Walk With Sohel

Walk With Sohel Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Walk With Sohel, Tourist Information Center, Narayanganj, Narayanganj.
(2)

23/05/2024

শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর, বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য রক্ষার্থে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে গঠিত একটি জাদুঘর, যা ঢাকার অদূরে সোনাগাঁতে অবস্থিত।
Contact Email Address For Sponsorship, Affiliate Or Other Business Purpose :
[email protected]

https://business.facebook.com/sound/collection/?sound_collection_tab=sound_tracks&asset_id=7520827387984247&reference=direct_link

10/05/2024
22/04/2024

খান জাহান আলী ছিলেন একজন মুসলিম ধর্ম প্রচারক এবং বাংলাদেশের বাগেরহাটের স্থানীয় শাসক। তার অন্যান্য নামের মধ্যে রয়েছে উলুঘ খান, খান-ই-আজম ইত্যাদি।
হযরত উলুঘ খানজাহান আলি ১৩৬৯ খ্রিষ্টাব্দে দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আকবর খাঁ এবং মাতার নাম আম্বিয়া বিবি। ধারণা করা হয় যে তার পূর্বপুরুষগণ তুর্কি জাতিভুক্ত ছিলেন। খানজাহান আলির প্রাথমিক শিক্ষা তার পিতার কাছে শুরু হলেও তিনি তার মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন দিল্লিস্থ বিখ্যাত অলিয়ে কামিল পীর শাহ নেয়ামত উল্লাহর কাছে। তিনি কুরআন, হাদিস, সুন্নাহ ও ফিকহ শাস্ত্রের উপর গভীর জ্ঞানার্জন করেন।
খানজাহান আলি ১৩৮৯ খ্রিষ্টাব্দে সেনা বাহিনীতে সেনাপতির পদে কর্ম জীবন আরম্ভ করেন। অতি অল্প সময়ের মধ্যেই প্রধান সেনাপতি পদে উন্নীত হন। ১৩৯৪ এ মাত্র ২৬/২৭ বছর বয়সে তিনি জৈনপুর প্রদেশের জাবিতান (গভর্নর) পদে যোগ দেন। পরবর্তীতে সুলতান খানজাহানের নেতৃত্বে ৬০,০০০ সুশিক্ষিত অগ্রবর্তী সেনাদল সহ আরও দুই লক্ষ সৈন্য নিয়ে বাংলা আক্রমণ করলে রাজা গণেশ দিনাজপুরের ভাতুরিয়াতে আশ্রয় নেন (সূত্র প্রয়োজন)। ১৪১৮ খ্রিষ্টাব্দে খানজাহান যশোরের বারবাজারে অবস্থান নেন এবং বাংলার দক্ষিণ পশ্চিম অংশে ইসলাম ধর্ম প্রচার ও প্রসার আরম্ভ করেন।
খানজাহানের প্রথম স্ত্রীর নাম সোনা বিবি। কথিত আছে সোনা বিবি ছিলেন খানজাহানের পির নুর-কুতুবুল আলমের একমাত্র কন্যা। খানজাহানের দ্বিতীয় স্ত্রী রূপা বিবি ওরফে বিবি বেগনি ধর্মান্তরিত মুসলমান ছিলেন। খানজাহান আলি তার দুই স্ত্রীর নাম অনুসারে সোনা মসজিদ এবং বিবি বেগনি মসজিদ নামে মসজিদ নির্মাণ করেন। তবে এই দুই স্ত্রীর নাম লোকমুখে প্রচলিত হয়েছে বলে মনে করা হয়। কারণ খান জাহান আলী ইসলামি সংস্কৃতির একজন পৃষ্ঠপোষক ও আরবি ফারসি শাস্ত্রে শিক্ষিত একজন মুসলিম সাধু ছিলেন। "সোনাবিবি ও রূপাবিবি" এ ধরনের নামকে অযৌক্তিক মনে করা হয়।
হযরত খানজাহান আলি অক্টোবর ২৫, ১৪৫৯ তারিখে ( মাজারশরিফের শিলালিপি অনুযায়ী ৮৬৩ হিজরি ২৬শে জিলহাজ ) ষাট গম্বুজ মসজিদের দরবার গৃহে এশার নামাজ রত অবস্থায় ৯০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
Contact Email Address For Sponsorship, Affiliate Or Other Business Purpose:
[email protected]

https://business.facebook.com/sound/collection/?sound_collection_tab=sound_tracks&asset_id=297082907449016&reference=direct_link

ঈদ মোবারাক🌙তাকব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
11/04/2024

ঈদ মোবারাক🌙
তাকব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

09/04/2024

বড় সর্দার বাড়ি সোনারগাঁ এ অবস্থিত একটি সুদৃশ্য ভবন। এটি বর্তমান শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘরের সীমানায় এবং পানাম নগর থেকে প্রায় ৫০০ গজ দূরে দুটি বাঁধানো পুকুরের মাঝে অবস্থিত।
Contact Email Address For Sponsorship, Affiliate Or Other Business Purpose :
[email protected]

https://business.facebook.com/sound/collection/?sound_collection_tab=sound_tracks&asset_id=409195359965000&reference=direct_link

30/03/2024

বড় সর্দার বাড়ি সোনারগাঁ এ অবস্থিত একটি সুদৃশ্য ভবন। এটি বর্তমান শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘরের সীমানায় এবং পানাম নগর থেকে প্রায় ৫০০ গজ দূরে দুটি বাঁধানো পুকুরের মাঝে অবস্থিত।
https://business.facebook.com/sound/collection/?sound_collection_tab=sound_tracks&asset_id=326825401347064&reference=direct_link

22/03/2024

বাংলাদেশের বাগেরহাট জেলায় অবস্থিত বিখ্যাত প্রাচীন স্থাপনা ষাট গম্বুজ মসজিদ। মসজিদটির নাম ষাট গম্বুজ মসজিদ হলেও, মসজিদে গম্বুজের সংখ্যা মোট ৮১ টি। বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটি ষাট গম্বুজ মসজিদ। ১৯৮৫ সালে শুধু এই মসজিদই নয়, সম্পূর্ন বাগেরহাট শহরকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে। কারণ, অতীতে খলিফাতাবাদ নামে পরিচিত এই অঞ্চলে ৩৬০ টি মসজিদ, গণ ভবন, সৌধ, সেতু, রাস্তা, পানি সরবরাহের ব্যববস্থা সহ বিভিন্ন ঐতিহাসিক নির্দশন রয়েছে।

ষাট গম্বুজ মসজিদের গায়ে কোনো শিলালিপি না থাকার কারণে, এই ভবন নির্মানের সঠিক সময় সম্পর্কে জানা যায় না। তবে মসজিদের স্থাপত্যশৈলী দেখলে সহজেই বোঝা যায় এটি খান জাহান আলী নির্মাণ করেছিলেন।
https://business.facebook.com/sound/collection/?sound_collection_tab=sound_tracks&asset_id=1424409107989341&reference=direct_link

19/03/2024

১৫ শতকে ঈসা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁ'য়। আর পানাম ছিলো সোনারগাঁ'র সবচে' নান্দনিক আর সমৃদ্ধ নগরী। মূলত পানাম ছিলো হিন্দু ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিলো ঢাকা-কলকাতা জুড়ে। তারাই গড়ে তোলেন এই নগর। কালের বিবর্তে হারিয়ে গেছে সেই নগর, রয়েছে ধ্বংসাবশেষ। এখনো ধ্বংসস্তুপের মাঝে কোনোমতে টিকে রয়েছে নগরীর ৫২টি বাড়ি। এই নগরীর সৃষ্টি ও ধ্বংসের ইতিহাস তুলে ধরছি আজকের ভিডিওতে।
https://business.facebook.com/sound/collection/?sound_collection_tab=sound_tracks&asset_id=1261176671242930&reference=direct_link

04/03/2024

পিরামিডের নাম শুনলেই সবার চোখে নিশ্চয়ই ভেসে ওঠে মিশরের মরুভূমিতে থাকা ত্রিকোণা এক অবকাঠামো।
জানেন কি, এমন দৃশ্য শুধু মিশরেই নয় দেখতে পাবেন নিজ দেশেই।
তাও আবার ঢাকা শহরের খুব কাছেই।
পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি নিদর্শন হলো পিরামিড।
এর দেখাও যে দেশে পাবেন তা হয়তো অনেকেরই অজানা।
শুধু পিরামিড নয়, এর মধ্যে মমিও আছে।
এর অবস্থান ঢাকার খুব কাছেই।
মিশরের পিরামিডের আদলে তৈরি করা হয়েছে বাংলার পিরামিড বা রাজমণি পিরামিড।
যা দেখতে যেতে পারেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পেরাব গ্রামে।
২০১৬ সালে জানুয়ারিতে উদ্বোধন করা হয় বাংলার পিরামিড।
দূর থেকে দেখলে মনে হবে ঠিক যেন মিশরের পিরামিড।
একসঙ্গে ৮ টি পিরামিড ধারাবাহিকভাবে সাজানো আছে এখানে।
এসব পিরামিডের ভেতরে সংরক্ষিত রাখা মমি গুলোর তথ্য ও কাঁচামাল সংগ্রহ করা হয়েছে মিশর ও চীনের বিভিন্ন জাদুঘর থেকে।
সেখানে আছে প্রাচীনকালের রাজা - রানীর পরিধেয় পোশাক। এমনকি তাদের ব্যবহৃত মনি মুক্তা, তৈজসপত্র, অলংকরাদি ও যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন উপকরণ সহ নানান নমুনা।
এর পাশেই আছে আফ্রিকান ভয়ংকর জীবন্ত প্রাণী আইরল।
দেশের পিরামিড দেখতে আপনাকে যেতে হবে বাংলার তাজমহলে।
বাংলার তাজমহল সহ পিরামিড নির্মাণ করেছেন মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র নির্মাতা আহসানুল্লা মনি।
মুক্তিযোদ্ধা আহসানুল্লাহ মনি রাজমনি ফিল্ম সিটি নামে একটি বিশাল প্রকল্পের আওতাও এসব তৈরি করেছেন।
বর্তমানে এই প্রকল্পে আছে তাজমহলের রেপ্লিকা, পিরামিডের রেপ্লিকা, ফিল্ম জাদুঘর ও ডিজিটাল সিনেমা হল।
এই বাংলার পিরামিড দেখতে চাইলে আপনাকে টিকিটের জন্য খরচ করতে হবে ১৫০ টাকা। শুধু বাইরে থেকেই নয় চাইলে এই পিরামিডের ভেতরেও ঢুকতে পারবেন।
প্রতিটি পিরামিডের মধ্যেই দেখতে পাবেন একটি করে মোট ৮ টি মমির রেপ্লিকা।
২০১৬ সালে স্থাপিত এই পিরামিড দেখতে প্রতিদিন শত শত দর্শনার্থী ভিড় জমায়।
আপনিও সময় করে ঘুরে আসতে পারেন ঢাকার খুব কাছেই বাংলার পিরামিডে।
ঠিক মিশরের পিরামিডের মতোই এর ভেতরে সংরক্ষিত আছে মমিও।
বাংলার তাজমহল/বাংলার পিরামিড সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে।
বাংলার তাজমহল প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকে।
তাজমহল ও পিরামিডের প্রবেশ মূল্য একসাথে পরিশোধ করতে হয়।
শুধু তাজমহল বা পিরামিড দেখার সুযোগ নেই।
জনপ্রতি প্রবেশ টিকিটের মূল্য ১৫০ টাকা।
এই টিকিট দিয়ে বাংলার পিরামিড দেখতে পারবেন।
বাংলার পিরামিড বা রাজমনি পিরামিড কিভাবে যাবেন

রুট-১ ঢাকা থেকে বাংলার তাজমহলের/বাংলার পিরামিডের দূরত্ব মাত্র ৩৩ কিলোমিটার। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যাওয়া কুমিল্লা দাউদকান্দি অথবা সোনারগাঁগামী বাসে চড়ে মদনপুর বাস স্ট্যান্ডে এসে নামতে হবে, সেখান থেকে সিএনজি বা অটোরিক্সায় জনপ্রতি ২৫ থেকে ৩০ টাকা ভাড়ায় তাজমহল যাওয়া যায়।
ঢাকার গুলিস্তান থেকে দোয়েল বা স্বদেশ পরিবহনে যেতে পারেন মদনপুর বাসস্ট্যান্ডে, ভাড়া পড়বে ৬০ টাকা।

রুট-২ ঢাকা থেকে ৩০০ ফিট রাস্তা দিয়ে ভুলতা বাসস্ট্যান্ড এসে, সেখান থেকে ৮০ থেকে ১০০ টাকা ভাড়ায় অটোরিক্সা নিয়ে বাংলার পিরামিডে যাওয়া যায়।

রুট-৩ ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে ভৈরব নরসিংদী কিংবা কিশোরগঞ্জগামী বাসে বরপা বাসস্ট্যান্ডে নামতে হবে, বরপা বাসস্ট্যান্ড থেকে সিএনজিতে বা অটোতে করে তাজমহল/পিরামিড দেখতে যেতে পারেন।

ভ্রমণ কালে পরামর্শঃ ১৫০ টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করার পর বাকি অংশ ফেরত দিবে, টিকিটের বাকি অংশ ফেলে দিবেন না, সেটা দিয়ে দেখিয়ে পিরামিডে প্রবেশ করতে পারবেন। ছুটির দিন গুলোতে তাজমহলে লোকসমাগম বেশি হয়। ভীর এড়াতে ছুটির দিনগুলো বাদে অন্য দিন গুলোতে যেতে পারেন। পিরামিডের ভেতরে ভূতের সাউন্ড দেয়া হয়, বাচ্চাদের ভিতরে প্রবেশ না করানোই ভালো হবে।
https://business.facebook.com/sound/collection/?sound_collection_tab=sound_tracks&asset_id=299833268159853&reference=direct_link

Stay a mystery; it's better 😉
05/02/2024

Stay a mystery; it's better 😉

Cofee Break
15/01/2024

Cofee Break

09/06/2023

VICTORIA MEMORIAL HALL

Address

Narayanganj
Pagla
1421

Telephone

+8801716161607

Website

Alerts

Be the first to know and let us send you an email when Walk With Sohel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Walk With Sohel:

Videos

Share

Nearby travel agencies


You may also like