Mokka Air Travels

Mokka Air Travels বিশ্বের যে কোন দেশের
বিমানের নতুন টিকেট কাটা হয়।�
(3)

03/01/2024

ভায়া নয় সরাসরি দ্রুত ও সাশ্রয়ীমূল্যে যেকোন বিমানের তারিখ পরিবর্তন করতে আমাদের সাথে যোগাযোগ করুন।

✈️ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (𝐁𝐆)
✈ এয়ার এশিয়া (AK)
✈️ মালিন্দো এয়ার )OD)
✈️ কাতার এয়ারওয়েজ (𝐐𝐑)
✈️ এয়ার এরাবিয়া (𝐆𝟗)
✈️ জাজিরা এয়ারওয়েজ (J9)
✈️ সৌদিয়া এয়ারলাইন্স (𝐒𝐕)
✈️ এমিরেটস এয়ারলাইন্স (𝐄𝐊)
✈️ ইউএস-বাংলা এয়ারলাইন্স (𝐁𝐒)
✈️ কুয়েত এয়ারওয়েজে (𝐊𝐔)
✈️মালদ্বীপ এয়ারলাইন্স (Q2)
✈️ মালাইশিয়া এয়ারলাইন্স (MH)

*** 01786-592810**
Whataspp

21/12/2023
17/12/2023

#নোটিশ : বিমানের সকল ফ্লাইট আবহাওয়া পরিবর্তনের কারণে টাইম সিডিউল চেঞ্জ করা হচ্ছে....
আপনার সকল বিমানের ফ্লাইটগুলো ফ্লাইটের 48 ঘন্টা আগে চেক করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল..

Everyone
16/12/2023

Everyone

14/12/2023

খুব তাড়াতাড়ি আপনার স্বপ্ন পূরণ হবে, শুধুমাত্র আল্লাহর উপর ভরসা রাখুন !🤲

❤️ইনশাআল্লাহ্.!❤️

13/12/2023

চোখ ভিজে গেলো.…….❤️❤️
রাসুল (সাঃ) এর প্রিয়তমা স্ত্রী খাদিজা (রাঃ) মারা যাওয়ার আগে রাসুল (সাঃ) এর দুটো হাত ধরে বললেন....

আমাকে কথা দিন,,, আপনার গায়ের জোব্বা দিয়ে আমার কাফনের কাপড় বানাবেন আর নিজ হতে আমাকে কবরে নামিয়ে দিয়ে আমার সওয়াল-জবাব শেষ না হওয়া পর্যন্ত আপনি কবরের পাশেই থাকবেন। আমাকে একা ফেলে যাবেন না। রাসুল (সাঃ) অশ্রুসিক্ত নয়নে বললেন,
" হে আমার প্রিয়তমা স্ত্রী, আমি কথা দিচ্ছি... "।
খাদিজা (রাঃ) শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।

গোসল, জানাজা শেষ করে রাসুল (সাঃ) তাঁর প্রিয়তমা স্ত্রীকে নিজেই কবরে শুইয়ে দিলেন এবং কবরের পাশে অশ্রুজল চোখে কবরের পাশে দাড়িয়ে রইলেন। হাবীবের এমন বিমর্ষ মানসিক অবস্থা দেখে মহান আল্লাহ ফেরেস্তা জিবরাইল (আঃ) কে পাঠালেন।

জিবরাইল (আঃ) এসে সালাম দিয়ে জানতে চাইলেন, হে আল্লাহর রাসুল আপনি এভাবে আপনার স্ত্রীর কবরের পাশে এভাবে দাড়িয়ে আছেন কেন? রাসুল (সাঃ) বললেন, " হে জিবরাইল, আমি প্রিয়তমা স্ত্রীকে কথা দিয়েছি তাঁর সওয়াল-জবাব শেষ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে নড়বো না।

জিবরাইল (আঃ) বললেন, হে আল্লাহর রাসুল, আপনি জেনে রাখুন আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন, খাদিজা (রাঃ) কে করা মুনকার-নাকীর এর সওয়ালের জওয়াব আল্লাহ আরশে আজীম থেকে নিজেই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ :-')❤️❤️❤️

এই সেই খাদিজা (রাঃ), যাকে মহান আল্লাহ সালাম দিয়েছেন। যেখানে তিঁনিই কবরের সওয়াল-জবাবকে ভয় পেয়েছেন। সেখানেই আমরা যেন চিন্তাই করিনা কবরের জীবন নিয়ে। আল্লাহ আকবর। :-'(

খাদিজা (রাঃ) এর মৃত্যুর পর প্রায় প্রতি রাতেই আয়েশা (রাঃ) এর ঘুম ভেঙে গেলে, উঠে এসে দেখতেন রাসুল (সাঃ) কান্নারত অবস্থায় আল্লাহর কাছে মিনতি করছেন,
হে আল্লাহ! যখন শেষ বিচারের দিন ছেলে বাবাকে চিনবে না,বাবা ছেলেকে চিনবে না,স্বামী স্ত্রীকে আর স্ত্রী স্বামীর চেহারা দেখে বিস্তৃত হবে তখন যেনো আমি আমার প্রিয়তমা স্ত্রী খাদিজাকে চিনতে পারি এবং তাঁকে দেখে
যেন বিস্তৃত না হই।

খাদিজা (রাঃ) গোশত খেতে পছন্দ করতেন।
যদিও খুব কম সুযোগ হতো।কিন্তু কখনো হঠাৎ কোন উট, দুম্বা কিংবা খাসির গোশতের ব্যবস্থা হতো,তিনি তৃপ্তি করে খেতেন। উনার মৃত্যুর পর রাসুল (সাঃ) যখনি কোন গোশত হাদিয়া পেতেন কিংবা কোনোদিন হঠাৎ কোন
পশু জবাই হতো, তখন রাসুল (সাঃ) খুব যত্নে এক ভাগ মাংস সরিয়ে রাখতেন।

সেটা একটা পোটলায় ভরে মদীনার রাস্তায় চোখ মুছতে মুছতে হাটঁতেন, প্রিয়তমা খাদিজা (রাঃ) এর কোন পুরনো বান্ধবীর দেখা পান কিনা,,, সেই আশায়। কোনো বান্ধবীকে দেখলে, পোটলাটা দিতেন।
আল্লাহ সকল হালাল সম্পর্কের বারাকাহ দান করুক।
প্রত্যেক সংসারকে আল্লাহ ভালবাসা এবং স্নেহের আঁচলে আবৃত করুক....আমীন।

 #মজিদ_চাচার_ফ্লাইট_সন্ধ্যা ৭টায়, সৌদি আরব যাবেন । তিনি বিমানববন্দরে ঢুকলেন পৌনে ৭ টায়। তিনি ভেবেছেন বাসের কাউন্টারের মত...
13/12/2023

#মজিদ_চাচার_ফ্লাইট_সন্ধ্যা ৭টায়, সৌদি আরব যাবেন । তিনি বিমানববন্দরে ঢুকলেন পৌনে ৭ টায়। তিনি ভেবেছেন বাসের কাউন্টারের মতো ১০/১৫ মিনিট আগে গেলেই বিমানে উঠে বসতে পারবেন। ‍কিন্তু তিনি তা পারলেন না।

মক্কা এয়ার ট্রাভেলসের পরামর্শ

** বাড়ি থেকে আপনার পাসপোর্ট, টিকিটসহ ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস চেক করে নিন।

** যানজটের বিষয়টি মাথায় রেখে হাতে সময় নিয়ে যাত্রা করুন।

** ফ্লাইটের ৩ ঘন্টার আগে বিমানবন্দরে উপস্থিত হোন।

** চেক ইন কাউন্টার খুঁজে পেতে বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন।

** বিমানবন্দরের ভেতরে প্রবেশ করে আপনার নির্ধারিত এয়ারলাইনে চেক ইন সম্পন্ন করুন।

** ফ্লাইটের ১ ঘন্টা আগে এয়ারলাইনের বোর্ডিং কাউন্টার বন্ধ হয়ে যায়। এরপর আসলে আপনি আর চেক ইন করতে পারবেন না।

** চেক ইন করার সময় যে কয়টি লাগেজ জমা দিবেন, ততটি লাগেজ ট্যাগ বুঝে নিন।

** পাসপোর্ট, বোর্ডিং কার্ড, লাগেজ ট্যাগ বুঝে নিয়ে চেক ইন কাউন্টার ত্যাগ করুন।

** চেকইন সম্পন্ন করার পর অযথা ঘোরাফেরা না করে ইমিগ্রেশন সম্পন্ন করুন।

** ইমিগ্রেশন করা পর পুনরায় বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন। আপনার বোর্ডিং কার্ডে অথবা মনিটরে প্রদর্শিত গেট ব্যবহার করে উড়োজাহাজে উঠুন।

** আপনার বোর্ডিং কার্ডে লেখা নির্ধারিত সিটে বসুন। খালি থাকলেও অন্য সিটে বসবেন না।

12/12/2023

তুমি"সাজো"আল্লাহর"জন্য" °আল্লাহ" জান্নাত "সাজাবে" তোমার জন্য° ♡🥰 আলহামদুলিল্লাহ 🌸

🕋 আমাদের ওমরাহ প্যাকেজে দ্রুত বুকিং দিয়ে আপনার ভ্রমণ নিশ্চিত করুন  🇧🇩 🇸🇦 🇧🇩      1️⃣ ⌚ জানুয়ারী  ২০২৩ প্যাকেজ : 📋 ৩ মাস...
11/12/2023

🕋 আমাদের ওমরাহ প্যাকেজে দ্রুত বুকিং দিয়ে আপনার ভ্রমণ নিশ্চিত করুন 🇧🇩 🇸🇦 🇧🇩

1️⃣
⌚ জানুয়ারী ২০২৩ প্যাকেজ :
📋 ৩ মাসের ওমরাহ ভিসা
🏢 ৪/৫ জনের জন্য এক রুম
🥗 ৩ বেলা রুচিসম্মত বাংলাদেশী খাবার
🚌 এয়ারপোর্ট-মক্কা-মদীনা-জিয়ারাহ বাস সার্ভিস
🏝️ মক্কা ও মদীনার দর্শনীয় স্থান জিয়ারাহ
🛏️ ১৪ দিন (৭ দিন মক্কা, ৭ দিন মদিনা) অবস্থান
📞☎️
সার্বিক যোগাযোগ :
মক্কা এয়ার ট্রাভেলস
চালাকচর বাজার ব্যাপারী পাড়া মোড়, মনোহরদী,নরসিংদী।
(ইমো/হোয়াটসঅ্যাপ):
📱01786592810

10/12/2023

📣হজ নিবন্ধনের সময় বাড়লো ২১ দিন,
হজে যেতে নিবন্ধন করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত!

10/12/2023

একজন মহিলা আসলেন
মহানবী (সা) এর কাছে...
আর বললেন-"হুজুর
আমাকে পাক করে দিন।"
মহানবী (সা) তাকে জিজ্ঞেস
করলেন-"তুমি কি করেছ?
"মহিলা বললেন-"হুজুর
আমি ব্যভিচার (জিনা/
অবৈধ সম্পর্ক) করেছি।
"মহানবী (সা) বললেন-
"তুমি কি বলছ?
তোমার হুশ ঠিক আছে তো?
"মহিলা বললেন-"হুজুর
আমি সত্যি বলছি।
আমি জিনা করেছি।
এবং গর্ভবতী হয়ে গিয়েছি।
"মহানবী (সা) বললেন-
"তুমি কি এরপূর্বে একজন
সাহাবীর জিনার শাস্তি
মৃত্যুদন্ড দেখনি?
"মহিলা বললেন-"জ্বী হুজুর
আমি জানি।
আপনি আমাকে পাক করে দিন।"
মহানবী (সা) বললেন-"ঠিক
আছে, এখন তুমি গর্ভবতী।
আগে তোমার সন্তান প্রসব কর।
তারপর তোমার বিচার হবে।
"মহিলা চলে গেলেন। তাঁর
পিছনে কোনো প্রহরী কিংবা
পাহারা দেয়া হলনা।
সন্তান প্রসব করার পর
মহিলা ঠিক আবার মহানবী (সা)
এর কাছে আসলেন।
মহিলা বললেন-"হুজুর
আমি সন্তান প্রসব করেছি।
এবার আমাকে পাক
করে দিন।"মহানবী (সা)
বললেন-"তোমার
সন্তান এখনো ছোট।
সে যতদিন স্তন পান
করবে ততদিন
তুমি মুক্ত।"মহিলা চলে গেলেন।
নেই কোনো প্রহরী, নেই কোন
পাহারা।
নেই কারো চাপ।
মহিলা ঠিকই শিশু স্তন
পান করা শেষ করার পর আসলেন।
মহিলা-"হুজুর আমাকে পাক
করে দিন।"তখন মহানবী (সা)
তার শাস্তি ঘোষনা করলেন।
মহিলাকে শাস্তি স্বরুপ
শরীরে কাপড়
পেচিয়ে মাটিতে পুঁতে দেয়া হল।
সকলের পাথর নিক্ষেপে মহিলার
মৃত্যু হল। মহানবী(সা) মহিলার
জন্য আল্লাহর
দরবারে দোয়া করলেন।
উমর (রা) বললেনঃ"ইয়া রাসুলুল্লাহ
আপনি একজন ব্যভিচারীর জন্য
দোয়া করছেন?"মহানবী (সা)
বললেনঃ"সে যে তওবা করেছে
তা ৭০ জন মক্কাবাসীকে যদি
ভাগ করে দেওয়া হয়,
ঐ ৭০ জনের জান্নাত পাওয়ার
জন্যে এ তওবা যথেষ্ট।
"তওবা করুন বিশুদ্ধ তওবা।
(সহীহ মুসলিম শরীফ)
হাদীসটি উল্ল্যেখ আছে-'সহীহ'
মুসলীম, ৬ষ্ঠখন্ড, অধ্যায়- ৩০

08/12/2023

আমি ততক্ষণ পযর্ন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পযর্ন্ত আমার উম্মতের একটি লোকও জাহান্নামে থাকবে। আল্লাহ তা’আলা আমার উম্মত সম্পর্কে আমার সুপারিশ গ্রহন করবেন এবং শেষ পযর্ন্ত জিজ্ঞাসা করবেন, হে মোহাম্মদ (সা:) ! এখন কি আপনি সন্তুষ্ট হয়েছেন ? আমি বলব, হে প্রভু ! আমি সন্তুষ্ট। ___আল হাদীস

06/12/2023

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন-

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
“এমন দু’টি বাক্য আছে যা উচ্চারণ করতে খুবই সহজ, ওজন-দণ্ডের পরিমাপে খুবই ভারী, দয়াময় আল্লাহর নিকট খুবই প্রিয় (বাক্য দু’টি হলো)-

‘সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি

সুবহানাল্লাহিল ‘আযীম’

(অর্থ: মহা পবিত্র আল্লাহ্, তাঁর জন্য সমস্ত প্রশংসা।

মহা পবিত্র আল্লাহ্, তিনি মহামহিম।)”

মুত্তাফাকুন 'আলাইহি, বুখারী: ৬৪০৬, মুসলিম: ২৬৯৪

05/12/2023

নিজের চোখে না দেখে,
নিজের কানে না শুনে ,
অন্যের কথায়
আপন জনকে দোষারোপ কর না ।
মনে রেখ কিছু মানুষ আছে ,
যারা কখনো অন্যের ভাল চায় না ।

05/12/2023

বোধ সম্পন্ন লোকদের জন্যে আল্লাহ অনেক কিছু রেখেছেন এই পৃথিবীতে-

"নিশ্চয় আসমান ও যমীন সৃষ্টিতে এবং রাত্রি ও দিনের আবর্তনে নিদর্শন রয়েছে বোধ সম্পন্ন লোকদের জন্যে। যাঁরা দাঁড়িয়ে, বসে, ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টির বিষযে, (তারা বলে) পরওয়ারদেগার! এসব তুমি অনর্থক সৃষ্টি করনি। সকল পবিত্রতা তোমারই, আমাদিগকে তুমি দোযখের শাস্তি থেকে বাঁচাও।"

সূরা আল ইমরান - ১৯০,১৯১

04/12/2023

যে লোক (ইচ্ছাকৃত) সালাত কাজা করিবে সে যখন আল্লাহ তায়ালার দরবারে হাজির হইবে তখন আল্লাহ তায়ালাকে রাগান্বিত অবস্থায় দেখিবে, অর্থাৎ তাহার হিসাব কড়াকড়ির সাথে আদায় করা হইবে। -আল হাদীস-

03/12/2023

যে ব্যক্তি সালাতে দাঁড়াইয়া এইদিক ঐদিক তাকায়, আল্লাহ তায়ালা তাহার নামাজকে উল্টা দিকে ঠেলিয়া দেন। অর্থাৎ এ ধরনের সালাত আল্লাহ তায়ালা কবুল করেন না।
- আল হাদীস-

03/12/2023

বান্দাহর উপর আল্লাহর অধিকার হলো ,
তারা কেবল তাঁরই আনুগত্য ও দাসত্ব করবে এবং
তাঁর সাথে কোনো অংশীদার বানাবেনা । সহীহ
বুখারী

02/12/2023

এইমাত্র ভূমিকম্প হয়ে গেল
৯:৩৬ মিনিট 😭
আল্লাহতালা সবাইকে হেফাজত রাখুক সুস্থ রাখুক আমিন ।

সুবাহান আল্লাহ ❤️
01/12/2023

সুবাহান আল্লাহ ❤️

01/12/2023

#তুমি যদি পূর্ণভাবে আল্লাহর ওপর ভরসা করো, যেমনটা করা উচিৎ, তাহলে তিনি অবশ্যই তোমার সব প্রয়োজন পূরণ করবেন, যেমনটা তিনি পাখিদের জন্য করেন। তারা ক্ষুধার্ত হয়ে বাসা থেকে বের হয়, কিন্তু ভরা পেট নিয়ে নীড়ে ফেরে

– তিরমিযী-

30/11/2023

বয়ান করছেন হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ দা:বা:

30/11/2023

যার সুন্দরী বউ এবং সুন্দর বিছানা থাকা সত্ত্বেও ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে , আল্লাহ্ তাঁদের দেখে হাসেন।( হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)

 েকে একশো তিন বছর আগে ৩০ নভেম্বর ১৯২০ ইসায়ি।😍😍🥰🥰 #শাইখুল হিন্দ, হজরত মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি-রাহিমাহুল্লাহ ইন্তেক...
30/11/2023

েকে একশো তিন বছর আগে ৩০ নভেম্বর ১৯২০ ইসায়ি।😍😍🥰🥰

#শাইখুল হিন্দ, হজরত মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি-রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছিলেন।
এ উপমহাদেশে শাইখুল হিন্দের মতো মানুষ ও জামে শাখছিয়্যত কম অতিবাহিত হয়েছেন।

কাসিমুল উলুম ওয়াল খাইরাত ইমাম মুহাম্মাদ কাসিম নানোতাবি-রাহিমাহুল্লাহ ও ফকিহুন নাফস ইমামে রাব্বানি মাওলানা রশিদ আহমদ গাঙ্গোহি- রাহিমাহুল্লাহর সব নিসবত ও উলুমকে নিজের মধ্যে ধারণ করেছিলেন তিনি।

আল্লাহ তাআলা তাঁকে শাগরেদদের এমন একটি জামাত দান করেছিলেন, যারা একেকজন একেক উম্মাহ ছিলেন।
হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানবি,
মুফতিয়ে আজম, হজরত মাওলানা মুফতি কেফায়াতুল্লাহ দেহলবি, ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশমিরি,
শাইখুল ইসলাম হজরত মাওলানা হুসাইন আহমদ মাদানি,
শাইখুত তাফসির মাওলানা আহমদ আলী লাহোরি,
শাইখুল ইসলাম মাওলানা শাব্বির আহমাদ উসমানি, মাওলানা সাইয়িদ ফখরুদ্দিন আহমদ মুরাদাবাদি,
আল্লামা ইবরাহিম বলিয়াবি- রাহিমাহুমুল্লাহসহ এই কাফেলায় যে কত বড় বড় মনীষীদের মিলন ঘটেছিল!
উম্মতের মধ্যে এর নজির খুবই কম।

দিলের কথা হলো, আমাদের দেশে শাইখুল হিন্দ রহ. কে নিয়ে যথাযথ চর্চা ও গবেষণা হয়নি। শাইখুল হিন্দের আদর্শ ও দর্শন হতে পারতো আমাদের সামাজিক ও রাজনৈতিক সমস্যার সমাধান।

আল্লাহ তাআলা শাইখুল হিন্দের ইলম, মারেফাত ও চিন্ত, আদর্শকে বাকি রাখুন। উম্মাহর পক্ষ থেকে তাঁকে উত্তম বদলা দান করুন। জান্নাতে তাঁর মাকাম বুলন্দ করুন।

মাও.জহিরুদ্দীন কাসেমী
#মক্কা_এয়ার_ট্রাভেলস

 #ইসলামী_জীবন #পৃথিবীর যেসব দেশে নেই মসজিদ, যেভাবে নামাজ পড়েন মুসলিমরা মো. আলী এরশাদ হোসেন আজাদপৃথিবীর যেসব দেশে নেই মসজ...
29/11/2023

#ইসলামী_জীবন

#পৃথিবীর যেসব দেশে নেই মসজিদ, যেভাবে নামাজ পড়েন মুসলিমরা
মো. আলী এরশাদ হোসেন আজাদ

পৃথিবীর যেসব দেশে নেই মসজিদ, যেভাবে নামাজ পড়েন মুসলিমরা

#যে দেশে মুসলিম আছে, সে দেশে মসজিদ থাকবে, এটাই স্বাভাবিক। মহান আল্লাহ বলেন, ‘অবশ্যই মসজিদগুলো আবাদ রাখা তাদেরই কাজ, যারা আল্লাহর ওপর এবং কিয়ামত দিবসের ওপর বিশ্বাস রাখে, যথানিয়মে নামাজ আদায় করে...।’ (সুরা : তাওবা, আয়াত : ১৮)

বিশ্বের সবচেয়ে বেশি মসজিদ ইন্দোনেশিয়ায়, সংখ্যায় প্রায় আট লাখ। দ্বিতীয় অবস্থানে ভারত, সংখ্যায় তিন লাখ

তৃতীয় অবস্থানে বাংলাদেশ - দুই লাখ ৫০ হাজার ৩৯৯টি (ইফাবা. জরিপ)। পাকিস্তানে মসজিদের সংখ্যা বাংলাদেশের চেয়েও কম। আবার ভারতে অনেক এলাকায় মাইকে আজান ও প্রকাশ্যে গরু জবাইয়ের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে।
পৃথিবীর সর্বত্র মুসলিম থাকলেও কয়েকটি দেশে মসজিদ নেই।

তেমনি একটি দেশ ভুটান! ভুটান এশিয়ার সবচেয়ে সুখী দেশ। আয়তন ৪৬ হাজার ৫০০ বর্গকিলোমিটার। রাজধানী থিম্পু। ভুটানের নামকরণ সংস্কৃত ‘ভূ-উত্থান’ (উচ্চ ভূমি) থেকে।
অন্য মতে, ভুটান এসেছে ভোটস-আন্ত, অর্থাৎ তিব্বতের শেষ সীমানা। স্থলবেষ্টিত দেশ ভুটানের আকার, আকৃতি ও পার্বত্য ভূ-প্রকৃতি সুইজারল্যান্ডের সদৃশ। তাই অনেকে ভুটানকে এশিয়ার সুইজারল্যান্ড বলেন। ভুটানে ৭৪.৮ শতাংশ বজ্রযান বৌদ্ধধর্ম (রাষ্ট্রধর্ম), ২২.৬ হিন্দুধর্ম, ১.৯ বন ও অন্যান্য দেশজ ধর্ম, ০.৫ খ্রিস্টধর্ম, ০.৪ ইসলাম ও ০.২ শতাংশ অন্যান্য। ভুটানে মুসলমানের সংখ্যা প্রায় আট হাজার।
আশার কথা, ২০৩০ সালে এ সংখ্যা দাঁড়াবে ৯ হাজারে।
এখানে মসজিদ স্থাপন ও প্রকাশ্যে নামাজের অনুমতি নেই। কর্তৃপক্ষের আতঙ্ক, মসজিদ প্রতিষ্ঠিত হলে তা সেন্টারে পরিণত হবে এবং ইসলাম প্রচারে ব্যাপক অবদান রাখবে। এতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা ইসলাম গ্রহণ করবেন। তবে ভুটানে মুসলমানের সংখ্যা বৃদ্ধির ফলে এখানে মসজিদ নির্মাণের দাবিও জোরালো হচ্ছে। ভুটানে মুসলমান পর্যটকদেরও নামাজ পড়তে হয় হোটেলে। ভুটানে বাংলাদেশ দূতাবাসে নামাজের ব্যবস্থা আছে। সেখানে #জুমার নামাজও হয়।

মসজিদ নেই এমন তালিকায় স্লোভাকিয়া শীর্ষস্থানীয়। স্লোভাকিয়ায় অন্তত পাঁচ হাজার মুসলিমের বসবাস। মোট জনসংখ্যার প্রায় ০.১ শতাংশ। এখানকার মুসলমানরা বহুবার মসজিদের দাবিতে সোচ্চার হয়েছেন। অথচ ২০১৬ সাল থেকে সেখানে ‘ধর্মীয় পরিচয় নির্দিষ্ট না করার’ একটি আইন বলবৎ হয়েছে।

মসজিদবিহীন আরেকটি দেশ এস্তোনিয়া। সেখানে দেড় হাজারের বেশি মুসলিমের বসবাস। জনসংখ্যার ০.১৪ শতাংশ। এ দেশেও মসজিদ নেই।

মসজিদবিহীন আরেকটি দেশ মোনাকো। এখানেও বিপুলসংখ্যক মুসলিম জনগোষ্ঠীর বসবাস। এটি পশ্চিম ইউরোপের একটি অর্থনৈতিক সমৃদ্ধ দেশ। আয়তন প্রায় ২.০২০ বর্গকিলোমিটার। জনসংখ্যা ৩৭ হাজার ৩০৮-এর মতো। জনসংখ্যার ৮৩ শতাংশ খ্রিস্টান। তিন দিকে ফ্রান্স আর অন্যদিকে ভূমধ্যসাগর। ইতালির খুব কাছাকাছি। মোনাকোতে ১২৫ দেশের মানুষ বসবাস করে। কিন্তু এখানেও মসজিদ নেই। কাজেই ওই সব দেশে ফ্ল্যাট, দোকান, গ্যারেজেই নামাজ আদায় করে মুসলমানরা।

মসজিদবিহীন আরেকটি দেশ ভ্যাটিকান সিটি। এটি পোপের দেশ, ইউরোপিয়ান দেশ ইতালির রোম শহরের মধ্যস্থলে প্রাচীর দিয়ে বেষ্টিত স্বাধীন রাষ্ট্রের নাম ভ্যাটিকান সিটি। ছোট এ দেশটি পাহাড়ের ওপরে অবস্থিত। দেশটির আয়তন মাত্র ০.৪৪ বর্গকিলোমিটার বা ১১০ একর। এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম রাষ্ট্র। এখানকার রাষ্ট্রনেতা হলেন পোপ। ১৯৮৪ সালে জাতিসংঘ ঘোষিত ‘বিশ্ব ঐতিহাসিক স্থান’ এবং খ্রিস্টধর্মের অন্যতম পবিত্র স্থান হিসেবে এটি বিবেচিত হয়। এই দেশে নেই কোনো মুসলমান, নেই কোনো মসজিদ।

মসজিদবিহীন আরেকটি দেশ উরুগুয়ে। উরুগুয়ে দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে অবস্থিত একটি দেশ। খ্রিস্টান অধ্যুষিত উরুগুয়েতে ৯০০ থেকে ১০০০ ইসলাম ধর্মাবলম্বী বাস করে, যা দেশটির মোট জনসংখ্যার ০.০২ শতাংশ। দেশটিতে নেই কোনো মসজিদ। তবে সেখানে তিনটি ইসলামিক সেন্টার আছে। এগুলো হলো- ১. মুসাল্লাহ আল হাজিমি। ২. ইজিপশিয়ান কালচারাল ইসলামিক সেন্টার। ৩. ইসলামিক সেন্টার উরুগুয়ে।
#মক্কা_এয়ার_ট্রাভেলস

28/11/2023

যাদের পাসপোর্ট দীর্ঘদিন
pending for passport
personalization এ আছে,
তাঁরা ইনবক্স করুন।
৫ দিনে প্রিন্ট সাকসেস করে দিতে পারবো। ইনশাআল্লাহ।

28/11/2023

অনুমান ও কুধারণা করা থেকে বিরত থাকো, কেননা অনুমান হলো- বড় মিথ্যা কথা।
-সহিহ বোখারি-

Today's Best Photo ❤️❤️❤️😍😍😍❤️❤️❤️🥰  's Best       🇧🇩🇧🇩             🫶🫶      A
28/11/2023

Today's Best Photo ❤️❤️❤️😍😍😍❤️❤️❤️🥰


's Best



🇧🇩🇧🇩













🫶🫶




A

28/11/2023

শ্রেষ্ঠ কথা চারটি :😍😍😍😍😍😍😍
ক. সুবহানাল্লাহ – আল্লাহ পবিত্র ,
খ. আল হামদুলিল্লাহ – সমস্ত প্রশংসা
আল্লাহর ,
গ. লা – ইলাহা ইল্লাল্লাহ – আল্লাহ ছাড়া কোন
ইলাহ নাই,
ঘ. আল্লাহু আকবর – আল্লাহ মহান।
🇧🇩-সহীহ মুসলিম-🇧🇩

27/11/2023

তোমাদের সন্তানদেরকে সালাতের জন্য আদেশ করিবে যখন তাহারা সাত বৎসর বয়সে পৌঁছিবে। আর যখন তাহারা দশ বৎসর বয়সে পৌঁছিবে তখন (সালাতের জন্য) মারধর করিবে এবং এই বয়স থেকে তাহাদের শুইবার স্থান পৃথক করিয়া দিবে।
- আল হাদিস-

27/11/2023

নিশ্চয় আসমান ও যমীন সৃষ্টিতে এবং রাত্রি ও দিনের আবর্তনে নিদর্শন রয়েছে বোধ সম্পন্ন লোকদের জন্যে। যাঁরা দাঁড়িয়ে, বসে, ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টির বিষয়ে, (তারা বলে) পরওয়ারদেগার! এসব তুমি অনর্থক সৃষ্টি করনি। সকল পবিত্রতা তোমারই, আমাদিগকে তুমি দোযখের শাস্তি থেকে বাঁচাও।"

সূরা আল ইমরান - ১৯০,১৯১

Address

Narsingdi
1650

Alerts

Be the first to know and let us send you an email when Mokka Air Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mokka Air Travels:

Videos

Share

Category