Sara Travels & Tours

Sara Travels & Tours যেকোন দেশর বিমান টিকিটের জন্য এক বিশ্বস্ত নাম।

� স্বল্প খরচে পৃথিবীর যে কোন দেশের বিমান টিকেট পাওয়া যায়।

� টিকেট রিইস্যু (ডেট চেঞ্জ) করা হয়।

� দুবাইয়ের নরমাল ভিসিট ও কন্ট্রাক্টসহ নো ব্যাক ভিসা ফুল প্যাকেজ প্রসেসিং করা হয়।

� ম্যান পাওয়ার করা হয়।

� কাতার, ওমান, কুয়েত, সৌদি আরবসহ সকল দেশের ভিসা প্রসেসিং করা হয়।

29/06/2023

ঈদ মোবারক ❤️

মালয়েশিয়ার হোম কোয়ারেন্টাইনের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে।01737-149839
09/01/2022

মালয়েশিয়ার হোম কোয়ারেন্টাইনের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে।

01737-149839

12/10/2021

দুবাই GDRFA এপ্রুভাল, ICA এপ্রুভাল এবং আরব আমিরাতের যেকোন স্টেটের টিকেটের জন্য এখনি যোগাযোগ করুন।
01862926426
01737149839

08/09/2021

আটকে পরা দুবাই প্রবাসীদের জন্য প্যাকেজ🇦🇪 পৌছানো পর্যন্ত ফুল প্যাকেজ
DAC - CMB - DXB
1. AIR TICKET direct flight
2. ETA
3. 2 night/3 Days Hotels
4. 2PCR & 1 Rapid PCR for DXB
5. Insurance
শর্তাবলি:
✅দুবাই এবং আবুধাবি ভিসা হোল্ডাররা যেতে পারবে।
✅দুই ডোজ করোনা টিকা দেয়া থাকতে হবে।

01862-926426

18/08/2021

🇮🇹 ইতালিগামী যাত্রীরা এখন সহজেই মিশর, গ্রীস, আলবেনিয়া হয়ে ১৭ দিনের কোয়ারেন্টাইন শেষে ইটালি প্রবেশ করতে পারছেন।

কোয়ারেন্টাইন প্যাকেজে অন্তর্ভুক্ত সার্ভিস:
🤝 ঢাকা- মিশর/গ্রীস/আলবেনিয়া এয়ার টিকেট।
🤝 মিশর/গ্রীস/আলবেনিয়া- ইতালি এয়ার টিকিট (ডাইরেক্ট ফ্লাইট)।
🤝 ১৬ রাত/১৭ দিনের একোমোডেশন।
🤝 মিশরের জন্য টুরিস্ট ভিসা।
🤝 ইতালি প্রবেশের জন্য বাধ্যতামূলক এবং অতি গুরুত্বপূর্ণ dPLF ফর্ম প্রসেসিং।

01862-926426
01737-149839

10/08/2021

জরুরী ঘোষণা
আসসালামু আলাইকুম, সকল সম্মানিত ব্যবসায়িক এজেন্টবৃন্দ কে অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সৌদি আরবগামী যে সকল যাত্রী হোটেল কোয়ারেন্টাইন ছাড়া করোনা ভ্যাকসিন নিয়ে যেতে ইচ্ছুক তারা ভ্যাকসিন এর ২য় ডোজ গ্রহণের পর পর ভ্যাকসিন সার্টিফিকেট বা টিকা সনদ ডাউনলোড করে সৌদি সরকারের “তাওয়াককালনা” মোবাইল এ্যাপে রেজিস্টেশন করে টিকা সনদ আপলোড করতে হবে। টিকা সনদ আপলোড করার ১৪ দিন পর “তাওয়াককালনা” অ্যাপে ইমিউন দেখাবে । মনে রাখবেন “তাওয়াককালনা” অ্যাপে ইমিউন না আসা পর‌্যন্ত যাত্রী হোটেল কোয়ারেন্টাইন ছাড়া সৌদি আরব গমন করতে পারবে না। অতএব “তাওয়াককালনা” অ্যাপসটিতে রেজিস্টেশন করে টিকা সনদ আপলোড করার জন্য অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদ ।

14/06/2021

সৌদি আরবের টিকেটসহ ও টিকেট ছাড়া ফুল কোয়ারেন্টাইন প্যাকেজ করা হয়।

01862926426

09/03/2021

দুবাই নরমাল ভিসিট ও নো ব্যাক (দুবাই থেকে যাবেন) ভিসা এয়ারপোর্ট কন্ট্রাক্টসহ ফুল প্যাকেজের জন্য যোগাযোগ করুন।

☎️ 01862-926426
📬 [email protected]

11/10/2020

সৌদি আরবের নতুন টিকেট এভেইলেবল এবং পুরাতন টিকেটের ডেট চেঞ্জ করা হচ্ছে।

10/10/2020

যেসকল সৌদি ফেরত যাত্রী ভাইদের ইকামা ও ছুটি শেষ হয়েছে তাঁদের ভিসা ও আকামা-র মেয়াদ বৃদ্ধির জন্য যে সকল কাগজপত্রাদী প্রয়োজনঃ_

*১। অরজিনাল পাসপোর্ট*
*২। রঙিন ২ কপি পাসপোর্ট সাইজ ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা)*
*৩। ভিসার কপি (মেয়াদ সহ বা মেয়াদ উত্তীর্ণ)*
*৪। আকামার কপি (মেয়াদ সহ বা মেয়াদ উত্তীর্ন)

আজই যোগাযোগ করুন...

27/09/2020

বিমান বাংলাদেশ এয়ার লাইন্স আগামী ১লা অক্টোবর''২০২০ থেকে প্রতি বৃহস্পতিবার ঢাকা-সিঙ্গাপুর - ঢাকা সিডিউল ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে৷ বিমানের টিকেট ওয়েবসাইট কিংবা যে কোন ট্রাভেলস থেকে সংগ্রহ করতে পারবেন।

সিভিল এভিয়েশন অথরিটি অফ সিঙ্গাপুর দ্বারা যাত্রীদেরকে সিঙ্গাপুরে প্রবেশের জন্য নিম্নলিখিত কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে :

১. স্বল্প মেয়াদী ভিসা / দর্শনার্থী: - স্বাস্থ্য মন্ত্রনালয়ের মেডিকেল সার্টিফিকেট ব্যতীত সিঙ্গাপুরে প্রবেশের অনুমতি নেই।

২. সিঙ্গাপুর নাগরিক এবং পিআর হোল্ডারদের জন্য সিঙ্গাপুরে প্রবেশের অনুমতির প্রয়োজন নেই।

৩. ওয়ার্ক পাস, এস পাস / দীর্ঘমেয়াদী পাস হোল্ডাররা: - বিমান টিকিট ক্রয়ের আগে 'জনশক্তি মন্ত্রনালয় (MOM)' এর কাছ থেকে সিংগাপুরে প্রবেশের অনুমতি নিতে হবে৷

৪. শিক্ষার্থী পাসধারীরা: - টিকিট কেনার আগে 'শিক্ষা মন্ত্রণালয় (MOE)' এর কাছ থেকে অনুমতি নিতে হবে৷

৫. ট্রানজিট যাত্রী: ট্রানজিট যাত্রীদের চাঙ্গি বিমানবন্দর থেকে বের হওয়ার অনুমতি নেই। যাত্রীদের অবশ্যই নিশ্চিত টিকিট এবং ব্যাগ চেক-ইন করতে হবে চূড়ান্ত গন্তব্য পর্যন্ত। সেই সাথে গন্তব্য দেশের স্বাস্থ্য নির্দেশাবলী অনুসরণ করতে হবে।

যাত্রীর জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য:

১. সিঙ্গাপুরে প্রবেশের জন্য বাংলাদেশ থেকে কভিড টেষ্ট এর প্র‍য়োজন নেই৷

2. যাত্রীর সর্দি,কাশি,জ্বর, শ্বাসকষ্ট নেই এই মর্মে একটি মেডিকেল সার্টিফিকেট নিতে হবে ডাক্তারের কাছ থেকে৷

৩. সব ধরণের যাত্রী সিঙ্গাপুরে আসার পরে ১৪ দিনের জন্য স্টে হোম নোটিস পালন করতে হবে। হোটেল থাকার জন্য আনুমানিক ২২০০ ডলার বহন করতে হবে৷ সিংগাপুরে আসার পর কভিড টেষ্ট করতে হবে৷

৪. বিমান বন্দরে যাত্রীদেরকে কেউ অভ্যার্থনা জানাতে পারবে না৷

#সংগৃহীত

15/09/2020

সৌদি আরব সরকার জানিয়েছে, গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) সদস্যভুক্ত দেশের (কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব) নাগরিকরা আজ মঙ্গলবার থেকে সৌদিতে যাতায়াত করতে পারবেন।
এক্ষেত্রে তাদের ভ্রমণের ৪৮ ঘণ্টার মধ্যের করোনা পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে।
এসব দেশের এক্সিট এবং রি-এন্ট্রি ভিসা, ওয়ার্ক ভিসা, রেসিডেন্স পারমিট ও ভিজিট ভিসাধারীরা এই সুযোগ পাবেন।

এ ছাড়া সৌদির নাগরিকরা বিশেষ কাজের জন্য দেশের বাইরে যেতে পারবেন।
সেক্ষেত্রে কূটনৈতিক, বাণিজ্যিক, আন্তর্জাতিক সাহায্য সংস্থার কাজ, পরিবারের সদস্যরা বাইরে থাকলে, বিদেশে শিক্ষা এবং চিকিৎসাসহ কয়েকটি জরুরি গুরুত্বপূর্ণ কাজে দেশের বাইরে যাওয়ার সুযোগ পাবেন সৌদি নাগরিকরা।

এদিকে সৌদির অংশিক আন্তর্জাতিক ফ্লাইট চালুর ঘোষণা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।
অনেকে মনে করছেন, এখন যে কেউ সৌদি আরব যেতে কিংবা আসতে পারবেন।
কিন্তু বিষয়টি এমন নয়।
নির্দিষ্ট দেশের, নির্দিষ্ট শ্রেণির লোকেরাই আপাতত এ সুবিধা পাবেন।
বর্তমানে অনুমতি নিয়ে চার্টার্ড কিংবা বিশেষ ফ্লাইট চলাচল করছে। এখনো সবার জন্য উন্মুক্ত করা হয়নি।
২০২১ সালের ১ জানুয়ারির পর সৌদি আরব নাগরিকদের জন্য জল, স্থল ও বিমান পথে চলাচলে ভ্রমণ নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করা হবে।
করোনার সংক্রমণ ঠেকাতে মার্চ থেকে সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করে সৌদি আরব।

03/09/2020

Finally, the stranded expatriates from 25 countries including Bangladesh are able to return to Saudi Arabia. Kuwait-based Al-Qabas, an influential media outlet in the Middle East, quoted the Saudi government as saying. However, there was no mention of when to go to Saudi Arabia. The countries from w...

Address

ইছাপুরা, সিরাজদিখান, মুন্সীগঞ্জ
Munshiganj
1542

Telephone

01862926426

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sara Travels & Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sara Travels & Tours:

Videos

Share

Category


Other Travel Agencies in Munshiganj

Show All