08/08/2023
স্কুল জীবন মানেই হল বহু মনোরম স্মৃতি, প্রিয় বন্ধুদের সাথে এক ব্রেঞ্চে বসা, একসাথে বিভিন্ন ব্যাপারে গল্প করা, একসাথে সবাই মিলে ক্লাস ফাঁকি দেওয়া, আর পেছনের বেঞ্চগুলোতে বসে সামনে বসা বন্ধুদের খোঁচা মারা। পরবর্তী সময়ে এগুলোই সবচেয়ে বেশি মনে পড়ে।
স্কুলে থাকতে কি কি পড়েছিলাম তা হয়তো আজ মনে নেই, কিন্তু স্কুল জীবনের বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো আজও খুব মনে আছে।
স্কুল জীবনটা এমন ভাবে কেটে যায় যা হয়তো আমরা কখনো কল্পনাও করি না, কিন্তু এই দিনগুলোকে আর কখনো ফিরে পাওয়া না, স্মৃতিতেই থেকে যায় সবকিছু।
স্কুলের রাস্তাটা দিয়ে যাওয়ার সময় কত স্মৃতি মনে ভেসে ওঠে। সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় আগের দিনগুলোর স্মৃতি বারবার আমার মধ্যে স্কুল জীবনে ফিরে যাওয়ার ইচ্ছে জাগায়।
স্কুল জীবনের দিনগুলোকে যদি সোনার খাঁচায় রেখে দেওয়া সম্ভব হতো, তাহলে হয়তো সবাই এমনটাই করতো।
স্কুল ছুটির পর সব বন্ধুরা মিলে গল্প করতে করতে একসাথে বাড়ি ফেরার সময়টা এতই আনন্দময় ছিল যে, সেই দিনগুলি আর ফিরে পাবো না ভেবে অজান্তেই কান্না চলে আসে।
বন্ধু চল না সেই স্কুল জীবনের দিনগুলোতে আবার হারিয়ে যাই, যেখানে কোন দুঃখ ছিল না, না ছিল কোনো চিন্তা ভাবনার বালাই।
আমাদের জীবনের বিভিন্ন সময়ে অনেক বন্ধু পাবো আমরা, কিন্তু স্কুল জীবনে যে বন্ধুগুলো ছিল তারাই হয়তো সারা জীবন পাশে থেকে যায়।
আজও খেতে বসলে স্কুল জীবনের সেই টিফিনগুলো সবাই মিলে ভাগ করে খাওয়ার সময়টার কথাই বারবার মনে পড়ে যায়।
বন্ধু তোর কি মনে আছে সেই দিনের কথা, তুই আমি বৃষ্টিতে ভিজে স্কুল ছুটির পর আম কুড়াতে কুড়াতে বাড়িতে আসতাম।
স্কুল জীবনের সেই দিনগুলোই জীবনের এক দুর্দান্ত সময় ছিল, বেলা শেষে সেই খেলাধুলা এখন তো আর হয় না।
জীবনে তো এখন অবধি কত কিছুই হয়ে গেলো, কিন্তু স্কুল জীবনের বন্ধুদের সাথে কাটানো সেই আনন্দের মুহূর্তগুলো, স্মৃতিগুলো এখনো মাঝে মাঝে মন ভার করে দেয়।
স্কুল জীবন ভবিষ্যত গড়ার ক্ষেত্রে বহু প্রয়োজনে আসে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে আমাদের মনে কিছু স্মৃতি রেখে চলে যায়।
স্কুল জীবনের বন্ধুগুলোর সাথে খেলতে খেলতে হঠাৎ ঝগড়া লেগে যাওয়া, আবার বেলা শেষে একসাথে মিলে খেলা করার দিনগুলো আজ খুবই মনে পড়ে।
স্কুলের প্রথম দিন এবং শেষ দিন সকলেরই মনে থাকে। এই দুটো দিনের অভিজ্ঞতা সবার হয়তো একরকম ছিল না, তাও এই দিনগুলো চোখে জল আনে।
স্কুল জীবনের বন্ধুগুলোই শেষ অবধি সবচেয়ে কাছের বন্ধু হয়ে থেকে যায়।
স্কুল জীবনে আমরা যে শিক্ষা পাই, সেই শিক্ষাই হল জীবনের সফলতার দরজা।
স্কুল জীবন হল ভবিষ্যতের অনুশীলন যা একজন ব্যক্তিকে নিখুঁত করে গড়ে তোলে।
অনেক সময় মনে হয় যেন জীবনের সুখগুলো হয়তো স্কুল জীবনেই ফেলে রেখে এসেছি।
স্কুল জীবন থেকেই একজন মানুষ বন্ধু লাভ করে, তাছাড়াও তাদের মধ্যে আত্মসম্মান বোধ কাজ করতে শুরু হয়, মানুষ সকলের সাথে ভদ্রতা বজায় রাখতে শিখে এবং চলাফেরা ও আচার ব্যবহারের নিয়মও শিখতে শুরু করে।
একজন মানুষের জীবনের প্রাথমিক শিক্ষা শুরু হয় বাড়ি থেকে, কিন্তু প্রকৃত শিক্ষা স্কুল থেকেই শুরু হয়ে থাকে।
স্কুল জীবন মানে হাজারো স্মৃতির এক মিষ্টি গল্প।
একজন খেটে খাওয়া কৃষক বুঝতে পারেন যে স্কুল জীবনের সেই দিনগুলো অবহেলায় কাটিয়ে আজ কত বড় ভুল হয়ে গেছে।
স্কুলে বন্ধুদের সাথে কাটানো সেই দিনগুলো আজও আমার একাকী হৃদয়ের মাঝে বয়ে বেড়ায় সেই পুরনো দিনগুলো, আজ ঐ স্মৃতিগুলোর কথা মনে হলে চোখে জল চলে আসে।
স্কুলে থাকতে মনে হতো যেনো ইসস,,, কবে যে বড় হবো। ছোটবেলায় তো সব বড়দেরকে জিজ্ঞেস করেই করতে হয়। আমি নিজে বড় হয়ে গেলে হয়তো মনে যা ইচ্ছে হতো তাই করতাম। কিন্তু এখন বড় হয়ে যাওয়ার পর বারবার শুধু সেই স্কুল জীবনের দিনগুলোই মনে পড়ে।
স্কুল জীবনে কাটিয়ে আসা সময়গুলো আমাদের জীবনের প্রতিটি পাতায় এমন ভাবে মিশে থাকে যে সেই দিনগুলোরে স্মৃতি মনে পড়লেই আমরা ফিরে যাবার আশায় প্রায়ই কেঁদে ফেলি।
স্কুল ব্যাগটা ভারী ছিল ঠিকই, কিন্তু জীবনটা তখন অনেক হালকা ছিল।
অনেক মিস করি স্কুল জীবন থাকে 😭
Indsg Deepen Chakma sir থেকে এই ছবিগুলো সংগ্রহ করা হয়েছে।