11/09/2021
মাত্র ১৭৯৯ টাকায় ঘুরে আসুন সৌন্দর্যের লীলাভূমি স্বপ্নের সিলেট ।
এটি Green World Tours & Travels-GWTT.BD এর ২ রাত ১ দিনের রিলাক্স ট্যুর।
#যা_যা_দেখবো
• ভোলাগঞ্জ সাদা পাথর
• সিলেট চা বাগান
• হযরত শাহজালাল রঃ মাজার
• রাতারগুল সোয়াম্প ফরেস্ট।
#ভ্রমণ_তারিখঃ
~ ১৭ সেপ্টেম্বর রোজ শুক্রবার রাত ১১:০০ টায় নারায়ণগঞ্জ থেকে (ঢাকা থেকে যারা জয়েন করবেন তাদের সাইনবোর্ড থেকে রিসিভ করা হবে) ।
~ ১৮ সেপ্টেম্বর শনিবার রাত ১১ টায় সিলেট থেকে ।
ইনশাআল্লাহ ১৯ সেপ্টেম্বর ভোরে আমরা সবাই ঢাকা পৌঁছাবো।
# টিম সাইজ: ৪৫ জন
#প্যাকেজ_এর_মধ্যে_যা_যা_থাকছেঃ
> ঢাকা - সিলেট - ভোলাগঞ্জ - ঢাকা ( চেয়ার কোচ বাস ) ।
> সকল প্রকার লোকাল ট্রান্সপোর্ট খরচ।
> শনিবার সকালের নাস্তা ও দুপুরের খাবার।
> শনিবার রাতের খাবার
> ভোলাগঞ্জ ট্রলার খরচ।
> রাতারগুল বোট খরচ।
> সকল প্রকার এন্ট্রি ফি( স্টুডেন্ট আইডি না থাকলে ৩০ টাকা অতিরিক্ত)
> সকল প্রকার গাইড খরচ।
#প্যাকেজে_যা_যা_থাকছে_নাঃ
> যাত্রা বিরতিতে কোনো খাবার।
> কোনো প্রকার ব্যক্তিগত খরচ।
> প্যাকেজে উল্লেখ নেই এমন কোন খরচ।
#খাবার_মেনু
সকাল - ডিম ভাজি পরটা / ভূনা খিচুড়ি।
দুপুর - ভাত, মুরগি, ভাজি/ভর্তা, ডাল।
শনিবার রাতে - ভাত, মুরগি/গরু, ভাজি/ভর্তা, ডাল।
[ ০ থেকে ৩ বছরের বাচ্চাদের ক্ষেত্রে ফ্রি ৩ থেকে ১০ বছরের বাচ্চাদের ইভেন্ট ফি আলোচনা সাপেক্ষে ]
>> সম্ভাব্য ভ্রমণ বর্ণনা ১৭ সেপ্টেম্বর রোজ শুক্রবার রাত ১১ঃ০০ টায় বাসে করে সিলেট এর উদ্দেশ্যে যাত্রা।
> ১৮ সেপ্টেম্বর রোজ শনিবার সকালে সিলেট নেমে খুব দ্রুত সকালের নাস্তা করে সবাই চলে যাবো চায়ের দেশের চা বাগানে। সেখানে মিশে যাবো চা বাগানের সবুজ প্রকৃতির সাথে তারপর সেখানে ফটোশুট করে ঘোরাঘুরি করে চলে যাব রাতারগুল সোয়াম্প ফরেস্ট। সেখানে ঘুরাঘুরি করে আনন্দ উল্লাস করে দুপুরের খাবার খেয়ে আমরা চলে যাবো বাংলার কাশ্মীর ভোলাগঞ্জ সাদা পাথর। সেখানে গিয়ে মেঘালয় থেকে বেয়ে আসা স্বচ্ছ পানিতে ঝাপাঝাপি করে সন্ধ্যায় সেখান থেকে চলে যাবো হযরত শাহ জালাল রহঃ এর মাজার জিয়ারত করতে। মাজারে যে যার মতো ঘুরাঘুরি করে রাতের খাবার খেয়ে রওনা দিব ঢাকার উদ্দেশ্যে।
> ইনশাআল্লাহ ১৯ সেপ্টেম্বর খুব সকালে আমরা সবাই ঢাকা থাকবো।
#ছেলে_মেয়ে_কাপল_ফ্যামিলি সহ সকল ধরণের মানুষ অংশগ্রহণ করতে পারবেন *
কনফার্মেশন সিস্টেমঃ
মৌখিক কনফার্মেশন কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়, আসন কনফার্ম করার জন্য অবশ্যই আপনাকে ১০০০/-(এক হাজার টাকা) অগ্রিম প্রদান করে আসন কনফার্ম করতে হবে।(অফেরতযোগ্য)
যেভাবে বুকিং দিবেনঃ
# বিকাশঃ 01674177527 (পার্সোনাল)
# নগদঃ 01674177527 (পার্সোনাল)
# রকেটঃ 01674177527 (পার্সোনাল)
বিঃদ্রঃ বিকাশ/নগদ/রকেট এর মাধ্যমে বুকিং দিলে অবশ্যই চার্জ সহ প্রদান করতে হবে।
# অথবা হোস্টের সঙ্গে দেখা করেও টাকা জমা দিতে পারেন
# অবশিষ্ট টাকা গাড়ি ছাড়ার সময় দিতে হবে।
বিঃদ্রঃ বুকিং মানি অফেরতযোগ্য।
#ট্যুর_চলাকালীন_সময়ে_যা_যা_মেনে_চলতে_হবে :
# এটি একটি গ্রুপ ট্যুর,অন্য কেউ কষ্ট পাবে এমন কোন আচরণ গ্রহণযোগ্য নয়।
# সর্বোপরি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে, ভ্রমণের সময়ে যেকোন ধরনের সমস্যার সম্মুখীন হতেই পারে,সেটা সমাধান করার জন্য ধৈর্য্য ধরে অপেক্ষা করার মতো মানসিকতা থাকা জরুরী।
# অবাঞ্চনীয় ঘ্যানর ঘ্যানর প্যানর প্যানর করার অভ্যাস থাকলে অনুগ্রহ পূর্বক ট্যুরটি এড়িয়ে চলুন।
# অনুগ্রহ পূর্বক দলের বাকি সদস্যের দিকে নজর রাখবেন,অন্যের বিপদে এগিয়ে আসা মানব ধর্ম।
# মেয়েদের নিয়ে কোনো খারাপ কমেন্টস অথবা ইভটিজিং করা যাবেনা।
# কোন ধরনের মাদকদ্রব্য সেবন বা সাথে নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
# ট্যুরের রুলস এবং রেগুলেশন বিরোধী কোনো কর্মকাণ্ড করলে আপনি গ্রুপ থেকে ব্যান হয়ে যাবেন, সেক্ষেত্রে ট্যুর কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
# পরিস্থিতির উপর নির্ভর করে যেকোন সিদ্ধান্ত সবার সাথে আলোচনা সাপেক্ষে নেওয়া হবে এবং সেক্ষেত্রে এডমিনের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গন্য হবে।
# বাসের সিট প্লান নিয়ে কোনো তর্ক করা যাবেনা,এটা আগে বুকিং ভিত্তিতে বন্টন করা হবে।
# হস্পিলিটি এবং নিরাপত্তার জন্য মেয়েদের সামনের দিকে আসন বরাদ্দ থাকবে।
# গ্রুপের কোন সঙ্গীর সাথে কোন সমস্যা হলে তা হোস্টের সঙ্গে কথা বলুন।
# দয়া করে অপচনশীল দ্রব্যাদি নির্দিষ্ট স্থানে ফেলবেন অর্থাৎ প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন কিছু করা যাবে না।
# কাপড়-চোপড় যত কম নেওয়া যায়,লাগেজ/ব্যাগ বেশি ভারী করবেন না,নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া এক্সট্রা তেমন কিছুই নেওয়ার দরকার নেই।
# তোয়ালে/গামছা এবং ভেজা কাপড় রাখার জন্য অবশ্যই মনে করে পলিথিন নিবেন।
# পাওয়ার ব্যাংক/ক্যামেরা নিলে অবশ্যই ফুল চার্জ দিয়ে নিবেন।
# বৃষ্টির হাত থেকে মোবাইল/ক্যামেরা/ব্যাগ রক্ষা করার জন্য প্রটেক্টর বা বড় পলিথিন নিবেন,চাইলে রেইন কোট নিতে পারেন।
# সঙ্গে পানির পট, মাথার টুপি, সানগ্লাস নিবেন।
# টিম লিডারের সকল সিদ্ধান্ত মেনে নিতে হবে।
#বিঃদ্রঃ বুকিং এর শেষ দিনঃ ১৫ সেপ্টেম্বর ২০২১ইং।(আসন থাকা পর্যন্ত)
# বুকিং অথবা যে কোন প্রয়োজনে এডমিনের সঙ্গে কথা বলুনঃ
ওমর ফারুক : 01674177527
নূর হোসাঈ হীরা : 0 1683-384614
Green World Tours & Travels এর সঙ্গে আপনার ভ্রমণ হোক সুন্দর ও আনন্দদায়ক।
বিঃদ্রঃ যেকোন সময় যেকোন পরিস্থিতিতে বাসের আসন ও ট্যুর প্ল্যান, এমনকি ট্যুর ডেট পরিবর্তন করার ক্ষমতা শুধুমাত্র উক্ত ট্যুর কমিটির হাতে অর্পিত থাকবে।