Sagorkonna Tourism & Travels

Sagorkonna Tourism & Travels Welcome. We provide all kinds of facilities about Excursion Tour, Family Tour, Friends Tour with food, accommodation and transportation.

শান্তি সমিতি ও পার্বত্য জেলা পরিষদ কর্তৃক নির্ধারিত ভাড়া।
23/09/2022

শান্তি সমিতি ও পার্বত্য জেলা পরিষদ কর্তৃক নির্ধারিত ভাড়া।

07/09/2022

How Are You All

26/02/2022
সুন্দরবন প্যাকেজ ট্যুরঃ ( ৩ দিন ২ রাত )সুন্দরবন  #প্যাকেজ  #ট্যুরঃ  (৩ দিন ২ রাত )–01737 512917 & 01611 142092 (Ariful I...
28/12/2021

সুন্দরবন প্যাকেজ ট্যুরঃ ( ৩ দিন ২ রাত )
সুন্দরবন #প্যাকেজ #ট্যুরঃ (৩ দিন ২ রাত )

01737 512917 & 01611 142092 (Ariful Islam)
সকাল ৭ টায় খুলনা ফরেষ্ট ঘাট থেকে আমাদের জাহাজ সুন্দরবনের উদ্দেশ্যে ছেড়ে যায়।প্রতিবছর সুন্দরবন ভ্রমনে পর্যটকদের অধিক উৎসাহের কারনে সুন্দরবনে অতিরিক্ত লোকের সমাগম ঘটে,তাই ভ্রমনের নুন্যতম ২/৩ সপ্তাহ পুর্বে বুকিং না করলে জাহাজের আসন পাওয়াটা কঠিন। তাই আসন ফুরিয়ে যাওয়ার পুর্বেই আপনার নির্ধারিত তারিখ অনুযায়ী বুকিং দিন। সম্পুর্ন সাস্থবিধি মেনে এই ট্যুর পরিচালনা করা হয়।

ফোনে/অনলাইনে বা সরাসরি যে ভাবেই যেখানেই বুকিং দিন, বুকিং এর পুর্বে ভালোভাবে খোঁজ নিয়ে, বিস্তারিত ভালো করে জেনে তারপর বুকিং কনফর্ম করুন।কারন কথা বা জানার ক্ষেত্রে কোন গ্যাপ থাকলে যেমন আপনার ভ্রমণের আনন্দটাই নষ্ট হবে,আবার ঠিক তেমনি আমাদেরও সুনাম নষ্ট হতে পারে। যা আমাদের কারোই কাম্য নয়।
> একটি সুন্দর ভ্রমন হোক আপনার জীবনের সুন্দর সৃতি।ধন্যবাদ আপনাকে।

❑ #ভ্রমন খরচঃ ( ৩ দিন ২ রাত )
——————————————-
আমাদের ভ্রমণ খরচ জাহাজ ও সেবার মান ভেদে ৭,৫০০ থেকে ১৬,৫০০ টাকা পর্যন্ত রয়েছে।
★ ইকোনমিঃ ৭৫০০/-
★ ইকোনমি স্টান্ডার্ডঃ ৮৫০০/-
★ স্টান্ডার্ডঃ ৯৫০০/-
★ ডিলাক্সঃ ১০৫০০/- থেকে ১২৫০০/-
★ প্লাটিনামঃ ১৫৫০০/- থেকে ১৬৫০০/-

❑ ভ্রমনের তারিখ সমুহঃ ( ৩ দিন ২ রাত )
————————————————-
নোটঃ প্রতি সাপ্তাহে আমাদের প্যাকেজ রয়েছে। (এছাড়াও যেকোনো দিন আমরা গ্রুপ ট্যুর ও কর্পোরেট ট্যুর করে থাকি)
আগামী ভ্রমন সিডিউলঃ ( খুলনা-সুন্দরবন-খুলনা )

খুলনা থেকে যাত্রা শুরুঃ
জাহাজ ছাড়ার সময়ঃ সকাল ৭ টা
জাহাজ ছাড়ার স্থানঃ খুলনা ফরেষ্ট ঘাট

❑ Contact:
Email: [email protected]
01737 512917 & 01611 142092 (Ariful Islam)

❑ এই ভ্রমন প্যাকেজে যা থাকছেঃ
————————————-
> খুলনা-সুন্দরবন-খুলনা জাহাজে ভ্রমন। ( A/C – Non A/C )
> তিন বেলার খাবার ( ৩ দিন ২ রাত )।
> বিকালে নাস্তা।
> দুপুর ১২ টায় আবার নাস্তা।
> সফট ড্রিংকস,ফল ইত্যাদী।
> চা-কফি (Available)।
> বার-বি-কিউ পার্টি।
> ভ্রমন ট্যাক্স (ফরেষ্ট রেভিনিউ)।
> স্পট পরিদর্শন।
> স্পটের এন্ট্রি ফি।
> দক্ষ গাইড।
> ক্যাটারিং সুবিধা।
❑ এই ভ্রমনে প্যাকেজে যা থাকছেনাঃ
—————————————
> ঢাকা-খুলনা-ঢাকা যাতায়াত।
> ঢাকা-খুলনা-ঢাকা যাতায়াতের সময় খাবার।
> বাসে যাত্রা বিরতিতে খাবার।
> ব্যাক্তিগত খরচ।
> লন্ড্রী খরচ।
> ফরেনারদের ক্ষেত্রে অতিরিক্ত ভ্রমন ট্যাক্স
( ফরেষ্ট রেভিনিউ ) টাকা প্যাকেজের অন্তর্ভুক্ত নয়।
> প্যাকেজে অন্তর্ভুক্ত করা হয়নি এমন খরচ।
বুকিং এর জন্য কল করুনঃ 01737 512917 & 01611 142092 (Ariful Islam)
❑ পরিদর্শেনের স্থানঃ
——————————-
করমজল ইকো পার্ক্।
হাড়বাড়িয়া।
কটকা।
জামতলা সি-বিচ।
টাইগারপয়েন্ট।
ওয়াচ টাওয়ার।
দুবলার চর।
হিরন পয়েন্ট।
❑ শিশু পলিসিঃ
————————-
৩ বছর পর্যন্ত বাচ্চাদের ফ্রী, ৩+ থেকে ৭ বছর পর্যন্ত ৫০% খরচ বহন করতে হবে, সেক্ষেত্রে বাচ্চারা অভিভাবকদের সাথে আসন শেয়ার করবে।
❑ খাবারঃ
—————–
ওয়েলকাম ড্রিংকস সহ তিন বেলা ডবল মেন্যুর খাবারের পাশাপাশি থাকছে দুই বেলা স্ন্যাকস, বিকালে নাস্তা সহ প্রতিবেলা খাবারে থাকবে ভিন্নতার স্বাদ। আরও থাকছে ২৪ ঘন্টা চা/ কফির ব্যাবস্থা।

নোটঃ খাবারের মেন্যু জানতে বা জাহাজের রুমের ছবি দেখতে কেউ আগ্রহী থাকলে,তবে আপনার ইমেইল আইডি আমাদের ইনবক্সে বা কমেন্টস বক্সে সেন্ড করুন,আমরা আপনাকে খাবারের মেন্যু ও জাহাজের ছবি সহ আরো বিস্তারিত আপনার ইমেইলে পাঠাবো।খাবারের মেন্যু বা জাহাজের রুমের ছবি আগে থেকে দেখা বা জানা থাকলে ভ্রমনের সময় আমাদের সার্ভিসের সাথে মিলিয়ে নিতে পারবেন।
❑ নিরাপত্তাঃ
—————-
★ সম্পুর্ন ফরেষ্টের তত্বাবধানে পরিচালিত হয় বিধায় এই ভ্রমন ১০০% নিরাপদ।
★ প্রতি জাহাজে অস্র সহ ফরেষ্ট এর দুইজন অফিসার ও আনসার বাহিনি থাকে বিধায় এই ভ্রমন ১০০% নিরাপদ।
★ সুদক্ষ গাইড ও ফরেষ্টের নির্দেশনা থাকার কারনে আকর্ষনীয় ও নিরাপদ স্থান সমুহে গমন করা যায়।
★ আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে যে কোন দুর্ঘটনা এড়াতে ও্যারলেসের মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হয়।
★ নিরাপত্তা ও হসপিটালিটির কারনে সুন্দরবন ট্যুরিজম এর সাথে এর সাথে প্রচুর মাহিলা ট্যুরিষ্ট ভ্রমন করেন।

খুলনা – সুন্দরবন ভ্রমনে রেইন ট্যুর দিচ্ছে সবচাইতে কম খরচে ভ্রমনের নিশ্চয়তা ।

আমাদের এই ভ্রমন প্যাকেজে এই প্যাকেজ মূল্যের বাইরে কোন প্রকার সার্ভিস চার্জ / হিডেন চার্জ নাই।

বিশেষ নোটঃ সুন্দরবনে সব স্পটে মোবাইল সিম নেটওয়ার্ক না থাকার কারনে টেলিটক সিম ব্যাবহার করতে পারেন।সুন্দরবনে বেশ কিছু স্পটে টেলিটকের নেটওয়ার্ক রয়েছে।

বিশেষ কিছু কথাঃ
——————————–
> আমাদের কাছে সকল অতিথির মর্যাদাই সমান। আমরা পূর্ণ আন্তরিকতা দিয়ে অতিথিদের সেবা করতে চেষ্টা করি এবং কথা রাখতেও আমরা চেষ্টা করি।
> আমরা কেবল উন্নত, উদার মানুসিকতা সম্পন্ন ও পর্যটনবান্ধব অতিথিই প্রত্যাশা করি। একটি গ্রুপ ট্যুরে একে অপরকে আপন ভাবার প্রয়োজনীয়তা অতি গুরুত্বপূর্ণ।
> খাবারের মেন্যু পূর্ব ঘোষণা ছাড়াই পরিবর্তন করার ক্ষমতা টিম লিডারের থাকবে।
> খাবারের মেন্যু নির্ধারণ করতে টিম লিডারের সিদ্ধান্তই চূড়ান্ত।
> খাবারের সমালোচনা না করে পরামর্শ কাম্য।
> ভ্রমন চলাকালীন যেকোন সমস্যা হতে পারে। তা মেনে নেওয়ার মন মানসিকতা নিয়েই অংশগ্রহন করবেন।
> যেকোন সমস্যা অংশগ্রহনকারী সকলে মিলে সমাধানের চেষ্টা করবেন।
> সকল নিয়ম কানুন অবশ্যই মেনে চলার দৃষ্টিভঙ্গি নিয়েই অংশগ্রহন করতে হবে।
> কোন ভাবেই অতিরিক্ত দু:সাহসিকতা দেখানো যাবেনা।
> দলছাড়া হয়ে ঘুরা যাবে না। বিশেষ প্রয়োজনে দলকে জানিয়ে যাওয়া যেতে পারে।
> অন্য কোন সদস্যের সাথে আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন,লেনদেন করার পর ক্ষতিগ্রস্ত হলে তার দায়ভার নিজের উপরেই বর্তাবে।
> দলের কাউকে কষ্ট দিয়ে কোন কথা বা কাজ করা যাবে না।
> সকল সমস্যা শান্তিপূর্ন ভাবে মিটানোর চেষ্ঠা থাকতে হবে।
> ভ্রমনের সময় ব্যাগ বা মালামাল নিজ দায়িত্বে রাখবেন, মালামাল হারালে বা খোয়া গেলে এর দায় ভার আপনাকেই নিতে হবে।
> কোন প্রকার মাদক এর সাথে সম্পৃক্ত থাকা যাবে না বা বহন করা যাবেনা।
> ধুমপায়ীগন অধুমপায়ীদের থেকে নির্দিষ্ট দূরত্বে থেকে ধুমপান করবেন।
> অসুস্থ / মহিলা / বাচ্চাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার মন মানসিকতা রাখবেন।
> নির্দিষ্ট সময়ে ইভেন্ট ফি পরিশোধ করতে হবে।
সম্পূর্ন ইভেন্ট বিবরন ও বিস্তারিত পড়ে অংশগ্রহন করতে হবে।

দুর্যোগপূর্ণ আবহাওয়া /যান্ত্রিক ত্রুটির বা যে কোন অনাকাঙ্ক্ষিত কারণে ভ্রমন বাতিল বা উঠতে না পারলে ও তার কারণে অতিরিক্ত রাত্রি যাপনের খরচ বা নতুন টিকেট ক্রয় /তারিখ পরিবর্তন খরচ বা যে কোন পেনাল্টি সম্পূর্ণ সম্মানিত গ্রাহককে বহন করতে হবে।
ফোনে/অনলাইনে বা সরাসরি যে ভাবেই যেখানেই বুকিং দিন, বুকিং এর পুর্বে ভালোভাবে খোঁজ নিয়ে, বিস্তারিত ভালো করে জেনে তারপর বুকিং কনফর্ম করুন।কারন কথা বা জানার ক্ষেত্রে কোন গ্যাপ থাকলে যেমন আপনার ভ্রমণের আনন্দটাই নষ্ট হবে,আবার ঠিক তেমনি আমাদেরও সুনাম নষ্ট হতে পারে। যা আমাদের কারোই কাম্য নয়।
একটি সুন্দর ভ্রমন হোক আপনার জীবনের সুন্দর সৃতি।তাই ভ্রমনের পুর্বে বিস্তারিত জানতে আমাদের প্রতিষ্ঠানে এক কাপ চায়ের আমন্ত্রণ রইলো।
ধন্যবাদ আপনাকে।

CONTACT: SAGORKONNA TOURS AND TRAVELS
PHON: 01737 512917 & 01611 142092 (Ariful Islam)

https://www.risingbd.com/travel/news/209906
28/12/2021

https://www.risingbd.com/travel/news/209906

এস এস জামিল : সুন্দরবন এক প্রাকৃতিক বিস্ময়াবলীর নাম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকায় এটি পৃথিবী...

নভেম্বর থেকে ফেব্রুয়ারী মাস সুন্দরবন ঘুরে দেখার জন্যে উপযুক্ত সময়। এই সময় নদী ও সমুদ্র শান্ত থাকে, তাই সুন্দরবনের সকল...
28/12/2021

নভেম্বর থেকে ফেব্রুয়ারী মাস সুন্দরবন ঘুরে দেখার জন্যে উপযুক্ত সময়। এই সময় নদী ও সমুদ্র শান্ত থাকে, তাই সুন্দরবনের সকল দর্শনীয় স্থান ঘুরে দেখা যায়। খুলনা ও মোংলা থেকে সবচেয়ে কাছে করমজল ও হারবাড়িয়া বছরের যে কোন সময় একদিনেই ঘুরে দেখা যায়। তবে মূল সুন্দরবনের স্বাদ পেতে হলে গহীনের স্থান গুলোতেই যেতে হবে।

https://www.prothomalo.com/life/travel/%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%8F%E0%A6%87-%E0%A6%B6%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%A8-%E0%A6%AD%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%96%E0%A7%81%E0%A6%81%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BF

সুন্দরবনে গেলেই আপনি পশু–পাখি দেখবেন, এমন গ্যারান্টি দেওয়া যাবে না। তবে সুন্দরবনের আছে নিজস্ব নীরবতা। সেটা আপনা....

নভেম্বর থেকে ফেব্রুয়ারী মাস সুন্দরবন ঘুরে দেখার জন্যে উপযুক্ত সময়। এই সময় নদী ও সমুদ্র শান্ত থাকে, তাই সুন্দরবনের সকল...
28/12/2021

নভেম্বর থেকে ফেব্রুয়ারী মাস সুন্দরবন ঘুরে দেখার জন্যে উপযুক্ত সময়। এই সময় নদী ও সমুদ্র শান্ত থাকে, তাই সুন্দরবনের সকল দর্শনীয় স্থান ঘুরে দেখা যায়। খুলনা ও মোংলা থেকে সবচেয়ে কাছে করমজল ও হারবাড়িয়া বছরের যে কোন সময় একদিনেই ঘুরে দেখা যায়। তবে মূল সুন্দরবনের স্বাদ পেতে হলে গহীনের স্থান গুলোতেই যেতে হবে।

জীবন চক্র
14/12/2021

জীবন চক্র

22/11/2021

সেন্টমার্টিনে জাহাজ চলাচল পুরোদমে শুরু হয়েছে

Address

Kbd. Md. Ariful Islam (B. Sc. Fisheries Hons. M. Sc. Fisheries Management, BAU)
Mymensingh
2202

Telephone

8801737512917

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sagorkonna Tourism & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sagorkonna Tourism & Travels:

Share


Other Eco Tours in Mymensingh

Show All