22/02/2024
ভারতে ভ্রমনের সময় পাসপোর্ট হারিয়ে গেলে করনীয় কি ?! জানুন।
প্রথমেই লোকাল থানায় একটি জিডি করতে হবে,
পাসপোর্ট হারিয়ে গেছে এই মর্মে একটি দরখাস্ত লিখতে হবে ট্রাভেল পারমিট ইস্যু করার জন্য
তারপর আপনি বাংলাদেশ দূতাবাস হতে প্রাপ্ত ট্রাভেল পারমিট ও ট্রাভেল ইন্সুরেন্স নিয়ে ইন্ডিয়ার অবস্থিত Foreign Regional Registration Office (FRRO) তে গিয়ে এক্সিট পারমিট নিতে হবে।
FRRO যেদিন শুধু একজিট এর তারিখ নির্ধারণ করবে ঐ দিন ই দেশে ফিরতে হবে।
এক্সিট পারমিটের জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন করতে হলে আপনার যা লাগবে
হারানো পাসপোর্টের ফটোকপি
হারানো পাসপোর্টের ভিসা ও এরাইভাল হওয়ার কপি
কয়েক কপি ছবি
জিডি কপি
C Form/সি ফর্ম লাগবে।
যদি আপনি C Form ছাড়া আবেদন করতে যান তাহলে আপনাকে ফেরত আসতে হবে।
তাই মনে রাখবেন আপনাকে অবশ্যই C Form ফর্ম নিতে হবে আপনি যে হোটেলে থাকেন সে হোটেল থেকে।
আর যাদের C Form ফর্ম নাই তারা যে বাড়িতে আছেন তার আধার কার্ড ও বিলের কপি নিবেন।
সব কাগজ দিয়ে অনলাইনে Foreign Regional Registration Office (FRRO) তে আবেদন করে ফেলুন।
আবেদন সম্পন্ন করে FRRO অফিসের এর ভিতরে গিয়ে আপনার সমস্যা গুলো খুলে বলুন।
আশা করি একদিন বা দুইদিনের মধ্যেই আপনি এক্সিট পারমিট নিয়ে দেশে চলে আসতে পারবেন।
পরিশেষে একটি অনুরোধ রইলো
আপনার পাসপোর্ট একান্তই আপনার নাহ এটি একটি দেশ ও জাতির সন্মান বহন করে।
আপনি যখন বাংলাদেশ ছেড়ে অন্য দেশে যান, তখন আপনার মাধ্যমেই বাংলাদেশকে চিনে অন্য দেশের মানুষজন।
নিজেকে, নিজের দেশকে সুন্দর ভাবে উপস্থাপন করুন। তাতে আপনার মর্যাদা বাড়বে, দেশের মর্যাদা বাড়বে।
মনে রাখবেন!
আপনার সন্তান আপনার শ্রেষ্ঠ সম্পদ ,আপনার সন্তানকে সময় দিন পাশাপাশি সন্তানকে মাদকের কুফল সম্পর্কে এখনই সচেতন করুন। ধন্যবাদ
লেখাটি ভালো লাগলে বা আপনার উপকারে আসলে দয়া করে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ
Thank you stay safe,stay with us..