দেখাদেখি না ছুটে পরিবার পরিজন সামনে রেখে সিদ্ধান্ত নিন। #অর্থ_পরিবার এদুয়ের মধ্যে ভারসাম্যপূর্ণ ভালোবাসা টান, বজায় রাখার মাঝেই সুন্দর সুখী জীবন নিহিত।

#বিঃদ্রঃ এপ্লাই করার আগে কানাডা দেশ সম্পর্কে কিছু জানা জরুরি - আয়তনের দিক দিয়ে কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ, উত্তর আমেরিকার শীতলতম এই দেশের আয়তন ৯৯ লাখ ৮৪ হাজার ৬৭০ বর্গকিলোমিটার। প্রধান ধর্ম খ্রিস্টান ৬৭.২ শতাংশ। মুসলমান ৩.২ শতাংশ, বাকি ইহুদি, অন্যান্য ধর্ম, নাস্তিক ইত্যাদি। কানাডার জনসংখ্যা প্রায় ৪ কোটি।অর্থনৈতিক কেন্দ্র টরন্টো, মন্ট্রিয়ল এবং ভ্যাঙ্কুভার। কানাডার প্রধান উৎপাদনশীল ক্ষেত্র পাঁচটি হলো- পেট্রলিয়াম, গ্যাস, খনিজ, কৃষি এবং বস্ত্র। দেশে গণতন্ত্র এবং রাজতন্ত্র দুটোই বিদ্যমান। রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে শিক্ষিত দেশ কানাডা এবং ধনী দেশ হিসেবে বিশ্বের অন্যতম। #শিক্ষা_ধৈর্য_পরিশ্রম_এবং_ভাগ্য সাথে থাকলে কানাডায় গিয়ে কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। সবকিছুই ঠিক আছে, কিন্তু মুসলমানদের সংখ্যা বিবেচনা করে যেকোনো দেশে ভিজিট এবং স্থায়ী আবাসের চিন্তা করা উচিত একজন মুসলমান হিসেবে।

নিজের ব্যাপারে সবকিছু ঠিকঠাক হলে, ঠিকঠাক রেখে, কেউ কানাডা ভিজিটে এপ্লাই করতে চাইলে, যোগাযোগ করতে পারেন। আমাদের টিম আত্মবিশ্বাসের সহিত সঠিকভাবে আবেদন প্রক্রিয়া অবলম্বন করে কাজ করতে যথেষ্ট যত্নবান, ইনশাআল্লাহ। চেষ্টা আমাদের সফলতা আল্লাহর।
"আপনাদের বিশ্বাস রক্ষা করা, আমাদের ঈমানী দ্বায়িত্ব"
#জান্নাহ_ট্রাভেলস
শুধু ফোন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ প্লিজ- 01716446172,
চৌমুহনা, মৌলভীবাজার।

"বিশ্বাস করুন, কাস্টমার কখনই ফিরে আসে না!"স্যাম ওয়ালটন। বিশ্বের বৃহত্তম রিটেইল চেইন ওয়াল-মার্টের প্রতিষ্ঠাতা। একবার তি...
16/01/2024

"বিশ্বাস করুন, কাস্টমার কখনই ফিরে আসে না!"

স্যাম ওয়ালটন।
বিশ্বের বৃহত্তম রিটেইল চেইন ওয়াল-মার্টের প্রতিষ্ঠাতা।

একবার তিনি তার প্রতিষ্ঠানের কর্মীদের জন্য
সেলস ও কাস্টমার সার্ভিসের ওপর
একটি ট্রেনিং করাচ্ছিলেন।

ট্রেনিং এ তার শুরুর কথাগুলো ছিলো এরকম:

"আমি সেই লোক
যে রেস্টুরেন্টে গিয়ে ধৈর্য ধরে অপেক্ষা করে,
কখন ওয়েটার অন্য কাজ বাদ দিয়ে
আমার অর্ডার নিতে আসবে
তার জন্য।

আমি সেই লোক
যে দোকানে যেয়ে চুপচাপ অপেক্ষা করে,
কখন সেলসম্যানরা তাদের পার্সোনাল কথা শেষ করে
একটু আমার দিকে নজর দিবে
তার জন্য।

আমি সেই লোক
যে পেট্রোল পাম্পে ধৈর্য ধরে অপেক্ষা করে
কখন তারা সংবাদপত্র পড়া শেষ করে
আমাকে সময় দিতে পারবে
তার জন্য।

আমি সেই ব্যক্তি
যে কিনা আর্জেন্ট সার্ভিস পাবার জন্য
কাস্টমার কেয়ারে বারবার অনুরোধ করবার পরেও
কয়েক সপ্তাহ পার হবার পর
সেটা পান।

আপনি নিশ্চয় ভাবছেন
আমি একজন
শান্ত, ধৈর্যশীল আর নির্ঝঞ্ঝাট মানুষ!

না, আপনি ভুল।

আমি সেই কাস্টমার
যে কখনই ফিরে আসে না!

আমাকে ফিরিয়ে আনার জন্য
আপনার কোম্পানির
নানারকম চটকদার বিজ্ঞাপনের পেছনে
কোটি কোটি টাকা খরচ করা দেখলে
আমার হাসি পায়।

কারণ
আমি যখন প্রথম আপনার ওখানে গিয়েছিলাম,

আপনার উচিত ছিল
আমার সাথে একটু হেসে কথা বলা
আমার প্রয়োজন কি সেটা বোঝার চেষ্টা করা
একটু আন্তরিকতা দেখানো।

There is only one boss: THE CUSTOMER.

এবং সে কোম্পানির প্রেসিডেন্ট থেকে শুরু করে দারোয়ান পর্যন্ত
সবাইকে ফায়ার করতে পারে
তার টাকা
'অন্যত্র' খরচ করার মাধ্যমে।"

Want to be SUCCESSFUL?
Have better CUSTOMER SERVICE than anyone else.

অনুবাদ কার্টেসি: মোর্শেদ

 #উমরাহ_বুকিং_চলছে২৫ জানুয়ারি ও ১৫ ফেব্রুয়ারিআল্লাহর উপর ভরসা করে উমরাহ শুরু।  #বিশেষ_জ্ঞাতব্য ★হোটেলে, প্রতি রুমে ৪/৫ ...
08/01/2024

#উমরাহ_বুকিং_চলছে
২৫ জানুয়ারি ও ১৫ ফেব্রুয়ারি
আল্লাহর উপর ভরসা করে উমরাহ শুরু।

#বিশেষ_জ্ঞাতব্য
★হোটেলে, প্রতি রুমে ৪/৫ জনের অবস্থান। এক রুমে ১/২ /৩ জন করে থাকলে কিছুটা খরচ বাড়বে।
★খাওয়া খরচ ও অন্যান্য ব্যক্তিগত খরচ প্যাকেজের বাইরে।
★হোটেলের দুরুত্ব- মদীনা হতে - ১৫০ থেকে ২৫০ মিটার। মক্কা হতে - ৫৫০ থেকে ৬৫০ মিটার মাসজিদুল হারামের চত্বর থেকে।
#প্যাকেজে যা যা থাকছেঃ-
★এয়ার টিকিট ।
★ওমরাহ ভিসা # হোটেল রিজার্ভেশন # মেডিকেল ইনস্যুরেন্স।
★ট্রান্সপোর্ট - এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়া আসা - যাওয়া, মদীনা থেকে মক্কা আসা - যাওয়া।
★মক্কা - মদীনা এর বিভিন্ন ঐতিহাসিক স্থানে যিয়ারত (পরিদর্শন) করানো, প্যাকেজের অন্তর্ভুক্ত যা আছে।

#শুরু_থেকে শেষ পর্যন্ত সার্বক্ষণিক অভিজ্ঞ বাঙালি সিলেটি গাইড।
#সাধ্যানুযায়ী ভালো মানের, আন্তরিকতাপূর্ণ সেবা দেয়ার প্রতিশ্রুতি, ইনশাআল্লাহ।

~~বিস্তারিত~~
"আপনাদের বিশ্বাস রক্ষা করা,
আমাদের ঈমানি দ্বায়িত্ব"
জান্নাহ ট্রাভেলস
চৌমুহনা, মৌলভীবাজার।
ফোন, হোয়াটসঅ্যাপ- 01716446172

31/12/2023
অচিরেই সুখবর আসছে...এক ভিসায় ভ্রমণ করা যাবে গাল্ফের ৬ দেশ।ইউরোপের সেনজেন ভিসার মতো একটি ভিসা দ্বারাভ৬ টি দেশ ভ্রমণ করা য...
08/12/2023

অচিরেই সুখবর আসছে...
এক ভিসায় ভ্রমণ করা যাবে গাল্ফের ৬ দেশ।

ইউরোপের সেনজেন ভিসার মতো একটি ভিসা দ্বারাভ৬ টি দেশ ভ্রমণ করা যাবে। এই নতুন ভিসা ব্যবস্থার নাম 'ইউনিফাইড ট্যুরিজম ভিসা' এবং এটি গালফ কো-অপারেশন কাউন্সিল বা জিসিসিভুক্ত দেশগুলির জন্য অনুমোদিত হয়েছে। জিসিসিভুক্ত দেশগুলি হলো: বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, এবং ইউনাইটেড আরব আমিরাত।

ব্যবসা কিংবা ব্যক্তিস্বার্থ চিন্তা না করে যারা নিঃস্বার্থে সবরকম অন্যায় অনিয়মের বিরুদ্ধে অনলাইনে অফলাইনে প্রতিবাদ জানান,...
14/11/2023

ব্যবসা কিংবা ব্যক্তিস্বার্থ চিন্তা না করে যারা নিঃস্বার্থে সবরকম অন্যায় অনিয়মের বিরুদ্ধে অনলাইনে অফলাইনে প্রতিবাদ জানান, স্যালুট 🙋‍♂️ প্রতিবাদকারী সংশ্লিষ্টদের। কানাডাগামী ৪২ জন যাত্রীকে ফেরত পাঠানোর প্রতিবাদে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

জোড়ালো আওয়াজ উঠুক #ইমিগ্রেশন_হয়রানি, #ইমিগ্রেশন_দূর্ণীতি বন্ধ হউক।

বাংলাদেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেওয়া স্থগিত করেছে ওমান। কুটনৈতিক সুত্রে জানা যায়- দেশটির শেয়ার বাজারে ধস, গাজা ...
06/11/2023

বাংলাদেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেওয়া স্থগিত করেছে ওমান।

কুটনৈতিক সুত্রে জানা যায়- দেশটির শেয়ার বাজারে ধস, গাজা সংকট, অতিরিক্ত বাংলাদেশি কর্মীর চাপ এবং অনেক কর্মীর কর্মসংস্থান সংকটের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।বর্তমানে আট লাখ বাংলাদেশি আছেন ওমানে। গত বছর দেড় লাখের বেশি কর্মী ওমানে গেছে। সেখানে বাংলাদেশের সর্বোচ্চসংখ্যক কর্মী। অন্য দেশের এত কর্মী দেশটিতে নেই। অনেক বাংলাদেশি কাজ পাচ্ছে না। এর বাইরে হঠাৎ করে ওদের শেয়ার বাজারে ধস নেমেছে, অর্থনৈতিক সংকট আছে, আবার গাজার সমস্যার প্রভাবও রয়েছে, এসব কারণেই ভিসা বন্ধ করেছে বাংলাদেশীদের জন্য, কবে আবার উন্মুক্ত হবে জানা নেই।
সুত্র- দ্যা ডেইলি স্টার

সেরা এক বিমানবন্দরের গল্প❗শাহজালাল বিমানবন্দর পৃথিবীর সবচাইতে দুর্ধর্ষ নিরাপত্তা বিশিষ্ট বিমানবন্দর। এখানে চেকিং শুরু হয়...
02/10/2023

সেরা এক বিমানবন্দরের গল্প❗

শাহজালাল বিমানবন্দর পৃথিবীর সবচাইতে দুর্ধর্ষ নিরাপত্তা বিশিষ্ট বিমানবন্দর। এখানে চেকিং শুরু হয় রাস্তা থেকে। রাস্তায় একবার গাড়ি থামায়, তারপর ব্রিজে উঠার সময় গাড়ি থামায়, তারপর ড্রপ পয়েন্টের আগে একবার গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করে অনেক সময়।
ভেতরে ঢোকার আগে বিশাল লম্বা লাইন লেগে যায়, কারন শাহজালাল বিমাবন্দর হচ্ছে বিশ্বের একমাত্র বিমানবন্দর যেখানে প্রবেশমুখে পুরো স্ক্যান করা হয়।
তো, আপনি ঢোকার আগেই তিন/চার বার চেকিংয়ের শিকার হবেন, যেটা দুনিয়ার অন্য কোনো এয়ারপোর্টে হয় বলে জানিনা। ভেতরে ঢুকে দেখবেন শত শত লোক গলায় ব্যাজ লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। এরা নানান সরকারি সংস্থার লোক হিসেবে বিমানবন্দর ম্যানেজমেন্টে আছেন। যাত্রী বেশি না এসব ব্যাজধারী সরকারি লোক বেশি, মাঝে মাঝে চিন্তায় পড়ে যাবেন।

যাক, ভেতরে গেলেন।
তারপর বিমানে উঠতে হলে অবশ্যই ইমিগ্রেশন অফিসারের সামনের চিপা গলি দিয়ে আপনাকে যেতে হবে। ইমিগ্রেশন শেষ হওয়ার পরে একটা ছোট গেট দিয়ে বের হতে হবে, সেখানে আবার ইমিগ্রেশনের সিল দেখার জন্য আরেকজন ইমিগ্রেশন পুলিশ বসে থাকেন। এই ইমিগ্রেশনই পৃথিবীর সেরা, ভিজিট হলেই কন্টাক্ট ছাড়া গত্যন্তর নেই, ভিসাধারী যাত্রীর সবকিছু ঠিকঠাক থাকলেও ভুল ধরার চেষ্টা করে টাকা হাতিয়ে নেয়ার বিরল চেষ্টা ( এটাও দুনিয়ার কোথাও আপনি দেখবেন না।)

সবশেষে রয়েছে বোর্ডিং গেটের সামনের ফাইনাল নিরাপত্তার চেকিং। জুতা খুলে, বেল্ট খুলে, ঘড়ি খুলে যেতে হবে। পাসপোর্ট দেখবে, বোর্ডিং কার্ড দেখবে। তারপর ঢুকতে পারবেন।

তো, এই পর্যন্ত মোট ৭টা পর্যায়ে আপনাকে নিরাপত্তা তল্লাশি পার হয়ে বিমানে চড়তে হবে।
কবে যে এই সীমাহীন বিরক্তিকর নিরাপত্তাবেষ্টনী থেকে প্রবাসীরা মুক্তি পাবে, আল্লাহ জানেন।
(সংগৃহীত)

 #হাদিসের_বর্ণনানুযায়ী- বছরের সর্বশ্রেষ্ঠ কয়েকটি রাতের মধ্যে ঈদুল আযহার রাত মর্যাদাবান একটি রাত।  কাটুক আজকের রাত নেক আম...
28/06/2023

#হাদিসের_বর্ণনানুযায়ী- বছরের সর্বশ্রেষ্ঠ কয়েকটি রাতের মধ্যে ঈদুল আযহার রাত মর্যাদাবান একটি রাত।
কাটুক আজকের রাত নেক আমলে..
ঘুম ভাঙুক ফজরের আযানে..
কুরবানি হউক একমাত্র আল্লাহ তা'য়ালার সন্তুষ্টি মনে..
দিন কাটুক নির্মল আনন্দে..
ত্যাগের মহান শিক্ষা অর্জিত হউক জীবনে।
োবারক

প্রিয় প্রবাস গমনেচ্ছু ভাইদের ও বিশেষ করে ট্রাভেল এজন্টগণের দৃষ্টি আকর্ষণ করছি.....যারা অনলাইনে বিভিন্ন পোর্টালে লোভনীয় ...
24/06/2023

প্রিয় প্রবাস গমনেচ্ছু ভাইদের ও বিশেষ করে ট্রাভেল এজন্টগণের দৃষ্টি আকর্ষণ করছি.....

যারা অনলাইনে বিভিন্ন পোর্টালে লোভনীয় অফার পেয়ে কম দামে বিমান টিকেট ক্রয় করেন, অনেকেই টিকেট করে ধরা খেয়েছেন, তবুও করেন কারণ অনলাইন পোর্টালে কমিশন বেশি দেয়। সাধারণত বিমান কোম্পানিগুলো টিকিটের নির্ধারিত মূল্যে ৭ শতাংশ ছাড় দিয়ে থাকে। সেখানে এসব অনলাইন সাইট ১২ শতাংশ ছাড় দেয়, তাদের চিন্তাধারা সুদুরপ্রসারি, বেশি ছাড় দিয়ে এজেন্ট বা কাস্টমারের কাছে টিকেট বিক্রি করে অত:পর একসময় উধাও, পরে সেই কাস্টমার বিমানবন্দরে গিয়ে দেখে টিকেট নেই। এরকম বিভিন্ন প্রতারণার অভিনব কৌশলে কয়েক কোটি টাকা নিয়ে উধাও হয়েছে কিছু অনলাইন টিকেটিং সাইট।

ট্রাভেলিং এজেন্ট সংস্থা আটাব সতর্ক করেছে, এসব লোভনীয় অফারে পা না দিয়ে লাইসেন্সধারী ট্রাভেল এজেন্টদের কাছ থেকে বিমান টিকেট ক্রয় করার জন্য। আশা করছি বিশেষ করে কিছু ট্রাভেল এজেন্টরা এব্যাপারে সতর্ক হবেন, ট্রাভেল এজেন্ট সতর্ক হলে কাস্টমার সতর্ক হবে ইনশাআল্লাহ।

ঈদের অনাবিল সুখ শান্তিতে মন উঠুক ভরে...সুন্দর আমল আখলাক থাকুক প্রতিটি ঘরে।ঈদ মোবারক!
22/04/2023

ঈদের অনাবিল সুখ শান্তিতে মন উঠুক ভরে...
সুন্দর আমল আখলাক থাকুক প্রতিটি ঘরে।
ঈদ মোবারক!

মাহে রমজানে ইফতার সেহরির সময়সূচি নিয়ে প্রিন্ট ক্যালেন্ডার।  বিগত বছরের ন্যায় এবারও মাত্র ৫০০ ক্যালেন্ডার ছাঁপিয়েছি৷ বিগত...
23/03/2023

মাহে রমজানে ইফতার সেহরির সময়সূচি নিয়ে প্রিন্ট ক্যালেন্ডার।

বিগত বছরের ন্যায় এবারও মাত্র ৫০০ ক্যালেন্ডার ছাঁপিয়েছি৷ বিগত বছরের অভিজ্ঞতায় দেখেছি, চাহিদা অনেক। সময়ের প্রতি সচেতন এলাকার সবাই চায় ঘরে একটি রমজানের ক্যালেন্ডার থাকুক।
কাগজ, জিনিসপত্রের যে দাম, তাই ইচ্ছেথাকা সত্তেও বেশি ছাঁপাতে পারলাম না। সবার হাতে এবারও পৌঁছাতে পারবোনা। আল্লাহ ক্ষমা করুন।

আল্লাহপাক সবাইকে, রমজানের প্রত্যেকটি রোযা যথানিয়মে রাখার তৌফিক দান করুন।

বিঃদ্রঃ আজ রহমতের প্রথম রাত এবং জুমার রাতও, বুদ্ধিমানেরা বুদ্ধি আর জ্ঞানীরা তাদের জ্ঞান কাজে লাগাবে।

ℹ️এয়ারপোর্টে শুল্ক না দিয়ে বিদেশ থেকে আনা যাবে যে জিনিসগুলো 🗞️(সংগৃহীত- কাস্টমস বিভাগ ফেইসবুক পেইজ)
31/01/2023

ℹ️এয়ারপোর্টে শুল্ক না দিয়ে বিদেশ থেকে আনা যাবে যে জিনিসগুলো 🗞️
(সংগৃহীত- কাস্টমস বিভাগ ফেইসবুক পেইজ)

ট্রেনের হর্ন ১১ রকমের, জানুন প্রতিটির আলাদা আলাদা অর্থ। (আপনার যাত্রা হোক নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়)★ মোট ১১ রকমের হর্ন বা...
31/01/2023

ট্রেনের হর্ন ১১ রকমের, জানুন প্রতিটির আলাদা আলাদা অর্থ।
(আপনার যাত্রা হোক নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়)

★ মোট ১১ রকমের হর্ন বাজে রেলে। এক একভাবে হর্ন বাজানোর অর্থ আলাদা আলাদা। বিভিন্ন কায়দায় হর্ন বাজিয়ে পৃথক পৃথক ইঙ্গিত দেন ট্রেনের চালক।
জেনে নিন কোন হর্নের কী অর্থঃ–

১। ওয়ান শট হর্নঃ— একবার সামান্য সময়ের জন্য হর্ন বাজানোর অর্থ, ট্রেন ইয়ার্ডে যাবে সাফাইয়ের জন্য।

২। টু শট হর্নঃ— সাধারণত ট্রেন ছাড়ার সময়ে এইভাবে হর্ন বাজানো হয়। মোটরম্যান এর মাধ্যমে গার্ডের কাছে ট্রেন ছাড়ার সিগন্যাল চান।

৩। তিন বার ছোট করে হর্ন বাজানোঃ— চালক কোনওভাবে ট্রেনের উপরে নিয়ন্ত্রণ হারালে বা ট্রেন থামাতে ব্যর্থ হলে এইভাবে হর্ন বাজিয়ে গার্ডকে সতর্ক করেন। তখন গার্ড ভ্যাকুয়াম ব্রেকের সাহায্যে ট্রেন থামান।

৪। চার বার ছোট করে হর্ন বাজানোঃ— এর অর্থ, ট্রেনে কোনও যান্ত্রিক ত্রুটি হয়েছে, যার ফলে ট্রেনটি আর এগোতে পারবে না।
৫। একটা লম্বার পরে একটি ছোট হর্নঃ— এমন ভাবে হর্ন বাজিয়ে ইঞ্জিন স্টার্ট করার আগে মোটরম্যান গার্ডকে ব্রেক পাইপ সিস্টেম চালু করতে বলেন।

৬। দু’বার লম্বার পরে একটা শর্ট হর্নঃ— মোটরম্যান এর মাধ্যমে গার্ডকে ইঞ্জিনের কন্ট্রোল নিতে নির্দেশ দেন।

৭। এক টানা হর্নঃ— এর মাধ্যমে যাত্রীদের বুঝিয়ে দেওয়া হয় ট্রেনটি পর পর বেশ কিছু স্টেশনে দাঁড়াবে না।

৮। থেমে থেমে দু’বার হর্নঃ— এর অর্থ ট্রেনটি কোনও রেলওয়ে ক্রসিং পার করছে।

৯। দু’টি লং ও শর্ট হর্নঃ— এর অর্থ ট্রেনটি ট্র্যাক বদল করছে।

১০। দু’টি শর্ট ও একটি লং হর্নঃ— এর অর্থ, কোনও যাত্রী চেন টেনে ট্রেন থামানোর চেষ্টা করেছেন।

১১। ছ’টি ছোট ছোট হর্নঃ— এর অর্থ, ট্রেনটি কোনও বিপদের মুখে পড়ছে। আপৎকালীন পরিস্থিতিতে এভাবে হর্ন বাজিয়ে সতর্ক করেন চালকরা।

পোস্ট: সসংগৃহীত

 #ট্রাভেলিং_পোস্ট শুধু ব্যবসা নয়, সেবাও জড়িত।সম্মানিত  #উমরা_যাত্রীগণ, উমরা করার জন্য সৌদিআরব যেতে ভালো কোন কাফেলা খুঁজছ...
11/01/2023

#ট্রাভেলিং_পোস্ট শুধু ব্যবসা নয়, সেবাও জড়িত।

সম্মানিত #উমরা_যাত্রীগণ, উমরা করার জন্য সৌদিআরব যেতে ভালো কোন কাফেলা খুঁজছেন? যাদের সাথে গেলে ভালো সেবা, মান পাবেন। ইনশাআল্লাহ এব্যাপারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিচ্ছি।
#সার্বিয়া_ক্রোয়েশিয়ার কিছু কাজ হাতে নিচ্ছি। আগ্রহী হলে যোগাযোগ করতে পারেন। চেষ্টার বিন্দুমাত্র ত্রুটি হবে না, সফলতা আল্লাহর হাতে। কাজ না হলে নির্ধারিত সময়ের মধ্যেই কোনপ্রকার অর্থনৈতিক ক্ষতি ছাড়া সব ফেরত দেয়া হবে, ইনশাআল্লাহ।
াসপোর্ট আবেদন, বয়স সংশোধন, মেডিকেল গামকা স্লিপ, পুলিশ ক্লিয়ারেন্স আবেদন ইত্যাদি কাজের ব্যাপারে সার্বিক সহযোগিতা।
যেকোনো দেশের #ম্যানপাওয়ার ও ভিসা প্রসেসিং এর ব্যাপারেও কথাবার্তা সঠিক রাখার আপ্রাণ চেষ্টা।
#বিমান টিকেট তো যেকোনো সময়ে, যেকোনো দেশের সাশ্রয়ী মুল্যে নিশ্চিন্তে করতে পারেন, কারণ আমি সরাসরি টিকেট এজেন্ট, আলহামদুলিল্লাহ।

আপনাদের প্রবাস গমন, উমরা যাত্রা সফল ও কল্যাণকর হউক, পরকালীন ভাবনায় দুনিয়াবি জীবন অতিবাহিত হউক।...এই কামনা- জান্নাহ ট্রাভেলস, মৌলভীবাজার --01716446172..

মহান আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এ বিজয়।দূরে হারাক সব অন্যায় অনাচার আর জুলুম নিপিড়নের ভয়। সর্বত্র হোক অসত্যের বিরু...
16/12/2022

মহান আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এ বিজয়।
দূরে হারাক সব অন্যায় অনাচার আর জুলুম নিপিড়নের ভয়। সর্বত্র হোক অসত্যের বিরুদ্ধে সত্যের জয়।

গামকা মেডিকেল স্লিপ করতে যেকোনো সময় হোয়াটসঅ্যাপে নম্বরে 01716446172 পাসপোর্ট কপি পাঠাতে পারেন। আরও আছে সরাসরি যেকোনো দেশ...
11/12/2022

গামকা মেডিকেল স্লিপ করতে যেকোনো সময় হোয়াটসঅ্যাপে নম্বরে 01716446172 পাসপোর্ট কপি পাঠাতে পারেন।
আরও আছে সরাসরি যেকোনো দেশের #বিমান_টিকেট, ই #পাসপোর্ট আবেদন ও #ভিসা_প্রসেসিং।
"আপনাদের বিশ্বাস রক্ষা করা আমাদের ঈমানী দ্বায়িত্ব"

🇸🇦হজযাত্রীদের জন্য সুখবর! আলহামদুলিল্লাহ।🇧🇩বাংলাদেশ থেকে হজযাত্রীদের জন্য সাশ্রয়ী খরচে ২০২৪ সাল থেকে আধুনিক বিলাস বহুল ১...
27/11/2022

🇸🇦হজযাত্রীদের জন্য সুখবর! আলহামদুলিল্লাহ।

🇧🇩বাংলাদেশ থেকে হজযাত্রীদের জন্য সাশ্রয়ী খরচে ২০২৪ সাল থেকে আধুনিক বিলাস বহুল ১৮ তলাবিশিষ্ট জাহাজ চলাচল শুরু হবে চট্টগ্রাম-জেদ্দা নৌরুটে।

👉🏼দেশের জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান- কর্ণফুলী শিপবিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইঞ্জিনিয়ার এমএ রশিদ
👉🏼বুধবার২৩ নভেম্বর,দুপুরে পতেঙ্গার ওয়াটার বাস টার্মিনালে অবস্থানরত 'এমভি বে ওয়ানে' আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। মাত্র ৮ দিনে চট্টগ্রাম থেকে জেদ্দা পৌঁছাবে জাহাজটি।

আল্লাহপাক হজ্জ যাত্রীদের সফর সহজ ও নিরাপদ করুন।

দেশের আকাশে যুক্ত হলো বেসরকারি নতুন বিমান "এয়ার এস্ট্রা ।  দেখা যাক অন্যান্য বিমান সংস্থার মত  দূর্ণীতিতে এগিয়ে থাকে নাক...
15/11/2022

দেশের আকাশে যুক্ত হলো বেসরকারি নতুন বিমান "এয়ার এস্ট্রা । দেখা যাক অন্যান্য বিমান সংস্থার মত দূর্ণীতিতে এগিয়ে থাকে নাকি সেবায়?

২৪ নভেম্বর থেকে ফ্লাইট শুরু করতে যাচ্ছে দেশের নতুন বেসরকারি এয়ারলাইন্স এয়ার এ্যাস্ট্রা। ঢাকা থেকে কক্সবাজার যাবে এয়ারলাইনটির উদ্বোধনী ফ্লাইট।

২০২১ সালে এনওসি পায় এয়ার এ্যাস্ট্রা। ২০২২ সালের ৩ নভেম্বর কমার্শিয়াল ফ্লাইট অপারেশন এর জন্য এওসি পেয়েছে এয়ারলাইনটি। বর্তমানে এয়ারলাইনটির বহরে আছে ২টি এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ আছে। ফ্রান্সে নির্মিত এটিআর ৭২-৬০০ টার্বোপ্রপ প্রযুক্তির এই উড়োজাহাজ ৭০ জন যাত্রী বহনে সক্ষম । এয়ার এ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ জানিয়েছেন ২০২৩ সালে বহরে উড়োজাহাজের সংখ্যা হবে ১০টি। একই সাথে ২০২৩ সালের শেষ দিকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু করবে এয়ার এ্যাস্ট্রা।

29/10/2022

#পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার। এত তদন্ত, ঝুটঝামেলা কেন? মানলাম তদন্ত করবেন, তাহলে তদন্তের নামে এত হয়রানি কেন? হয়রানি করেও শেষ নয়, অবশেষে টাকা না দিলে আটকিয়ে দেয়া হয় পুলিশ রিপোর্ট।

৪০২৫ টাকা চালানের ই পাসপোর্ট করতে লাগে ৭০০০/- টাকা। নিজে নিজে আবেদন করলে জমা নেয়া হয় না। আর জমা নিলেও ফাইলবন্দি থাকে অনেকদিন।

ডিজিটাল বাংলাদেশে সবচেয়ে সহজভাবে ডিজিটাল পাসপোর্ট হওয়ার কথা ছিল কিন্তু এই পাসপোর্ট করাটাই সবচেয়ে জটিল কখনো অসম্ভব।

ওমান ওয়ার্ক ভিসায় গমনেচ্ছু ভাইদের জন্য, আমরা দিচ্ছি সম্পুর্ন প্যাকেজ, সেবা সাশ্রয়ী মূল্যে... #বিশেষ_সার্ভিস যেকোনো দেশের...
26/10/2022

ওমান ওয়ার্ক ভিসায় গমনেচ্ছু ভাইদের জন্য, আমরা দিচ্ছি সম্পুর্ন প্যাকেজ, সেবা সাশ্রয়ী মূল্যে...
#বিশেষ_সার্ভিস যেকোনো দেশের বিমান টিকেট সরাসরি। কোন মাধ্যম ছাড়া সরাসরি যে কোন দেশের বিমান টিকেট করতে নিশ্চিন্তে যোগাযোগ ২৪ ঘন্টা, ইনশাআল্লাহ।

বিদ্যুৎ বিভ্রাট: শাহজালাল বিমানবন্দরের ফ্লাইট, কার্যক্রম  ব্যাহত। বিদ্যুতের পূর্বাঞ্চলীয় গ্রিড ফেল করায় দেশের একটি বড় অং...
04/10/2022

বিদ্যুৎ বিভ্রাট: শাহজালাল বিমানবন্দরের ফ্লাইট, কার্যক্রম ব্যাহত।

বিদ্যুতের পূর্বাঞ্চলীয় গ্রিড ফেল করায় দেশের একটি বড় অংশ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) বেলা দুইটার দিকে এ বিপর্যয় ঘটে বলে বিদ্যুৎ বিতরণে সরকারি কোম্পানি পাওয়ার গ্রিডের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিশ্চিত করেছেন।

এ অবস্থায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, সারাদেশে বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব বিমানবন্দরে পড়েছে। দুপুর সোয়া ২টা থেকে সোয়া ৩টা পর্যন্ত বিদ্যুৎ সেবা বন্ধ ছিল।

পরবর্তীতে বিশেষ ব্যবস্থায় কার্যক্রম স্বাভাবিক করা হয়েছে।
বিদ্যুৎ বিপর্যয়ের ফলে বিদেশগামী-ফেরত যাত্রীরা দুর্ভোগে শিকার হয়েছেন। নির্ধারিত ফ্লাইটগুলো বিলম্বে ছাড়বে বলেও জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হযরত শাহজালাল বিমানবন্দরের এক কর্মকর্তা বলেছেন, বিলম্ব ফ্লাইটগুলোর শিডিউল স্বাভাবিক হতে অন্তত ৩ দিন সময় লাগবে। তবে, বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো ফ্লাইট বিলম্বে ছাড়েনি। পাশাপাশি ইমিগ্রেশন, চেক-ইন, লাগেজ বেল্ট, বোর্ডিং পাসসহ সকল কার্যক্রম বর্তমানে স্বাভাবিক আছে।

সূত্র- বাংলা নিউজ২৪ ডট কম

Address

Maulvi Bazar
3200

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Saturday 00:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Telephone

+8801716446172

Website

Alerts

Be the first to know and let us send you an email when জান্নাহ ট্রাভেলস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জান্নাহ ট্রাভেলস:

Videos

Share

Category

Nearby travel agencies