মেঘচূড়া ট্যুরস বিডি

মেঘচূড়া ট্যুরস বিডি ঘুরবো!
মন খুলে নিঃশ্বাস নিব!
(5)

পায়ে হেঁটে ঘুরে বেড়াবার জন্য পৃথিবীর সবচেয়ে লম্বা রাস্তা .. এ রাস্তার বিস্তার  একদম সাউথ আফ্রিকা থেকে সরাসরি রাশিয়া অবধি...
20/08/2021

পায়ে হেঁটে ঘুরে বেড়াবার জন্য পৃথিবীর সবচেয়ে লম্বা রাস্তা .. এ রাস্তার বিস্তার একদম সাউথ আফ্রিকা থেকে সরাসরি রাশিয়া অবধি। কোনো বিমানে চড়তে হবেনা, কোনো বোট বা জাহাজও লাগবেনা। পুরোটাই রাস্তা। তবে মাঝে মাঝে ব্রিজের উপর দিয়ে যেতে হবে।

এই রাস্তার দৈর্ঘ্য প্রায় ২২ হাজার কিলোমিটার আর এই পুরোটা পথ পায়ে হেঁটে ভ্রমণ করতে সময় লাগবে প্রায় ৪৫০০ ঘন্টা। সবচেয়ে রোমাঞ্চকর বিষয় হল এ পথে পড়বে ১৭টি দেশ এবং ৬টি টাইম জোন। আর দেখা যাবে একবছরের সবকটি ঋতু পরিবর্তনের বিচিত্র সৌন্দর্য।

World's Longest Walk?
The 14000 Mile Journey from Cape Town to Magadan
South Africa - Table Mountain...
Botswana - Safari Tour...
Zambia - Victoria Falls...
Egypt - Great Pyramid of Giza. ...
Jordan - Petra...
Turkey - Lake Van...
Georgia - Tbilisi...
Russia.

NB:
31/03/2021

NB:

26/01/2021

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ‘ট্যুর প্যাকেজ’ পরিচালনা করতে হলে লাইসেন্স বা নিবন্ধন নিতে হবে। লাইসেন্স ছাড়া কেউ কো....

কক্সবাজারের ভ্রমন স্পট সমূহঃ-
15/01/2021

কক্সবাজারের ভ্রমন স্পট সমূহঃ-

 #আপনি_কোন_গর্বিত_জেলার?❤️আপনার জেলার স্পেশাল কিছু বাদ পরলে কমেন্টে জানাতে পারেন।১। চাঁদপুর - ইলিশ📷২। কক্সবাজার - মিষ্টি...
08/01/2021

#আপনি_কোন_গর্বিত_জেলার?❤️
আপনার জেলার স্পেশাল কিছু বাদ পরলে কমেন্টে জানাতে পারেন।

১। চাঁদপুর - ইলিশ📷
২। কক্সবাজার - মিষ্টিপান📷
৩। কিশোরগঞ্জ - বালিশ মিষ্টি, নকশি, পিঠা📷
৪। কুমিল্লা - রসমালাই, খদ্দর (খাদী)📷
৫। কুষ্টিয়া - তিলের খাজা, কুলফি, আইসক্রিম📷
৬। খাগড়াছড়ি - হলুদ📷
৭। খুলনা - সন্দেশ, নারিকেল, গলদা, চিংড়ি📷
৮। গাইবান্ধা - রসমঞ্জরী📷
৯। গাজীপুর - কাঁঠাল, পেয়ারা📷
১০। গোপালগঞ্জ -বাদাম📷
১১। চট্রগ্রাম - মেজবান, শুটকি📷
১২। পিরোজপুর - পেয়ারা, ডাব, আমড়া📷
১৩। চাঁপাইনবাবগঞ্জ - আম,
১৪। শিবগঞ্জের - চমচম, কলাইয়ের রুটি📷
১৫। চুয়াডাঙ্গা - পান, ভুট্টা📷
১৬। জামালপুর - ছানার পোলাও, ছানার পায়েস📷
১৭। ঝালকাঠী - লবন, আটা📷
১৮। ঝিনাইদাহ - হরি ও ম্যানেজারের ধান📷
১৯। টাঙ্গাইল - চমচম📷
২০। ঠাকুরগাঁও - সূর্য্যপুরী আম📷
২১। দিনাজপুর - লিচু, পাপড়, চিড়া, শীদল 📷
২২। ঢাকা - বাকরখানি, হাজীর/নান্নার, বিরিয়ানী📷
২৩। নওগাঁ - প্যারা সন্দেশ, চাল📷
২৪। নরসিংদী - সাগর কলা📷
২৫। নড়াইল - পেড়ো সন্দেশ,খেজুর গুড়,খেজুর রস📷
২৬। নাটোর - কাঁচাগোল্লা📷
২৭। নেত্রকোনা - বালিশ মিষ্টি📷
২৮। নীলফামারী - ডোমারের সন্দেশ📷
২৯। নোয়াখালী - নারকেল নাড়ু়, ম্যাড়া পিঠা📷
৩০। পাবনা - প্যারডাইসের প্যারা, সন্দেশ, ঘি📷
৩১। ফরিদপুর - খেজুরের গুড়,পাট 📷
৩২। ফেনী - মহিশের দুধের ঘি, খন্ডলের মিষ্টি📷
৩৩। বগুড়া - দই, কটকটি📷
৩৪। বরিশাল - আমড়া📷
৩৫। বাগেরহাট - চিংড়ি, সুপারি📷
৩৬। বান্দরবন - হিল জুস📷
৩৭। ব্রাহ্মণবাড়িয়া-তালের বড়া,ছানামুখী,রসমালাই📷
৩৮। ভোলা - মহিষের দুধের দই, নারিকেল📷
৩৯। ময়মনসিংহ - মুক্তা গাছার মন্ডা 📷
৪০। মাগুরা - রসমালাই📷
৪১। মাদারীপুর - খেজুর গুড়, রসগোল্লা📷
৪২। মানিকগঞ্জ - খেজুর গুড়📷
৪৩। মুন্সীগঞ্জ -ভাগ্যকুলের মিষ্টি📷
৪৪। মেহেরপুর - মিষ্টি সাবিত্রি, রসকদম্ব📷
৪৫। সাতক্ষীরা - সন্দেশ📷
৪৬। যশোর - খই, খেজুর গুড়, জামতলার মিষ্টি📷
৪৭। রংপুর - আখ (ইক্ষু)📷
৪৮। সিরাজগঞ্জ - পানিতোয়া, ধানসিড়িঁর দই📷
৪৯। রাজবাড়ী - চমচম, খেজুরের গুড়📷
৫০। সিলেট - সাতকড়ার আচার,কমলালেবু পাঁলেয়া📷
৫১। লক্ষ্মীপুর - সুপারি📷
৫২। শেরপুর - ছানার, পায়েস, ছানার চপ📷
৫৩।রাজশাহী - আম, তিলের খাজা, বিরেন দার সিংগারা,সিল্ক📷
৫৪। মৌলভীবাজার - ম্যানেজার স্টোরের চ্যাপ্টা রসগোল্লা📷
৫৫। রাঙ্গামাটি - আনারস, কাঠাল, কলা, জুম, রেস্তোরার বাশেঁর তৈরি খাবার📷

সুসংবাদ আগামীকাল থেকে "কেয়ারী সিন্দাবাদ" টেকনাফ থেকে চালু হতে যাচ্ছে সকাল ঃ ৯ঃ৩০ টায় যাত্রা টেকনাফ থেকে বিকালঃ ৩ঃ৩০ টায় ...
12/11/2020

সুসংবাদ
আগামীকাল থেকে "কেয়ারী সিন্দাবাদ" টেকনাফ থেকে চালু হতে যাচ্ছে

সকাল ঃ ৯ঃ৩০ টায় যাত্রা টেকনাফ থেকে
বিকালঃ ৩ঃ৩০ টায় ফিরতি সেন্টমার্টিন থেকে

ভাড়া তালিকা ঃ

মেইন ডেক ঃ ৬৫০ টাকা
ওপেন ডেক ঃ ৮০০ টাকা
ব্রিজ ডেক ঃ ৯০০ টাকা

বিস্তারিত ঃ 01611410511

বুকিং করতে ইনবক্স করুন

বিঃদ্রঃ ১২% ভ্যাট যোগ করতে হবে

 #সাবধান_এদের_থেকে.১)সস্তা ফটোগ্রাফারএরা সবসময় আপনাকে ভুলিয়ে ভালিয়ে আন্দাজে ছবি তুলতেই থাকবে,যখনি শেষ হবে তখন শুরু হবে ত...
30/09/2020

#সাবধান_এদের_থেকে.
১)সস্তা ফটোগ্রাফার
এরা সবসময় আপনাকে ভুলিয়ে ভালিয়ে আন্দাজে ছবি তুলতেই থাকবে,যখনি শেষ হবে তখন শুরু হবে তাদের আসল রূপ।আপনার হিসাবে যেখানে 50 টা ছবিও আসেনা সেখানে তারা সর্বনিম্ন 500 ছবি কোন দিক দিয়ে উঠাবে টেরও পাবেন না,তারপর শুরু হবে তাদের সংঘবদ্ধ চাদাবাজি তখন আপনার মনে হবে আপ্নি ছবি তুলে জিবনে সবচেয়ে বড় অন্যায় করেছেন।
এসব ক্ষেত্রে অবশ্যই নিজের ক্যামেরা দিয়ে তুলবেন নতুবা তাদের সাথে চুক্তি করে নিবেন যে এত ছবি এত টাকা।

২)অটোওয়ালা,ভ্যান ওয়ালা,সিএন জি ওয়ালা ট্যাক্সিওয়ালা ইত্যাদি
এরাও আরেক বড় ধরনের বাটপাড় কারন এরা আপনাকে 2 মিনিটের রাস্তা 30 মিনিট ঘুরিয়ে বলবে 500 দেন ভাড়া,তাই ট্রান্সপোর্ট এর ক্ষেত্রে সবসময় অনলাইন রাইড শেয়ারিং এপ্স গুলো হেপ্লফুল।
বা সবসময় অপরিচিত যায়গাতে গুগলম্যাপ এর সাহায্য নিয়ে চলাফেরা করুন অনেক বেচে যাবেন।
আবার অনেক সময় এরা হোটেল যদি আপনাকে কোন হোটেল সাজেস্ট করে নিয়ে যায় তাহলে হোটেল এর ভাড়া বেশি রাখবে আপ্নার কাছ থেকে কারন হোটেল থেকে তাকে কমিশন দিতে বাধ্য,সো হোটেল তো নিজের পকেট থেকে দিবেনা দিবে হচ্ছে আপ্নার আমার পকেট থেকে নিয়ে।

৩)হোটেল বা কটেজ এর দালাল..
এরা আপনাকে ট্যুরিষ্ট এরিয়াতে গেলে মাথা খেয়ে ফেলবে,আর এদের মাধ্যমে যদি কোন হোটেকে যান তাহলে হোটেল এর ভাড়া বেশি রাখবে আপ্নার কাছ থেকে কারন হোটেল থেকে তাকে কমিশন দিতে বাধ্য,সো হোটেল তো নিজের পকেট থেকে দিবেনা দিবে হচ্ছে আপ্নার আমার পকেট থেকে নিয়ে।
তাই চেষ্টা করবেন অনলাইন বুক করে যাওয়ার নতুবা নিজে খুজে তারপর হোটেলে উঠবেন।

৪)সুমিষ্টভাষী হোটেলবয় কিংবা লোকাল ব্যাক্তি..
আপনি দেশে কিংবা বিদেশে হোটেলবয় কিংবা লোকালদের প্ররোচনায় এমন কোন কাজে লিপ্ত হবেন না যেটা সেই দেশের আইনানুগ অপরাধ,এটার জন্যে ঘটে যেতে পারে আপ্নার জিবনের সবচেয়ে বড় কোন দুর্ঘটনা।
তাই ঘুরতে যাবেন ঘুরবেন তবে এসব থেকে সাবধান থাকবেন...

৫)ট্যুরিষ্ট গাইড...
সবসময় ট্যুরিষ্ট গাইড এর ব্যাপারে খুবই সচেতন থাকবেন এবং অবশ্যই তার ব্যাপারে পর্যাপ্ত খোজ খবর নিয়ে তারপর তাকে নিবেন।
এক্ষেত্রে বিভিন্ন নির্ভরযোগ্য বড় ট্রাভেল এজেন্সি রয়েছে তাদের সাহায্য নিতে পারেন,তবে অবশ্যই ভালো সুনামধন্য কোন এজেন্সির সহায়তা নেবেন।
আর ট্যুরিষ্ট গাইড কোন নতুন প্লেসের কথা বললে অবশ্যই গুগল করে জেনে নিবেন।

৬)বাস ট্রেন কিংবা লোকাল ট্রান্সপোর্টেশন...
ভ্রমনের ক্ষেত্রে দুইটাকা বেশি হলেও চেষ্টা করবেন যেগুলো ব্রান্ডেড কম্পানি সেগুলোতে ভ্রমন করার,কারন ননব্রেন্ড গুলো খুবই বাজে সার্ভিস দিয়ে থাকে।
যা আপনার ভ্রমনকেই পেইনফুল করে তোলার জন্য যথেষ্ট।
মেঘচূড়া ট্যুরস বিডি

সুখবর.....সুখবর.....সুখবর.....
20/09/2020

সুখবর.....সুখবর.....সুখবর.....

13/09/2020

আমাদের চাদপুরের ট্যুরে সবার কম্পলিমেন্টের মধ্যে এ্যাডমিন প্যানেলের কমপ্লিমেন্টের কিছু অংশ। সবার মতো এ্যাডমিনরাও ছিলো আনন্দে আত্মহারা

মুঠোয় বাংলাদেশ এঁর বালিখোলা হাওড় ভ্রমণ | ডে ট্যুর | মাত্র ১৮২০/- টাকায় হাওড় ভ্রমণ।বুকিং ও বিস্তারিত জানার জন্য কল করুন :...
12/09/2020

মুঠোয় বাংলাদেশ এঁর বালিখোলা হাওড় ভ্রমণ | ডে ট্যুর | মাত্র ১৮২০/- টাকায় হাওড় ভ্রমণ।
বুকিং ও বিস্তারিত জানার জন্য কল করুন : 01611410511
✅ ভ্রমনের সময়ঃ ১৮ই সেপ্টেম্বর ২০২০।

❐❐❐ ভ্রমণের সম্ভাব্য বিবরণ
১৮ই সেপ্টেম্বর সকাল ০৬ টায় ঢাকা মহাখালি থেকে জার্নি শুরু করবো, আমাদের আসা যাওয়া বাসে হবে। যাত্রা পথেই হবে আমাদের সকালের নাস্তা, গল্প, গান সহ জমপেশ আড্ডা। ১০.৩০ - ১১.০০টার মধ্যে আমরা কিশোরগঞ্জ পৌঁছে যাব। কিশোরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে চলে যাব একরামপুর সিএনজি স্ট্যান্ডে(ভায়া অটো)। সেখান থেকে সিএনজি ভাড়া করে চলে যাব বালিখোলা বাজার।বালিখোলা বাজার থেকে নৌকা করে ঘুড়বো হাওড়ের বুকে।দুপুরে খাবো হাওড়ের তাজা মাছ দিয়ে দুপুরের খাবার।পড়ন্ত বিকেল এঁর মিষ্টি সময় কাটাবো প্রকৃতির আর হাওড়ের সাথেই। আনন্দময় একটি দিন কাটিয়ে সন্ধা ৬টার বাসে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবো ইনশাআল্লাহ।


❑ যা যা থাকছে ঃ
সকালের নাস্তা,
দুপুরের লাঞ্চ,
বিকেলের চা
লোকাল ট্রান্সপোর্ট, বাস ভাড়া, নৌকা ভাড়া।

❑ যা সাথে নিতে পারেনঃ
রোদের জন্য সান গ্লাস, ক্যাপ, ছাতা
ক্যামেরা
এক সেট আলাদা কাপর ভেজানো যায় এমন।

❐❐❐ ভ্রমণ খরচ: ১৮২০/- টাকা জনপ্রতি
✅ ✅বুকিং এর নিয়ম:
=========
বুকিং মানিঃ প্যাকেজ মূল্যের ৫০% টাকা অগ্রীম পাঠাতে হবে জনপ্রতি।
মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বুকিং করতে পারেন।

❐ BKASH Personal: 01919599928 (চার্জ সহ)
১. সরাসরি অফিসে এসে বুকিং মানি জমা দেয়া যাবে।

বিশেষ দ্রষ্টব্য :
* কোনো প্রকার হিডেন চার্জ নেই।

বিস্তারিত জানার জন্য ফোন করুন 01611410511

এটি একটি  মেঘচূড়া’র অফিসিয়াল ইভেন্ট ।দীর্ঘদিন করোনার কারণে আমরা  বন্দিময় জীবন কাটিয়ে খুব বোরিং হয়ে গিয়েছি।সেই অবসাদ ময় ...
12/09/2020

এটি একটি মেঘচূড়া’র অফিসিয়াল ইভেন্ট ।
দীর্ঘদিন করোনার কারণে আমরা বন্দিময় জীবন কাটিয়ে খুব বোরিং হয়ে গিয়েছি।সেই অবসাদ ময় জীবনকে প্রাণবন্ত করে তোলার জন্যে মেঘচূড়া নিয়ে আসলো আপনাদের জন্যে সাজেক ভ্রমণ

সাজেক ভ্যালী ভ্রমণ | আসা যাওয়া সহ ৩ রাত ২ দিনের ট্যুর।
বুকিং ও বিস্তারিত জানার জন্য কল করুন : 01611410511
ভ্রমনের সময়ঃ
# ১লা অক্টোবর রাতে রওনা করবো ঢাকা থেকে।
#৩রা অক্টোবর রাতে রওনা করবো খাগড়াছড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে।

করোনার কারনে সাজেক ভ্রমণের খরচের পরিমান অনেকটা বেরে গেছে। আগে আমরা সাজেক ভ্রমন খরচ নিতাম ৪৫০০ করে এখন আমাদের সেই খরচ নিতে হচ্ছে ৫৬০০ করে। এর জন্য আমরা সকলের কাছে আন্তরিক ভাবে দুঃখিত।

❐❐❐ ভ্রমণের সম্ভাব্য বিবরণ ঃ
# ১ তারিখ দিবাগত রাতে বাসে উঠবো।খুব ভোরে পৌছে যাবো খাগড়াছড়ি। খাগড়াছড়িতে সকালের নাস্তা করে চান্দের গাড়ি দিয়ে পৌছে যাবো কটেজে।

#দুপুরের মধ্যে সাজেকে কটেজে চেক-ইন করে, দুপুরে সাজেকে লাঞ্চ করবো । তারপর সারাদিন সাজেক এবং তার আশেপাশের স্পট ভ্রমন করবো। রাতে সাজেকেই Bar-B-Q পার্টি।

#পরদিন ভোরে আমরা চলে যাবো কংলক পাহাড় । সেখানে সূর্যোদয় দেখবো । তারপর সেখান থেকে আসে সকালের খাবারের পর আমরা রমে গিয়ে গোছগাছ করে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করবো। সারাদিন ঘুরবো রিসাং ঝর্ণা, আলুটিলা গুহা, তারেং ও ঝুলন্ত ব্রিজ। সন্ধ্যায় হোটেলে ফ্রেশ হয়ে রাতের খাবার। তারপর রাতের বাসে রওনা দিয়ে ভোরে ঢাকায় থাকবো।

যা যা থাকছে এর মধ্যেঃ
◾ঢাকা -খাগড়াছড়ি- ঢাকা বাস টিকেট।
◾দুই দিনের পুরোটা সময় সার্বক্ষনিক চান্দের গাড়ি ।
◾খাগড়াছড়ি পৌঁছানোর পর সকালের খাবার থেকে শুরু করে আসার দিন রাতের খাবার সহ প্রতিদিন ৩ বেলা খাবার।
◾সাজেকে ঢোকার টিকিট ও আলুটিলায় এন্ট্রি ফি ।
◾ কটেজ।

যা থাকছেনাঃ
⛔ ঢাকা থেকে খাগড়াছড়ি আসা-যাওয়ার পথে বাসের যাত্রা বিরতিতে
খাবার।
⛔ কোনো ব্যাক্তিগত খরচ ।
⛔ঔষুধ ।

ভ্রমণের স্থান সমুহঃ
📌 সাজেক
📌 তারেং
📌 রুই লুই পাড়া
📌 কংলাক পাহাড়
📌 স্টোন গার্ডেন
📌 হ্যালিপ্যাড
📌 আলুটিলা গুহা
📌 ঝুলন্ত ব্রিজ

বিশেষ আয়োজনঃ
❐সবার অংশ গ্রহনে Bar-B-Q Party।
❐কুইক কুইজ (স্পন্সরশীপ উপহার)
❐সেলফি কনটেস্ট (স্পন্সরশীপ উপহার)
❐ফটোগ্রাফি।

❐❐❐ ভ্রমণ খরচ:
সিঙ্গেল ৫৬০০টাকা জনপ্রতি
কাপল ৬৫০০টাকা/-
চাইল্ড পলিসিঃ
🚼 ০ থেকে ৩ বছরের শিশুদের জন্য ফ্রি এবং ৩+ থেকে ৫ বছরের শিশুদের জন্য ৪০% ছাড় প্রযোজ্য হবে। সেক্ষেত্রে তাদেরকে তাদের বাবা-মা বা গার্ডিয়ানের সাথে আসন শেয়ার করতে হবে।

বুকিং এর নিয়ম:
=========
বুকিং মানিঃ প্যাকেজ মূল্যের ৫০% টাকা অগ্রীম পাঠাতে হবে জনপ্রতি।
মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বুকিং করতে পারেন। (বুকিং মানি অফেরতযোগ্য)

❐ BKASH Personal: 01919599928 (চার্জ প্রযোজ্য)
১. সরাসরি অফিসে এসে বুকিং মানি জমা দেয়া যাবে।

বিশেষ দ্রষ্টব্য :
* অবশ্যই ২৪ই অক্টোবর এর মধ্যে বুকিং কনফার্ম করতে হবে।
* কোনো প্রকার হিডেন চার্জ নেই।

⚠️ কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
📌 এক রুমে ২/৪ জন করে থাকা। রুমে দুইটি করে বড় বেড থাকবে। অবশ্যই মেয়েদের থাকার রুম আলাদা থাকবে। সব রুমে এটাচড বাথ থাকবে।
📌 পর্যাপ্ত কাপল রুম আছে। যে কেউ ইচ্ছা করলে কাপল রুম নিতে পারবেন। তবে বুকিং এর সময় কনফার্ম করতে হবে।
📌 যেহেতু এখন সিজন চলছে , তাই বেশ রাশ থাকতে পারে, সব কিছুতে সেক্রিফাইজিং মাইন্ড থাকতে হবে, একে অন্যকে সহায়তা করতে হবে।
📌এই ট্রিপ এ হাঁটাহাটি করতে হবে বিভিন্ন যায়গায়, যদিও খুব বেশি নয় তাই মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।

⚠️ যা যা সাথে নেওয়া উচিতঃ
📌 রবি, এয়ারটেল সিম।
📌 চার্জের জন্য অবশ্যই পাওয়ার ব্যাংক।
📌 পানির বোতল,টিস্যু,যাদের পিরিয়ড এর ডেট থাকতে পারে তারা
প্রয়োজন মতো ন্যাপকিন।
📌 ছাতা বা ক্যাপ বা গামছা নিবেন যেন রোদে মাথায় ঢেকে হাঁটা যায়।
📌 হূটহাট বৃষ্টি হবার সম্ভাবনা, তাই বৃষ্টি থেকে নিজের ব্যাগ এবং অন্যান্য
জিনিসপত্র বাঁচানোর জন্য ছাতা ও প্লাস্টিক ব্যাগ নিতে হবে।
📌 সানগ্লাস, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
📌 ব্রাশ ,শ্যাম্পু,সাবান,পেস্ট ও প্রয়োজনীয় ঔষধ
📌 মোবাইলের রেইন কভার (বৃষ্টি হলেও ভিডিও ও ছবি তোলার জন্য) ।

⚠️ সতর্কতাসমুহঃ
⚫ সাজেক শুধু এয়ারটেল, রবি এবং টেলিটক নেট পাওয়া যায়,তাই আসার সময় এর যে কোন একটি অপারেটরের সিম নিয়ে আসবেন। রবি'র নেটওয়ার্ক অপেক্ষাকৃত ভালো।
⚫ পাওয়ার ব্যাংক নিয়ে আসবেন।
⚫ যেহেতু সাজেক পাহাড়ি এলাকা তাই কিছুটা অসুবিধা হতে পারে,
⚫ সবকিছু আপনার মনের মত নাও হতে পারে । তাই সবকিছু মেনে নেবার মনমানসিকতা থাকাটা অত্যন্ত জরুরি এবং যেকোনো প্রয়োজন বা অসুবিধার বিষয়ে অপারেটর/গাইডের সাথে কথা বলে নিবেন।
⚫ অনেকগুলো মানুষকে যাচ্ছি আমরা। তাই সবগুলো স্পট ঘুরে দেখতে হলে সময়ের প্রতি অত্যন্ত মনোযোগী হতে হবে।একজনের জন্য পুরো গ্রুপ অপেক্ষা করা সম্ভব নয়।তাই প্রত্যেককে সময়নিষ্ঠ হতে হবে।
⚫ কোনো প্রকার ঝামেলায় নিজেকে জড়াবেন না ।
⚫ ট্যুরে কোনো প্রকার মাদকদ্রব্য সেবন ও বহন সম্পূর্ণ নিষিদ্ধ।
⚫ প্রতিটি জায়গায় আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য্য রক্ষা করা আমাদের দায়িত্ব।

বিস্তারিত জানার জন্য ফোন করুন 01611410511

পর্যটক ভাই-বোনদের জন্য সুখবর...আগামী ১১ ই সেপ্টেম্বর ২০২০ ইং রোজঃ- শুক্রবার কক্সবাজার টু সেন্টমার্টিন নৌ-রোড়ে নিয়মিত চলা...
09/09/2020

পর্যটক ভাই-বোনদের জন্য সুখবর...

আগামী ১১ ই সেপ্টেম্বর ২০২০ ইং রোজঃ- শুক্রবার কক্সবাজার টু সেন্টমার্টিন নৌ-রোড়ে নিয়মিত চলাচল করিবে এম ভি কর্ণফুলী এক্সপ্রেস।
কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া (এয়ারপোর্ট রোড) বি আই ডব্লিও টিএ ঘাট থেকে প্রতিদিন নিয়মিত ছেড়ে যাবে এম ভি কর্নফুলী এক্সপ্রেস জাহাজ টি।

ভাড়ার তালিকা (যাওয়া ও আসা বা আপ - ডাউন):

ইকোনমি ক্লাস (শোভন) চেয়ার: ২০০০/-
বিজনেস ক্লাস (ডিলাক্স) চেয়ার : ২৫০০/-
ইকোনমিক কেবিন (২য় শ্রেনী কেবিন) : ৮০০০/-
ভি আই পি কেবিন: ১৫০০০/-

(প্রতিটি ইকোনমি ও ভি আই পি কেবিন ২ জন এর জন্য প্রযোজ্য, অতিরিক্ত জন প্রতি আলাদা টিকেট কেটে নিতে হবে)
আপনার ফেরার (রিটার্ন) তারিখ টিকেট কাটার পূর্বেই উল্লেখ করতে হবে। প্রতিবার যাত্রায় এম ভি কর্নফুলী এক্সপ্রেস এর পক্ষ থেকে থাকছে হালকা স্ন্যাকস/ নাস্তা।

সময় সুচী:
কক্সবাজার বি আই ডব্লিও টি এ ঘাট থেকে ছাড়বে সকাল: ৭.০০ মিনিটে।
সেন্টমার্টিন থেকে ছাড়বে বিকাল: ৩.৩০ মিনিটে।

টিকেট বুকিং এর জন্য কল করুন
01611410511

08/09/2020


অতি দুঃখের সাথে জানানো যাচ্ছে আমাদের ম্যানেজমেন্টের একজন অসুস্থ থাকায় আগামী ১১ই সেপ্টেম্বরের (হাওরের বুকে মেঘচূড়া) কিশোরগঞ্জের ট্যুরের সময় পরিবর্তন করে ১৮ই সেপ্টেম্বর নির্ধারণ করা হলো।
ট্যুরের সময় পরিবর্তনের জন্য আমরা #মেঘচূড়া পরিবার আন্তরিক ভাবে দুঃখিত।

05/09/2020

গত ২৮ আগষ্ট ছিলো আমাদের আমাদের ইলিশের রাজ্যে ট্যুর।
সেখানে আমাদের সিলেটি ভাই তার ট্যুর সম্পর্কে এবং গ্রুপ সম্পর্কে ভালোবাসা প্রকাশ করছিলেন।

আমাদের ৬৪টি জেলার দর্শনীয় স্থানসমুহ
04/09/2020

আমাদের ৬৪টি জেলার দর্শনীয় স্থানসমুহ

মুঠোয় বাংলাদেশ এঁর বালিখোলা হাওড় ভ্রমণ | ডে ট্যুর | মাত্র ১৮২০/- টাকায় হাওড় ভ্রমণ।✅ ভ্রমনের সময়ঃ ১১ই সেপ্টেম্বর ২০২০।❐❐❐...
03/09/2020

মুঠোয় বাংলাদেশ এঁর বালিখোলা হাওড় ভ্রমণ | ডে ট্যুর | মাত্র ১৮২০/- টাকায় হাওড় ভ্রমণ।
✅ ভ্রমনের সময়ঃ ১১ই সেপ্টেম্বর ২০২০।

❐❐❐ ভ্রমণের সম্ভাব্য বিবরণ
১১ই সেপ্টেম্বর সকাল ০৬ টায় ঢাকা মহাখালি থেকে জার্নি শুরু করবো, আমাদের আসা যাওয়া বাসে হবে। যাত্রা পথেই হবে আমাদের সকালের নাস্তা, গল্প, গান সহ জমপেশ আড্ডা। ১০.৩০ - ১১.০০টার মধ্যে আমরা কিশোরগঞ্জ পৌঁছে যাব। কিশোরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে চলে যাব একরামপুর সিএনজি স্ট্যান্ডে(ভায়া অটো)। সেখান থেকে সিএনজি ভাড়া করে চলে যাব বালিখোলা বাজার।বালিখোলা বাজার থেকে নৌকা করে ঘুড়বো হাওড়ের বুকে।দুপুরে খাবো হাওড়ের তাজা মাছ দিয়ে দুপুরের খাবার।পড়ন্ত বিকেল এঁর মিষ্টি সময় কাটাবো প্রকৃতির আর হাওড়ের সাথেই। আনন্দময় একটি দিন কাটিয়ে সন্ধা ৬টার বাসে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবো ইনশাআল্লাহ।

❑ যা যা থাকছে ঃ
সকালের নাস্তা,
দুপুরের লাঞ্চ,
বিকেলের চা
লোকাল ট্রান্সপোর্ট, বাস ভাড়া, নৌকা ভাড়া।

❑ যা সাথে নিতে পারেনঃ
রোদের জন্য সান গ্লাস, ক্যাপ, ছাতা
ক্যামেরা
এক সেট আলাদা কাপর ভেজানো যায় এমন।

❐❐❐ ভ্রমণ খরচ: ১৮২০/- টাকা জনপ্রতি
✅ ✅বুকিং এর নিয়ম:
=========
বুকিং মানিঃ প্যাকেজ মূল্যের ৫০% টাকা অগ্রীম পাঠাতে হবে জনপ্রতি।
মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বুকিং করতে পারেন।

❐ BKASH Personal: 01919599928 (চার্জ সহ)
১. সরাসরি অফিসে এসে বুকিং মানি জমা দেয়া যাবে।

বিশেষ দ্রষ্টব্য :
* অবশ্যই ০৯ই সেপ্টেম্বরের মধ্যে বুকিং কনফার্ম করতে হবে।
* কোনো প্রকার হিডেন চার্জ নেই।
Event Link- https://www.facebook.com/events/635331064078904/

বুকিং ও বিস্তারিত জানার জন্য কল করুন : 01611410511

03/09/2020

মেঘচূড়া ট্যুরস বিডি টিম রিসেন্টলি গিয়েছিলো ইলিশের রাজ্য চাদপুরে।
সেখানকার কিছু ভাই বোনদের আমাদের আনন্দের বহিঃপ্রকাশের কিছু অংশ

03/09/2020
03/09/2020
সব ধরনের কর্পোরেট ট্যুরে মেঘচূড়া ট্যুরস বিডি আছে আপনাদের পাশে।
03/09/2020

সব ধরনের কর্পোরেট ট্যুরে মেঘচূড়া ট্যুরস বিডি আছে আপনাদের পাশে।

আলহামদুলিল্লাহ!মেঘচুড়া ট্যুরস বিডি   পরিবারের আরও একটি সফল আয়োজন এর মধ্যে ছিলো গত ২৮ই আগস্ট চাদপুর ভ্রমণ। ভ্রমণ  প্রেমীদ...
03/09/2020

আলহামদুলিল্লাহ!
মেঘচুড়া ট্যুরস বিডি পরিবারের আরও একটি সফল আয়োজন এর মধ্যে ছিলো গত ২৮ই আগস্ট চাদপুর ভ্রমণ।
ভ্রমণ প্রেমীদের সাথে আড্ডা এবং সুখ-দুঃখের অনুভূতি ভাগাভাগি করার এক প্রাণোচ্ছল দিন ছিলো সেটা।এই একদিনের এই ট্যুরে আমরা যা যা পেয়েছিঃ-
*লঞ্চ যাত্রাঃযাওয়া এবং আসায় অনেকটা সময় কাটিয়েছি লঞ্চে। মিষ্টি সকালের শুরুটা হয়েছিলো লঞ্চেই।আবার আনন্দময় দিনের শেষ টাও হয়েছিলো লঞ্চে। সূর্যাস্তের সুন্দর মূহুর্তের আভাটা কিন্তু আমরা দেখতে মিস করেনি।
*খাওয়া -দাওয়াঃআমাদের স্বাস্থ্য এবং বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আয়োজন করা হয়েছিল হোম-মেইড খাবারের।
খাবারের মেনুতে যা যা ছিলোঃ
#ভাত
#ইলিশ মাছ ভাজা(ইলিশ মাছ সংগ্রহ করা হয়েছিলো চাদপুর থেকেই)
#টাকি মাছ ভর্তা
#শুটকি মাছ ভর্তা
#চিংড়ি শুটকি ভর্তা
#আলু ভর্তা।
খাবারের আরেকটা চমৎকার বিষয় ছিলো আমরা খাবার মাঝ নদীতে ট্রলার এ খেয়েছিলাম।
*ট্রলার ভ্রমণ ঃচাদপুর ত্রি -মোহনা থেকে আমরা ট্রলার ভ্রমণে বের হয়েছিলাম। ট্রলার আমাদের মিনি কক্সবাজার এ আড্ডা প্রেমীদের সাতার সুযোগ করে দিয়েছিলো।ট্রলার ভ্রমণে আমরা পেয়েছিলাম একজন অসাধারণ একজন মানুষকে পেয়েছিলাম।তিনি আমাদের বাকের মামা।যিনি আমাদের তার ট্রলার এ করে আমাদের সময় টা আরো উপভোগ্য করে তোলেছিলেন।
*ভ্রমণের ফাকে ভিন্ন আয়োজন ঃআমাদের অতি পরিচিতি মুঠোয় বাংলাদেশ এবং IT HOME SOLUTION আমাদের ভ্রমণ কে আরো আনন্দদায়ক করে তোলতে ভ্রমণে যোগ করেছিলো ভিন্ন স্বাদের কিছু আয়োজন। তার মাঝে ছিলোঃ
#ইন্সটেন্ট সেল্ফি
#ঝটপট প্রশ্নোত্তর
#কুইজ কুপন।
সব গুলো সেগমেন্ট এর পুরস্কার পাচ্ছি আমরা উপরে ম্যানশন কৃত কোম্পানির সৌজন্যে।
*আড্ডা -বাজীঃআড্ডাবাজদের আড্ডা ছিলো অবিরত।ছিলো ফান,গল্প,শেয়ারিং -কেয়ারিং আরও অনেক কিছু।
*ফটো ক্লিকঃচাদপুরের সুন্দর সুন্দর মূহুর্ত গুলো মুঠো-গ্রাফি পরিবারে শেয়ার করতে ছবি তোলার কোনো কমতি ছিলো না আড্ডা প্রেমীদের মাঝে।অনেক সেল্ফি আর ক্লিকেও অনেক আনন্দমুখর সময় কেটেছে আমাদের।
*নিরাপত্তা ও স্বাস্থ্যকর ভ্রমণ ঃএডমিন প্যানেল সর্বোচ্চ এবং সর্বদা চেস্টা করেছে আড্ডা প্রেমীদের সেইফ এবং করোনা দুর্যোগ থেকে মুক্ত রাখতে।লঞ্চ,অটো,ট্রলার যেখানে যেখানে সবাই সময় কাটিয়েছে সেখানেই স্যাভলন স্প্রে করার ব্যবস্থা অবশ্যই ছিলো।

পরিশেষে, মেঘচূড়া ট্যুরস বিডি এবং মুঠোয় বাংলাদেশ সার্থক, আমাদের সবাইকে ভালো এবং স্মৃতিময় একটি দিন উপহার দিতে পারে।
আলহামদুলিল্লাহ, আবারও যে আমরা আল্লাহর অশেষ রহমতে আড্ডা প্রেমীরা সুস্থ্য এবং সুন্দরভাব আমাদের বাসায় পৌছেছি।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের
সাথে থাকার জন্যে।
সবাই ভালো থাকুন,আমাদের সাথেই থাকুন।

10/02/2020

Congratulations Bangladesh under 19 Tiger's 🐅🇧🇩❤️

31/12/2019

Soloana.com পরিবারের পক্ষ থেকে সবাইকে HaPpY_NeW_yEaR

15/12/2019

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।

24/11/2019

খুভ শিঘ্রই আসছি ভিন্ন রকম কিছু সারপ্রাইজ নিয়ে ইনশাআল্লাহ!

25/09/2019

মেঘচূড়া ট্যুরস বিডি's cover photo

Address

180 West KafrUlica Agargaon. Taltola
Mirpur
1207

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 06:00 - 22:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801611410511

Website

Alerts

Be the first to know and let us send you an email when মেঘচূড়া ট্যুরস বিডি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby travel agencies

  • AZ TECH

    AZ TECH

    Dist-Panchagarh, Panchagarh

Other Tourist Information Centers in Mirpur

Show All