GoldenWings

GoldenWings Let your dreams be your wings GoldenWings offers a full spectrum of services to help you succeed in your professional life. Let your dreams be your wings.
(1)

We create standards of excellence and train you to achieve your goals in more effective ways.

সৌদি আরব থেকে আপনাদের জন্য আমরা কিছু জব নিয়ে এসেছি। জবের ধরন: *দোকানের সেলসম্যান, ফুড ডেলিভারি, ক্লিনার*বয়স: *২০-৫০ বছ...
01/09/2024

সৌদি আরব থেকে আপনাদের জন্য আমরা কিছু জব নিয়ে এসেছি।

জবের ধরন: *দোকানের সেলসম্যান, ফুড ডেলিভারি, ক্লিনার*

বয়স: *২০-৫০ বছর*

বেতন: *৯০০-১৫০০ রিয়াল*

থাকা ও খাওয়া: কোম্পানির

কর্ম ঘন্টা: *৮-১০ ঘন্টা*
ভিসা: *১৫-২০ দিন*

আবেদনের নিয়ম: পাসপোর্ট স্ক্যান, মেডিকেল ও পুলিশ ক্লিয়ারেন্স ।

ফ্লাইট: আর্জেন্ট নিয়োগ। ফলে ভিসার সাথে সাথে ফ্লাইট হবে।

ভিসা না হলে কোন টাকা প্রদান করতে হবে না।

যোগাযোগ: ০১৭৪১৫০৫৪২৮ (Call/Whatsapp)
অফিস: খোরশেদের মোড়, ১২ রাস্তা, চন্দ্রিমা থানা, রাজশাহী

আলহামদুলিল্লাহ! আমাদের দুবাইয়ের যাত্রীগণ তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছে। প্রবাসে তাদের পথচলা সহজ হোক।GoldenWings"...
29/08/2024

আলহামদুলিল্লাহ! আমাদের দুবাইয়ের যাত্রীগণ তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছে। প্রবাসে তাদের পথচলা সহজ হোক।

GoldenWings
"বৈধ পথে বিদেশ যাত্রা"

মধ্যপ্রাচ্য থেকে জর্জিয়া 🔧 শুধুমাত্র কাজ জানা/ স্কিলড লোকের জন্য 📋 ভ্যাকেন্সি-     - 🛠️ রিবার ওয়ার্কার (রড ফিক্সার)     ...
29/08/2024

মধ্যপ্রাচ্য থেকে জর্জিয়া

🔧 শুধুমাত্র কাজ জানা/ স্কিলড লোকের জন্য

📋 ভ্যাকেন্সি-
- 🛠️ রিবার ওয়ার্কার (রড ফিক্সার)
- 🏗️ মনোলিথ/কাস্টিং স্পেশালিস্ট

📍 লোকেশন- তিবলিসি, জর্জিয়া।

💵 বেতন- ৬০০ থেকে ৭০০ ডলার

🏠 অন্যান্য সুযোগ সুবিধা-
- 🛏️ থাকার জায়গা কোম্পানি দিবে
- 🍽️ খাবার কোম্পানি দিবে
- 🛂 কোম্পানি টি আর সি করে দিবে

🕒 কাজের সময়-
- 📅 সোমবার থেকে শুক্রবার
- ⏰ ১০ ঘণ্টা প্রতিদিন

আস সালামু আলাইকুম।আমরা *মালদ্বীপের* প্রথম ব্যাচের ফাইল গ্রহণ শুরু করে দিয়েছি। ফ্লাইট হবে *সেপ্টেম্বরের* মধ্যেই ইনশাআল্ল...
20/08/2024

আস সালামু আলাইকুম।

আমরা *মালদ্বীপের* প্রথম ব্যাচের ফাইল গ্রহণ শুরু করে দিয়েছি।
ফ্লাইট হবে *সেপ্টেম্বরের* মধ্যেই ইনশাআল্লাহ ।

আগ্রহীরা দ্রুত কনফার্ম করুন।

ধন্যবাদ।

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তিচাইনিজ কোম্পানিতে আমাদের আরো ৪ জন ট্রাক ইঞ্জিন মেকানিক জরুরিভিত্তিতে প্রয়োজন।জবের ধরন: ট্রাক ইঞ্জ...
10/08/2024

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

চাইনিজ কোম্পানিতে আমাদের আরো ৪ জন ট্রাক ইঞ্জিন মেকানিক জরুরিভিত্তিতে প্রয়োজন।

জবের ধরন: ট্রাক ইঞ্জিন মেকানিক।
বয়স: ২৫-৫০ বছর
অভিজ্ঞতা: ন্যূনতম ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পার্টসের নাম ভালোভাবে জানতে হবে। এন্ড্রয়েড ব্যবহার জানতে হবে। অধীনস্থ মিস্ত্রি চালাতে পারতে হবে।

বেতন: ৮০০-৯০০ মার্কিন ডলার (১ লক্ষ টাকা)
দেশ: কঙ্গো
অভিজ্ঞতা বেশি থাকলে বেতন বাড়বে নিয়মিত।

আবেদনের নিয়ম: পাসপোর্ট স্ক্যান, মেডিকেল ও টিকা।
অবশ্যই কাজের যোগ্যতা আমাদের মাধ্যমে প্রমাণিত হতে হবে। অনভিজ্ঞ কেউ যোগাযোগ করবেন না।

থাকা ও খাওয়া: কোম্পানির
কর্ম ঘন্টা: ৮ ঘন্টা
ভিসা: ৩০-৬০ দিন
ফ্লাইট: আর্জেন্ট নিয়োগ। ফলে ভিসার সাথে সাথে ফ্লাইট হবে।

ভিসা না হলে কোন টাকা প্রদান করতে হবে না।
যোগাযোগ: ০১৭৪১৫০৫৪২৮ (Call/Whatsapp)
অফিস: খোরশেদের মোড়, ১২ রাস্তা, চন্দ্রিমা থানা, রাজশাহী

*বেলারুশের পরিচিতি 🇧🇾* বেলারুশ, অফিসিয়াল নাম বেলারুশ প্রজাতন্ত্র, পূর্ব ইউরোপে অবস্থিত একটি দেশ। এর উত্তর-পশ্চিমে লাটভিয...
31/07/2024

*বেলারুশের পরিচিতি 🇧🇾*

বেলারুশ, অফিসিয়াল নাম বেলারুশ প্রজাতন্ত্র, পূর্ব ইউরোপে অবস্থিত একটি দেশ। এর উত্তর-পশ্চিমে লাটভিয়া, উত্তরে লিথুয়ানিয়া, পূর্বে রাশিয়া, দক্ষিণে ইউক্রেন এবং পশ্চিমে পোল্যান্ড এর সীমানা।

*রাজধানী ও প্রধান শহর:*

* রাজধানী: মিনস্ক 🏙️
* অন্য প্রধান শহরসমূহ: পিনস্ক, গোমেল, মহিলিও, ভিটেবস্ক, হ্রোদনা।

*জনসংখ্যা:*

বেলারুশের জনসংখ্যা প্রায় ৯.৫ মিলিয়ন। জনসংখ্যার বেশিরভাগই বেলারুশিয়ান জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত, তবে রাশিয়ান, পোলিশ এবং ইউক্রেনিয়ান সংখ্যালঘু সম্প্রদায়ও রয়েছে।

*ভাষা:*

* সরকারি ভাষা: বেলারুশিয়ান 🇧🇾
* ⁠ দ্বিতীয় ভাষা: রুশ 🇷🇺

*সংস্কৃতি:*

বেলারুশের সংস্কৃতি তার ঐতিহ্য, সঙ্গীত, নৃত্য এবং হস্তশিল্পের মাধ্যমে সমৃদ্ধ। দেশটির সাহিত্য ও নাট্যকলাও অত্যন্ত প্রশংসিত। বেলারুশের লোকসংস্কৃতি ও ঐতিহ্য দেশটির মানুষের জীবনে গভীরভাবে প্রোথিত।

*প্রাকৃতিক সৌন্দর্য:*

বেলারুশের ল্যান্ডস্কেপ হ্রদ, নদী, এবং বনভূমি দ্বারা সমৃদ্ধ। দেশের প্রাকৃতিক উদ্যান এবং বন্যপ্রাণীর অভয়ারণ্য গুলোর মধ্যে বিয়ালোয়েজা ফরেস্ট বিখ্যাত, যা ইউরোপের শেষ প্রাচীন প্রাকৃতিক বনগুলির মধ্যে একটি এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত।

*অর্থনীতি:*

বেলারুশের অর্থনীতি প্রধানত কৃষি, শিল্প, এবং পরিষেবা খাতের উপর নির্ভরশীল। দেশটি কৃষি উৎপাদনে স্বনির্ভর এবং তার প্রধান শিল্পগুলির মধ্যে ট্রাক্টর ও ভারী যানবাহন নির্মাণ, রাসায়নিক উৎপাদন এবং খাদ্য প্রক্রিয়াকরণ অন্তর্ভুক্ত।

*শিক্ষা ও স্বাস্থ্যসেবা:*

বেলারুশের শিক্ষা ব্যবস্থা উন্নত এবং দেশটি উচ্চ শিক্ষার মানদণ্ডে উল্লেখযোগ্য। স্বাস্থ্যসেবা ব্যবস্থাও উন্নত, যা নাগরিকদের বিনামূল্যে বা স্বল্প খরচে প্রদান করা হয়।

বেলারুশ একটি সমৃদ্ধ ইতিহাস এবং ঐতিহ্য বহনকারী দেশ।

বেলারুশ ওয়ার্ক ভিসা 🇧🇾পজিশন: সুইং অপারেটর ✂️মেয়েদের পোশাক সেলাই করা জানতে হবে 👗*ওয়ার্ক শিডিউল:** দিনে ১০ ঘন্টা ⏰* সপ্...
30/07/2024

বেলারুশ ওয়ার্ক ভিসা 🇧🇾

পজিশন: সুইং অপারেটর ✂️
মেয়েদের পোশাক সেলাই করা জানতে হবে 👗

*ওয়ার্ক শিডিউল:*

* দিনে ১০ ঘন্টা ⏰
* সপ্তাহে ৬ দিন 📅

*স্যালারি ও অন্যান্য সুবিধা:*

* মাসে $425 = ৫০ হাজার টাকা 💵
* থাকার জায়গা: কোম্পানি দিবে 🏠

*রিকোয়ারমেন্টস:*

* সেলাই কাজের অভিজ্ঞতা থাকতে হবে 🧵
* কাজের ভিডিও দিতে হবে 🎥

*প্রসেসিং এর সময়:*

* ৩ থেকে ৬ মাস ⏳

*অন্যান্য তথ্য:*

* ইন্ডিয়া যেতে হবে না 🌏

*জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি*চাইনিজ কোম্পানি থেকে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর জন্য নতুন কয়েকটি জব এসেছে।কোম্পানি: চাইনিজদ...
10/07/2024

*জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি*

চাইনিজ কোম্পানি থেকে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর জন্য নতুন কয়েকটি জব এসেছে।

কোম্পানি: চাইনিজ
দেশ: কঙ্গো
কাজের ধরন: কনস্ট্রাকশন (রড ও শাটারিং মিস্ত্রি)
বয়সসীমা: ২৩-৪৫ বছর
অভিজ্ঞতা: মোটামুটি কাজ জানলেও হবে।
বেতন: ৫০০ ডলার+ওভারটাইম(৭০০০০+টাকা)
জবের মেয়াদ: প্রাথমিকভাবে দুই বছর(নবায়নযোগ্য)
কর্মঘন্টা: ৮ঘন্টা + অভারটাইম
আবাসন ও খাবার : কোম্পানির

যোগাযোগ: ০১৭৪১৫০৫৪২৮ (Call/Whatsapp)
অফিস: GoldenWings, খোরশেদের মোড়, ১২ রাস্তা, চন্দ্রিমা থানা, রাজশাহী

*জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি*দেশের নাম: সৌদি আরবজবের ধরন: TIG (পাইপ) মালটি ওয়েল্ডিংবয়সসীমা: ২৪-৩৫ বছরঅভিজ্ঞতা: ন্যূনতম ৫ বছ...
06/07/2024

*জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি*

দেশের নাম: সৌদি আরব
জবের ধরন: TIG (পাইপ) মালটি ওয়েল্ডিং
বয়সসীমা: ২৪-৩৫ বছর
অভিজ্ঞতা: ন্যূনতম ৫ বছর। বিদেশের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে যাত্রী।
বেতন: ১৫০০-১৭০০ সৌদি রিয়াল
জবের মেয়াদ: প্রাথমিকভাবে দুই বছর
কর্মঘন্টা: ৮ঘন্টা/দিন। ২ ঘন্টা অভারটাইম বাধ্যতামূলক।
সাপ্তাহিক ছুটি: একদিন
আবাসন: কোম্পানির
খাবার: ৩০০ রিয়াল (আলোচনা সাপেক্ষে)
মেডিকেল সংক্রান্ত খরচ: ইন্স্যুরেন্স কোম্পানির দায়িত্বে।

আবেদনের নিয়ম:
★সিভি
★পাসপোর্ট স্ক্যান ও মূল কপি
★১০ কপি ছবি (পাসপোর্ট সাইজ)

ইন্টারভিউ যথাসময়ে অনুষ্ঠিত হবে।

ভিসা না হলে কোন টাকা প্রদান করতে হবে না।
যোগাযোগ: ০১৭৪১৫০৫৪২৮ (Call/Whatsapp)
অফিস: GoldenWings, খোরশেদের মোড়, ১২ রাস্তা, চন্দ্রিমা থানা, রাজশাহী

আলহামদুলিল্লাহ! আমাদের কঙ্গোর যাত্রীগণ তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছে। প্রবাসে তাদের পথচলা সহজ হোক।GoldenWings"বৈ...
23/06/2024

আলহামদুলিল্লাহ! আমাদের কঙ্গোর যাত্রীগণ তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছে। প্রবাসে তাদের পথচলা সহজ হোক।

GoldenWings
"বৈধ পথে বিদেশ যাত্রা"

08/06/2024

আস সালামু আলাইকুম।
পোল্যান্ডের ক্লায়েন্টদের উদ্দেশে জরুরী ঘোষণা:
১। যাদের পারমিট ইস্যু হয়ে গেছে, তারা অতিসত্বর পেমেন্ট ক্লিয়ার করুন।
২। যাদের পেমেন্ট ঠিক আছে, তারা পিডিএফ সংগ্রহ করতে পারেন।
৩। এপয়েন্টমেন্ট এর জন্য সিরিয়াল দিতে নক করুন। আগে এলেই আগে পাবেন, বিষয়টা আবার এমনও না। যখন যার ভাগ্যে আছে তখনই ডেট পাবেন।
৪। যাদের ডেট উঠে গেছে, তারা পিসিসি এবং ডাবল এন্ট্রির জন্য কাজ শুরু করে দিন।
৫। যাদের আগামী মাসে ডেট, তারা অন্যান্য পেপার্স রেডি করে নিন। সহায়তা লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন।

আপনার ভাগ্যে থাকলে অবশ্যই ভিসা হবে। আর ভাগ্যে না থাকলে মিস যাবে—সকল দেশের ভিসার জন্য অলিখিত সত্য এটি।

আপনার ভিসা জার্নি শুভ হোক। সবাইকে ধন্যবাদ।

এক্সক্যাভেটর চালক: পেশা হিসেবে যেমন আমরা আগেই বলেছি, শিক্ষিত তরুণদের জন্য বর্তমানে কোনো একটা হাতের কাজ জানা খুবই জরুরি। ...
08/06/2024

এক্সক্যাভেটর চালক: পেশা হিসেবে যেমন

আমরা আগেই বলেছি, শিক্ষিত তরুণদের জন্য বর্তমানে কোনো একটা হাতের কাজ জানা খুবই জরুরি। যারা সফট স্কিল বা কম্পিউটারের কাজে আত্মনিয়োগ করতে পারে না, তাদের জন্য সহজ একটি কাজ হলো বুলডোজার চালানো। নির্মানশিল্পে এই মেশিনটি দেখতে বিরাট হলেও এর পরিচালনা কিন্ত তেমন আহামরি কঠিন না। একই রকম আরেকটি মেশিন হলো এক্সক্যাভেটর। স্থানীয় ভাষায় একে ভিকু বলে অনেকেই। বর্তমান বিশ্বে শ্রম বাজারে এই জবের আবেদন দিনদিন বেড়েই যাচ্ছে।

অভিজ্ঞতা:
ভিকু অপারেটর হিসেবে ১ বছরের অভিজ্ঞতা থাকলে তাকে সাধারণ চালক হিসেবে ধরা হয়। কোম্পানীগুলো অবশ্য ২-৩ বছরের অভিজ্ঞতা চায় সবসময়। এই মেশিন দুইভাবে চালানো যায়। ম্যানুয়াল এবং অটো। শুরুতে ম্যানুয়াল প্রশিক্ষণ নিলে পরে অটো সিস্টেমে চালানোতে তেমন বেগ পেতে হয় না। কাজ শেখার ক্ষেত্রে দেশে এখন অনেক ট্রেইনিং সেন্টার আছে যারা সরাসরি প্র্যাক্টিক্যাল কাজ শেখায়। এই ধরনের সেন্টারগুলো থেকে প্রশিক্ষণ গ্রহণ করলে খুব সহজেই হাত পাকিয়ে ফেলা যায়।

বিশ্ববাজারে সুযোগ সুবিধা:
বর্তমানে বিশ্বে নির্মাণ কাজের তুফান চলছে। রকেটের গতিতে প্রতিটি দেশে চলছে উন্নয়নের ধারা। এমন একটি সময়ে এসে এক্সক্যাভেটর চালকের প্রয়োজন যে আকাশচুম্বি হবে তা বলাই বাহুল্য। অধিকাংশ দেশে এই পেশায় ৮০০ থেকে ১২০০ ডলারের স্যালারিতে নিয়োগ হয়ে থাকে। তবে মজার ব্যাপার হলো কয়েক বছরের মধ্যে বেতন স্কেল ২৫০০ থেকে ৫ হাজার ডলার পর্যন্ত উন্নীত হয়, যা এক কথায় অস্বাভাবিক।

আমি তো শিক্ষিত তরুণ; আমি কিভাবে করব!?
শিক্ষিত তরুণদের মাঝে অনেকেই এই বিষয়ে হীনমন্যতায় ভোগে। সর্বোচ্চ শিক্ষা অর্জন করে একজন যান চালকের পেশা গ্রহণ করতে তাদের অনেকে বিবেকে বাধা দেয়। তাদের মনে রাখতে হবে, যদি আপনি সচ্ছলতা এবং আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে চান তাহলে সকল পেশাকে সম্মান করতে শিখুন।। জ্ঞান আমাদেরকে মানসিক ও আত্মিকভাবে সমৃদ্ধ করে। জ্ঞানের সাথে পেশাগত সম্পর্ককে একীভূত করে ফেলাটা বাঙ্গালীদের একটি স্বভাবজাত বদভ্যাস ছাড়া আর কিছুই না। উন্নত বিশ্বে শিক্ষিত তরুণরা যেকোন পেশাকে গ্রহণ করে নিতে পেরেছে, যার কারণে উদ্যোগ এবং উদ্যোক্তাদের স্বর্ণযুগ তৈরি হয়েছে বর্তমান সময়ে। কাজকে সম্মান করার মানসিকতা তৈরি করতে পারলে আমাদের তরুণরাও কোনো অংশে পিছিয়ে থাকবে না।

কোথায় আবেদন করব?
নির্মাণ ইন্ডাস্ট্রিতে বর্তমানে মধ্যপ্রাচ্যে প্রচুর পরিমাণ কাজ হচ্ছে। তবে এই শিল্পে চাইনিজদের দক্ষতা সবকিছুকে ছাড়িয়ে গিয়েছে। এমন কোন দেশ নেই যেখানে তারা বর্তমানে মেগা মেগা সব প্রকল্প করছে না। আমাদের দেশের অধিকাংশ মেগা প্রকল্পে চাইনিজদের অবদান অনস্বীকার্য। এশিয়া ইউরোপ ছাড়িয়ে তারা বর্তমানে আফ্রিকার দেশগুলোতেও প্রচুর পরিমাণে মেগা প্রকল্পে কাজ করে যাচ্ছে। এই কারণে নিজেদের অভিজ্ঞতাকে ঝালিয়ে নিতে আর ভবিষ্যতকে সমৃদ্ধ করতে শিক্ষিত তরুণদের উচিত হবে চাইনিজ কোম্পানিতে ক্যারিয়ার গড়ার চেষ্টা করা। কারণ চাইনিজদের মতো পরিশ্রমী জাতির সাথে অভিজ্ঞতা অর্জন করলে পরবর্তী সময়ে যেকোনো দেশেই কাজ করা তাদের জন্য অত্যন্ত সহজ হয়ে পড়বে।

আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোন পেশা এবং দক্ষতা নিয়ে কথা বলবো।

29/05/2024

আমাদের ইংরেজি জানা সেলস ম্যানেজারের পদটি এখনো যোগ্য ক্যান্ডিডেট দ্বারা পূর্ণ হয়নি।

আমরা আগ্রহীদের জন্য আবারও সার্কুলারটি দিয়ে দিচ্ছি।

জবের ধরন: *শপ বা সুপারশপ সেলস ম্যানেজার*
লোকেশন: কঙ্গো
কোম্পানি: চাইনিজ
যোগ্যতা: বেসিক ইংরেজি ভালোভাবে জানতে হবে।
সব ধরনের কাস্টমার ডিল করতে পারত হবে।
একাউন্টস এন্ড ম্যানেজমেন্ট পারতে হবে।

কর্মঘন্টা: ১০ ঘন্টা মিনিমাম
ছুটি: সরকারি ছুটিগুলো এবং চাইনিজ নববর্ষ
*বেতন: ৭০০-৯০০ মার্কিন ডলার*
আবাসন খাবার: কোম্পানির

ভিসা: ৩-৫ কর্মদিবস
ফ্লাইট: ২ সপ্তাহে

যারা ইংরেজিতে কথা বলতে পারেন, কাস্টমার ম্যানেজ করতে পারবেন, কিন্তু একাডেমিক কোন যোগ্যতা নেই; তারাও আবেদন করতে পারবেন।

সবাইকে ধন্যবাদ

25/05/2024

চাইনিজ কোম্পানিতে নতুন একটি ব্যাচে ৩ জন যাত্রী প্রয়োজন

১ জন ভালো ইংরেজি জানা মানুষ
২ জন ট্রাক মেকানিক
যারা দ্রুত ভিসা এবং লস বিহীন পদ্ধতিতে এগোতে চান, তারা উপরোক্ত যোগ্যতা সাপেক্ষে যোগাযোগ করতে পারেন।

দুবাইতে আমাদের হাতে আরো নতুন সব এসেছে যারা আগেরবার আবেদনের সুযোগ পাননি, তারা এবার সুযোগ নিতে পারেন।

জবের ধরন: হোটেল/রেস্তোরা/সুপারশপ

সবাইকে ধন্যবাদ

09/04/2024
সর্বশেষ স্বাধীন মুসলিম রাষ্ট্র কসোভো ।ইউরোপের বলকান অঞ্চলের স্বাধীন দেশ কসোভো (Republic of Kosovo) । এটি সর্বশেষ স্বাধীন...
03/04/2024

সর্বশেষ স্বাধীন মুসলিম রাষ্ট্র কসোভো ।

ইউরোপের বলকান অঞ্চলের স্বাধীন দেশ কসোভো (Republic of Kosovo) । এটি সর্বশেষ স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে নাম লিখিয়েছে। ইসলামের প্রথম শতাব্দীতেই এ অঞ্চলে ইসলামের স্নিগ্ধ হাওয়া পৌঁছে গিয়েছিল।

তবে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হতে অনেক সময় লেগে গেছে।

কসোভোয় ইসলাম প্রতিষ্ঠিত হয় ৭৯৭ হিজরিতে। এরপর এখানে ইসলাম টিকিয়ে রাখতে বহু ত্যাগ ও সংগ্রাম করতে হয়েছে এখানকার মুসলমানদের। অবশেষে লাখ লাখ মুসলিমের রক্তের বিনিময়ে বিশ্ব মানচিত্রে জায়গা করে নিয়েছে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র।
কসোভোর আয়তন ১০ হাজার ৮৮৭ বর্গকিলোমিটার।

রাজধানী প্রিস্টিনা। প্রধান ভাষা আলবেনীয় ও সার্বীয়। কসোভোর জনসংখ্যা ১৯ লাখ সাত হাজার ৫৯২ জন। যার মধ্যে মুসলমান রয়েছে ৯৫.৬ শতাংশ, রোমান ক্যাথলিক ২.২, অর্থডক্স ১.৫ ও অন্যান্য ধর্মের মানুষ রয়েছে ১ শতাংশেরও কম।
তাদের নান্দনিক পতাকাটিও বেশ অর্থবহ। নীল ভূমির ওপর একটি স্বর্ণালি মানচিত্রের খিলান, তার ওপর ছয়টি তারকা। যা সেখানকার প্রধান ছয়টি জাতি-গোষ্ঠীর ইঙ্গিত করে। আলবেনিয়ান, সার্বীয়, তুর্কি, গোরানি, রোমানি (প্রায়ই আশকালি এবং মিসরীয়দের সঙ্গে দলবদ্ধ) এবং বসনিয়ান।

যুদ্ধবিধ্বস্ত এই দেশটি এখন নিজেদের নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে।
সার্বদের হাতে ধ্বংস হওয়া ইসলামী সংস্কৃতি ও ঐতিহ্য ফিরিয়ে আনা এবং ধর্মীয় অবকাঠামোর পুনর্নির্মাণের কাজ শুরু করেছে।
কসোভোর ধর্মবিদ্বেষী কমিউনিস্ট শাসকরা বিগত ৭০ বছর ধরে ইসলামী শিক্ষা, সংস্কৃতি ও সব ধরনের ধর্মীয় কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছিল। সার্ব বাহিনীর সৈন্যরা ধ্বংস করে দিয়েছিল প্রায় দুই শতাধিক মসজিদ।

এখন সেখানে গড়ে উঠছে নতুন নতুন মসজিদ-মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠান। আবার শিক্ষা কার্যক্রম চালু করে দেওয়া হয়েছে মাদরাসায়ে আলাউদ্দিন নামে একটি প্রাচীন ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে। নতুন করে খোলা হয়েছে একটি বিশেষায়িত ইসলামিক কলেজ।

কসোভোর প্রতিটি জেলায় নির্মাণ করা হয়েছে একটি করে ইসলামিক সেন্টার ও পাঁচটি ধর্মীয় স্কুল। যেখানে শিক্ষার্থীদের ইসলাম ও আরবি ভাষা-সাহিত্য শেখানো হয়।

ওই দেশে ধর্মীয় শিক্ষার প্রসার ঘটাতে মধ্যপ্রাচ্যের কিছু দানশীল মানুষের উদ্যোগে গঠিত ‘আলমাশিখাতুল ইসলামিয়া’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা সেখানে ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ ও ইসলামী শিক্ষার বিস্তারে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে। তাদের অধীনে ৫০০ আলেম ও মুবাল্লিগ কসোভোয় ইসলাম প্রচারের কাজ করছে। এরই মধ্যে তারা ২৪টি ইসলামী শিক্ষা ও প্রচারকেন্দ্র এবং ৫৫০টি মসজিদ নির্মাণ করেছে।

২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারি কসোভোকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। কসোভোকে স্বীকৃতি প্রদানকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছিল ১১৪তম। এবং ওআইসির ৫৭টি দেশের মধ্যে তাদের স্বীকৃতি প্রদানকারী দেশ হিসেবে বাংলাদেশ ছিল ৩৭তম।

২০১৮ সালে কসোভোর স্বাধীনতার ১০ বছর পূর্তি উপলক্ষে সে দেশের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে বাংলাদেশ। ২০১৮ সালের ১৬ ফেব্রুয়ারি নিউ ইয়র্কে বাংলাদেশ মিশনে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ও কসোভোর কনসাল জেনারেল রাষ্ট্রদূত মিজ টেউটা সাহাতকাইজা নিজ নিজ দেশের পক্ষে যৌথ বিবৃতিতে সই করেন।

স্বাধীনতা লাভের পর থেকে কসোভোর মানুষ আরো বেশি ইসলাম অনুরাগী হয়ে উঠছে।

বাংলাদেশের কতজন মানুষ এখন  বিদেশে থাকেন, সেই সংখ্যাটি কি আপনার জানা আছে? এক কোটিরও  বেশি! শুনে হয়ত চমকে উঠতে পারেন। কিন্...
03/04/2024

বাংলাদেশের কতজন মানুষ এখন বিদেশে থাকেন, সেই সংখ্যাটি কি আপনার জানা আছে? এক কোটিরও বেশি!
শুনে হয়ত চমকে উঠতে পারেন। কিন্তু ভালো করে ভেবে দেখুন, আপনারই কোন না কোন স্বজন বিদেশে আছেন। এই পৃথিবীর এমন কোন দেশ খুঁজে পাওয়া যাবেনা যেখানে বাংলাদেশিরা নেই । অল্প কিছু মানুষ লেখাপড়া বা স্থায়ীভাবে আবাস গড়তে গেলেও অধিকাংশই গেছেন চাকরী নিয়ে।
বৈদিশিক এ কর্মসংস্থান কেবল যে বেকারত্ব দূর করছে তা-ই নয় , প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স মুদ্রাই এখন সচল রাখছে দেশের অর্থনীতি। সরকারের হিসাব অনুযায়ী, প্রতিবছর গড়ে ১০ থেকে ১৫ লাখ লোক শ্রমবাজারে প্রবেশ করছেন।
এর মধ্যে প্রতিবছর ৬ থেকে ৮ লাখ লোকের কর্মসংস্থান হচ্ছে বিদেশে। প্রতিদিন গড়ে দুই থেকে আড়াই হাজার বাংলাদেশি চাকরি নিয়ে বিদেশ পাড়ি জমাচ্ছেন।
আপনিও যদি বিদেশে গিয়ে নিজের ভাগ্যের চাকা ঘোরানোর চিন্তা করে থাকেন, সেটি অস্বাভাবিক কিছু নয়। তবে আপনার অভিবাসন যেন অবশ্যই নিরাপদ হয়। আর সে কারণেই বিদেশে যাওয়ার আগে ভালো করে জেনে নিন কিছু তথ্য।
প্রথমত যে কাজে যাচ্ছেন সেই কাজে আপনি দক্ষ কি না । আপনি বৈধভাবে বিদেশ যাচ্ছেন কি না? কোন দেশে যাচ্ছেন, কত টাকা বেতনে? খরচের সেই টাকা কতদিনে তুলতে পারবেন? এসব প্রশ্নের সন্তোষজনক জবাব পেলে তবেই বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিন ।

Address

176, Khorsheder More, Chandrima, Sopura
Rajshahi
6203

Telephone

+8801729874800

Website

Alerts

Be the first to know and let us send you an email when GoldenWings posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GoldenWings:

Videos

Share


Other Rajshahi travel agencies

Show All