Rangamati Boat Club

Rangamati Boat Club Our promise is to give good service as a gift নিরাপদ ও আরামদায়ক ভ্রমনের নিশ্চয়তা
(2)

Special Tourist boat kaptai Lake Rangamatidbcnews.tv Rangamati Boat Club
06/04/2024

Special Tourist boat kaptai Lake Rangamati
dbcnews.tv Rangamati Boat Club

কর্পোরেট  ট্যুর বা  পিকনিক সদা প্রস্তুত স্বর্গ ছেঁড়া ক্যাফে।
04/02/2024

কর্পোরেট ট্যুর বা পিকনিক সদা প্রস্তুত স্বর্গ ছেঁড়া ক্যাফে।

নতুন ভাবে তৈরি করা হচ্ছে সুপার সাউন্ড লেস স্পেশাল টুরিস্ট বোট।সম্পূর্ণ আনকমন ডেকোরেশন ও কালারফুল ডিজাইন যা পর্যটকদের আকর...
04/02/2024

নতুন ভাবে তৈরি করা হচ্ছে সুপার সাউন্ড লেস স্পেশাল টুরিস্ট বোট।
সম্পূর্ণ আনকমন ডেকোরেশন ও কালারফুল ডিজাইন যা পর্যটকদের আকর্ষণ করবে।
যারা এই স্পেশাল বোটের প্রথম যাত্রী হতে চান তারা যোগাযোগ করতে পারেন।
বি:দ্র:উদ্বোধনের সময় পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
যোগাযোগ নাম্বার ০১৭১০৬৪০৪৪১
০১৮২০৩০০৪৫৮
Super soundless special tourist boat is being developed in a new way.
Completely uncommon decoration and colorful design that will attract tourists.
Those who want to be the first passengers of this special boat can contact.
Note: Opening time will be announced later.
Contact number 01710640441
01820-300458

03/02/2024

পর্যটন ঝুলন্ত ব্রীজ এ পর্যটক পূর্ণ।
রাঙ্গামাটি পার্বত্য জেলা।

03/02/2024

Newly built luxury houseboats to serve passengers in Cox's Bazar.
Video source dbcnews.tv

নীলাঞ্জনা বোট ক্লাব ও রিসোর্ট উদ্বোধন এ।
23/11/2022

নীলাঞ্জনা বোট ক্লাব ও রিসোর্ট উদ্বোধন এ।

আমাদের সার্ভিসে নতুন যুক্ত হলো প্রিমিয়াম টুরিস্ট বোট
09/11/2022

আমাদের সার্ভিসে নতুন যুক্ত হলো প্রিমিয়াম টুরিস্ট বোট

ভ্রমন পিপাশুদের জন্য সুখবর !🤗🤗আসছে ২৭ সেপ্টেম্বর ২০২২ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সকল হোটেল/মোট...
23/09/2022

ভ্রমন পিপাশুদের জন্য সুখবর !🤗🤗
আসছে ২৭ সেপ্টেম্বর ২০২২ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সকল হোটেল/মোটেলে আবাসিকে ৩০% রেয়াত (এক দিনের জন্য) প্রদান করা হবে। রয়েছে রকমারি সুস্বাদু সৈজন্যমূলক সকালের নাস্তা।
এ সুযোগ গ্রহন করার জন্য দ্রুত হোটেলের কক্ষ বুকিং দিন।
পর্যটকদের জন্য নিরাপদ আবাসনের অন্যতম ঠিকানা বাংলাদেশ পর্যটন করপোরেশন।
#এছাড়াও_সাউন্ড_লেস_টুরিস্ট_বোট_প্রিমিয়াম_প্রাইস_এ_ভাড়া_নিতে_যোগাযোগ_করুন_০১৬২২০৬৬৩২

Online Booking : hotels.gov.bd

হোটেল সৈকত, চট্টগ্রাম এর যোগাযোগের নম্বর
[email protected]
Reception : 023333-66011-14
01991-139143
Parjatan holiday Complex Rangamati
Contact 01863231185,
0351-63126 email [email protected]
facilities. free Wi-Fi.Restaurant.

10/07/2022

সবাইকে পরিবার এর পক্ষ থেকে ঈদ মোবারক। ❤️

যারা রাঙামাটির কাপ্তাই‌য়ের কাছাকাছি গন্তব্যে প্রোগ্রাম, যেমন- বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, কর্পোরেট গেট-টুগেদার, ফ্যামিলি আ...
08/07/2022

যারা রাঙামাটির কাপ্তাই‌য়ের কাছাকাছি গন্তব্যে প্রোগ্রাম, যেমন- বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, কর্পোরেট গেট-টুগেদার, ফ্যামিলি আউটিং করতে আগ্রহী, তাদের জন্য Rainya Tugun Eco Resort এক‌টি অাদর্শ স্থান। রিসোর্টটি কাপ্তাই থেকে মাত্র সা‌ড়ে তিন কি‌মি দূরে অবস্থিত।

Rainya Tugun Eco Resort এ যে সকল সুযোগ সুবিধা পাবেনঃ

- ২০০+ অতিথি নিয়ে প্রোগ্রামের ক্যাপাসিটি
- নিজস্ব কেটারিং সার্ভিস
- ছোট ও হালকা গাড়ির পার্কিং ব্যবস্থা
- অভিজ্ঞ স্টাফ
- বার বি কিউ ফ্যাসিলিটি
- ওপেন স্টেজ
- সিটিং ফ্যাসিলিটি
- সুবিশাল প‌রিসর
- বাচ্চাদের খেলার জায়গা
- ক্যা‌ম্পিং গ্রাউন্ড

এবং আরো অনেক কিছু...
বিস্তারিত জানতেঃ 01551708244, +8801781136071 যোগা‌যোগ করুন।

সম্পূর্ণ প্রাকৃ‌তিক প‌রি‌বে‌শে প্রোগ্রাম করার অনন্য অ‌ভিজ্ঞতা গ্রহণ করুন।

সকলকে জানাই  ্ষ থেকে  বৈসুব,বৈসু,বাইসু,সাংগ্রাই, বিজুর শুভেচ্ছো 🥀🥀🥀বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকার প্রধাণ ৩টি আদিব...
11/04/2022

সকলকে জানাই ্ষ থেকে
বৈসুব,বৈসু,বাইসু,সাংগ্রাই, বিজুর শুভেচ্ছো 🥀🥀🥀

বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকার প্রধাণ ৩টি আদিবাসী সমাজের বর্ষ বরণ উৎসব। এটি তাদের প্রধাণ সামাজিক অনুষ্ঠানগুলোর একটি। এ উৎসবটি ত্রিপুরাদের কাছে বৈসুব, বৈসু বা বাইসু , মারমাদের কাছে সাংগ্রাই এবং চাকমা ও তঞ্চঙ্গ্যাদের কাছে বিজু নামে পরিচিত।

ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে যাত্রীদের ঈদ যাত্রার অগ্রীম টিকিট বিক্রয় আগামী ২৩ এপ্রিল ২০২২ ইং তারিখ হতে শুরু হবে। প্রতিদিন অনলাই...
11/04/2022

ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে যাত্রীদের ঈদ যাত্রার অগ্রীম টিকিট বিক্রয় আগামী ২৩ এপ্রিল ২০২২ ইং তারিখ হতে শুরু হবে। প্রতিদিন অনলাইনে সকাল ০৬:০০ টা হতে এবং কাউন্টারে সকাল ০৮:০০ টা হতে বিক্রয় করা হবে। এছাড়া ২৫ এপ্রিল ২০২২ ইং তারিখ হতে সকল ট্রেনের কোন সাপ্তাহিক বন্ধ থাকবে না।
অগ্রীম টিকিট বিক্রয় হবে যথাক্রমেঃ
➡️২৩ এপ্রিল দেয়া হবে ২৭ এপ্রিলের টিকিট
➡️২৪ এপ্রিল দেয়া হবে ২৮ এপ্রিলের টিকিট
➡️২৫ এপ্রিল দেয়া হবে ২৯ এপ্রিলের টিকিট
➡️২৬ এপ্রিল দেয়া হবে ৩০ এপ্রিলের টিকিট
➡️২৭ এপ্রিল দেয়া হবে ০১ লা মে’র টিকিট
☑️ বিঃদ্রঃ চাঁদ দেখা স্বাপেক্ষে ২রা মে ২০২২ ইং তারিখ ঈদ-উল-ফিতর উদযাপন করা হবে এই অনুমানে উপরোক্ত টিকিট বিক্রয়ের সময়সূচী নির্ধারণ করা হয়েছে। যদি ১লা মে চাঁদ দেখা না যায় সেক্ষেত্রে ২৮ তারিখ ২ রা মে’র টিকিট দেয়া হবে।
☑️ ১ লা মে ফিরতি যাত্রার টিকিট দেয়া হবে। ঈদের পর ফিরতি যাত্রা শুরু হবে ৫ ই মে হতে।
সুত্রঃ বাংলাদেশ রেলওয়ে

সুদীর্ঘ ৮৮ বছর পর ইস্তাম্বুলের আয়া সোফিয়া মসজিদে  কিয়ামুল লাইল তারাবীহ এর সালাত অনুষ্ঠিত হয়।আলহামদুলিল্লাহ,❤️❤️
02/04/2022

সুদীর্ঘ ৮৮ বছর পর ইস্তাম্বুলের আয়া সোফিয়া মসজিদে কিয়ামুল লাইল তারাবীহ এর সালাত অনুষ্ঠিত হয়।

আলহামদুলিল্লাহ,❤️❤️

দীর্ঘ ২বছর পরে আজ থেকে বাই রোডে চালু হচ্ছে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা। দেখে নিন টুরিস্ট ভিসা করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন ⤵️ক...
29/03/2022

দীর্ঘ ২বছর পরে আজ থেকে বাই রোডে চালু হচ্ছে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা।
দেখে নিন টুরিস্ট ভিসা করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন ⤵️
কোন হেল্প প্রয়োজন হলে ইনবক্স করতে পারেন 💙

ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা করতে যা যা প্রয়োজনঃ
১। ২*২ ল্যাব প্রিন্ট ছবি
২। এপ্লিকেশন ফর্ম
৩। এন আই ডি / স্মার্ট কার্ড / জন্ম নিবন্ধন কপি
৪। বর্তমান ঠিকানা অনুযায়ী আপডেট ইউটিলিটি বিলের কপি।
৫। লাস্ট ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট (মিনিমাম ব্যালেন্স ২০০০০৳) / ডলার এনডোর্সমেন্ট।
৬। পেশাগত প্রমাণপত্র (NOC/ট্রেড লাইসেন্স ইত্যাদি)
৭। লাস্ট ভিসা কপি (যদি থাকে)।
৮। পাসপোর্ট কপি
৯। নতুন এবং পুরাতন পাসপোর্ট (একসাথে পিনাপ করে দিবেন)
১০। ৮৪০৳ ফি (UPAY)
*** কাগজ গুলো উপরের সিরিয়াল অনুযায়ী সাজিয়ে দিবেন।

ইনফরমেশন- কালেক্টেড

ইন্ডিয়ান ভিসা নিয়ে যত প্রশ্নঃ- [ফেব্রুয়ারি ২০২২]প্রশ্নঃ ইন্ডিয়ান ভিসা করার জন্য পূর্ব শর্ত কি?উত্তরঃ পাসপোর্ট থাকতে হবে ...
23/02/2022

ইন্ডিয়ান ভিসা নিয়ে যত প্রশ্নঃ- [ফেব্রুয়ারি ২০২২]

প্রশ্নঃ ইন্ডিয়ান ভিসা করার জন্য পূর্ব শর্ত কি?
উত্তরঃ পাসপোর্ট থাকতে হবে এবং পাসপোর্টের মেয়াদ মিনিমাম ৬ মাস থাকতে হবে।

প্রশ্নঃ ইন্ডিয়া কি কি ভিসা প্রদান করে?
উত্তরঃ ১) বিজনেস/ ব্যবসায়িক ভিসা ২) দীর্ঘমেয়াদী সফর ভিসা ৩) ট্রানজিট একক প্রবেশাধিকার ভিসা ৪) ট্রানজিট দ্বি-প্রবেশাধিকার ভিসা ৫) মেডিকেল/মেডিকেল এটেনডেন্ট ভিসা ৬) স্টুডেন্ট/শিক্ষার্থী ভিসা ৭) রিসার্চ/ গবেষণা ভিসা ৮) কনফারেন্স/ সম্মেলন ভিসা ৯) এমপ্লয়মেন্ট/ কর্মসংস্থান ভিসা ১০) ট্রেইনিং/ প্রশিক্ষণ ভিসা।

প্রশ্নঃ ভিসার আবেদন করার আগে আমাকে কি কি কাজ সেরে রাখা ভাল?
উত্তরঃ ১) রঙ্গিন পোশাকে সাদা ব্যাকগ্রাউন্ডে ২X২ সাইজের ছবি তুলবেন। ছবির সফট কপি এবং হার্ড কপি নিবেন।
২) ব্যাংক স্ট্যাট্মেন্ট বা ডলার এন্ডরসমেন্ট করে নিবেন। ব্যাংক স্ট্যাট্মেন্ট গত ৬ মাস থেকে ঐদিন পর্যন্ত নিবেন। ব্যাংকে এন্ডিং ব্যালেন্স মিনিমাম ২০ হাজার থাকতে হবে। আর যদি ডলার এন্ডরসমেন্ট করেন তাহলে মিনিমাম ১৫০ ডলার এন্ডরস করতে হবে। তবে বেশি করা ভাল।
প্রশ্নঃ অনলাইনে আবেদন করতে হয় কিভাবে?
উত্তরঃ https://indianvisa-bangladesh.nic.in/visa/ এই সাইটে গিয়ে এপ্লাই অনলাইনে ক্লিক করে আবেদন করতে পারবেন।

প্রশ্নঃ অনলাইনে আবদেন সাবমিট করার পর আমাকে কি করতে হবে? ই-টোকেন/এপয়েনমেন্ট লাগবে?
উত্তরঃ সর্বশেষ খবর অনুযায়ী কোন ভিসা সেন্টারেই এখন এপয়েনমেন্ট লাগেনা। ফর্ম ফিলাপ করে প্রিন্ট করে টাকা জমা দিয়ে ভিসা সেন্টারে চলে যান। মেডিকেল ভিসার জন্যও এপয়েনমেন্ট প্রয়োজন নেই। কাজেই এখন নিজের ভিসা খুব সহজে নিজেনিজেই করা যায়।
নোটঃ ঢাকায় শুধু যমুনা ফিউচার পার্ক ভিসা সেন্টারে মেডিকেল ভিসা জমা দেওয়া যাবে।

প্রশ্নঃ ভিসা জমা দেওয়ার দিন আমাকে কি কি কাগজ নিয়ে যেতে হবে বা করতে হবে ?
উত্তরঃ
১) ভিসা আবেদন পত্রের প্রিন্ট।
২) ভিসা আবেদনে ছবি লাগানো এবং ২টা স্বাক্ষর করা পাসপোর্টের মত।
৩) জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন সনদের কপি। যেটা দিয়ে পাসপোর্ট করেছেন সেটাই দিবেন।
৪) ব্যাংক স্টেটমেন্ট/ডলার এন্ডরসমেন্ট/ক্রেডিট কার্ড/ট্র্যাভেল কার্ড।
৫) ট্রেড লাইসেন্স/এন ও সি/ স্টুডেন্ট আইডি কার্ডের কপি।
৬) আবেদনকারীর পাসপোর্টের ফটোকপি।
৭) ফ্যামিলি ভিসার ক্ষেত্রে (বাবা/মা, ভাই/বোন অবিবাহিত, স্বামী/স্ত্রী, ছেলে/মেয়ে) যিনি পাসপোর্ট জমা দিতে আসবে তার পাসপোর্টের ফটোকপি সংযুক্ত করতে হবে।
৮) পুরাতন পাসপোর্ট সাথে নিয়ে যেতে হবে।

প্রশ্নঃ ভিসা ফী কত এবং কিভাবে জমা দিবো?
উত্তরঃ সকল ভিসা সেন্টারের ফী এখন থেকে ৮০০ টাকা করা হয়েছে।

নোটঃ মতিঝিল, উত্তরা এবং গুলশান ভিসা সেন্টারের সকল কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছে। এখন থেকে এই ৩ ভিসা সেন্টারের সব কাজ যমুনা ফিউচার পার্ক সেন্টার থেকে হবে।
এখন অনলাইনে পেমেন্ট করতে হয় সব সেন্টারের জন্য।
আপনি আপনার যে কোন বিকাশ, মোবাইল ব্যাংকিং একাউন্ট এবং কিছু ব্যাংকের ডেবিট, ক্রেডিট, ভিসা, মাস্টারকারড দিয়ে পেমেন্ট করতে পারবেন অনলাইনে।
অনলাইনে পেমেন্ট করতে এখানে যাবেনঃ https://payment.ivacbd.com/
ভিসা জমা দেওয়ার আগের দিন বা যাওয়ার দিন টাকা জমা দিয়ে যাবেন অনলাইনে। টাকা জমা দেওয়া হয়ে গেলে মোবাইলে একটি ম্যাসেজ পাবেন।

প্রশ্নঃ ভিসা সেন্টারে কি আমার কোন ভাইভা নিবে?
উত্তরঃ না। সকাল সকাল ভিসা সেন্টারে চলে যাবেন। গেলেই বাকি প্রসেস বুঝে যাবেন।

প্রশ্নঃ কতদিন লাগবে ভিসা পেতে?
উত্তরঃ নরমালি ৩-৭ কর্ম দিবসের মধ্যে পেয়ে যাবেন। আবেদন জমা দেওয়ার পর একটা রিসিট দিবে সেখানে আপনার পাসপোর্ট কালেকশনের ডেট লেখা থাকবে।

প্রশ্নঃ আবেদন জমা দেওয়ার পর কি আমি জানতে পারবো কোনভাবে যে আমার ভিসা হয়েছে কিনা বা কি পর্যায়ে আছে আবেদন?
উত্তরঃ ভিসা হয়েছে কিনা সেটা পাসপোর্ট না পাওয়া পর্যন্ত বুঝা যাবে না। তবে আপনার পাসপোর্ট ডেলিভারির জন্য রেডি আছে কিনা সেটা এখান থেকে দেখতে পারবেনঃ http://ivacbd-etoken.com/

প্রশ্নঃ কোন পোর্ট দিয়ে গেলে আমার জন্য ভাল হবে?
উত্তরঃ এখন শুধু সিংগেল এন্ট্রি, বাই এয়ার ভিসা দিচ্ছে। [ফেব্রুয়ারি-২০২২]

প্রশ্নঃ বাংলা কত টাকা নিয়ে যেতে পারবো এবং আনতে পারবো?
উত্তরঃ লিগালি ১০ হাজার টাকা নিয়ে যেতে এবং আনতে পারবেন।

প্রশ্নঃ রুপি নিতে পারবো?
উত্তরঃ লিগালি রুপি নেওয়া যাবেনা।

প্রশ্নঃ ডি.এস.এল.আর নিলে কোন ঝামেলা হবে?
উত্তরঃ না। চাইলে বর্ডার থেকে ডি.এস.এল.আর পাসপোর্টে এন্ডরস করে নিতে পারবেন।

প্রশ্নঃ কত ডলার পর্যন্ত নিতে পারবো?
উত্তরঃ ভারতে ৫০০০ ডলার পর্যন্ত নিতে পারবেন ১ কেলেন্ডার ইয়ারে। তবে আপনি ২০০ ডলার এন্ডরস করে ৩০০ ডলার নিতে পারবেন না।

প্রশ্নঃ মেডিকেল ভিসার জন্য কি কি কাগজ লাগবে?
উত্তরঃ
১.পূরণকৃত ফর্মের প্রিন্ট ।
২.ন্যাশানাল আইডি কার্ড বা জন্ম সনদের কপি।
৩.বর্তমান ঠিকানার ৬ মাসের মধ্যের বিদ্যুৎ/গ্যাস/পানির বিলের কপি।
৪. ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট বা বাণিজ্যিক ব্যাংক হতে ডলার এনডোরসমেন্ট।
৫.ইন্ডিয়ান ডাক্তারের এপোয়েন্টমেন্ট।
৬.বাংলাদেশ ডাক্তারের রেফার লেটার।
৭.সদ্য ৬ মাসের মধ্যে মেডিকেলের কাগজপত্র ফটোকপি।
৮.পাসপোর্ট এর ফটোকপি।
*সকল পুরাতন পাসপোর্ট ও মেডিকেলের মুলকাগজপত্র অবশ্যই সাথে আনতে হবে।

মন্তব্যঃ ভিসার নিয়ম মোটামুটি সব আগের মতই ।
জাস্ট রুট এখন একটা অপশন দেয় । বাই এয়ার ।মেয়াদ ১২০ দিন । সিংগেল এন্ট্রি । একবার গিয়ে সর্বচ্চ ৩০ দিন থাকতে পারবেন ।

ডাবল ভ্যাক্সিন দেওয়া থাকলে করোনা টেস্ট করা লাগবেনা অন্যথা এয়ারে উঠার ৪৮ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট নেগেটিভ লাগবে । আর ইন্ডিয়া গিয়ে র‍্যাপিট টেস্ট (৪৫০ রুপি) ।

মুল লেখাঃ সাইফুল ইসলাম সুমন ভাই
সংশোধনঃ রাহি ভাই

All foreign nationals entering India are required to possess a valid international travel document in the form of a national passport with a valid visa obtained from an Indian Mission or Post abroad. All Individual visa seekers are requested to apply for the Indian Visa through Online application li...

14/02/2022
জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ ভাই এর সাথে✌️✌️
14/02/2022

জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ ভাই এর সাথে✌️✌️

প্রশান্তি😍😍
20/01/2022

প্রশান্তি😍😍

19/01/2022

Beauty of nature 🌺🌺

এই আইডি কার্ড টি স্বর্গছেঁড়া রেষ্টুরেন্ট এ পাওয়া গিয়েছে।
25/12/2021

এই আইডি কার্ড টি স্বর্গছেঁড়া রেষ্টুরেন্ট এ পাওয়া গিয়েছে।

যেসব কারণে রাঙামাটি আসবেন : # # # # # # # # # # # # # # # # # # # #১. অসাম্প্রদায়িক শহর,নানান জাতিগোষ্ঠি ও ধর্মের মানুষ...
24/12/2021

যেসব কারণে রাঙামাটি আসবেন :
# # # # # # # # # # # # # # # # # # # #
১. অসাম্প্রদায়িক শহর,নানান জাতিগোষ্ঠি ও ধর্মের মানুষের সহঅবস্থান এখানে
২.সাংস্কৃতিক বৈচিত্র্যে ৬৩ জেলার চেয়ে এগিয়ে
৩.দক্ষিন পূর্ব এশিয়ার সবচে বড় লেক ' কাপ্তাই হ্রদ' এ জেলায়, ৭৫০ বর্গকিলোমিটারের হ্রদ জুড়ে নৌভ্রমনের অবারিত সুযোগ
৪. শহর ঘিরে আছে অজস্র পাহাড়,চাইলেই মেঘ ছুঁতে উঠতে পারেন শহর লাগোয়া 'ফুরোমন' পাহাড়ে
৫.দেশের সবচাইতে নিরাপদ ভ্রমণ গন্তব্য,এখানে সামাজিক অপরাধ মোটামুটি নেই বললেই চলে
৬.এই শহরে সব মৌসুমেই হোটেল ভাড়া,খাবারের দাম,গাড়ি ভাড়া একই থাকে
৭. যেকোন বিপদ আপদে শহরবাসির আন্তরিক সহযোগিতা পাবেন নিশ্চিত
৮. স্থানীয় প্রশাসনও ভীষণ তৎপর ও তড়িৎকর্মা
৯. প্রকৃতিকণ্যা সাজেক এই জেলাতেই অবস্থিত
১০. হ্রদ পাহাড়ের নির্জনতায় অসংখ্য রিসোর্ট আপনাকে টানবেই....

এবং এইটা একটা মায়ার শহর, জীবনে একবার আসলে,বারবার আসতে হবে,আসতেই হবে......
কপিঃ ফজলে এলাহী ভাই

১৬ ডিসেম্বর ২০২১ একদিনের জন্য আবাসিক কক্ষের ভাড়ার উপর ৩২% বিশেষ রেয়াতবাংলাদেশ পর্যটন করপোরেশনের অতিথি হোন দেশ সেবায় অবদা...
13/12/2021

১৬ ডিসেম্বর ২০২১ একদিনের জন্য আবাসিক কক্ষের ভাড়ার উপর ৩২% বিশেষ রেয়াত
বাংলাদেশ পর্যটন করপোরেশনের অতিথি হোন দেশ সেবায় অবদান রাখুন।

আন্তর্জাতিক পর্বত দিবসে উদ্বোধন হলো, রাঙামাটির "লেক বিলাস ক্যাম্পিং জোন" 💕চলছে তাঁবু জলসা ⛺🔥সকলের উদ্দেশ্যে আছে তাঁবুতে ...
11/12/2021

আন্তর্জাতিক পর্বত দিবসে উদ্বোধন হলো, রাঙামাটির "লেক বিলাস ক্যাম্পিং জোন" 💕

চলছে তাঁবু জলসা ⛺🔥

সকলের উদ্দেশ্যে আছে তাঁবুতে থাকার জন্য আমাদের চমৎকার প্যাকেজ 😍

শুভেচ্ছান্তে:
Association of Hill Youth Tourist Guide
লোকেশন:
স্বর্গছেড়া হিল টপ, বালুখালী, সদর, রাঙামাটি

মন ভরে নিন প্রকৃতির স্বাদ...✌️✌️✌️
11/12/2021

মন ভরে নিন প্রকৃতির স্বাদ...✌️✌️✌️

10/12/2021
রাঙ্গামাটি বাংলাদেশের পার্বত্য জেলা গুলোর মধ্যে একটি এবং আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা। ১০টি ভাষাভাষীর ১১টি জনগোষ্ঠীর নি...
10/12/2021

রাঙ্গামাটি বাংলাদেশের পার্বত্য জেলা গুলোর মধ্যে একটি এবং আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা। ১০টি ভাষাভাষীর ১১টি জনগোষ্ঠীর নিজস্ব সাংস্কৃতিক, নৃতাত্ত্বিক কৃষ্টি এবং প্রকৃতির অপার সৃষ্টি এই জেলা। বাংলাদেশের পর্যটনের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান।

পর্যটন এড়িয়ায় ফায়ারসার্ভিস চালু করার জোর দাবী জানাচ্ছি।Rangamati Express VIP Tourist Boat Service এর পক্ষ থেকে সাজেক সহ ...
06/12/2021

পর্যটন এড়িয়ায় ফায়ারসার্ভিস চালু করার জোর দাবী জানাচ্ছি।

Rangamati Express VIP Tourist Boat Service এর পক্ষ থেকে সাজেক সহ সকল পর্যটন স্থানে ★ফায়ার সার্ভিস★ এর ইউনিট খোলার জোর দাবি জানাচ্ছি। বিশেষ করে সাজেক এমন একটি স্থান যেখানে বেশিরভাগ কটেজই পরিবেশ বান্ধব ইকো কটেজ যা মূলত কাঠ বাঁশ দিয়ে তৈরি করা হয়।সাজেকের আগুনে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানাই এবং সরকারি-বেসরকারি সহযোগিতা কামনা করছি।

অনুরোধক্রমেঃ আমিনুল ইসলাম মুকুল
সদস্য, পর্যটন নৌ-যান ঘাট ট্যুরিষ্ট বোট মালিক সমিতি
ফাউন্ডার ও এডমিন, Rangamati Express VIP Tourist Boat Service

🌊🏊🏿‍♀️🌊আন্ডারটোসমুদ্র সৈকতে যাওয়ার সময় খুব সাবধান! প্রবেশের আগে সমুদ্রের দিকে তাকান। আপনি যদি তরঙ্গের মধ্যে একটি স্থান...
06/12/2021

🌊🏊🏿‍♀️🌊
আন্ডারটো

সমুদ্র সৈকতে যাওয়ার সময় খুব সাবধান!
প্রবেশের আগে সমুদ্রের দিকে তাকান। আপনি যদি তরঙ্গের মধ্যে একটি স্থান অতিক্রম করতে দেখেন তবে ভিতরে যাবেন না, এটি একটি আন্ডারটো স্রোত এবং আপনাকে ভিতরে টেনে নিয়ে যাবে। পরিবার, বন্ধুদের জানান... এটি জীবন বাঁচাতে পারে🙂

©

04/12/2021


Address

Rangamati
4500

Telephone

+8801710640441

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rangamati Boat Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rangamati Boat Club:

Videos

Share