Khan Jahan Ali Mazar-খান জাহান আলীর মাজার
খান জাহান আলী ছিলেন একজন মুসলিম ধর্ম প্রচারক এবং বাংলাদেশের বাগেরহাটের স্থানীয় শাসক। তার অন্যান্য নামের মধ্যে রয়েছে উলুঘ খান, খান-ই-আজম ইত্যাদি।
হযরত উলুঘ খানজাহান আলি ১৩৬৯ খ্রিষ্টাব্দে দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আকবর খাঁ এবং মাতার নাম আম্বিয়া বিবি। ধারণা করা হয় যে তার পূর্বপুরুষগণ তুর্কি জাতিভুক্ত ছিলেন। খানজাহান আলির প্রাথমিক শিক্ষা তার পিতার কাছে শুরু হলেও তিনি তার মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন দিল্লিস্থ বিখ্যাত অলিয়ে কামিল পীর শাহ নেয়ামত উল্লাহর কাছে। তিনি কুরআন, হাদিস, সুন্নাহ ও ফিকহ শাস্ত্রের উপর গভীর জ্ঞানার্জন করেন।
খানজাহান আলি ১৩৮৯ খ্রিষ্টাব্দে সেনা বাহিনীতে সেনাপতির পদে কর্ম জীবন আরম্ভ করেন। অতি অল্প সময়ের মধ্যেই প্রধান সেনাপতি পদে উন্নীত হন। ১৩৯৪ এ মাত্র ২৬/২৭ বছর বয়সে তিনি জৈনপুর প্রদেশে
ষাট গম্বুজ মসজিদ-Sixty Dome Mosque
বাংলাদেশের বাগেরহাট জেলায় অবস্থিত বিখ্যাত প্রাচীন স্থাপনা ষাট গম্বুজ মসজিদ। মসজিদটির নাম ষাট গম্বুজ মসজিদ হলেও, মসজিদে গম্বুজের সংখ্যা মোট ৮১ টি। বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটি ষাট গম্বুজ মসজিদ। ১৯৮৫ সালে শুধু এই মসজিদই নয়, সম্পূর্ন বাগেরহাট শহরকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে। কারণ, অতীতে খলিফাতাবাদ নামে পরিচিত এই অঞ্চলে ৩৬০ টি মসজিদ, গণ ভবন, সৌধ, সেতু, রাস্তা, পানি সরবরাহের ব্যববস্থা সহ বিভিন্ন ঐতিহাসিক নির্দশন রয়েছে।
ষাট গম্বুজ মসজিদের গায়ে কোনো শিলালিপি না থাকার কারণে, এই ভবন নির্মানের সঠিক সময় সম্পর্কে জানা যায় না। তবে মসজিদের স্থাপত্যশৈলী দেখলে সহজেই বোঝা যায় এটি খান জাহান আলী নির্মাণ করেছিলেন।
https://business.facebook.com/sound/collection/?sound_collection_tab=sound_tracks&asset_id=1424409107989341&reference=direct_link
Banglar Pyramid - বাংলার পিরামিড
পিরামিডের নাম শুনলেই সবার চোখে নিশ্চয়ই ভেসে ওঠে মিশরের মরুভূমিতে থাকা ত্রিকোণা এক অবকাঠামো।
জানেন কি, এমন দৃশ্য শুধু মিশরেই নয় দেখতে পাবেন নিজ দেশেই।
তাও আবার ঢাকা শহরের খুব কাছেই।
পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি নিদর্শন হলো পিরামিড।
এর দেখাও যে দেশে পাবেন তা হয়তো অনেকেরই অজানা।
শুধু পিরামিড নয়, এর মধ্যে মমিও আছে।
এর অবস্থান ঢাকার খুব কাছেই।
মিশরের পিরামিডের আদলে তৈরি করা হয়েছে বাংলার পিরামিড বা রাজমণি পিরামিড।
যা দেখতে যেতে পারেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পেরাব গ্রামে।
২০১৬ সালে জানুয়ারিতে উদ্বোধন করা হয় বাংলার পিরামিড।
দূর থেকে দেখলে মনে হবে ঠিক যেন মিশরের পিরামিড।
একসঙ্গে ৮ টি পিরামিড ধারাবাহিকভাবে সাজানো আছে এখানে।
এসব পিরামিডের ভেতরে সংরক্ষিত রাখা মমি গুলোর তথ্য ও কাঁচামাল সংগ্রহ করা হয়েছে মিশর ও চীনের বিভিন্ন জাদুঘর থ
প্রকৃতি হলো স্রষ্টার এক মহান শিল্প।
নিজেকে যদি শক্তিশালী করেতুলতে চাও।তাহলে একলাকিভাবে থাকতে হয়,তা শিখে নাও।
Sampan Highway Inn Restaurant & Party Centre
আপনার আমার মধ্যে বিপ্লবী খুঁজুন।