Rangamati Hotel & Tourist Boat Service

Rangamati Hotel & Tourist Boat Service ভ্রমণ পিপাসু ট্যুরিস্টদের নিরাপদে, আনন্দদায়ক ভ্রমণের উদ্দেশ্যে
(3)

কম খরচে রাঙ্গামাটি ভ্রমণ 💖ট্যুর প্যাকেজ কমেন্টে ✅👇
04/10/2023

কম খরচে রাঙ্গামাটি ভ্রমণ 💖

ট্যুর প্যাকেজ কমেন্টে ✅👇

কাপ্তাই লেক 💖
04/10/2023

কাপ্তাই লেক 💖

🎯 রাঙ্গামাটি ডে লং ট্যুর প্যাকেজ🎲ট্যুর প্ল্যান-সকালের নাস্তা সেরে চলে যাবো কাপ্তাই লেক ভ্রমণে- (যা যা দেখেবো)🧶 বোটে চড়ে ...
28/09/2023

🎯 রাঙ্গামাটি ডে লং ট্যুর প্যাকেজ
🎲ট্যুর প্ল্যান-
সকালের নাস্তা সেরে চলে যাবো কাপ্তাই লেক ভ্রমণে- (যা যা দেখেবো)
🧶 বোটে চড়ে পানিতে ভরপুর কাপ্তাই লেক উপভোগ।
🧶 শুভলং ঝর্ণা সহ আশেপাশের বেশ কয়েকটি ঝর্ণা।
🧶নির্বান নগর বৌদ্ধ বিহার।
🧶 উপজাতিয় বাজার।
দুপুরের লাঞ্চ- লেকের পাড়ের রেস্টুরেন্টে।
লাঞ্চের পর যা যা দেখবো:
🧶 লাঞ্চ শেষে চলে যাবো রাঙ্গামাটি সিম্বল খ্যাত ঝুলন্ত সেতুতে।
🧶 সর্বশেষ রাঙ্গামাটির পলওয়েল পার্কে সন্ধ্যা পর্যন্ত কটিয়ে, ব্যাক করবো
🎲 সকালের নাস্তাঃ নান রুটি/ পরটা+ ডাল-ভাজি/ ডিম ভাজি + চা।
🎲 দুপুরের খাবারঃ সাদা ভাত+ দেশী মুরগি/ লেকের বড় মাছ+ মিক্স সবজি+ ডাল+ সুটকি/ ছোট মাছ ভর্তা।
🎯 খরচঃ
✓ ৫০ জন বা এর বেশি সদস্যের গ্রুপের জন্য জনপ্রতি ৫৯৯ টাকা
✓৪০ জন বা এর বেশি সদস্যের গ্রুপের জন্য জনপ্রতি ৬৯৯ টাকা
✓৩০ জন বা এর বেশি সদস্যের গ্রুপের জন্য জনপ্রতি ৭৫০ টাকা
✓২০ জন বা এর বেশি সদস্যের গ্রুপের জন্য জনপ্রতি ৭৯৯ টাকা
✓১০ জন বা এর বেশি সদস্যের গ্রুপের জন্য জনপ্রতি ৮৫০ টাকা
✓৫ জন বা এর বেশি সদস্যের গ্রুপের জন্য জনপ্রতি ১০৯৯ টাকা
✓২ জনের জন্য জনপ্রতি ১৯৯৯ টাকা
(আমাদের খরচের মধ্যে থাকছে, সকালের নাস্তা, দুপুরের খাবার, বোটে খাবার পানির ব্যবস্থা, সকল স্থানের প্রবেশ টিকিট, প্রয়োজনে গাইড সার্ভিস)
যোগাযোগ:
01556592441 (WhatsApp) - Rakib, 01608-930093- Mizan,
01614135609 - Josim
Or
In-box 📥

দু-চোখ তো এখানেই আটকায় 🥺💖📌 এমন দৃশ্য দেখতে হলে চলতি সিজনে আসতে হবে রাঙ্গামাটি 💝ট্যুর প্যাকেজ কমেন্টে
28/09/2023

দু-চোখ তো এখানেই আটকায় 🥺💖
📌 এমন দৃশ্য দেখতে হলে চলতি সিজনে আসতে হবে রাঙ্গামাটি 💝

ট্যুর প্যাকেজ কমেন্টে

Happy World Tourism Day 💖
27/09/2023

Happy World Tourism Day 💖

রাঙ্গামাটির আনারস বাগান ❣️
25/09/2023

রাঙ্গামাটির আনারস বাগান ❣️

আমাদের আজকের ভ্রমণ 💖
22/09/2023

আমাদের আজকের ভ্রমণ 💖

🎯 রাঙ্গামাটি ডে লং ট্যুর প্যাকেজ🎲ট্যুর প্ল্যান-সকালের নাস্তা সেরে চলে যাবো কাপ্তাই লেক ভ্রমণে- (যা যা দেখেবো)🧶 বোটে চড়ে ...
22/09/2023

🎯 রাঙ্গামাটি ডে লং ট্যুর প্যাকেজ

🎲ট্যুর প্ল্যান-
সকালের নাস্তা সেরে চলে যাবো কাপ্তাই লেক ভ্রমণে- (যা যা দেখেবো)

🧶 বোটে চড়ে পানিতে ভরপুর কাপ্তাই লেক উপভোগ।
🧶 শুভলং ঝর্ণা সহ আশেপাশের বেশ কয়েকটি ঝর্ণা।
🧶নির্বান নগর বৌদ্ধ বিহার।
🧶 উপজাতিয় বাজার।

দুপুরের লাঞ্চ- লেকের পাড়ের রেস্টুরেন্টে।

লাঞ্চের পর যা যা দেখবো:
🧶 লাঞ্চ শেষে চলে যাবো রাঙ্গামাটি সিম্বল খ্যাত ঝুলন্ত সেতুতে।
🧶 সর্বশেষ রাঙ্গামাটির পলওয়েল পার্কে সন্ধ্যা পর্যন্ত কটিয়ে, ব্যাক করবো

🎲 সকালের নাস্তাঃ নান রুটি/ পরটা+ ডাল-ভাজি/ ডিম ভাজি + চা।
🎲 দুপুরের খাবারঃ সাদা ভাত+ দেশী মুরগি/ লেকের বড় মাছ+ মিক্স সবজি+ ডাল+ সুটকি/ ছোট মাছ ভর্তা।

🎯 খরচঃ
✓ ৫০ জন বা এর বেশি সদস্যের গ্রুপের জন্য জনপ্রতি ৫৯৯ টাকা
✓৪০ জন বা এর বেশি সদস্যের গ্রুপের জন্য জনপ্রতি ৬৯৯ টাকা
✓৩০ জন বা এর বেশি সদস্যের গ্রুপের জন্য জনপ্রতি ৭৫০ টাকা
✓২০ জন বা এর বেশি সদস্যের গ্রুপের জন্য জনপ্রতি ৭৯৯ টাকা
✓১০ জন বা এর বেশি সদস্যের গ্রুপের জন্য জনপ্রতি ৮৫০ টাকা
✓৫ জন বা এর বেশি সদস্যের গ্রুপের জন্য জনপ্রতি ১০৯৯ টাকা
✓২ জনের জন্য জনপ্রতি ১৯৯৯ টাকা

(আমাদের খরচের মধ্যে থাকছে, সকালের নাস্তা, দুপুরের খাবার, বোটে খাবার পানির ব্যবস্থা, সকল স্থানের প্রবেশ টিকিট, প্রয়োজনে গাইড সার্ভিস)

যোগাযোগ: 01556592441 (WhatsApp) - Rakib,
01614135609 - Josim
Or
In-box 📥

শুভলং ঝর্ণা 💖
21/09/2023

শুভলং ঝর্ণা 💖

Rangamati Residential Hotel & Tourist Boat Service এর ঢাকা থেকে আগত অতিথি.......
20/09/2023

Rangamati Residential Hotel & Tourist Boat Service এর ঢাকা থেকে আগত অতিথি.......

শুভ সকাল.........Rangamati Residential Hotel & Tourist Boat Service এরআজকের অতিথি.....
19/09/2023

শুভ সকাল.........
Rangamati Residential Hotel & Tourist Boat Service এর
আজকের অতিথি.....

রাঙ্গামাটির ঝর্ণাগুলো প্রাণ ফিরে পেয়েছে ❤️
09/08/2023

রাঙ্গামাটির ঝর্ণাগুলো প্রাণ ফিরে পেয়েছে ❤️

রাঙ্গামাটি 🥰
28/07/2023

রাঙ্গামাটি 🥰

15/08/2022

এই সিজনে ১ম বার যাচ্ছি “ধুপপানি ঝর্ণা” অভিযানে।
এটি Rangamati Travel Lovers (https://www.facebook.com/Official.RTL) এর ইভেন্ট।

বুকিং করতে/জানতে করতে কল করুন-
01556592441 (WhatsApp,রাকিব), 01610101014 (আজাদ), 01608930093 (মিজানুর), 0151619134 (জাহিদ)

ভ্রমণের তারিখঃ ২৭ আগষ্ট,২০২২ ইং, শনিবার) সকাল ০৬.০০টা ইনশাআল্লাহ্ ।
ফেরার তারিখঃ ২৭ আগষ্ট,২০২২ ইং, শনিবার) সন্ধ্যা ০৭.০০টা ইনশাআল্লাহ্ ।

# একদিনের ট্যুর #

ভ্রমন খরচঃ ৯৯৯/- টাকা প্রতিজন।

#যে_কারনে_এই_ট্যুরে_আমাদের_সাথে_যাবেনঃ
১। আমাদের পুরো ট্যুরে ট্রলার রিজার্ব থাকবে, তাই অন্যদের মত বার বার ট্রলার পরিবর্তন করতে হবেনা।
২। ট্রেকিং এর কারণে দুপুরে অনেক সময় শুকনো খাবার খেয়ে থাকতে হয়, তবে ইনশাআল্লাহ আমরা দুপুরের খাবারের ব্যবস্থা করবো।
৩। আমাদের সাথে ট্যুরে অশ্লীলতার কোন সুযোগ নেই।
৪। ট্রলারে প্রতিজনের জন্য লাইফ জ্যাকেট।
৫। ট্রেকিং এর সময় প্রতিজনের জন্য খাবার পানি ও স্যালাইন ব্যবস্থা।
৬। প্রশিক্ষণপ্রাপ্ত গাইড ব্যবস্থা।

এগুলো বকবক মনে হলেও ট্যুরে যাওয়ার পর এগুলোর বাস্তবতা বুঝতে পারবেন।
------------------------------------------

** ভ্রমণের সম্ভাব্য বর্ণনাঃ
সকালে রাঙ্গামাটির শহীদ মিনার ঘাট থেকে সকাল ৬ টায় বিলাইছড়ির উদ্দেশ্যে রওনা দিবো। বোটে চড়ার পর সকালের নাস্তা সেরে কাপ্তাই লেক উপভোগ করতে করতে সকাল ৯ টার মধ্যে পৌছে যাবো বিলাইছড়ি সদর। তারপর উলুছড়ি পর্যন্ত বোটে যেয়ে শুরু হবে আমাদের ট্রেকিং, ২ ঘন্টা ট্রেক করে ইনশাআল্লাহ পৌঁছে যাব ধুপ্পানি ঝর্ণা। মাঝে সময়মতো থাকবে দুপুরের খাবার। ঝরণা দেখে সন্ধ্যা ৭ টার মধ্যে আবার চলে আসব রাঙ্গামাটি, ইনশাল্লাহ। আসার রাস্তাই থাকবে ভালো ফলসহ নাস্তার ব্যবস্থা।

# # #কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
* এটি একটি ট্রেকিং ট্রিপ। মোট ৩/৪ ঘন্টার মত হাটতে হবে আর প্রায় পুরোটাই পাহাড়ি পথ, তাই যারা যেতে চাচ্ছেন অবশ্যই প্রস্তুতি নিয়েই যাবেন।
* আপনাকে মোবাইল নেট এর বাইরে থাকতে হবে কিছু সময়। নেট পাবে রবি,এয়ারটেল ও টেলিটক।
* নিজের ব্যাগ এ কিছু শুকনা খাবার (খেজুর, কিসমিস, বাদাম,) রাখতে পারেন।

*******
** যা যা থাকছে এর মধ্যেঃ
- মোট ৩ বেলা খাবার(২টি নাস্তা,১টি দুপুরের খাবার)
- রাঙ্গামাটি থেকে বিলাইছড়ি উলুছড়ি পর্যন্ত রিজার্ভ বোটে যাওয়া ও আসার যাবতীয় খরচ।
-গাইড এর খরচ ।

** যা থাকছেনাঃ
- কোন ব্যক্তিগত খরচ
-কোন ঔষধ

খাবার মেন্যু:
**সকাল-ভালো মানের রুটি, ডিম,কলা,
** ট্রেকিংয়ে পানি ও স্যালাইন, ঝালমুড়ি প্যাকেট
**দুপুর- বিরিয়ানি,ডিম, সালাদ
** বিকাল- আপেল, বান/ রুটি

** যা সাথে নেওয়া উচিতঃ
- অবশ্যই ন্যাশনাল আইডি এর ৪ কপি ফটোকপি এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
- ট্র্যাকিং এর জন্য খুব পাতলা জুতা।
- গামছা নিবেন, যেন রোদে মাথায় ঢেকে হাঁটা যায়।
- সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)।
- প্রয়োজনীয় ঔষধ।
- চার্জের জন্য পাওয়ার ব্যাংক (প্রয়োজন সাপেক্ষে)।

বুকিং সিস্টেম
==============
◘ পুরোপুরি কনফার্ম থাকলে ৫১০/- টাকা (অফেরত যোগ্য) বিকাশ/ নগদের মাধ্যেম প্রদান করে আসন কনফার্ম করতে হবে (আসন সংখ্যা সীমিত তাই দ্রুত কনফার্ম করুন)।

কনফার্ম করার শেষ তারিখ:
২০/০৮/২০২২

বিকাশ নাম্বার:
বিকাশ/নগদ- ০১৫৫৬৫৯২৪৪১ (পারসোনাল)

◘ বাকী টাকা ২৭—০৮ -২০২২ তারিখে (ভ্রমনের দিন) পরিশোধ করতে হবে।
◘ কেউ চাইলে সরাসরি যোগাযোগের মাধ্যমে টাকা দিতে পারবেন।

** শর্ত সমুহঃ
১- প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
২- ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
৩- ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
৪- আমরা শালিনতার মধ্যে থেকে আনন্দ উপভোগ করব।

** ভ্রমণের জন্য যোগাযোগ করুন।

আমাদের পেজ এর ঠিকানাঃ (( https://www.facebook.com/Official.RTL )
গ্রুপঃ (( https://www.facebook.com/groups/430182810774340 ))

08/08/2022

এই সিজনে ১ম বার যাচ্ছি “ধুপপানি ঝর্ণা” অভিযানে।
এটি Rangamati Travel Lovers (https://www.facebook.com/Official.RTL) এর ইভেন্ট।

বুকিং করতে/জানতে করতে কল করুন-
01556592441 (WhatsApp,রাকিব), 01610101014 (আজাদ), 01608930093 (মিজানুর), 0151619134 (জাহিদ)

ভ্রমণের তারিখঃ ২৭ আগষ্ট,২০২২ ইং, শনিবার) সকাল ০৬.০০টা ইনশাআল্লাহ্ ।
ফেরার তারিখঃ ২৭ আগষ্ট,২০২২ ইং, শনিবার) সন্ধ্যা ০৭.০০টা ইনশাআল্লাহ্ ।

# একদিনের ট্যুর #

ভ্রমন খরচঃ ৯৯৯/- টাকা প্রতিজন।

#যে_কারনে_এই_ট্যুরে_আমাদের_সাথে_যাবেনঃ
১। আমাদের পুরো ট্যুরে ট্রলার রিজার্ব থাকবে, তাই অন্যদের মত বার বার ট্রলার পরিবর্তন করতে হবেনা।
২। ট্রেকিং এর কারণে দুপুরে অনেক সময় শুকনো খাবার খেয়ে থাকতে হয়, তবে ইনশাআল্লাহ আমরা দুপুরের খাবারের ব্যবস্থা করবো।
৩। আমাদের সাথে ট্যুরে অশ্লীলতার কোন সুযোগ নেই।
৪। ট্রলারে প্রতিজনের জন্য লাইফ জ্যাকেট।
৫। ট্রেকিং এর সময় প্রতিজনের জন্য খাবার পানি ও স্যালাইন ব্যবস্থা।
৬। প্রশিক্ষণপ্রাপ্ত গাইড ব্যবস্থা।

এগুলো বকবক মনে হলেও ট্যুরে যাওয়ার পর এগুলোর বাস্তবতা বুঝতে পারবেন।
------------------------------------------

** ভ্রমণের সম্ভাব্য বর্ণনাঃ
সকালে রাঙ্গামাটির শহীদ মিনার ঘাট থেকে সকাল ৬ টায় বিলাইছড়ির উদ্দেশ্যে রওনা দিবো। বোটে চড়ার পর সকালের নাস্তা সেরে কাপ্তাই লেক উপভোগ করতে করতে সকাল ৯ টার মধ্যে পৌছে যাবো বিলাইছড়ি সদর। তারপর উলুছড়ি পর্যন্ত বোটে যেয়ে শুরু হবে আমাদের ট্রেকিং, ২ ঘন্টা ট্রেক করে ইনশাআল্লাহ পৌঁছে যাব ধুপ্পানি ঝর্ণা। মাঝে সময়মতো থাকবে দুপুরের খাবার। ঝরণা দেখে সন্ধ্যা ৭ টার মধ্যে আবার চলে আসব রাঙ্গামাটি, ইনশাল্লাহ। আসার রাস্তাই থাকবে ভালো ফলসহ নাস্তার ব্যবস্থা।

# # #কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
* এটি একটি ট্রেকিং ট্রিপ। মোট ৩/৪ ঘন্টার মত হাটতে হবে আর প্রায় পুরোটাই পাহাড়ি পথ, তাই যারা যেতে চাচ্ছেন অবশ্যই প্রস্তুতি নিয়েই যাবেন।
* আপনাকে মোবাইল নেট এর বাইরে থাকতে হবে কিছু সময়। নেট পাবে রবি,এয়ারটেল ও টেলিটক।
* নিজের ব্যাগ এ কিছু শুকনা খাবার (খেজুর, কিসমিস, বাদাম,) রাখতে পারেন।

*******
** যা যা থাকছে এর মধ্যেঃ
- মোট ৩ বেলা খাবার(২টি নাস্তা,১টি দুপুরের খাবার)
- রাঙ্গামাটি থেকে বিলাইছড়ি উলুছড়ি পর্যন্ত রিজার্ভ বোটে যাওয়া ও আসার যাবতীয় খরচ।
-গাইড এর খরচ ।

** যা থাকছেনাঃ
- কোন ব্যক্তিগত খরচ
-কোন ঔষধ

খাবার মেন্যু:
**সকাল-ভালো মানের রুটি, ডিম,কলা,
** ট্রেকিংয়ে পানি ও স্যালাইন, ঝালমুড়ি প্যাকেট
**দুপুর- বিরিয়ানি,ডিম, সালাদ
** বিকাল- আপেল, বান/ রুটি

** যা সাথে নেওয়া উচিতঃ
- অবশ্যই ন্যাশনাল আইডি এর ৪ কপি ফটোকপি এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
- ট্র্যাকিং এর জন্য খুব পাতলা জুতা।
- গামছা নিবেন, যেন রোদে মাথায় ঢেকে হাঁটা যায়।
- সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)।
- প্রয়োজনীয় ঔষধ।
- চার্জের জন্য পাওয়ার ব্যাংক (প্রয়োজন সাপেক্ষে)।

বুকিং সিস্টেম
==============
◘ পুরোপুরি কনফার্ম থাকলে ৫১০/- টাকা (অফেরত যোগ্য) বিকাশ/ নগদের মাধ্যেম প্রদান করে আসন কনফার্ম করতে হবে (আসন সংখ্যা সীমিত তাই দ্রুত কনফার্ম করুন)।

কনফার্ম করার শেষ তারিখ: ২০/০৮/২০২২

বিকাশ নাম্বার:
বিকাশ/নগদ- ০১৫৫৬৫৯২৪৪১ (পারসোনাল)

◘ বাকী টাকা ২৭—০৮ -২০২২ তারিখে (ভ্রমনের দিন) পরিশোধ করতে হবে।
◘ কেউ চাইলে সরাসরি যোগাযোগের মাধ্যমে টাকা দিতে পারবেন।

** শর্ত সমুহঃ
১- প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
২- ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
৩- ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
৪- আমরা শালিনতার মধ্যে থেকে আনন্দ উপভোগ করব।

** ভ্রমণের জন্য যোগাযোগ করুন।

আমাদের পেজ এর ঠিকানাঃ (( https://www.facebook.com/Official.RTL )
গ্রুপঃ (( https://www.facebook.com/groups/430182810774340 ))

07/04/2022

শুভ কামনা রইলো সকলের প্রতি 💕💓

17/01/2022

দুর্ধর্ষ অপারেশনে সাজেকের কালো অধ্যায় মুছে দিলো বাংলাদেশ সেনাবাহিনী।


🔥 ২৫% অফারে এটাই সর্বশেষ অফার 🔥দ্রুত কনফার্ম করুন 👇
19/12/2021

🔥 ২৫% অফারে এটাই সর্বশেষ অফার 🔥
দ্রুত কনফার্ম করুন 👇

💗সুখবর !!! সুখবর !!! সুখবর 💗🏝️🏞️⛵কাপ্তাই লেকের পাহাড়ে‌র চূড়ায় চাঁদনী রাতের গা ছমছম পরিবেশে এডভেঞ্চার নিতে কার না মনে চা...
13/12/2021

💗সুখবর !!! সুখবর !!! সুখবর 💗

🏝️🏞️⛵কাপ্তাই লেকের পাহাড়ে‌র চূড়ায় চাঁদনী রাতের গা ছমছম পরিবেশে এডভেঞ্চার নিতে কার না মনে চায়। চাঁদনী রাতের অনাবিল মুগ্ধ পরিবেশ, রাঙামাটি পাহাড়ের অপরুপ সৌন্দর্য, সুবিশাল কাপ্তাই লেকের সৌন্দর্য ও অপরুপ সূর্যোদয় ও সূর্যাস্ত, রাতে ক্যাম্প ফায়ার উপভোগের সুযোগ লুফে নিন এখনি ................🏝️🏞️⛵

আরো থাকছে.....😇😇😇😇
💗"অ্যাসোসিয়েশন অব হিল ট্যুরিস্ট গাইড" 💗এর পক্ষ হতে, লেক বিলাস ক্যাম্পেইন জোন এর বিজয়ের মাস উপলক্ষে অকল্পনীয় ছাড়।🤫🤫🤫🤫

🙆‍♂️ ❤️২৫% ডিসকাউন্ট ❤️ 🙆‍♂️

💰 প্যাকেজের মূল্যঃ
==============
👉আমাদের নিয়মিত সম্পূর্ণ প্যাকেজের মূল্য ১২০০/- টাকা। কিন্তু ২৫% ছাড়ে প্যাকেজের মূল্য মাত্র ৮৯৯/- টাকা।
[ এই সুযোগ সীমিত সময়ের জন্য]

💗প্যাকেজে যা যা থাকছেঃ💗
===================
🚤 বোটে করে এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহৎ কৃত্রিম কাপ্তাই লেকে ভ্রমণ।

🍛বিকালের নাস্তা (শীতের স্পেশাল পিঠা+স্পেশাল রং চা)।

🔥রাতের বার-বি-কিউ পার্টি + স্পেশাল রুটি।

🍲সকালে স্পেশাল তেহেরি + চা।
🤾‍♀️🤹‍♂️🤼‍♀️ তাছাড়াও থাকছে ক্যাম্প ফায়ার ও বিনোদনের ব্যবস্থা।

🏃‍♂️🏃‍♂️🏃‍♂️ বুকিং দিতে যোগাযোগের মাধ্যমঃ
==============
১ #মোঃ শহিদুজ্জামান (রাকিব)।
🤳+8801556-592441
(বিকাশ+ নগদ-পার্সোনাল).

২ #মোঃ মিজানুল ইসলাম।
🤳+8801842-550044 ( বিকাশ+ নগদ-পার্সোনাল).

# সরাসরি/বিকাশ/ নগদে ৩৯৯/- অগ্রিম পেমেন্ট করতে হবে।

#[ বিঃদ্রঃ- বুকিংয়ের টাকা পাঠানোর পূর্বে ও পাঠানোর পর অবশ্যই কল দিয়ে কনফার্ম হয়ে নিতে হবে ] #

⏰বুকিংয়ের সর্বশেষ তারিখঃ
====================
১৫ ই ডিসেম্বর রোজ বুধবার রাত ৮ টা পর্যন্ত।

⛵🕗ভ্রমণের তারিখ ও সময়ঃ
=====================
১৭ ই ডিসেম্বর ২০২১ ইং, রোজ শুক্রবার, বিকাল ৩ টা।

🛫 যাত্রার স্থানঃ
===========
রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার ঘাট।

👉 আসন‌ সংখ্যা সীমিত, তাই দ্রুত কনফার্ম করুন 👈

👉👉ক্যাম্প লোকেশনঃ
=================
স্বর্গছেড়া হিল টপ, বালুখালী, রাঙামাটি সদর।

👉👉👉👉বিস্তারিত জানতে আমাদের ফেইজবুক পেইজঃ
=====================
লেকবিলাস ক্যাম্পেইন জোন, রাঙামাটি।
হটলাইন- +8801843420034.

11/12/2021

আন্তর্জাতিক পর্বত দিবসে উদ্বোধন হলো, রাঙামাটির "লেক বিলাস ক্যাম্পিং জোন" 💕

চলছে তাঁবু জলসা ⛺🔥

সকলের উদ্দেশ্যে আছে তাঁবুতে থাকার জন্য আমাদের চমৎকার প্যাকেজ 😍

শুভেচ্ছান্তে:
Association of Hill Youth Tourist Guide
লোকেশন:
স্বর্গছেড়া হিল টপ, বালুখালী, সদর, রাঙামাটি

26/10/2021

হাজার ফুট উচ্চতায় ২ কিলোমিটার দীর্ঘ লেক; দেখতে পাড়ি দিতে হবে দুর্গম পথ। ☺️

📸Jamuna Tv

You Say ThatThere is no place to Travel in BangladeshHey BangaliCome to Rangamati 💕
17/10/2021

You Say That
There is no place to Travel in Bangladesh
Hey Bangali
Come to Rangamati 💕

Rangamati is the administrative headquarters of Rangamati Hill District in the Chittagong Hill Tracts of Bangladesh. It is also a capital city of Chittagong ...

11/10/2021

রাঙ্গামাটির অসাধারণ কিছু প্রাকৃতিক দৃশ্য ❤️❤️

21/09/2021

অসাধারণ গাছকাটাছড়া ঝর্ণা 💕
বিলাইছড়ি, রাঙামাটি 💕

21/09/2021

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নে রোমাঞ্চকর তৈছামা ঝর্ণা ❤️❤️

08/09/2021

পাহাড়ের বুক ছিড়ে আছড়ে পড়ছে জলরাশি; গুড়ি গুড়ি জলকণা উড়েগিয়ে তৈরি হচ্ছে কোয়াশার আভা। স্রোতধারার শীতল কলতানে উচ্ছাস ছড়িয়েছে চারিপাশে। রাঙামাটির বিলাইছড়ির ধূপপানি ঝর্ণায় চোখ জুড়ানো এমন দৃশ্য হৃদয়-মনজুড়ে সৃষ্টি করে শীহরণ। রাঙামাটি প্রতিনিধি আলমগীর মানিকের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে এশিয়ান টিভিতে বিস্তারিত তুলে ধরেছেন কাজী মাহাফুজ।

07/09/2021

মহালছড়ি–সিন্দুকছড়ি-জালিয়াপাড়া এলাকায় নির্মিত মাত্র ১৫ কিলোমিটার সড়ক বদলে দিয়েছে রাঙামাটি ও খাগড়াছড়ির লাখো মানুষের জীবনযাত্রা। এটি রাঙামাটির সঙ্গে ঢাকার দূরত্ব কমিয়েছে ৬৮ কিলোমিটার। পর্যটনের সম্ভাবনা বাড়ানোর পাশাপাশি খুলে দিয়েছে অর্থনৈতিক উন্নয়নের দ্বার।
বিদেশ নয়, খাগড়াছড়ির সিন্দুকছড়ি-মহালছড়ি সড়কের দৃশ্য এটি। সাড়ে ১৫ কিলোমিটার দৈর্ঘের সড়কটি ঢাকার সঙ্গে যুক্ত করেছে খাগড়াছড়ি ও রাঙামাটিকে। এতে দুই জেলার দূরত্বও কমেছে। প্রকল্পের মেয়াদ শেষ হবার ৬ মাস আগেই নির্মাণ কাজ শেষ হয়েছে। পাহাড় কম কেটে প্রকৃতি অক্ষুন্ন রেখে এটি নির্মাণ করেছে সেনাবাহিনী।
নান্দনিক সড়কটি পর্যটকের কাছে পার্বত্য এলকার নতুন আকর্ষন। এর সৌন্দর্য ও প্রাকৃতিক পরিবেশ উপভোগে দূর-দুরান্ত থেকে ছুটে আসছেন তারা।
#রাঙামাটি #খাগড়াছড়ি #পর্যটক #বাংলাদেশ
Video Courtesy: SA TV

31/08/2021

ঝুঁকির মুখে রাঙামাটির ঝুলন্ত সেতু 😢

30/08/2021

জেলের জালে ধরা পড়লো বিরল প্রজাতির হলুদ কচ্ছপ

01/07/2021

আমি তোর ধর্ম দেখিনারে বোন,
আমি তোর পোশাকও দেখিনারে বোন
আমি তোর ভেতরের মানুষটাকে দেখতে পেয়েছি,
তাই তোর অশ্রুকাতর কথা শুনে নিজেও কাতর হয়েছি।
বুঝেছি মানুষ মানুষই হতে হয় অন্য কিছু নয়। যা বলার ভাষা নাই আমার আপু সত্যি তুমি মহৎ মনের মানুষ আপু। যা তুলনা হয় না আপু ।

19/05/2021

প্রায় ৬০ লক্ষ্য ইহুদী হত্যার পর হিটলার বলেছিলেন,,

"আমি চাইলে সব ইহুদীদের হত্যা করতে পারতাম কিন্তু কিছু ইহুদীকে বাঁচিয়ে রেখেছি যাতে করে পৃথিবীর পরবর্তী প্রজন্ম জানতে পারে যে, আমি কেন ইহুদী হত্যায় মেতেছিলাম।".....
হে আল্লাহ্ তুমি ফিলিস্তিনের মুসলিমের প্রতি তোমার রহমত বর্ষিত করো, , , আ‌মিন , , ,

18/05/2021

৫৭ টা মুসলিম দেশ যেদিন এক হবে, সেদিন আল আকসা আমাদের হবে ইনশাআল্লাহ্ ♥

🇸🇦 🇧🇩 🇵🇰 🇩🇿 🇹🇲 🇨🇨 🇳🇬 🇱🇾 🇦🇫 🇲🇷 🇲🇻 🇧🇫
🇹🇷 🇹🇳 🇦🇱 🇲🇦 🇰🇬 🇧🇭 🇮🇩 🇶🇦
🇱🇧 🇳🇪 🇮🇷 🇹🇯 🇴🇲
🇵🇸 🇯🇴 🇰🇼 🇦🇪 🇸🇩 🇾🇪 🇸🇾 🇮🇶 🇪🇬
🇫🇷 🇷🇴 🇸🇳 🇲🇱 🇬🇳 🇰🇲 🇬🇲 🇦🇿 🇸🇱 🇺🇿 🇩🇯
🇸🇴 🇰🇿 🇧🇦 🇧🇳 🇲🇾

রাঙ্গামাটি রড়ে চোখ জুড়ালো গানে গানে ফুরমোন পাহাড়ের দৃশ্য উপভোগ করুনঃhttps://youtu.be/oNWKFk-4gR0
12/05/2021

রাঙ্গামাটি রড়ে চোখ জুড়ালো গানে গানে ফুরমোন পাহাড়ের দৃশ্য উপভোগ করুনঃ

https://youtu.be/oNWKFk-4gR0

রাঙ্গামাটি রঙে চোখ জুড়ালো গানে-গানে ফুরমোন পাহাড় | Furomon Hill | Rangamati | Beautiful Rangamati সুইজারল্যান্ড খ্যাত বাংলাদেশের সবচেয়ে বড় ....

রাঙ্গামাটির ২য় মেঘের রাজ্য ফুরমোন পাহাড় ভ্রমণhttps://youtu.be/7t_prRlScLg
22/03/2021

রাঙ্গামাটির ২য় মেঘের রাজ্য ফুরমোন পাহাড় ভ্রমণ

https://youtu.be/7t_prRlScLg

রাঙ্গামাটির ২য় মেঘের রাজ্য ফুরমোন পাহাড় ভ্রমণ ||কম খরচে সম্পূর্ণ ভ্রমণ গাইড|| রাঙ্গামাটির ২য় সাজেক||সুইজারল্যান্ড ...

রাঙ্গামাটি রঙে চোখ জুড়ালো গানে-গানে ফুরমোন পাহাড়https://youtu.be/oNWKFk-4gR0
11/01/2021

রাঙ্গামাটি রঙে চোখ জুড়ালো গানে-গানে ফুরমোন পাহাড়
https://youtu.be/oNWKFk-4gR0

রাঙ্গামাটি রঙে চোখ জুড়ালো গানে-গানে ফুরমোন পাহাড় | Furomon Hill | Rangamati | Beautiful Rangamati সুইজারল্যান্ড খ্যাত বাংলাদেশের সবচেয়ে বড় ....

মাইকেল মধুসুদন দত্ত বাড়ি ও যাদুঘর | Michael Madhusudan Dutta Memorial House| সাগড়দাড়িঁ, যশোরমহাকবি মাইকেল মধুসূদন দত্...
04/01/2021

মাইকেল মধুসুদন দত্ত বাড়ি ও যাদুঘর | Michael Madhusudan Dutta Memorial House| সাগড়দাড়িঁ, যশোর

মহাকবি মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি, ১৮২৪ – ২৯ জুন, ১৮৭৩) ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার।[২] তাঁকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়।
ব্রিটিশ ভারতের যশোর জেলার এক সম্ভ্রান্ত কায়স্থ বংশে জন্ম হলেও মধুসূদন যৌবনে খ্রিষ্টধর্ম গ্রহণ করে মাইকেল মধুসূদন নাম গ্রহণ করেন এবং পাশ্চাত্য সাহিত্যের দুর্নিবার আকর্ষণবশত ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় মনোনিবেশ করেন। জীবনের দ্বিতীয় পর্বে মধুসূদন আকৃষ্ট হন নিজের মাতৃভাষার প্রতি। এই সময়েই তিনি বাংলায় নাটক, প্রহসন ও কাব্যরচনা করতে শুরু করেন।
মাইকেল মধুসূদন বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। তাঁর সর্বশ্রেষ্ঠ কীর্তি অমিত্রাক্ষর ছন্দে রামায়ণের উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাদবধ কাব্য নামক মহাকাব্য। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থাবলি হলো দ্য ক্যাপটিভ লেডি, শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী (নাটক), পদ্মাবতী (নাটক), বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, একেই কি বলে সভ্যতা, তিলোত্তমাসম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী, হেকটর বধ [৩] ইত্যাদি। মাইকেলের ব্যক্তিগত জীবন ছিল নাটকীয় এবং বেদনাঘন। মাত্র ৪৯ বছর বয়সে কলকাতায় মৃত্যু হয় এই মহাকবির।

https://youtu.be/6c4-g3yPAP8

মাইকেল মধুসুদন দত্ত বাড়ি ও যাদুঘর | Michael Madhusudan Dutta Memorial House| সাগড়দাড়িঁ, যশোরমহাকবি মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি, ১৮২৪ –...

কম খরচে বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদ ভ্রমণ গাইড ||60 Dome Mosque Tour Guide|| World Heritage Site ||  ষাট গম্বুজ মসজিদ বাংলা...
04/01/2021

কম খরচে বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদ ভ্রমণ গাইড ||60 Dome Mosque Tour Guide|| World Heritage Site || ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট শহর থেকে মাত্র ৭ কিলোকিটার দুরে খুলনা-বাগেরহাট মহাসড়কের উত্তর পাশে ষাটগুম্বুজ বাসস্টপেজ লাগোয়া সুন্দরঘোনা গ্রামে অবস্থিত। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই। তাই এটি কে কোন সময় নির্মাণ নির্মাণ করা হয়েছিলো সে সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে মসজিদটির স্থাপত্যশৈলী বিবেচনা করে এটি যে খান জাহান নির্মাণ করেছিলেন সে সম্পর্কে কারো কোনো সন্দেহ নেই। ধারণা করা হয় তিনি ১৫ শতাব্দীতে এটি নির্মাণ করেছিলেন। এই মসজিদটি বহু বছর ধরে এবং বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিলো। এর পাথরগুলো আনা হয়েছিলো রাজমহল থেকে। এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে একটি। মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় ১৬০ ফুট এবং ভিতরের দিকে প্রায় ১৪৩ ফুট লম্বা আর পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় ১০৪ ফুট এবং ভিতরের দিকে প্রায় ৮৮ ফুট চওড়া। দেওয়ালগুলো প্রায় ৮·৫ ফুট। দেশের দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত প্রাচীন এ মসজিদটিকে ১৯৮৩ খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য (World Heritage Site) হিসাবে মর্যাদা দেয়। মসজিদটি বাগেরহাট শহরকে বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী শহরের মধ্যে স্থান করে দিয়েছে। মসজিদটির নাম ৬০ গম্বুজ হলেও এখানে গম্বুজ মোটেও ৬০টি নয় বরং গম্বুজ সংখ্যা ৭৭টি । ৭৭টি গম্বুজের মধ্যে ৭০ টির উপরিভাগ গোলাকার এবং পূর্ব দেওয়ালের মাঝের দরজা এবং পশ্চিম দেয়ালের মাঝের মিহরাবের মধ্যবর্তী সারিতে যে সাতটি গম্বুজ সেগুলো দেখতে অনেকটা বাংলাদেশের চৌচালা ঘরের চালের মতো। মিনারে গম্বুজের সংখ্যা ৪ টি এ হিসেবে গম্বুজের সংখ্যা দাঁড়ায় মোট ৮১ তে। তবুও এর নাম হয়েছে ষাটগম্বুজ। ঐতিহাসিকরা মনে করেন সাতটি সারিবদ্ধ গম্বুজ সারি আছে বলে এ মসজিদের নামকরণ করা হয়েছিল সাত গম্বুজ এবং তা থেকে ষাটগম্বুজ নাম হয়েছে। আবার অনেক ঐতিহাসিক মনে করেন গম্বুজগুলো ৬০ টি প্রস্তরনির্মিত স্তম্ভের ওপর অবস্থিত বলেই এটির নাম ষাটগম্বুজ হয়েছে। টিকেট মূল্য - জনপ্রতি টিকেট এর দাম বিশ টাকা করে, তবে পাঁচ বছরের কম কোন বাচ্চার জন্যে টিকেট এর দরকার পড়েনা। যেকোনো বিদেশি দর্শনার্থীর জন্যে টিকেট মূল্য দুইশত টাকা করে। খোলা-বন্ধের সময়সূচী - গ্রীষ্মকালে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেল্লা খোলা থাকে। মাঝখানে দুপুর ১টা থেকে ১.৩০ পর্যন্ত আধ ঘণ্টার জন্যে বন্ধ থাকে। আর শীতকালে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। শীতকালেও দুপুর ১টা থেকে ১.৩০ পর্যন্ত বন্ধ থাকে। আর সবসময়ের জন্যেই শুক্রবারে জুম্মার নামাযের জন্যে সাড়ে বারোটা থেকে তিনটা পর্যন্ত বন্ধ থাকে। রবিবার সাধারণ ছুটি এবং সোমবার বেলা ২টা থেকে খোলা থাকে। কিভাবে যাবেন - ঢাকার সায়দাবাদ থেকে প্রতিদিন সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত এবং সন্ধা ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত অনেকগুলো গাড়ি বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায় – মেঘনা (০১৭১৭১৭৩৮৮৫৫৩), বনফূল, পর্যটক (০১৭১১১৩১০৭৮), ফাল্গুনী, আরা, বলেশ্বর, হামিম ও দোলা। এছাড়া গাবতলী থেকে হানিফ এন্টারপ্রাইজ, সোহাগ (০১৭১৮৬৭৯৩০২), শাকুরা (০১৭১১০১০৪৫০) ও ঈগল পরিবহন ছেড়ে যায়। ভাড়া ৪০০ থেকে ৫০০ টাকা। যাতায়াতে সময় লাগে প্রায় ৭ ঘন্টা। আন্তঃনগর ট্রেন সুন্দরবন এক্সপ্রেসে খুলনা গিয়ে এরপর বাস ধরে বাগেরহাটে যেতে পারেন। রূপসা থেকে বাগেরহাটে যেতে প্রায় ৪০ মিনিট লাগে। বাসস্ট্যান্ড থেকে ষাট গম্বুজ মসজিদ সাত কিলোমিটার এবং খানজাহান আলীর (রহ.) সমাধিসৌধ থেকে ৩ কিলোমিটার দূরে পশ্চিমে ষাট গম্বুজ মসজিদ চত্বর। রিকশাভাড়া ৩০ টাকা।

https://youtu.be/pB8QpNNXoDs

কম খরচে বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদ ভ্রমণ গাইড ||60 Dome Mosque Tour Guide|| World Heritage Site ||ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট শহর থেকে মা.....

সুইজারল্যান্ড খ্যাত বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটির সৌন্দর্য সব ঋতুতেই দেখা যায়। প্রকৃতির নিবিড় আলিঙ্গনে বাঁধা...
31/12/2020

সুইজারল্যান্ড খ্যাত বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটির সৌন্দর্য সব ঋতুতেই দেখা যায়। প্রকৃতির নিবিড় আলিঙ্গনে বাঁধা রূপের রানি রাঙ্গামাটির পথে পথে রয়েছে নানান বৈচিত্র্য। রাঙ্গামাটির গহীন অরণ্য, পাহাড়ি প্রকৃতির এই রূপের আকর্ষণ পর্যটকদের কাছে ভীষণ প্রিয়। তাই তো দেশ-বিদেশ থেকে হাজারো পর্যটক ছুটে আসেন প্রকৃতির এ সৌন্দর্য উপভোগ করতে। যে রূপে মুগ্ধ হয় পর্যটকরা সে রূপে রয়েছে সবুজ অরণ্যে ঢাকা পাহাড়, কাপ্তাই হ্রদের বয়ে চলা স্রোতধারা, যা প্রকৃতির আদি সৌন্দর্য। রাঙ্গামাটির আরও গহীনে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য সৌন্দর্য। তেমনই অনন্য এক সৌন্দর্যের নাম “ফুরোমন পাহাড়”। আর সৌন্দর্যের এ পাহাড় আপনাকে বিস্মিত করবেই।

রাঙ্গামাটি শহরের অদূরে সাপছড়ি ইউনিয়নে ফুরোমন পাহাড়ের অবস্থান। চাকমা ভাষায় ফুরোমনের অর্থ ফুরফুরে মন। এ পাহাড়ের চূড়ায় মন ফুরফুরে হয়ে যায় বলে পাহাড়ের নাম ফুরোমন। পাহাড়টির উচ্চতা ১ হাজার ৫১৮ ফুট। চূড়ায় দেখা যায় অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। পুরো রাস্তা ঝুঁকিপূর্ণ। পাহাড়ি বাঁক, খাড়া পাহাড়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,৬০০ ফিট উঁচুতে প্রায় ৪০০ ধাপ খাড়া সিঁড়ি বেয়ে পেয়ে যাবেন এক সমুদ্র নির্জনতা।

নির্জন পরিবেশ আর কাপ্তাই হ্রদের বিশাল জলরাশির দেখা মেলে পাহাড় থেকে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। ফুরোমনের চূড়া থেকে পাখির চোখে দেখা যায় কাপ্তাই লেকের বিস্তৃত জলরাশি। নীল জলরাশির কাপ্তাই লেক, স্বচ্ছ নীলাভ জল আর বিস্তৃত আকাশ দেখে মনে হতে পারে পাহাড়ের মধ্যে সমুদ্রের তীরে পৌঁছে গেছেন। পুরো সৌন্দর্যই এক চোখেই দেখে নিতে পারবেন। আর ভোর শীতের সকালে দেখতে পাবেন সূর্য উদয়ের সাথে মেঘের ছুটে চলা। পাহাড়ের দক্ষিণ-পশ্চিমে চট্টগ্রাম শহর, বন্দরে ভাসমান জাহাজের মাস্তুল। নৈসর্গিক সৌন্দর্যের সবটুকুই দেখা যাবে পাহাড়ের চূড়ায়।

পাহাড়ের চূড়ার উঠে ঠিক যেন মনে হবে মিশে গেছেন এই মেঘের দেশে প্রকৃতির মায়ায়। এ সৌন্দর্যের কথা শহরবাসী তেমন একটা জানে না। ঠিক তেমনই পর্যটকদের কাছেও এখনো অপরিচিতই রয়ে গেছে এ পাহাড়ের রূপের কথা। যাতায়াত ব্যবস্থা খারাপ হওয়ায় শুষ্ক মৌসুম ছাড়া অন্য সময়ে এখানে যাতায়াত করা কষ্টকর।
রাঙ্গামাটি শহর থেকে সিএনজিতে সহজেই যেতে পারেন ফুরোমন পাহাড়ে। ভাড়া পড়বে রির্জাভ ২০০-৩০০ টাকা এবং লোকাল ৪০ টাকা। শহর থেকে সিএনজিতে চলে যাবেন সদরের সাপছড়ি ইউনিয়নের শালবাগান পুলিশ ফাঁড়ি। পুলিশ ফাঁড়ির একটু পরেই দেখতে পাবেন সাইনবোর্ডে লেখা আছে বৌদ্ধমূর্তি স্থাপনের জন্য নির্ধারিত স্থান। তার ঠিক পেছনেই দাঁড়িয়ে থাকা ফুরোমন পাহাড় আপনাকে স্বাগত জানাবে। সাইনবোর্ডটির পাশ দিয়ে চলে যাওয়া রাস্তা ধরেই পৌঁছে যাবেন পাহাড়ের পাদদেশে। সেখান থেকেই ওঠা শুরু করবেন পাহাড়ের চূড়ায়। পাহাড়ের পাদদেশে যাওয়ার আগে যে সাইনবোর্ডটি রয়েছে তার পাশে বসে স্থানীয়রা পাহাড়ি নানা ফলসহ অনেক কিছু বিক্রি করে থাকেন। পর্যটকরা চাইলেই এখান থেকে পাহাড়ি ফলও খেয়ে দেখতে পারেন।

ফুরোমন পাহাড়ের চূড়ার রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি স্থায়ী ক্যাম্প। তার পাশেই গড়ে উঠেছে একটি বৌদ্ধ বিহার। উপরে কোন খাবারের দোকানপাট না থাকায় পাহাড়ে চড়ার আগেই পর্যাপ্ত পরিমাণে পানি এবং খাবার নিয়ে উঠতে হবে। যারা ট্রেকিং করতে পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করার চেষ্টা করবেন, হাজারো ক্লান্ত হয়ে চূড়ায় পৌঁছে সব সৌন্দর্য্য হারিয়ে যাবে।

ইতোমধ্যে পাহাড়ের রূপ উপভোগ করতে স্থানীয় তরুণদের আনাগোনা লক্ষ্য করা গেছে। তবে অপরূপা রাঙ্গামাটির ফুরোমন পাহাড় সম্পর্কে আরও প্রচারণা দরকার। আর শহরের বাহির থেকে যারা আসবেন অবশ্যই গাইড অথবা যাতায়াতের তথ্য নিয়ে ভ্রমণ করবেন।
আর ভ্রমণের সময় অবশ্যই মনে রাখবেন আপনার দ্বারা যেন পরিবেশ কিংবা প্রকৃতির যেন কোন ক্ষতি না হয়। তাহলেই আমাদের পর্যটন শিল্প সমৃদ্ধ হবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পাবে সুন্দর পৃথিবী।
টেক্সটঃ আলি হোসেন ভাই।

https://youtu.be/7t_prRlScLg

রাঙ্গামাটির ২য় মেঘের রাজ্য ফুরমোন পাহাড় ভ্রমণ ||কম খরচে সম্পূর্ণ ভ্রমণ গাইড|| রাঙ্গামাটির ২য় সাজেক||সুইজারল্যান্ড ...

কাপ্তাই লেকের অপরুপ সৌন্দর্য্য দেথতে দেথতে  শুনুন রাঙ্গামাটি নিয়ে গাওয়া জনপ্রিয় একটা গান, রাঙ্গামাটির রঙে চোখ জুরালো ❤️h...
19/12/2020

কাপ্তাই লেকের অপরুপ সৌন্দর্য্য দেথতে দেথতে শুনুন রাঙ্গামাটি নিয়ে গাওয়া জনপ্রিয় একটা গান, রাঙ্গামাটির রঙে চোখ জুরালো ❤️
https://youtu.be/bhhxEGRn1E8

অপরুপ রাঙ্গামাটির কাপ্তাই লেক|| রাঙ্গামাটির রঙে চোখ জুরালোKaptai Lake is the largest man-made freshwater lake in Bangladesh. Even though it was created main...

Address

Rangamati
4500

Telephone

+8801556592441

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rangamati Hotel & Tourist Boat Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rangamati Hotel & Tourist Boat Service:

Videos

Share

Nearby travel agencies