Study Visa Council

Study Visa Council Information, Admission in Foreign University, Visa support, Tourist Visa Info, Hotel Booking. Language Preparation, Visa Interview.

We provide quality real information & services to young learners for higher study purposes..

13/09/2024

Study, Work বা Tourist ভিসায় বিদেশ যেতে একটা বিষয় জানা খুব প্রয়োজন।
বিষয়টি কি?

11/09/2024

সঠিক সময়ের পরিকল্পনা!!
সময় বাস্তবতা নিয়ে নিজের ক্যারিয়ার ভাবনা শুরু করা দরকার। আপনারা যারা ২০২৩/২০২৪ এ HSC বা BAবা BAঅনার্স কিংবা মাস্টার্স শেষ করে বেকার, তারা সামর্থ্য থাকলে চাকুরি বা বিদেশ যাওয়ার পরিকল্পনা করুন।
বিদেশ যেতে চাইলে কমপক্ষে ১ বছর আগে থেকে প্রস্তুতি নিতে হবে।
১. পাসপোর্ট তৈরী করতে হবে।
২. ইংরেজী ভাষা শিখতে হবে।
৩. কি ভিসার যাবেন তা অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।
৪. একাডেমিক কাগজপত্রে কোন সনস্যা থাকলে সংশোধন করতে হবে।
৫. কাজের ভিসায় যেতে হলে কোন একটা কাজ শিখে রাখতে হবে।
৬. প্রয়োজনীয় কাগজপত্র রেডি করতে হবে।
কোথায় যাবেন!!
কোন মহাদেশে যাবেন সেটা আগে চিন্তা করুন, কারণ মহাদেশ ভেদে প্রসেসিং প্রস্তুতি কিছু বিষয় একই হলে প্রসেসিং প্রক্রিয়া একটু ভিন্ন হয়। এক্ষেত্রে আগে থেকেই মহাদেশ বা দেশ নিয়ে সিদ্ধান্ত নিলে সহজে প্রস্তুতি নেওয়া সম্ভব। বর্তমান প্রেক্ষাপট চিন্তা ও আর্থিক অবস্থা বিবেচনা করলে ইউরোপের দেশে যাওয়া সহজ।
** ইউরোপের বিভিন্ন দেশে স্টাডি ভিসা, ওয়ার্ক ভিসা ও ভিজিট ভিসার সহযোগিতা নিতে যোগাযোগ করুন, অফিসে আসুন।

04/09/2024

পাসপোর্ট করলে কী কী সুবিধা পাবেন?
★★অনেকেই মনে করেন, "এখন তো বিদেশ যাবো না, পাসপোর্ট করে কী হবে?"

শুধুমাত্র বিদেশ যাবার প্রসেস হলেই পাসপোর্ট করবেন, এমন না।
একজন সচেতন নাগরিক হিসেবে আপনার পাসপোর্ট থাকাটা খুবই জরুরি। পাসপোর্ট থাকলে আপনি বিভিন্ন সুবিধা পাবেন, যেটা পাসপোর্ট ছাড়া সম্ভব না।

পাসপোর্ট থাকলে কী কী সুবিধা পাবেন? আসুন দেখে নিই:⤵️

১.ভিসা-ফ্রি দেশে যাবার সুবিধা:

★★বাংলাদেশী পাসপোর্ট দিয়ে প্রায় ৪০টি দেশে ভিসা-ফ্রি বা অন-এরাইভাল সুবিধা পাওয়া যায়। সেসব দেশে খুব সহজেই ভ্রমণ করতে পারবেন আপনার যদি একটা পাসপোর্ট থাকে।

★★অর্থাৎ, শুধুমাত্র লন্ডন-আমেরিকা যাবার জন্যই পাসপোর্ট না। ঐসব দেশ ছাড়াও অনেক দেশে পাসপোর্ট ছাড়া যাওয়া যায়।

২.ইমার্জেন্সি চিকিৎসা সুবিধা:

★★আপনার যদি হঠাৎ এমন কোনো অসুখ হয় যেটার চিকিৎসার জন্য বিদেশ যেতে হবে, সেক্ষেত্রে আপনার পাসপোর্ট থাকা আবশ্যক। সেই মুহূর্তে সময়ের অনেক মূল্য। ইমার্জেন্সি পাসপোর্ট করতে যতোদিন সময় লাগবে, এতোদিনে আপনার চিকিৎসা হবে না। এজন্য পাসপোর্ট থাকা দরকার।

৩.পাসপোর্ট হলো ইন্টারন্যাশনাল আইডেন্টিটি কার্ড:

★★আপনার ভোটার আইডি কার্ড বা যেটাকে ন্যাশনাল আইডি কার্ড বলা হয়, এটা দেশের মধ্যেই ব্যবহার করতে পারবেন। কিন্তু, বিদেশের কোনো কিছু করতে গেলে আপনার পাসপোর্ট লাগবে। এমনকি আপনি দেশে থেকে বিদেশে ব্যবসা করতে গেলে, অনেক কোম্পানিতে জব করতে গেলে আপনার পাসপোর্ট লাগতে পারে।

৪.স্কলারশিপের আবেদন, কনফারেন্সে যাবার সুযোগ:

★★বেশিরভাগ ভার্সিটিতে আবেদনের সময় পাসপোর্ট লাগে। শুধু তাই না, বিদেশী অনেক ভার্সিটিতে বিভিন্ন প্রোগ্রাম থাকে যেখানে ফ্রি-তে যাবার সুযোগ থাকে। অনেকসময় আপনি যে কলেজ-ভার্সিটিতে পড়েন, সেখানকার উদ্যোগেও ঐসব কনফারেন্সে যাবার সুযোগ মিলে।

এরকম শর্ট-নোটিশে যেতে চাইলে পাসপোর্ট থাকতে হয়।

অনেকেই আছে যাদের শুধুমাত্র পাসপোর্ট না থাকার কারণে অনেক কনফারেন্সে সুযোগ থাকা সত্ত্বেও তারা অংশগ্রহণ করতে পারেনি।

৫.পরীক্ষা দিতে পাসপোর্ট প্রয়োজন:

★★বাংলাদেশে থেকেও বিভিন্ন পরীক্ষা দিতে চাইলে পাসপোর্ট প্রয়োজন। যেমন: IELTS, GRE, GMAT, SAT, TOEFL ইত্যাদি।

৬. ডুয়েল কারেন্সী ডেবিট কার্ড:
দেশের বাহিরে অনলাইনে ই-কমার্স বা ইন্টারন্যাশনাল ট্রাঞ্জেকশন করতে অবশ্যই বাংলাদেশের ব্যাংকের কার্ড পাসপোর্ট দিয়ে ডলার এন্ডোর্স্মেন্ট করে নিতে হবে।
এক্ষেত্রেও পাসপোর্ট লাগবে।

যারা পাসপোর্ট করবেন তারা আগে সার্টিফিকেট,এনআইডি কার্ড, পিতা-মাতার এনআইডি কার্ডে আপনার নাম,পিতা/মাতার নাম যেনো একই থাকে লক্ষ্য রাখবেন যদি অমিল থাকে আগে সব কিছু ঠিক করবেন তারপর পাসপোর্ট করবেন অন্যথায় ভোগান্তিতে পড়বেন❤❤️

👉 ইউরোপের সেনজেন ভিসার বিস্তারিত :১৯৮৫ সালে ইউরোপের কয়েকটি দেশ তাদের অভ্যন্তরীন যাতায়াতকে সহজ করার উদ্দেশ্যে লুক্সেমবা...
03/09/2024

👉 ইউরোপের সেনজেন ভিসার বিস্তারিত :

১৯৮৫ সালে ইউরোপের কয়েকটি দেশ তাদের অভ্যন্তরীন যাতায়াতকে সহজ করার উদ্দেশ্যে লুক্সেমবার্গের সেনজেন শহরে একটি চুক্তি সাক্ষর করে। এই চুক্তির আওতাভুক্ত দেশগুলোকে সেনজেন এলাকা এবং প্রদানকৃত ভিসাকে সেনজেন ভিসা (Schengen Visa) বলা হয়ে থাকে। ইউরোপের ২৯টি দেশ সেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত।
এসকল দেশের বাইরের নাগরিকরাও এই সুবিধা পাবে যদি সে সেনজেন ভিসা সংগ্রহ করতে পারে।

বাংলাদেশী পাসপোর্ট হোল্ডার হিসেব আপনি এই ভিসা সংগ্রহ করতে চাইলে বিশেষ কিছু দিকে খেয়াল রাখতে হবে।
আমরা অনেকেই মনে করি ফ্রেশ পাসপোর্ট এ সেনজেন ভিসা হয় না বা অনেক দেশ ট্রাভেল করা থাকলেই সেনজেন ভিসা হয়।
উপরের দুইটা ধারনাই ভুল।
আপনি যদি ভালো একটা জব করেন।আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট স্ট্রং থাকে,যদি আপনার টিন টেক্স নিয়মিত হয়ে থাকে তবে আপনি এই ভিসা ডিজার্ভ করেন।এক কথায় আপনি যদি ভিসা কন্সুলার কে কনভেন্স করতে পারেন যে সেই দেশে গিয়ে আপনি যথা সময়ে ফেরত আসবেন তবেই আপনি ভিসা পাবেন।একজন ব্যাবসায়ীর খেত্রেও সেই একই নিয়ম।
কিন্তু আপনার ভালো জব নেই।বড় ব্যাবসা নেই,সেই ক্ষেত্রে আপনাকে নিয়মিত ট্রাভেলার হতে হবে।

👉ধরেন আমার সেলারি বা মাসিক ইনকাম ১ লাখ টাকা।
কিন্তু ভিসা আবেদনের সাথে হোটেল বুকিং পেপার দিয়েছি প্রতি দিন খরচ ১০০ ডলার বা ইউরো।
আপনি ভাবছেন দামী হোটেল বুকিং দিয়ে তাদের ইম্প্রেস করবেন।কিন্তু আপনি এই জায়গায় রিজেক্ট। মানে আপনার আয়ের সাথে ব্যায়ের সামঞ্জস্যতা থাকতে হবে।

👉ধরেন আপনি স্কোটল্যাড ঘুরতে যাচ্ছেন।ভিসা আবেদনের সাথে ট্রাভেল আইটেনারি দিয়েছেন এমন এক জায়গার নাম যেখানে তাপমাত্রা মাইনাস ৫০
আপনি এখানেই রিজেক্ট।

👉ধরেন আপনি সেলারি পান ৫০ হাজার টাকা।আপনার সেলারি স্টেটমেন্ট, সেলারি সার্টিফিকেট এ এটা উল্লেখ আছে। লাষ্ট ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট দিয়েছেন।কিন্তু লাষ্ট এক মাসে আপনার একাউন্টে অকল্পনীয় লেনদেন হয়েছে।লাষ্ট ফিগার দিয়েছেন ৫০ লাখ টাকা।
🫡আপনি এখানেই রিজেক্ট। তারা বুঝেই যাবে আপনি ভিসা পাওয়ার জন্য ধারদেনা করে টাকা একাউন্টে রেখেছেন, আপনি ফিরবেন না।
আসলে এমন শত-শত খুটিনাটি লজিক আছে যা আমরা মেইন্টেইন করিনা,তাই গনহারে ভিসা হয় রিজেক্ট। আমরাও বুলি ওরাই সেনজেন ভিসা দিচ্ছে না।
🙏কিন্তু একবার ভেবে দেখি না আমাদের কি কি ভুল
আছে!

✔️সেনজেন ভিসার জন্য আপনি সেনজেন ভুক্ত একটা দেশে এপ্লাই করবেন,ভিসা নিবেন।ইচ্ছামত ২৯ টা দেশ ভ্রমণ করবেন এটাই নিয়ম।তবে ভিসা পাওর ক্ষেত্রে কেন ভিসা রিজেক্ট হয় সেটা আগে আইডিয়েন্টফাই করুন।

আজ এই পর্যন্তই ❤️

01/09/2024

জানুন এবং প্রস্তুত রাখুন!!
কোন দেশে ভ্রমন করতে হলে যা যা আগেই প্রস্তুত রাখা প্রয়োজন।
১. পাসপোর্ট।
২. ব্যবসা বা চাকুরি
৩. ট্রেড লাইসেন্স
৪. ব্যাংক একাউন্ট
৫. টিন সার্টিফিকেট
৬. সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি।
৭. ভিজিটিং কার্ড
৮. কোম্পানি বা প্রতিষ্ঠান এর প্যাড।
আরো প্রয়োজনীয় কাগজপত্র দেশ অনুযায়ী লাগতে পারে।
© সার্কেল ট্যুরস এন্ড ট্রেভেলস।

সুইডেন এম্বাসি ঢাকায় সহজে সেনজেন ভিসার বিশাল সুযোগ,সুইডেন এম্বাসি ঢাকা নতুন করে একটি অসাধারণ সুযোগ দিচ্ছে যেখানে ইন্টারভ...
23/05/2024

সুইডেন এম্বাসি ঢাকায় সহজে সেনজেন ভিসার বিশাল সুযোগ,

সুইডেন এম্বাসি ঢাকা নতুন করে একটি অসাধারণ সুযোগ দিচ্ছে যেখানে ইন্টারভিউ এবং অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই খুব কম সময়ে সেনজেন ভিসার জন্য আবেদন করতে পারবেন। সুইডেন, সেনজেন কান্ট্রির সদস্য হিসেবে, আরও ৮টি সেনজেন দেশের প্রতিনিধিত্ব করে। এই দেশগুলো হলো: ফিনল্যান্ড, আইসল্যান্ড, বেলজিয়াম, স্লোভেনিয়া, পোল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ এবং নেদারল্যান্ডস। এই ৮টি দেশের যে কোনো একটিতে ভ্রমণের জন্য আপনাকে সুইডেন এম্বাসির মাধ্যমে ভিসার আবেদন করতে হবে।

আবেদন প্রক্রিয়া সহজীকরণ

এই নতুন সুবিধা ইন্টারভিউ এবং অ্যাপয়েন্টমেন্টের ঝামেলা ছাড়াই দ্রুত ভিসা পাওয়ার সুযোগ করে দিচ্ছে। যেকোনো সময় আপনি আবেদন করতে পারবেন এবং এতে সময়ের সাশ্রয় হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস

সেনজেন ভিসার জন্য আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট ডকুমেন্টস প্রয়োজন হয়। এই ডকুমেন্টসগুলো হলো:
- পূর্ণাঙ্গভাবে পূরণকৃত ভিসা আবেদন ফর্ম।
- দুই কপি পাসপোর্ট সাইজ ছবি।
- বর্তমান পাসপোর্ট এবং পূর্বের সব পাসপোর্ট।
- ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কিত বিবরণ এবং স্পন্সর লেটার (যদি থাকে)।
- ভ্রমণ স্বাস্থ্য বীমা যা সেনজেন এলাকায় বৈধ।
- ব্যাংক স্টেটমেন্ট (সর্বশেষ ৬ মাসের)।
- কর্মসংস্থান প্রমাণপত্র বা শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।

ভ্রমণ ইতিহাস

সেনজেন ভিসার জন্য আবেদন করতে হলে সাধারণত পূর্বে কিছু দেশের ভ্রমণ ইতিহাস থাকতে হয়। এতে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তবে প্রথমবারের আবেদনকারীরাও আবেদন করতে পারেন, কেবল যথাযথ ডকুমেন্টস প্রদান নিশ্চিত করতে হবে।

সময়সীমা

সাধারণত, সেনজেন ভিসা প্রক্রিয়াকরণের সময় ১৫ দিন থেকে ৩০ দিন পর্যন্ত হতে পারে। তবে সুইডেন এম্বাসি ঢাকা থেকে নতুন সুবিধার আওতায় এই সময় আরও কম হতে পারে।

25/08/2023

নিউ দিল্লি রোমানিয়া এম্বাসির অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, আজকের মিটিং যা বলা হয়েছে

কোন এপ্লিকেন্ট ইংলিশ না জানলে ট্রেনিং নিয়ে এম্বাসিতে আসবেন

টুকি টাকি ইংলিশ এ আনসার দিতে না পারলে কারো হেল্প নিবেন

নিজের নাম, পাসপোর্ট নং, কোঃ নাম, সিটি, সেলারী কত, ফ্যামিলি মেম্বার কতজন, বাবা কি করেন এ সমস্ত বেসিক কিছু ইংলিশ এ উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নেন।

এম্বাসিতে এসে অযথা ঘুরাঘুরি করবেন না⛔🇷🇴

যার Appointment থাকবে ১০ মিনিট আগে উপস্থিত থাকলে হবে ✅🇷🇴

পারমিট ভেলিড আছে কিনা এজেন্সির সাথে কথা বলে এম্বাসিতে আসবেন
সাবমিশন এবং কালেকশন টাইম নোটারী, ল-ফরেন বাধ্যতামুলক ✅🇷🇴

যারা এজেন্সি বা এজেন্টের মাধ্যমে ফাইল জমা করবেন তারা আলাদা পাসপোর্ট কালেকশন করার চেষ্টা করবেন না।⛔🇷🇴

আরো অনেক বিষয়ে কথা বলেছে, আপনারা এজেন্টের মাধ্যমে জেনে নিয়েন, ধন্যবাদ।

সবার জন্য শুভকামনা রইল 🇷🇴🤝

05/04/2023

Study বা Work Visa নিয়ে UK যেতে ইংরেজী শিখুন, আমাদের সাথে।

17/02/2023

Address

Nabiganj
3370

Opening Hours

Monday 08:00 - 17:30
Tuesday 08:00 - 05:30
Wednesday 08:00 - 17:30
Thursday 08:00 - 17:30
Saturday 08:30 - 05:30
Sunday 08:30 - 05:30

Telephone

+8801719501094

Website

Alerts

Be the first to know and let us send you an email when Study Visa Council posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Study Visa Council:

Share

Category