Tour Group Bd - Munshiganj Branch

Tour Group Bd - Munshiganj Branch Let's discover home first & then the earth ! you can contact with us at 01918169076. Lets travel tog

21/07/2021

"তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল।"

অর্থ : আল্লাহ তায়ালা আমাদের ও আপনাদের ভাল কাজগুলো কবুল করুন।

আমিন।

ট্যুর গ্রুপ বিডি- মুন্সীগঞ্জ ব্রাঞ্চের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদু উল-আজহার শুভেচ্ছা।💝

সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।

পুর্নিমায় সুন্দরবন ভ্রমণে টিজিবি বাহিনী (২৫ মার্চ)  (আসন সীমিত)  # # যাত্রার তারিখ ২৫ মার্চ রাত ৯ টা - ফেরার তারিখ ২৯ মা...
24/03/2021

পুর্নিমায় সুন্দরবন ভ্রমণে টিজিবি বাহিনী (২৫ মার্চ) (আসন সীমিত)

# # যাত্রার তারিখ ২৫ মার্চ রাত ৯ টা
- ফেরার তারিখ ২৯ মার্চ সকাল ৭ টা (আনুমানিক)
- প্যাকেজ প্রাইজ ৯৫০০/- পার পারসন।
** কাপল রুমের জন্য ১৫০০/- টাকা অতিরিক্ত লাগবে (এক্ষেত্রে একটি কাপল বেডের রুম পাবেন আলাদা করে। এটাচড বাথরুম সহ।)
বুকিং মানিঃ ৫০০০/- জনপ্রতি (অফেরতযোগ্য)
#বুকিং এর জন্যঃ +8801934433677

#ছবি_গুলো আমাদের গত সাপ্তাহের সুন্দরবন ইভেন্টে তোলা।

শিপ বন্ধ হওয়ার আগে বছরের শেষ সেন্টমার্টিন ট্রিপ দিতে চাইলে যোগাযোগ করুন...**যোগাযোগ- 01934433677স্বাধীনতা দিবসে পূর্নিমা...
24/03/2021

শিপ বন্ধ হওয়ার আগে বছরের শেষ সেন্টমার্টিন ট্রিপ দিতে চাইলে যোগাযোগ করুন...
**যোগাযোগ- 01934433677
স্বাধীনতা দিবসে পূর্নিমায় নারিকেল জিঞ্জিরা ভ্রমণে টিজিবি (২৫ মার্চ)
https://www.facebook.com/events/960878094716528/

রিজার্ভ ফলস ট্রেইলরোয়াংছড়ি, বান্দরবান   দেবতাখুম এবং রিজার্ভ ফলস ট্রেইলে টিজিবি বাহিনী (১১ ফেব্রুয়ারি)
16/02/2021

রিজার্ভ ফলস ট্রেইল

রোয়াংছড়ি, বান্দরবান



দেবতাখুম এবং রিজার্ভ ফলস ট্রেইলে টিজিবি বাহিনী (১১ ফেব্রুয়ারি)

আলহামদুলিল্লাহ!!  #টিলাগাঁও_ইকো_ভিলেজের_বুকিং_শুরু!নির্মল সবুজের সমারোহ, পাহাড়ের আকাবাঁকা পথ ও স্বচ্ছ নীল জলের লাভ লেকের...
05/02/2021

আলহামদুলিল্লাহ!!

#টিলাগাঁও_ইকো_ভিলেজের_বুকিং_শুরু!

নির্মল সবুজের সমারোহ, পাহাড়ের আকাবাঁকা পথ ও স্বচ্ছ নীল জলের লাভ লেকের সাথে আকাশের আলিঙ্গন, সব যেন একাকার হয়ে মিশে গেছে প্রকৃতি এই বাড়িটিতে।

#বুকিং_শুরুঃ ১২ ফেব্রুয়ারী শুক্রবার থেকে স্বল্প পরিসরে ট্যুরিস্টদের জন্য ওপেন করে দেওয়া হচ্ছে টিলাগাঁও!

#রুম_ট্যারিফঃ রিসোর্টের প্রতি কটেজ রেন্ট ৫০০০/- টাকা।

(উদ্বোধন উপলক্ষে ফেব্রুয়ারি মাস জুড়ে ৪০% ডিসকাউন্টে অর্থাৎ ৩০০০ টাকায় বুকিং শুরু হবে এবং অফ ডে ছাড়া সর্বোচ্চ ৫০% ডিসকাউন্ট থাকবে প্রতিটি কটেজে।)

#রুমঃ প্রতিটি রুম মাটি+কাঠ+ছন দিয়ে দৃষ্টিনন্দন ভাবে তৈরী করা।
রুমে রয়েছে বাশের তৈরী খাট, সোফা, ড্রেসিং টেবিল, টি টেবিল, আলমারি সহ প্রয়োজনীয় এমিনিটিজ!

#ওয়াশরুমঃ সবার কথা চিন্তা করে স্টান্ডার্ড ওয়াশরুম করা হয়েছে। প্রতিটাতেই থাকবে ইংলিশ/হাই কমোড।

#খাবারঃ আমাদের নিজস্ব কিচেন/ডাইনিং রয়েছে। প্রি-অর্ডারের ভিত্তিতে খাবার পাওয়া যাবে। খাবারে একেবারে গ্রামীণ স্বাদ রাখার সর্বোচ্চ চেষ্টা করা হবে।

Sentmartin
05/02/2021

Sentmartin

লাইফ প্যরাহীন
04/02/2021

লাইফ প্যরাহীন

সাজেক ভ্রমণে টিজিবি বাহিনী (২৮ জানুয়ারি)
02/02/2021

সাজেক ভ্রমণে টিজিবি বাহিনী (২৮ জানুয়ারি)

মাতৃভাষা দিবসের ছুটিকে কেন্দ্র করে টিজিবির বেশ কয়েকটি ইভেন্ট রয়েছে । ইতিমধ্যে আমাদের সুন্দরবন এবং সেইন্ট মার্টিনের ইভেন্...
31/01/2021

মাতৃভাষা দিবসের ছুটিকে কেন্দ্র করে টিজিবির বেশ কয়েকটি ইভেন্ট রয়েছে । ইতিমধ্যে আমাদের সুন্দরবন এবং সেইন্ট মার্টিনের ইভেন্টের সবকয়টি আসন ফিলাপ হয়ে গিয়েছে ।
অন্যান্য ইভেন্ট গুলোতেও বুকিং চলতেছে । তাই ২১ ফেব্রুয়ারির ছুটিতে আপনার আসনটি শীঘ্রই বুকিং করে নিন ।
সাজেক ছাড়াও বান্দরবানে ৪ টি ইভেন্ট রয়েছে একই তারিখে । আমিয়াখুম-নাফাখুম এবং বগালেক-কেওক্রাডং ছাড়াও এক্সট্রিম ট্রেকিং এর জন্য রয়েছে যোগী-জোতলং এবং তাজিংডং-দোতং-আমিয়াখুম ট্রিপ ।

শ্রীমঙ্গল এবং বিরিশিরিতে আমাদের ডে ট্রিপ আছে চাইলে সেখানেও জয়েন করতে পারেন ; সেই সাথে রয়েছে টাঙ্গুয়ার হাওরে ক্যাম্পিং ইভেন্ট ও ।

যেকোনো ইভেন্টে বুকিং এর জন্য যোগাযোগ করুনঃ 01918169076

টিজিবি ক্রিকেট টুর্নামেন্ট সিজন ৪ থাকবে গান, আড্ডা, নাচ,বালিশ খেলা, থাকবে টিজিবির সেরা ধারা ভাস্যকার  Shourov Ahmed   এর...
28/01/2021

টিজিবি ক্রিকেট টুর্নামেন্ট সিজন ৪

থাকবে গান, আড্ডা, নাচ,বালিশ খেলা, থাকবে টিজিবির সেরা ধারা ভাস্যকার Shourov Ahmed এর মাঠ মাতানো ধারাভাস্য।

মাঠঃ উত্তরা ৩ নাম্বার সেক্টর এর ফ্রেন্ডস ক্লাবের মাঠ। রাজলক্ষী নেমে হেটে ২-৩ মিনিট লাগে মাঠে যেতে।
খেলা শুরুঃ সকাল ৭ টায়।

টীম (টিজিবি এক্সপ্রেস) ছাড়াও আরও যারা মাঠে থাকছে তারা হলোঃ
১. টিজিবি লুসাই
২. টিজিবি টিলাগাও
৩. টিজিবি নোনাজল
৪. টিজিবি ও.ক্রিডস
৫. নারিকেল জিঞ্জিরা ফাইটার্স

ট্যুর গ্রুপ বিডির মেম্বার, ভাই ব্রাদার্স এন্ড সিস্টার্স ও ফ্যামিলির সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রন।
তাহলে দেখা হচ্ছে ২৯ জানুয়ারি, উত্তরা ফ্রেন্ডস ক্লাবের মাঠে, সকাল ঠিক ৭ টায়!

এবার উত্তরা শুনবে টিজিবির গর্জন, মহা মিলনমেলা এবার উত্তরায়!

টিজিবি বাহিনীর দেবতাখুম ও রিজার্ভ ফলস অভিযান  #রিজার্ভ_ফলস_পর্ব
17/01/2021

টিজিবি বাহিনীর দেবতাখুম ও রিজার্ভ ফলস অভিযান

#রিজার্ভ_ফলস_পর্ব

সেইন্ট মার্টিনে সূর্যাস্ত! আমাদের পরবর্তী সেইন্ট মার্টিন ট্রিপ আগামি ২১ ই জানুয়ারি।
17/01/2021

সেইন্ট মার্টিনে সূর্যাস্ত!

আমাদের পরবর্তী সেইন্ট মার্টিন ট্রিপ আগামি ২১ ই জানুয়ারি।

Team TGB :) Journey towards Debotakhum, Sajek & Bandarbon City trip ;)
14/01/2021

Team TGB :) Journey towards Debotakhum, Sajek & Bandarbon City trip ;)

কাফরু পাড়া, বান্দরবান। টুর গ্রুপ বিডির পরবর্তী বান্দরবান ট্রিপ ১৪ জানুয়ারি।  চাইলে যে কেউ অংশগ্রহন করতে পারেন আমাদের সাথ...
10/01/2021

কাফরু পাড়া, বান্দরবান।

টুর গ্রুপ বিডির পরবর্তী বান্দরবান ট্রিপ ১৪ জানুয়ারি। চাইলে যে কেউ অংশগ্রহন করতে পারেন আমাদের সাথে।

শীতের আমন্ত্রণ সাজেক থেকে!আমাদের ১৪ তারিখের ইভেন্টে অল্প কিছু আসন ফাকা আছে।**প্যাকেজ প্রাইজ ৫৫০০/- থেকে শুরু ।এছাড়া প্রি...
09/01/2021

শীতের আমন্ত্রণ সাজেক থেকে!
আমাদের ১৪ তারিখের ইভেন্টে অল্প কিছু আসন ফাকা আছে।
**প্যাকেজ প্রাইজ ৫৫০০/- থেকে শুরু ।

এছাড়া প্রিমিয়াম কিছু কটেজে সিট এভেইল এভেল আছে ।
সাজেক প্রিমিয়াম প্যাকেজ প্রাইজ:
মেঘ মাচাং--৭২০০ পার পারসন
আদ্রিকা---৬৯০০ পার পারসন
জলঘর--৬৪০০ পার পারসন।

যোগাযোগ 01918169076

শীতের সকালের আমন্ত্রণ সাজেক থেকে!  আমাদের আজকের ইভেন্টে অল্প কিছু আসন ফাকা আছে। - যাত্রার তারিখ ০৭ জানুয়ারি রাত ১২ টা- ফ...
07/01/2021

শীতের সকালের আমন্ত্রণ সাজেক থেকে!

আমাদের আজকের ইভেন্টে অল্প কিছু আসন ফাকা আছে।

- যাত্রার তারিখ ০৭ জানুয়ারি রাত ১২ টা
- ফেরার তারিখ ১০ জানুয়ারি রাত ১১.৩০ (ইনশাআল্লহ ঢাকায় থাকব)
**প্যাকেজ প্রাইজ ৫৫০০/- পার পারসন।

যোগাযোগ 01918169076

05/01/2021

Trust and understanding are the two main part of every marriage🥰🥰🥰

আমরাই টিজিবি 😍😍😍😍 বর্ষবরণ এর অনুষ্ঠান এর থেকে ভালো আর হতে পারে না 👌👌👌  অতিথিদের অসংখ্য ধন্যবাদ সহযোগিতা করার জন্য 😊😊    ...
01/01/2021

আমরাই টিজিবি 😍😍😍😍 বর্ষবরণ এর অনুষ্ঠান এর থেকে ভালো আর হতে পারে না 👌👌👌 অতিথিদের অসংখ্য ধন্যবাদ সহযোগিতা করার জন্য 😊😊

Happy New year ❣️
01/01/2021

Happy New year ❣️

31/12/2020
টিজিবি বাহিনীর ২০২০ সালের শেষ  কংলাক বিজয়
31/12/2020

টিজিবি বাহিনীর ২০২০ সালের শেষ কংলাক বিজয়

নতুন বছর কে স্বাগত জানাতে সাজেকের পথে টিজিবি বাহিনী
30/12/2020

নতুন বছর কে স্বাগত জানাতে সাজেকের পথে টিজিবি বাহিনী

প্রিমিয়াম কটেজে সাজেক ভ্রমণে টিজিবি(১৪ জানুয়ারি)- যাত্রার তারিখ ১৪ জানুয়ারি রাত১০.০০ টা । (কলাবাগান বাস স্ট্যান্ড থেকে)-...
30/12/2020

প্রিমিয়াম কটেজে সাজেক ভ্রমণে টিজিবি(১৪ জানুয়ারি)

- যাত্রার তারিখ ১৪ জানুয়ারি রাত১০.০০ টা । (কলাবাগান বাস স্ট্যান্ড থেকে)
- ফেরার তারিখ ১৭ জানুয়ারি সকাল ৫.০০ মিনিটে (আনুমানিক)

****সাজেক প্রিমিয়াম প্যাকেজ প্রাইজ:

মেঘ মাচাং--৭২০০ পার পারসন
আদ্রিকা---৬৯০০ পার পারসন
জলঘর--৬৪০০ পার পারসন

#বুকিং এর জন্যঃ +8801918169076
লুসাই--৫৫০০ পারপাসন
লুসাই কাপল--৬০০০ পার পারসন

টিজিবি বাহিনীর ২৪ তারিখের ইভেন্টের কিছু স্মৃতি 🥰
28/12/2020

টিজিবি বাহিনীর ২৪ তারিখের ইভেন্টের কিছু স্মৃতি 🥰

Next trip: 31st December
28/12/2020

Next trip: 31st December

নতুন বছরে টি জি বি এর সব ইভেন্ট ( জানুয়ারি মাস )১। ৪৪০০ টাকায় সাজেকে ইকোনমি ট্রিপ (২ জানুয়ারি)- যাত্রার তারিখ ০২ জানুয়ার...
28/12/2020

নতুন বছরে টি জি বি এর সব ইভেন্ট ( জানুয়ারি মাস )

১। ৪৪০০ টাকায় সাজেকে ইকোনমি ট্রিপ (২ জানুয়ারি)
- যাত্রার তারিখ ০২ জানুয়ারি রাত ১০:০০ টা ।
- ফেরার তারিখ ০৫ জানুয়ারি সকাল ৫:৩০ টা (ইনশাআল্লাহ ঢাকায় থাকব)
-**প্যাকেজ প্রাইজ ৪৪০০/- পার পারসন
২। নতুন বছরে সুন্দরবন ভ্রমনে টিজিবি বাহিনী (০৭ জানুয়ারি)
- যাত্রার তারিখ ০৭ জানুয়ারি রাত ৯ টা
- ফেরার তারিখ ১১ জানুয়ারি সকাল ৭ টা (ইনশাআল্লাহ ঢাকায় থাকব)
** প্যাকেজ প্রাইজ
নিচ তলায় ৮৮০০/- পার পারসন
দোতলায় ৯২০০/- পার পারসন
৩। নতুন বছরে সেইন্ট মার্টিনে ভ্রমণে টিজিবি (০৭ জানুয়ারি )
- যাত্রার তারিখ ০৭ জানুয়ারি রাত ৭.০০ টা
- ফেরার তারিখ ১১ জানুয়ারি সকাল ৬.০০ মিনিটে (ইনশাআল্লাহ ঢাকায় থাকব)
**প্যাকেজ প্রাইজ :
- প্যাকেজ প্রাইজ ৬৯০০/- পার পারসন (ডাইমন্ড বা সম মানের)
- প্যাকেজ প্রাইজ ৭৫০০/- পার পারসন (নোনাজল রিসোর্ট)
৪। শীতের আবেশে সাজেক ভ্রমণে টিজিবি বাহিনী (০৭ জানুয়ারি)
- যাত্রার তারিখ ০৭ জানুয়ারি রাত ১২ টা
- ফেরার তারিখ ১০ জানুয়ারি রাত ১১.৩০ (ইনশাআল্লহ ঢাকায় থাকব)
**প্যাকেজ প্রাইজ ৫৫০০/- পার পারসন
৫। নতুন বছরে নিলগিরি-নিলাচলের ভ্রমণে টিজিবি বাহিনী (১৪ জানুয়ারি)
- যাত্রার তারিখ ১৪ জানুয়ারি রাত ১০.০০ টা
- ফেরার তারিখ ১৭ জানুয়ারি আনুমানিক সকাল ৬.৩০ মিনিটে (ইনশাআল্লাহ ঢাকায় থাকব)
**প্যাকেজ প্রাইজ ৫৫০০/- পার পারসন
১৬। ক্যাম্পিংয়ের স্বাদ নিতে সোনাদিয়া টিজিবি (১৪ জানুয়ারি)
- যাত্রার তারিখ ১৪ জানুয়ারি রাত ৭টা ।
- ফেরার তারিখ ১৮ জানুয়ারি সকাল ৬.৩০ টা ( ইনশাআল্লাহ ঢাকায় থাকব)
**প্যাকেজ প্রাইজ ৫৭০০/- পার পারসন
৭। শীতের পরশে সুন্দরবন ভ্রমনে টিজিবি বাহিনী (১৪ জানুয়ারি)
- যাত্রার তারিখ ১৪ জানুয়ারি রাত ৯ টা
- ফেরার তারিখ ১৮ জানুয়ারি সকাল ৭ টা (ইনশাআল্লাহ ঢাকায় থাকব)
**প্যাকেজ প্রাইজ :
নিচ তলায় ৮৮০০/- পার পারসন
দোতলায় ৯২০০/- পার পারসন
৮। দেবতাখুম এবং রিজার্ভ ফলস ট্রেইলে টিজিবি বাহিনী (১৪ জানুয়ারি)
- যাত্রার তারিখ ১৪ জানুয়ারি রাত ১০:০০ টা
- ফেরার তারিখ ১৭ জানুয়ারি সকাল ৬:০০ টা (ইনশাআল্লাহ ঢাকায় থাকব)
**প্যাকেজ প্রাইজ ৪৩০০/- পার পারসন
৯। মেঘের রাজ্য সাজেক ভ্রমণে টিজিবি বাহিনী (১৪ জানুয়ারি)
- যাত্রার তারিখ ১৪ জানুয়ারি রাত১০.০০ টা । (কলাবাগান বাস স্ট্যান্ড থেকে)
- ফেরার তারিখ ১৭ জানুয়ারি সকাল ৫.০০ মিনিটে (ইনশাআল্লাহ ঢাকায় থাকব)
**প্যাকেজ প্রাইজ ৫৫০০/- পার পারসন
১০। ঢালচর এবং কুকরিমুকরি ক্যাম্পিং (২১ জানুয়ারি)
- যাত্রার তারিখ ২১ জানুয়ারি সন্ধ্যা ৭:০০ তে ।
- ফেরার তারিখ ২৫ জানুয়ারি সকাল ৬:৩০ টা। (ইনশাআল্লাহ ঢাকায় থাকব)
**প্যাকেজ প্রাইজ ৫৭০০/- পার পারসন
১১। হিম হিম শীতে আমিয়াখুম-নাফাখুম ভ্রমনে টিজিবি (২১ জানুয়ারি)
- যাত্রার তারিখ ২১ জানু্যারি রাত ৯.৩০টায়।
- ফেরার তারিখ ২৫ জানুয়ারি সকাল ৬.৩০ টা (ইনশাআল্লাহ ঢাকায় থাকব)
**প্যাকেজ প্রাইজ ৬৯০০/- পার পারসন
১২। শীতের পরশে সাজেক ভ্রমনে টিজিবি বাহিনী (২১ জানুয়ারি)
- যাত্রার তারিখ ২১ জানুয়ারি রাত ১০.০০ টা
- ফেরার তারিখ ২৪ জানুয়ারি সকাল ৫.০০ মিনিটে (ইনশাআল্লাহ ঢাকায় থাকব)
**প্যাকেজ প্রাইজ ৫৫০০/- পার পারসন
১৩। পূহিম হিম শীতে সুন্দরবন ভ্রমনে টিজিবি (২১ জানুয়ারি)
- যাত্রার তারিখ ২১ জানুয়ারি রাত ৯ টা
- ফেরার তারিখ ২৫ জানুয়ারি সকাল ৭ টা (ইনশাআল্লাহ ঢাকায় থাকব)
**প্যাকেজ প্রাইজ :
নিচ তলায় ৮৮০০/- পার পারসন
দোতলায় ৯২০০/- পার পারসন
১৪। পূর্ণিমায় সেইন্ট মার্টিন ভ্রমণে টিজিবি বাহিনী (২৮ জানুয়ারি)
- যাত্রার তারিখ ২৮ জানুয়ারি রাত ৭.০০ টা।
- ফেরার তারিখ ০১ ফেব্রুয়ারি সকাল ৬.৩০ মিনিটে (ইনশাআল্লাহ ঢাকায় থাকব)
**প্যাকেজ প্রাইজ :
- প্যাকেজ প্রাইজ ৬৯০০/- পার পারসন (ডাইমন্ড বা সম মানের)
- প্যাকেজ প্রাইজ ৭৫০০/- পার পারসন (নোনাজল রিসোর্ট)
১৫। পূর্ণিমায় সুন্দরবন ভ্রমনে টিজিবি বাহিনী (২৮ জানুয়ারি
- যাত্রার তারিখ ২৮ জানুয়ারি রাত ৯ টা
- ফেরার তারিখ ০১ ফেব্রুয়ারি সকাল ৭ টা (ইনশাআল্লহ ঢাকায় থাকব)
**প্যাকেজ প্রাইজ :
নিচ তলায় ৮৮০০/- পার পারসন
দোতলায় ৯২০০/- পার পারসন
১৬। পূর্ণিমায় সাজেক ভ্রমণে টিজিবি বাহিনী (২৮ জানুয়ারি)
- যাত্রার তারিখ ২৮ জানুয়ারি রাত ১০.০০ টা । (কলাবাগান বাস স্ট্যান্ড থেকে)
- ফেরার তারিখ ৩১ জানুয়ারি সকাল ৫.০০ মিনিটে (ইনশাআল্লাহ ঢাকায় থাকব)
**প্যাকেজ প্রাইজ ৫৫০০/- পার পারসন
১৭। পূর্ণিমায় কেওক্রাডং বিজয়ে টিজিবি বাহিনী (২৮ জানুয়ারি)
- যাত্রার তারিখ ২৮ জানুয়ারি রাত ৮.০০ টা
- ফেরার তারিখ ০১ ফেব্রুয়ারি সকাল ৬.০০ টা (ইনশাআল্লহ ঢাকায় থাকব)
**প্যাকেজ প্রাইজ ৬২০০/- পার পারসন
১৮। রেমা-কালেঙ্গার গহীনে টিজিবি বাহিনী (২৮ জানুয়ারি)
- যাত্রার তারিখ ২৮ জানুয়ারি রাত ১২ টা
- ফেরার তারিখ ৩০ জানুয়ারি রাত ১১.৩০ (ইনশাআল্লহ ঢাকায় থাকব)
**প্যাকেজ প্রাইজ ৩৯০০/- পার পারসন
#বুকিং এর জন্যঃ +8801918169076

শীতের সকালে কুয়াশামাখা বগালেক ।টিজিবির পরবর্তী আয়োজন আগামী ২৮ জানুয়ারি । বুকিং করুন আপনার আসনটি
28/12/2020

শীতের সকালে কুয়াশামাখা বগালেক ।

টিজিবির পরবর্তী আয়োজন আগামী ২৮ জানুয়ারি । বুকিং করুন আপনার আসনটি

আমাদের পরবর্তী সাজেক ট্রিপ ৩১ ডিসেম্বর।  নতুন বছরকে ভিন্ন ভাবে উৎযাপন করতে চাইলে যুক্ত হতে পারেন আমাদের ট্রিপে।
28/12/2020

আমাদের পরবর্তী সাজেক ট্রিপ ৩১ ডিসেম্বর। নতুন বছরকে ভিন্ন ভাবে উৎযাপন করতে চাইলে যুক্ত হতে পারেন আমাদের ট্রিপে।

আব্দুল কাদের স্যার। মুন্সীগঞ্জের একজন কৃতি সন্তান। মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার সোনারং এ তার জন্ম। গুণী এই অভিনেত...
26/12/2020

আব্দুল কাদের স্যার। মুন্সীগঞ্জের একজন কৃতি সন্তান। মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার সোনারং এ তার জন্ম। গুণী এই অভিনেতার মৃত্যুতে আমাদের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি 😞😞😞

প্রাণের টিজিবিয়ানদের নিয়ে বর্ষবরণ পিএইচএ রির্সোটে (৩১ ডিসেম্বর)  #গ্রুপের_পরবর্তী_ধামাকা ৩১ ডিসেম্বর সাভারে হবে ইনশাআল্ল...
25/12/2020

প্রাণের টিজিবিয়ানদের নিয়ে বর্ষবরণ পিএইচএ রির্সোটে (৩১ ডিসেম্বর)

#গ্রুপের_পরবর্তী_ধামাকা ৩১ ডিসেম্বর সাভারে হবে ইনশাআল্লাহ।

#যা_যা_থাকবেঃ
* খাবার
* শীতের পিঠা
* স্ন্যাক্স
* কনসার্ট
* ক্রিকেট টুর্নামেন্ট
* ক্যাম্পিং
* ক্যাম্প ফায়ার
* ফানুস উড়ানো

#আরো_যা_স্পেশাল_থাকবে
এবার প্রোগ্রামে রিসোর্টের মূল অডিটোরিয়ামে একটা কনসার্ট আয়োজন করা হবে। যেখানে থাকবে আমাদের সবচেয়ে পছন্দের ব্যান্ড Hawai Mithai (পুরো সেটাপ সহ), থাকবেন পছন্দের মানুষ যিনি দোতারা বাজিয়ে গান গেয়ে ইতিমধ্যেই অনেকের মন জয় করে রেখেছেন আমাদের Lippu Osheem দাদা, থাকবে লোকাল সিংগারের দলও।

রাতের খাবারের পর থেকে চলবে রাতভর।

বুকিং এর জন্য ঃ +8801840238946, +8801877722854, +8801877722856

তাহলে দেখা হচ্ছে ইনশাআল্লাহ ৩১ ডিসেম্বর সন্ধ্যায়।

মেঘের রাজ্য সাজেক! আমাদের পরবর্তী সাজেক ইভেন্ট দুইটি, ৩০ ও ৩১  ই ডিসেম্বর।  নিজেদের সুবিধা  মত সময়ে অংশগ্রহন করতে পারেন ...
25/12/2020

মেঘের রাজ্য সাজেক!

আমাদের পরবর্তী সাজেক ইভেন্ট দুইটি, ৩০ ও ৩১ ই ডিসেম্বর। নিজেদের সুবিধা মত সময়ে অংশগ্রহন করতে পারেন আমাদের সাথে।

২৬ জনের টিম নিয়ে সাজেকের উদ্দেশ্য যাএা শুরু করলাম। পরবর্তী ইভেন্ট ৩০,৩১ ডিসেম্বর ও ২ জানুয়ারি ইকোনমি ট্রিপ।
24/12/2020

২৬ জনের টিম নিয়ে সাজেকের উদ্দেশ্য যাএা শুরু করলাম।

পরবর্তী ইভেন্ট ৩০,৩১ ডিসেম্বর ও ২ জানুয়ারি ইকোনমি ট্রিপ।

মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী হযরত বাবা আদম শহীদ (র.) এর মসজিদঃমুন্সীগঞ্জের ইতিহাস প্রসিদ্ধ রামপাল ইউনিয়নের নিকটস্থ কাজী কসবা ...
24/12/2020

মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী হযরত বাবা আদম শহীদ (র.) এর মসজিদঃ
মুন্সীগঞ্জের ইতিহাস প্রসিদ্ধ রামপাল ইউনিয়নের নিকটস্থ কাজী কসবা গ্রামে সুলতানী আমলের একটি ছয় গম্বুজ বিশিষ্ট মসজিদ আছে। আলোচ্য এই মসজিদটি দরগাবাড়ীর মসজিদ বা বাবা আদমের মসজিদ এবং মাজারটি বাবা আদমের দরগা নামে পরিচিত।

মুন্সীগঞ্জের সবচেয়ে প্রাচীন মসজিদ এটি। পঞ্চদশ শতাব্দীতে মসজিদটি নির্মাণ করা হয়। এখনও এ মসজিদ সচল। ভারতবর্ষ প্রত্নতত্ত্ব জরিপ বিভাগ ১৯০৯ সালে একবার এ মসজিদটি সংস্কার করে সংরক্ষণের উদ্যোগ নেয়। কিন্তু এরপর দীর্ঘ সময় সেভাবেই ফেলে রাখা হয়। ১৯৯১ সালের দিকে এর চারপাশে লোহার সীমানা বেড়া নির্মাণ করে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে সংরক্ষণ করা হয়। মসজিদের চত্বরে বাবা আদমের [রহ.] মাজার আছে। এর গজ কয়েক পূর্বে মাজারটি অবস্থিত। ২৫ (পঁচিশ) ফুট বাহুবিশিষ্ট বর্গাকার আয়তনের ইটের তৈরী মঞ্চের উপর একটি পাকা সমাধি বিশেষ।

ভারতবর্ষে ইসলাম প্রচারক ছিলেন বাবা আদম (রহ.)।

৩১ ডিসেম্বর প্ল্যান ফাইনাল ইনশাআল্লাহ। ঘুরে ফিরে পি এইচ এ রিসোর্ট ই সেরা।স্থানঃ নবীনগর, সাভার।লোকেশনঃ ঢাকার যে কোন যায়গা...
24/12/2020

৩১ ডিসেম্বর প্ল্যান ফাইনাল ইনশাআল্লাহ।
ঘুরে ফিরে পি এইচ এ রিসোর্ট ই সেরা।
স্থানঃ নবীনগর, সাভার।
লোকেশনঃ ঢাকার যে কোন যায়গা থেকে সাভারের নবীনগর বাস স্ট্যান্ড এসে এখান থেকে রিক্সায় ঘোড়া পিরের মাজার বললেই নিয়ে যাবে।

পুরো মাঠ জুড়ে ক্যাম্পিং করা যায়, মাঠে ক্রিকেট - ফুটবল- ব্যাডমিন্টন খেলা যায়।

আবার গান বাজনা করার জন্য মাঠে আলাদা ঘর করা আছে, সাথে অডিটোরিয়ামও রয়েছে বিশাল।
এবার একটা কনসার্টের আয়োজন থাকবে প্রোগ্রামে।

** আরো অনেক আয়োজন থাকে, যা সারপ্রাইজ হিসেবেই থাকবে সকলের জন্য 😊

আমাদের এই আয়োজনটি বৃহস্পতিবার সন্ধায় শুরু হবে, শুক্রবার সকালে একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হবে। যারা ক্রিকেট টিমে থাকতে চান, তারা বুকিং এর সময় ক্রিকেট টিমে থাকবেন সেটা জানিয়ে দিয়েন।

যারা ক্যাম্পিং করবেন, বললে আমরা তাবু ম্যানেজ করে দিবো। এছাড়া রুমও রয়েছে, তাই যে কোন বয়সের মানুষ আমাদের এই মিলনমেলায় অংশগ্রহণ করতে পারবেন।

সাথে থাকবে আমাদের ভালোবাসার গানের দল #হাওয়াই_মিঠাই এবং লিপ্পু দাদা।

৩১ তারিখ বিকেল থেকেই জমায়েত শুরু হবে।

রাতের খাবার, সন্ধার শীতের পিঠা, সকালের নাস্তা সবই থাকবে আমাদের এই আয়োজনে।

আর সেই সাথে মধ্য রাতে বার বি কিউ তো থাকছেই, যা আমরা আপনারা সবাই মিলেই করবো। 😊

খরচ ১২০০ টাকা। (বিকাশ, রকেট, নগদ এ টাকা পাঠালে ১২৩০ টাকা পাঠাতে হবে)

যা যা থাকবেঃ
* রাতের খাবার
* শীতের পিঠা
* বার-বি-কিউ
* সকালের নাশতা
* থাকার রুম
* কনসার্টের জন্য অডিটোরিয়াম এবং সাউন্ড সিস্টেম সহ সকল আয়োজন
* খেলার মাঠ
* ক্যাম্পিং গ্রাউন্ড
* ফানুস উড়ানো

** বুকিং এর জন্য ৫১০ টাকা কিংবা পুরো টাকাই পাঠাতে পারেন।

বুকিং দিয়ে ফেলেন এখনই:

#বুকিং এর জন্য: +8801840238946,
অথবা +8801877722854,+8801877722856

এবং পরামর্শ বা কোন কিছু জানার জন্য অথবা কর্পোরেট ট্যুরের জন্য কল করুন

#টিজিবি হেল্প লাইনঃ +8801877722851 থেকে +8801877722855

যাস্ট কয়েকটা বিষয়ঃ
• নিজেদের তাবু নিয়ে গেলে ৩০০ টাকা করে কম খরচ হবে ১২০০ থেকে।

• আর আমাদের মাধ্যমে তাবু বুক করতে হলে আগে আগে জানাতে হবে। আমাদের ম্যানেজ করা তাবুতে থাকতে আলাদা পেমেন্ট দিতে হবে না। তবে সর্বোচ্চ ২৫ জন এই সুযোগ পাবেন। তাই বুকিং এর সময় জানিয়ে দিতে হবে নিজস্ব তাবু নাকি আমাদের ম্যানেজ করতে হবে।

** টাকা পাঠানোর উপায়

ব্যাংক একাউন্টঃ
Tour Group BD
#1641100026552
Dutch Bangla Bank Ltd.
(Mirpur Branch)

01877722851,01919496551( দুইটি নাম্বারে যে কোন একটিতে খরচ সহ সেন্ডমানি পাঠিয়ে ট্রিপের কনফার্মেশন বুঝে নিবেন)

01819878340-3 DBBL রকেট একাউন্ট
(খরচ সহ পাঠাতে হবে)
01919496551 (নগত)

** শর্ত সমুহঃ
১- প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
২- ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
৩- ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
৪- আমরা শালিনতার মধ্যে থেকে সরবোচ্য আনন্দ উপভোগ করব।
৫- * - সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হবে যেন আমাদের দ্বারা কোন প্রকার ময়লা না হয় পরিবেশের কোন অংশ। বরং চোখের সামনে ময়লা পড়লে সম্ভব হলে আমরা নিজেরা তা পরিষ্কার করবো।
৬- অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।
৭- স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।
৮- কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। সাথে পাওয়া গেলে তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হতে পারে গ্রুপের অন্য সবার সাথে স্বীদ্ধান্ত নিয়ে।
৯- দুর্ঘটনা বলে কয়ে আসে না তাই যে কোন প্রকার দুর্ঘটনা সকলে মিলে মোকাবেলা করতে হবে ।
** ১০- এই গ্রুপ সম্পূর্ণ ভ্রমণপিপাসুদের গ্রুপ। এখানে কোন প্রকার অশ্লীলতার কোন রকম সুযোগ নেই। কোন রকম অসৎ উদ্দেশ্যে যদি কেও আমাদের সাথে ভ্রমণে যান, সেটি বুঝে যেতে আমাদের খুব বেশি সময় লাগে না। এবং সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিবো।

** ভ্রমণের জন্য যে কেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
ছেলে/ মেয়ে সকলেই যেতে পারবে।

**যোগাযোগ-
০১৮৭৭৭২২৮৫০-৫৫

৩১ ডিসেম্বর এর প্রোগ্রাম এর একটা সুখবর দিচ্ছি।এবার প্রোগ্রামে রিসোর্টের মূল অডিটোরিয়ামে একটা কনসার্ট আয়োজন করা হবে। যেখা...
23/12/2020

৩১ ডিসেম্বর এর প্রোগ্রাম এর একটা সুখবর দিচ্ছি।
এবার প্রোগ্রামে রিসোর্টের মূল অডিটোরিয়ামে একটা কনসার্ট আয়োজন করা হবে। যেখানে থাকবে আমাদের সবচেয়ে পছন্দের ব্যান্ড Hawai Mithai (পুরো সেটাপ সহ), থাকবেন পছন্দের মানুষ যিনি দোতারা বাজিয়ে গান গেয়ে ইতিমধ্যেই অনেকের মন জয় করে রেখেছেন, আমাদের Lippu Osheem দাদা, থাকবে লোকাল সিংগারের দলও।

রাতের খাবারের পর থেকে চলবে রাতভর।

এছাড়াও খাবারদাবার, শীতের পিঠা, বার বি কিউ, ফানুস উড়ানো, ক্যাম্পিং, ক্রিকেট খেলা তো থাকছেই!

লোকেশনঃ পি এইচ এ রিসোর্ট, ঘোড়া পিরের মাজার, নবীনগর, সাভার।

ইভেন্টঃ প্রাণের টিজিবিয়ানদের নিয়ে বর্ষবরণ পিএইচএ রির্সোটে (৩১ ডিসেম্বর)

Bangladesh T shirt 😍😍😍 available at tgb munshiganj branch 👈👈👈
23/12/2020

Bangladesh T shirt 😍😍😍 available at tgb munshiganj branch 👈👈👈

প্রাণের টিজিবিয়ানদের নিয়ে বর্ষবরণ পিএইচএ রির্সোটে (৩১ ডিসেম্বর)স্থানঃ নবীনগর, সাভার।৩১ তারিখ বিকেল থেকেই জমায়েত শুরু হবে...
23/12/2020

প্রাণের টিজিবিয়ানদের নিয়ে বর্ষবরণ পিএইচএ রির্সোটে (৩১ ডিসেম্বর)

স্থানঃ নবীনগর, সাভার।
৩১ তারিখ বিকেল থেকেই জমায়েত শুরু হবে।
রাতের খাবার, সন্ধার শীতের পিঠা, সকালের নাস্তা সবই থাকবে আমাদের এই আয়োজনে।
আর সেই সাথে মধ্য রাতে বার বি কিউ তো থাকছেই, যা আমরা আপনারা সবাই মিলেই করবো। 😊

খরচ ১২০০ টাকা।

#বুকিং এর জন্য: +8801934433677

নতুন বছর কে স্বাগত জানাতে সাজেকের পথে টিজিবি (৩০ ডিসেম্বর) যাত্রার তারিখ ৩০ ডিসেম্বর রাত ১০.০০ টা ।- ফেরার তারিখ ২ জানুয়...
23/12/2020

নতুন বছর কে স্বাগত জানাতে সাজেকের পথে টিজিবি (৩০ ডিসেম্বর)

যাত্রার তারিখ ৩০ ডিসেম্বর রাত ১০.০০ টা ।
- ফেরার তারিখ ২ জানুয়ারি আনুমানিক সকাল ৫.০০ মিনিটে (ইনশাআল্লাহ ঢাকায় থাকব)

- পার পারসন ৫৫০০/- (এক রুমে ৪ জন থাকলে/একই পরিবারের হলে)
- নন এসি বাস (প্যাকেজ প্রাইজ) ৬০০০/- পার পারসন ( ২ জন শেয়ার )
- কাপলদের জন্য ৬০০০/- পার পারসন। (লুসাই কটেজ)
- কাপলদের জন্য ৬৪০০/- পার পারসন। (জলঘর কটেজ)
- কাপলদের জন্য ৬৯০০/- পার পারসন। (আদ্রিকা ইকো কটেজ)

- বুকিং মানি ৩৫০০/- (অফেরতযোগ্য)
বিকাশ বা রকেটে পেমেন্ট করলে ৩৫৭০/- টাকা

যোগাযোগ- 01934433677

Address

1st Floor, Shop No 216, Munshiganj New Market
Munshiganj
1500

Opening Hours

Monday 11:00 - 21:00
Tuesday 11:00 - 21:00
Wednesday 11:00 - 21:00
Thursday 11:00 - 21:00
Friday 15:00 - 22:00
Saturday 11:00 - 21:00
Sunday 11:00 - 21:00

Telephone

+8801912705414

Alerts

Be the first to know and let us send you an email when Tour Group Bd - Munshiganj Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tour Group Bd - Munshiganj Branch:

Videos

Share

Category

We Are TGB Munshiganj

Tour Group Bd Munshiganj Branch is the 2nd branch of the most popular online travel agent Tour Group BD. Let's discover home first & then the earth ! you can contact with us at 01918169076 YouTube:http://www.youtube.com/c/TourGroupBD ,FB:https://www.facebook.com/groups/TourgroupBd

Live the life, Feel the life. Lets travel together. Call 01918169076 for any query.


Other Tour Agencies in Munshiganj

Show All