Western International Ltd

Western International Ltd Dear Muslim Brothers & Sister, As Salamu aliaikum. Welcome to At- Western International Ltd hajj Services (Hajj , Umrah,Visa process, Air Ticket Agent)
(20)

Go Western was founded with the intention of serving the tech savvy travelers of Bangladesh by providing a one-stop travel solution online. From booking local and international flights to reserving rooms for your holiday, we have it all in one place, within the reach of your fingertips. You can find the best deals offered by a wide range of hotels and airlines as well as package deals that are mad

e just for you. We are the first ever online platform in Bangladesh that accepts payment from both local currency cards as well as mobile financial services like Bkash to make matters more convenient for you, the traveler.

আমাদের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে যে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (VGHS) রানওয়ে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের...
05/11/2024

আমাদের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে যে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (VGHS) রানওয়ে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে।

বন্ধ থাকার সময়সূচি:

তারিখ: ৮ নভেম্বর ২০২৪ থেকে ১৪ নভেম্বর ২০২৪ পর্যন্ত
প্রতিদিনের সময়: রাত ০১:০০ থেকে ভোর ০৪:৩০ পর্যন্ত (বাংলাদেশ সময়)
এই সময়ের মধ্যে রানওয়ে বন্ধ থাকবে, তাই সম্ভাব্য বিলম্ব সম্পর্কে যাত্রীদের অবহিত করার জন্য অনুরোধ করা হচ্ছে।

আমাদের যাত্রীদের সুষ্ঠু যাত্রা নিশ্চিত করতে এবং এই সাময়িক অসুবিধা মোকাবিলায় আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

আপনার সহানুভূতি এবং সহযোগিতার জন্য ধন্যবাদ।

28/05/2024

Dear Valued Clients

We hope this message finds you well. We are writing to inform you of an important update regarding your upcoming flight to Kuala Lumpur (KUL) on Cathay Pacific (CX).

Please be advised that a transit visa is required for this journey. Ensure that you obtain the necessary transit visa prior to your departure to avoid any travel disruptions.

Regards,
Mohammad Shafi
Executive-Product Development
Western International Ltd

06/04/2024

আজ পবিত্র শবে ক্বদরের রাত।
এই রাতের বিশেষ কিছু ওযীফা।

❣️হযরত আলী (রা) ফরমান, 'যে ব্যক্তি শবে কদরে এশা নামাযের পর ৭ বার সূরা কদর পাঠ করবে, সে প্রত্যেক প্রকারের বিপদ থেকে মুক্তি পাবে, হাজারো ফিরিশতা তার জন্য জান্নাত লাভের দোয়া করবেন।
[গুনিয়াতত্ত্ব তালিবীন, নুযহাতুল মাঝালিস]

❣️২৭ তারিখ রাতে ৭বার 'হা-মীম' (সূরা দুখান) পাঠ করবে, এ সাতবার 'হা মীম' তাকে কবরের শাস্তি থেকে পরিত্রাণ দেবে এবং পাপ মোচনের জন্য খুবই উপকারী হবে।

❣️২৭ তারিখ রাতে ‘সূরা মূলুক' ৭ বার পাঠ করবে, এটা গোনাহ্ ক্ষমার জন্য খুবই উত্তম আমল।

❣️হযরত কা'ব (রা) ফরমান, যে ব্যক্তি শবে কদরে একনিষ্ঠতা ও সঠিক হৃদয়ে তিনবার لا اله الا الله (লা- ইলা-হা ইল্লাল্লা-হু) পাঠ করবে, মহান আল্লাহ পাক প্রথমবার পাঠ করার ফলে ওই ব্যক্তির গোনাহ ক্ষমা করে দেবেন। দ্বিতীয়বার পাঠের মাধ্যমে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন এবং তৃতীয়বার পাঠের মাধ্যমে তাকে জান্নাতের হক্বদার বানিয়ে দিবেন।

❣️ক্বদরের রাতে একজন মুমিন কি দোয়া পড়বে এ প্রসঙ্গে হযরত আয়শা (রা) রসূলে পাক (ﷺ) কে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসূল (ﷺ) যদি আমার সৌভাগ্যে শবে কদর মিলে তখন আমি কী পড়ব? রাসুল (ﷺ) বললেন, তুমি পড়বে-

*-اَللّٰهُمَّ إنَّكَ عَفُوٌّ كَرِيْمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّىْ يَا غَفُوْرُ يَا غَفُوْرُ يَا غَفُوْرُ*

আল্লা-হুম্মা ইন্নাকা ’আফুউ-উন কারী-মুন তুহিব্বুল ’আফওয়া ফা’ফু ’আন্নী ইয়া গফূ-রু ইয়া গফূ-রু ইয়া গফূ-র।

অর্থাৎ, হে আল্লাহ! আপনি নিশ্চয়ই মহানুভব ক্ষমাশীল। ক্ষমা করে দেওয়া তো আপনি পছন্দ করেন! সুতরাং আমাকেও ক্ষমা করুন। হে ক্ষমাশীল! হে ক্ষমাশীল! হে ক্ষমাশীল! [তিরমিযী, মুসনদে আহমদ]

❣️হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) বলেন, এ রাতে পড়ার জন্য আল্লাহর রসূল যে দোয়া শিখিয়েছেন তা হলো—

*-اَللّٰهُمَّ ارْزُقْنِي فِيْهِ فَـضْـلَ لَيْلَةَ الْقَدْرِ وَصَيِّرْ أُمُوْرِىْ فِيْهِ مِنَ الْعَسْرِ اِلَى الْيَسْرِ وَاقْبِلْ مَعَاذِيْرِىْ وَحُطَّ عَنِّى الذَّنْبَ وَالْوِزْرَ يَا رَؤُفًا بِعِبَادِهٖ الصَّالِحِيْنَ*

হে আল্লাহ! আজকের রাতে আমাকে শবে কদরের ফজিলত দান করো। আমার কাজ কর্মকে কঠিন থেকে সহজতর দিয়ে নিয়ে নাও। আমার অক্ষমতা কবুল করো। আমার পাপ সমূহ মার্জনা করো। হে যোগ্য বান্দাদের প্রতি মেহেরবান খোদা!

❣️হযরত আয়েশা (রা)'র অন্য এক বর্ণনায় রয়েছে, হুজুর করীম (ﷺ) সিজদারতবস্থায় ছিলেন, তখন আমি তাঁর (ﷺ) নিকটবর্তী হয়ে কান লাগিয়ে দিলাম, এমতাবস্থায় হুজুর করীম (ﷺ) নিম্নোক্ত দোয়াটি পাঠ করেছিলেন।

*-أعوذ بعفوك من عقابك واعوذ برضاك من سخطك واعوذ بک منک جل وجهک اللهم لا أحصي ثناء علیک أنت كما الثنيت على نفسك*

উচ্চারণ: আ'ঊ-যু বি'আফইউকা মিন 'ইক্বাবিকা ওয়া আ'ঊ-যু বিরিদ্বা-কা মিন সাখাতিকা ওয়া আ'ঊ-যু বিকা মিনকা জাল্লা ওয়াজহুকা। আল্লাহম্মা লা উহসী ছানাআন 'আলায়কা আনতা কামা- আছনায়তা আলা নাফছিকা।

অর্থ: হে আল্লাহ! আমি আপনার ক্ষমার মাধ্যমে আপনার শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করছি। আপনার সন্তুষ্টির মাধ্যমে আপনার শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করছি। আপনার মাহাত্যের মাধ্যমে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। আপনার জ্যোতির্ময় নূরানী তাজাল্লি খুবই মহীয়ান। আপনার এত অধিক প্রশংসার দিক রয়েছে, যার পরিসংখ্যান আমার পক্ষে সম্ভবপর নয়। আপনি আপনার প্রশংসা যেমনি করেছেন, সেটাই যথার্থ। কারো পক্ষে সম্ভব নয়।

সর্বোচ্চ কমিশনে টিকেট করুন!  বিমান বাংলাদেশ, ইউ এস বাংলা, কাতার, এমিরেটস, টার্কিশ ও সিঙ্গাপুর এয়ারলাইন্সের।এছাড়াও সারপ্র...
10/03/2024

সর্বোচ্চ কমিশনে টিকেট করুন!
বিমান বাংলাদেশ, ইউ এস বাংলা, কাতার, এমিরেটস, টার্কিশ ও সিঙ্গাপুর এয়ারলাইন্সের।
এছাড়াও সারপ্রাইজিং সব অফার তো থাকছেই!
বেস্ট ফেয়ার ডিল পেতে এখনই ভিজিট করুন www.westernintltd.com -এ।
যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন নিম্নোক্ত নম্বরেঃ
09696269843 (Hotline)
01712026100 (WhatsApp)

Western International Ltd. is a concern of Western Group which has set its sights on outclassing the online travel market in Bangladesh to bring the services you desire. As a tech-travel organization, Western International Ltd. looks forward to viable courses as it moves interactively into the years...

21/02/2024

Dear Trade partner User

২১শে মানেই অঙ্গীকার ২১শে মানেই ভাষা ২১শে মানেই ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল লিমিটেড পথ চলার দিশা। ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল লিমিটেড পরিবারের পক্ষ থেকে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সবাইকে আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবসের শুভেচ্ছা।

Thanks & Regards

Western International Ltd

01/01/2024

নতুন বছরের শুভেচ্ছা। বিশ্বাস ও ভালোবাসায় বছরজুড়ে ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল লিমিটেড-এর সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। নতুন বছরে আপনাদের জীবনে বয়ে আনুক নতুন সমৃদ্ধি ও সম্ভাবনা।

01/11/2023
2024 ইং সনের হজে সরকারি ও বেসরকারি হজযাত্রীর কোটা সংক্রান্ত বিজ্ঞপ্তি।
20/09/2023

2024 ইং সনের হজে সরকারি ও বেসরকারি হজযাত্রীর কোটা সংক্রান্ত বিজ্ঞপ্তি।

21/05/2023

বুলেটিন
পবিত্র হজ ২০২৩ প্রতিদিনের বুলেটিন
আইটি হেল্পডেস্ক
প্রকাশ সংখ্যা: ০১
(সৌদি): ২১ মে, ২০২৩ (১৪৪৪ হি:); রাত ২১.৫৯:০০ (বাংলাদেশ): ২২ মে, ২০২৩ রাত ০০:৫৯
আজ ২১ মে, ২০২৩ খ্রি. (১ জিলক্বদ, ১৪৪৪ হিজরি) তারিখে শুরু হয়েছে হজ ফ্লাইট। সরকারি ব্যবস্থাপনার প্রথম ফ্লাইট বিজি-৩০০১ যোগে ৪১৬ জন হজযাত্রী জেদ্দার স্থানীয় সময় সকাল ০৭:৩০ মিনিটে কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেছেন। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার), জেদ্দাস্থ কনসাল জেনারেল জনাব মোহাম্মদ নাজমুল হক ও বাংলাদেশ হজ অফিস মক্কার কাউন্সিলর (হজ) জনাব মোঃ জহিরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাগণ বিমান বন্দরে উপস্থিত থেকে হজযাত্রীদের স্বাগত জানান এবং শুভেচ্ছা বিনিময় করেন।
সর্বশেষ অবস্থা ২১ মে, ২০২৩ (সৌদি সময়) খ্রি. পর্যন্ত (প্রাথমিক তথ্যমতে):
আগত সর্বমোট হজযাত্রী ১৫২৬ জন
আগত সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৮৩০ জন
আগত বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৬৯৬ জন
সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র হইতে প্রদত্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র সংখ্যা ০ টি
সৌদি আরবের আইটি হেল্পডেস্ক হইতে প্রদত্ত সার্ভিস সংখ্যা ৪৫০ টি
সর্বমোট ইস্যুকৃত ভিসা– ২৯,১০৪ টি; সরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা – ১৬% ; বেসরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা – ৮৪% ;
একনজরে হজ ২০২৩ এর কার্যক্রম:
চাঁদ দেখা সাপেক্ষে ২০২৩ সনের হজ অনুষ্ঠিত হবে ২৭ জুন, ২০২৩ খ্রি.
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৬০৩ টি
হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ২১ মে, ২০২৩ খ্রি.
হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ২২ জুন, ২০২৩ খ্রি.
হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ০২ জুলাই, ২০২৩ খ্রি.
হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ০২ আগস্ট, ২০২৩ খ্রি.
তথ্যসূত্র: এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব।

14/05/2023

পিরামিডের দেশে ফ্লাইট শুরু আজ।

নীল নদের দেশ মিশর। শিক্ষা, ভ্রমণ, বাণিজ্যসহ বিভিন্ন উদ্দেশ্যে কায়রোতে বাংলাদেশিদের নিয়মিত যাতায়াত রয়েছে। তবে সরাসরি ফ্লাইট না থাকায় এত দিন দুবাই, শারজাহ বা জেদ্দা হয়ে যেতে হতো কায়রোতে। এবার অপেক্ষার অবসান হলো। আজ (১৪ মে) থেকে ঢাকা-কায়রো সরাসরি ফ্লাইট শুরু করেছে মিশরের রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা ইজিপ্ট এয়ার।

প্রতি রবি ও বুধবার ইজিপ্ট এয়ার সংস্থাটির ফ্লাইট ঢাকা থেকে কায়রোর উদ্দেশে ছেড়ে যাবে।

শনিবার (১৩ মে) এক অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী জানিয়েছেন, ইজিপ্ট এয়ার চালু হওয়ায় সুদৃঢ় হবে ঢাকা-কায়রো সম্পর্ক।

এ উপলক্ষে গতকাল শনিবার (১৩ মে) রাজধানীতে এক অনুষ্ঠানের আয়োজন করে ইজিপ্ট এয়ার। সংস্থাটি বলছে, প্রথম ফ্লাইটেই যাত্রীদের অভাবনীয় সাড়া পাওয়া গেছে। সুখবর হচ্ছে প্রথম ফ্লাইটের সব টিকিটই প্রায় শেষ। এটা উড়োজাহাজ পরিবহন খাতে একটি অনন্য উদাহরণ। প্রথম ফ্লাইটে সাধারণত ৫০ থেকে ৬০ শতাংশ যাত্রী হয়। কিন্তু ৯৫ শতাংশের ওপরে টিকিট বিক্রি হয়ে গেছে।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জানান, এর মাধ্যমে ঢাকা-কায়রো সম্পর্ক আরও সুদৃঢ় হবে। আগামী দিনে এ আকাশ যোগাযোগ বাংলাদেশ ও মিশর সম্পর্কে নতুন দিগন্তের সূচনা করবে। এর মাধ্যমে বিমান চলাচল ও নতুন কর্মক্ষেত্রের সুযোগ সৃষ্টি হবে।

এরই মধ্যে সংস্থাটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে ফ্লাইট পরিচালনার অনুমতি পায়। গত মার্চের ২৯ তারিখ বেবিচকের সহকারী পরিচালক (এয়ার ট্রান্সপোর্ট) মো. ওয়াহিদুজ্জামান ওই অনুমতিপত্রে সই করেন।

ইজিপ্টএয়ারের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, ইজিপ্টএয়ার ঢাকা-কায়রো রুটে প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করবে। সংস্থাটি এই রুটে যাত্রী বহনে বোয়িং ৭৮৭-৯ মডেলের উড়োজাহাজ ব্যবহার করবে। এ ছাড়া ওই রুটে ফ্লাইট সংখ্যা আরও বাড়ানোর জন্য বেবিচকের কাছে অনুমতি চাইবে সংস্থাটি।

বর্তমানে ইজিপ্টএয়ার আফ্রিকা, ইউরোপ, এশিয়া এবং আমেরিকার ৮১টি গন্তব্যে যাত্রী ও মালবাহী পরিষেবা পরিচালনা করে।

টিকিটের জন্য আজই যোগাযোগ করুন।

Our Address:
☛Western International Ltd.
☛Eastern Arzoo, Suite: 6/4(7th Floor), 61, Bijoynagar, Dhaka- 1000.
Email address: [email protected]

Mobile: +8801915112610
+8801712026100

বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করল সৌদি আরব।ওমরাহ-এর পর এবার বাংলাদেশিদের জন্য শ্রমিক-পর্যটন ও আবাসিক ক্যাটাগরিতেও ই-ভিসা...
01/05/2023

বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করল সৌদি আরব।

ওমরাহ-এর পর এবার বাংলাদেশিদের জন্য শ্রমিক-পর্যটন ও আবাসিক ক্যাটাগরিতেও ই-ভিসা চালু করল সৌদি আরব। আজ থেকেই এ কার্যক্রম শুরু হলো বলে জানিয়েছে ঢাকায় সৌদি দূতাবাস। সোমবার (১ মে) ঢাকার দূতাবাসে এক অনুষ্ঠানের মাধ‌্যমে ই-ভিসার উদ্বোধন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানান, 'শ্রমিকদের জন্য বাংলাদেশই প্রথম এ সুবিধা পাচ্ছে। এখন থেকে বাংলাদেশের নাগরিকরা ই-ভিসা নিয়ে সৌদি আরব যেতে পারবেন। এটি একটি ঐতিহাসিক দিন। বাংলাদেশিদের এখন আর স্টিকার ভিসা লাগবে না। সবার জন্যই প্রক্রিয়াটি অনেক সহজ হবে। বাংলাদেশই প্রথম দেশ, যেখানে শ্রমিকদের জন্যই ই-ভিসা চালু করেছে সৌদি আরব।'

এর ফলে, সৌদি আরবে যেতে আর স্টিকার ভিসার জন্য অপেক্ষা করতে হবে না বাংলাদেশিদের। শ্রমিক-পর্যটন ও আবাসিকে অনুমতির জন্য আবেদন প্রার্থীরা পাবেন ই-ভিসা। এর মধ্য দিয়ে সময়ের পাশাপাশি খরচও কমবে বলে জানান সৌদি রাষ্ট্রদূত।

তিনি আরও জানান, সৌদি সরকার কখনই ভিসার জন্য ফি নেয়া না। ই-ভিসার জন্য কাউকে পাসপোর্ট জমা দিতে হবে না। শ্রমিক ক্যাটাগরির জন্য আবেদনকারীদের এজেন্সির মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। এ ক্ষেত্রে ই-ভিসার মেয়াদ হবে ২ বছর।

01/02/2023

সরকারি ব্যবস্থাপনায় হজে লাগবে ৬ লাখ ৮৩ হাজার টাকা।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। মিনার তাঁবুর সি শ্রেণির মূল্য হিসাবে এই সরকারি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনাসংক্রান্ত নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, মিনার তাঁবুর অবস্থানসংক্রান্ত শ্রেণি অনুযায়ী বেসরকারি এজেন্সিগুলো সরকারি প্যাকেজের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজ নিজ হজ প্যাকেজ ঘোষণা করবে। তাঁবুর অবস্থান ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা সরকারি ব্যবস্থাপনার প্যাকেজের মতো হতে হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এ উপলক্ষে গত মাসে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় হজ চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন পবিত্র হজ করতে যেতে পারবেন। তাঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ ব্যক্তি পবিত্র হজে যেতে পারবেন।

07/12/2022

আজ থেকে ১১ তারিখ পর্যন্ত বাংলাদেশ থেকে যাদের ফ্লাইট আছে,তারা হাতে সময় নিয়ে বের হবেন,সেই সাথে পাসপোর্ট-ভিসা অতিরিক্ত কয়েক কপি সাথে রাখবেন।

06/11/2022

সম্মানিত গ্রাহকদের জন্য "পবিত্র উমরা প্যাকেজ"
(১৪ই নভেম্বর - ২৮শে নভেম্বর)

এই ১৪ রাত ১৫ দিনের উমরা প্যাকেজে থাকবেঃ

- উমরা ভিসা ও এয়ার টিকেট
- মক্কা ও মদিনার দর্শনীয় স্থান ভ্রমণ
- প্রয়োজনীয় পরিবহন সেবা
- হোটেল (মক্কা ও মদিনা)
- খাবার ও পানি

মোট সম্ভব্য খরচঃ ১,৪০,০০০/- টাকা
খাবার ছাড়াঃ ১,৩০,০০০/- টাকা

দর্শনীয় স্থান সমূহের মধ্যে থাকছেঃ

মক্কা জিরাহ -
মসজিদ ই আইশ, জান্নাতুল মুআল্লা, নবী মুহাম্মদের জন্মস্থান, জাবাল আর-রহমাহ, আরাফাত, মসজিদ আল নিমরাহ, মুজদালিফা, মিনা।

মদিনা জিরাহ -
মসজিদ ই কুবা, মসজিদ আল দিরার, মসজিদ মুসাব্বিহ, মসজিদ আল কিবলাতাইন, দ্য সেভেন মসজিদ, মসজিদ ই গামামা, উহুদ পর্বত।
_______________

আরও জানতেঃ
+88 01915 112 610
+88 01309 269 843

Address

Estern Arzoo, Suite: 6/7 (7th Floor), 61, Bijoynagar
Ramna
1000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 09:00 - 17:00
Thursday 10:00 - 18:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801712026100

Alerts

Be the first to know and let us send you an email when Western International Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Western International Ltd:

Videos

Share

Category

Nearby travel agencies


Other Travel Companies in Ramna

Show All