Weprosys International

Weprosys International Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Weprosys International, Tour Agency, Ramna.

Weprosys International is an online based system that covers your air tickets, tour packages and hotel facilities with a goal to give you great and smooth experience in events and tours.

08/12/2020
15/11/2020

খুব কম খরচে কুয়েত শ্রমিক ও কুয়েত প্রবাসীদের জন্য আমাদের ১৬ দিনের বিশেষ দুবাই কোয়ারেন্টাইন প্যাকেজ।
১. দুবাই ভিসিট ভিসা।
২. দুবাই ট্যুরিজ্‌ম ট্ট্যাক্স।
৩. হেল্‌থ ইন্সুরেন্স।
৪. এয়ার টিকেট ঢাকা-দুবাই-কুয়েত-ঢাকা সম্পূর্ণ যাত্রা এমিরাটস এয়ারলাইন্সে।
৫. দুবাই এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত পিক এন্ড ড্রপ সার্ভিস।
৬. মানসম্মত থ্রি-স্টার হোটেলে থাকার সুবেবস্থা।
৭. হোটেলে সকাল, দুপুর ও রাতের খাবার পরিবেশন করা হবে।
৮. দুবাই হোটেলে কোভিড -১৯ / পিসিআর টেস্ট।

15/11/2020

ইন্ডিয়ান মেডিকেল ভিসা নিয়ে কিছু প্রশ্নোত্তর।
আমার টুরিস্ট ভিসা আছে মেডিকেল ভিসা নিলে কি টুরিস্ট ভিসা বাতিল হবে?
হ্যা, নতুন কোন টাইপের ভিসা নিলেই আগের ভিসা বাতিল হয়। বর্তমানে একই সাথে দুই টাইপের ভিসা একটিভ থাকে না।
মেডিকেল ভিসা পেতে কত সময় লাগে?
কাগজপত্র ঠিক থাকলে সাধারণত এক সপ্তাহেই পাসপোর্ট ফেরত পাবেন।
মেডিকেল ভিসার মেয়াদ কতদিন হয়?
সাধারণত মেডিকেল ভিসা ৩ থেকে ৬ মাসের হয়।

15/11/2020

অবৈধ অভিবাসীদের শর্তসাপেক্ষে বৈধতা দেয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া
বেশ কয়েকটি খাতের অবৈধ অভিবাসীদের শর্তসাপেক্ষে বৈধতা দেবার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। জানা যায় – মালয়েশিয়া কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, পাম অয়েল ও কৃষিখাতের অবৈধ অভিবাসীদের বৈধতার সুযোগ দিতে যাচ্ছে। এক্ষেত্রে থাইল্যান্ড, কম্বোডিয়া, নেপাল, মিয়ানমার, বাংলাদেশসহ ১৫টি দেশের অধৈব অভিবাসী শ্রমিকরা এর আওতাভুক্ত থাকবে । তবে এই বৈধতার ক্ষেত্রে কোনো এজেন্ট গ্রহণযোগ্য হবে না বলেও জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।
অবৈধ অভিবাসীদের বৈধতা দেয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া
অবৈধ অভিবাসীদের শর্তসাপেক্ষে বৈধতা দেয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। ১২ নভেম্বর (বৃহস্পতিবার ) বিশেষ বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ বিন জায়নুদ্দিন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের আরো বলেন, বৈধকরণ প্রক্রিয়া ১৬ নভেম্বর শুরু হয়ে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত চলবে। ইমিগ্রেশন বিভাগ, শ্রম বিভাগসহ সংশ্লিষ্ট অন্যান্য সরকারি সংস্থা যৌথভাবে এটি বাস্তবায়ন করবে।
জানা যায়, কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, পাম অয়েল ও কৃষিখাতের অবৈধরা বৈধতার সুযোগ পাবে। থাইল্যান্ড, কম্বোডিয়া, নেপাল, মিয়ানমার, বাংলাদেশসহ ১৫টি দেশের অধৈব অভিবাসী শ্রমিকরা এর আওতাভুক্ত। এক্ষেত্রে কোনো এজেন্ট গ্রহণযোগ্য হবে না বলেও জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।
অবৈধ যারা নিজ দেশে ফিরতে চান তাদের সে সুযোগ দেয়া হবে। এদিকে, অবৈধ অভিবাসীদের আটকে এ মুহূর্তে বড় কোনো অভিযান পরিচালনা না করার আহ্বান জানিয়েছে মালয়েশিয়ার মানবাধিকার কমিশন সুহাকাম।
সম্প্রতি দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় জানায়, করোনাকালীন যারা চাকরি হারিয়েছেন তারা ‘মাই ফিউচার জবস’ অনলাইনে নিয়োগকর্তার মাধ্যমে আবেদন করতে পারবে। বিদেশি কর্মীদের ক্ষেত্রেও এ প্রক্রিয়া প্রযোজ্য।
বর্তমানে ক’রোনা মহামারির কারণে অসংখ্য অভিবাসীকর্মী কাজ হারিয়ে কঠিন সময় পার করছেন। বৈধতা দেয়ার ঘোষণায় অভিবাসী কর্মীদের মধ্যে স্বস্তি ফিরছে।
সরকারের বৈধতা দেয়ার ঘোষণা দেয়ার সঙ্গে সঙ্গে দালাল চক্রও সক্রিয় হয়ে উঠেছে। কয়েক বছর আগে মালয়েশিয়া কর্তৃপক্ষ অবৈধকর্মীদের বৈধতা দেয়ার ঘোষণা দেয়ার পর দালালরা কর্মীদের বৈধ করার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়।
পরে কর্তৃপক্ষ বৈধ হওয়ার কর্মসূচি স্থগিত করে। এবার যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য সরকার কঠোর হুঁশিয়ারি দিয়েছে।
১৫ অক্টোবর শ্রমবাজার খোলা বিষয়ে মালয়েশিয়া এবং বাংলাদেশের মন্ত্রী পর্যায়ে বৈঠক হয়। নতুন করে কর্মী নিয়োগের বিষয়ে দুই মন্ত্রীর মধ্যে ইতিবাচক আলোচনা হয়। দুই দেশের মধ্যে ওয়ার্কিং কমিটির বৈঠক ও কর্মী নিয়োগের বিষয়ে সমঝোতা সইয়ের বিষয় নিয়েও আলোচনা হয়।
মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানানের সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদের মধ্যকার বৈঠকে বাংলাদেশের কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তকরণসহ নানা বিষয়ে আলোচনা হয়। ক’রোনাকোলে দেশে এসে আটকে পড়া শ্রমিকদের মালয়েশিয়ায় প্রবেশ করতে দেয়ার আহ্বান জানান ইমরান আহমেদ।
উল্লেখ্য, মালয়েশিয়াতে বিভিন্ন দেশের ২০ থেকে ৩০ লাখ অবৈধ অভিবাসী রয়েছে বলে মনে করছে অভিবাসন খাত নিয়ে কাজ করা এশিয়ার ২০টি দেশের আঞ্চলিক সংগঠন ক্যারাম এশিয়া। তবে বাংলাদেশের অবৈধ অভিবাসীর সংখ্যা কত, সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।

15/11/2020

বাংলাদেশের নতুন শ্রমবাজার উজবেকিস্তান
দুই দশক আগেও বাংলাদেশ থেকে জনশক্তি রফতানির মূল গন্তব্য ছিল উপসাগরীয় সহযোগিতা সংস্থাভুক্ত (জিসিসি) ছয়টি দেশ। এরপর নতুন গন্তব্য হিসেবে যুক্ত হয় মালয়েশিয়া। তবে অর্থনৈতিক মন্দা, বৈশ্বিক রাজনীতি, মধ্যস্বত্বভোগীদের অধিক মুনাফার লোভ, কূটনৈতিকসহ নানা কারণে ক্রমেই আস্থা হারাচ্ছে বিদ্যমান বৈদেশিক শ্রমবাজারগুলো। এ অবস্থায় নিরাপদ অভিবাসন ও ধারাবাহিক রেমিট্যান্সের প্রবাহ ধরে রাখতে নতুন গন্তব্যে শ্রমবাজারের বিস্তৃতির উদ্যোগ নিয়েছে সরকার, যার ধারাবাহিকতায় প্রথমবারের মতো কর্মী পাঠানো হচ্ছে উজবেকিস্তানে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানে প্রথমবারের মতো ২৩৯ জন বাংলাদেশী কর্মী পাঠানো হয়েছে। গত শনিবার ওইসব শ্রমিককে নিয়ে উজবেকিস্তান এয়ারের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। উজবেকিস্তান যাওয়া কর্মীরা দেশটির রাজধানী তাসকন্দ থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে কারশিতে ইন্টার ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে কাজ করবেন। উজবেকিস্তানে মূলত দক্ষ কর্মীরা আসবেন। প্রথম ধাপে দক্ষ কর্মী রফতানির এ প্রক্রিয়ায় চারটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মোট ৮৮৮ জন কর্মী পরপর তিনটি বিশেষ ফ্লাইটে উজবেকিস্তান যাবেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এ প্রসঙ্গে বলেন, নতুন শ্রমবাজার হিসেবে জাপান, ইউরোপের বেশকিছু গন্তব্য যেমন ক্রোয়েশিয়া ও পোল্যান্ডকে গুরুত্ব দেয়া হচ্ছে। উজবেকিস্তান থেকে বেশকিছু চাহিদাপত্র আসায় কর্মী পাঠানো শুরু হয়েছে।
তিনি বলেন, শিশু ও বয়স্কদের সেবাযত্নের জন্য (কেয়ার গিভার) জাপান, জার্মানি ও থাইল্যান্ডে বাংলাদেশী কর্মী পাঠানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে থাইল্যান্ড থেকেও এ খাতে কর্মীর চাহিদাপত্র এসেছে।
জানা গেছে, কয়েক বছর ধরেই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মীর চাহিদা কমে আসছিল। এজন্য বেশ কয়েক বছর আগে থেকেই নতুন শ্রমবাজারের অনুসন্ধান করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সূত্র বলছে, জন্মহার কম ও কর্মক্ষম জনশক্তি দিন দিন কমে আসছে এমন ৫৩টি দেশে শ্রমবাজার অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছিল আগে থেকেই। যার ধারাবাহিকতায় এরই মধ্যে সেশেলস ও মরিশাসে জনশক্তি পাঠানোর কাজ শুরু হয়েছে। দ্রুত বিকল্প শ্রমবাজার তৈরির লক্ষ্যে পোল্যান্ড, আলজেরিয়া ও জাপানে যোগাযোগ বাড়িয়েছে মন্ত্রণালয়। কূটনৈতিক তত্পরতা চলছে এসব দেশের শ্রমবাজারে অন্তর্ভুক্তির জন্য। নতুন শ্রমবাজার হিসেবে ইউরোপের কয়েকটি দেশ থেকেও সাড়া পাওয়া গেছে।
প্রসঙ্গত, সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিকল্প শ্রমবাজার হিসেবে ছয়টি নতুন দেশে শ্রমিক পাঠানোর উদ্যোগের ঘোষণা এসেছে। দেশগুলো হলো কম্বোডিয়া, পোল্যান্ড, চীন, রোমানিয়া, ক্রোয়েশিয়া ও সেশেলস। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বিদেশে বাংলাদেশী শ্রমিকদের শ্রমবাজার যাতে সংকুচিত না হয়, সেজন্য বাংলাদেশ মিশনগুলো নিরলসভাবে কাজ করছে। নতুন শ্রমবাজার অনুসন্ধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টাও জোরেশোরে চলছে।

15/11/2020

পূর্বের পোস্টে ইতিমধ্যে আপনাদেরকে জানানো হয়েছে যে শ্রম মন্ত্রণালয় ২০২১ সালের মার্চ থেকে সৌদি আরবে কাফালা ব্যবস্থা বাতিল করার ঘোষণা দিয়েছে। কাফালা সিস্টেম (স্পনসরশিপ সিস্টেম) শেষ হওয়ার পরে আপনারা কীভাবে চাকরি পরিবর্তন করতে পারবেন তা জানতে সবাই আগ্রহী। আজকের পোস্টে সেসবের বিস্তারিত নিয়ে আপনাদের পাশে আছে Weprosys International.
চুক্তির শর্তাদি এবং সৌদি শ্রম আইন বিবেচনার পরেই কেবল বেসরকারী খাতে প্রবাসী কর্মীদের চাকরি পরিবর্তন করার অনুমতি দেওয়া হবে।
২০২১ সালের মার্চের আগে কীভাবে সৌদি আরবের মধ্যে অন্যত্র স্পনসরশিপ স্থানান্তর করবেন?
সৌদি আরবে চাকরি পরিবর্তন করার জন্য প্রবাসীদের জন্য ৬ টি শর্ত
1. শ্রমিককে শ্রম ব্যবস্থায় নিবন্ধিত হতে হবে।
2. শ্রমিককে অবশ্যই বর্তমান নিয়োগকর্তার সাথে তার চুক্তিটি সম্পূর্ণ করতে হবে।
3. শ্রমিককে সৌদি আরবে প্রবেশের পরে তার বর্তমান নিয়োগকর্তার সাথে প্রথম বছরটি শেষ করতে হবে।
4. শ্রমিকের অবশ্যই একটি স্বীকৃত কাজের চুক্তি থাকতে হবে।
5. নতুন নিয়োগকর্তা কিউই প্ল্যাটফর্মের মাধ্যমে একটি কাজের অফার জমা দেবেন।
6. বর্তমান নিয়োগকর্তাকে নোটিশের সময়কালে পদত্যাগ জমা দিন।
নতুন নিয়োগকর্তাকে স্থানান্তর করার জন্য অনুরোধ করার জন্য ৫ শর্ত
1. বিধি মোতাবেক নতুন ভিসা পাওয়ার যোগ্য হতে হবে।
2. নতুন নিয়োগকর্তা কিউই প্ল্যাটফর্মের মাধ্যমে পরিষেবার জন্য আবেদন করবেন।
3. মজুরি সুরক্ষা সিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
4. চুক্তিগুলির ডকুমেন্টিং এবং ডিজিটাইজিংয়ের
অনুমোদন হতে হবে
5. স্ব-মূল্যায়ন প্রোগ্রামের নিয়ন্ত্রণগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ।
শ্রম মন্ত্রনালয় ৪ টি বিষয়ে বিশদভাবে বর্ণনা করেছে যার অধীনে বিদেশী কর্মী চুক্তি সম্পাদনের আগেই সৌদি আরবে চাকরি পরিবর্তন করতে পারবেন।
1. সৌদি আরব প্রবেশের ৩ মাসের মধ্যে নোটারিযুক্ত কাজের চুক্তির অনুপস্থিতি।
2. টানা ৩ মাসের জন্য কোনও বেতন নেই।
3. যদি নিয়োগকর্তা অনুপস্থিত থাকেন তবে। হোক সেটা যাতায়াত, নিবন্ধন, মৃত্যু বা অন্য কোনও কারণে।
4. প্রবাসী ওয়ার্ক পারমিট বা
ইকামার মেয়াদ শেষ।
5. যদি কোনও কর্মচারী কর্তৃপক্ষকে বাণিজ্যিক কভারআপের খবর দেয় (সৌদি নামে প্রবাসী একটি ব্যবসা পরিচালনা করেন)
6. প্রবাসী শ্রমিককে মানব পাচারের সাথে নিয়ে আসা হয়।
7. তিনি শ্রম আদালতে শুনানিতে হাজির না হলে।
8. যদি বর্তমান নিয়োগকর্তা তাকে মুক্তি দিতে রাজি হন।

15/11/2020

কাফালা প্রথা বাতিল হলে প্রবাসী বন্ধুরা কি কি সুবিধা পাবেন।
১) চাকুরির চুক্তি শেষে চাকুরি ট্রান্সফারের জন্য কফিলের আর কোন পারমিশন নিতে হবে না। তবে চুক্তিবদ্ধ অবস্থায় অগ্রীম নোটিশ দিয়ে নির্দিষ্ট সময় শেষে ট্রান্সফার নেয়া যাবে।
২) এক্সিট(প্রত্যাগমন), রি-এন্ট্রি(পুনঃগমন) ভিসার জন্য কোন পারমিশন লাগবে না।
৩) চাকুরির চুক্তি শেষ হলে কর্মী সহজেই ফাইনাল ভিসা নিতে পারবেন। এক্ষেত্রে কোন প্রকার পারমিশন লাগবে না।
৪) কফিল কোন প্রকার হুরুব লাগাতে পারবে না।

15/11/2020

কাফালা’ পদ্ধতি বাতিলের ঘোষণা সৌদির
সৌদি আরব ঘোষণা করেছে যে প্রবাসী শ্রমিকদের সঙ্গে চুক্তিতে যেসব বিধিনিষেধ রয়েছে, সেগুলোর কিছু কিছু তারা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। এসব চুক্তির বলে প্রায় এক কোটি বিদেশি শ্রমিকের জীবনের নানা সিদ্ধান্তের নিয়ন্ত্রণ ছিল নিয়োগদাতাদের হাতে। যেসব সংস্কার আনা হচ্ছে, তাতে করে বেসরকারি খাতে কর্মরত বিদেশি কর্মীরা তাদের চাকরি পরিবর্তন এবং নিয়োগদাতার অনুমতি ছাড়াই সৌদি আরব ত্যাগ করার স্বাধীনতা পাবেন।
সূত্র জানায়, সৌদি আরবের মানবসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে ২০২১ সালের ১৪ মার্চ থেকে আর কাফালা পদ্ধতি থাকবে না। ‘কাফালা’ পদ্ধতি তুলে নেওয়ার ফলে বিদেশি কর্মীরা লাভবান হবেন।
সৌদি আরবে কাফালা পদ্ধতির কারণে বিদেশ থেকে কর্মীরা যেদেশে গেলে নিয়োগকর্তা বা নিয়োগকারীর প্রতিষ্ঠানের অধীনেই চাকরি করতে হয়। কোনো কর্মী অন্য প্রতিষ্ঠানে সুযোগ-সুবিধা বেশি পেলেও তিনি ওই প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারেন না। সে কারণে কর্মীরা বঞ্চিত হয়ে থাকেন। তবে ‘কাফালা’ পদ্ধতি বাতিল হলে কর্মীরা সুবিধা মতো অন্য প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন। এ ছাড়া কর্মীদের ভিসা জটিলতাও দূর হবে।
এর ফলে কোনো প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই শ্রমিকরা চাকরি পরিবর্তন করতে বা সৌদি আরব ত্যাগ করতে পারবেন। এ ছাড়া এসব শ্রমিক নিয়োগকারীর অনুমতি ছাড়াই সৌদি আরবের বাইরে ভ্রমণ করতে পারবেন। বিদেশি শ্রমিকরা সরকারি সেবার জন্য সরাসরি আবেদন করতে পারবেন, আর তাদের চুক্তি ডিজিটাল পদ্ধতিতে লিপিবদ্ধ থাকবে।

15/11/2020

সৌদিতে আগামী বছর বাতিল হচ্ছে কাফালা,বড় সুযোগ প্রবাসীদের
আগামী বছরের শুরুতে সৌদি আরবে বাতিল হবে কাফালা বা স্পন্সরশীপ সিস্টেম। উপকৃত হবেন প্রায় ১০ লাখেরও বেশি প্রবাসী।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় জানান আগামী সপ্তাহে এর ঘোষণা আসবে।
নির্দিষ্ট কোন সৌদির মোয়াচ্ছা বা নামে থেকে বাইরে কাজ করা, তার নামে ব্যবসা করা, বিনিময়ে ওই সৌদি নাগরিক প্রতি মাসে একটা লভ্যাংশ নেয়া, যাকে কাফালা বলা হয়ে থাকে, এই নিয়মটি বাদ দিতে যাচ্ছে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়।
কাফালা প্রথা হচ্ছে, যেখানে যে কোন প্রবাসীই কোন না কোন সৌদি নাগরিকের নামে থেকে কাজ করবেন। অথবা তার নামেই ব্যবসা করবেন। বিনিময়ে তাকে দেবেন লাভের একটা অংশ প্রতিমাসে।
এই কাফালার কারণে অনেক বাংলাদেশি প্রবাসী সৌদি মালিকের অন্যায়ের স্বীকার হয়ে প্রতি বছর অবৈধ হয়ে পড়েন। এতে করে অর্থের পাশাপাশি নানা সমস্যায় পড়েন। তবে কাফালা বাতিল হলে স্বস্তি ফিরবে প্রবাসীদের মাঝে। নতুন নিয়মে প্রবাসীরা কোন মালিকের অধীনে থাকবে না, প্রবাসীদের সকল দায়িত্ব চলে যাবে দেশটির শ্রম মন্ত্রণালয়য়ের অধীনে।
প্রবাসীদের তখন অভিভাবক হবেন দেশটির শ্রম মন্ত্রণালয়, প্রবাসীদের মন্ত্রণালয়ের জারি করা নির্দিষ্ট অর্থ সরকারকে তখন দিতে হবে। প্রবাসীর অর্থ লোপাট এবং অবৈধ হবার সম্ভাবনা নেমে আসবে প্রায় শূন্যের কোঠায় ।
সৌদি শ্রম মন্ত্রণালয়, দীর্ঘদিন ধরেই বিষয়টির উপর বিচার বিশ্লেষণ করে, শেষ পর্যন্ত কাফালা প্রথা বিলুপ্তির ঘোষণা খুব দ্রুত কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে ।
কাফালা প্রথা বিলুপ্তির পর, প্রবাসীদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতায় নিজেদের কাগজপত্র নিজেরাই করে নিতে পারবেন এবং নিজের ব্যবসা প্রতিষ্ঠান হারানোর ভয় আর থাকবে না । ইকামা নবায়ন, স্বাধীনভাবে এক্সিট -রিএন্ট্রি ভিসা গ্রহণ, ইত্যাদি অনেক কাজই প্রবাসী কফিলের কোন বাধ্যবাধকতা ছাড়াই করতে পারবেন।
শ্রম এবং মানব সম্পদ মন্ত্রণালয়ের ঘোষণামতে, আগামী সপ্তাহে কাফালা ও কফিল প্রথা বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।
যা ২০২১ সালের প্রথম ৬ মাসেই বিলুপ্তির ঘোষণা কার্যকর করা হবে। ২০১৮ সালের ১৪ মে এই বিষয়ে মন্ত্রী সভায় একটি সিদ্ধান্ত গৃহীত হয়।

সম্প্রতি বিদেশগামীদের করোনা টেস্ট নিয়ে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাদের সহজ সুবিধার কথা মাথায় রেখে করোনা টেস্টের সহজ সুব...
15/11/2020

সম্প্রতি বিদেশগামীদের করোনা টেস্ট নিয়ে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাদের সহজ সুবিধার কথা মাথায় রেখে করোনা টেস্টের সহজ সুবিধাবলী এবং কর্মপন্থা জানানো হচ্ছে।
< বিদেশগামীদের কোভিড টেস্ট এর নিয়মাবলি >
★ স্থান - মহাখালী ডিএনসিসি করোনা আইসোলেশন সেন্টারের নিচ তলা, মহাখালী বাস স্ট্যান্ড এর পাশে।
★করোনা পরীক্ষার্থীর স্যাম্পল সংগ্রহের সময়- সকাল ১০টা- দুপুর ২টা।
★ ফি- ১৫১৫ টাকা ( ২৮/৮/২০ তারিখ হতে কার্যকর হয়েছে )
★ যা যা আনতে হবেঃ পাসপোর্ট ও টিকেটের ২ কপি করে ফটোকপি এবং মূল কপি সাথে রাখতে হবে।
এখানে একটি ফর্ম দেওয়া হয়, যেটা অনলাইন এ আগেই পুরন করে নিয়ে আসলে সময় অনেকটা বেঁচে যায়।
ফর্মটি পাবেন এই লিংক এ-
https://dghs.gov.bd/.../Outbound_Covid19_Report_Form…
ফর্মটি পুরনের নিয়ম -
https://dghs.gov.bd/.../Outbound_Covid19_Report_Form…
অথবা,
dghs.gov.bd তে গিয়ে বাম পাশে CORONA অপশন এ ক্লিক করলে পেয়ে যাবেন।
★কখন আসবেন?
আপনার টিকেট এর তারিখ ও সময় এর ২দিন আগে। (তাহলে ৭২ ঘন্টার মধ্যে না পড়ার রিস্ক থাকবেনা) যেমন - আপনার ফ্লাইট যদি ৩০ তারিখে হয়ে থাকে,আপনি স্যাম্পল দিবেন ২৮তারিখে।
★রিপোর্ট কবে পাবেন?
যেদিন স্যাম্পল দিবেন, তার পরদিন দুপুর ২টা-৫টায় পেয়ে যাবেন।
রিপোর্ট নিতে আসার দরকার নেই। রিপোর্ট টি পেয়ে যাবেন নীচের লিংক এ ফোন নাম্বার এন্টার করে -
https://covid19reports.dghs.gov.bd/
এই লিংক থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিলেই হবে। যদি কোনো সমস্যা হয়ে থাকে রিপোর্ট এ, অথবা দেরী হয়ে যায়, তাহলে ডিএনসিসি তে এসে সংশোধন করে নিতে পারবেন বিকাল ৫টার মধ্যে।
★ টেস্ট এর স্যাম্পল শুধুমাত্র এখানেই নেওয়া হয়ে থাকে। এখান থেকে ল্যাবগুলোতে পাঠানো হয়।
★যেই দেশে আপনি যাবেন, সেই দেশের যদি requirement থাকে, তাহলেই এই কোভিড নেগেটিভ রিপোর্ট আপনার লাগবে।
★ ১০ বছরের নিচে বাচ্চাদের আমাদের নিয়ম অনুযায়ী টেস্টের দরকার নেই, তবে যেই দেশে আপনি যাবেন, সেই দেশের যদি requirement থাকে তাহলেই এই কোভিড নেগেটিভ রিপোর্ট আপনার লাগবে। তাই এই বিষয়ে আপনার এয়ারলাইনসের সাথে যোগাযোগ করুন।
★ এই কার্যক্রম প্রতিদিন চলছে। ছুটির দিনেও খোলা থাকে।
অত্যন্ত সুষ্ঠুভাবে ঢাকা সিভিল সার্জন কার্যালয়ের এর অধীনে, বাংলাদেশ সেনাবাহিনীর তত্তাবধানে সামাজিক দুরত্ব মেনে চলে এখানে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

15/11/2020

দুবাই ভিজিট ভিসায় যেতে পারবেন বাংলাদেশিরা
এখন থেকে যে কেউ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে পর্যটক নিয়ে দুবাই ভ্রমণ করতে পারবেন। ভিজিট ভিসা নিয়ে দুবাই ভ্রমণ করতে প্রত্যেক যাত্রীকে নিম্নলিখিত শর্তাদি অনুসরণ করতে হবে:
☞ সমস্ত নাগরিক, বাসিন্দা, পর্যটক এবং ট্রানজিট যাত্রীদের দুবাই আসার আগে একটি করোনা নেগেটিভের প্রত্যয়নপত্রগ্রহণ করতে হবে (দয়া করে COVID-19 নেতিবাচক ফলাফলের ৮টি কপি সঙ্গে রাখুন)
☞ দুবাই আসার আগে স্বাস্থ্য বিষয়ক ফর্মটি পূরণ করুন।
☞ দুবাই গমনের পূর্বে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ল্যাব থেকে ৯৬ ঘন্টা আগে পিসিআর পরীক্ষা করিয়ে নিতে হবে।
☞ দুবাই যাওয়ার আগে COVID-19 DXB স্মার্ট অ্যাপটি ডাউনলোড করুন।
☞ করোনা নেগেটিভ ফরমটি আরবী এবং ইংরেজিতে হতে হবে।
☞ দুবাই বিমান বন্দরে পুনরায় ভিসিআর পরীক্ষার ফলাফলের আগে হোম কোয়ারেন্টাইন এ থাকতে হবে
☞ Valid বৈধ ভিসা বা আগমনকালে ভিসা সহ পর্যটকদের জিডিআরএফএ বা আইসিএর কাছ থেকে কোনও অনুমোদন পাওয়ার প্রয়োজন হয় না।
সূত্রঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

15/11/2020

Get Low Cost Air Ticket, Visit visa, Tour Package.
Dhaka-Dammam One Way @ 39990/-(J9)
Dhaka-Jeddah One Way @ 49800/- (EY)
Dhaka-Riyadh One Way @ 42500/-(J9)
Dhaka-Bahrain One Way @ 89900/-(GF)
Dhaka-Muscat One Way @ 65000/-(BG)
Dhaka-Dubai One Way DAC-DXB@ 39500/-(BG)
Dhaka-Kolkata One Way @ 8600/-(BS)
Dhaka-Chennai One Way @ 15000/-(BS)
Dhaka-Delhi One Way @ 15900/- (BG)
Dhaka-Milan One Way @ 49500/- (TK)
Milan -Dhaka One Way @ 39900/-
Dhaka-Rome One Way @ 44300/-(TK/EK)
Rome-Dhaka One Way @ 43800/-
Dhaka-Sydney One Way @ 125000/- (MH)
Dhaka- Toronto One Way @ 87500/-(QR)
Toronto- Dhaka One Way @ 91400/-(EK)
Dhaka-New York One Way @ 63500/-(TK)
New York - Dhaka One Way@ 55500/-(QR)
Dhaka-Landon One Way @ 45500/-(TK)
Landon-Dhaka One Way @ 47600/-(QR)
Dhaka-Madrid One Way @ 58500/-(TK)
Madrid - Dhaka One Way @ 60900/-
Given fare base on lowest fare. Valid at least 25 days later of booking date
কুয়েত প্রবাসিদের জন্য দুবাইর প্যাকেজ:
দুবাই ভিসা +১৭দিন থাকা+৩ বেলা খাবার +এয়ারপোর্ট পিকাপ ও ড্রপ + করোনা টেস্ট সেন্টারে গাড়ি দিয়ে রিটার্ন ট্রান্সফার BDT 216000 BDT per person
কুয়েত প্রবাসিদের জন্য দুবাইর প্যাকেজ দুবাই ভিসা +১৭দিন থাকা BDT 195000
Visa+ Dhaka Dubai Air Ticket+ Dubai Kuwait Air Ticket+ 17 Days Hotel (No Meal) BDT 1,99,999 (Single) BDT 1,89,999 (Min 2 Person)
--------------------------------------------------------------------
Domestic Air tickets available:
ঢাকা টু কক্সবাজার ৩৭০০/- টাকা
ঢাকা টু চট্টগ্রাম ২৭০০/- টাকা
ঢাকা টু যশোর ২৭০০/- টাকা
ঢাকা টু সৈয়দপুর ২৭০০/- টাকা
ঢাকা টু সিলেট ২৭০০/- টাকা
ঢাকা টু বরিশাল ২৭০০/- টাকা
ঢাকা টু রাজশাহী ২৭০০/- টাকা
Cox's Bazar Package:
Ocean Paradise 3* per person 5500/-(by bus) & 11000/-(by air)
Long Beach hotel 4* per person 9000/-(by bus) & 14000/-(by air)
Sayeman Beach resort 4* per person 10500/-(bus) & 15500/-(air)
Royal Tulip beach resort 5*per person 10500/-(bus) & 15500/-air)
Sajek Valley Tour Per person 7500/- Ac Bus
Saint Martins Island Tour Per Person 8,500/- Ac bus Ac ship
International Package:
*4 Days 3 Night Maldives BDT 99,500/- (Per Person)
*Istanbul-Bosporus 4 days 3 nights tour package only 92,000/-BDT
*Cairo-Alexandria 5 days 4 nights tour package only 90,900/-BDT
টুরিস্ট ভিসা প্রসেসিং :
মিশর : ৫,০০০/- (ইনভাইটেশন ছাড়া) (৭ কর্ম দিবস আনুমানিক)
তুরস্ক : ১২, ৫০০/- প্রসেসিং ফি (ইনভাইটেশন ছাড়া) (১৫ কর্ম দিবস আনুমানিক)
ইংল্যান্ড = ১২,০০০/- এমব্যাসি ফি + (প্রসেসিং ফি ৩,০০০/-)
দুবাই ৬০ দিনের ভিসা : ১৩, ৫০০/- (৭-১০+ কর্ম দিবস আনুমানিক )
ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল এয়ার টিকিট করুন ঘরে বসেই। সহজেই পেমেন্ট করুন বিকাশ বা অনলাইন ব্যাংকে।
*শুক্রবার এবং বিশেষ ছুটির দিনে মূল্য পরিবর্তনশীল হতে পারে

15/11/2020

#কুয়েত_প্রবাসীদের_জন্য_দুবাই_কোয়ারেনটিন_সহ_প্যাকেজ
✅ ১/ কুয়েত প্রবাসিদের জন্য দুবাইর প্যাকেজ-
দুবাই ভিসা + বিমান ভাড়া (ঢাকা টু দুবাই দুবাই টু কুয়েত) ১৭দিন থাকা+৩ বেলা খাবার +এয়ারপোর্ট পিকাপ ও ড্রপ +করোনা টেস্ট+ করোনা টেস্ট সেন্টারে গাড়ি দিয়ে রিটার্ন ট্রান্সফার BDT 216000 BDT per person
২/ কুয়েত প্রবাসিদের জন্য দুবাইর প্যাকেজ দুবাই ভিসা +১৭দিন থাকা + বিমান ভাড়া (ঢাকা টু দুবাই দুবাই টু কুয়েত)- BDT 195000
৩/ Visa+ Dhaka Dubai Dhaka Ticket+ Dubai Kwait Ticket+ 17 Days Hotel (No Meal) BDT 2,00,000 (Single) BDT 1,85,000 (Min 2 Person)
প্যাকেজ মূল্য যা থাকছেঃ
১. দুবাই ৩০ দিনের ভিসিট ভিসা।
২. দুবাই ট্যুরিজ্‌ম ট্ট্যাক্স।
৩. হেল্‌থ ইন্সুরেন্স।
৪. দুবাই এয়ারপোর্ট টু হোটেল রিটার্ন টান্সফার।৷
৫. ১৬ রাত মানসম্মত সার্ভিস এপার্টমেন্টে থাকার সুব্যবস্থা।
৬. হোটেলে সকালের নাস্তা।
৭. দুবাই হোটেলে থেকে কোভিড -১৯ এর পিসিআর টেস্ট এর জন্য পিক এন্ড ড্রপ সার্ভিস।
৮. দুপুর ও রাতের জন্য বাংলা খাবারের সুব্যবস্থা
৯. বিমান ভাড়া (ঢাকা টু দুবাই দুবাই টু কুয়েত

15/11/2020
15/11/2020

ইতালিতে নন-সিজনাল ওয়ার্ক পারমিট এর জন্য আামাদের অফিসে ফাইল জমা করার শেষ তারিখ ০৪/১২/২০২০ । আজই আপনার ফাইল আামাদের অফিসে জমা করুন।
বিস্তারিত ঃ-
এটি কৃষি কাজ বা সিজনাল কোনো ওয়ার্ক পারমিট না।
কাজের এরিয়া -
কনস্ট্রাকশন, ফ্যক্টরি ও টুরিজম।
কাজের ধরন-
কনস্ট্রাকশন জেনারেল ওয়ার্কার, কিচেন হেলপের, ক্লিনার।
প্রয়োজনীয় কাগজপত্র-
১। ১কপি রঙ্গিন সাদা বেকগ্রাউন্ড ছবি (৩.৫ স.মি.×৪.৫সে.মি) 70-80% মুখমন্ডল থাকতে হবে।
২। পাসপোর্ট -
ক) স্ক্যান কপি রঙিন কপি সম্পূর্ণ পাসপোর্ট।
খ) সাদা-কালো ২সেট A4 সাইজ পরিস্কার সম্পূর্ন পাসপোর্ট।
৩। সকল শিক্ষাগত যোগ্যতার সনদ রঙ্গিন স্ক্যান কপি।
৪। সকল শিক্ষাগত যোগ্যতার সনদ সাদা-কালো ফটোকপি -২ সেট A4 সাইজ।
৫। ছবি- ৩৫×৪৫ সাইজ স্ক্যান এবং ১কপি।
৬। জীবন বৃত্তান্ত স্ক্যান এবং ১কপি।
৭। অভিজ্ঞতার সনদ স্ক্যান এবং ২ কপি A4 সাইজ।
৮। সরকার অনুমোদিত যেকোন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষনের সনদ ৩ মাস /৬মাস /১বৎসর এর স্ক্যান এবং ২কপি A4 সাইজ ।
৯। বৈবাহিক সনদ স্ক্যান এবং ২কপি A4 সাইজ ।
১০। ব্যাংক গ্যারান্টিপত্র/ চেক।
১১। পিতা /মাতার ভোটার আইডি কপি।
বেতন- ৮০০-১৫০০ ইউরো
ভিসার মেয়াদ- ১বৎসর (সহজে নবায়নযোগ্য)।
কত খরচ হবে?
প্যাকেজ :
এই প্যাকেজে আপনার কাজ না হলে কোন টাকা লস হবে না। অর্থাৎ আমরা যদি ওয়ার্ক পারমিট বের করাতে পারি এবং এম্বাসি যদি আপনাকে রিজেক্ট করে দেয় তাহলে আপনার একটি টাকাও লস হবে না। সম্পূর্ণ টাকা ফেরত পাবেন।
অগ্রিম: ১,০০,০০০/-টাকা
(১,০০,০০০/- টাকার চেক গ্রাহক পাবেন ও ষ্ট্যাম্পে স্বাক্ষরিত হবে)
ভিসার হওয়ার পর: ৯,৫০,০০০/-টাকা
(গ্যারান্টি বাবদ- ৯,৫০,০০০/- টাকার চেক ১,০০,০০০/- এর সাথে গ্রাহক দিবেন ও ষ্ট্যাম্পে স্বাক্ষরিত হবে)
মোট প্যাকেজ-: ১০,৫০,০০০/- টাকা
অগ্রিম দিতে না চাইলে সাড়ে দশ লক্ষ টাকার ব্যাংক গ্যারান্টি দিতে হবে। ব্যাংকের গ্যারান্টি মানে হচ্ছে আপনার ব্যাংকে যদি টাকা থাকে তাহলে ব্যাংক ম্যানেজার কে বললে উনি একটি গ্যারান্টি পত্র ইস্যু করে দিবেন। সেই ব্যাংকের লেটারটি নিয়ে আসুন। কোন টাকা অগ্রিম দিতে হবে না।
সময় কত লাগবে?
নন সিজনাল ওয়ার্ক পারমিট এর আবেদন এই মাসের ২২ তারিখ থেকে ৩১/১২/২০২০ পর্যন্ত জমা নেয়া হবে। সুতরাং ফেব্রুয়ারি বা মার্চ এর আগে আপনার কাজ হওয়ার কোন সম্ভাবনা নেই।
আবেদন জমা করার শেষ তারিখ- ৫ ডিসেম্বর ২০২০ (সীমিত আসন পূরন হলেই আবেদন বন্ধ হয়ে যাবে)

*** কুয়েত প্রবাসি বাংলাদেশিদের জন্য সুখবর ***  করোনা প্যানডেমিক সময়ে যারা *কুয়েত* থেকে বাংলাদেশে এসে আটকে পরেছেন তাদের প...
15/11/2020

*** কুয়েত প্রবাসি বাংলাদেশিদের জন্য সুখবর ***
করোনা প্যানডেমিক সময়ে যারা *কুয়েত* থেকে বাংলাদেশে এসে আটকে পরেছেন তাদের পুনঃরায় যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি।
A to Z প্যাকেজ
*সেবাসমূহ-*
১. দুবাই ভিসা (ভিজিট)
২. স্বাস্থ্য বীমা
৩. ঢাকা-দুবাই বিমান টিকেট
৪. পিকআপ-ড্রপ (বিমানবন্দর টু হোটেল টু বিমানবন্দর)
৫. তিন বেলা খাবার সহ ১৫ দিনের থাকার ব্যবস্থা
৬. পিসিআর টেস্ট (দুবাই)
৭. হোটেল ছাড়পত্র (দুবাই)
৮. দুবাই-কুয়েত বিমান টিকেট

15/11/2020

বাংলাদেশের পাসপোর্টধারীদের কোনো ভিসা লাগবে না এমন দেশগুলো হলো :
১. বাহামাস (চার সপ্তাহ পর্যন্ত)
২. বার্বাডোস (ছয় মাস)
৩. ডোমিনিকা (ছয় মাস)
৪. ফিজি (চার মাস)
৫. গাম্বিয়া (তিন মাস)
৬. গ্রানাডা (তিন মাস)
৭. হাইতি (তিন মাস)
৮. জ্যামাইকা
৯. লেসোথো (তিন মাস)
১০. মালাওয়ি (তিন মাস)
১১. মাইক্রোনেশিয়া (এক মাস)
১২. সেইন্ট কিটস অ্যান্ড নেভিস
১৩. সেইন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাডিনস (এক মাস)
১৪. ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো
১৫. ভানুয়াতু (এক মাস)
১৬. মন্টসেরাত (তিন মাস)
১৭. টার্ক অ্যান্ড সিসেরো আইল্যান্ড (এক মাস)
১৮. ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ড (এক মাস)
১৯. মাক্রোনেশিয়া (এক মাস)
২০. নিউয়ি (এক মাস)
বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই যেতে পারবেন তবে সেখানে পৌঁছে ভিসা করতে হবে এমন দেশগুলো হলো:
১. ভুটান
২. বলিভিয়া (তিন মাসের ভিসা)
৩. কেপ ভার্দে
৪. কমোরোস
৫. গিনি বিসাউ (তিন মাস)
৬. মাদাগাস্কার (তিন মাস)
৭. মালদ্বীপ (এক মাস)
৮. মাওরিতানিয়া
৯. মোজাম্বিক (এক মাস)
১০. নেপাল (এক মাস)
১১. নিকারাগুয়া (তিন মাস)
১২. তিমরলেস্টে (এক মাস)
১৩. টোগো (সাত দিন)
১৪. তুভালু (এক মাস)
১৫. উগান্ডা
১৬. বুরুন্ডি
১৭. জিবুতি (এক মাস)
১৮. আজারবাইজান (এক মাস)
১৯. ম্যাকাউ (এক মাস)
বাংলাদেশের পাসপোর্ট থাকলে ভিসা লাগবে না তবে বিশেষ অনুমোদন লাগবে এমন দেশগুলো হলো :
১. কিউবা (টুরিস্ট কার্ড জোগাড় করতে হবে, মেয়াদ তিন মাস)
২. সামোয়া (ঢোকার অনুমতিপত্র থাকলেই হলো, মেয়াদ দুই মাস)
৩. সেচেলেস (ভ্রমণের অনুমতিপত্র থাকতে হবে, মেয়াদ এক মাস)
৪. সোমালিয়া (ওই দেশে থাকা কেউ স্পন্সর করলে ভিসা পৌঁছেও করা যাবে, যার মেয়াদ হবে এক মাস। তবে সোমালিয়া পৌঁছানোর দুদিন আগে সেখানকার বিমানবন্দরে বিষয়টি জানিয়ে রাখতে হবে)
৫. শ্রীলংকা (ভ্রমণের জন্য ইলেকট্রনিক অনুমোদনপত্র, মেয়াদ এক মাস)
৬. লাওস (সরকারি কোনো সফরের নথিপত্র থাকলে ভিসা প্রয়োজন হবে না)

An important announcement from Turkish Airlines:Passengers from BD will be allowed to enter Italy. Please find more deta...
15/11/2020

An important announcement from Turkish Airlines:
Passengers from BD will be allowed to enter Italy. Please find more details in the attachment.

আমরা যেভাবে ই-পাসপোর্ট পাবোঃপ্রথমে রাজধানীর আগারগাঁও, উত্তরা ও যাত্রবাড়ী পাসপোর্ট অফিসে ই-পাসপোর্টের কার্যক্রম শুরু হবে।...
15/11/2020

আমরা যেভাবে ই-পাসপোর্ট পাবোঃ
প্রথমে রাজধানীর আগারগাঁও, উত্তরা ও যাত্রবাড়ী পাসপোর্ট অফিসে ই-পাসপোর্টের কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে ২০২০ সালের মধ্যেই সারাদেশে চালু হবে এই পাসপোর্ট সেবা। প্রতিদিন প্রায় ২৫ হাজার ই-পাসপোর্ট ইস্যু করা হবে।
নতুন প্রযুক্তির এই পাসপোর্ট কিভাবে পাওয়া যাবে?
ই-পাসপোর্টের আবেদনঃ
অনলাইনে আবেদন ফরম পূরণ করে সাবমিট করতে হবে নতুন পাসপোর্টের জন্য। সেক্ষেত্রে আগেই ব্যাংকের অনলাইন মাধ্যমে টাকা জমা দিয়ে ব্যাংক থেকে সরবরাহ করা রেফারেল নম্বর কোডটি ব্যবহার করতে হবে অনলাইন আবেদন ফরমে। আবার কেউ চাইলে ডেবিট ও ক্রেডিট কার্ড দিয়েও পাসপোর্ট ফি জমা দিতে পারবেন। প্রয়োজনীয় তথ্য পূরণ করে সাবমিট করার পর প্রিন্ট কপি নিতে হবে। সেই কপি স্ব-শরীরে গিয়ে পাসপোর্ট অফিসে জমা দিতে হবে। আবেদন ফরমে ছবি ও সত্যায়ন করা না লাগলেও পুলিশ ভেরিফিকেশন লাগবে।
অনলাইনে পূরণ না করে PDF ফরম ডাউনলোড করে হাতেও পূরণ করা যাবে। ফরম পূরণের সময় ছবি সত্যায়ন করতে হবে না। তবে বয়স্কদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
আবেদনপত্র জমা দেওয়ার সময় ই-পাসপোর্টের জন্য ডেমোগ্রাফিক তথ্য, ১০ আঙুলের ছাপ, চোখের কর্নিয়ার ছবি ও ডিজিটাল সই সংগ্রহ করবে পাসপোর্ট অফিস। এসব তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে কেন্দ্রীয় ডাটা সেন্টার ও ডিজ্যাস্টার রিকভারি সেন্টারের সার্ভারে সংরক্ষণ করা হবে। পাশাপাশি পাসপোর্টের আবেদনকারীদের পাসপোর্ট দেওয়ার জন্য পার্সোনালাইজেশন সেন্টারে পাসপোর্ট প্রিন্টিংয়ের পর আঞ্চলিক পাসপোর্ট অফিস ও দূতাবাসগুলোয় পাসপোর্ট বিতরণ করা হবে। সব তথ্য চিপে যুক্ত থাকবে। ইমিগ্রেশন পুলিশ বিশেষ যন্ত্রের সামনে পাসপোর্টের পাতাটি ধরতেই সব তথ্য বেরিয়ে আসবে।
কত টাকা ও কত দিনে হাতে পাবো ই-পাসপোর্ট?
নিম্নোক্ত হারে পাসপোর্ট ফি প্রযোজ্য হবে (ভ্যাটসহ) :
৫ বছর মেয়াদী ৪৮ পাতার পাসপোর্ট বইঃ
সাধারণ (২১ কর্মদিবস), ৪০২৫/- টাকা
জরুরী (১০ কর্মদিবস) ৬৩২৫/- টাকা
অতি-জরুরী (২ কর্মদিবস) ৮৬২৫/- টাকা
১০ বছর মেয়াদী ৪৮ পাতার পাসপোর্ট বইঃ
সাধারণ (২১ কর্মদিবস), ৫,৭৫০/- টাকা
জরুরী (১০ কর্মদিবস) ৮,০৫০/- টাকা
অতি-জরুরী (২ কর্মদিবস) ১০,৩৫০/- টাকা
৫ বছর মেয়াদী ৬৪ পাতার পাসপোর্ট বইঃ
সাধারণ (২১ কর্মদিবস), ৬৩২৫/- টাকা
জরুরী (১০ কর্মদিবস) ৮৬২৫/- টাকা
অতি-জরুরী (২ কর্মদিবস) ১২০৭৫/- টাকা
১০ বছর মেয়াদী ৬৪ পাতার পাসপোর্ট বইঃ
সাধারণ (২১ কর্মদিবস), ৮,০৫০/- টাকা
জরুরী (১০ কর্মদিবস) ১০,৩৫০/- টাকা
অতি-জরুরী (২ কর্মদিবস) ১৩,৮০০/- টাকা
তবে পুরনো অথবা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রি-ইস্যু করার ক্ষেত্রে অতি জরুরি পাসপোর্ট দু’দিনে, জরুরি পাসপোর্ট তিন দিনে ও সাধারণ পাসপোর্ট সাত দিনের মধ্যে পাওয়া যাবে।
উল্লেখ্য যে, ছবিতে বর্ণিত টাকার পরিমান ভ্যাট ছাড়া এবং উপরে বর্ণিত টাকার পরিমান ভ্যাটসহ।

An important announcement from Qatar Airways:Please find below the details for passengers travelling to Oman.
15/11/2020

An important announcement from Qatar Airways:
Please find below the details for passengers travelling to Oman.

ভিসাধারী বাংলাদেশিদের ইতালির ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহারবৈধ ভিসাধারী বাংলাদেশি প্রবাসীদের জন্য ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্য...
15/11/2020

ভিসাধারী বাংলাদেশিদের ইতালির ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার
বৈধ ভিসাধারী বাংলাদেশি প্রবাসীদের জন্য ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ইতালি সরকার। বাংলাদেশ সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে দেশটি নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, ইতালিতে অবস্থানরত বৈধ ভিসাধারী বাংলাদেশিদের জন্য ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
এছাড়া যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের ভিসার জন্য আবেদন করতে হবে। এটা ইতালির পুলিশ কর্তৃপক্ষ চেক করবে, তারপর ভিসা নবায়ন করবে।
‘ইতালি এখনো নিয়মিত ভিসা ইস্যু চালু করেনি। শুধু যাদের বৈধ ভিসা রয়েছে, তাদের জন্যই ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

An important announcement from Turkish Airlines:Please find below list of flights of TK to KSA.
15/11/2020

An important announcement from Turkish Airlines:
Please find below list of flights of TK to KSA.

সৌদি প্রবসীরা আর লাইনে না দাড়িয়ে সরাসরি তুরকিশ এয়ারলাইন ফ্লাইটে বাংলাদেশ থেকে রিয়াদ , জেদ্দা ও দাম্মাম যেতে আমাদের সাথ...
15/11/2020

সৌদি প্রবসীরা আর লাইনে না দাড়িয়ে সরাসরি তুরকিশ এয়ারলাইন ফ্লাইটে বাংলাদেশ থেকে রিয়াদ , জেদ্দা ও দাম্মাম যেতে আমাদের সাথে যোগাযোগ করুনঃ
ফ্লাইট শিডিউলঃ
০৪ ও ০৬ অক্টোবরঃ ঢাকা – রিয়াদ
০৫ ও ০৬ অক্টোবরঃ ঢাকা - জেদ্দা
০৩ অক্টোবরঃ ‌ঢাকা - দাম্মাম

জাজিরা এয়ার ওয়েজ এর স্পেশাল ফ্লাইটে বাংলাদেশ থেকে রিয়াদ ও দাম্মাম যেতে আমাদের সাথে যোগাযোগ করুনঃ ফ্লাইট শিডিউলঃ ০৬ অক্টো...
15/11/2020

জাজিরা এয়ার ওয়েজ এর স্পেশাল ফ্লাইটে বাংলাদেশ থেকে রিয়াদ ও দাম্মাম যেতে আমাদের সাথে যোগাযোগ করুনঃ
ফ্লাইট শিডিউলঃ
০৬ অক্টোবরঃ ঢাকা (দুপুর ০২.৪০) – দাম্মাম (ভোর ৫.৪০)
০৮ অক্টোবরঃ ঢাকা (দুপুর ০২.৪০) - রিয়াদ (রাত ৮.১০)

জেদ্দা ও রিয়াদগামী  বাংলাদেশ বিমানের সম্মানিত   যাত্রীদের  জানানো যাচ্ছে যে, বিগত   ১৮ -২০ মার্চের জেদ্দা এবং  ১৮ ও ১৯ ম...
15/11/2020

জেদ্দা ও রিয়াদগামী বাংলাদেশ বিমানের সম্মানিত যাত্রীদের জানানো যাচ্ছে যে, বিগত ১৮ -২০ মার্চের জেদ্দা এবং ১৮ ও ১৯ মার্চের রিয়াদের বিমানের রিটার্ন টিকেটধারী যাত্রীগনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ২৯সেপ্টেম্বর ঢাকা -রিয়াদ ও ৩০ সেপ্টেম্বর ঢাকা -জেদ্দা যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করবে। ১৮ -২০ মার্চের জেদ্দা ও ১৮/১৯ মার্চের রিয়াদের ফিরতি টিকেটধারী যাত্রীদের এই ফ্লাইটে বুকিং এর জন্য বিমান সেলস অফিসে টিকেট ,পাসপোর্ট, সৌদি আরব নির্ধারিত এ্যাপস/ লিংক থেকে অনুমোদন ইত্যাদি সহ ২৫-২৬ সেপ্টেম্বর যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে । বুকিং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে হবে। নতুন ফ্লাইট অনুমোদন সাপেক্ষে পর্যায় ক্রমে অন্য যাত্রীদেরও বুকিং এর জন্য অবহিত করা হবে। তাই অন্য যাত্রীদের এখনই অযথা কাউন্টারে ভীড় না করতে অনুরোধ করা যাচ্ছে।
উল্লেখ্য, কোভিড নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক এবং নমুনা সংগ্রহের ৪৮ ঘন্টার মধ্যে সৌদি আরব পৌছতে হবে বিধায় সকল যাত্রীকে ঢাকা থেকে কোভিড পরীক্ষা করতে হবে এবং ঢাকা থেকেই যাত্রা করতে হবে।

15/11/2020
বিমানকে সৌদি রুটে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে সৌদি আরবল্যান্ডিং পারমিশন না পাওয়ায় ফ্লাইট ঘোষণা করেনি বিমান ...
15/11/2020

বিমানকে সৌদি রুটে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে সৌদি আরব
ল্যান্ডিং পারমিশন না পাওয়ায় ফ্লাইট ঘোষণা করেনি বিমান
#এভিয়েশন_নিউজ_ডেস্ক : ১ অক্টোবর থেকে বিমানের বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা সিদ্ধান্ত প্রদান করেছে সৌদি আরব। আসন বরাদ্দ আরম্ভ করার আগে ল্যান্ডিং পারমিশন আবশ্যক। কিন্তু ল্যান্ডিং পারমিশন পাওয়া যায় নি।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে এ তথ্য জানিয়েছেন বিমান বাংলাদেশে এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোকাব্বির হোসেন।
তিনি বলেন, সৌদি আরব ১ অক্টোবর ২০২০ থেকে বিমানের বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা সিদ্ধান্ত প্রদান করেছে। আসন বরাদ্দ আরম্ভ করার আগে ল্যান্ডিং পারমিশন আবশ্যক। কিন্তু ল্যান্ডিং পারমিশন পাওয়া যায় নি। ফলে যাত্রীদের আসন বরাদ্দ আরম্ভ করার জন্য ফ্লাইট এখনই ঘোষণা করা সম্ভব হচ্ছে না। ল্যান্ডিং পারমিশন প্রাপ্তির সাথে সাথেই ফ্লাইট ঘোষণা করা হবে এবং যাত্রীসহ সংশ্লিষ্ট সকলে অবহিত করা হবে। ফ্লাইট ঘোষণার পূর্বে কাউন্টারে অহেতুক ভিড় না করার জন্য যাত্রীদের অনুরোধ করা যাচ্ছে।
তিনি আরও বলেন, যে সকল যাত্রীর নিকট সৌদি আরব যাওয়ার টিকিট রয়েছে কেবল তাদের আসন বরাদ্দ করা হবে; আপাতত নতুন টিকিট বিক্রি করা হবে না। আসন বরাদ্দের বিস্তারিত তথ্য আগামীকাল (মঙ্গলবার) বিমানের ওয়েব সাইটে পাওয়া যাবে।
এর আগে সোমবার সন্ধ্যায় বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, সৌদি এয়ারলাইন্সকে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হয়েছিল। সেই অনুমতি বাতিল হয়নি। তবে ফ্লাইট পরিচালনা সংক্রান্ত দুটি তথ্য তাদের কাছে জানতে চাওয়া হয়েছে। সেই তথ্য জানতে পারলে ফ্লাইটের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
এদিকে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ঢাকা রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হয় সৌদিয়াকে। তবে রোববার আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকে সৌদির ফ্লাইট বাতিলের বিষয়ে আলোচনা হয়। ২-১ দিনের মধ্যেই বেবিচক এ বিষয়ে তাদের আপডেট জানাবে।

Address

Ramna
1217

Telephone

+8801710018488

Website

Alerts

Be the first to know and let us send you an email when Weprosys International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

Nearby travel agencies