Noor Tourism

Noor Tourism Air Ticketing, Hotel Booking, Visa Processing...
(3)

অফিসিয়াল নোটিশ চলে এসেছে  📣📣📣📣আগামী ১লা নভেম্বর হতে  #সুন্দরবন_এক্সপ্রেস পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা-খুলনা আর২রা নভেম্বর হ...
25/10/2023

অফিসিয়াল নোটিশ চলে এসেছে 📣📣📣📣
আগামী ১লা নভেম্বর হতে #সুন্দরবন_এক্সপ্রেস পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা-খুলনা
আর
২রা নভেম্বর হতে #বেনাপোল_এক্সপ্রেস পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা-বেনাপোল চলাচল শুরু করবে।।।
অভিনন্দন খুলনা আর বেনাপোল বাসীকে 💐💐.

যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়ার কলকাতায় বেড়াতে যান তাদের জন্য কলকাতার দর্শনীয় স্থান সমুহ নিচে দেয়া:১. হাওড়া ব্রীজ, হাওরা ২....
18/10/2023

যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়ার কলকাতায় বেড়াতে যান তাদের জন্য কলকাতার দর্শনীয় স্থান সমুহ নিচে দেয়া:
১. হাওড়া ব্রীজ, হাওরা
২. ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্ক
৩. সায়েন্স সিটি
৪. নিউমার্কেট এরিয়া, নিউ মার্কেট
৫. কফি হাউজ, নিউ টাউন
৬. ইকো পার্ক, নিউ টাউন
৭. ইন্ডিয়ান জাতীয় জাদুঘর, নিউ টাউন
৮. ইন্ডিয়ান মিউজিয়াম, নিউ মার্কেট
৯. জোড়া সাকো - রবীন্দ্রনাথের বাড়ি।
১০. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বড় বাজার।
১১. নাখোদা জামে মসজিদ, বড় বাজার।
১২. বিশ্ব বাংলা গেট রেস্টুরেন্ট, নিউ টাউন
১৩. রবীন্দ্র তীর্থ, বিশ্ব বাংলা গেট।
১৪. বড় বাজার পাইকারি মার্কেট।
১৫. ওয়েস্ট বেঙ্গল ফিল্ম সেন্টার
১৬. ইডেন গার্ডেন স্টেডিয়াম।
১৭. জেমস প্রিনসেপ ঘাট, স্ট্রান্ড রোড
১৮. মিলেনিয়াম পার্ক, স্ট্রান্ড রোড
১৯. সেন্ট পলস ক্যাথেড্রাল,
ধন্যবাদান্তে: Noor Toutism

16/09/2023
Our Thailand team
22/06/2023

Our Thailand team

আপনি কি ঝামেলাবিহীন ও নির্ভুল ভাবে ইন্ডিয়া ভিসা প্রসেস করতে চান ? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে…ভিসা প্রসেসিং সম্পর...
24/05/2023

আপনি কি ঝামেলাবিহীন ও নির্ভুল ভাবে ইন্ডিয়া ভিসা প্রসেস করতে চান ? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে…

ভিসা প্রসেসিং সম্পর্কিত তথ্য বিস্তারিত জানতে এখনই কল করুন নিম্নোক্ত নাম্বারেঃ 01711-529078

অফিস ঠিকানাঃ ৪র্থ তলা, সমবায় নিউ মার্কেট, চাষারা, নারায়ণগঞ্জ-১৪০০।

🇮🇳🇮🇳 🇮🇳 ভারত ভ্রমণ 🇮🇳🇮🇳🇮🇳 ভ্রমনের প্রধান শর্ত হল আপনার ভারতে প্রবেশের জন্য আপনার পাসপোর্টে ভিসা  থাকতে  হবে।  এখন ভিসা প...
05/05/2023

🇮🇳🇮🇳 🇮🇳 ভারত ভ্রমণ 🇮🇳🇮🇳🇮🇳
ভ্রমনের প্রধান শর্ত হল আপনার ভারতে প্রবেশের জন্য আপনার পাসপোর্টে ভিসা থাকতে হবে। এখন ভিসা পেতে হলে সঠিক পদ্ধতিতে ভিসার জন্য আবেদন করতে হবে ও প্রয়োজনীয় ডকুমেন্ট প্রদান করতে হবে। অন্যথায় ভারতীয় ভিসা পাওয়া যাবেন না।
.... অনেক সময় ভুল কিছু তথ্যের জন্য বা আবেদনে ভুল হলে আপনার পাসপোর্ট এ No Entry সীল মোহর ও লেগে যেতে পারে।

এ সকল সমস্যার সমাধান হল আপনাকে অবশ্যই অভিজ্ঞদের 👩🏿‍💻 🧑🏿‍💻 👨🏿‍💻 পরামর্শ নিয়ে ভিসার জন্য আবেদন করা। আমরা খুবই দক্ষতার সাথে ভারতীয়:-
ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য আপনার যা যা লাগবেঃ-
০১। পাসপোর্ট (সকল)।
০২। 2x2 ছবি ২ কপি।
০৩। জাতীয় পরিচয় পত্র অথবা জন্মনিবন্ধন।
০৪। ব্যাংক স্টেটমেন্ট।
০৫। ট্রেড লাইসেন্স অথবা যে কোম্পানিতে চাকরী
করেন সেই কোম্পানির ছুটির লেটার।
০৬। বিদ্যুৎ বিলের কপি বা মিটারের প্রিপেইড কার্ড।
০৭। লাস্ট ভিসার কপি(যদি থাকে)।



 #-Start a business with small investment in THAILAND,  live you &  your family as your 2nd home. #-ছোটোখাটো বিনিয়োগ করে...
03/05/2023

#-Start a business with small investment in THAILAND,
live you & your family as your 2nd home.
#-ছোটোখাটো বিনিয়োগ করে আপনার ব্যাবসা শুরু করুন এবং বাসবাস করুন আপনি আর আপনার পরিবার সেকেন্ড হোম হিসেবে !

Happy Labour Day 2023...
01/05/2023

Happy Labour Day 2023...

থাইল্যাণ্ডে কেন ইনভেস্ট করবেন? এক নজরে জেনে নিন থাইল্যাণ্ডে ইনভেস্টমেণ্টের সুযোগ সুবিধাঃ১। প্রোপার্টিতে ইনভেস্ট করলে আপন...
01/05/2023

থাইল্যাণ্ডে কেন ইনভেস্ট করবেন? এক নজরে জেনে নিন থাইল্যাণ্ডে ইনভেস্টমেণ্টের সুযোগ সুবিধাঃ

১। প্রোপার্টিতে ইনভেস্ট করলে আপনি পাবেন ২০ বছরের এলিট ভিসা।
২। আপনি আপনার নিজের নামে প্রোপার্টি কিনতে পারবেন।
৩। প্রোপার্টিতে আপনি নিজে থাকতে পারবেন অথবা রেন্ট দিতে পারবেন।
৪। এছাড়াও আপনি পাবেন আপনার প্রোপার্টি ইনিভেস্টমেণ্টের উপর ৬-৭% হারে ইণ্টারেস্ট এবং সাথে Buy Back Guaranty- মানে নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি ইণ্টারেস্টও পাবেন আবার তারপর আপনি যে দামে প্রোপার্টি কিনবেন সেই একই দামে বিক্রি করার গ্যারাণ্টি!
যোগাযোগঃ
+660819757160(WhatsApp) থাইল্যান্ড
+660819757049(WhatsApp) থাইল্যান্ড
+8801711529078(WhatsApp)

প্রাকৃতিক সৈান্দর্য সম্পদে ধনী দেশ থাইল্যান্ড-এর কিছু অপরুপ স্থান, যেখানে গেলে আপনার মন এমনিতেই ভালো হয়ে যায়... তাই, আপন...
27/04/2023

প্রাকৃতিক সৈান্দর্য সম্পদে ধনী দেশ থাইল্যান্ড-এর কিছু অপরুপ স্থান, যেখানে গেলে আপনার মন এমনিতেই ভালো হয়ে যায়...
তাই, আপনার পরিবার ও বন্ধু বান্ধব মিলে ঘুরে আসুন অপরুপ সৈান্দর্যের দেশ থাইল্যান্ড।
সার্বিক সহযোগীতার জন্য যোগাযোগঃ
+660819757160(WhatsApp) থাইল্যান্ড
+660819757049(WhatsApp) থাইল্যান্ড
+8801711529078(WhatsApp)

ঐতিহাসিক কালুরঘাট সেতু, বহদ্দারহাট, চট্টগ্রাম (যে সেতুতে ট্রেন,বাস,অটো একসাথে চলে)      ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধের সময...
26/04/2023

ঐতিহাসিক কালুরঘাট সেতু, বহদ্দারহাট, চট্টগ্রাম
(যে সেতুতে ট্রেন,বাস,অটো একসাথে চলে)

১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় বার্মা ফ্রন্টের সৈন্য পরিচালনা করতে গিয়ে বৃটিশ সরকার, কর্ণফুলীর নদীর উপর একটি সেতুর অভাব অনুভব করেছিল। পরবর্তী সময়ে যুদ্ধের প্রয়োজনে বা যুদ্ধের সম্ভাবনার কথা বিবেচনা করে একটি সেতু নির্মানের সিদ্ধান্ত গ্রহন করে, এবং সেই অনুযায়ী সেতুনির্মাণ প্রকল্পের কার্যক্রম শুরু করে। অর্থাৎ এক কথায় বলতে গেলে যুদ্ধাকালীন সময়ে ব্যবহারের জন্যে, ব্রিটিশ সৈন্যদের সুবিধার্থে এই সেতু নির্মাণ করা হয়েছিল। কিন্তু বৃটিশ সরকার কর্তৃক সেতু নির্মাণ করতে গিয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় স্থানীয় নৌকার মাঝিমাল্লা ও জেলে সম্প্রদায়ের লোকজন। যারা সাধারণ মানুষকে নৌকায় পারাপার করে এবং মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করত। তাদের ধারণা ছিল কর্ণফুলী নদীতে সেতু নির্মাণ হলে, তাদের জীবন জীবিকা নির্বাহ হুমকীর সম্মুখীন হবে। তৎকালীন সময়ে এতদঅঞ্চলে মাঝি ও জেলেদের নেতা ছিল ‘কালু’ মাঝি।

এলাকায় কুচকুচে কালো রঙের এই লোকটি অত্যন্ত সাহসী ও শক্তিশালী ছিল। ঐ সময় তার নেতৃত্বে স্থানীয় মাঝিমাল্লা জেলে সম্প্রদায়ের মানুষ সংঘটিত হয়। তাদের আন্দোলনের মুখে সেতু নির্মাণকারী কর্তৃপক্ষ তীব্র বিরোধীতার সম্মুখীন হয়। কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষ ব্রিটিশদের সাথে পেরে উঠা কি সম্ভব? আন্দোলন চলাকালীন সময়ে হঠাৎ একদিন জলদাস সম্প্রদায়ের এই কালুমাঝি নিখোঁজ হয়ে পড়ে। বেশ কিছুদিন পর কর্ণফুলী নদীর পূর্বাংশে, প্রস্তাবিত সেতু নির্মাণের জায়গাটিতে তার মৃত দেহ ভেসে উঠে। নেতার মৃত্যুতে আন্দোলন স্থিমিত হয়ে যায়। এরপর ‘ব্রæনিক অ্যান্ড কোম্পানি ব্রিজ বিল্ডার্স হাওড়া’ নামক প্রতিষ্ঠান কর্তৃক সেতু তৈরীর আনুষ্ঠানিকতা ও বিভিন্ন কার্যক্রম গ্রহন সহজ হয়। অতঃপর ১৯৩০ সালে বর্তমান সেতুটি নির্মাণ কাজ সমাপ্ত হয়, এবং একই বছর জুন মাসে এটি উদ্বোধন করা হয়। উল্লেখ্য নৌকা পারাপারে কালুমাঝি’র নিয়ন্ত্রিত সেই ঘাটটিতে, কালুর প্রভাব প্রতিপত্তির জন্যে, তার নামানুসারে পুরো এলাকাটি কালুরঘাট পরিচিতি পায় এবং কালক্রমে সেতুটির নামও কালুরঘাট (হালুরঘাডর ফোল) হয়ে যায়। একমুখী এই সেতুটিতে প্রথম ২৮ বছর পর্যন্ত রেল চলাচল করলেও ১৯৫৮ সাল থেকে সব ধরণের যান চলাচলের জন্যে উন্মুক্ত করা হয়। বর্তমানে এর বয়স ৯৩ বছর।

আমাদের অনেকের ছোটবেলার স্মৃতির সাথে এটি জড়িত। এটিই কর্ণফুলী নদীর উপর নির্মিত প্রথম সেতু । অনেক পরে দ্বিতীয় কর্ণফুলী সেতু তৈরি হলেও সৌদিয়া,এস আলম বা গ্রীনলাইনের বড় বাস গুলো যেতে পারতো না। তৃতীয় কর্ণফুলী সেতু তৈরি হওয়ার আগে পর্যন্ত দূরপাল্লার বাস সমূহের কক্সবাজার যাওয়ার একমাত্র মাধ্যম ছিল এই সেতু।

সংগ্রহঃ

নূর টুরিজম-এর পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদ-উল-ফিতর-এর প্রানঢালা শুভেচ্ছা।
21/04/2023

নূর টুরিজম-এর পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদ-উল-ফিতর-এর প্রানঢালা শুভেচ্ছা।

আমরা অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করতেছি যে শীঘ্রই শুরু করতেছি-থাইল্যান্ড ভিত্তিক সকল সেবা যেমনঃ # ভিজিটিং ট্যুর # মেডিকে...
15/04/2023

আমরা অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করতেছি যে
শীঘ্রই শুরু করতেছি-
থাইল্যান্ড ভিত্তিক সকল সেবা যেমনঃ
# ভিজিটিং ট্যুর
# মেডিকেল ট্যুর
# বিজনেছ ট্যুর
# নতুন কোম্পানি স্থাপন/Setup a new company.
ইত্যাদি সহ যাবতীয় কনসালটেন্সি/সহযোগিতা!
*.আপনার থাইল্যান্ড ভিত্তিক যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুনঃ
+8801711529078(WhatsApp)
+8801615111800(WhatsApp)
+660819757160(WhatsApp) থাইল্যান্ড
+660819757049(WhatsApp) থাইল্যান্ড

ঢাকা থেকে কক্সবাজার রেলপথে সবগুলো স্টেশনের নাম  এবং ঢাকা থেকে  দুরত্ব - ১) ঢাকা    ০০২) তেজগাঁও    ৬.৪৪৩) বনানী     ১০.৮...
11/04/2023

ঢাকা থেকে কক্সবাজার রেলপথে সবগুলো স্টেশনের নাম এবং ঢাকা থেকে দুরত্ব -
১) ঢাকা ০০
২) তেজগাঁও ৬.৪৪
৩) বনানী ১০.৮৬
৪) ঢাকা ক্যান্টনমেন্ট ১৩.২৭
৫) ঢাকা বিমানবন্দর ১৮.২৮
৬) টঙ্গী জংশন ২২.৯৩
৭) পুবাইল ৩১.৯৯
৮) নলছাটা বিলুপ্ত
৯) আড়িখোলা ৩৯.৬৩
১০) ঘোড়াশাল ফ্লাগ ৪৬.৮৭
১১) ঘোড়াশাল ৪৮.০৮
১২) জিনারদী ৫২.৫১
১৩) নরসিংদী ৫৭.৩৪
১৪) আমিরগঞ্জ ৬২.৫৭
১৫) খানাবাড়ী ৬৫.৭৯
১৬) হাঁটুভাঙা ৭০.২২
১৭) মেথিকান্দা ৭৩.৮৪
১৮) শ্রীনিধি ৭৭.৮৬
১৯) দৌলতকান্দি ৮৩.০৯
২০) ভৈরব বাজার জংশন ৮৭.১১
২১) আশুগঞ্জ ৯০.৩১
২২) তালশহর ৯৪.৭৩
২৩) ব্রাহ্মণবাড়িয়া ১০৩.৯৯
২৪) পাঘাচং ১১০.৮৩
২৫) ভাতশালা ১১৪.৮৫
২৬) আখাউড়া জংশন ১২০.০৮
২৭) গঙ্গাসাগর ১২৪.৫০
২৮) ইমামবাড়ী ১৩০.৫৪
২৯) কসবা ১৩৫.৩৭
৩০) মন্দাবাগ ১৪১.৮১
৩১) সালদানদী ১৪৩.৮২
৩২) শশীদল ১৪৭.৪৫
৩৩) রাজাপুর ১৫৩.৮৯
৩৪) সদর রসুলপুর ১৬১.১৩
৩৫) কুমিল্লা ১৬৭.৫৭
৩৬) ময়নামতি ১৭১.১৯
৩৭) লালমাই ১৭৯.৬৫
৩৮) আলিশ্বর ১৮৫.২৪
৩৯) লাকসাম জংশন ১৯১.১৯
৪০) নাওটি ১৯৮.৮৪
৪১) লাঙ্গল কোট ২০৪.৪৭
৪২) হাসানপুর ২০৯.৭০
৪৩) গুনবতি ২১৭.৭৫
৪৪) শর্শদী ২২২.৯৯
৪৫) ফেনি জংশন ২৩১.৪৪
৪৬) কালিদহ ২৩৬.২৭
৪৭) ফাজিলপুর ২৪১.৯০
৪৮) মুহুরীগঞ্জ ২৪৫.৫৩
৪৯) চিন কি আস্তানা ২৫১.৯৭
৫০) মাস্তান নগর ২৫৭.২০
৫১) মীরের সরাই ২৬২.৮৩
৫২) বারতাকিয়া ২৬৮.০৭
৫৩) নিজামপুর কলেজ ২৭৩.৩০
৫৪) বাবৈয়া ঢালা ২৭৭.৩২
৫৫) সীতাকুণ্ড ২৮৩.৭৬
৫৬) বাড়বকুণ্ড ২৮৯.০০
৫৭) কুমিরা ২৯৭.৮৫
৫৮) ভাটিয়ারী ৩০৭.১১
৫৯) ফৌজদার হাট ৩০৯.৫২
৬০) কৈবলাধাম ৩১৪.৭৭
৬১) পাহাড়তলী ৩১৬.৭৮
৬২) চট্টগ্রাম কেবিন ৩১৯.১৯
৬৩) চট্টগ্রাম ৩২০.৭৯
৬৪) ঝাউতলা ৩২৪.১
৬৫) চট্টগ্রাম পলিটেকনিক ৩২৫.৬৪
৬৬) ষোলশহর জংশন ৩২৬.৯৫
৬৭) জান আলীর হাট ৩৩৩.২৫
৬৮) গোমদন্ডি ৩৩৮.৩৩
৬৯) বেঙ্গুড়া ৩৪২.৫৩
৭০) ধলঘাট ৩৪৬.১৫
৭১) খান মোহনা ৩৪৮.৯৬
৭২) পটিয়া ৩৫১.৩৭
৭৩) চক্রশালা ৩৫৪.১৮
৭৪) খরনা ৩৫৫.৭৯
৭৫) কাঞ্চন নগর ৩৫৯.১
৭৬) খানহাট ৩৬১.০২
৭৭) হাসিমপুর ৩৬৪.২৪
৭৮) দোহাজারী ৩৬৭.৮৬

⭕ দোহাজারীর পর থেকে নতুন রেলপথ বসানো হচ্ছে, এ রুটে নির্মানাধীন স্টেশন সমুহ-

৭৯) সাতকানিয়া ৩৭৬.৬২১
৮০) লোহাগাড়া ৩৮৯.৪৬০
৮১) হারবং ৪০৫.৩৬০
৮২) চকোরিয়া ৪১৬.৯২৫
৮৩) ডুলহাজারা ৪২৭.৫৮৬
৮৪) ইসলামাবাদ ৪৪০.৪৪১
৮৫) রামু ৪৫৭.১০১
৮৬) কক্সবাজার ৪৬৯.৪৩০

দোহাজারী - কক্সবাজার রেলপথে ১০০ কিলোমিটার মধ্যে প্রায় ৭০কিমি রেললাইন বসানো হয়েছে,এবং স্টেশন ভবন নির্মানের কাজও এগিয়ে চলছে।

২নং ডবল ডেকার বাস, চৌরঙ্গী রোড, ( শ্যামবাজার থেকে কালীঘাট), কলিকাতা, ১৯২৮2 no.Double Decker Bus, Chowringhee Road,(Shamb...
07/04/2023

২নং ডবল ডেকার বাস, চৌরঙ্গী রোড, ( শ্যামবাজার থেকে কালীঘাট), কলিকাতা, ১৯২৮
2 no.Double Decker Bus, Chowringhee Road,
(Shambazar to Kalighat), Calcutta,1928
সর্ব প্রথম ২ নং বাস শ্যামবাজার থেকে কালীঘাট পর্যন্ত যাতায়াত করতো। পরে দক্ষিণ দিকে বালীগঞ্জ পর্যন্ত আর উত্তরে পাইকপাড়া (২নং) আর বাগবাজারে (২বি ) স্থানান্তরিত হয়।

এর বেশ কিছু বছর পর বাগবাজার থেকে এল ২বি (L2B) (limited stoppege) বাস চালু হয় আশির দশকে, যদিও এই সার্ভিস বেশিদিন চলেনি।

এখন ২ আর ২বি প্রায় চলে না। চললেও সেসব একতলা। পুরানো সেসব দিন হারিয়ে গেলো।

#পুরানো_কলকাতার_চালচিত্র

ভারতীয় জরুরী টুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা, ডাবল এন্টি ভিসা প্রসেসিং ও ভারতের যে কোন হাসপাতালের জরুরি ডাক্তারের সিরিয়াল/ইনভ...
01/04/2023

ভারতীয় জরুরী টুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা, ডাবল এন্টি ভিসা প্রসেসিং ও ভারতের যে কোন হাসপাতালের জরুরি ডাক্তারের সিরিয়াল/ইনভাইটেশন লেটার পেতে চাইলে আমাদের হেল্প নিতে পারেন।
এছাড়া আমরা ভারতের আভ্যন্তরিন হোটেল বুকিং, রেল টিকেট, এয়ার টিকেট সেবাও দিয়ে থাকি।
আমরা খুবই গুরুত্বপূর্ণ ভাবে ভিসা প্রসেসিং করে থাকি।
বিস্তারিত জানতে আজ-ই যোগাযোগ করুন অফিস নারায়ণগঞ্জ-এর চাষারাস্থ সমবায় মার্কেটে। 01711529078 (WhatsApp)

01/04/2023
31/03/2023

এ পর্যন্ত আয় হয়েছে ৬ কোটি ২০ লাখ টাকা। আর একই সময়ে ব্যয় হয়েছে ৭ কোটি ৩৩ লাখ টাকা।

31/03/2023

বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা আর স্বাধীনতাবিরোধী রাজাকারের তালিকা নিয়ে তালগোল পাকিয়ে ফে.....

পাসপোর্ট এর তথ্য পরিবর্তনের নিয়ম এ সমস্যা।
24/03/2023

পাসপোর্ট এর তথ্য পরিবর্তনের নিয়ম এ সমস্যা।

যদি আপনি যোগ্যতা সম্পন্ন হয়ে থাকেন তবে আবেদন করতে পারেন।
23/03/2023

যদি আপনি যোগ্যতা সম্পন্ন হয়ে থাকেন তবে আবেদন করতে পারেন।

Information about E-Passport...
22/03/2023

Information about E-Passport...

অসাধারণ সুন্দর করে সাজানো হচ্ছে - শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল - পুরোদমে চলছে নির্মাণ কাজ আশা করা ...
21/03/2023

অসাধারণ সুন্দর করে সাজানো হচ্ছে - শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল -
পুরোদমে চলছে নির্মাণ কাজ আশা করা যাচ্ছে এবছর শুভ উদ্বোধন হবে টার্মিনালটি...

Contact No. 01711-529078
16/03/2023

Contact No. 01711-529078

16/03/2023

সব ধরনের ভারতীয় ভিসা অনলাইন আবেদন/ফরম করতে আসুন...
যোগাযোগ:
01711-529078

💥গত ৪ মার্চ বেনাপোলে উদ্বোধন হয়ে গেলো দেশের প্রথম ই-গেট...--------------------------------✅ যশোরের বেনাপোল স্থলবন্দরে ই...
11/03/2023

💥গত ৪ মার্চ বেনাপোলে উদ্বোধন হয়ে গেলো দেশের প্রথম ই-গেট...
--------------------------------
✅ যশোরের বেনাপোল স্থলবন্দরে ইলেকট্রনিক গেট (ই-গেট) স্থাপন করা হয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দরের মতো এ গেট স্থাপন করে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতে যাতায়াতকারীদের জন্য এটা যুগান্তকারী পদক্ষেপ ।

✅ প্রথম পর্যায়ে ছয়টি গেট করা হয়েছে। এর মধ্যে ভারতে প্রবেশের জন্য তিনটি ও ভারত থেকে আসা যাত্রীদের জন্য তিনটি গেট নির্মাণ করা হয়েছে। পর্যায়ক্রমে এ গেট বাড়ানো হবে।

✅ জানা গেছে, স্থলবন্দর হিসেবে দেশের মধ্যে এ প্রথম যশোরের বেনাপোল চেকপোস্টের ইমিগ্রেশনে উদ্বোধন করা হয়েছে ইলেকট্রনিক গেট। ফলে ভারতে যাতায়াতকারী পাসপোর্টযাত্রীদের ভোগান্তি অনেকটাই কমে আসবে। যাত্রীরা গেটে পাসপোর্ট প্রদর্শন করলে স্বয়ংক্রিয়ভাবে গেট খুলে যাবে।

✅ প্রত্যেক যাত্রীর গেট পেরোতে সময় লাগবে মাত্র ৪০ সেকেন্ড। আগে যাত্রীদের ইমিগ্রেশন করতে কমপক্ষে পাঁচ থেকে ১০ মিনিট সময় লাগতো। পাসপোর্টবিহীন কেউ ওই গেট দিয়ে প্রবেশ করতে পারবেন না।

✅ গত ৪ঠা মার্চ বিকেল সাড়ে ৩টায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ইলেকট্রনিক গেটের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তারপর মন্ত্রী সাড়ে ৪টায় বেনাপোল ফুটবল মাঠে সুধী সমাবেশে বক্তব্য রেখেছেন। পরে বিকেল সাড়ে ৫টায় চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে বিজিবি-বিএসএফের অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি।

✅ দেশের প্রথম স্থলবন্দর হিসেবে বেনাপোলে ইলেকট্রনিক গেট উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। যাত্রীরা তাদের পাসপোর্ট দির্ধারিত স্ক্যান পয়েন্টে রাখলেই সঠিক তথ্য প্রাপ্তি সাপেক্ষে অটোমেটিক গেট খুলে যাবে। একজনের পাসপোর্ট আরেকজন স্ক্যান করলে ই-গেট খুলবে না।

✅ এতে করে যাত্রীরা আরও সহজে ইমিগ্রেশনের কাজ করতে পারবেন। খুবই অল্প সময় লাগবে এ কাজ করতে।

✅ বেনাপোল দিয়ে স্বাভাবিক সময়ে প্রতিদিন সাত হাজার পাসপোর্টযাত্রী ভারত-বাংলাদেশে যাতায়াত করে থাকেন। এ গেট উদ্বোধনের ফলে বেনাপোল স্থল বন্দরের কাজও সহজ হয়ে যাবে।

বাংলাদেশ 🇧🇩 - 🇮🇳 ভারত স্থল বন্দর : 🚗🚌🚛🚆1. বেনাপোল Land Port.BD side:বেনাপোল যশোর।Indian side: Petrapole, Bongaon, 24-Par...
05/03/2023

বাংলাদেশ 🇧🇩 - 🇮🇳 ভারত স্থল বন্দর : 🚗🚌🚛🚆

1. বেনাপোল Land Port.
BD side:বেনাপোল যশোর।
Indian side: Petrapole, Bongaon, 24-Parganas, West Bengal, India

2. বুড়িমারি Land Port.
BD side:বুড়িমারি,পাটগ্রাম, লালমনিরহাট।
Indian side: Changrabandha, Mekhaliganj, West Bengal, India

3. আখাউড়া Land Port.
BD side :.আখাউড়া ব্রাহ্মণবাড়িয়
Indian side: Ramnagar, Agartala, Tripura, India

4. ভোমরা Land Port.
BD side:ভোমরা,সাতক্ষীরা।
Indian side: Gojadanga, 24-Parganas, West Bengal, India

5. নকুগাঁও Land Port.
BD side: নালিতাবাড়ি শেরপুর।
Indian side: Dalu, Barangapara, Meghalaya, India

6. তামাবিল Land Port
BD side: তামাবিল,গোয়াইনঘাট,
সিলেট
Indian side: Dauki, Shillong, Meghalaya, India

7. দর্শনা Land Port.
BD side:দর্শনা ,চুয়াডাঙ্গা।
Indian side: Gede, Krishnanagar, West Benga, India

8. বেলনি Land Port.
BD side:বেলনি,পরশুরাম ফেনী
Indian side: Belonia, Tripura, India

9. গোবরাকুড়া Land Port.
BD side: হালুয়াঘাট ময়মনসিংহ।
Indian side: Gachhuapara, Tura, Meghalaya, India

10. রামগড় Land Port.
BD side: রামগড়, খাগড়াছড়ি
Indian side: Sabroom, Tripura, India.

11. সোনাহাট Land Port.
BD side: ভুরুঙ্গামারী কুড়িগ্রাম।
Indian side: Sonahat, Dhubri, Assam, India

12. Tegamukh. ভূষণছড়ি Land Port.
BD side: বরকল, রাঙামাটি।
Indian side: Demagri, Mizoram, India.

13. চিলাহাটি Land Port
BD side:চিলাহাটি,ডোবার নিলফামারী।
Indian side: Holdibari, Cooch Behar, West Bengal, India

14. সোনা মসজিদ Land Port.
BD side:সোনা মসজিদ,চাপাই নবাবগঞ্জ।ণ
Indian side: Mahadipur, Maldah, West Bengal, India

15. ধানুয়া Kamalpur Land Port.
BD side: বকশিগঞ্জ ,জামালপুর।
Indian side: Mohendragonj, Ampoti, Meghalaya, India

16. শিউলা Land Port.
BD side:শিউলা,বিয়ানীবাজার, সিলেট
Indian side: Sutarkandi, Karimganj, Assam

17. বেল্লা Land Port.
BD side: বেল্লা, চুনারুঘাট, হবিগঞ্জ
Indian side: Paharmura, Khoai, Tripura.

18. হিলি Land Port.
BD side: হিলি,হাকিমপুর,দিনাজপুর ।
Indian side: Hili, South Dinajpur, West Bengal, India

19. বাংলাবান্ধা Land Port.
BD side: তেতুলিয়া,পঞ্চগড়।
Indian side: Fulbari, Jalpaiguri, West Bengal, India

20. টেকনাফ Land Port.
BD side: Teknaf, Cox’s Bazar
Myanmar side: Mungdu, Myanmar

21. বিবিরবাজার Land Port.
BD side: Sadar Upazila, কুমিল্লা
Indian side: Srimantapur, Sunamura, Agartala, Tripura

22. বিরল Land Port.
BD side: বিরল,দিনাজপুর।
Indian side: Radhikapur (Goura), West Bengal, India

Proposed Land Ports

1. মুজিব নগর Land Customs Station
BD side: Mujibnagar, Meherpur
Indian side: Hridoypur, Chapra, Nadia, West Bengal

2. প্রাগপুর Land Customs Station
BD side: Daulatpur, Kushtia
Indian side: Shikarpur, Karimpur

চালু হয়ে গেলো আরো ২ টি গুরুত্বপূর্ণ স্থল বন্দর/ইমিগ্রেশন - একটি হলো : গেদে, অপরটি হলো : মাহাদিপুর(পশ্চিম বঙ্গ)।
03/03/2023

চালু হয়ে গেলো আরো ২ টি গুরুত্বপূর্ণ স্থল বন্দর/ইমিগ্রেশন - একটি হলো : গেদে, অপরটি হলো : মাহাদিপুর(পশ্চিম বঙ্গ)।

বাংলাদেশ রেলওয়ে-গণ বিজ্ঞপ্তি...
23/02/2023

বাংলাদেশ রেলওয়ে-গণ বিজ্ঞপ্তি...

বিমান ভ্রমনের সময় জানা জরুরী...
19/02/2023

বিমান ভ্রমনের সময় জানা জরুরী...

06/09/2022
06/09/2022
05/06/2022

সীতাকুন্ডের কন্টেইনার ডিপোর দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের আরোগ্য কামনায় মহান আল্লাহ্ পাক এর শাহী দরবারে আকুল আবেদন জানাই-আমিন।

ভরা বর্ষায় এবার  হাওর ট্রিপ হবে  বিলাস বহুল এসি টুরিষ্টশীপে।আগামী ১৭জুন আমরা যাচ্ছি হাওড় ভ্রমণে আপনাদের নিয়ে।√  ভ্রমণ কা...
29/05/2022

ভরা বর্ষায় এবার হাওর ট্রিপ হবে বিলাস বহুল এসি টুরিষ্টশীপে।
আগামী ১৭জুন আমরা যাচ্ছি হাওড় ভ্রমণে আপনাদের নিয়ে।

√ ভ্রমণ কাল : ১ রাত ২ দিন
√ ইভেন্ট ফি : ৭৫০০ টাকা
√ আসন সংখ্যাঃ- ৬০ টি
‌‌‌® ভ্রমণের তারিখঃ
* ১৭ জুন, সকাল ০৫.৩০ টায় ( পুলিশ প্লাজা,হাতির ঝিল),গুলশান-১ এসি বাসে ভৈরব (রির্টান ১৮ জুন)
* ০৮.৩০ ভৈরব ব্রীজ পৌছে এম ভি টাংগুয়ার হাওড়ে বোডিং
প্যাকেজ যা যা অন্তর্ভুক্ত থাকবে -
# নিকলী,ইটনা ও মিঠামইন হাওড় ভ্রমন।
# মিঠামইনের রাস্তা পরিদর্শন।
# রাষ্টপতির বাড়ী দর্শন।
# হাওড়ে নাইট ষ্টে।
ঃ ঢাকা - ভৈরব - যাওয়া - আসা ( এসি বাস)
ঃ ১ রাতে এসি টুরিষ্ট শীপে রাএি যাপন ।
ঃ মানসম্মত মোট ৪ বেলা বুফে খাবার ও ২ বেলা স্ন্যাকস
ঃ ৪ বেলা চা /কফি

Meal plan for Hour trip
Day 1:
9:00 am: - Breakfast: Paratha, Egg Omelette/pose, Vegetables, suji, Tea/Coffee
11:00am: - Snacks: Plain cake,Banana
1:30pm: - Lunch: Plain rice, three tye vorta,Fish curry, Daal, Green Salad, 7up/Coke, Local sweet.
4:30 pm:-Snacks: Muri makha and piaju,Tea/Coffee
8:30 pm:-Dinner: - plain pollao , Mix vegetable, fish fry,Duck curry,Salad, 7up/Cock
Day 2:
8:00 am:-Breakfast: Khichuri,Egg vona,Mix pickel,salad,Tea/Coffee

Safety Features
 75 Life Jackets
 20 Lifebuoys
 GPS (Global Positioning System)
 Echo Sounder (for Automatic Draft Measurement)
 Fire Extinguisher-24
 First Aid Kit
 Wireless
 VHF - Radio Communication System
 Rader
 C.CT.V
 Multimedia projector with screen
 Digital Sound system (hall room Area)
 Wi-Fi
 65” led

# # ভ্রমণের সম্ভাব্য বর্ণনাঃ
★প্রথম_দিনঃ ১ম দিন সকাল থেকে রওনা দিবো ভৈরব এর উদ্দেশ্য।
আনুমানিক সকাল ৮:৩০ টার ভৈরব ব্রীজে পৌছে এম ভি টাংগুয়ার হাওড়ে বোডিং এবং জাহাজ নিকলীর উদ্দ্যশে রওনা।দুপুর নাগাত শীপটি হাওড়ে পৌছিবে,জাহাজ নোঙ্গরে থাকবে।দুপুরের খাবারেরর পর ছোট নৌকা দিয়ে রাস্তায় যাবো। ১৮:০০টায় আমরা শীপে ফেরৎ আসবো। রাতে স্হানীয় শিল্পীদের নিয়ে গানের আসর হবে।ভোর রাতে ভৈরব এর উদ্দ্যশে রওনা হবো।

★দ্বিতীয়_দিনঃ সকালে ৮টায় ভৈরব পৌঁছে নাস্তা সেরে এসি বাসে করে ঢাকা রওনা হবো।
আনুমানিক ১২টায় (হাতির ঝিল) হাওড় টুরের মধুর স্মৃতি নিয়ে প্রতেকের গন্ত্যবে পৌছাবো।
[ ০ থেকে ৩ বছরের বাচ্চাদের ক্ষেত্রে কোন ফি লাগবে না এবং ৩ বছরের বেশি বয়সি বাচ্চাদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষ ]
ডেডলাইনঃ সিট খালী থাকা সাপেক্ষে।
ছেলে, মেয়ে, কাপল, ফ্যামিলি সহ সকল ধরণের মানুষ অংশগ্রহণ করতে পারবেন আমাদের এই ট্যুরে।
বুকিং মানি - ২৫০০ টাকা (মোবাইল ব্যাংকিং খরচ বাবদ অতিরিক্ত ৩০ টাকাসহ - ২৫৩০ টাকা পাঠাতে হবে ।
ট্যুর কনফার্ম করতে যোগাযোগ করুন।

☎️যোগাযোগঃ
নুর ট্যুরিজম ।
01711529078
Imo/Whatsapp 01972251073

অবৈধ পথে বিদেশে পাড়ি, উন্নত জীবনের আশায়…কিন্তু পরিনতিঃলিবিয়া হয়ে ইউরোপ পাড়ি দেয়ার সময় আটককৃতদের অর্ধেকই বাংলাদেশী। ফলে,...
27/04/2022

অবৈধ পথে বিদেশে পাড়ি, উন্নত জীবনের আশায়…
কিন্তু পরিনতিঃ

লিবিয়া হয়ে ইউরোপ পাড়ি দেয়ার সময় আটককৃতদের অর্ধেকই বাংলাদেশী। ফলে,এখানে আমরা একক দেশ হিসাবে এক নম্বরে থাকার যোগ্যতা অর্জন করেছি। তবে, আমার ধারণা ইউরোপে যেতে ইচ্ছুক এই তরুণরা বাংলাদেশে উন্নয়ন, জিডিপি ও মাথা পিছু আয় বৃদ্ধি এবং ২০২২-২৩ সালে বড়ো বড়ো মেগা প্রকল্প চালুর খবর জানতে পারেনি। জানলে, ভূমধ্যসাগরে গুম হবার ঝুঁকি নিয়ে ইউরোপ পাড়ি দেয়ার চেষ্টা করতো না।
ছবি ও ক্যাপশানঃ প্রথম আলো

মালদ্বীপে লাক্সারী প্যাকেজ ভ্রমন সর্ব নিম্ন মূল্যে !!৪রাত/৫দিন জনপ্রতি মাত্র ৳ ১০৯৮০০/- ভ্রমণ তারিখঃ❐ যাত্রা: ১১/০৫/২০২২...
25/04/2022

মালদ্বীপে লাক্সারী প্যাকেজ ভ্রমন সর্ব নিম্ন মূল্যে !!

৪রাত/৫দিন জনপ্রতি মাত্র ৳ ১০৯৮০০/-

ভ্রমণ তারিখঃ
❐ যাত্রা: ১১/০৫/২০২২ ঢাকা হতে।
❐ ফেরা: ১৫/০৫/২০২২ মালদ্বীপ থেকে।

প্যাকেজে অন্তর্ভুক্ত:
►ঢাকা- মালে- ঢাকা এয়ার টিকেট (US Bangla airlines)
►২ রাত Paradise island 5 star (Beach Villa) রিসোর্ট এ ৩ বেলা বুফেট খাবার সমেত রাত্রি যাপন।
► ২রাত হুলুমালে দ্বীপে ( Hotel Ripple beach/Similar) breakfast সমেত রাত্রি যাপন।
► স্পিড বোটে বিমানবন্দর থেকে রিসোর্টে, রিসোর্ট থেকে হুলুমালে হোটেল স্থানান্তর।
► হুলুমালে হোটেল থেকে বিমান বন্দর প্রাইভেট গাড়িতে স্থানান্তর।

প্যাকেজে অন্তর্ভুক্ত নয়:

➤ ব্যাক্তিগত খরচ ।
➤ হুলুমালে দ্বীপে লাঞ্চ এবং ডিনার (যা ১০ থেকে ১২ ডলার প্রতি বেলা খরচ)।
➤ সাইটসিইং / অন্যান্য একটিভিটিজ
➤ ট্যুরিজম ট্যাক্স = ৩ ডলার জনপ্রতি প্ৰতি রাতের জন্য।
➤ এবং অন্য কোনো কার্যক্রম যা ভ্রমণসূচীতে উল্লেখ করা হয়নি।

Sightseeing & other activity extra Cost:

Sand Bank Adventure: $ 50
Maldivian Special Adventure Trip: $ 55
Sunset Fishing & BBQ Dinner: $ 45
Sunset Cruise: $ 35
Snorkeling Trip: $ 25
Submarine Drive: $ 85
Water sports Adventure: $ 50
Island hopping: $ 55
Male City Tour: $ 20
Hulhumale Island Tour: $ 10
Scuba Diving: $ 85

☎️যোগাযোগঃ আমিনুল হক/আলম
নূর ট্যুরিজম।০১৯৭২২৫১০৭৩/০১৭১১৫২৯০৭৮

Address

Shamobay New Market, 194, Banga Bandhu Road, Chasara
Narayanganj
1400

Alerts

Be the first to know and let us send you an email when Noor Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Noor Tourism:

Videos

Share



You may also like