19/09/2024
সৌন্দর্য পিপাসুরা জল-পাহড়ের মেলবন্ধন দেখতে ছুটে চলে সৌন্দর্যের রাঙামাটিতে। লোকালয় ছেড়ে, দূর পাহাড়ের দেশে হারিয়ে যেতে কার না মন চায়! নৈসর্গিক সৌন্দর্যের অপার লীলাভূমি রাঙ্গামাটিতে ঘুরে বেড়াতে নিশ্চয় মন চাইছে? প্রাকৃতিক সৌন্দর্য্য ঘেরা রাঙ্গামাটি জেলায় রয়েছে, পাহাড়ের কোল ঘেঁসে ঘুমিয়ে থাকে শান্ত জলের হ্রদ। যেখানে সীমানার ওপাড়ে নীল আকাশ মিতালী করে হ্রদের সাথে, চুমু খায় পাহাড়ের বুকে। সারাক্ষণ চলতে থাকে পাহাড়, নদী আর হ্রদের এক অপূর্ব মিলনমেলা। রাঙ্গামাটির প্রতিটি পরতে পরতে লুকিয়ে আছে অদেখা এক ভূবন যেখানে আপনার জন্য অপেক্ষা করছে নয়ানাভিরাম দৃশ্যপট।
এক দিনে নৌ-ভ্রমণের মাধ্যমে ঘুরতে পারবেনঃ
১। সুভলং ঝর্ণা
২। ছোট ঝর্ণা/সুভলং ঝর্ণা-২
৩। নির্বাণ নগর বৌদ্ধ বিহার
৪। আধিবাসী মার্কেট
৫। লেকের মাঝের রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজ।
৬। ঝুলন্ত ব্রীজ
৭। পলওয়েল পার্ক
৮।পাহাড়ি আদিবাসী গ্রাম
৯। চাকমা রাজার বাড়ি
১০। রাজবন বিহার
এই সব স্পট সহ রাঙ্গামাটি ভ্রমণের যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের পেইজের ( Rangamati Kaptai Lake Tourist Boat Service ) ইনবক্সে অথবা ফোন করতে পারেনঃ (01988764529) নম্বরে