01/10/2024
মক্কা জিয়ারহ!!
তারিখ : ০১-১০-২০২৪ (মঙ্গলবার )
লতিফ ট্রাভেলস উমরাহ্ কাফেলা ২০২৪/২৫ ইংরেজি।
আলহামদুলিল্লাহ!!
লতিফ ট্রাভেলস উমরাহ্ কাফেলা ২০২৪/২৫ ইংরেজি ২৯ সেপ্টেম্বর আমিরাত এয়ারলাইন্স এ মক্কায় আগত হাজি সাহেবগণ কে ১ টি VIP বাসে করে আমাদের মুয়াল্লিম সাহেব ও প্রতিনিধিদের তত্ত্বাবধানে মক্কা শরীফের ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো সুন্দর ও সুষ্ঠুভাবে জিয়ারাহ সম্পন্ন করানো হয়েছে।
#দর্শনকৃত_স্থান_সমুহ:
জাবেলে সওর , আরাফহ ও জাবেলে রহমত, মসজিদে নামিরা, মসজিদে মাশআরে হারাম, মিনা, মুজদালিফা, জামারাত, জাবালে নূর, জান্নাতে মুয়াল্লাহ, মসজিদে জ্বিন।
#দোয়া_ও_আলোচনা_করেন,
জনাব, মওলানা মোহাম্মদ আল-আমিন হোসাইন মুয়াল্লিম লতিফ ট্রাভেল।
সার্বিক সহযোগিতায়,
সৈয়াদ হানিফ
মোঃ ইব্রাহিম মোল্লা।