JM Tours & Travel

JM Tours & Travel All kinds of tour packages, air tickets, bus tickets, rail tickets, hotel bookings, doctor appointme

29/04/2022

ভারতীয় ভিসা প্রত্যাখান এর সম্ভবত কারন সমূহ জানুন...
জীবনের প্রয়োজনে আমরা এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার পরিকল্পনা করে থাকি।
আর এ জন্যই প্রয়োজন হয় ভিসা ও এনডোর্সমেন্ট,এই ভিসা প্রসেসিং করতে গিয়ে ডকুমেন্টস জটিলতাই আমাদের বড় সমস্যা।
আমরা প্রায়ই ভারতে জরুরী কাজে বা ভ্রমন করতে যাওয়ার পরিকল্পনা করে থাকি যেমন-
ট্যুরিস্ট ভিসা...✈🚌
মেডিক্যাল ভিসা...✈🚌
ট্রানজিট ভিসা...✈🚌
ডাবল এন্ট্রি ভিসা...✈🚌
স্টুডেন্ট ভিসা...✈🚌
জার্নালিস্ট ভিসা...✈🚌
এন্ট্রি ভিসা...✈🚌
রিসার্চ ভিসা...✈🚌
বিজনেস ভিসা...✈🚌
কনফারেন্স ভিসা।✈🚌
এমপ্লয়মেন্ট ভিসা...✈🚌
এই সব ভিসা আবেদন করার সময়ই যত ঝামেলা পোহাতে হয়,ও ঠিকঠাক মতো ডকুমেন্টস জমা না করলে বা ফাইলটি অসম্পন্ন জমা দিলে রিফিউজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে...
আপনাদের আজকে জানাবো ভারতীয় ভিসা কেন রিফিউজ হয় ?
ভারতীয় ভিসা প্রত্যাখান এর সম্ভবত কারন সমূহ
আবেদনকারীর ফর্মে কোন ভূল তথ্য পুরন করলে।
কোন ডকুমেন্টস জাল/নকল সংযুক্ত করলে।
পাসপোর্ট এবং ভোটার আইডি বা জন্ম নিবন্ধনের সাথে গড়মিল থাকলে।
ভিসা সেন্টারে আপনার ডকুমেন্টস জমা দেয়ার পরদিন যদি হাই কমিশন থেকে ফোন দেয়? আর আপনি যদি সঠিক তথ্য দিতে না পারেন তাহলে আপনার ভিসাটি রিফিউজ হয়ে যাবে।
ভ্রমন ভিসা বা অন্য কোন ভিসা নিয়ে গিয়ে Over Stay করে ইলিগ্যাল ভাবে ফিরে আসলে।
আবেদন পত্র এবং বিদুৎ বিলের ঠিকানা গড়মিল থাকলে।
পুরোনো ছবি দিয়ে অথবা ২"× ২" ছবি ছাড়া আবেদন করলে।
পাসপোর্টে ENTRY REFUSED/OFFLOAD সিল রিমুভ না করে আবেদন পত্র জমা করে দেয়া।
পাসপোর্ট এর সাথে মিল না রেখে আবেদন পত্রে স্বাক্ষর করে দেয়া।
প্রফেশন প্রুফ NOC এবং ডলার এন্ড্রোসমেন্ট নকল দিলে।
পাসপোর্ট এর ৪৩ নাম্বার পৃষ্ঠায় Applied সিল থাকা অবস্থায় আবেদন পত্র জমা করে দেয়া।
পেশাগত তথ্য ভূল দিলে বা মনগড়া মতো ডকুমেন্টস দিলে।
ব্যাংক স্টেটমেন্ট গত ৬ মাসের না দেয়া বা
ব্যাংকে এন্ডিং ব্যালেন্স মিনিমাম ২০ হাজার টাকার কম দেখানো।
পাসপোর্টে অন্তত: দু’টি সাদা পাতা না থাকা।
আপনার পাসপোর্ট ৬ মাসের কম মেয়াদ থাকা অবস্থায় ভিসার জন্য আবেদন পত্র জমা করে দেয়া।
পুরোনো সকল পাসপোর্ট সংযুক্ত না করলে অথবা হারানো পাসপোর্ট এর লিগ্যাল ডকুমেন্টস জমা না দিলে। ইত্যাদি
Noted With Thanks
আপনি কোথায় যাবেন তার উপর নির্ভর করবে আপনি কোন পোর্ট দিয়ে যাবেন।
ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশনে আপনি যে পোর্ট ই পছন্দ করেন না কেন? আপনি চাইলে
বাংলাদেশের অংশে বেনাপোল আর ভারতের অংশে পেট্রাপোল দিয়ে আসতে যেতে পারবেন।
তাছাড়া বাংলাদেশী ভিসা আবেদনকারীদের জন্য ভারত সরকার এই ৩ টি পোর্ট ঊন্মক্ত করে দিয়েছেন ।
বাই বাস বেনাপোল-পেট্রাপোল
বাই রেল গেদে
বাই এয়ার।
আপনি আপনার ভিসাতে দেয়া পোর্ট এর বাহিরে আপনি এই ৩ টা পোর্ট আপনি বোনাস হিসেবে ব্যাবহার করতে পারবেন।
এই পোর্ট গুলো সকল ভিসা ক্যাটাগরি ট্রাভেলারদের জন্য এন্ট্রি-এক্সিট ঊন্মক্ত।
মনে রাখবেন আপনার আবেদনপত্র অবশ্যই ৭ দিনের মধ্যে জমা দিতে হবে। অন্যথায় আপনার আবেদন পত্রটি ৭ দিন পর আইভেক এর সার্ভার থেকে স্বয়ংক্রিয় ভাবে মুছে যাবে,
আর হ্যাঁ অবশই ভিসা ফি পেমেন্ট করার আগে বার বার আবেদনপত্রটি পাসপোর্ট এর সাথে মিল রেখে চেক করে নিতে ভুলবেন না।
পরিশেষে একটি রিকোয়েস্ট রইলো
আপনার পাসপোর্ট একান্তই আপনার নাহ এটি একটি দেশ ও জাতির সন্মান বহন করে।
আপনি যখন বাংলাদেশ ছেড়ে অন্য দেশে যান, তখন আপনার মাধ্যমেই বাংলাদেশকে চিনে অন্য দেশের মানুষজন।
নিজেকে, নিজের দেশকে সুন্দর ভাবে উপস্থাপন করুন। তাতে আপনার মর্যাদা বাড়বে, দেশের মর্যাদা বাড়বে। ধন্যবাদ
Thank u please stay safe,stay with us...

04/04/2022

দীর্ঘ ২ বছর পর বাই রোডে চালু হচ্ছে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা।
দেখে নিন ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন ⤵️
১। ২*২ ল্যাব প্রিন্ট ছবি
২। এপ্লিকেশন ফর্ম
৩। এন আই ডি / স্মার্ট কার্ড / জন্ম নিবন্ধন কপি
৪। বর্তমান ঠিকানা অনুযায়ী আপডেট ইউটিলিটি বিলের কপি।
৫। লাস্ট ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট (মিনিমাম ব্যালেন্স ২০০০০৳) / ডলার এনডোর্সমেন্ট।
৬। পেশাগত প্রমাণপত্র (NOC/ট্রেড লাইসেন্স ইত্যাদি)
৭। লাস্ট ভিসা কপি (যদি থাকে)।
৮। পাসপোর্ট কপি
৯। নতুন এবং পুরাতন পাসপোর্ট (একসাথে পিনাপ করে দিবেন)
১০। ৮৪০৳ ফি
*** কাগজ গুলো উপরের সিরিয়াল অনুযায়ী সাজিয়ে দিবেন।
দেখে নিন আপনি কোথায় যেতে চাইলে কোন পোর্ট দিয়ে ভিসা করবেন??
সিক্কিম/দার্জিলিং/শিলিগুড়ি/ডুয়ার্স/সান্দাকফু/গোচেলা ট্রেক ইত্যাদি যেতে চাইলেঃ
চ্যাংড়াবান্ধা অথবা ফুলবাড়ি দিতে হবে। ফুলবাড়ি দিলে আপনি খুব সহজেই শিলিগুড়ি পৌঁছে যাবেন। তবে এই পোর্টে সুযোগ সুবিধা কম থাকায় বেশির ভাগ ট্যুরিস্ট চ্যাংড়াবান্ধা দিয়ে প্রবেশ করে। চ্যাংড়াবান্ধা দিয়ে প্রবেশ করলে আপনাকে ২ ঘণ্টার মত জার্নি করে শিলিগুড়ি যেতে হবে।

মেঘালয়/নাগাল্যান্ড/অরুণাচল প্রদেশ যেতে চাইলেঃ
আপনাকে ডাউকি পোর্ট দিয়ে ভিসা করতে হবে। যা আমাদের সিলেটের তামাবিল দিয়ে প্রবেশ করতে হয়।

ত্রিপুরা যেতে চাইলেঃ
আপনাকে আগরতলা পোর্ট দিয়ে ভিসা করতে হবে।
আগের নিয়মে উপরের যে কোন পোর্ট নিলে এডিশোনাল পোর্ট হিসেবে (বেনাপোল+গেদে+ট্রেন+এয়ার) পাওয়া যায় বিধায় আলাদা করে শুধু বেনাপোল পোর্ট নেওয়া লস।

বিঃদ্রঃ এছাড়া আপনি ভিসা করার পর মাত্র ৩০০ টাকা দিয়ে আরও ২টি পোর্ট সংযুক্ত করতে পারবেন ৭ দিন সময় এর মধ্যে

20/03/2022

💠 সুপ্রিয় যাত্রীবৃন্দ অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, কোভিড-১৯ পরিস্থিতির কারনে দীর্ঘদিন বন্ধ থাকা আন্তঃদেশীয় মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস পুনরায় চালু হতে যাচ্ছে আগামী ২৬ মার্চ ২০২২ ইং তারিখ থেকে।

🚆 ঢাকা-কোলকাতা এবং কোলকাতা-ঢাকা’র মধ্যে চলাচলকারী আন্তঃদেশীয় মৈত্রী এক্সপ্রেস সপ্তাহে পাঁচ (০৫) দিন চলাচল করে।

➡️ ঢাকা হতে প্রতি শুক্রবার, শনিবার, রবিবার, মঙ্গলবার ও বুধবার।

➡️ কোলকাতা হতে প্রতি শুক্রবার, শনিবার, সোমবার, মঙ্গলবার ও বুধবার।

⛔ সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার।

🎟️ ভাড়াঃ
🔹এসি চেয়ার/স্নিগ্ধাঃ ২৫০০/
🔹এসি সিট/বার্থঃ ৩৪০০/
🔸(ভ্যাট+ট্যাক্স অন্তর্ভুক্ত)
⚠️ শোভন চেয়ার নেই।

🚻 ০১ থেকে ০৫ বছরের শিশুদের জন্য সংশ্লিষ্ট শ্রেণীর ভাড়ার ৫০% হারে টিকিট ক্রয় করতে হয়। পাসপোর্ট অনুসারে বয়স ধরা হয়ে থাকে।

⏭️ মৈত্রী এক্সপ্রেস ট্রেনের অগ্রীম টিকিট যাত্রার ২৯ (ঊনত্রিশ) দিন পূর্ব থেকে দেয়া হয় এবং রিটার্ন/ফেরত টিকিট যাত্রার ০৪ (চার) দিন পূর্বে উভয় ষ্টেশন থেকে ক্রয় করা যায়।

🚏টিকিট প্রাপ্তিস্থানঃ
⏹️ বাংলাদেশ
↘️ কমলাপুর রেলওয়ে স্টেশন এবং চট্টগ্রাম রেলওয়ে স্টেশন।
🕰️ সময়ঃ সকাল ০৯:০০ থেকে সন্ধ্যা ১৯:০০ টা পর্যন্ত।

⏹️ কোলকাতা
↘️ ফেয়ারলী প্লেস, ডালহৌসি স্কয়ার, কোলকাতা রেলওয়ে স্টেশন।
🕰️ সময়ঃ সকাল ১০:০০ থেকে বিকেল ১৭:০০ টা পর্যন্ত

25/02/2022

No Quarantine or PCR Tests Needed for India Travels
The followings are the latest India travel guidelines, which will be effective from 14th February 2022:
1. RT-PCR COVID test is not required for fully vaccinated travellers from Bangladesh.
2. Unvaccinated travellers or children above five years old will need to show a valid report of the RT-PCR COVID within 72 hours of flight departure.
3. Quarantine is not required.
4. All travellers must submit a Self-declaration form and COVID Vaccine Certificate or negative COVID-19 RT-PCR report on the Online Air Suvidha portal.
5. Chennai bound travellers will require TN-ePass

25/02/2022

Satkhira to Jashore Airport Microbus Shuttle Service
US Bangla will start Microbus Shuttle Service from February 21, 2022, between Satkhira and Jashore Airport. The shuttle will make two daily trips from Satkhira Indian Visa Centre to Jashore Airport for BS 124 & BS 132 flights. Check out the schedule for the shuttle service.

08/10/2021
10/07/2021

প্ল্যান করে যদি আমরা কোথাও ঘুরতে যাই তাহলে আমাদের প্রত্যেকটা সময়কে খুব সুন্দর ভাবে কাজে লাগাতে পারব। নিজ দেশে অথবা দেশের বাহিরে ঘুরতে যাওয়ার জন্য আমাদের প্রথমে যে প্রস্তুতি গুলো নিয়ে উচিত।

১: আপনার ভ্রমণের স্থান ঠিক করা এবং ওই স্থান সম্পর্কে পুরোপুরি জানা।
২: আপনার ভ্রমণের বাজেট ঠিক করা।
৩: আপনার ভ্রমণের সঙ্গী বা সদস্যগণ নির্বাচন করা
৪: আপনার পছন্দ করা ভ্রমণ স্থানটিতে কিভাবে পৌছাবেন সেটা ঠিক করা যেমন বাইরোড অথবা ফ্লাইট।
৫: আপনার পছন্দের স্থানটিতে কিভাবে থাকবেন তার জন্য হোটেল অথবা রিসোর্ট বুক করা।
৬: আপনার পছন্দের স্থানটির ভ্রমণ স্পট গুলো ঠিক করা।
৭: একটি আইটেনারি তৈরি করা।
৮: আপনার ভ্রমণের পোশাক নির্বাচন করা।
৯: আপনার প্রয়োজনীয় জিনিসপত্র যেমন, মোবাইল চার্জার, এনআইডি/পাসপোর্ট, ক্রেডিট কার্ড, ক্যামেরা, জরুরি ওষুধ।
১০: আপনার পছন্দের স্থানটির আবহাওয়া সম্পর্কে ভালো করে জানা।
১১: আপনার পছন্দের স্থানটির সংস্কৃতি/কৃষ্টি কালচার, ভাষা এবং আইন কানুন সম্পর্কে জেনে নেয়া।
১২: অতিরিক্ত/অপ্রয়োজনীয় ব্যাগ না নেয়া।
১৩: প্যাকিং লিস্ট পুনরায় চেক করা।
১৪: শেষ মুহূর্তের প্রস্তুতি। যা কিছু বুকিং করা হয়েছিল সবকিছু ঠিক আছে কিনা চেক করা।

বিদেশগামী অভিবাসী ভাইবোনদের করোনার টিকা নিতে  করণীয় সম্পর্কে  বিএমইটির বিজ্ঞপ্তিটি দেখুন।অনেক প্রবাসী ভাই বোনের জাতীয় পর...
02/07/2021

বিদেশগামী অভিবাসী ভাইবোনদের করোনার টিকা নিতে করণীয় সম্পর্কে বিএমইটির বিজ্ঞপ্তিটি দেখুন।

অনেক প্রবাসী ভাই বোনের জাতীয় পরিচয় পত্র না থাকলেও এবং ৪০ বছরের কম বয়ষ্করাও টিকা নিতে পারবেন।
করোনার টিকা রেজিস্ট্রেশনের জন‍্য করণীয়ঃ

ধাপ-১ঃ
আপনার মোবাইলে play store এর মাধ‍্যমে ami probashi এপটি ডাউনলোড করুন। ডাউনলোড করে বিএমইটি রেজিস্ট্রেশন ফরমটি ফিল আপ করে আপনার পাসপোর্টের ২য় পৃষ্ঠার ছবি তুলে আপলোড করবেন। ফরমটি ফিল আপ করার সময় আপনার যে ফোন নম্বরটি দিবেন সেই নম্বরে একটি ভেরিফিকেশন কোড যাবে ফরম ফিল আপ করার সময় এ নম্বরটি ফরমে দিতে হবে।
আবেদন করার ৭২ ঘন্টা অথবা তার পূর্বেই আপনার পাসপোর্ট যাচাইয়ের (validation) পর আপনার আবেদন সম্পূর্ণ হয়েছে মর্মে মেসেজ পেলে আপনাকে একটি নম্বর দেয়া হবে সে নম্বরে ২০০ টাকা বিকাশ বা রকেটের মাধ্যমে পাঠাতে হবে। টাকা পাঠানোর পর আপনি বিএমইটি রেজিস্ট্রেশন নম্বর পাবেন।

বিকল্পঃ
আপনি যদি কোন কারণে ami probashi এপসের মাধ‍্যমে বিএমইটি রেজিস্ট্রেশন করতে না পারেন তাহলে আগামীকাল থেকেই আপনার নিজ জেলার জেলা কর্মসংস্থান কার্যালয় /টিটিসি তে গিয়ে ফরম পূরণ করতে পারবেন, সেক্ষেত্রে আপনার পাসপোর্টের ফটোকপি ও ২০০ টাকা ফি নিয়ে যেতে হবে। তবে করোনা ও লকডাউনের মধ‍্যে অফিসে না গিয়ে নিজের বাড়িতে বসে আমি প্রবাসী এপের মাধ‍্যমে করার চেষ্টা করুন। অফিসে গিয়ে রেজিস্ট্রশন করলেও আপনাকে আবার নিম্নোক্ত প্রক্রিয়ায় সুরক্ষা এপসে রেজিস্ট্রেশন করতে হবে।

ধাপ-২ঃ
ami probashi এপে অথবা জেলা কর্মসংস্থান কার্যালয় /টিটিসিতে উপরোক্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর আপনি www.surokkha.gov.bd তে রেজিস্ট্রেশন করবেন। এ ওয়েবসাইটে আগামী ২/৩ দিন পর " বিদেশগামী বাংলাদেশী অভিবাসী কর্মী"নামের যে ফিল্ডটি প্রদর্শিত হবে তাতে ক্লিক করে প্রয়োজনীয় তথ‍্যাদি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর মোবাইলে মেসেজের মাধ‍্যমে টিকা গ্রহণের তারিখ ও স্থান জানতে পারবেন।

এই পোর্টালের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র ও সঠিক মোবাইল নম্বর যাচাইপূর্বক অনলাইনে নিবন্ধন সম্পন্ন করবেন। অনলাইনে ...

10/06/2021

বিএমইটি’র স্মার্ট কার্ডধারী কিংবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হিসেবে নিবন্ধিত সৌদি আরবগামী নতুন-পুরাতন সকল প্রবাসী কর্মীকে হোটেল কোয়ারেন্টিন খরচের সরকারি ভর্তুকি পঁচিশ হাজার টাকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

যারা ইতোমধ্যে সৌদি আরব চলে গিয়েছে এবং নিজ ব্যয়ে কোয়ারেন্টিন সম্পন্ন করেছেন, তাদেরকে আবেদনপত্র সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাস, রিয়াদ অথবা বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দায় ডাক মারফত জমা প্রদান করতে হবে।

তবে যারা ঢাকায় বিমানবন্দরে আবেদনপত্র জমা দিয়ে গিয়েছেন,তাদের নতুন করে সৌদিতে গিয়ে আবেদন করার প্রয়োজন নেই।

কিভাবে এই টাকা পাবেন ?

যারা এখন সৌদি আরব যাচেছন তারা বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কে আবেদনপত্র এবং কিছু কাগজপত্র জমা দিয়ে যেতে হবে।

কি কি কাগজপত্র লাগবে?

ক) জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কর্তৃক প্রদত্ত বিএমইটি স্মার্টকার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডের ফটোকপি
খ) পাসপোর্টের প্রথম চার পৃষ্ঠার ফটোকপি
গ) পাসপোর্টের সাথে সংযুক্ত ভিসার ফটোকপি
ঘ) টিকেটের ফটোকপি
ঙ) হোটেল বুকিংয়ের ডকুমেন্ট এর ফটোকপি
চ) যে ব্যাংক একাউন্টে টাকা নেবেন, সেই একাউন্ট হিসাবের নাম, হিসাব নাম্বার, ব্যাংক ও শাখার নাম লিখে আনবেন।

এসব কাগজপত্র জমা দিলে সরকারি ভর্তুকির ২৫ হাজার টাকা আপনার ব্যাংক একাউন্টে কিংবা মনোনীত প্রতিনিধির ব্যাংক একাউন্টে টাকা পাঠাবে সরকার।

এজন্য আপনাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। আবেদনপত্র বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক হতে পাওয়া যাবে।

আবেদন পত্র ডাউনলোড করুন এই লিংকে গিয়ে:https://probashi.gov.bd/sites/default/files/files/probashi.portal.gov.bd/notices/7da160e8_fbf3_4d4f_b984_2e2ac67265ac/Saudi%20Quarentine%20form.pdf

** বাংলাদেশে অবস্থানরত প্রবাসীদের যাবতীয় সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটি কুইক রেসপন্স টিম গঠন করেছে। কোন অভিযোগ থাকলে কুইক রেসপন্স টিমকে জানাতে পারেন।

* 01819-262172 ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক আরিফ আহমেদ খান
*01712-207227 প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ সারওয়ার আলম
* 01711-111544 বিএমইটি’র উর্ধ্বতন পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মাসুদ রানা
* 017168-69222 ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপ-পরিচালক মোঃ জাহিদ আনোয়ার

18/05/2021

বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত/বাঁশবাড়িয়া সি-বিচ।
সমুদ্রের বুকে আধা কিলোমিটার পর্যন্ত এই ব্রিজের মাধ্যমে হেঁটে যেতে পারবেন ভাটার সময়,,আর জোয়ারের সময় পানির ঢেউ বাড়ার সাথে সাথে কিনারায় চলে আসতে হবে।
অন্যরকম এক রোমাঞ্চকর অনুভূতি পাবেন জোয়ারের পানির ঢেউয়ের মধ্যে সমুদ্রের বুকে হেঁটে বেড়াতে।

আর আপনি চাইলে ১০০ টাকায় টিকেট কেটে স্পিড বোটে করে সমুদ্রের বুকে ঘুরে বেড়তে পারবেন।

যেভাবে যাবেন: ঢাকা থেকে চিটাগাং গামী বাসে(৪৮০ টাকা ভাড়া) করে সিতাকুন্ড পার হয়েই বাঁশবাড়িয়া বাজারে নেমে যাবেন,,কন্ট্রাক্টটার কে বললেই হবে বাঁশবাড়িয়া বাজারে নামিয়ে দিবে। বাঁশবাড়িয়া বাজার থেকে সিনজি করে জনপ্রতি ২০ টাকা করে চলে যাবেন বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে/সি-বিচে।

30/04/2021

মালয়েশিয়ায় ভ্রমণের ক্ষেত্রে এখন থেকে দূতাবাসের ছাড়পত্র ও ভ্রমণ নোটিশ লাগবে না বলে জানিয়েছে দেশটির ঢাকার দূতাবাস।

আগামী শনিবার (১ মে) থেকে এ নিয়ম কার্যকর হবে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ঢাকার মালয়েশিয়ান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, করোনাভাইরাস পরিস্থিতি শুরুর পর থেকে মালয়েশিয়ায় যেতে ভিসার পাশাপাশি দূতাবাস থেকে ছাড়পত্র ও ভ্রমণ নোটিশ লাগত।

আগামী শনিবার (১ মে) থেকে ছাড়পত্র ও ভ্রমণ নোটিশ আর লাগছে না। তবে দেশটিতে প্রবেশে করোনা সনদ দেখানোর পাশাপাশি কোয়ারেন্টাইন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দূতাবাস।

10/01/2021

JM Tours & Travel
আমাদের সেবা সমূহ –
* #যেকোন_ডমেষ্টিক_এয়ার_টিকিট
* #যেকোন_ইন্টারন্যাশনাল_এয়ার_টিকিট
* #ভিসা_প্রসেসিং
* #ট্যুর_প্যাকেজ
* #যেকোন_দেশের_হোটেল_বুকিং
* #মেডিকেল_ভিসা_প্রসেসিং
* #ইন্ডিয়ান_ট্রেন_টিকেট
# ইন্ডিয়ান ডাক্তার এপোয়নমেন্ট

14/10/2020

(একেবারেই স্বল্প বাজেটে কক্সবাজার)

থাকাঃ

১) সুগন্ধা গেস্ট হাউস
২) ডায়মন্ড গেস্ট হাউস
৩) জিয়া গেস্ট হাউস
৪) কক্স ইন
৫) শামীম গেস্ট হাউস
৬) সী হীল
৭) হানিমুন রিসোর্ট
অফসিজনে (এপ্রিল-নভেম্বর মাঝামাঝি) শুক্র ও শনিবার ছাড়া এইসব হোটেলে কাপল নন-এসি রুম পাবেন ৫০০-৮০০ টাকায়। বীচ থেকে যত দূরে অথবা গলির ভিতরের দিকে হোটেল খুঁজবেন ততই হোটেল ভাড়া আনুপাতিক হারে কমবে। তবে এক্ষেত্রে কোন দালাল বা অটো/টমটম ড্রাইভার সাথে রাখবেন না। হোটেল রিসিপশনে ঢুকার ১০০ গজ দূরেই তাদের তাড়িয়ে দিন। তা নাহলে হোটেল ভাড়া মিনিমাম ২০০-৫০০ টাকা বেড়ে যাবে।

খাওয়াঃ

১) আল-গণি রেস্টুরেন্ট
২) ডায়মন্ড "
৩) রোদেলা "
৪) বোগদাদিয়া "
৫) মেজবান "
অথবা, বীচ থেকে দূরে গলির ভিতরের দিকে অসংখ্য হোটেল রয়েছে। এইসব হোটেলে স্থানীয় মানুষ সহ স্বল্প আয়ের মানুষেরা খেয়ে থাকে, তাই বলে কিন্তু খাবার মান খারাপ নয়। কোন জিনিস খাওয়ার পূর্বে অবশ্যই দাম ও পরিমাণ নিশ্চিত হয়ে নিবেন। ৬০-১৫০ টাকার মধ্যেই একবেলার খাবার খরচ হয়ে যাবে একজনের।

বেড়ানোঃ

৩ রাত থাকার প্রোগ্রাম হলে-
(প্রথম দিন) সুগন্ধা, কলাতলী, লাবনি বীচ। সবগুলো পাশাপাশি। যাতায়াত খরচ নেই। লম্বা জার্নি করে গেছেন শুধুই রেস্ট।

(দ্বিতীয় দিন) হিমছড়ি-ইনানী-পাটুয়ারটেক।
শুক্র-শনিবার ছাড়া ৫০০-৬০০ টাকায় রিজার্ভ অটো নিতে পারবেন টোটাল ৬ ঘন্টার জন্য। ৬৫০-৮০০ টাকায় সিএনজি নিতে পারবেন। লোকালেও যেতে পারবেন।

লোকাল ভাড়াঃ কলাতলী-হিমছড়ি
অটো- ২০
সিএনজি - ৪০

হিমছড়ি-ইনানিঃ
অটো - ৩০
সিএনজি - ৬০

সী পার্ল ওয়াটার পার্ক ভ্রমণঃ ইনানী

কলাতলী থেকে ওয়াটার পার্কের নিজস্ব বাসে করে যেতে এবং আসতে পারবেন জনপ্রতি প্রতিবার মাত্র ৩০ টাকায়। পার্ক প্রবেশ ফি জনপ্রতি ৫৫০ টাকা। লকার ভাড়া ১৫০ টাকা। সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত আনলিমিটেড রাইড। ইচ্ছে করলে পার্কে দুপুর ২/৩ টা পর্যন্ত সময় কাটিয়ে ইনানি-পাটুয়ারটেক বেড়িয়ে বিকাল ৫ঃ৩০ তাদের বাসে করেই কলাতলী ব্যাক করতে পারবেন।

(তৃতীয় দিন)
মহেশখালী দ্বীপ ভ্রমণ।

সুগন্ধা পয়েন্ট থেকে অটোতে জনপ্রতি ১৫-২০ টাকা ভাড়ায় চলে যাবেন ৬ নং জেটি ঘাট। রিকশায় ৩০ টাকা। ৫ টাকা জেটি ফি দিয়ে জনপ্রতি ৭৫ টাকায় উপভোগ করুন ১৬/১৮ মিনিটের দুর্দান্ত স্পিডবোট ভ্রমণ। মহেশখালী জেটিতে নেমে লোকাল ভাড়া অটো ১০ টাকা, রিক্সায় ৩০ টাকায় চলে যান আদিনাথ মন্দির ও শ্যূটিং ব্রীজ। তাছাড়া ৪০০-৫০০ টাকায় অটো রিজার্ভ করে দর্শনীয় স্থানগুলোও ভ্রমণ করে নিতে পারেন। তবে সেখানে আদিনাথ মন্দির ও শ্যূটিং ব্রীজ ছাড়া তেমন আহামরি কিছু দেখার মত নাই।

ঠিক আগের মত করেই আবার ফিরে আসুন কক্সবাজার। সবমিলিয়ে ৪ ঘন্টা সময় লাগবে।

* মহেশখালীর পান ও শুটকি অনেক বিখ্যাত।

বিকাল বেলা বার্মিজ মার্কেট ও বীচ মার্কেট ভ্রমণ শেষে সূর্যাস্ত উপভোগ করুন সুগন্ধা বা লাবনী পয়েন্টে। কক্সবাজারে সূর্যাস্ত উপভোগের জন্য ইনানী ও লাবনী পয়েন্ট বেস্ট জায়গা।

** হাতে সময় বেশি থাকলে চট্টগ্রামে ১ রাত থেকে পতেঙ্গা ও নেভাল দেখতে পারেন। যা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে খুব নিকটেই।

** কক্সবাজারে রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড বাংলাদেশের একমাত্র ও আন্তর্জাতিক মানের ফিস মিউজিয়াম। প্রবেশ ফি জনপ্রতি ৩০০ টাকা। ২ ঘন্টা সময় নিয়ে এটাও দেখতে পারেন।

** সী পার্ল ওয়াটার পার্ক বাংলাদেশের সর্ববৃহৎ ওয়াটার পার্ক। রাইডগুলোও চমৎকার। ইউটিউবে এর ভিডিও দেখে পছন্দ হলে কোনভাবেই মিছ করবেন না।

কেনাকাটাঃ

বাজারঘাট। কলাতলী থেকে ১০ টাকা অটো ভাড়া।

আচার, সাবান ও অন্যান্য জিনিস এখানে পাইকারি দরে কিনতে পারবেন। বীচে যে জিনিস ১০ টাকা এখানে তা ৪/৫ টাকা।
RM Papul ভাই এর পাতা থেকে।

17/09/2020

করোনা মহামারিতে প্রায় ছয় মাস বন্ধ থাকার পর আগামী ২১ সেপ্টেম্বর ঢাকা থেকে সৌদির জেদ্দা, রিয়াদ ও দাম্মামে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বাংলাদেশ সহ ২৫ টি দেশের জন্য খুলে দেওয়া হচ্ছে সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা। তবে এই তালিকায় নেই ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা স...
03/09/2020

বাংলাদেশ সহ ২৫ টি দেশের জন্য খুলে দেওয়া হচ্ছে সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা। তবে এই তালিকায় নেই ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশ। গতকাল সৌদি এয়ার লাইন্স এই ২৫ টি দেশের জন্য ৭ টি শর্ত ও গাইডলাইন উল্লেখকরে নোটিশ দিয়েছে।

লিংক:https://www.saudia.com/before-flying/travel-information/travel-requirements-by-international-stations

If you are flying to The Kingdom of Saudi Arabia, you are kindly requested by health authorities in Saudi Arabia to follow health guidance below to keep you protected when you travel with SAUDIA.

17/08/2020

🇧🇩✈🇦🇪 বিশেষ সতর্কবার্তা 🇧🇩✈🇦🇪

সংযুক্ত আরব আমিরাতে থেকে দেশে ছুটিতে যাওয়া প্রবাসীরা, আপনারা টিকিট বুক করার আগে চেক করে নিন আপনি আসতে পারবেন কিনা। এটা চেক করা খুব সহজ। আপনি নিজেই পারবেন মোবাইল দিয়ে, আর না পারলে নিজস্ব কাউকে দিয়ে অবশ্যই করিয়ে নিতে হবে। না হলে হয়তো এয়ারপোর্টে ঝামেলা হবে।
১ম লিংকে ক্লিক করুন https://uaeentry.ica.gov.ae.
এরপর মাত্র ৫টি সহজ ধাপ অনুসরন করুন।
১. প্রথমে আপনার ইউএই আইডি নাম্বার টি দিন
২. আপনার পাসপোর্ট নাম্বার দিন
৩. পাসপোর্ট টাইপ অপশনে ordinary passport অপশনে ক্লিক করুন।
৪. ন্যাশনালিটি বাংলাদেশ দিন।
৫. I'm not a robot অপশনে টিক চিহ্ন দিন এরপর চেক অপশনে ক্লিক করুন।
ব্যাস আপনার কাজ শেষ। এখন যদি লাল কালিতে লেখা দেখেন
❌ Dear valued customer:
We will considere the possibility of rescheduling your trave date after 60 days in order to preserve your safety, we thank and appreciate your understanding.
এরকম লিখেছে তাহলে আপনি আসতে পারবেন না। আপনার ছুটি ছয় মাসের কম বেশী যত দিনই হোক আপনি আপাততো আসতে পারবেন না.কিছুদিন অপেক্ষা করতে হবে।
আর যদি দেখেন সবুজ কালিতে লিখেছে
✅ Dear valued customer:
You fulfil the requirement to enter the country and you can proceed with the completion of your travel procedure, wishing you continued health and wellness.
তখন আপনি আপনার টিকিট বুকিং দিবেন এর আগে নয়।এখন পর্যন্ত এই নিয়ম চালু আছে,কখন এই নিয়ম পরিবর্তন হয় ঠিক নেই।

28/07/2020

|| বিদেশগামী করোনা টেস্ট করার নিয়মাবলী ||

বহুদিন পর আন্তর্জাতিক বিমান খুলে দেয়ার পর অনেকেই দেশের বাহিরে যাওয়ার কথা ভাবছেন। কিন্তু সে ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে করোনা টেস্ট করে তার রিপোর্ট নিয়ে তবেই যেতে পারবেন। আমি কতগুলো কমন প্রশ্নের উত্তর দিচ্ছি।

১) আমি কবে টেস্ট করাব???
উত্তরঃ আপনার যে সময় ঢাকা থেকে ফ্লাইট ছাড়বে তার পূর্বের ৭২ ঘন্টার মধ্যে। সহজ হিসাব এরকম।
- মনে করুন আপনি আজ সকালে স্যাম্পল দিয়েছেন।
- আগামিকাল বিকালে আপনি রিপোর্ট পাবেন।
- পরশুদিন আপনার ফ্লাইট থাকবে।
এই রকম সময় মিলিয়ে চলে আসবেন। তাহলে ৭২ ঘন্টার ঝামেলায় পরবেন না।

২) টেস্ট কোথায় করাব?
উত্তরঃ DNCC করোনা আইসোলেশন সেন্টার,মহাখালী, ঢাকা (মহাখালী বাস স্ট্যান্ড সংলগ্ন)।

৩) টেস্ট করাতে কি কি জিনিস লাগবে?
উত্তরঃ ৩ টি জিনিস
- আপনার পাসপোর্ট এর ফটোকপি
- আপনার এয়ার টিকেটের কপি
- ৩,৫৩৫ টাকা

৪) কখন টেস্ট করাতে আসব?
উত্তরঃ প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ২ টা।

৫) রিপোর্ট কখন পাব?
উত্তরঃ যেদিন স্যাম্পল দিবেন তার পরের দিন দুপুর
২ টা থেকে ৪ টা।

৬) শুক্রবার, ঈদের দিন বা অন্য সরকারি ছুটির দিন খোলা থাকবে?
উত্তরঃ সপ্তাহ ৭ দিনই খোলা থাকবে। কোন প্রকার ছুটিতে বন্ধ থাকবেনা।

৭) পূর্বে এপয়েনমেন্ট দিতে হবে?
উত্তরঃ না। নির্দিষ্ট সময় হিসেব করে সকালে চলে আসবেন। পূর্বে এপয়েনমেন্ট দেয়ার কিছু নেই।

৮) টাকা কি আগে থেকে রকেট করতে হবে?
উত্তরঃ না। ক্যাশ নিয়ে আসলেই হবে। ভিতরে রকেটের এজেন্ট আছে। তারা করে দেবে।

৯) আমার বাচ্চা আছে, আমার মা বয়স্ক। যেয়ে কি অনেকক্ষণ তাদের বসে থাকতে হবে?
উত্তরঃ না। তাদের লাইনে আগে দেয়া হয় যাতে কষ্ট কম হয়।

১০) বাসায় থেকে স্যাম্পল নেয়া হয় কি না?
উত্তরঃ না। আপনাকে এসেই স্যাম্পল দিয়ে যেতে হবে।

১১) রিপোর্ট কোথায় পাব?
উত্তরঃ ২ ভাবে পেতে পারেন।
- DNCC করোনা আইসোলেশন সেন্টারে নির্দিষ্ট দিনে দুপুর ২-৪ টা পর্যন্ত রিপোর্ট দেয়া হবে।
- covid19reports.dghs.gov.bd এই ওয়েব পেজে দুপুর ২ টার পর আপনার প্রদত্ত মোবাইল নম্বর দিয়ে পেয়ে যাবেন। শুধু প্রিন্ট করে এয়ারপোর্টে নিয়ে যাবেন।
যেটাতে আপনার সুবিধা।

১২) রিপোর্টে নামের বানান ভুল আসছে, তাহলে কি রিপোর্ট ভুল?
উত্তরঃ না। রিপোর্ট ঠিক আছে। এটা অপারেটরের টাইপিং এ ভুল। আপনার পাসপোর্ট নাম্বার আপনার পরিচয় বহন করে।

১৩) রিপোর্টে কোন ধরনের ভুল থাকলে আমি কি করব?
উত্তরঃ রিপোর্ট নিয়ে DNCC আইসোলেশন সেন্টার এ চলে আসবেন। এখানে correction রুম আছে। আপনাকে দ্রুত কারেকশন করে দেবে।

১২) আমার রিপোর্ট করোনা পসেটিভ এসেছে। এখন কি করব?
উত্তরঃ আপনি ফ্লাইট চেঞ্জ করবেন। যদি চেঞ্জ না করা যায় তাহলে আপনার টাকা টা নষ্ট হবে। এখানে কিছুই করার নেই।

১৩) আমি নেগেটিভ হয়ে গেছি কিনা সেটা দেখার জন্য ১৪ দিন পর কি এখানে আবার টেস্ট করতে পারব কিনা?
উত্তরঃ না। আপনার এটা অন্য কোন হাসপাতাল থেকে করতে হবে। সেখানে নেগেটিভ আসলে আবার এয়ারটিকেট কাটলে তারপর আপনি পূর্বের নিয়মে DNCC করোনা আইসোলেশন সেন্টারে এসে corona free certificate এর জন্য স্যাম্পল দিবেন।

১৪) আমি কি ল্যাবএইড, স্কয়ার থেকে টেস্ট করায়ে বিদেশ যেতে পারব?
উত্তরঃ না।

১৫) সিরিয়াল কি ভাবে দিব?
উত্তরঃ আগে আসলে আগে পাবেন ভিত্তিতে টোকেন দেয়া হচ্ছে। সেই অনুযায়ী সিরিয়াল পাবেন। বসার ব্যবস্থা আছে। সিরিয়াল ধরে ডাকবে। এটি বাংলাদেশ সেনাবাহিনী মেইনটেইন করছে। কোন ঝামেলা হবেনা।

বিঃ দ্রঃ নিচের ফর্মটি প্রিন্ট করে ফিল আপ করে নিয়ে আসতে পারেন অথবা আইসোলেশন সেন্টারেও ফর্মটি দেয়া হবে। সেখানেও ফিল আপ করতে পারবেন।

সঠিক ও নির্ঝঞ্ঝাট ব্যবস্থা করার জন্য আমি মাননীয় সিভিল সার্জন মহোদয়, ঢাকা; স্বাস্থ্য অধিদপ্তর; বাংলাদেশ সেনাবাহিনী ; সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।

-রাশিদুল ইসলাম জুয়েল, ফ্রিল্যান্স সাংবাদিক ভাইয়ের পাতা থেকে।

https://www.prothomalo.com/bangladesh/article/1670505/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0...
22/07/2020

https://www.prothomalo.com/bangladesh/article/1670505/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE-%E0%A7%A8-%E0%A6%B6%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8

কাতারে করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে কঠোর নিয়মকানুন ধাপে ধাপে শিথিল করা হচ্ছ। দীর্ঘ চার মাস ধরে স্থবির জন...

19/07/2020

সরকারী নির্দেশ অনুযায়ী আগামী ২৩ জুলাই, ২০২০ তারিখ হতে বাংলাদেশ থেকে আকাশ পথে বিদেশ গমনকারীদের জন্য কোভিড পরীক্ষার সনদ বাধ্যতামূলক। সে কারণে বিদেশ গমনেচ্ছু সম্মানিত যাত্রীগণকে সরকার ঘোষিত কোভিড -১৯ পরীক্ষা সংক্রান্ত নিম্নরূপ নির্দেশনাবলী প্রতিপালনের জন্য অনুরোধ করা হলো:

১) যাত্রার ৭২ ঘণ্টার পূর্বে কোন নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার ২৪ ঘন্টা পূর্বে রিপোর্ট ডেলিভারি গ্রহণের ব্যবস্থা করতে হবে।

২) নমুনা প্রদানের সময় পাসপোর্টসহ যাত্রীদের বিমান টিকেট ও পাসপোর্ট উপস্থাপন এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

৩) কোভিড-১৯ পরীক্ষার নিমিত্তে নির্দিষ্টকৃত পরীক্ষাগার যে জেলায় অবস্থিত সে জেলার সিভিল সার্জন অফিসে স্থাপিত পৃথক বুথে তাদের নমুনা প্রদান করবেন।

৪) নমুনা প্রদানের পর থেকে যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি আবশ্যিকভাবে আইসোলেশনে থাকবেন।

৫) বিদেশ যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা সনদ প্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা প্রদানের ক্ষেত্রে ৩৫০০/- টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৪৫০০/- টাকা ফি প্রদান করতে হবে।

৬) নিম্নে বর্নিত ১৬ টি সরকারি হাসপাতাল / প্রতিষ্ঠানে কোভিড টেস্ট করাবেন:

1. (SBMC) Sher E Bangla Medical College, Barisal

2. (BITID) Bangladesh Institute of Tropical & Infectious Diseases, Chattagram

3. (CoxMC) Cox’sbazar Medical College (IEDCR Field Laboratory)

4. (CuMC) Cumilla Medical College, Cumilla

5. (NILMRC) National Institute of Laboratory Medicine & Referral Centre, Dhaka

6. (NPML-IPH) Institute of Public Health, Dhaka

7. (NIPSOM) National Institute of Preventive & Social Medicine, Dhaka

8. Narayanganj 300 Bed Hospital, Narayanganj

9. (KMC) Khulna Medical college, Khulna

10. (KuMC) Kustia Medical College, Kustia

11.(MMC) Mymensingh Medical College, Mymensingh

12. (SZRMC) Shahid Ziaur Rahman Medical College, Bogura

13. (RMC) Rahshahi Medical College, Rajshahi

14. M Abdur Rahim Medical College, Dinajpur

15. (RpMC) Rangpur Medical College, Rangpur

16. (SOMC) Sylhet MAG Osmani Medical College

11/07/2020

নিকলী উপজেলার নিকলী বেড়িবাঁধ পর্যটন কেন্দ্রে ৪০ পর্যটককে সাড়ে ২০ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদাল.....

https://www.aviationnewsbd.com/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87-%e0%a6...
19/06/2020

https://www.aviationnewsbd.com/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/

বাংলাদেশি বিমান সংস্থাগুলো ঢাকা-দুবাই রুটে ফ্লাইট পরিচালনা করতে পারবে। তবে বাংলাদেশের বিমান সংস্থাগুলো কেবল ট্...

https://www.aviationnewsbd.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%...
19/06/2020

https://www.aviationnewsbd.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%ac-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b8/

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সংযুক্ত আরব আমিরাতের ‌‘রেসিডেন্ট কার্ডধারী’ ও নাগরিকদের দুবাইয়ে ফেরত নিতে বিশেষ ফ্ল....

https://www.deshebideshe.com/news/details/137955
11/05/2020

https://www.deshebideshe.com/news/details/137955

পানতুমাই বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম। পানতুমাই সিলেট জেলার পশ্চিম জাফলং ইউনিয়নের একটি গ্রাম যা ভারত সীমান্ত...

06/05/2020

**✈️✈️ কত তারিখ পর্যন্ত কোন কোন এয়ারলাইন্স স্থগিত...✈️✈ ️
১) ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ ৩০ ই জুন পর্যন্ত স্থগিত।
২) চায়না সাউদার্ন এয়ারওয়েজ প্রতি সপ্তাহ একটা ফ্লাইট পরিচালনা করছে ।
৩) সৌদিয়া এয়ারলাইন্স ৩১ ই মে পর্যন্ত স্থগিত
৪) এমিরেটস এয়ারলাইন্স ৩০ ই জুন পর্যন্ত স্থগিত।
৫) গালফ এয়ার ১৫ ই মে পর্যন্ত স্থগিত।
৬) হিমালয় এয়ারলাইন্স ১৫ ই মে পর্যন্ত স্থগিত।
৭) কুয়েত এয়ারওয়েজ ৩০ ই জুন পর্যন্ত স্থগিত।
৮) মালয়েশিয়া এয়ারলাইন্স ৩০ ই জুন পর্যন্ত স্থগিত।
৯) থাই এয়ারওয়েজ ৩১ ই মে পর্যন্ত স্থগিত ।
১০) চায়না ইস্টার্ন এখনো কোন সিদ্ধান্ত নেয়নি (কবে পরিচালনা করবে) ।
১১) ইন্ডিগো এখনো কোন সিদ্ধান্ত নেয়নি (কবে পরিচালনা করবে) ।
১২) মালিন্দো ৩০ ই অগাস্ট পর্যন্ত স্থগিত।
১৩) স্ক্যান্ডিনেভিয়ান এয়ারওয়েজ আয়ারল্যান্ড ৩০ ই অগাস্ট পর্যন্ত স্থগিত।
১৪) কাতার এরারওয়েজ পরবর্তী ঘোষণা পর্যন্ত।
১৫) সিঙ্গাপুর এয়ারলাইন্স ৩০ ই মে পর্যন্ত স্থগিত।
১৬) এরাবিয়ান এয়ারলাইন্স এখনো কোন সিদ্ধান্ত নেয়নি (কবে পরিচালনা করবে)।
১৭) থাই এয়ারওয়েজ ৩১ ই মে পর্যন্ত স্থগিত।
১৮) টার্কিশ এয়ারলাইন্স ২৭ ই মে পর্যন্ত স্থগিত।
১৯) শ্রীলঙ্কার এয়ারলাইন্স ১৫ ই মে পর্যন্ত স্থগিত।
২০) জাজিরা এয়ারওয়েজে ফ্লাইট পরিচালনা সংক্রান্ত কোনও ঘোষণা নেই ।

18/03/2020

কক্সবাজার, পতেঙ্গা, থানচি ও রোয়াংছড়িতে পর্যটক নিষিদ্ধ করা হয়েছে৷ আগামীকাল থেকে ট্যুরিস্ট পাওয়া গেলে ফাইন করা হবে।

19/02/2020

কিছু অসাধারণ ভালো অভ্যাস যা তোমাকে করে তুলবে আলাদা!

ইন্টারনেটের বদৌলতে গোল্লায় যাচ্ছে প্রজন্ম! এই হলো আমাদের অভিভাবকদের অভিযোগ। সত্যিই কি তাই? ইন্টারনেটে কি ভালো বলতে কিছুই নেই? তা তোমাদেরও কি এরকমটাই মনে হয়? যে তোমাদের গোল্লায় যাওয়ার পেছনে কলকাঠি ইন্টারনেটই নাড়ে। ইন্টারনেট হলো অজস্র তথ্যের গভীর সমুদ্র। কী নেই সেখানে? জ্ঞান-বিজ্ঞান, ইতিহাস, স্কিল, পড়াশোনা আর বিনোদনের অজস্র জিনিসে ভরপুর ইন্টারনেটের জগত। এত এত ভালোকে বাদ দিয়ে কেবল এর খারাপ দিকগুলোকে প্রাধান্য দেওয়াটা কি ঠিক বলো?

আজ তোমাদের সাথে শেয়ার করবো ইন্টারনেট থেকে শেখা বেশ কিছু জীবনমুখী শিক্ষা, যেগুলো আমাদের আজীবন কাজে লাগবে।

১) শোনো বোঝার জন্যে, তর্ক করার জন্যে নয়।
আমাদের অনেকেরই একটা স্বভাবজাত বদঅভ্যাস হলো আমরা মানুষের সাথে কথা বলার সময় কথা শুনি জবাব দেওয়ার বা তর্ক করার জন্যে। অথচ শোনার প্রথম ও প্রধান উদ্দেশ্য হওয়া উচিৎ বোঝা, জানা। কিন্তু সেটা না করে আমরা শুনি হলো তর্ক করার জন্যে। এই অভ্যাসটা ত্যাগ করা উচিৎ।

২) খাবার টেবিলে মোবাইল ফোন নয়।
কর্মব্যস্ত এ যুগে পরিবারকে দেওয়ার মতো সময় আমাদের নেই বললেই চলে। পরিবারের সবার সাথে একসাথে খাওয়ার সুযোগও খুব একটা হয় না আমাদের। আর হলেও খাবার টেবিলে বসে মুঠোফোনের মুঠোতেই আটকে থাকে আমাদের মনোযোগ। এখন থেকে খাবার টেবিলে যাবার সময় মোবাইল ফোন রেখে যাবে। খাবার সময়টা হোক শুধুই পরিবারের।

৩) নিজের মুখের একটা ক্যারিক্যাচার আঁকিয়ে ফেলো।
কেন? আমাদের প্রত্যেকের চেহারারই একটা বিশেষত্ব আছে। আর সেটা ক্যারিক্যাচারে বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়। আমার ক্ষেত্রে যেমন আমার হাসি। ক্যারিক্যাচারে সেটা ইয়া বড় করে আঁকা হয়।

৪) এস এম এস করে কোনো প্ল্যান ক্যানসেল করো না।
কারও সাথে কোথাও দেখা করার বা খেতে যাবার প্ল্যান আগে থেকে করা থাকলে সেটা কখনও মেসেজ করে ক্যান্সেল করো না। যে মানুষটা তোমার জন্যে আলাদা করে সময় বের করে রেখেছিল, তার অন্তত বিনিময়ে তোমার কাছ থেকে একটা ফোনকল পাওনা।

৫) স্পেশাল ইভেন্টের আগে চুল কাটবে না।
চুল কাটা হলে চেহারার সাথে সেটাকে মানিয়ে যেতে অন্তত কিছুদিন সময় দিতে হয়। হুট করে কোনো স্পেশাল ইভেন্টের আগে চুল কাটা হলে দেখতে বেশ অদ্ভুত লাগে।

৬) বাসের সিটটা এমন কারও জন্যে ছেড়ে দাও যার ওটা তোমার চাইতে বেশি প্রয়োজন।
গণপরিবহণে বেশিরভাগ সময়ই আসনসংকটের কারণে বাদুড়ঝোলা হয়েই আমাদের গন্তব্য পর্যন্ত যেতে হয়। তবু কেউ যখন আসন পেয়ে যায় তখন সেটা অন্য কারও জন্যে ছেড়ে দেবার কথা ভুল করেও ভাবে না। তোমার বাসের আসনটা এমন কারও জন্যে ছেড়ে দাও যার ওই আসনটা তোমার থেকে বেশি প্রয়োজন। তুমি বসে আছো অথচ তোমার সামনে একজন বয়স্ক মহিলা বাদুড়ঝোলা হয়ে যাচ্ছেন সেটা দেখতে ভালো লাগবে?

৭) নতুন কোনো আসরে নিজেকে চমৎকার ভাবে উপস্থাপন করতে চাও?
তাহলে শিখে রাখতে পারো কিছু জোকস, যাতে করে সেখানে সবার সামনে নিজেকে আলাদা করে তুলে ধরতে পারো। মনে রেখো, First Impression matters the most. তাই, নতুন জায়গায় নিজের First impression টাকে বেটার করতে নিজের পকেটে কিছু জোকস রেডি রেখো।

৮) আমরা অনেকেই মানুষের খাওয়ার কিংবা ঘুমের বা হাই তোলার অথবা হাঁচি দেওয়ার মতো মুহূর্তের ছবি অনুমতি না নিয়েই তুলে ফেলি। ব্যাপারটা ছবি তোলার মধ্যেই সীমাবদ্ধ থাকলেও না হয় মানা যেত। সেসব ছবি ছড়িয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এই জিনিসটা থেকে আমাদের বিরত থাকা উচিৎ। মানুষের ব্যক্তিগত বিষয়গুলোকে সম্মান করো।

৯) আমাদের অনেকেরই মানুষকে তার দুর্বলতার ওপর ভিত্তি করে তাকে হেয় করার বদঅভ্যাস আছে। আজকে যে মানুষটাকে তুমি মঞ্চে উঠে ঠিক করে কথা বলতে পারছে না বলে ছি! ছি! করছো, সেই একই মানুষটার মতো অবস্থা কিন্তু তোমারও হতে পারে। তাই, কখনও কাউকে হেয় করো না।

১০) আমাদের অনেকেই ঝগড়া কিংবা তর্কে নিজেদের যুক্তিটাকে প্রতিষ্ঠা করে ফেলতে পারে, গর্বে আর দম্ভে আরও কিছুক্ষণ গজগজ করতে থাকি। অযথা পুরো ব্যাপারটাকে টেনে লম্বা করি। যেটাতে তুমি ইতিমধ্যে জিতে বসে আছো, সেটাকে অযথা টেনে লম্বা করে কী লাভ? তাই, তর্কে জিতে যাবার পর আর প্রসঙ্গকে প্রসারিত করো না।

১১) সবসময় সবাইকে সব ভালো কাজের জন্যে কৃতিত্ব দেবে। মনে রেখো, সফলতার কৃতিত্ব সকলের, ব্যর্থতার দায়ভার কেবলই নিজের। তাই এখন থেকে মানুষজনকে ভালো কাজের কৃতিত্ব দিতে অভ্যাস করো, আর ভুল-ভ্রান্তির দায়গুলো নিজে নিতে শেখো।

১২) তুমি যদি কখনও কারও কাছ থেকে টাকা ধার করে থাকো তাহলে সেটা পরিশোধ করাটা তোমারই দায়িত্ব। অপরপক্ষের স্বভাবতই বারবার টাকার জন্যে তাগাদা দিতে অস্বস্তি হবে। টাকাটা যেহেতু তুমি নিয়েছ সেহেতু সময় বাড়াতে হলে তোমারই উচিৎ তাকে ফোন করে ব্যাপারটা জানানো। ধার পরিশোধ করা তোমার কর্তব্য।

১৩) আমাদের সবার কাছেই একখানা লুকায়িত হাতিয়ার রয়েছে যেটা দিয়ে আমরা সবাইকে আপন করে নিতে পারি আবার প্রয়োজনে কাউকে ঘায়েলও করতে পারি। ঠিক ধরেছো। হাসির কথা বলছি। সবসময় হাসো। মন-প্রাণখুলে হাসো। হাসি সংক্রামক। তোমার হাসি ছড়িয়ে যাবে তোমার আশেপাশে! তাই, সবসময় হাসো।

১৪) নিজের ভুল মন থেকে স্বীকার করে ক্ষমা চাওয়া আর সত্যি সত্যি মন থেকে ক্ষমা করে দেওয়া হলো পৃথিবীতে সবচেয়ে কঠিন আবার একইসাথে সবচেয়ে সুন্দর দুটো কাজ। ক্ষমা একটা অমায়িক আর মহান ব্যক্তিত্বের পরিচায়ক। নিজের ভুলের জন্যে ক্ষমা চাইতে আর অন্যের ভুলের জন্যে ক্ষমা করতে কখনও দ্বিধা করবে না। ক্ষমা চাইবে, ক্ষমা করবে!

১৫) রান্না হলো গিয়ে একটা বিরাট বড় লাইফ স্কিল। রান্না জানা মানুষগুলোকে কখনও হোস্টেল লাইফ কিংবা প্রবাসে গিয়ে ঝামেলায় পড়তে হয় না। তাই অন্তত একটা হলেও রান্না শিখে ফেলো। বলা যায় না, কখন কাজে লেগে যায়!

১৬) অপরিচিত কাউকে ফোন করার আদবকায়দা নিয়ে তো আগেই অন্য আরেকটা লেখায় কথা বলেছি। একটা ব্যাপার ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। রাত ৯ টার পর আর সকাল ৯ টার আগে ভুল করেও প্রয়োজন ছাড়া কোনো অপরিচিত কাউকে ফোন করবে না। এটা বিরক্তির উদ্রেক ঘটায়।

১৭) আমরা অনেক সময় কর্তব্যরত ট্রাফিক পুলিশ, গার্ডের ওপর রেগে যাই। “এখনই কেন সিগন্যালটা দিতে হলো?” “কেন আমাকে লাইনে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো?”- এরকম অসংখ্য অভিযোগ তাদের বিরুদ্ধে আমাদের। অথচ আমরা আসলে ভুলে যাই এই মানুষগুলো তাদের ওপর ন্যস্ত দায়িত্বটুকুই পালন করছে, ওরা যা করছে সেগুলো ইচ্ছাকৃত নয়। তাই কর্তব্যরত কারও ওপর বিরক্ত হয়ে কখনও তাদের সাথে খারাপ ব্যবহার করবে না।

১৮) যুগ ডিজিটাল, আমাদের কাজকর্ম ডিজিটাল। আর সব ডিজিটালের চক্করে পড়ে আমাদের জীবনও হয়ে গেছে যান্ত্রিক। বছরে অন্তত একটা দিন এই ডিজিটাল দুনিয়া থেকে ছুটি নাও। মুঠোফোন কিংবা ডেস্কটপের চৌকো জগতের বাইরেও একটা বর্ণিল জগত আছে। সেটা উপলব্ধি করার চেষ্টা করো। দেখবে শান্তি পাবে।

১৯) জীবনে চলার জন্যে শিখে ফেলো তিনটি লাইফ স্কিল। সাঁতার কাটা, গাড়ি চালানো আর সাইকেল চালানো এই তিনটি লাইফ স্কিল জানা থাকলে তুমি এগিয়ে থাকবে অনেকের চেয়ে। আর তোমার জীবনটাও হবে তুলনামূলকভাবে অনেক সহজ।

২০) তোমার জন্মদিন তুমি বাদে আর যার কাছে জীবনের সবচেয়ে বিশেষ দিন সেটা কি জানো? ঠিক ধরেছো। তোমার মায়ের কাছে তোমার জন্মদিনটা তাঁর জীবনের সবচেয়ে বিশেষ দিন। নিজের জন্মদিনে তাই বন্ধুদের সাথে ঘোরাঘুরি আর আড্ডার ফাঁক থেকে কিছুটা সময় বাঁচিয়ে নিজের মায়ের জন্যে রেখো। তোমার জন্মদিনে তোমার মাকে সময় দাও।

২১) ছোটখাটো সমস্যার সমাধান করতে শেখো নিজেই। ছোটখাটো সমস্যা বলতে, বাল্ব লাগানো কিংবা খোলা, মেইন সুইচ চেকিং এর মতো ব্যাপারস্যাপার আর কী। ইলেক্ট্রিসিটি আর গ্যাসের তো ভরসা নেই। ধুপধাপ গণ্ডগোল পাকিয়ে বিপদে ফেলায় এরা আবার বেশ পটু।

দেখলে তো, ইন্টারনেট থেকেই কতগুলো লাইফ হ্যাক শিখে গেলে। এরপর থেকে বাবা-মা যখন তোমার গোল্লায় যাওয়ার অপরাধে ইন্টারনেটকে আসামী বানাবে তখন এইরকম কয়েকটা ট্রিক কাজে লাগিয়ে দেখিয়ে দিও।

নেভার স্টপ লার্নিং (বেস্টসেলার | ২০১৮)
- আয়মান সাদিক

Address

Baduruzzaman Bhuiyan Market, Itakhola
Narsingdi
1600

Telephone

+8801712219687

Website

Alerts

Be the first to know and let us send you an email when JM Tours & Travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JM Tours & Travel:

Share

Category