06/04/2024
আজ পবিত্র শবে ক্বদরের রাত।
এই রাতের বিশেষ কিছু ওযীফা।
❣️হযরত আলী (রা) ফরমান, 'যে ব্যক্তি শবে কদরে এশা নামাযের পর ৭ বার সূরা কদর পাঠ করবে, সে প্রত্যেক প্রকারের বিপদ থেকে মুক্তি পাবে, হাজারো ফিরিশতা তার জন্য জান্নাত লাভের দোয়া করবেন।
[গুনিয়াতত্ত্ব তালিবীন, নুযহাতুল মাঝালিস]
❣️২৭ তারিখ রাতে ৭বার 'হা-মীম' (সূরা দুখান) পাঠ করবে, এ সাতবার 'হা মীম' তাকে কবরের শাস্তি থেকে পরিত্রাণ দেবে এবং পাপ মোচনের জন্য খুবই উপকারী হবে।
❣️২৭ তারিখ রাতে ‘সূরা মূলুক' ৭ বার পাঠ করবে, এটা গোনাহ্ ক্ষমার জন্য খুবই উত্তম আমল।
❣️হযরত কা'ব (রা) ফরমান, যে ব্যক্তি শবে কদরে একনিষ্ঠতা ও সঠিক হৃদয়ে তিনবার لا اله الا الله (লা- ইলা-হা ইল্লাল্লা-হু) পাঠ করবে, মহান আল্লাহ পাক প্রথমবার পাঠ করার ফলে ওই ব্যক্তির গোনাহ ক্ষমা করে দেবেন। দ্বিতীয়বার পাঠের মাধ্যমে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন এবং তৃতীয়বার পাঠের মাধ্যমে তাকে জান্নাতের হক্বদার বানিয়ে দিবেন।
❣️ক্বদরের রাতে একজন মুমিন কি দোয়া পড়বে এ প্রসঙ্গে হযরত আয়শা (রা) রসূলে পাক (ﷺ) কে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসূল (ﷺ) যদি আমার সৌভাগ্যে শবে কদর মিলে তখন আমি কী পড়ব? রাসুল (ﷺ) বললেন, তুমি পড়বে-
*-اَللّٰهُمَّ إنَّكَ عَفُوٌّ كَرِيْمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّىْ يَا غَفُوْرُ يَا غَفُوْرُ يَا غَفُوْرُ*
আল্লা-হুম্মা ইন্নাকা ’আফুউ-উন কারী-মুন তুহিব্বুল ’আফওয়া ফা’ফু ’আন্নী ইয়া গফূ-রু ইয়া গফূ-রু ইয়া গফূ-র।
অর্থাৎ, হে আল্লাহ! আপনি নিশ্চয়ই মহানুভব ক্ষমাশীল। ক্ষমা করে দেওয়া তো আপনি পছন্দ করেন! সুতরাং আমাকেও ক্ষমা করুন। হে ক্ষমাশীল! হে ক্ষমাশীল! হে ক্ষমাশীল! [তিরমিযী, মুসনদে আহমদ]
❣️হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) বলেন, এ রাতে পড়ার জন্য আল্লাহর রসূল যে দোয়া শিখিয়েছেন তা হলো—
*-اَللّٰهُمَّ ارْزُقْنِي فِيْهِ فَـضْـلَ لَيْلَةَ الْقَدْرِ وَصَيِّرْ أُمُوْرِىْ فِيْهِ مِنَ الْعَسْرِ اِلَى الْيَسْرِ وَاقْبِلْ مَعَاذِيْرِىْ وَحُطَّ عَنِّى الذَّنْبَ وَالْوِزْرَ يَا رَؤُفًا بِعِبَادِهٖ الصَّالِحِيْنَ*
হে আল্লাহ! আজকের রাতে আমাকে শবে কদরের ফজিলত দান করো। আমার কাজ কর্মকে কঠিন থেকে সহজতর দিয়ে নিয়ে নাও। আমার অক্ষমতা কবুল করো। আমার পাপ সমূহ মার্জনা করো। হে যোগ্য বান্দাদের প্রতি মেহেরবান খোদা!
❣️হযরত আয়েশা (রা)'র অন্য এক বর্ণনায় রয়েছে, হুজুর করীম (ﷺ) সিজদারতবস্থায় ছিলেন, তখন আমি তাঁর (ﷺ) নিকটবর্তী হয়ে কান লাগিয়ে দিলাম, এমতাবস্থায় হুজুর করীম (ﷺ) নিম্নোক্ত দোয়াটি পাঠ করেছিলেন।
*-أعوذ بعفوك من عقابك واعوذ برضاك من سخطك واعوذ بک منک جل وجهک اللهم لا أحصي ثناء علیک أنت كما الثنيت على نفسك*
উচ্চারণ: আ'ঊ-যু বি'আফইউকা মিন 'ইক্বাবিকা ওয়া আ'ঊ-যু বিরিদ্বা-কা মিন সাখাতিকা ওয়া আ'ঊ-যু বিকা মিনকা জাল্লা ওয়াজহুকা। আল্লাহম্মা লা উহসী ছানাআন 'আলায়কা আনতা কামা- আছনায়তা আলা নাফছিকা।
অর্থ: হে আল্লাহ! আমি আপনার ক্ষমার মাধ্যমে আপনার শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করছি। আপনার সন্তুষ্টির মাধ্যমে আপনার শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করছি। আপনার মাহাত্যের মাধ্যমে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। আপনার জ্যোতির্ময় নূরানী তাজাল্লি খুবই মহীয়ান। আপনার এত অধিক প্রশংসার দিক রয়েছে, যার পরিসংখ্যান আমার পক্ষে সম্ভবপর নয়। আপনি আপনার প্রশংসা যেমনি করেছেন, সেটাই যথার্থ। কারো পক্ষে সম্ভব নয়।