Travel Trip

Travel Trip E-Passport Application
Indian Visa Processing
World wide Visa Processing
World Wide Air Ticket
World

সাবধান!সাবধান!সাবধান!১০ বছরের কানাডার মাল্টিপল এন্ট্রি ভিসা নিয়ে যারা অন্যরকম স্বপ্ন দেখছেন,মূলত তাদের জন্য এই পোস্ট টি ...
26/02/2024

সাবধান!সাবধান!সাবধান!

১০ বছরের কানাডার মাল্টিপল এন্ট্রি ভিসা নিয়ে যারা অন্যরকম স্বপ্ন দেখছেন,মূলত তাদের জন্য এই পোস্ট টি করা।

কানাডায় ভিজিট ভিসায় গিয়ে ওয়ার্ক পারমিটের কোনো সুযোগ নেই।সম্প্রতি কিছু নিউজ যেন অনিয়মকে উৎসাহ দিচ্ছে!

বিস্তারিত আরো জানতে ভিজিট করুন আমাদের ফেইসবুক পেইজ

https://www.facebook.com/TravelTripbd21

ঢাকা চেন্নাই রুটে বাংলাদেশ বিমানের ডাইরেক্ট ফ্লাইট চালু হতে যাচ্ছে আগামী ১৬ ই  ডিসেম্বর থেকে।ভাড়া--১৪৮০০/=বিস্তারিত আরও ...
20/11/2023

ঢাকা চেন্নাই রুটে বাংলাদেশ বিমানের ডাইরেক্ট ফ্লাইট চালু হতে যাচ্ছে আগামী ১৬ ই ডিসেম্বর থেকে।

ভাড়া--১৪৮০০/=

বিস্তারিত আরও জানতে আমাদের সাথে যোগাযোগ করুন

ট্রাভেল ট্রিপ
১১ সিটি সেন্টার শপিং মল
সি এন্ড বি রোড,নরসিংদী
+৮৮০১৭৯০৪৪৫৯৬৬

আন্তঃদেশীয় মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস ট্রেনের বর্ধিত ভাড়ার তালিকা।কার্যকর হয়েছে ১০-১১-২০২৩ ইং তারিখ হতে।সকল ভ্যাট ...
18/11/2023

আন্তঃদেশীয় মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস ট্রেনের বর্ধিত ভাড়ার তালিকা।
কার্যকর হয়েছে ১০-১১-২০২৩ ইং তারিখ হতে।
সকল ভ্যাট ও ট্র্যাভেল ট্যাক্স ভাড়ার সাথে সংযুক্ত করা আছে।

তথ্যসূত্রঃ
Bangladesh Railway - Information & News বাংলাদেশ রেলওয়ে - তথ্য ও সংবাদ

আবার শুরু হলো অপেক্ষার পালা!!বছর ঘুরে আবার আসবে মা,জানি !সন্তানের জন্য আসতে তো তুমাকে হবেই হবে!ট্রাভেল ট্রিপের পক্ষ থেকে...
24/10/2023

আবার শুরু হলো অপেক্ষার পালা!!
বছর ঘুরে আবার আসবে মা,জানি !সন্তানের জন্য আসতে তো তুমাকে হবেই হবে!

ট্রাভেল ট্রিপের পক্ষ থেকে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে জানাই বিজয়া দশমীর শুভেচ্ছা!

ভারতীয় ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন কিছু নিয়মাবলী যোগ করা হয়েছে যেটা আজ (১১-০৭-২০২৩) থেকে কার্যক্রম শুরু হয়েছে।বি:দ্রঃ--আপ...
11/07/2023

ভারতীয় ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন কিছু নিয়মাবলী যোগ করা হয়েছে যেটা আজ (১১-০৭-২০২৩) থেকে কার্যক্রম শুরু হয়েছে।

বি:দ্রঃ--আপনারা যে সকল এজেন্সী থেকে সুবিধা গ্রহণ করবেন সে সকল এজেন্সি থেকে নতুন নিয়মাবলী জেনে বুঝে আপনার ভারতীয় ভিসা ফাইল জমা দেয়ার জন্য বিশেষ ভাবে অনুরুধ করা যাচ্ছে।অন্যথায় আপনার ভিসা ফাইল বাতিল বলে গণ্য করা হবে।

যে সকল যাত্রী ৩০ জুনের পূর্বে এয়ারটিকেট কনফার্ম করেছেন, কিন্তু যাত্রার তারিখ ০১ জুলাই অথবা তার পরে সেইসকল যাত্রীদের, বাং...
26/06/2023

যে সকল যাত্রী ৩০ জুনের পূর্বে এয়ারটিকেট কনফার্ম করেছেন, কিন্তু যাত্রার তারিখ ০১ জুলাই অথবা তার পরে সেইসকল যাত্রীদের, বাংলাদেশ সরকারের নতূন বাজেট এর সিদ্ধান্ত অনুযায়ী অতিরিক্ত ট্রাভেল ট্যাক্স এর টাকা নির্দিস্ট যাত্রার দিন এয়ারলাইন্স এর কাউন্টার এ ক্যাশ জমা দিতে হবে। সুতরাং যাত্রীদের এই সংশ্লিস্ট ট্যাক্স এর বর্ধিত এমাউন্ট আপনার এয়ারলাইন্স/ট্রাভেল এজেন্ট থেকে যাত্রার পূর্বেই জেনে নিবেন।

19/06/2023

কিছু চুল পাকনা কাস্টমার যখন টিকিট কাটতে আসে,
আমার অফিস থেকে আমি কিংবা আমার স্টাফ দাম বলার পর, কাস্টমারের পক্ষ থেকে

১ম উত্তর থাকে " ভাই অমুক অ্যাপসে তো এতো টাকা দেখলাম, আপনারা বেশি চাচ্ছেন"
তখন আমাদের উত্তর হয় "আপনি সেখান থেকে টিকেট কাটতেন, আমাদের কাছে আসেন কেন?

২য় উত্তর: আমার তো ক্রেডিট কার্ড নেই, সেজন্য আপনাদের কাছে আসতে হয়।
আমাদের পক্ষ থেকে যখন বলা হয়, আমরা তো ডেবিট-ক্রেডিট কার্ড দিয়ে টিকেট কাটি না।

তারপর ২/৩ দিন ঘুরে আবার সেই কাস্টমার এসে বলে, ভাই ঐ টিকেট তো কাটতে পারি নাই, একটু আপনারা টিকেট করে দেন।

ঠিক তখনই ঐ টিকেটের আর আগের ক্লাসে সিট থাকে না, দাম বেশি হয়ে যায়, চুল পাকনামি করার কারণে ধরাটা খায়, দাম বেশি দিয়ে টিকিট কাটতে হয়।

আবার তথা কথিত অ্যাপস থেকে টিকেট কাটার সময় আর সেই দাম থাকে না।

ফাবলিককে এতো এতো ডিসকাউন্ট দিয়ে যারা সার্ভিস দেয়, মারা খাওয়ার আগে বুঝা উচিত ছিল ফাবলিকের এতো কমে কেমনে সম্ভব? এজেন্সি কি লাভ ছাড়াই দিয়ে দিবে?? তা হলে তাদের ব্যবসা চলবে কেমনে??

উত্তর একটাই। ব্যবসা চলবে না কিন্তু ব্যালেন্স বাড়বে, তারপর চম্পট🏃🏃

ট্রাভেল ট্রিপ এখন থেকে অনুমোদিত এজেন্ট ভারতীয় রেলওয়ে টিকেটিং সিস্টেম।ভারতের যেকোনো গন্তব্যের বিমান বা ট্রেন টিকেট এর জন্...
14/06/2023

ট্রাভেল ট্রিপ এখন থেকে অনুমোদিত এজেন্ট ভারতীয় রেলওয়ে টিকেটিং সিস্টেম।

ভারতের যেকোনো গন্তব্যের বিমান বা ট্রেন টিকেট এর জন্য আজ ই যোগাযোগ করুন।

এছাড়া আরও পাচ্ছেন বিশ্বের যেকোনো দেশের ভিসা প্রসেসিং,বিমান টিকেট,হোটেল বুকিং সহ আরও অন্যান সু বেবস্থা।

আমাদের ঠিকানা

>>>>>>মেইন অফিস

12/06/2023

নিয়ম কানুন যেটাই হোক,প্রচুর ঘুরতে হবে!!!

টিকেট বা ভিসা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে।

আমাদের ঠিকানা

>>>>>>>মেইন অফিস

সকলের মনযোগ আকর্ষণ করছি!!!!আপনারা যারা যারা ভারতীয় ভিসা জমা দিয়েছেন কিন্তু বায়োমেট্রিক করা হয় নি তারা নিজ দায়িত্বে গিয়ে ...
09/06/2023

সকলের মনযোগ আকর্ষণ করছি!!!!

আপনারা যারা যারা ভারতীয় ভিসা জমা দিয়েছেন কিন্তু বায়োমেট্রিক করা হয় নি তারা নিজ দায়িত্বে গিয়ে বায়োমেট্রিক করে আসার জন্য বিশেষ ভাবে অনুরুধ করা হল।

Best Of luck for the People of Bangladesh!!😊😊😊
03/06/2023

Best Of luck for the People of Bangladesh!!😊😊😊

15/05/2023
আজ থেকে আগামী ৪ দিন আপনার ফ্লাইটের ব্যপারে সতর্ক হোন। রামপুরা থেকে  এয়ারপোর্ট, মহাখালী থেকে এয়ারপোর্টের পুরো রাস্তা গতকা...
12/01/2023

আজ থেকে আগামী ৪ দিন আপনার ফ্লাইটের ব্যপারে সতর্ক হোন। রামপুরা থেকে এয়ারপোর্ট, মহাখালী থেকে এয়ারপোর্টের পুরো রাস্তা গতকাল রাত থেকে ব্লকড।

রাস্তার কাজ ধরেছে, সাথে ইজতেমা চলমান।

সুতরাং হাতে ৪-৬ ঘন্টা অতিরিক্ত সময় নিয়ে বের হবেন।

আপনার ফ্লাইট ধরার দায়িত্ব আপনার।

03/01/2023

ট্রাভেল এজেন্সি পরিচালনা করার জন্য একজন ভালো সৎ লোকের প্রয়োজন।

মিনিমাম শিক্ষাগত যোগ্যতা :ইন্টার পাশ.....

কার ও সন্ধানে থাকলে জানাবেন......

25/09/2022

ট্রাভেল ট্রিপের এর পক্ষ থেকে সকল কে জানাই শুভ মহালয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।এই বছরের পূজা যেন সবার জীবনে মঙ্গল বয়ে আনে এই প্রত্যাশা রইলো সবার জন্য।

বিশেষ দূর্গা পূজা উপলক্ষে ট্রাভেল ট্রিপের সকল সার্ভিস এর উপর থাকছে বিশেষ মূল্য ছাড়।তাই দেরি না করে আজ ই যোগাযোগ করুন আমাদের সাথে।

ফেইসবুক পেইজ:https://www.facebook.com/TravelTripbd21

ফেইসবুক গ্ৰুপ:https://www.facebook.com/groups/854107418648934

আমাদের ঠিকানা:

ট্রাভেল ট্রিপ
১১,সিটি সেন্টার শপিং মল (নরসিংদী পৌরসভা সংলগ্ন)
পুরাতন বাসস্ট্যান্ড,সি এন্ড বি রোড,নরসিংদী-১৬০০
মোবাইল:+৮৮০১৭৯০৪৪৫৯৬৬
হোয়াটস্যাপ:+৮৮০১৭৯০৪৪৫৯৬৬

সোশ্যাল মিডিয়ার কিছু প্রতিবেদন মিথ্যা দাবি করছে যে মাল্টিপল এন্ট্রি ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের পেট্রাপোল দিয়ে ভারতে প...
03/07/2022

সোশ্যাল মিডিয়ার কিছু প্রতিবেদন মিথ্যা দাবি করছে যে মাল্টিপল এন্ট্রি ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের পেট্রাপোল দিয়ে ভারতে প্রবেশ করতে দেয়া হচ্ছেনা যদি তাদের পূর্ববর্তী ভারত সফর তাদের বর্তমান ভ্রমণের আগের তিন মাসের মধ্যে হয়।
ভারতীয় হাই কমিশন স্পষ্টভাবে জানাচ্ছে যে, এটি সম্পূর্ণ ভিত্তিহীন। মাল্টিপল এন্ট্রি ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে সড়ক, রেল বা আকাশপথে ভারতে প্রবেশ-সংক্রান্ত নিয়মনীতিতে কোনো পরিবর্তন করা হয়নি।
বাংলাদেশি বন্ধুদের সোশ্যাল মিডিয়ায় এ ধরনের মিথ্যা পোস্ট এড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

বিঃদ্রঃ:ইন্ডিয়ান ভিসার সকল ধরণের প্রসেসিং আমরা করে থাকি খুবই সুলভ মূল্যে।

আমাদের ঠিকানা:
ট্রাভেল ট্রিপ
সিটি সেন্টার শপিং মল (পৌরসভা সংলগ্ন)
দোকান নং:১১ (লিফটের পিছনে)
নিচ তলা,সি এন্ড বি রোড,নরসিংদী-১৬০০

মোবাইল:+৮৮০১৭৯০৪৪৫৯৬৬
হোয়াটস্যাপ:+৮৮০১৭৯০৪৪৫৯৬৬

❇️ সন্মানীত যাত্রীবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ ১লা জুন ২০২২ ইং তারিখ "ঢাকা ক্যান্টনমেন্ট (বাংলাদেশ) - নিউজলপ...
01/06/2022

❇️ সন্মানীত যাত্রীবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ ১লা জুন ২০২২ ইং তারিখ "ঢাকা ক্যান্টনমেন্ট (বাংলাদেশ) - নিউজলপাইগুড়ি (ভারত)" এর মধ্যে আন্তঃদেশীয় "মিতালী এক্সপ্রেস" ট্রেন চলাচল শুরু করবে।

🔰 আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস চলাচল প্রসঙ্গে বিস্তারিত তথ্যাদি।

🚆ট্রেনের নাম ও নম্বরঃ মিতালী এক্সপ্রেস (৩১৩১/৩১৩২)

✅ রুটঃ ঢাকা ক্যান্টনমেন্ট (বাংলাদেশ) ↔️ নিউজলপাইগুড়ি (ভারত)।

✅ চলাচলের দিনঃ
🔸 নিউজলপাইগুড়ি ছাড়বে- রবিবার ও বুধবার।
🔹 ঢকা ক্যান্টনমেন্ট ছাড়বে- সোমবার ও বৃহস্পতিবার।

✅ সময়সূচীঃ

🛑 নিউজলপাইগুড়ি হতে
⏏️ নিউজলপাইগুড়ি - ১১:৪৫ (IST)
⏯ হলদিবাড়ী - ১২:৫৫/১৩:০৫ (IST)
⏯ চিলাহটি - ১৩:৫৫/১৪:২৫ (BST)
⏏️ ঢাকা ক্যান্টনমেন্ট - ২২:৩০ (BST)

🛑 ঢাকা ক্যান্টনমেন্ট হতে
⏏️ ঢাকা ক্যান্টনমেন্ট - ২১:৫০ (BST)
⏯ চিলাহটি - ০৫:৪৫/০৬:১৫ (BST)
⏯ হলদিবাড়ী - ০৬:০০/০৬:০৫ (IST)
⏏️ নিউজলপাইগুড়ি - ০৭:০৫ (IST)

🚂🚃🚃 রেক কম্পোজিশনঃ
🟦 এসি বার্থ/সিট - ০৪ টি,
🟩 এসি চেয়ার - ০৪ টি,
🟨 ব্রেকভ্যানসহ পাওয়ারকার - ০২ টি।

🎫 ভাড়াঃ মিতালী এক্সপ্রেস

🟣 এসি বার্থ - ৪৪ ডলার - প্রাপ্য ভাড়া ৩৮২৮ টাকা - ১৫% ভ্যাট ৫৭৪ টাকা - ট্র্যাভেল ট্যাক্স ৫০০ টাকা - মোট ভাড়া ৪৯০৫ টাকা।

🔵 এসি সিট - ৩৩ ডলার - প্রাপ্য ভাড়া ২৭৭১ টাকা - ১৫% ভ্যাট ৪৩১ টাকা - ট্র্যাভেল ট্যাক্স ৫০০ টাকা - মোট ভাড়া ৩৮০৫ টাকা।

🟢 এসি চেয়ার - ২২ ডলার - প্রাপ্য ভাড়া ১৯১৪ টাকা - ১৫% ভ্যাট ২৮৭ টাকা - ট্র্যাভেল ট্যাক্স ৫০০ টাকা - মোট ভাড়া ২৭০৫ টাকা।

ℹ️ প্রতি ডলার ৮৭.০০ টাকা হিসেবে।
ℹ️ ৫ এর গুনিতক করে মোট আদায়যোগ্য ভাড়া।
ℹ️ ভ্যাট ও ট্র্যাভেল ট্যাক্স টিকিটের টাকার সাথে অন্তর্ভুক্ত।

ℹ️ ভিসার আবেদন ফর্মে By Rail New JalpaiguriJalpaiguri পোর্ট সিলেক্ট করে আবেদন করতে হবে।
ℹ️ অবশ্যই কোভিড টেস্ট রিপোর্ট থাকতে হবে।
ℹ️ ৫ বছর বয়স পর্যন্ত অপ্রাপ্ত বয়স্ক যাত্রী টিকিটের ক্ষেত্রে ৫০% ভড়া প্রযোজ্য হবে।

বিস্তারিত আরও তথ্যের জন্য যোগাযোগ করুনঃ

ট্রাভেল ট্রিপ
সিটি সেন্টার শপিং মল (নরসিংদী পৌরসভা সংলগ্ন)
দোকান নং-১১(লিফটের পিছনে)
নীচ তলা,সি এন্ড বি রোড,
নরসিংদী-১৬০০।

মোবাইলঃ +৮৮০১৭৯০৪৪৫৯৬৬

সম্মানীত ভারত গমনেচ্ছু যাত্রী দের সুবিধার্থে জানানো যাইতেছে যে, দীর্ঘ দিন বন্ধ থাকার পর আগামী ২৯/০৫/২০২২ ইং তারিখ হইতে ঢ...
27/05/2022

সম্মানীত ভারত গমনেচ্ছু যাত্রী দের সুবিধার্থে জানানো যাইতেছে যে, দীর্ঘ দিন বন্ধ থাকার পর আগামী ২৯/০৫/২০২২ ইং তারিখ হইতে ঢাকা ক্যান্টমেন্ট স্টেশন থেকে কলকাতা গামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন আবার চালু হবে। যাদের ভিসায় শুধুমাত্র বাই রেল (রুট) লিখা আছে তারা মৈত্রী এক্সপ্রেস ট্রেন এর টিকেট ক্রয় করে ভারত গমণ করিতে পারিবেন।

ট্রাভেল ট্রিপের পক্ষ থেকে সবাই কে জানাই ঈদ-উল ফিতরের শুভেচ্ছা।আসন্ন ঈদ কে কেন্দ্র করে আমাদের অফিস প্রতিদিনই  খোলা থাকবে।...
01/05/2022

ট্রাভেল ট্রিপের পক্ষ থেকে সবাই কে জানাই ঈদ-উল ফিতরের শুভেচ্ছা।

আসন্ন ঈদ কে কেন্দ্র করে আমাদের অফিস প্রতিদিনই খোলা থাকবে।আপনার যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসে আসতে পারেন স-শরীরে।

আপনার সকল ধরেন ট্রাভেল সেবা নিশ্চিত করতে আমরা সবসময় থাকবো আপনাদের পশে।

আমাদের কাছে আপনি পাচ্ছেন বিশ্বের সকল দেশের ভিসা প্রসেসিং, বিমান টিকেট,হোটেল বুকিং সহ সকল প্রকার ট্রাভেল সুবিধা। আমরাই দিচ্ছে গেরান্টি সহকারে অতি দ্রুততম সময়ে ইন্ডিয়ান ডক্টর এর এপয়ন্টমেন্ট এর সু-ব্যবস্থা।

আমাদের ঠিকানা:
সিটি সেন্টার শপিং মল (নরসিংদী পৌরসভা সংলগ্ন)
দোকান নং:১১ (লিফটের পিছনে)
নিচ তলা,সি এন্ড বি রোড,নরসিংদী-১৬০০

মোবাইল:+৮৮০১৭৯০৪৪৫৯৬৬
হোয়াটস্যাপ:+৮৮০১৭৯০৪৪৫৯৬৬

আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আপনারা যারা ইতোমধ্যে ভারতীয় ভিসা এপ্লিকেশন সেন্টার যাচ্ছেন ভিসা জমা দেওয়ার জন...
13/04/2022

আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আপনারা যারা ইতোমধ্যে ভারতীয় ভিসা এপ্লিকেশন সেন্টার যাচ্ছেন ভিসা জমা দেওয়ার জন্য,তাদের জন্য নতুন কিছু সময়সীমা করে দেওয়া হলো শুধুমাত্র "পবিত্র রমজান উপলক্ষে"।

যদি ও আগামী রবিবার (১৭ই এপ্রিল)ই-ষ্টার সানডে উপলক্ষে পাবলিক ছুটি ছিল কিন্তু ভিসা প্রার্থীদের সুবিদার্থে আগামী রবিবার ভারতীয় ভিসা এপ্লিকেশন সেন্টার খোলা থাকবে।

এখন থেকে ভিসা আবেদন পত্র জমা নেওয়া ও ডেলিভারি সময় নিচে দেওয়া হলো:

ভিসা আবেদন জমা নেওয়ার ক্ষেত্রে:

সকাল ৮:০০ ঘটিকা হইতে বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত।

পাসপোর্ট ডেলিভারি নেওয়ার সময়:

বিকাল ৫:০০ ঘটিকা হইতে রাট ৮:০০ ঘটিকা পর্যন্ত।

বিঃদ্রঃ:-পাসপোর্ট ডেলিভারি সময় যার যার পাসপোর্ট নিজ হাতে গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরুধ জানানো হচ্ছে।

বিস্তারিত আরো তথ্যের জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন:

ট্রাভেল ট্রিপ
সিটি সেন্টার শপিং মল (নরসিংদী পৌরসভা সংলগ্ন)
দোকান নং:১১ (লিফটের পিছনে)
নিচ তলা,সি নড্ বি রোড,
নরসিংদী-১৬০০

মোবাইল:+৮৮০১৭৯০৪৪৫৯৬৬
হোয়াটস্যাপ:+৮৮০১৭৯০৪৪৫৯৬৬

একটি বিশেষ ঘোষণা!!!প্রতীক্ষার প্রহর এবার শেষ হলো।আপনারা ইতিমধ্যে সবাই একটি বিষয়ে অবগত যে দীর্ঘ ২ বছর পর আবার স্থল বন্দর ...
29/03/2022

একটি বিশেষ ঘোষণা!!!

প্রতীক্ষার প্রহর এবার শেষ হলো।

আপনারা ইতিমধ্যে সবাই একটি বিষয়ে অবগত যে দীর্ঘ ২ বছর পর আবার স্থল বন্দর দিয়ে ভারতের সাথে বাংলাদেশের যোগাযোগ বেবস্থা চালু হয়েছে আজ থেকে।এমত অবস্থায় দেখতে পাচ্ছি "অনেকেই অনেক ভাবে লেখালিখি করছেন যে ভারতের সাথে বাংলাদেশের সকল স্থল বন্দর উন্মুক্ত করে দিয়েছে"।

ভিসা আবেদন করার সময় শুধু মাত্র "বিমান,হরিদাসপুর অথবা আগরতলা "উল্লেখ থাকতে হবে।শুধুমাত্র এই তিনটি স্থল বন্দর দিয়ে ভিসা আবেদন করা যাবে।

পরবর্তীতে ভিসা পাবার পর যদি কেউ বর্ডার পরিবর্তন করতে চায় সেক্ষেত্রে যাত্রীদের ইচ্ছা অনুযায়ী নতুন বর্ডার এর জন্য পুনরায় আবেদন করতে পারবে।

বিঃদ্রঃ-ইন্ডিয়ান ভিসার সকল ধরণের সাহায্য সহযোগিতা আমরা করে থাকি খুবই আকর্ষণীয় মূল্যে।

বিস্তারিত আরও তথ্যের জন্য:
ট্রাভেল ট্রিপ
সিটি সেন্টার শপিং মল (পৌরসভা সংলগ্ন)
দোকান নং:১১ (লিফটের পিছনে)
সি এন্ড বি রোড,নরসিংদী-১৬০০

মোবাইল:+৮৮০১৭৯০৪৪৫৯৬৬
হোয়াটস্যাপ:+৮৮০১৭৯০৪৪৫৯৬৬

সবার প্রস্তুতি কেমন,জানাবেন!!প্রতীক্ষার প্রহর শেষ করতে চান?বিস্তারিত:ট্রাভেল ট্রিপসিটি সেন্টার শপিং মল (নরসিংদী পৌরসভা স...
28/03/2022

সবার প্রস্তুতি কেমন,জানাবেন!!

প্রতীক্ষার প্রহর শেষ করতে চান?

বিস্তারিত:
ট্রাভেল ট্রিপ
সিটি সেন্টার শপিং মল (নরসিংদী পৌরসভা সংলগ্ন)
দোকান নং:১১ (লিফটের পিছনে)
সি এন্ড বি রোড,নরসিংদী-১৬০০

মোবাইল:+৮৮০১৭৯০৪৪৫৯৬৬
হোয়াটস্যাপ:+৮৮০১৭৯০৪৪৫৯৬৬

একটি জরুরি ঘোষনা......⚠️ মৈত্রী, বন্ধন এবং মিতালি এক্সপ্রেস চালু হচ্ছে না।~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~বাংলাদেশ-ভারত আন্ত...
21/03/2022

একটি জরুরি ঘোষনা......

⚠️ মৈত্রী, বন্ধন এবং মিতালি এক্সপ্রেস চালু হচ্ছে না।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
বাংলাদেশ-ভারত আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন আগামী ২৬ মার্চ ২০২২ ইং থেকে চালু হওয়ার সম্ভবনা থাকলেও তা আপাতত স্থগিত থাকছে।

ভারতীয় রেলওয়ে ট্রেন চালুর প্রস্তাব দিলেও দেশটি সড়ক পথে এখনো বাংলাদেশীদের পর্যটক ভিসা না দেয়ায় বর্তমানে তা সম্ভব হচ্ছে না।

গতকাল ২০ মার্চ ২০২২, রবিবার রেল মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এমনটাই জানানো হয়েছে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী। তিনি গণমাধ্যমকে বলেন, আপাতত ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি।

তবে আশার বাণী হলো ভারত সড়ক ও রেলপথের যাত্রীদের পর্যটক ভিসা দেওয়া শুরু করলে ট্রেন চালু হবে।

Address

City Center Shopping Mall (Beside Narsingdi Pourasava), Shop No-09
Narsingdi
1600DHAKA,DHAKADIVISION,

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 21:00
Friday 10:00 - 21:00
Saturday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Telephone

+8801790445966

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel Trip posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel Trip:

Videos

Share

Category