Visa Narayanganj

Visa Narayanganj All people

আলহামদুলিল্লাহ,  আমার এজেন্সি থেকে আরো একজন কে, মেডিক্যাল ভিসা ফাইল প্রোসেসিং করালাম - মেডিক্যাল ভিসার জন্য মেডিকেল ভিসা...
24/06/2022

আলহামদুলিল্লাহ, আমার এজেন্সি থেকে আরো একজন কে, মেডিক্যাল ভিসা ফাইল প্রোসেসিং করালাম - মেডিক্যাল ভিসার জন্য মেডিকেল ভিসা ইনভাইটেশন লেটার আসছে, নারায়াণ হেলথ - হাসপাতাল থেকে।

মেডিকেল ভিসার জন্য যোগাযোগ করুন Call or WhatsApp - 01911769018

মেহেদী - নারায়ণগঞ্জ - চাষাঢ়া

মধ্যবিত্ত পরিবার মরে গেছে। ১। চাউল 1 বস্তা = 2500/-২। তৈল 5 লিটার = 1000/-৩। গ্যাস               = 1400/-৪। তরকারী      ...
08/06/2022

মধ্যবিত্ত পরিবার মরে গেছে।

১। চাউল 1 বস্তা = 2500/-
২। তৈল 5 লিটার = 1000/-
৩। গ্যাস = 1400/-
৪। তরকারী =2000/-
৫। মাছ =2000/-
৬।ঔষধ+ডাক্তার = 2500/-
৭।প্রসাধনী = 1000/-
৮।মুদিবাজার =2000/-
৮। বিদ্যুৎ বিল = 600/-
৯।মোবাইল খরচ = 500/-
-------------------------------------------------
সর্বমোট = 15,500টাকা।
গোশত বাদই দিলাম,ধরে নিলাম খাওয়ার তৌফিকই নাই। তারপর হাত খরচ আছে,কোন আত্মীয় স্বজনরা আসলে মেহমানদারী করা এবং আত্মীয় স্বজনদের দাওয়াতে যাওয়া,কাপড় চোপড় কেনা এসব কিছু ই বাদ।

ভিক্ষাই জাতির মেরুদণ্ড, আয় আছে ব্যায় নেই।

সুখবর - ভারতের চেন্নাইয়ের কার্ডিওলজি ( হার্টের - মেডিসিন সহ)  অন্যান্য ডাক্তার এপোয়েন্টমেন্ট নিতে পারবেন এখন নারায়ণগঞ্জ ...
06/06/2022

সুখবর - ভারতের চেন্নাইয়ের কার্ডিওলজি ( হার্টের - মেডিসিন সহ) অন্যান্য ডাক্তার এপোয়েন্টমেন্ট নিতে পারবেন এখন নারায়ণগঞ্জ থেকে মোবাইলে ভিডিও কলে সরাসরি চিকিৎসা নিতে পারবেন।

Call or WhatsApp 01911769018

( Mehedi Narayanganj )

01/06/2022
দৃষ্টি আকর্ষণ করছি সাইনবোর্ড থেকে চাষাড়া আসার পথে অটোথে প্রয়োজনীয় কিছু জিনিস  সাদা খামে ফেলে রেখে চলে এসেছি যদি কোন স...
31/05/2022

দৃষ্টি আকর্ষণ করছি সাইনবোর্ড থেকে চাষাড়া আসার পথে অটোথে প্রয়োজনীয় কিছু জিনিস সাদা খামে ফেলে রেখে চলে এসেছি যদি কোন সহৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন কিংবা জানেন তাহলে দয়া করে এই নাম্বারে ০১৭৩৪৭৩২৬৬৬

‘মিতালী এক্সপ্রেস’ ট্রেনের কিছু তথ্য ‘মিতালী এক্সপ্রেস’ ট্রেনটি ঢাকা-নিউ জলপাইগুড়ির মধ্যে চলবে সপ্তাহের চার দিন।নিউ জলপা...
31/05/2022

‘মিতালী এক্সপ্রেস’ ট্রেনের কিছু তথ্য
‘মিতালী এক্সপ্রেস’ ট্রেনটি ঢাকা-নিউ জলপাইগুড়ির মধ্যে চলবে সপ্তাহের চার দিন।
নিউ জলপাইগুড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে রবিবার ও বুধবার।
ভারতীয় সময় সকাল ১১:৪৫ নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনে পৌছাবে রাত ১০:৩০ মিনিটে।
ঢাকা থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে ছাড়বে সোমবার ও বৃহস্পতিবার।
রাত ৯টা ৫০ মিনিটে ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনে ছেড়ে চিলাহাটি সীমান্ত স্টেশনে পৌঁছাবে ভোর ৫টা ৪৫ মিনিটে। সেখানে আধা ঘণ্টা বিরতির পর সকাল ৬টা ১৫ মিনিটে ছেড়ে ভারতীয় সময় সকাল ছয়টায় হলদিবাড়ী ও সকাল সোয়া ৭টায় নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাবে ট্রেনটি।
এই ট্রেনে তিন ক্যাটাগরির আসন আছে। এসি বার্থের ভাড়া ৫ হাজার ২৫৫ টাকা, এসি সিটের ভাড়া ৩ হাজার ৪২০ টাকা এবং এসি চেয়ারের ভাড়া ২ হাজার ৭৮০ টাকা (৫০০ টাকা ট্রাভেল ট্যাক্সসহ)। ৫ বছর বয়স পর্যন্ত যাত্রীদের অর্ধেক ভাড়া পরিশোধ করতে হবে। ডলারের মূল্যমানে ভাড়া নির্ধারণ করা হয়েছে। ছয় মাস পর ডলারের মূল্যমান নির্ধারণ করে ভাড়ার পরিবর্তন হতে পারে। পথটি দিয়ে চলাচল করা ট্রেনটির আয় থেকে ৮০ শতাংশ বাংলাদেশ এবং ২০ শতাংশ পাবে ভারতীয় রেলওয়ে।
টিকিট সংগ্রহ করা যাবে চট্টগ্রাম ও ঢাকা স্টেশন থেকে।
আপাতত চিলাহাটি স্টেশনে টিকিট বিক্রি এবং আসন বরাদ্দের কোন নির্দেশনা নাই। সীমান্ত স্টেশন হওয়ায় ট্রেনটি এসে দাঁড়াবে এবং প্রয়োজনীয় কাজ শেষে ছেড়ে যাবে।

31/05/2022
বড়দের মতো শিশুদের জন্য পুষ্টিকর খাবার একই হলেও সব খাবার দেহে একই কাজ করে না।call for medical visa - 01911769018    whats...
30/05/2022

বড়দের মতো শিশুদের জন্য পুষ্টিকর খাবার একই হলেও সব খাবার দেহে একই কাজ করে না।

call for medical visa - 01911769018 whatsapp Mehedi

ভারতের শিশু বিকাশ ও অভিভাবকত্ব বিশেষজ্ঞ ডা. কৃতি ইসরানি ‘হেইল অ্যান্ড হার্টি কিডস’য়ের প্রতিষ্ঠাতা ফেমিনা ডটইন’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “অনেক খাবার বড়দের জন্য স্বাভাবিক বা কম ক্ষতিকর হলেও শিশুদের জন্য তা অপেক্ষাকৃত বেশি ক্ষতিকর হতে পারে।

শিশুর খাবার তালিকা থেকে বাদ দেওয়া উচিত এমন কয়েকটি খাবার সম্পর্কে জানান এই পুষ্টিবিদ।

চিনি

চিনি যে কোনোভাবেই দেহের জন্য ক্ষতিকর। এটা ইন্সুলিন এবং কোলেস্টেরলের মাত্রা সবচেয়ে বেশি বৃদ্ধি ঘটায়। চিনি মস্তিষ্কে কোকেনের মতো প্রভাব ফেলে।

এটি রাসায়নিক পদার্থ- ওপিওডস এবং ডোপামিন নিঃসরণে কাজ করে। ফলে হেরোইন বা কোকেনের মতো পদার্থ গ্রহণের মতো চিনিও মস্তিষ্ককে আসক্ত করে ফেলে।

পরে এর অনুপস্থিতি মেজাজ, রাগ, উদ্বেগ ও বিষণ্ণতা সৃষ্টি করতে পারে।

ক্যাফেইন

এর মধ্যে রয়েছে চকোলেট এবং ক্যাফিনযুক্ত কার্বনেইটেড বা কোমল পানীয়।

শিশুর মস্তিষ্ক একজন প্রাপ্তবয়স্কের মস্তিষ্কের চেয়ে বেশি ক্যাফেইনে প্রভাবিত হয়। যা অনিদ্রা, মাথাব্যথা, পেট খারাপ এবং হৃদস্পন্দন বৃদ্ধির কারণ হতে পারে।

এটি গ্রহণের পরে নানান লক্ষণ যেমন- মুড সুইং বা মেজাজের পরিবর্তন হতে পারে। মিষ্টি ক্যাফেইনযুক্ত পানীয় শিশুর পরিপাকতন্ত্রের ওপর প্রভাব ফেলে।

হঠাৎ করে ইন্সুলিনের মাত্রা বেড়ে যাওয়া, তারপরে দেহে শর্করা কমে যাওয়া বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। আর তা শিশুদের অতিরিক্ত ওজনের কারণও হতে পারে।

প্রক্রিয়াজাত শস্য

পরিশোধিত শস্য- প্রক্রিয়াজাত করা হয় এবং খুব দ্রুত হজম হয়। যার ফলে রক্তে শর্করা এবং ক্ষুধা দ্রুত বৃদ্ধি পায়।

ফলে ক্ষুধার কারণে হওয়া রাগ, খিটখিটে মেজাজ এমনকি হতাশাও বাড়াতে পারে।

এছাড়াও, পরিশোধিত শস্য এবং চিনি রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে, শিশুদের রোগের প্রতি আরও সংবেদনশীল করে তোলে। ফলে তারা উদ্বিগ্ন, রাগান্বিত এবং বিরক্ত বোধ করে।

পূর্ণ ননিযুক্ত দুধের তৈরি খাবার

এই ধরনের দুগ্ধজাত খাবারে প্রোটিন ‘কেসিন’ থাকে, যা হজম করা কঠিন। এগুলো খাওয়ার পর অ্যান্টিবডি তৈরি করে যা প্রদাহের সৃষ্টি করে, ফলে শিশুরা খিটখিটে, আক্রমণাত্মক বা উত্তেজিত হয়ে যায়।

শিশুর ‘ল্যাকটোজ’ অসহিষ্ণুতা বা দুগ্ধজাত প্রোটিনের প্রতি অ্যালার্জি থাকলে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে।

অ্যালার্জি না থাকলেও অনেকক্ষেত্রে এসব খাবার সংবেদনশীলতা সৃষ্টি করে ও স্নায়ুতন্ত্রের ওপর প্রভাব রাখে।

মসলাদার খাবার

সাধারণভাবে, মসলাদার, ঝাল বা ‘হট’ খাবার তাপ উৎপন্ন করে।

দেহযন্ত্র অতিরিক্ত তাপ উৎপাদন করলে মনের ওপরেও প্রভাব রাখে। যেমন- রাগ বা হাতাশা উদ্বেগ তৈরি হয়।

আয়ুর্বেদ অনুসারে, শিশুর মাঝে রাগ বা উত্তেজনা বেশি দেখা দিলে মসলাদার খাবার বাদ দিয়ে শীতল খাবার দিতে হবে। হতে পারে তা কম মসলার খাবার কিংবা খাবারে যোগ করা যেতে পারে নারিকেল বা অ্যালো ভেরা।

Call for medical visa invitation latter 01911769018 call or WhatsApp number
30/05/2022

Call for medical visa invitation latter
01911769018 call or WhatsApp number

সম্প্রতি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক প্রজ্ঞাপনে টোল হার নির্ধারণ করা হয়।এতে বলা হয়, নারায়ণগঞ্জ সড়ক বিভাগের অধীন বন্দ...
29/05/2022

সম্প্রতি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক প্রজ্ঞাপনে টোল হার নির্ধারণ করা হয়।

এতে বলা হয়, নারায়ণগঞ্জ সড়ক বিভাগের অধীন বন্দর উপজেলায় তৃতীয় শীতলক্ষ্যা সেতু ব্যবহারকারী যানবাহন হতে টোল আদায়ে ‘টোল নীতিমালা ২০১৪’ অনুযায়ী বিভিন্ন শ্রেণির যানবাহন চলাচলের জন্য টোল হার নির্ধারণ করা হলো।

টোল হার অনুযায়ী, ট্রেলারে ৬২৫ টাকা, হেভি ট্রাকে ৫০০ টাকা, মাঝারি ট্রাকে ২৫০ টাকা, বড় বাস ২২৫ টাকা, মিনি ট্রাক ১৯০ টাকা, কৃষিকাজে ব্যবহৃত গাড়িতে ১৫০ টাকা, মিনিবাসে ১২৫ টাকা, মাইক্রোবাসে ১০০ টাকা, ফোর হুইল চালিত যানবাহনে ১০০ টাকা, ৩/৪ চাকার মোটরাইজড যানে ২৫ টাকা, মোটরসাইকেলে ১৫ টাকা, রিক্সাভ্যান/রিক্সা/সাইকেল/ঠেলাগাড়িতে পাঁচ টাকা টোল দিতে হবে।

27/05/2022
ইয়ামথাং ভ্যালীতে দুচারজনের সাথে আলাপ করে জানা গেছে বাংলাদেশী কয়েকজন পর্যটক আধার কার্ড জাল করে ভারতীয় সেজে সিকিমে বিদেশি ...
10/05/2022

ইয়ামথাং ভ্যালীতে দুচারজনের সাথে আলাপ করে জানা গেছে বাংলাদেশী কয়েকজন পর্যটক আধার কার্ড জাল করে ভারতীয় সেজে সিকিমে বিদেশি নাগরিকদের জন্য নিষিদ্ধ এমন কিছু জায়গা ঘুরে এসে সেসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে ভারতীয় সেনাবাহিনীর নজরে আসে।

এছাড়া কয়েকজন বাংলাদেশী লাচুংয়ের মাউন্ট কাটাওয়ে উঠে সেখানে বাংলাদেশের পতাকা উড়িয়ে সে ছবি তুলে ইনস্টাগ্রামে শেয়ার করেন। এসমস্ত কারণে সেখানকার সেনাবাহিনী বাংলাদেশীদের জন্য সংরক্ষিত স্থানে যাওয়ার ব্যপারে আরো কড়াকড়ি আরোপ করে।

কোন ড্রাইভার এ নিয়ম ভংগ করলে তার গাড়িও সিজ করা হবে জানা গেছে। ফলে ঈদের ছুটিতে যারা সিকিম বেড়াতে এসেছেন তাদের কেউ বরফের দেখা পেতে জিরো পয়েন্ট যেতে পারেননি। দূর থেকে তুষারাবৃত পর্বতমালা ইয়ামথাং ভ্যালী দেখে ফিরে আসতে হয়েছে।

ভারতীয় নাগরিক যারা জিরো পয়েন্ট যেতে চাইছেন তাদেরকে আধার কার্ডের পাশাপাশি ভোটার আইডি কার্ড/ড্রাইভার লাইসেন্স/জন্ম নিবন্ধন সার্টিফিকেট দেখাতে হচ্ছে।

 ইন্ডিয়া যাওয়ার জন্য টাকা বহনের ব্যপারে সবার কম বেশ কনফিউশান কাজ করে যে কি পরিমাণ টাকা নিতে পারবেন, ব্যবসায়ীক কাজে আমার...
09/05/2022


ইন্ডিয়া যাওয়ার জন্য টাকা বহনের ব্যপারে সবার কম বেশ কনফিউশান কাজ করে যে কি পরিমাণ টাকা নিতে পারবেন, ব্যবসায়ীক কাজে আমার অনেকবার ইন্ডিয়া যাওয়া হয়েছে, সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি আপনাদের আপনাদের কিছু ইনফরমেশন দিতে পারি

#বাংলাদেশ ইমিগ্রেশন শেষ করে ইন্ডিয়াতে ঢোকার সময়ই গেটে বড় করে লেখা থাকে যে 5000 ডলার বা তার সমপরিমাণ অর্থ সঠিক চালান নিয়ে প্রবেশ করতে পারবেন কোনো ঘোষণা ছাড়াই,

আপনি যদি বাংলা টাকা নেন কোন প্রকার ঘোষণা ছাড়াই আপনি 5000 ডলার এর সমপরিমাণ টাকা নিতে পারবেন,
আর চালানটি মূলত হচ্ছে ডলার যে আপনি ক্রয় করলেন অথবা যে পরিমাণ বৈদেশিক মুদ্রা ডলার আপনি ক্রয় করলেন তার একটা চালান

ইন্ডিয়ান বর্ডার এর যখন আপনি প্রবেশ করবেন ইন্ডিয়ান কাস্টমস আপনার কাছে জিজ্ঞেস করবে যে কতটা কাছের সাথে সে ক্ষেত্রে আপনি যদি বেশি বলেন তার আপনার কাছে অনেক টাকা চাইবে আর তাদের এই চাওয়াটা অযৌক্তিক,

আমি যখনই ভারতের ট্রাভেল করেছি আমার সাথে দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকার মতন ছিল বাট আমি কখনো তাদেরকে বলিনি যে আমার কাছে 10 হাজার টাকার বেশি আছে কারণ আগের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে তারা যখনই করে 100 টাকা দেড়শ টাকা 200 টাকা চাইবে

আর তারা যদি জানতে পারে আপনার কাছে লাখ লাখ টাকা আছে সে ক্ষেত্রে পাচ হাজার দশ হাজার টাকা চাইবে
তারা আপনার টাকা দেখতেও চাইবে না আপনার কাছে আপনাকে চেক করতেও চাইবে না যে আপনার কাছে কত টাকা আছে আপনি যা বলবেন তাই বিশ্বাস করবে 100 টাকা দিয়ে আসলেই যথেষ্ট

টাকা ভাঙ্গানোর ক্ষেত্রে সবচেয়ে ভালো রেট পাবেন আপনি কলকাতায়,

আপনি যদি টাকা বহন করতে ভয় পান, ভারতের মানি এক্সচেঞ্জের অনেক এজেন্ট বাংলাদেশি থাকে তাদের কাছে টাকা জমা দিয়ে আপনি ওই জায়গায় টাকা তুলে নিতে পারবেন আপনি এক্সচেঞ্জ রেট ও খুব ভাল পাবেন,আশা করি আপনাদের উপকারে আসবে

আজ এক বছরের মাল্টিপল ভিসা পেল।  টুরিস্ট ভিসা ও মেডিক্যাল ভিসার জন্য যোগাযোগ করুন দ্রুত 01911769018 call or WhatsApp  (মে...
09/05/2022

আজ এক বছরের মাল্টিপল ভিসা পেল। টুরিস্ট ভিসা ও মেডিক্যাল ভিসার জন্য যোগাযোগ করুন দ্রুত

01911769018 call or WhatsApp (মেহেদী)

আজকের ডেলিভারি  লিস্ট।Call or WhatsApp for Visa 01911769018ম্যাসেজ না আসলে পাসপোর্ট কালেক্ট করতে যাবেন না।শনিবার ও রবিবা...
29/04/2022

আজকের ডেলিভারি লিস্ট।
Call or WhatsApp for Visa 01911769018
ম্যাসেজ না আসলে পাসপোর্ট কালেক্ট করতে যাবেন না।
শনিবার ও রবিবার ৩.০০ থেকে ৮.০০ টা পাসপোর্ট ডেলিভারি দিবে।
২ ও ৩ মে ঈদের বন্ধ।

সব রুট বা পথেই এখন ভিসা পাবেন, ভারত ভ্রমণের জন্য 01911769018 call or WhatsApp মেহেদী
29/04/2022

সব রুট বা পথেই এখন ভিসা পাবেন, ভারত ভ্রমণের জন্য
01911769018 call or WhatsApp মেহেদী

28/04/2022

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ঈদের ছুটির পরপরই ভারত ও বাংলাদেশের সব রুটে পুনরায় বাস ও রেল যোগাযোগ .....

ইদের পরে অনেকেই টুরিস্ট ভিসায় ভারতের বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন। অনেকেই প্রথমবার যাবেন তাই হালকা কিছু ইনফরমেশন শেয়ার করল...
28/04/2022

ইদের পরে অনেকেই টুরিস্ট ভিসায় ভারতের বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন।
অনেকেই প্রথমবার যাবেন তাই হালকা কিছু ইনফরমেশন শেয়ার করলাম যাতে করে আপনার ট্যুর একটু হলেও বেটার হয়।

call for or
01911769018 call or WhatsApp number
#মেহেদী নারায়ণগঞ্জ - চাষাঢ়া

ইমিগ্রেশনঃ

ভারত যেতে হলে প্রথমে আমাদের ইমিগ্রেশন ক্রস করতে হবে। মোটামুটি সব ইমিগ্রেশন এ ভীড় থাকবে হিউজ। তাই যে যেই বর্ডার দিয়েই ভারতে প্রবেশ করুন না কেনো দয়া করে সকাল ৬ টার আগেই ইমিগ্রেশন এর সামনে চলে আসবেন। আরো আগে পৌছালে ইমিগ্রেশনের সামনেই থাকবেন। কারণ বেলা বাড়ার সাথে সাথে ইমিগ্রেশন এর সামনে উপচে পড়া লাইন থাকবে। বিশেষ করে বেনাপোল দিয়ে কলকাতা সহ বিভিন্ন জায়গায় যাবেন তাদের প্রচুর ভোগান্তি পোহাতে হবে।

ট্রাভেল ট্যাক্সঃ

ভারতে প্রবেশের প্রথম শর্ত হলো ট্রাভেল ট্যাক্স বা ভ্রমণ কর।
সোনালি ব্যাংকের প্রায় সব শাখায় ট্রাভেল ট্যাক্স দেয়া যায়। সব বর্ডারের টা দেয়া যায় না মেবি। তাই যদি সম্ভব হয় আগেই ট্রাভেল ট্যাক্স টা দিয়ে ফেলুন। এতে করে আপনার না হয়েও ১ ঘন্টা সেইভ হবে ( লাইনে দাঁড়ানো থেকে বেচে যাবেন। )

টিকেট এর ক্ষেত্রেঃ

এবার আসি টিকেট এর ক্ষেত্রে। প্রথমত বেনাপোল ব্যাতিত অন্য বর্ডারের ক্ষেত্রে বর্ডার পর্যন্ত আসতে ঝামেলা সেই ভাবে হবে না কিন্তু বেনাপোল এ আসতে ভালোই ভোগান্তি তে পড়তে হবে।

তাই যথাসম্ভব রাতের শুরুর বাস গুলো ধরুন কারণ ঘাটের অবস্থা বলা যায় না। ইদে ফেরার যাত্রীচাপ বিপরিত ঘাটে থাকবে তাই হালকা লেট হতে পারে।

সম্ভব হলে বেনাপোল এক্সপ্রেসে করে বেনাপোল আসবেন। এতে করে ভোগান্তি কম হবে।

আর বেনাপোল দিয়ে ক্রস করে ওপাশে গিয়ে বাস পরিহার করবেন। ফ্যামিলির ৪/৫ জন থাকলে আরামসে ক্যাব বুক করে চলে যেতে পারবেন। নতুবা বনগাঁ এসে ট্রেনে করে কলকাতা যেতে পারবেন।

আমার মতে ট্রেন টাই বেটার। খরচ ও কম এবং বাসের থেকে দ্রুত যাওয়া সম্ভব।

ভারতে পৌছেই যা করবেন নাঃ

প্রথমবার যারা ভারত যাবেন ভারতের ইমিগ্রেশন ক্রস করেই কিন্তু বিভিন্ন দালালের খপ্পরে পড়বেন। পাসপোর্ট হাতে রাখবেন না। ( রাখলে কৌশলে সে সেটা নিয়ে তার দোকানে নিয়ে যাবে )

রুপি করতে চাইলে কয়েক দোকানে আস্ক করুন রেট কত। হালকা দামাদামি করুন। ডলার রেট মেবি মারকুইজ স্ট্রিটে ভালো পাওয়া যাচ্ছে এখন।

এবার আসি সিম কার্ডের ব্যাপারে। ভারতে ঢুকেই আমরা সিম কার্ড কিনি ৩০০-৫০০ টাকা দিয়ে। এটা করবেন না। ভারত এর প্রায় হাফ কিলো পর্যন্ত বাংলাদেশের নেটওয়ার্ক থাকে তাই ভারতে প্রবেশ করেই বাড়িতে জানিয়ে দিন আপনি পৌছে গেছেন। চিন্তা না করতে, পরে হোটেলে গিয়ে আবার যোগাযোগ করবেন।

সিম মারকুইজ স্ট্রিটে গিয়ে কিনতে পারবেন ১০০ টাকা দিয়ে। বাদ বাকি যেই কয়দিন থাকবেন তার হিসাব করে প্যাক কিনে নিবেন।

থাকার জন্য হোটেল বাছাইঃ

যেহেতু প্রচুর মানুষ ভারতে যাবে তাই আগে থেকে হোটেল বুকড করাই বেটার। সেক্ষেত্রে বুকিং ডট কম সহ বিভিন্ন সাইট থেকে হোটেল বুকড করতে পারেন বিনা এডভান্স এ। এক্ষেত্রে আপনার থাকার জায়গার চিন্তা কমে গেলো। এসে দামাদামি করে আরো কমে পেলে উঠে যাবেন নতুবা বুকড করা তো আছেই।

যদি কলকাতা যেতে চান তাহলে মিউনিসিপালিটি অফিসের পাশে মান্নাত প্লাজায় ২ টা হোটেল আছে ভাড়া কম। একদম নিউ মার্কেট ঘেসে।

আর সস্তায় থাকতে চাইলে চলে যাবেন মারকুইজ স্ট্রিটে। অনেক হোটেল আছে। দামাদামি করে নিবেন। নরমালি ৫০০ থেকেই ভাড়া শুরু। আরেকটু ভিতরে গেলে পার্ক স্ট্রিট, কলিন লেন ( মুসলিম লেন ) সহ আরো কিছু জায়গা আছে দেখে শুনে উঠতে পারবেন।

কলকাতা থেকে অন্য রাজ্যে যেতেঃ

ভারতে ৪ মাস অর্থাৎ ১২০ দিন আগে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি করে। তাই ২ মাস আগেও অনেক ট্রেনের টিকেট পাওয়া যায় না। সুতরাং যারা অন্য রাজ্য যাবেন তারা আগে থেকেই টিকেট কনফার্ম করে আসুন। আপনার আশেপাশে বিভিন্ন এজেন্ট টিকেট কাটতে সহায়তা করবে।

আর নিজে ফরেইন কোটা য় কাটতে চাইলে ভারত প্রবেশ করে সোজা চলে যাবেন ফেয়ারলি প্যালেস এ। ওখান এ ফরেইনার দের জন্য টিকেট দেয়া হয়। যদিওবা সেটা সীমিত কয়েকটা সিট।

কারো যদি আরো কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।

Address

নারায়ণগঞ্জ/চাষাঢ়া/সমবায় মার্কেটের পর/লুতফা টাওয়ারের গল্লী/খন্দকার ট্রেন্ডজ
Narayanganj
1400

Opening Hours

Monday 11:00 - 20:00
Tuesday 11:00 - 20:00
Wednesday 11:00 - 20:00
Thursday 11:00 - 20:00
Friday 12:00 - 20:00
Saturday 11:00 - 20:00
Sunday 11:00 - 20:00

Telephone

+8801911769018

Website

Alerts

Be the first to know and let us send you an email when Visa Narayanganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Visa Narayanganj:

Share

Category