Safwan Tour's & Travels

Safwan Tour's & Travels সুলভ মূল্যে এয়ার টিকেট পেতে যোগাযোগ করুন আমাদের সাথে। অভ্যন্তরীন ও আন্তর্জাতিক এয়ার টিকেট বুকি হয়।

ভারতে ভ্রমনের সময় পাসপোর্ট হারিয়ে গেলে করনীয় কি ?! জানুন। প্রথমেই লোকাল থানায় একটি জিডি করতে হবে,পাসপোর্ট হারিয়ে গেছে এই...
22/02/2024

ভারতে ভ্রমনের সময় পাসপোর্ট হারিয়ে গেলে করনীয় কি ?! জানুন।
প্রথমেই লোকাল থানায় একটি জিডি করতে হবে,
পাসপোর্ট হারিয়ে গেছে এই মর্মে একটি দরখাস্ত লিখতে হবে ট্রাভেল পারমিট ইস্যু করার জন্য
তারপর আপনি বাংলাদেশ দূতাবাস হতে প্রাপ্ত ট্রাভেল পারমিট ও ট্রাভেল ইন্সুরেন্স নিয়ে ইন্ডিয়ার অবস্থিত Foreign Regional Registration Office (FRRO) তে গিয়ে এক্সিট পারমিট নিতে হবে।
FRRO যেদিন শুধু একজিট এর তারিখ নির্ধারণ করবে ঐ দিন ই দেশে ফিরতে হবে।
এক্সিট পারমিটের জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন করতে হলে আপনার যা লাগবে
হারানো পাসপোর্টের ফটোকপি
হারানো পাসপোর্টের ভিসা ও এরাইভাল হওয়ার কপি
কয়েক কপি ছবি
জিডি কপি
C Form/সি ফর্ম লাগবে।
যদি আপনি C Form ছাড়া আবেদন করতে যান তাহলে আপনাকে ফেরত আসতে হবে।
তাই মনে রাখবেন আপনাকে অবশ্যই C Form ফর্ম নিতে হবে আপনি যে হোটেলে থাকেন সে হোটেল থেকে।
আর যাদের C Form ফর্ম নাই তারা যে বাড়িতে আছেন তার আধার কার্ড ও বিলের কপি নিবেন।
সব কাগজ দিয়ে অনলাইনে Foreign Regional Registration Office (FRRO) তে আবেদন করে ফেলুন।
আবেদন সম্পন্ন করে FRRO অফিসের এর ভিতরে গিয়ে আপনার সমস্যা গুলো খুলে বলুন।
আশা করি একদিন বা দুইদিনের মধ্যেই আপনি এক্সিট পারমিট নিয়ে দেশে চলে আসতে পারবেন।
পরিশেষে একটি অনুরোধ রইলো
আপনার পাসপোর্ট একান্তই আপনার নাহ এটি একটি দেশ ও জাতির সন্মান বহন করে।
আপনি যখন বাংলাদেশ ছেড়ে অন্য দেশে যান, তখন আপনার মাধ্যমেই বাংলাদেশকে চিনে অন্য দেশের মানুষজন।
নিজেকে, নিজের দেশকে সুন্দর ভাবে উপস্থাপন করুন। তাতে আপনার মর্যাদা বাড়বে, দেশের মর্যাদা বাড়বে।
মনে রাখবেন!
আপনার সন্তান আপনার শ্রেষ্ঠ সম্পদ ,আপনার সন্তানকে সময় দিন পাশাপাশি সন্তানকে মাদকের কুফল সম্পর্কে এখনই সচেতন করুন। ধন্যবাদ
লেখাটি ভালো লাগলে বা আপনার উপকারে আসলে দয়া করে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ

Thank you stay safe,stay with us..

16/02/2024
11/02/2024

✈️এয়ারপোর্ট রোড জ্যাম থাকায় :
পরামর্শ

** বাড়ি থেকে আপনার পাসপোর্ট, টিকিটসহ ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস চেক করে নিন।

** যানজটের বিষয়টি মাথায় রেখে হাতে সময় নিয়ে যাত্রা করুন।

** ফ্লাইটের ৩ ঘন্টার আগে বিমানবন্দরে উপস্থিত হোন।

** চেক ইন কাউন্টার খুঁজে পেতে বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন।

** বিমানবন্দরের ভেতরে প্রবেশ করে আপনার নির্ধারিত এয়ারলাইনে চেক ইন সম্পন্ন করুন।

** ফ্লাইটের ১ ঘন্টা আগে এয়ারলাইনের বোর্ডিং কাউন্টার বন্ধ হয়ে যায়। এরপর আসলে আপনি আর চেক ইন করতে পারবেন না।

** চেক ইন করার সময় যে কয়টি লাগেজ জমা দিবেন, ততটি লাগেজ ট্যাগ বুঝে নিন।

** পাসপোর্ট, বোর্ডিং কার্ড, লাগেজ ট্যাগ বুঝে নিয়ে চেক ইন কাউন্টার ত্যাগ করুন।

** চেকইন সম্পন্ন করার পর অযথা ঘোরাফেরা না করে ইমিগ্রেশন সম্পন্ন করুন।

** ইমিগ্রেশন করা পর পুনরায় বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন। আপনার বোর্ডিং কার্ডে অথবা মনিটরে প্রদর্শিত গেট ব্যবহার করে উড়োজাহাজে উঠুন।

** আপনার বোর্ডিং কার্ডে লেখা নির্ধারিত সিটে বসুন। খালি থাকলেও অন্য সিটে বসবেন না।

ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রসেসিং এর জন্য ১)মূল পাসপোর্ট ২) ২/২ ইঞ্চি রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে  ৩) এন আইডি কপি ৪...
07/02/2024

ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রসেসিং এর জন্য
১)মূল পাসপোর্ট
২) ২/২ ইঞ্চি রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে
৩) এন আইডি কপি
৪) বর্তমান ঠিকানার বিদ্যুৎ বিল
৫) ব্যাংক স্টেটমেন্ট লাষ্ট ৬ মাসের
৬) চাকরি হলে এনওসি,
ব্যাবসা হলে ট্রেড লাইসেন্স,

💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
যদি কোন ডকুমেন্ট না থাকে তাহলে ডকুমেন্টস রেডি করে দেওয়া যাবে

২০-২৫ দিন সময় লাগে টুরিস্ট ভিসা করতে
যোগাযোগ: 01956-547702
ফুলপুর, ময়মনসিংহ

আলহামদুলিল্লাহ..❤️❤️❤️এই কয়েকদিনে আমার বেশ কয়েকটি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল এয়ার টিকেট সেল হয়েছে। ঢাকা টু কক্সবাজার -...
07/02/2024

আলহামদুলিল্লাহ..❤️❤️❤️
এই কয়েকদিনে আমার বেশ কয়েকটি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল এয়ার টিকেট সেল হয়েছে।
ঢাকা টু কক্সবাজার - ৫ জন
ঢাকা টু রিয়াদ
এমিরেটস এয়ারলাইন্স - ৮ জন
কাতার এয়ারলাইন্স - ২ জন
ফ্লাই দুবাই - ঢাকা টু মদিনা
সউদিয়া এয়ারলাইন্স - ১ জন
ঢাকা টু রিয়াদ
বিমান বাংলাদেশ - ১ জন

আমার এই ট্রাভেল এজেন্সি আপনাদের দোয়ায় আস্তে আস্তে বড় হয়ে উঠছে। আলহামদুলিল্লাহ!!!❤️❤️
আমাদের সাথে থাকতে এবং আরো নতুন নতুন অফার পেতে চোখ রাখুন আমাদের পেইজে।
সবচেয়ে কম রেটে এয়ার টিকেট ও ট্রাভেল রিলেটেড সকল সার্ভিস পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।
সাফওয়ান ট্যুরস এন্ড ট্রাভেলস এর সঙে থাকুন, নিশ্চিন্তে ভ্রমণ করুন।
বিস্তারিত আরো জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন অথবা যোগাযোগ করতে পারেন নিচের নাম্বার এ -
☎️ 01956-547702 মনির
💌[email protected]

এম্বারকেশন / বহির্গমন / ডিপার্চার কার্ড:বাংলাদেশ থেকে বিদেশে ভ্রমণে যাবার পূর্বে বহির্গমন কার্ড পূরণ করা হতে পারে।অভিবাস...
26/05/2023

এম্বারকেশন / বহির্গমন / ডিপার্চার কার্ড:
বাংলাদেশ থেকে বিদেশে ভ্রমণে যাবার পূর্বে বহির্গমন কার্ড পূরণ করা হতে পারে।
অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশ
+88 01730666936, +88 01713086330
#এমআরসি #অভিবাসীতথ্যকেন্দ্র
#বিমান_টিকেট

বিমানের টিকেটের জন্য ফোন করুন : 01956-547702

যারা ভবিষ্যতে বিদেশে যেতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শঃ☛ যাদের পাসপোর্ট নেই তারা ৫ বা ১০ বছর মেয়াদি পাসপোর্ট করে ...
13/05/2023

যারা ভবিষ্যতে বিদেশে যেতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শঃ

☛ যাদের পাসপোর্ট নেই তারা ৫ বা ১০ বছর মেয়াদি পাসপোর্ট করে ফেলুন।

☛ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করে রাখুন।

☛ ২-৩ ধরনের CV তৈরি করে রাখুন।

☛ একটা ইনকাম সোর্স তৈরি করুন বা এমন একটা দক্ষতা অর্জন করুন যা দিয়ে ইনকাম করা যায়।

☛ ফ্যামিলি সাপোর্ট ভাল থাকলে তবেই বিদেশ যাওয়ার চিন্তা করুন।

☛ ইংরেজিতে দক্ষ হয়ে উঠুন।

☛ গাড়ী ড্রাইভিং শিখে রাখুন।

☛ কম্পিউটারের বেসিক প্রোগ্রামগুলো শিখে রাখুন।

☛ রান্না বা নিজের খাবার নিজে তৈরী করা শিখুন।

☛ বিনোদনের পিছনে সময় নষ্ট না করে পেশাদার যেকোনো কাজ শিখে রাখুন।

☛ ইন্টারনেট ব্রাউজিংয়ের আসক্তি থেকে বেরিয়ে আসুন।

☛ ভাগ্যে থাকলে বিদেশ যাবেন, তাই বলে কাজ বন্ধ না করে কাজ শিখুন অথবা চাকুরি করুন, ডিপ্রেশন আসবে না, বিদেশ গিয়ে কাজ করতে হতাশ হবেন না।

ফুলপুর, ময়মনসিংহ
☑️Hotline:
🔻01956-547702 মনির

#বিমান #বিমান_টিকেট

টিকেটের দাম বাড়ার আগেই আগামি জানুয়ারী, ফেব্রুয়ারী ও মার্চের ট্যুর প্লান এখনি সাজিয়ে নিন। ঘুরে আসুন কলকাতা, দিল্লি, আগ্রা...
17/12/2022

টিকেটের দাম বাড়ার আগেই আগামি জানুয়ারী, ফেব্রুয়ারী ও মার্চের ট্যুর প্লান এখনি সাজিয়ে নিন। ঘুরে আসুন কলকাতা, দিল্লি, আগ্রা, জয়পুর, ভারতীয় অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক এয়ারলাইন্সে টিকেট সবচেয়ে কম মূল্যে বুকিং করুন । দেশের যেকোন প্রান্ত থেকে বুকিং করতে পারবেন খুব সহজে ।
---------------------------------------------
যে কোন প্রয়োজনে গ্রাহকসেবা পেতে ফোন করুনঃ
☎️ +880 1956 5477 02
(WhatsApp Available)

💢 আমরা আছি আপনার সেবায় ২৪ ঘণ্টা ৩৬৫ দিন ।


মেডিকেল ট্যুরিজমের জন্য ভারতের সেরা কয়েকটি প্রদেশ। খরচ যখন করবেনই ভালো জায়গায় করুন, সুস্থ জীবন কাটান। বিস্তারিত জানতে  +...
12/12/2022

মেডিকেল ট্যুরিজমের জন্য ভারতের সেরা কয়েকটি প্রদেশ। খরচ যখন করবেনই ভালো জায়গায় করুন, সুস্থ জীবন কাটান। বিস্তারিত জানতে +880195654 7702 এই নাম্বারে অথবা মেসেজ করুন.

রোমানিয়া ৬টা ভিসা স্ট্যাম্পিং সম্পূর্ণ।।। যে কোনো দেশের ভিসা এয়ার টিকেট এর জন্য আজ ই যোগাযোগ করুন,,,+880 1956-547702  (...
08/12/2022

রোমানিয়া ৬টা ভিসা স্ট্যাম্পিং সম্পূর্ণ।।।
যে কোনো দেশের ভিসা এয়ার টিকেট এর জন্য আজ ই যোগাযোগ করুন,,,
+880 1956-547702 (call+watsapp )

Congratulations Air Astra for inaugurating your MAGICAL journey!It has been a great landmark in our aviation industry . ...
24/11/2022

Congratulations Air Astra for inaugurating your MAGICAL journey!

It has been a great landmark in our aviation industry .

 #এয়ার_এ্যাস্ট্রা'র   #উদ্বোধনী_ফ্লাইট ঢাকা থেকে পর্যটন নগরী  #কক্সবাজারে ☞For Tickets -  +880 1956-547702 Monir Hasan S...
17/11/2022

#এয়ার_এ্যাস্ট্রা'র #উদ্বোধনী_ফ্লাইট ঢাকা থেকে পর্যটন নগরী #কক্সবাজারে
☞For Tickets - +880 1956-547702 Monir Hasan

Safwan Tour's & Travels এর মাধ্যমে বুকিং করে নিন। Air Astra Ticket

২৪ নভেম্বর থেকে ফ্লাইট শুরু করতে যাচ্ছে দেশের নতুন বেসরকারি এয়ারলাইন্স এয়ার এ্যাস্ট্রা। ঢাকা থেকে কক্সবাজার যাবে এয়ারলাইনটির উদ্বোধনী ফ্লাইট।

২০২১ সালে এনওসি পায় এয়ার এ্যাস্ট্রা। ২০২২ সালের ৩ নভেম্বর কমার্শিয়াল ফ্লাইট অপারেশন এর জন্য এওসি পেয়েছে এয়ারলাইনটি। বর্তমানে এয়ারলাইনটির বহরে আছে ২টি এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ আছে। ফ্রান্সে নির্মিত এটিআর ৭২-৬০০ টার্বোপ্রপ প্রযুক্তির এই উড়োজাহাজ ৭০ জন যাত্রী বহনে সক্ষম । এয়ার এ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ জানিয়েছেন ২০২৩ সালে বহরে উড়োজাহাজের সংখ্যা হবে ১০টি। একই সাথে ২০২৩ সালের শেষ দিকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু করবে এয়ার এ্যাস্ট্রা।

সুত্রঃ- #বাংলা_এভিয়েশন

ইন্ডিয়ান ভিসা প্রত্যাখান এর সম্ভাব্য কারন সমূহ......ইন্ডিয়ান ভিসা প্রত্যাখান এর সম্ভবত কারন সমূহ আবেদনকারীর ফর্মে কোন ভূ...
09/11/2022

ইন্ডিয়ান ভিসা প্রত্যাখান এর সম্ভাব্য কারন সমূহ......

ইন্ডিয়ান ভিসা প্রত্যাখান এর সম্ভবত কারন সমূহ আবেদনকারীর ফর্মে কোন ভূল তথ্য পুরন করলে।
কোন ডকুমেন্টস জাল/নকল সংযুক্ত করলে।
পাসপোর্ট এবং ভোটার আইডি বা জন্ম নিবন্ধনের সাথে গড়মিল থাকলে।
ভিসা সেন্টারে আপনার ডকুমেন্টস জমা দেয়ার পরদিন যদি হাই কমিশন থেকে ফোন দেয়? আর আপনি যদি সঠিক তথ্য দিতে না পারেন তাহলে আপনার ভিসাটি রিফিউজ হয়ে যাবে।
ভ্রমন ভিসা বা অন্য কোন ভিসা নিয়ে গিয়ে Over Stay করে ইলিগ্যাল ভাবে ফিরে আসলে।
আবেদন পত্র এবং বিদুৎ বিলের ঠিকানা গড়মিল থাকলে।
পুরোনো ছবি দিয়ে অথবা ২"× ২" ছবি ছাড়া আবেদন করলে।
পাসপোর্টে ENTRY REFUSED/OFFLOAD সিল রিমুভ না করে আবেদন পত্র জমা করে দেয়া।
পাসপোর্ট এর সাথে মিল না রেখে আবেদন পত্রে স্বাক্ষর করে দেয়া।
প্রফেশন প্রুফ NOC এবং ডলার এন্ড্রোসমেন্ট নকল দিলে।
পাসপোর্ট এর ৪৩ নাম্বার পৃষ্ঠায় Applied সিল থাকা অবস্থায় আবেদন পত্র জমা করে দেয়া।
পেশাগত তথ্য ভূল দিলে বা মনগড়া মতো ডকুমেন্টস দিলে।
ব্যাংক স্টেটমেন্ট গত ৬ মাসের না দেয়া বা ব্যাংকে এন্ডিং ব্যালেন্স মিনিমাম ২০ হাজার টাকার কম দেখানো।
পাসপোর্টে অন্তত: দু’টি সাদা পাতা না থাকা।
আপনার পাসপোর্ট ৬ মাসের কম মেয়াদ থাকা অবস্থায় ভিসার জন্য আবেদন পত্র জমা করে দেয়া।
পুরোনো সকল পাসপোর্ট সংযুক্ত না করলে অথবা হারানো পাসপোর্ট এর লিগ্যাল ডকুমেন্টস জমা না দিলে। ইত্যাদি
Mentioned with thanks:
YOUR VISA APPLICATION IS VALID FOR 7 CALENDER DAYS. PLEASE SUBMIT WITHIN VALIDITY.

আলহামদুলিল্লাহ্‌ আমাদের মাধ্যমে  আরো ২ জন ঢাকা থেকে আবু ধাবি বিমান বাংলাদেশের টিকেট ২ টি টিকেট বুকিং করেছেন। যে কোন দেশে...
08/11/2022

আলহামদুলিল্লাহ্‌
আমাদের মাধ্যমে আরো ২ জন
ঢাকা থেকে আবু ধাবি বিমান বাংলাদেশের টিকেট ২ টি টিকেট বুকিং করেছেন।

যে কোন দেশের বিমান টিকেট বুকিং করতে যোগাযোগ করুন আমাদের সাথে। ইনশাআল্লাহ্‌ সর্বনিন্ম রেটে দেয়ার চেষ্টা করবো ।

টিকেট বা বুকিং সংক্রান্ত যে কোন তথ্যের জন্য ফোন করুন ঃ

+𝟖𝟖𝟎𝟏𝟗 𝟓𝟔𝟓𝟒 𝟕𝟕𝟎𝟐

06/11/2022

কমদামে সৌদি আরবসহ সকল দেশের টিকেট পাওয়া যাচ্ছে। একমাত্র আমরাই দিচ্ছি সবচেয়ে কমদামে এয়ার টিকেট
Whatsapp 019 5654 7702

ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাস্ট্রা'র দ্বিতীয় উড়োজাহাজ এটিআর ৭২-৬০০ (S2-STC)। বুলগেরিয়ার সোফিয়া বিমানবন্দর থেকে ২৪ অক্টোবর রওন...
06/11/2022

ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাস্ট্রা'র দ্বিতীয় উড়োজাহাজ এটিআর ৭২-৬০০ (S2-STC)। বুলগেরিয়ার সোফিয়া বিমানবন্দর থেকে ২৪ অক্টোবর রওনা হয়ে মিশরের কায়রো, ওমানের মাস্কাট ও ভারতের আহমেদাবাদে হয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় ঢাকায় পৌঁছে উড়োজাহাজটি। এর আগে ৭ অক্টোবর ঢাকায় পৌঁছেছিল চালু হতে যাওয়া নতুন এয়ারলাইন্সটির একই মডেলের প্রথম উড়োজাহাজ।

আর যেতে হবে না , ময়মনসিংহ কিংবা ঢাকা। এখন আপনার শহর ফুলপুরে  ঘরে বসেই কাটতে পারবেন বিমান টিকেট।আমাদের কাছে পাবেন _ ১। সব...
05/11/2022

আর যেতে হবে না , ময়মনসিংহ কিংবা ঢাকা। এখন আপনার শহর ফুলপুরে ঘরে বসেই কাটতে পারবেন বিমান টিকেট।

আমাদের কাছে পাবেন _
১। সবচেয়ে কম রেটে এয়ার টিকেট
২। বুকিং করার পর টিকেটের মুল্য পরিশোধ করার সুবিধা।
৩। দেশে বা দেশের বাইরে টিকেট পৌঁছে দিয়ে থাকি।
৪। দ্রুত সময়ে প্রসেসিং করে থাকি।
৫। ক্যশ , বিকাশ , অথবা ব্যাংকের মাধ্যমে নিশ্চিন্তে টিকিটের মুল্য পরিশোধ সুবিধা।

আপনার গন্তব্য স্থান ও তারিখ বলুন আমাদের। দেশ-বিদেশের সকল ধরনের বিমান টিকেট পৌছে দিব আপনার কাছে।

✅আর ও বিস্তারিত জানার জন্য কল করুন।
সাফয়ান ট্যুরস এন্ড ট্রাভেলস

📞কলঃ 019 5654 7702
✉️Email: [email protected]
https://www.facebook.com/safwantoursandtravels/

যেকোন দেশের বিমান টিকিট ✈️ সুলভ মূল্যে পেতে যোগাযোগ করুন আমাদের সাথে।📞কল : 019 5654 7702অথবা ✉ ইনবক্সে এ নক করুন।ইনশাআল্...
04/11/2022

যেকোন দেশের বিমান টিকিট ✈️ সুলভ মূল্যে পেতে যোগাযোগ করুন আমাদের সাথে।
📞কল : 019 5654 7702
অথবা ✉ ইনবক্সে এ নক করুন।
ইনশাআল্লাহ কম মূল্যে বিমান টিকিট দিতে পারবো।

ফুলপুর, ময়মনসিংহ

এয়ার টিকেট প্রয়োজন? আর যেতে হবে না ময়মনসিংহ কিংবা ঢাকা। টিকিট করুন ঘরে বসে হাতের নাগালেই  Safwan Tour's & Travels ফোন...
04/11/2022

এয়ার টিকেট প্রয়োজন?
আর যেতে হবে না ময়মনসিংহ কিংবা ঢাকা। টিকিট করুন ঘরে বসে হাতের নাগালেই Safwan Tour's & Travels
ফোন করুন +8801956547702
প্রোপাইটর মনির হাসান

Address

Phulpur, Mymensingh
Phulpur

Alerts

Be the first to know and let us send you an email when Safwan Tour's & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Safwan Tour's & Travels:

Share

Category