15/08/2022
এই সিজনে ১ম বার যাচ্ছি “ধুপপানি ঝর্ণা” অভিযানে।
এটি Rangamati Travel Lovers (https://www.facebook.com/Official.RTL) এর ইভেন্ট।
বুকিং করতে/জানতে করতে কল করুন-
01556592441 (WhatsApp,রাকিব), 01610101014 (আজাদ), 01608930093 (মিজানুর), 0151619134 (জাহিদ)
ভ্রমণের তারিখঃ ২৭ আগষ্ট,২০২২ ইং, শনিবার) সকাল ০৬.০০টা ইনশাআল্লাহ্ ।
ফেরার তারিখঃ ২৭ আগষ্ট,২০২২ ইং, শনিবার) সন্ধ্যা ০৭.০০টা ইনশাআল্লাহ্ ।
# একদিনের ট্যুর #
ভ্রমন খরচঃ ৯৯৯/- টাকা প্রতিজন।
#যে_কারনে_এই_ট্যুরে_আমাদের_সাথে_যাবেনঃ
১। আমাদের পুরো ট্যুরে ট্রলার রিজার্ব থাকবে, তাই অন্যদের মত বার বার ট্রলার পরিবর্তন করতে হবেনা।
২। ট্রেকিং এর কারণে দুপুরে অনেক সময় শুকনো খাবার খেয়ে থাকতে হয়, তবে ইনশাআল্লাহ আমরা দুপুরের খাবারের ব্যবস্থা করবো।
৩। আমাদের সাথে ট্যুরে অশ্লীলতার কোন সুযোগ নেই।
৪। ট্রলারে প্রতিজনের জন্য লাইফ জ্যাকেট।
৫। ট্রেকিং এর সময় প্রতিজনের জন্য খাবার পানি ও স্যালাইন ব্যবস্থা।
৬। প্রশিক্ষণপ্রাপ্ত গাইড ব্যবস্থা।
এগুলো বকবক মনে হলেও ট্যুরে যাওয়ার পর এগুলোর বাস্তবতা বুঝতে পারবেন।
------------------------------------------
** ভ্রমণের সম্ভাব্য বর্ণনাঃ
সকালে রাঙ্গামাটির শহীদ মিনার ঘাট থেকে সকাল ৬ টায় বিলাইছড়ির উদ্দেশ্যে রওনা দিবো। বোটে চড়ার পর সকালের নাস্তা সেরে কাপ্তাই লেক উপভোগ করতে করতে সকাল ৯ টার মধ্যে পৌছে যাবো বিলাইছড়ি সদর। তারপর উলুছড়ি পর্যন্ত বোটে যেয়ে শুরু হবে আমাদের ট্রেকিং, ২ ঘন্টা ট্রেক করে ইনশাআল্লাহ পৌঁছে যাব ধুপ্পানি ঝর্ণা। মাঝে সময়মতো থাকবে দুপুরের খাবার। ঝরণা দেখে সন্ধ্যা ৭ টার মধ্যে আবার চলে আসব রাঙ্গামাটি, ইনশাল্লাহ। আসার রাস্তাই থাকবে ভালো ফলসহ নাস্তার ব্যবস্থা।
# # #কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
* এটি একটি ট্রেকিং ট্রিপ। মোট ৩/৪ ঘন্টার মত হাটতে হবে আর প্রায় পুরোটাই পাহাড়ি পথ, তাই যারা যেতে চাচ্ছেন অবশ্যই প্রস্তুতি নিয়েই যাবেন।
* আপনাকে মোবাইল নেট এর বাইরে থাকতে হবে কিছু সময়। নেট পাবে রবি,এয়ারটেল ও টেলিটক।
* নিজের ব্যাগ এ কিছু শুকনা খাবার (খেজুর, কিসমিস, বাদাম,) রাখতে পারেন।
*******
** যা যা থাকছে এর মধ্যেঃ
- মোট ৩ বেলা খাবার(২টি নাস্তা,১টি দুপুরের খাবার)
- রাঙ্গামাটি থেকে বিলাইছড়ি উলুছড়ি পর্যন্ত রিজার্ভ বোটে যাওয়া ও আসার যাবতীয় খরচ।
-গাইড এর খরচ ।
** যা থাকছেনাঃ
- কোন ব্যক্তিগত খরচ
-কোন ঔষধ
খাবার মেন্যু:
**সকাল-ভালো মানের রুটি, ডিম,কলা,
** ট্রেকিংয়ে পানি ও স্যালাইন, ঝালমুড়ি প্যাকেট
**দুপুর- বিরিয়ানি,ডিম, সালাদ
** বিকাল- আপেল, বান/ রুটি
** যা সাথে নেওয়া উচিতঃ
- অবশ্যই ন্যাশনাল আইডি এর ৪ কপি ফটোকপি এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
- ট্র্যাকিং এর জন্য খুব পাতলা জুতা।
- গামছা নিবেন, যেন রোদে মাথায় ঢেকে হাঁটা যায়।
- সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)।
- প্রয়োজনীয় ঔষধ।
- চার্জের জন্য পাওয়ার ব্যাংক (প্রয়োজন সাপেক্ষে)।
বুকিং সিস্টেম
==============
◘ পুরোপুরি কনফার্ম থাকলে ৫১০/- টাকা (অফেরত যোগ্য) বিকাশ/ নগদের মাধ্যেম প্রদান করে আসন কনফার্ম করতে হবে (আসন সংখ্যা সীমিত তাই দ্রুত কনফার্ম করুন)।
কনফার্ম করার শেষ তারিখ:
২০/০৮/২০২২
বিকাশ নাম্বার:
বিকাশ/নগদ- ০১৫৫৬৫৯২৪৪১ (পারসোনাল)
◘ বাকী টাকা ২৭—০৮ -২০২২ তারিখে (ভ্রমনের দিন) পরিশোধ করতে হবে।
◘ কেউ চাইলে সরাসরি যোগাযোগের মাধ্যমে টাকা দিতে পারবেন।
** শর্ত সমুহঃ
১- প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
২- ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
৩- ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
৪- আমরা শালিনতার মধ্যে থেকে আনন্দ উপভোগ করব।
** ভ্রমণের জন্য যোগাযোগ করুন।
আমাদের পেজ এর ঠিকানাঃ (( https://www.facebook.com/Official.RTL )
গ্রুপঃ (( https://www.facebook.com/groups/430182810774340 ))