28/09/2022
❤️ থাইল্যান্ড - মালয়শিয়া - সিঙ্গাপুর - দুবাই, ট্যুর প্যাকেজ।
১২ দিনের প্যাকেজ মাত্র ১ লক্ষ ৯৯ হাজার টাকা।
ভ্রমণ পিপাসুদের জন্য, অল্প খরচে চার দেশ ভ্রমণের প্যাকেজ নিয়ে আসছি।
প্যাকেজ সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে, অনুগ্রহ করে পড়ার পরে যোগাযোগ করুন
গ্রুপ মেম্বার গাইডসহ ১৬ জন 🖤
প্যাকেজের অন্তর্ভুক্ত.
# ঢাকা - থাইল্যান্ড - মালয়শিয়া - সিঙ্গাপুর - দুবাই টু ঢাকা এয়ার টিকিট.
# ৪ দেশে হোটেল রুম(এক রুমে দুইজন করে)
# প্রত্যেক দেশে এয়ারপোর্ট টু হোটেল, পিক এন্ড ড্রপ
# ১১ দিনের সকালের নাস্তা (ডিম, ব্রেড/টোস্ট, চা/কফি
# প্রত্যেকটা দেশের সিটি ট্যুর (বাকি টাইম একা ঘুরতে পারবেন)
# ঢাকা টু ঢাকা সর্বক্ষণিক একজন অভিজ্ঞ গাইড.
# একটি গিফট থাকবে, আমাদের কোম্পানির অরিজিনাল লেদার এর চাবির রিং
১৬ই নভেম্বরে যাওয়া, ২৭শে নভেম্বরে ফিরে আসা,
( চার দেশের ভিসা ফি ২৯ হাজার টাকা) প্যাকেজের বাহিরে।
(বুকিং এর লাস্ট ডেট অক্টোবরের ১৫ তারিখ)
বুকিং মানি ২০ হাজার টাকা অফেরৎযোগ্য, (ভিসা না হলে, ফেরত দেওয়া হবে)
$ আমাদের প্যাকেজগুলো এয়ার টিকিটের অফার ভিত্তিক করা হয়। (ডেট চেঞ্জ করা সম্ভব না কোনোভাবেই)
সংক্ষিপ্ত ট্যুর প্লান
১৬ই নভেম্বরে দুপুর ১:৪০ এর থাই এয়ারওয়েজ ঢাকা থেকে রওনা দিব, বিকালে ব্যাংককে পৌঁছে হোটেলে(Lamphuhouse)যেয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ঘুরতে বের হয়ে যাব,তিনদিন থাইল্যান্ড ঘুরে দেখব, ১৯শে নভেম্বর থাইল্যান্ড থেকে বিকাল ৫:১০ এর এয়ার এশিয়ার ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে রাতে মালয়েশিয়া পৌঁছে হোটেল (M Design) যেয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ঘুরতে বের হয়ে যাব, তিনদিন মালয়েশিয়া ঘুরে দেখব, ২২শে নভেম্বর মালয়েশিয়া থেকে দুপুর ২:৫৫ এর এয়ার এশিয়ার ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়ে বিকালে সিঙ্গাপুর পৌঁছে হোটেল (Duke) যেয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ঘুরতে বের হয়ে যাব, দুইদিন সিঙ্গাপুর ঘুরে দেখব, ২৪শে নভেম্বর সিঙ্গাপুর থেকে দুপুর ৩:০৫ এর সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে বিকালে দুবাই পৌঁছে হোটেল (Lotus grand) যেয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ঘুরতে বের হয়ে যাব, তিনদিন দুবাই ঘুরে দেখে ২৭শে নভেম্বরে দুবাই থেকে দুপুর ১:৪৫ এর ফ্লাইদুবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে রাতে ঢাকা থাকবো ইনশাআল্লাহ।
বুকিং কনফার্ম করতে সরাসরি অফিসে চলে আসুন। অফিস টাইম সকাল ১০টা থেকে বিকাল ৫টা, শুক্রবার অফিস বন্ধ।
ভিসার জন্য যেসকল ডকুমেন্ট দিতে হবে
১ পাসপোর্ট
২ দুই কপি, করে চার দেশের ৮ কপি ছবি(স্টুডিও থেকে প্রত্যেক দেশের সাইজ অনুযায়ী)
৩ ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি,
৪ টিকা দেওয়া সনদ,
৫ ভোটার আইডি কপি,
বিজনেস করলে, ট্রেড লাইসেন্স এর কপি, টিন সার্টিফিকেট কপি, ভিজিটিং কার্ড, কোম্পানি প্যাড
জব করলে নো অবজেকশন লেটার এবং কম্পানি আইডি কার্ডের কপি, ভিজিটিং কার্ড
স্টুডেন্ট হলে
স্টুডেন্ট আইডি কার্ডের কপি, ভার্সিটি থেকে ছুটি লেটার, বাবা অথবা মা কাছ থেকে লিখিত
৩টি করে সেট দিতে হবে
কাপল দের, ম্যারেজ সার্টিফিকেট(ইংলিশে নোটারি করা)
ভিসা ফি ২৯ হাজার টাকা + বুকিং মানি, ভিসা না হলে বুকিং মানি ফেরত যোগ্য অন্যথায় অফেরতযোগ্য
আপনার ভ্রমণ সঙ্গী
Anowar Travel Corporation
Suit # O-11,Gulfesha Plaza, (Agora Super Shop).
69, Moghbazar, Dhaka-1217.
Cell: 0️⃣1️⃣7️⃣1️⃣8️⃣3️⃣8️⃣6️⃣3️⃣0️⃣2️⃣
E-mail: [email protected]
Massage: m.me/anowartravel
www.anowartravel.com